Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Tet Examination: টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ, কী যোগ্যতা প্রয়োজন?

    Tet Examination: টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ, কী যোগ্যতা প্রয়োজন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যেই প্রাথমিক টেটের (Tet Examination 2022) বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর পরই শুরু হবে আবেদন প্রক্রিয়া। ১১ অক্টোবর থেকে পোর্টাল চালু করবে পর্ষদ। সেই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র তোলা ও জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই তার বিস্তারিত তথ্য আপলোড করেছে পর্ষদ। পুরোনো নিয়মেই এবারও টেট পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছে পর্ষদ। চলতি সপ্তাহেই ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা টেটের প্রস্তুতি বিষয়ক বৈঠকে বসবেন।    

    আরও পড়ুন: রসায়নে নোবেল জয় বিজ্ঞানী ত্রয়ীর

    তার আগে জেনে নিন টেট (Tet Examination 2022) পরীক্ষায় বসতে কী যোগ্যতা লাগবে? 

    আরও পড়ুন: জাতীয় পতাকায় ‘টক্কর’ পাকিস্তানকে, আটারিতে উড়বে ভারতের উচ্চতম তেরঙা 

    • পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর ও এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা বা ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে।
    • পরীক্ষার্থীদের স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বরসহ বিএড/ ডিএলএড ডিগ্রি থাকতে হবে। ব্যতিক্রম— এসসি, এসটি, ওবিসি, অব্যাহতিপ্রাপ্ত, প্রাক্তন সেনা, বিশেষ ভাবে সক্ষম, কর্মরত অবস্থায় মৃত প্রভৃতি শ্রেণিভুক্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়।
    • যারা এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দু বছরের ডিএলএড/ ডিএড/ বিএড কোর্সের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের প্রতীক্ষায় রয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন। 
    • যারা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড-এর প্রশিক্ষণ (২০২০-২০২২ সেশনে) নিচ্ছেন অথবা ডিএলএড বা ডিএড (স্পেশাল এডুকেশন) বা বিএড- পার্ট ১ পরীক্ষাটি দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাঁরাও এই পরীক্ষায় বসতে পারবেন।
    • পরীক্ষার প্রথম ভাষা হিসেবে পরীক্ষার্থীদের বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া এবং তেলুগু ভাষার মধ্যে যে কোনও একটি থাকতে হবে। এ ছাড়া,সকল পরীক্ষার্থীর দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি থাকতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Chemistry Nobel prize 2022: রসায়নে নোবেল জয় বিজ্ঞানী ত্রয়ীর

    Chemistry Nobel prize 2022: রসায়নে নোবেল জয় বিজ্ঞানী ত্রয়ীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্লিক রসায়ন এবং জৈব-অর্থোগোনাল প্রতিক্রিয়ার জন্য এবছর রসায়নে নোবেল (Chemistry Nobel prize 2022) পেলেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন, ক্যারোলিন আর বার্টোজি (Carolyn R. Bertozzi), মর্টেন মেলডাল (Morten Meldal) এবং কে ব্যারি শার্পলেস (K. Barry Sharpless)। নোবেল অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, ক্লিক রসায়ন এবং বায়োর্থোগোনাল প্রতিক্রিয়া রসায়নের কার্যকারিতা আরও অনেক বাড়িয়ে দিয়েছে।          

    আরও পড়ুন: পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্স, আমেরিকা, অস্ট্রিয়ার তিন বিজ্ঞানী

    নোবেল কমিটির তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, জটিল বিষয়কে অনেক সহজ সরল পদ্ধতিতে তুলে ধরেছেন এই তিন বিজ্ঞানী (Chemistry Nobel prize 2022)। নোবেল কমিটির চেয়ারম্যান জোহান অ্যাকভিস্ট বলেন, রসায়নে এই বছর পুরস্কারটি অত্যন্ত জটিল বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য নয়, বরং জটিল পদ্ধতি সহজ সরল উপায়ে তুলে ধরার জন্য দেওয়া হচ্ছে। বিজ্ঞানীরা দেখিয়েছেন, কার্যকরী অনুগুলোকে নিয়ে কতটা সরলভাবে কাজ করা যায়। নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফার্মাসিউটিক্যালসে ক্লিক কেমেস্ট্রি একটি গুরুত্বপূর্ণ দিক। ডিএনএ ম্যাপ করার জন্য এই উপাদান উপযুক্ত বলে জানা গিয়েছে। বিজ্ঞানীরা গবেষণায় জানিয়েছেন, বায়োর্থোগোনাল প্রতিক্রিয়া ক্যানসার গবেষণার ক্ষেত্রে অনেকটা কার্যকর হবে। 

