Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Indian Navy Recruitment 2022: ভারতীয় নৌসেনায় নিয়োগ, শূন্যপদ ২১২, জানুন বিস্তারিত

    Indian Navy Recruitment 2022: ভারতীয় নৌসেনায় নিয়োগ, শূন্যপদ ২১২, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় নৌসেনা (Indian Navy Recruitment 2022)। এসএসসি অফিসার পদের জন্যে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীরা অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। 

    আবেদন শুরু হচ্ছে ২১ অক্টোবর থেকে। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে  ৬ নভেম্বর ২০২২। শূন্যপদের সংখ্যা ২০১২। বিবাহিত ও অবিবাহিত পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। ২০২৩ সালের জুনে এই পদগুলিতে নিয়োগ হবে। 

     

    শূন্যপদ: সাধারণ পরিষেবা / হাইড্রো ক্যাডার: ৫৬টি পদ
    এয়ার ট্রাফিক কন্ট্রোলার: ৫টি পদ
    নেভাল এয়ার অপারেশনস অফিসার: ১৫টি পদ
    পাইলট: ২৫টি পদ
    লজিস্টিকস: ২০টি পদ
    শিক্ষা: ১২টি পদ 
    ইঞ্জিনিয়ারিং (সাধারণ পরিষেবা): ২৫টি পদ
    বৈদ্যুতিক (সাধারণ পরিষেবা): ৪৫টি পদ
    নেভি কনস্ট্রাক্টর: ১৪টি পদ

    আরও পড়ুন: ‘‘সময় ঘনিয়ে এলেই স্বৈরাচারীদের বলপ্রয়োগ বৃদ্ধি পায়…’’, রাজ্য সরকারকে নিশানা সুকান্তর

    যোগ্যতা: এই পদে আবেদনের জন্যে, যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই/ বিটেক/ এমটেক/ সিএসই/ আইটি/ সফটওয়্যার/ সাইবার সিকিউরিটি/ সিস্টেম অ্যাডমিন এবং নেটওয়ার্কিং/ কম্পিউটার সিস্টেম/ নেটওয়ার্কিং/ ডেট অ্যানালিটিক্স/ আর্টিফিশিয়াল সায়েন্স -পাশ হতে হবে। এ ছাড়াও বিসিএ/ বিএসসি -তে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। দশম ও দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে আবেদনকারীর।  

    বয়সসীমা: যাদের জন্ম ০২ জুলাই ১৯৯৮ থেকে ০১ নভেম্বর ২০০৪-এর মধ্যে তারা ভারতীয় নৌবাহিনীর এসএসসি অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাবেন। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

    নির্বাচন প্রক্রিয়া: ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sukanta Majumdar: ‘‘সময় ঘনিয়ে এলেই স্বৈরাচারীদের বলপ্রয়োগ বৃদ্ধি পায়…’’, রাজ্য সরকারকে নিশানা সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘সময় ঘনিয়ে এলেই স্বৈরাচারীদের বলপ্রয়োগ বৃদ্ধি পায়…’’, রাজ্য সরকারকে নিশানা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: করুণাময়ীতে ২০১৪-র টেট প্রার্থীদের অনশন আন্দোলন (TET Agitation) গতকাল রাতে জোর করে ভেঙে দিয়েছে পুলিশ। এবার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।ফেসবুকে ভিডিও আপলোড করে তিনি লেখেন, “ভয়ানক দৃশ্য! চাকরিপ্রার্থীদের উপর এই নির্মম অত্যাচার গোটা বাংলা দেখছে। আজ যেভাবে পশ্চিমবঙ্গের লেডি হিটলার মুখ্যমন্ত্রী পুলিশকে লেলিয়ে ঘাড় ধাক্কা দিয়ে চাকরিপ্রার্থীদের ধর্ণামঞ্চ ভাঙলেন ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের মানুষ ঘাড় ধাক্কা দিয়ে এই ফ্যাসিস্ট দুর্নীতিপরায়ণ সরকারকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলবে।সময় ঘনিয়ে এলেই স্বৈরাচারীদের বলপ্রয়োগ বৃদ্ধি পায়। বাংলার মানুষ সবকিছুর সাক্ষী থাকলো।”

