Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Mumbai Murder: মুম্বাইয়ে বোর্খা পরতে অস্বীকার করায় হিন্দু স্ত্রীকে খুন মুসলিম স্বামীর

    Mumbai Murder: মুম্বাইয়ে বোর্খা পরতে অস্বীকার করায় হিন্দু স্ত্রীকে খুন মুসলিম স্বামীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বোর্খা (Burkha) পরতে চাননি। অপরাধ শুধু এইটুকুই। আর এই ‘অপরাধ’- এই নিজের স্ত্রীকে খুন (Murder) করলেন ট্যাক্সিচালক স্বামী। অভিযোগ, ইসলামিক রীতিনীতি পালন নিয়ে বিয়ের পর থেকেই ঝামেলা চলত হিন্দু স্ত্রী এবং মুসলিম স্বামীর মধ্যে। দু’জনে আলাদাও থাকছিল। তারইমধ্যে ওই ব্যক্তি স্ত্রী’কে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি মুম্বইয়ের (Mumbai)।     

    এক পুলিশ আধিকারিক এ বিষয়ে জানান, বছরতিনেক আগে বিয়ে হয়েছিল ইকবাল শেখ (৩৬) এবং রুপালি চন্দদানশিবের (২০)। পরে রুপালি নিজের নাম পরিবর্তন করেছিলেন। নতুন নাম হয়েছিল জারা। তবে বিয়ের পর থেকেই ইসলামিক রীতিনীতি পালন নিয়ে স্বামী ও স্ত্রী’র মধ্যে অশান্তি শুরু হয়েছিল। দম্পতির দুই বছরের ছেলেও আছে। মাসছয়েক আগে থেকে ইকবাল এবং জারা আলাদাও থাকতে শুরু করেছিলেন।           

    আরও পড়ুন: হায়দ্রাবাদে নবরাত্রি প্যান্ডেলে দুই বোর্খা পরিহিতার তাণ্ডব, ভাঙা হল মূর্তি 

    সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার রাতে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। কার কাছে ছেলে থাকবে, তা নিয়েও অশান্তি হয়। তারপর রাত ২ টো ৩০ মিনিট নাগাদ ইকবাল জারার গলার নলি কেটে দেন বলে অভিযোগ। ঘটনার পর গা ঢাকা দেন ইকবাল। পরে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ততক্ষণে মৃত্যু হয়েছে জারার। ইকবালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় খুনের মামলা রুজু করা হয়েছে। 

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী  

    জারার পরিবারের জানায়, প্রেম করে বিয়ে করেন ওই যুগল। কিন্তু বিয়ের পর থেকেই তরুণীকে বোরখা পরা এবং ইসলামিক রীতিনীতি পালনের জন্য জোর করা হত। কিন্তু তাতে রাজি হননি রুপালি। তা নিয়ে হামেশাই ইকবাল এবং রুপালির মধ্যে ঝামেলা হত। আলাদাও থাকছিলেন গত কয়েক মাস। তবে দু’জনের ফোনে কথা হত। সোমবার রাতে ইকবালকে ডিভোর্সের কথা বলেন তরুণী। কিন্তু বিবাহ-বিচ্ছেদে রাজি ছিলেন না ওই ব্যক্তি। তারপর ছেলেকে নিজের কাছে রাখার দাবি করেন। তা নিয়ে রুপালির সঙ্গে ঝগড়া শুরু হয়। তারপরই ইকবাল রুপালির গলার নলি কেটে দেন বলে অভিযোগ উঠেছে।         

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • SSC CGL 2022: সিজিএলের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন, জানুন বিস্তারিত

    SSC CGL 2022: সিজিএলের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার নোটিফিকেশন জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন। গ্রুপ বি এবং সি ক্যাটেগরিতে ২০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন মন্ত্রকের অধীনে নিয়োগ করা হবে। ssc.nic.in – এই ওয়বসাইটে গিয়ে সহজেই আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর। কিন্তু প্রার্থীরা অনলাইন মোডে ৯ অক্টোবর এবং ই-চালান মোডে ১০ অক্টোবর অবধি আবেদন ফি জমা দিতে পারবেন। 

    আরও পড়ুন: ৫০০৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই, জানুন বিস্তারিত

    এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন 

    • আবেদন শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর।
    • আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর। 
    • ১০ তারিখ অবধি টাকা জমা দেওয়া যাবে। 
    • আবেদন পত্রে কোনও ভুল-ত্রুটি থাকলে, তা ১২-১৩ অক্টোবরের মধ্যে ঠিক করে নিতে হবে।
    • ডিসেম্বরে নেওয়া হবে টিয়ার ১- এর পরীক্ষা।
    • প্রায় ২০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ঠিক কত শূন্যপদ তা এখনও জানা যায়নি। 
    • ssc.nic.in – এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 
    • আবেদনকারীকে এই পরীক্ষায় বসার জন্যে গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া যোগ্যতা সম্পর্কে বিশদে জানতে ওয়েবসাইটে যান। 
    • আবেদন করতে প্রার্থীকে ১০০ টাকা ফি জমা দিতে হবে। এসটি, এসসি, প্রাক্তন সরকারি কর্মী, বিশেষভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।  

    আরও পড়ুন: আবহাওয়া দফতরে ১৬৫ শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ৭৮,০০০ টাকা

    কী  করে আবেদন করবেন? 

    • প্রথমে ssc.nic.in – এই অফিশিয়াল ওয়েব সাইটে যান।
    • লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
    • যারা প্রথম বার আবেদন করছেন তাদের রেজিস্ট্রেশন করতে হবে।
    • “Combined Graduate Level Examination, 2022”- এই ট্যাবে গিয়ে ‘Apply’- এ ক্লিক করুন। 
    • নির্দেশিকা ভালো করে পড়ে আবেদন পত্রটি ফিলআপ করুন।
    • আবেদন ফি জমা দিয়ে সাবমিট করে দিন।
    • ভবিষ্যতের জন্যে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখুন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Pakistan: অডিও ক্লিপ ইস্যুতে অস্বস্তিতে শাহবাজ সরকার, জরুরি বৈঠকের ডাক পাক প্রধানমন্ত্রীর

    Pakistan: অডিও ক্লিপ ইস্যুতে অস্বস্তিতে শাহবাজ সরকার, জরুরি বৈঠকের ডাক পাক প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অডিও ক্লিপ ফাঁস (Audio Clip Leak) হওয়া ইস্যুতে জাতীয় নিরাপত্তা কমিটির (National Security Committee) বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif)৷ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রধানমন্ত্রীর অডিও ক্লিপ ফাঁস হয় ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। বিরোধীরা চাইছে শাহবাজ পদত্যাগ করুন, ওই এমনই দাবি করা হয় ওই অডিওতে ৷ সেই নিয়েই বুধবার বৈঠক ডেকেছেন তিনি ৷ 

    আরও পড়ুন: পাকিস্তানে চপার দুর্ঘটনায় মৃত্যু ২ অফিসার সহ ৬ সেনাকর্মীর      

    ফাঁস হওয়া ওই অডিওটি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সরকারের শীর্ষ আধিকারিকদের কথোপকথনের বলে দাবি করা হচ্ছে ৷ গত সপ্তাহে ওই অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সোমবার আরও কিছু অডিও ভাইরাল হয় ৷ সেখানে আবার পিএমএল-এন (PML-N) এর নেতাদের উপ-নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে৷ পাকিস্তানে ভয়াবহ বন্যার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে ওই উপ-নির্বাচন৷ ইতিমধ্যে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ এর জন্য যৌথ তদন্তকারী দল তৈরি করা হয়েছে ৷ সেই তদন্তকারীদের মধ্যে সেনা পরিচালিত গোয়েন্দারাও রয়েছেন ৷ এছাড়া ইন্টালিজেন্স ব্যুরোও তদন্ত করছে ৷ কিন্তু এভাবে একের পর এক অডিও ফাঁস হওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাহবাজ সরকার ৷ 

    আরও পড়ুন: পিএফআই সদস্যদের মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! কড়া পদক্ষেপ সরকারের
      
    সেই কারণেই আগামিকাল ওই বৈঠক ডাকা হয়েছে ৷ বৈঠকটি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনেই হবে ৷ সেখানে এই ঘটনায় এখনও পর্যন্ত হওয়া তদন্তের রিপোর্ট জাতীয় নিরাপত্তা কমিটির কাছে পেশ করা হবে।এদিকে এই ইস্যুতে শাহাবজ শরিফকে চাপে ফেলার চেষ্টা করছে বিরোধীরা ৷ সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এই বিষয়ে সরব হয়েছেন ৷ তিনি শাহবাজ শরিফের পদত্যাগ দাবি করেছেন। 

    অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি অডিও টেপ নিলামে তুলেছে ওয়েব কন্টেন্টের কালোবাজার হিসেবে পরিচিত ডার্ক ওয়েব। নিলামে সেই অডিও টেপের ন্যূনতম দাম রাখা হয়েছে সাড়ে তিন লক্ষ ডলার। এমনটাই জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • PFI Protests in Kerala: এনআইএ হানার প্রতিবাদ, কেরলে পাথর- পেট্রল বোমা ছুড়ে প্রতিবাদ পিএফআই সমর্থকদের