    আরও পড়ুন: চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সুইডেনের বিজ্ঞানী সভান্তে পাবো

    কে ব্যারি শার্পলেস পঞ্চম ব্যক্তি যিনি দুবার নোবেল পুরস্কার জিতেছেন। জন বারডিন, মারি স্কলোডভস্কা কুরি, লিনাস পলিং এবং ফ্রেডেরিক স্যাঙ্গার নোবেল বিজয়ী যারা দুবার নোবেল পুরস্কার জিতেছেন। শার্পলেস ২০০১ সালে তিনি প্রথমবারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। গত বছর, বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ডব্লিউসি ম্যাকমিলানকে অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালাইসিস উন্নয়নের জন্য যৌথভাবে পুরস্কার দেওয়া হয়েছিল।            

    রসায়নবিদরা দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান জটিল অণু তৈরির চেষ্টা করছিলেন। ফার্মাসিউটিক্যালস গবেষণায়, প্রায়শই কৃত্রিমভাবে ঔষধি গুণাবলীসহ প্রাকৃতিক অণুগুলোকে পুনরুৎপাদন করা হয়। এই কাজটি প্রশংসনীয় হলেও সাধারণত সময়সাপেক্ষ এবং খুবই ব্যয়বহুল। এই তিন বিজ্ঞানী (Chemistry Nobel prize 2022) সেই কাজ সহজ করেছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Mohammed Shami: দশেরায় শুভেচ্ছা জানিয়ে মৌলবাদীদের আক্রমণের মুখে মহম্মদ শামি

    Mohammed Shami: দশেরায় শুভেচ্ছা জানিয়ে মৌলবাদীদের আক্রমণের মুখে মহম্মদ শামি

    মাধ্যম নিউজ ডেস্ক: দশেরার শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। আর তাতেই চরমপন্থী মুসলিমদের কুনজরে পড়লেন তিনি। পোস্টটির ছবিতে দেখা যাচ্ছে যে, রাম হাতে তীর-ধনুক নিয়ে রাবণের দিকে তীর নিক্ষেপ করার নিশানা করছেন। তিনি পোস্টটিতে লেখেন, “দশেরার দিন প্রার্থনা করব আপনাদের জীবন যেন আনন্দ সম্মৃদ্ধি এবং সাফল্য ভরে ওঠে। এই কামনা করি।” মহম্মদ শামির এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।   

     

    শামি পোস্ট করা মাত্র তাঁর পোস্টটি ভাইরাল হয় এবং মৌলবাদীরা তাঁকে কাঠগড়ায় তোলা শুরু করে। তাদের দাবি, একজন মুসলমান হয়ে কেন তিনি হিন্দুদের উৎসবের শুভেচ্ছা জানাচ্ছেন? শারীরিক  কারণে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ হারিয়েছিলেন এই তারকা পেসার। তিনি বিশ্বকাপের দলে জায়গা পাবেন কিনা তা নিয়েও এখনো বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। বিশ্বকাপের (T-20 World Cup) দলে সুযোগ পাওয়ার জন্য বিধর্মীদের মতো আচরণ করছেন শামি। এমন অভিযোগও তোলা হয়েছে শামির বিরুদ্ধে। অনেকে শামির বিরুদ্ধে ফতোয়া জারি করার দাবিও জানিয়েছেন।  

    অনেকেই প্রশ্ন তুলেছেন, শামি কি সত্যিই মুসলিম? প্রকৃত মুসলিম হয়ে এই কাজ কীভাবে করলেন তিনি? কেউ কেউ বলেছেন, পথ ভুলে গিয়েছেন শামি, আল্লা তাঁকে রক্ষা করুন। অধিকাংশের মতে, অত্যন্ত লজ্জাজনক কাজ করেছেন শামি। তাঁর ট্যুইটের কমেন্ট সেকশন ভরে গিয়েছে “শেম অন শামি” বার্তায়। 

    আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?
      
    কিছুদিন আগে ঠিক এমনটাই ঘটেছিল বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের সঙ্গে। তিনি মহালয়া উপলক্ষে শুভেচ্ছা জানান। আর তারপরেই তাঁকে মৌলবাদীদের আক্রমণের মুখে পড়তে হয়।