    প্রসঙ্গত, কাল রাত বাড়ার সঙ্গে সঙ্গে রণক্ষেত্রের চেহারা নেয় করুণাময়ীর আন্দোলন মঞ্চ। গতকাল হাইকোর্টের নির্দেশে পর্ষদ চত্বের ১৪৪ ধারা জারি করা হয়। আর এরপরেই বাড়তে থাকে পুলিশের সক্রিয়তা। সন্ধ্যার পর থেকে পুলিশের সংখ্যা বাড়তে থাকে অনশন স্থলে। আন্দোলনকারীদের সরাতে প্রচুর পুলিশ জমায়েত হতে থাকে। এরপর আন্দোলনকারীদের জমায়েতকে বেআইনি বলে ঘোষণা করা হয় প্রথমে। তারপর তাঁদের সরে যাওয়ার জন্য সময় দেওয়া হয় দুই মিনিট। কিন্তু আন্দোলনকারীরা তাঁদের দাবি ও আন্দোলনে অনড় থাকে। ফলে আন্দোলনকারীরা না সরলে কার্যত তাঁদের জোর করে টেনে-হিঁচড়ে জায়গা থেকে সরানো হয়। আন্দোলনকারীদের মধ্যে আবার ২০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয় নিউটাউন থানায়। আন্দোলনকারীদের মধ্যে বহু মহিলাও ছিলেন৷ তাই তাঁদের সরানোর জন্য মহিলা পুলিশও নিয়ে আসা হয়েছিল৷ কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীরা। তিন দিন ধরে অনশনে থাকা চাকরিপ্রার্থীরা এই ধস্তাধস্তির মধ্যে আরও অসুস্থ হয়ে পড়েন৷ কেউ কেউ সংজ্ঞা হারান৷

    আরও পড়ুন: বিরোধী শিবির এগোতেই রিটার্নিং অফিসার ‘বিরতি’ নিলেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে ব্যাপক দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

    চাকরিপ্রার্থীরা প্রশ্ন তোলেন, “আমরা কি চোর? শান্তিপূর্ণ আন্দোলন করার মাঝে রাতের অন্ধকারে পুলিশ কেন তুলে দিল?” পুলিশের বর্বরোচিত আচরণের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। কেউ কেউ বললেন, ‘আমাদের ন্যায্য চাকরি ঘুষের টাকায় বিক্রি করে দিয়ে পুলিশ দিয়ে জোর করে মধ্যরাতে তুলে দিচ্ছে আমাদের।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Dwayne Johnson: “এটা শুধু একটা ক্রিকেট ম্যাচ নয়”, ভারত-পাক ম্যাচ ঘিরে উচ্ছ্বসিত ডোয়েন জনসন

    Dwayne Johnson: “এটা শুধু একটা ক্রিকেট ম্যাচ নয়”, ভারত-পাক ম্যাচ ঘিরে উচ্ছ্বসিত ডোয়েন জনসন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক ম্যাচ হতে চলেছে ২৩ অক্টোবর। বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে হাওয়া সব টিকিট। মেলবোর্নে ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছেন দুই দলের  সমর্থকরা। এখন শুধুই অপেক্ষা। প্রস্তুতি নিচ্ছে দুই দল। দুই দলই একে অপরের দুর্বলতা অত্যন্ত ভালো ভাবে জানে। গতবারের মত অবস্থায় যাতে না পড়তে হয় তার চেষ্টা চালাচ্ছে টিম ইন্ডিয়া। আর বাবর আজমরা চাইছে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখতে। বহু প্রতীক্ষিত এই ম্যাচ নিয়ে উচ্ছসিত সমর্থকদের দলে নাম লিখিয়েছেন হলিউড তারকা ডোয়েন জনসন ওরফে দ্য রক। দুই দেশের মধ্যে ক্রিকেট যুদ্ধের আঁচ পড়েছে হলিউডেও।