    তবে সেই সময়ে লিটনের মতোই এবার শামিও নিজের পাশে পেয়েছেন। শামির পাশে দাঁড়িয়ে তাকে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন বহু ভক্ত। অনেকেই লিখেছেন, এটাই ভারতবর্ষ যেখানে সব ধর্ম একসঙ্গে অবস্থান করতে পারে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
  • Adipurush Controversy: ‘আদিপুরুষ’- এ হিন্দু সংস্কৃতি নিয়ে উপহাস করা হয়েছে, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    Adipurush Controversy: ‘আদিপুরুষ’- এ হিন্দু সংস্কৃতি নিয়ে উপহাস করা হয়েছে, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষিত বিগ বেজেট ছবি ‘আদিপুরুষ’- (Adipurush Controversy) এর প্রথম টিজার। টিজার মুক্তি পাওয়ার পর থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না এই ছবির। প্রথমে ছবির ভিএফএক্স ব্যাপকভাবে সমালোচিত হয়। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল ‘আদিপুরুষ’- এর নির্মাতাদের বিরুদ্ধে।  

    ইতিমধ্যেই সিনেমাটি নিষিদ্ধ করার দাবি তুলেছে ধর্মীয় হিন্দু সংগঠনগুলি। এবার এই সিনেমার বিরুদ্ধে হিন্দু সমাজ, হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্মকে উপহাস করার অভিযোগ তুলল বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। ভিএইচপি- র দাবি, ‘আদিপুরুষ’-এর টিজারে রাম, হনুমান এবং রাবণের চিত্র ঠিকভাবে উপস্থাপিত করা হয়নি। সিনেমাটি বয়কটের ডাকও দিয়েছে এই সংগঠন। এই সিনেমা কোনওভাবেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 

    ভিএইচপি- র সম্বল ইউনিটের প্রচার প্রধান অজয় ​​শর্মা সংবাদমাধ্যমকে বলেন, “ভগবান রাম, রাবণ এবং লক্ষ্মণকে যেভাবে ‘আদিপুরুষ’-এ চিত্রিত করা হয়েছে, তা হিন্দুধর্মের উপহাস। হিন্দু সমাজের মূল্যবোধকে উপহাস করা হয়েছে। এটা মেনে নেওয়া হবে না। রাবণকে যেভাবে চিত্রিত করা হয়েছে এখানে, রামায়ণ এবং অন্যান্য ধর্মীয় শাস্ত্রের সঙ্গে তার কোনও মিল নেই।”

    অযোধ্যার রাম মন্দিরের তরফ থেকেও এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তোলা হয়েছে। মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বলেন, “টিজারে যেভাবে রাম ও রাবণের চরিত্রকে দেখানো হয়েছে তার সঙ্গে পৌরাণিক চরিত্রের কোনও মিল নেই। এই চরিত্রায়ন সম্পূর্ণ ভুল এবং নিন্দনীয়। এই ছবিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আমরা।”

    উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠকও এ ছবিকে নিষিদ্ধ ঘোষণা করার পক্ষেই সওয়াল করেছেন। বিজেপি মুখপাত্র মালবিকা অবিনাশ বলেছেন, “ছবিতে যে রাবণকে আকাশে উড়তে দেখা যাচ্ছে, সে আদৌ ভারতীয়? চোখে নীল মেকআপ, চামড়ার জ্যাকেট পরা ও কী মূর্তি! কেবলমাত্র সৃষ্টির অধিকার আছে বলেই যা খুশি করা যায় না বোধহয়! ছবি বানানো কোনও অপরাধ নয়। কিন্তু যা ইচ্ছে তাই করা উচিৎ নয়।” 

    আরও পড়ুন: মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’- এর টিজার, মুগ্ধ দর্শক

    সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে ট্রোলড হয়েছে ছবির টিজার। রাবণের বেশে সইফকে দেখে হতভম্ব অনেকেই। অনেকের মতেই, লম্বা ঘন দাড়ি, ছোট ছোট চুল আর চোখে সুরমা পরা সইফকে রাবণ তো মনে হচ্ছেই না, বরং আলাউদ্দিন খিলজি বা বাবর বেশি মনে হচ্ছে। একজন লিখেছেন, সইফকে দেখে ঔরঙ্গজেবের মতো লাগছে না? রাবণের মতো একেবারেই দেখাচ্ছে না। রাবণ উত্তর ভারতের হিন্দু ব্রাহ্মণ ছিলেন। কিন্তু সইফকে দেখে মনে হচ্ছে যেন কোনো ইসলামিক অনুপ্রবেশকারী। এই দাবিও করেছেন অনেকে। আবার কেউ লিখেছেন, রাবণের বদলে রিজওয়ান বানিয়ে দেওয়া হয়েছে সইফকে। 

    গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে আদিপুরুষের প্রথম টিজার। পৌরাণিক এই গল্পে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। সীতার ভূমিকায় কৃতি স্যানন এবং রাবণের ভূমিকায় সইফ আলি খান। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালের শুরুর দিকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Instagram: ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে? কী করে উদ্ধার করবেন?