    আরও পড়ুন: “মেয়ের খেয়াল রেখ”, চপার দুর্ঘটনার আগে পাইলটের শেষ কল স্ত্রীকে

    ম্যাচ নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) সুপারস্টার দ্য রক। তাঁর ভিডিও বার্তা শেয়ার করেছে স্টার স্পোর্টস। ২০ সেকেন্ডের ভিডিওতে দ্য রক (Dwayne Johnson) বলেছেন, “যখন সেরা দুই শত্রু একে অপরের মুখোমুখি হয় তখন গোটা বিশ্ব থমকে যায়। এটা শুধু একটা ক্রিকেট ম্যাচ নয়। এবার ভারত-পাকিস্তান লড়াই। সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার সময়।” 

     

    প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর শুরু হয়ে গিয়েছে টি২০ বিশ্বকাপ। বাছাইপর্বের খেলা হবে দীপাবলির ঠিক একদিন আগে। ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে লড়বে। সুপার ১২-এ গ্রুপ-বি তে রয়েছে ভারত, পাকিস্তান। এই দুই দল ছাড়াও, এই গ্রুপে আছে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বাছাই পর্বের গ্রুপ-২-র শীর্ষে থাকা দল এবং গ্রুপ-১-এর দুই নম্বরে থাকা দলও ভারতের গ্রুপে জায়গা পাবে।   

    ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (ডব্লিউকে), দীনেশ কার্তিক (ডব্লিউকে), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি।

    স্ট্যান্ডবাই খেলোয়াড়: শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।

    পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ফখর জামান। 

    স্ট্যান্ডবাই ক্রিকেটার: মহম্মদ হারিস, উসমান কাদির এবং শাহনওয়াজ দাহানি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Kali Puja: কালীপুজোর আগেই চোখ রাঙাচ্ছে ‘সিত্রাং’?

    Kali Puja: কালীপুজোর আগেই চোখ রাঙাচ্ছে ‘সিত্রাং’?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিত্রাং ঘূর্ণিঝড় নিয়ে ক্রমাগত আশঙ্কা বাড়ছে রাজ্যবাসীর মনে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় এটি দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে। বৃহস্পতিবার এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। শুক্রবার সুস্পষ্ট নিম্নচাপ এবং শনিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর পরেই এটি ঘূর্ণিঝড় সিত্রাং- এ পরিণত হবে বলে অনুমান মৌসম ভবনের। তার গতিপ্রকৃতি কোন দিকে হবে, তা নজর রাখা হচ্ছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়াবিদরা। কারণ জেলায় জেলায় কালীপুজোর বড় বড় প‌্যান্ডেল হয়েছে। কোনও কারণে যদি দমকা হাওয়া বওয়া শুরু করে, সেক্ষেত্রে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই পুজোকর্তাদের আগেই সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে।

    আরও পড়ুন: ভোটের আগেই মাত কংগ্রেসকে! হিমাচল প্রদেশে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির 

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশকুমার দাস বলেন, ‘‘ইতিমধ্যে আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। তা থেকে নিম্নচাপ তৈরি হবে। ২২ তারিখ নাগাদ তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে তার অভিমুখ কোন দিকে হবে তা থেকে বোঝা যাবে বাংলায় এর প্রভাব কতটা পড়বে।’’

    ঘূর্ণিঝড়ের অভিমুখ বদলালেও কালীপুজোয় দুর্যোগের আশঙ্কা যাচ্ছে না। দীপাবলিতে ঝকঝকে আকাশ থাকার সম্ভাবনা বেশ কম। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হবে অন্ধ্র উপকূলের কাছে। অন্ধ্র উপকূলে থাকা সিত্রাং যদি বাংলার দিকে ধেয়ে আসে সেক্ষেত্রে কালীপুজোয় প্রবল ঝড়-বৃষ্টি হবে রাজ্যে। একদিকে ঘূর্ণিঝড়ের সতর্কতা, পাশাপাশি সেই সময় ভরা অমাবস‌্যা। ফলে ভরা কটাল এবং ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় সুন্দরবনে ব‌্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এমনকী চাষবাসেও ব‌্যাপক ক্ষতি হতে পারে।      