    Instagram: ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে? কী করে উদ্ধার করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রযুক্তি যেমন দ্রুত এগোচ্ছে, একই ভাবে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। সোশ্যাল মিডিয়ার যেমন বাড়বাড়ন্ত, একইভাবে বাড়ছে হ্যাকিংও। আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম? বিশেষ করে যাঁরা বিজনেস ইনস্টাগ্রামের (Instagram hacking) মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন ও ইনস্টাগ্রাম থেকে বহু ট্রাফিক পান, তাঁদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে অ্যাকাউন্ট হ্যাক। আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি সঠিকভাবে সেট আপ করা না থাকলে কয়েক মিনিটেই আপনার সাধের অ্যাকাউন্টটি চলে যেতে পারে দুর্বৃত্তদের হাতে।   

    প্রধানত, এই তিনটি উপায়ে অ্যাকাউন্টের দখল নেয় হ্যাকাররা। প্রথমত, আপনার লগ ইন তথ্য ব্যবহার করে এবং দ্বিতীয়ত, ফিংশিয়ের মাধ্যমে। এই পদ্ধতিতে হ্যাকার আপনাকে এমন লিঙ্ক ইমেলের মাধ্যমে পাঠাবে, যা হুবহু ইনস্টাগ্রামের মতো দেখতে। আর সেখানে লগ ইনের চেষ্টা করলেই আপনার অজান্তেই ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাবে। তাই ইমেলে এই ধরনের লিঙ্কে কখনও ক্লিক করবেন না। তৃতীয়ত, থার্ড পার্টি অ্যাপ থেকে। এমন কোনও থার্ড পার্টি অ্যাপকে আপনি অথরাইজেশন দেবেন না। 

    আরও পড়ুন: বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ ইনস্টাগ্রাম, মিমের বন্যা ট্যুইটারে     

    আপনার যদি মনে হয় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাহলে যত দ্রুত সম্ভব, পদক্ষেপ (Recovery) নেওয়া খুব জরুরি। নিজের অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেতে এই উপায়গুলি অনুসরণ করুন।

    দেখে নিন কীভাবে রিকভার করবেন অ্যাকাউন্ট:   

    • ইনস্টাগ্রাম প্রোফাইলটি ওপেন করে লগ ইন পেজে Forgot Password থেকে অ্যাকাউন্ট রিকভার করার চেষ্টা করতে পারেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্ট লগ ইন করে, প্রথমেই ইউজারনেম ও পাসওয়ার্ড বদল করে দেয় হ্যাকাররা। দেরি করলে এই উপায় কাজে নাও আসতে পারে। 
    • আপনার Username বদল হয়ে গেলে এই পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির হ্যাক রিপোর্ট করুন – যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ওয়েবসাইটে একটি ফর্মে নিজের পেজের বিভিন্ন তথ্য দিতে হবে। এর পরে ‘My account was hacked’ সিলেক্ট করে ‘Request Support’ অপশনে ট্যাপ করুন। ইনস্টাগ্রাম আপনার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে কিছু প্রশ্ন করবে।  
    • আপনাকে সাইট থেকে সরাসরি একটি কোড পাঠানো হবে। এই কোড একটি কাগজে লিখে নিজের সামনে রেখে একটি সেলফি তুলতে হবে। অ্যাকাউন্ট ব্যবহারের সময় ব্যবহৃত ইমেল ও ফোন নম্বরও জানাতে হবে। এর পরেই আপনার ছবির সঙ্গে অ্যাকাউন্টের ছবি মিলিয়ে, আপনার পরিচয় নিশ্চিত করবে ইনস্টাগ্রাম। এই ভাবে আপনি অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেতে পারেন।
    • অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেলে সেটিংস- এ গিয়ে লগ ইন অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এর ফলে কোনও সন্দেহজনক লগ ইন হলে জানা যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।         

     
     