    যদিও এর অভিমুখ কোন দিকে হবে সে বিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু জানাননি আবহবিদরা। এই সাইক্লোন এর প্রভাব ২৩  অক্টোবর থেকে বুঝতে পারা যাবে বলে জানা গিয়েছে৷ কালীপুজোর আগে ফের এমন সাইক্লোনের আশঙ্কা নতুন করে ভাবিয়ে তুলছে। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা অর্থাৎ দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

    এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে মহারাষ্ট্র উপকূলে। আরব সাগরের এই ঘূর্ণাবর্তের দুটি অক্ষরেখা। একটি রয়েছে উত্তর আন্দামান সাগর থেকে তামিলনাডু উপকূল পর্যন্ত, অন্যটি আরব সাগর উপকূল বরাবর, কেরল থেকে মহারাষ্ট্র উপকূলে বিস্তৃত। 

    হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। আপেক্ষিক আর্দ্রতা বেড়ে ফের নব্বই এর কোঠা ছুঁয়েছে। শীত শীত ভাব আপাতত নেই। কাল দিনের তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস । কাল রাতের তাপমাত্রা যদিও রাতারাতি ২ ডিগ্রি বেড়ে হল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কাল ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Suvendu Adhikari: আশায় বুক বাঁধবেন না, টেট পরীক্ষার্থীদের পরামর্শ দিয়ে রাজ্য সরকারকে খোঁচা শুভেন্দুর

    Suvendu Adhikari: আশায় বুক বাঁধবেন না, টেট পরীক্ষার্থীদের পরামর্শ দিয়ে রাজ্য সরকারকে খোঁচা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক টেট দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইট করে লিখলেন, “যাঁরা অনেক আশা করে শিক্ষক হওয়ার জন্য পরীক্ষায় বসার ফর্ম পূরণ করতে চলেছেন, তাঁদের জন্য এটি একটি বিধিবদ্ধ সতর্কীকরণ– পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করবেন, কিন্তু আশায় বুক বাঁধবেন না। এই দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে স্বচ্ছতা আশা করা আর পক্ষিরাজ ঘোড়ার পিঠে সওয়ার হওয়া প্রায় সমান।” এখানেই থামেননি তিনি। ‘২০২২ টেট পরীক্ষার আবেদনপত্র’ বলে একটি ব্যাঙ্গাত্মক ফর্ম সেই ট্যুইটে জুড়েছেন তিনি।  

    আরও পড়ুন: ‘চাকরি দিক নয়ত লাশ তুলে নিয়ে যাক’, ৪৮ ঘণ্টা পেরোল টেট উত্তীর্ণদের আন্দোলন


    আবেদনপত্রটিতে নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতার জায়গার পাশাপাশি লেখা রয়েছে ‘অযোগ্য প্রার্থী হলে নিজের মোবাইল নম্বর লিখুন’, পাশাপাশি নিজস্ব বুথের তৃণমূল নেতার নাম ও মোবাইল নম্বর লেখারও জায়গা রয়েছে। 

    একদম শেষে রয়েছে কিছু শর্তাবলী। শর্তাবলীর ভিতরে লেখা রয়েছে যে, পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন তাঁদের অসীম ধৈর্য থাকতে হবে। কোথাও আবার পরামর্শ দিয়ে লেখা ঘুষের টাকা পরে তৃণমূল নেতার থেকে ফেরত চাইতে হলে টাকা দেওয়ার প্রমাণ গুছিয়ে রাখতে হবে। একই সঙ্গে যাঁদের বয়স উর্ধ্বসীমার কাছাকাছি রয়েছে তাঁদের আবেদন না করারই পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা। 