  • PFI: কেন্দ্রের নিষিদ্ধ ঘোষণার পরেই, পিএফআইকে ‘বেআইনি সংগঠন’ আখ্যা তিন রাজ্যের

    PFI: কেন্দ্রের নিষিদ্ধ ঘোষণার পরেই, পিএফআইকে ‘বেআইনি সংগঠন’ আখ্যা তিন রাজ্যের

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবারই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) ওপর পাঁচ বছরের জন্যে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার (Central Goverment)। কেন্দ্রের নিষেধাজ্ঞা জারি করার পরেই তামিলনাড়ু (Tamil Nadu), কেরল (Kerala) এবং মহারাষ্ট্র (Maharashtra) সরকারও পিএফআই- কে এই রাজ্যগুলিতে ‘বেআইনি সংগঠন’ (Unlawful Association) ঘোষণা করেছে। বৃহস্পতিবার তিন রাজ্যের তরফে, বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যগুলিতে পিএফআই-এর সব অফিস বন্ধ করে দেওয়া হবে। এই সংগঠনের সঙ্গে জড়িত সব ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ করা হবে বলে জানিয়েছে রাজ্যগুলি। এই রাজ্যগুলিতেই এই নিষিদ্ধ সংগঠনের সব থেকে বেশি বাড়বাড়ন্ত ছিল। শুধুমাত্র কেরলেই সংগঠনটির ১৪০-এর বেশি  অফিস রয়েছে। এই দলের সঙ্গে যুক্ত যে কোনও ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এমনটাই বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে।  তাদের সোশ্যাল মিডিয়ার গতিবিধিতেও নজর রাখা হবে। 

    আরও পড়ুন: নিষিদ্ধ ঘোষিত হওয়ার আগে পিএফআইকে প্রকাশ্যে সমর্থন পাকিস্তান দূতাবাসের

     

     

    ইতিমধ্যেই পিএফআই-এর ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রামের থেকেও সরিয়ে দেওয়া হয়েছে পিএফআই-কে। সেই সঙ্গে এই দলের সঙ্গে যুক্ত নেতাদের অ্যাকাউন্টও বন্ধ হয়ে গিয়েছে। সংগঠনটির অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে ৮১ হাজার ফলোয়ার ছিল। দলের চেয়ারপার্সন ওএমএ সালামের ট্যুইটারে ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। দলের সাধারণ সম্পাদক আনিস আহমেদের ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ৮৫ হাজার। সব কটি অ্যাকাউন্টই সরিয়ে দেওয়া হয়েছে ট্যুইটার থেকে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kashmir: কাশ্মীরে অগ্নিবীর নিয়োগ র‍্যালিতে নাশকতার ছক,পুলিশি অভিযানে খতম দুই জঙ্গি

    Kashmir: কাশ্মীরে অগ্নিবীর নিয়োগ র‍্যালিতে নাশকতার ছক,পুলিশি অভিযানে খতম দুই জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত এক সপ্তাহ ধরেই জম্মু-কাশ্মীরে একের পর এক পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীকে খতম করছে ভারতীয় সেনা। ফের মিলেছে সাফল্য। শুক্রবার ভোররাতে বারামুল্লায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে সাথে যুক্ত দুই জঙ্গি নিহত হয়েছে বলেই কাশ্মীরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জানিয়েছেন। জানা গিয়েছে, অগ্নিপথ নিয়োগ র‍্যালিতে নাশকতা করতেই এই জঙ্গিদের বরাত দেওয়া হয়েছিল। আর সেই উদ্দেশ্যেই ওঁত পেতে বসে বসে ছিল ওই দুই জঙ্গি। কিন্তু তাদের সব পরিকল্পনা বানচাল করে দিল পুলিশ। জঙ্গিদের থেকে ২টি একে ৪৭ এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।  

    আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগেই জোড়া বিস্ফোরণে কাঁপল উপত্যকা 

     

    বারামুল্লার ইয়েদিপোরা, পাত্তান এলাকায় এনকাউন্টার শুরু হয়েছিল। কাশ্মীর জোন পুলিশ টুইট করে জঙ্গি দমনের খবর নিশ্চিত করেছে। প্রথমে একজন জইশ জঙ্গির মৃত্যুর খবর জানানো হয়। তারপরেই আরও একজনের মৃত্যু হয়। কাশ্মীরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বলেছেন, “বারামুল্লা এনকাউন্টার আপডেট: আরও একজন সন্ত্রাসী নিহত হয়েছে। উভয় স্থানীয় সন্ত্রাসী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জেএম-এর সাথে যুক্ত। অনুসন্ধান অভিযান চলছে। আরও বিশদ বিবরণ জানানো হবে।” বারামুল্লার আগে আজ শুক্রবারেই শোপিয়ান জেলার চিত্রগাম এলাকায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে আরেকটি এনকাউন্টার শুরু হয়। এনকাউন্টার সাইটে অনুসন্ধান করে দুটি একে সিরিজের রাইফেল, গ্রেনেড এবং অন্যান্য যুদ্ধের দোকান উদ্ধার করা হয়েছে। 

    আরও পড়ুন: ফের জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিক! পুলওয়ামায় গুলিবিদ্ধ বিহারের দুই বাসিন্দা 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • PFI: সন্ত্রাসের নাগরিক মুখ PFI, ভারতে জেহাদি গৃহযুদ্ধের আন্তর্জাতিক চক্রান্ত?

    PFI: সন্ত্রাসের নাগরিক মুখ PFI, ভারতে জেহাদি গৃহযুদ্ধের আন্তর্জাতিক চক্রান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবারই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) ওপর পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার (Central Goverment)। বেআইনি কাজকর্মের জন্য পিএফআইয়ের সমস্ত সহযোগী সংস্থা এবং অনুমোদিত সংস্থার উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। অনলাইনেও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার গতিবিধি রুখতে পদক্ষেপ করছে কেন্দ্র। পিএফআই এবং আটটি সহযোগী সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট ব্লক করে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। 

    আরও পড়ুন: পিএফআইকে সাড়ে ৫ কোটি টাকা জরিমানার নির্দেশ কেরল হাইকোর্টের

    পিএফআই বরাবরই দাবি করে এসেছে যে, তাদের লড়াই দেশের সাধারণ নাগরিকের জন্যে। কিন্তু তথ্য অন্য কথা বলছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি পিএফআই- এর আড়ালে ভারতে জেহাদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। এমনই প্রমাণ হাতে এসেছে গোয়েন্দাদের। পিএফআই- এর আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগ রয়েছে, সেই দাবি আগেই করেছিলেন গোয়েন্দারা। ধীরে ধীরে পিএফআই- কে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 

    ২০১৫ সালে পিএফআই এর নেতারা ইউসুফ আল কারযাভীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে দিল্লিতে ইজিপ্ট দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান। কাশ্মীরের সন্ত্রাসবাদকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন ইউসুফ আল কারযাভী। কর্ণেল গদ্দাফির খুনে বড় ভূমিকা এই আন্তর্জাতিক জঙ্গির। সব জানা সত্ত্বেও এই জঙ্গির সমর্থনে বিক্ষোভ দেখিয়েছিল পিএফআই। 

    আরও পড়ুন: কেন্দ্রের নিষিদ্ধ ঘোষণার পরেই, পিএফআইকে ‘বেআইনি সংগঠন’ আখ্যা তিন রাজ্যের

    কেন্দ্রের বিজ্ঞপ্তিতে ইসলামিক স্টেট ও জেএমবির মতো বিদেশি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পিএফআইয়ের যোগাযোগের কথা বলা হয়েছিল। ‘নর্ডিক মনিটর’ নামে সুইডেনের স্টকহলমের একটি গোয়েন্দা প্ল্যাটফর্মের রিপোর্টে দাবি করা হয়েছে, আল কায়দা-যোগে অভিযুক্ত তুরস্কের একটি সংগঠনের সঙ্গে পিএফআইয়ের ঘনিষ্ঠতা রয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, ‘ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডমস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রিলিফ’ (আইএইচএইচ) নামে তুরস্কের ওই স্বেচ্ছাসেবী সংস্থার অতিথি হয়ে পিএফআইয়ের জাতীয় কার্যকরী পরিষদের সদস্য ই এম আব্দুল রহমান এবং পি কোয়া ইস্তানবুলে গিয়েছিলেন। আইএইচএইচের সঙ্গে আল কায়দার যোগ রয়েছে। ২০১৪ সালে সিরিয়ায় জঙ্গিদের অস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। বলা হয়েছে, তুরস্কের সরকারি গোয়েন্দা সংস্থা এমআইটি-র সঙ্গে সমন্বয় রেখেই কাজ করে আইএইচএইচ। আরও অভিযোগ, ২০১৬ সালে তুরস্কে যখন সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়, তখন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ানের সমর্থনে বিবৃতি দিয়েছিল পিএফআই। আবার ‘পিএফআইয়ের উপরে ভারতীয় পুলিশের নির্যাতন’-এর অভিযোগ তোলা হয়েছিল তুরস্কের সরকারি সংবাদমাধ্যমেই। 

    পিএফআই- এর বিরুদ্ধে কেন্দ্রের অভিযানে, অপারেশন অক্টোপাসের দ্বিতীয় রাউন্ডে, এনআইএ, এটিএস এবং রাজ্য পুলিশ সংগঠনের কার্যালয় থেকে, ‘মিশন  ২০৪৭’ সম্পর্কিত বেশ কিছু প্রমাণ পেয়েছে। এর মধ্যে রয়েছে ভারতকে গৃহযুদ্ধে ও অশান্তিতে জর্জরিত করা, ২০৪৭ সালের মধ্যে অপারেশন গাজওয়া-ই-হিন্দ সম্পূর্ণ করা এবং ভারতে ইসলামি শাসন জারি করা।   