    প্রসঙ্গত, টেট দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দিন কয়েক আগেই প্রাথমিক টেটে নিয়োগে সীমাহীন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যও। এর মাঝেই টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। দীর্ঘ পাঁচ বছর পর ফের নেওয়া হবে টেট পরীক্ষা। গত ১৪ অক্টোবর থেকে অনলাইনে প্রাথমিকে চাকরির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর এবার এই নিয়ে সরকারের দিকে আক্রমণ শানালেন শুভেন্দু। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Me too: বলিউডের পর আবার টলিউডেও ‘মি টু’ ঝড়, অভিযুক্ত উঠতি পরিচালক

    Me too: বলিউডের পর আবার টলিউডেও ‘মি টু’ ঝড়, অভিযুক্ত উঠতি পরিচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডে ফের নতুন করে মাথা চাড়া দিয়েছে ‘মি টু’ (Me Too)। অভিনেত্রী শার্লিন চোপড়া এবং গায়িকা সোনা মহাপাত্র নির্দেশক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। এবার সেরকমই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল টলিপাড়ার উঠতি পরিচালক বাপ্পার বিরুদ্ধেও। অভিযোগ করেছেন বাংলা সিরিয়ালের চেনা মুখ সুকন্যা দত্ত (Sukanya Dutta)। সুকন্যার অভিযোগ, পরিচালক বাপ্পা (Director Bappa) তাঁকে প্রস্তাব দেন, তাঁর ছবিতে অভিনয় করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। ফেসবুকে পোস্ট করে অভিযোগ করেছেন তিনি। 

    অভিনেত্রী ফেসবুকে অভিযোগ করেছেন, বাপ্পা তাঁকে নিজে থেকে ফেসবুকে মেসেজ পাঠিয়ে কাজের প্রস্তাব দেন। এরপর দেখা করার কথা বলেন। সুকন্যার দাবি, বাপ্পা তাঁকে বোল্ড সিনের ওয়ার্কশপ করার কথা বলেন। সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেও নানান ভাবে যৌন ইঙ্গিতবাহী কথা বলতে থাকেন। তিনি ফেসবুকে এও লেখেন, যে তিনি বুঝতে পারছেন না বাপ্পা সিনেমা বানাবেন নাকি পর্ন ফিল্ম! বিষয়টি সামনে আসতেই আরও একবার উত্তাল টলিউড। 

    আরও পড়ুন : এবার কেষ্টকন্যা সুকন্যাকে দিল্লিতে তলব ইডির

    সংবাদমাধ্যমকে সুকন্যা বলেন, “উনি অনেক বারই আমায় বাইরে দেখা করতে বলেছেন। আমারও অভিনয়ের ইচ্ছে ছিল। সেই জন্য আমি এক দিন ওঁর স্টুডিয়োর বাইরে দেখা করি। স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে আলোচনার পর আমায় স্কুটি করে গলির মোড় পর্যন্ত পৌঁছে দেন। শুধু তাই নয়, ঘনিষ্ঠ এবং যৌনদৃশ্যে অভিনয়ের মহড়া দেওয়ার দাবি জানান পরিচালক। হয়তো সেটা উনি অনেকের সঙ্গে আলোচনাও করেছিলেন। কারণ বৃহস্পতিবার সে কথা উল্লেখ করে অনেকে নানা ইঙ্গিতে আমার সঙ্গে রসিকতা শুরু করেন। তখনই আমার মনে হল, আমার সঙ্গে যা ঘটেছে, তা সকলকে জানানো উচিত।”

    বিষয়টিতে সাময়িক মৌনতা বজায় রাখলেও, শনিবার রাতে নিজের সপক্ষে যুক্তি দিয়ে পাল্টা একটি ফেসবুক পোস্ট করেন ‘শহরের উপকথা’- খ্যাত পরিচালক বাপ্পা। ‘অল বেঙ্গল মেল ফোরাম’-এর শ্রীমতী নন্দিনী ভট্টাচার্যই তাঁকে এই পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন বাপ্পা। সুকন্যার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন তিনি। 