    গোয়েন্দা সূত্রে বেশ কিছু বড় রহস্য সামনে এসেছে। পিএফআই- এর যে অ্যাকাউন্টগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে জমা অর্থের একটা বড় অংশ উপসাগরীয় মুসলিম দেশগুলি থেকে এসেছে। কাতার, বাহারিন, কুয়েত এবং তুরস্কে পিএফআই-এর তহবিল ও নেটওয়ার্কেরও হদিশ মিলেছে। কর্ণাটক এবং কেরালা ছিল পিএফআই-এর মানি ব্যাঙ্ক এবং এখান থেকে টাকা সারা ভারতে ছড়িয়ে দেওয়া হত। আর সেই টাকাতেই চলত দেদার বেআইনি কার্যকলাপ।  উপসাগরীয় দেশ থেকে যে অর্থ আসত তা স্থানীয় অনুদান হিসেবে দেখানো হত। রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন নামে পিএফআই -এর একটি দাতব্য সংস্থার অ্যাকাউন্টে সৌদি আরব থেকে আসা প্রচুর  কালো টাকা জমা হত। 

    তদন্তে দেখা গিয়েছে, পিএফআই এবং পিএফআই- এর রাজনৈতিক  সংস্থা এসডিপিআই -এর অনেক সিনিয়র নেতা এনজিও- র কাজের নামে তুরস্কে যেতেন। মূলত তুরস্ক থেকে ভারত বিরোধী অ্যাজেন্ডা স্থির করা হতো। তুরস্কে, পিএফআই-এর সদস্যরা সিরিয়ায় সন্ত্রাসে যে সব সংস্থা থেকে হাওলার মাধ্যমে টাকা আসত তাদের সঙ্গে দেখা করত।   

    শুধু তাই নয়, এন আই এ-এর কাছে পিএফআই এবং এসডিপিআই-এর সঙ্গে যুক্ত এমন কিছু মানুষের তালিকা রয়েছে যারা ইসলামিক স্টেটে যোগ দিতে দেশ ছেড়েছে। সূত্রের খবর, পিএফআই-এর অ্যান্টি-ইন্ডিয়া ব্রিগেড এই অ্যাজেন্ডায় কাজ করছিল, কিন্তু অপারেশন অক্টোপাস প্রতিটি পরিকল্পনা ব্যর্থ করে দেয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Free Ration: উৎসবের মরশুমে সুখবর, আরও তিনমাস বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের 

    Free Ration: উৎসবের মরশুমে সুখবর, আরও তিনমাস বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের 

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগেই সুখবর দিল মোদি সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, বিনামূল্যে রেশন (Anouncement of Free ration) দেওয়ার সময়সীমা আরও ৩ মাস বাড়াতে চলেছে কেন্দ্র সরকার (Central Government)। এই সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০২০ সালে করোনা অতিমারীর সময় এই বিনামূল্যে রেশন দেওয়া শুরু করেছিল ভারত সরকার। এই প্রকল্পে প্রান্তিক ও গরিব দেশবাসীকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় প্রত্যেক ব্যক্তি মাস প্রতি ৫ কেজি করে খাদ্য শস্য পান। 

    আরও পড়ুন: দুয়ারে রেশন প্রকল্প অবৈধ, সাফ জানাল হাইকোর্ট 

    আগামী ৩০ সেপ্টেম্বর বিনামূল্যে রেশন প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও দেশজুড়ে আসন্ন উৎসবের কথা মাথায় রেখে এই প্রকল্পের মেয়াদ আরও ৩ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (PMGKAY) আওতায় প্রতি মাসে দেশের ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পান। ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ওই ৮০ কোটি উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে। নির্ধারিত কোটার আওতায় তাঁদের প্রাপ্য রেশন তাঁরা পেয়ে থাকেন। তারপরেও বিনামূল্যে অতিরিক্ত পাঁচ কেজি খাদ্যশস্য পান ওই উপভোক্তারা। 

    কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আরও ৩ মাস এই বিনামূল্যে রেশন দেওয়ার ফলে সরকারের ওপর অতিরিক্ত ৪৫ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। সূত্র মারফত জানা গিয়েছে, খরচ কমাতে অর্থমন্ত্রকের তরফে সরকারকে রেশনে দেওয়া খাদ্যশস্যের পরিমাণ কমানোর সুপারিশ করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার বর্তমান পদ্ধতিতেই আরও ৩ মাস রেশন প্রকল্প চালিয়ে যেতে ইচ্ছুক। অর্থমন্ত্রক জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য সামগ্রীর ওপর ইতিমধ্যে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে, এর পর রেশন দেওয়ার সিদ্ধান্ত আর্থিক চাপ  অনেকটাই। অর্থমন্ত্রক আরও জানিয়েছে, বিগত ২ বছরে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের মোট ২ লক্ষ ৬০ হাজার কোটি টাকা খরচ হয়েছে।  

    করোনাভাইরাস অতিমারীর সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার প্রকল্পটি চালু করা হয়। প্রাথমিকভাবে তিন মাসের জন্য (২০২০ সালের এপ্রিল থেকে ২০২০ সালের জুন) সেই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে একাধিকবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফা (২০২০ সালের জুলাই থেকে নভেম্বর), তৃতীয় দফা (২০২১ সালের মে এবং জুন), চতুর্থ দফা (২০২১ সালের জুলাই থেকে নভেম্বর), পঞ্চম দফা (২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের মার্চ) এবং ষষ্ঠ দফায় (২০২২ সালের মে থেকে সেপ্টেম্বর) খাদ্যশস্য দেওয়া হয়েছে। এবার সপ্তম দফায় আরও তিন মাস, ডিসেম্বর অবধি বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Iran Hijab Protest: হত্যার প্রতিবাদ! দাদার কফিনে নিজের চুল কেটে রেখে দিল বোন

    Iran Hijab Protest: হত্যার প্রতিবাদ! দাদার কফিনে নিজের চুল কেটে রেখে দিল বোন

    মাধ্যমিক নিউজ ডেস্ক: ইরানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হিজাব বিরোধী প্রতিরোধ (Iran Anti Hijab Protest)। হিজাব নিয়ে নীতি পুলিশির (Moral Policing) জেরে ১৬ সেপ্টেম্বর মৃত্যু হয় উত্তর-পশ্চিম ইরানের বাসিন্দা বছর ২২-র মাসা আমিনির। তাঁর মৃত্যুর পরই ইরান জুড়ে হিজাব নিয়ে শুরু হয়েছে আন্দোলন। বাধ্যতামূলকভাবে হিজাব পরার আইন বাতিলের দাবিতে তেহেরানের রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৪১ জন আন্দোলনকারীর। গণহত্যার প্রতিবাদের বিভিন্ন পন্থা নিয়েছেন মানুষ। এবার দাদার মৃত্যুর প্রতিবাদে দাদার কফিনে চুল কেটে প্রতিবাদ জানালেন বোন (Woman cuts off her hair)। 

    আরও পড়ুন: হিজাব না পরায় গ্রেফতার, পরে মৃত্যু তরুণীর, প্রতিবাদে উত্তাল ইরান

    জাভেদ হায়েদারী নামের ওই ব্যক্তির আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয়েছে। তাঁর শেষ কৃত্যে কফিনে চুল কেটে প্রতিবাদ জানালেন তাঁর বোন। ফুল দিয়ে সাজানো কবরে নিজের কাটা চুল রাখলেন সবার ওপরে। রাষ্ট্রের প্রতি ক্ষোভের বার্তা দিয়েছে তরুণীর এই বিরল প্রতিবাদ।  

     

    হিজাব আন্দোলনে প্রশাসনিক নৃশংসতা বেড়েই চলেছে। আন্দোলনে প্রথম সারিতে থাকা বছর ২০-র এক ইরানি তরুণীকে এবার গুলিতে ঝাঁঝরা করে দিল এক ‘কুখ্যাত’ নিরাপত্তা রক্ষী। রবিবার রাতে ইরানের কারাজ এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন সেই তরুণী। সূত্রের খবর, ওই তরুণীর বুকে, মুখে এবং গলায় গুলি করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।এর আগেও হিজাব বিরোধী আন্দোলনে দেখা গিয়েছে তাঁকে। 

    আরও পড়ুন: ‘ফেসিয়াল রিকগনিশন’-এর মাধ্যমে ইরানে চিহ্নিত করা হবে হিজাব উপেক্ষা করা মহিলাদের

    ‘হিজাব নয়, স্বাধীনতা ও সাম্য চাই’ – এখন ইরানের রাস্তায় শোনা যাচ্ছে এই শ্লোগান। এবার আন্দোলনকে সংগঠিত রাখতে গত শতাব্দীর ইটালীয় লোকসংগীতকে অস্ত্র করেছেন প্রতিবাদীরা। ইরানের রাস্তায় শোনা যাচ্ছে ‘বেলা চাও, বেলা চাও’। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফ্যাসিবাদ বিরোধী লোকসংগীতগুলির মধ্যে ইটালিতে অন্যতম জনপ্রিয় গান ছিল এটি। শব্দবন্ধটির অর্থ ‘বিদায় সুন্দরী’। অন্যান্য প্রতিবাদের সঙ্গে এই গানকেও এখন হাতিয়ার করছেন ইরানের প্রতিবাদীরা।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share