    তাঁর বক্তব্য, ইন্ডাস্ট্রিতে তিনিও নতুন কাজ শুরু করেছেন। আর শুরুতেই যদি এমনটা হয়, তা হলে তো বেজায় মুশকিল। শনিবার নিজের বক্তব্য স্পষ্ট করে দিলেন পরিচালক। সঙ্গে পোস্ট করলেন সুকন্যার সঙ্গে তাঁর কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশটও। পরিচালক বলেন, “আমি ভেবেছিলাম চুপ থাকব। এই সব বিষয়ে মন্তব্য করার ইচ্ছা ছিল না। কিন্তু শেষ কয়েক দিন ধরে যা শুরু হয়েছে, তাতে চুপ থাকতে পারলাম না। ‘অল বেঙ্গল মেল ফোরাম’-এ অভিযোগ জানিয়েছি। তাঁরা যথাযথ পদক্ষেপ করবে। এ ছাড়া স্থানীয় থানায়ও অভিযোগ জানাব।” সুকন্যার করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
  • Saigal Hossain: সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অনুমতি আদালতের

    Saigal Hossain: সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অনুমতি আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: বেশ কিছু দিন ধরেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) দিল্লি নিয়ে গিয়ে জেরা করার চেষ্টা চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিরই রাউস অ্যাভিনিউ আদালতে আর্জি জানিয়েছিল ইডি। অবশেষে সেই অনুমতি পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার দিল্লি উড়িয়ে নিয়ে গিয়ে জেরা করা হবে সায়গলকে। 

    গরুপাচার কাণ্ডে সিবিআই- এর হাতে গ্রেফতার হয়েছেন সায়গল হোসেন। আপাতত তিনি আসানসোল জেলে রয়েছেন। কিন্তু সংশোধনাগারেই তাঁকে গ্রেফতার করে ইডি। তারপর ইডি গোয়েন্দারা আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আর্জি জানান। কিন্তু আদালত সে আর্জি খারিজ করে দেয়।      

    নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় ইডি। কিন্তু কলকাতা হাইকোর্টও সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আর্জি খারিজ করে দেয়। হাইকোর্ট গোয়েন্দাদের প্রশ্ন করে, কেন সায়গলকে দিল্লি নিয়ে যেতে হবে? কলকাতায় কি ইডির অফিস নেই? এখানেই জেরা করা হোক।    

    আরও পড়ুন : কেষ্টর বাড়ির পরিচারক থেকে কাউন্সিলর! তাঁর ব্যাংক থেকেও হত কোটি টাকার লেনদেন! কী বলছে সিবিআই?

    তারপরই ইডি দিল্লিতে একটি পৃথক মামলা করে। সোমবার রাউস অ্যাভিনিউ আদালতে সেই মামলার শুনানি ছিল। সায়গলের তরফে ক্যাভিয়েট করে রাখায় তাঁর আইনজীবীরাও সওয়াল করেন। কিন্তু সব শুনে দিল্লির আদালত ইডিকে সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিয়েছে।  

    ইডি সূত্রে জানা গিয়েছে, সায়গল হোসেনের (Saigal Hossain) বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। মাত্র কয়েক হাজার টাকা বেতন পান রাজ্য পুলিশের কন্সটেবল সায়গল। এই আয়ে তিনি কী করে কোটি কোটি টাকার সম্পত্তি করলেন তা সায়গলের কাছে জানতে চান গোয়েন্দারা। গোয়েন্দাদের প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছিলেন সায়গল। বেশ কিছু ক্ষেত্রে তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। এছাড়াও গোয়েন্দারা জানিয়েছেন, সায়গলের নামে ও বেনামে আরও সম্পত্তি উদ্ধার বাকি রয়েছে। এছাড়া গরুপাচারের টাকা কার কার কাছে পৌঁছত তাও সায়গলের থেকে জানতে চান তাঁরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
     
  • UNGA: ধারাবাহিক অবস্থান, রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকল ভারত

    UNGA: ধারাবাহিক অবস্থান, রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘে ফের নিজের কূটনৈতিক অবস্থান বজায় রাখল ভারত। সরাসরি রাশিয়ার (Russia) বিরুদ্ধে ভোটদান (UNGA) থেকে বিরত থাকল দেশ। ইউক্রেনে (Ukraine) গণভোটের মাধ্যমে চারটি অঞ্চল দখল করার প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়েছিল। ভারত-সহ ৩৫টি দেশ সেই প্রস্তাবে ভোটদান থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে। 

    গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল নিজের দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে পুতিনের দেশ। রাশিয়ার এই পদক্ষেপের নিন্দা করে খসড়া প্রস্তাব পেশ করা হয় রাষ্ট্রসংঘে। ১৪৩টি দেশ এই প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়। মাত্র পাঁচটি ভোট পড়ে রাশিয়ার পক্ষে। কিন্তু নিজের আগের অবস্থান থেকে এক চুলও নড়ল না ভারত। মধ্যপন্থাই বজায় রাখল। এর একদিন আগে, সোমবারই ওপেন ব্যালটে ভোটগ্রহণ প্রসঙ্গে রুশ প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়েছিল ভারত।

    আরও পড়ুন: পশ্চিমী বিশ্ব থেকে ভারত কোনও সাহায্য পায়নি, রুশ অস্ত্র ইস্যুতে সাফ কথা জয়শঙ্করের

    সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চল, ডনেৎস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিজিয়া দখল করে রাশিয়া। সেখানে গণভোট করিয়ে নিজের দেশের সঙ্গে সেই অঞ্চলগুলি যুক্ত করেন পুতিন। সেই সংযুক্তিকরণের বিষয়টির নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করেছিল আলবেনিয়া। সেই প্রস্তাবেই ভোটদান থেকে বিরত থাকল ভারত।   

    রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ভোটদান থেকে দেশের বিরত থাকার সিদ্ধান্ত প্রসঙ্গে এদিন বলেন, “এই সিদ্ধান্ত আমাদের সুচিন্তিত জাতীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাছাড়া এই ক্ষেত্রে আরও কিছু সমস্যা রয়েছে যা এই প্রস্তাবে পর্যাপ্তভাবে উল্লেখ করা হয়নি।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন যে এটি যুদ্ধের সময় হতে পারে না। সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা করতে হবে। এই দৃঢ় সংকল্পের কারণেই ভারত ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।” 

    সেপ্টেম্বর মাসের শেষের দিকে ইউক্রেনে গণভোট করে রাশিয়া। তারপর বিবৃতি জারি করে ইউক্রেনের চারটি অঞ্চল দখল নেয় তারা। রাশিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ওই চারটি অঞ্চল এখন থেকে রাশিয়ার অংশ। কোনও মতেই এই অঞ্চলগুলি হাতছাড়া করা হবে না। অন্যদিকে, রাশিয়ার পদক্ষেপে নিন্দায় সরব হয় গোটা বিশ্ব। ইউক্রেনের তরফে পাল্টা জানিয়ে দেওয়া হয়, চারটি অঞ্চল ইউক্রেনের অংশ। কোনও ভাবেই সেখানে রুশ শাসন কায়েম করতে দেওয়া হবে না। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

       

  • Tollygunj Fire: টলিপাড়ায় প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন, আগুন নিয়ন্ত্রণে দমকলের ১৮ ইঞ্জিন

    Tollygunj Fire: টলিপাড়ায় প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন, আগুন নিয়ন্ত্রণে দমকলের ১৮ ইঞ্জিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার কলকাতা। বৃহস্পতিবার সকালে কুদঘাটের (Tollygunj Fire) ২৭ নম্বর বাবুরাম ঘোষ রোডে এক প্রযোজনা সংস্থার গুদামে আগুন লেগে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় প্রায় ১৮টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন৷     

    আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত কোনও হতাহতে খবর না থাকলেও, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ গুদামে কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। তবে আগুন লাগার সময়ে গোডাউনে কেউ ছিলেন না বলে খবর। ফলে গোডাউনের ভিতর কারও আটকে পড়ার সম্ভাবনা কম।  

    দমকলের ৮টি ইঞ্জিন প্রথমে গিয়েছিল। এখন সেটা বেড়ে হয়েছে ১৫টি। জোরকদমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গোডাউনের পাশেই প্রচুর আবাসন থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 

    আরও পড়ুন: মানিকের RK-DD ধাঁধা ঘাম ঝরাচ্ছে গোয়েন্দাদের, রহস্যভেদে ময়দানে ‘ফেলুদা’ শুভেন্দু

    স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে গোডাউনে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেখে দমকলে খবর দেন। অল্প সময়েই আগুন ছড়িয়ে পড়ে। প্রচণ্ড শব্দে টিনের শেড ফেটে ভেঙে পড়ে। গোডাউনের ভিতর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।   

    মুভি সংস্থার গোডাউনে প্রচুর অত্যাধুনিক ও মূল্যবান যন্ত্র, সরঞ্জাম, ক্যামেরা এবং ইলেক্ট্রনিক জিনিস ছিল বলে জানা গিয়েছে। প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের তাপে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।  

    এদিকে, গতকাল রাতেই ক্যানিংয়ের (Canning Fire) মাতলা ব্রিজের কাছে ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় ১০-১২টি দোকান। কয়েক লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল গভীর রাতে মাতলা ব্রিজের কাছে একটি দোকান থেকে পরপর কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Railway Recruitment: সাদার্ন রেলে চাকরির সুযোগ, শূন্যপদ ৩ হাজারেরও বেশি

    Railway Recruitment: সাদার্ন রেলে চাকরির সুযোগ, শূন্যপদ ৩ হাজারেরও বেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সাদার্ন রেলওয়ে। বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। বিশদে জানতে সাদার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে HTTPS://SR.INDIANRAILWAYS.GOV.IN/  গিয়ে খোঁজ নিতে পারেন। আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। চাকরিপ্রার্থীদের এই পদের জন্য ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 

    আরও পড়ুন: টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ, কী যোগ্যতা প্রয়োজন?

    এই বিষয়ে এই তথ্যগুলি জেনে রাখুন, 

    • পদের নাম: অ্যাপ্রেন্টিস
    • শূন্যপদের সংখ্যা: ৩১৫৪ (ক্যারেজ/ওয়াগনর ওয়ার্কশপ- ১৩৪৩, সেন্ট্রাল ওয়ার্কশপ- ৫২৭, ট্রিচি ওয়ার্কশপ- ১২৮৭) 
    • কাজের স্থান: ভারতের দক্ষিণাঞ্চল
    • শিক্ষাগত যোগ্যতা: রেলের এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি পাশ ছাড়াও নির্দিষ্ট ট্রেড অনুযায়ী আইটিআই যোগ্যতা থাকতে হবে। সেই ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি পাশ এবং বিজ্ঞানের বিষয়ও থাকতে হবে আবেদনকারীর। 
    • আবেদন পদ্ধতি: অনলাইন
    • আবেদনের শেষ তারিখ: ৩১.১০.২০২২ 
    • আবেদনের যোগ্যতা: যে সকল প্রার্থীরা সাদার্ন রেলওয়ের অধীনস্থ ভৌগলিক সীমারেখার মধ্যে বসবাস করেন তাঁরাই এই ঘোষিত শূন্য পদগুলির জন্য আবেদন করার যোগ্য।
    • বয়সসীমা: অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ১৫ বছরের বেশি হতে হবে এবং ফ্রেশার/এক্স-আইটিআই, এমএলটি ইত্যাদি পদের জন্য প্রার্থীদের বয়সসীমা ২২-২৪ বছরের মধ্যে হতে হবে।
    • নির্বাচন পদ্ধতি: বিজ্ঞপ্তি অনুযায়ী, জমা দেওয়া সমস্ত যোগ্য প্রার্থীদের মেধা তালিকার ভিত্তিতে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে দুই জন প্রার্থীর একই নম্বর থাকলে যে আবেদনকারীর বয়স বেশি তাঁকে বেছে নেওয়া হবে। জন্ম তারিখ একই হলে, যে প্রার্থী ইতিমধ্যেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাকেই যোগ্য বলে বিবেচনা করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share