    PFI Protests in Kerala: এনআইএ হানার প্রতিবাদ, কেরলে পাথর- পেট্রল বোমা ছুড়ে প্রতিবাদ পিএফআই সমর্থকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার দেশের ১৫টি রাজ্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) ৯৩টি কার্যালয়ে অতর্কিতে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (NIA)। এনআইএ হানার প্রতিবাদে এর প্রতিবাদে (protest) আজ কেরলে বনধের ডাক দিয়েছে পিএফআই। বনধকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য। রাজধানীর তিরুবনন্তপুরম সহ বেশ কিছু জায়গায় বাস ভাঙচুর, পথ অবরোধ, পাথর-পেট্রল বোমা ছোড়া, পুলিশের ওপর হামলাবাজি, সরকারি অফিসে হামলার ঘটনা ঘটেছে।  

    আরও পড়ুন: জঙ্গি-যোগ! পিএফআই কে নিষিদ্ধ ঘোষণা করার আর্জি দেশজুড়ে, তল্লাশি চালিয়ে কী পেল এনআইএ?

    পুলিশ সূত্রে খবর, বনধ এবং অবরোধের কারণে আহ কেরল ও কান্নুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। সব জেলাতেই কমবেশি হামলার ঘটনা ঘটেছে। রাজ্যের বহু জায়গায় সরকারি বাসে হামলা চালানো হয়েছে। কোঝিকড়ে বাস চলাচল পুরোপুরি বন্ধ আছে। পুলিশ জানিয়েছে, কোল্লামে মোটরসাইকেল আরোহী পিএফআই কর্মীরা দুই পুলিশ কর্মীর উপর হামলা চালিয়েছে।

    আরও পড়ুন: পরিকল্পনা করেই পিএফআই-এর বিরুদ্ধে অভিযান! দেশে জঙ্গি-কার্যকলাপ রুখতে সক্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক

     


      
       
    সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মূলত পিএফআই- এর দূর্গ কেরল।  দক্ষিণের এই রাজ্যের প্রায় সব জেলাতেই রয়েছে এই সংগঠনের অফিস। বৃহস্পতিবার এনআইএ এবং ইডি উত্তরপ্রদেশ, কেরল, কর্নাটক, অসম, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশে অভিযান চালায়। এখনও পর্যন্ত ১৯৬ জনকে গ্রেফতার করেছে তারা। দেশজুড়ে এই ইসলামিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জোড়াল হচ্ছে। বিভিন্ন অসামাজিক ও দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে ২০০৬ সালে গঠিত, এই সংগঠনটির বিরুদ্ধে। অভিযোগ , সন্ত্রাসে মদত দিচ্ছে পিএফআই। সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করছে তারা। গোয়েন্দা সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) নিষিদ্ধ করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই দলটিকে বেআইনি ঘোষণা করার জন্য যথেষ্ট প্রমাণও রয়েছে, বলে খবর।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Tarpan: মেয়েরাও কি করতে পারে তর্পণ? কী বলছে শাস্ত্র?

    Tarpan: মেয়েরাও কি করতে পারে তর্পণ? কী বলছে শাস্ত্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামীকাল অর্থাৎ রবিবার মহালয়া। আগামীকালই পিতৃপক্ষের (Pitru Paksha 2022) অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের। দক্ষিণ ও পশ্চিম ভারতে ভাদ্রপূর্ণিমা থেকে পিতৃ পক্ষের সূচনা, যা মহালয়া অমাবস্যা বা মহালয়ার দিনে শেষ হয়। অন্য দিকে উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়। মহালয়ার দিন পূর্বপুরুষদের তর্পণ (Tarpan) ও শ্রাদ্ধকর্ম করে তাঁদের বিদায় জানানো হয়। ধর্মীয় ধ্যান-ধারণা অনুযায়ী, পিতৃপক্ষে শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার-অনুষ্ঠান পালন করা হয়, তাই এই পক্ষে শুভ কাজে করা যায় না।   

    আরও পড়ুন: আজ সূচনা হচ্ছে পিতৃপক্ষের, কীভাবে করবেন তর্পণ, জেনে নিন

    এ সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে শ্রাদ্ধকর্ম করেন বাড়ির পুরুষরা। তবে শাস্ত্রে মহিলাদেরও মৃত পরিজনদের শ্রাদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে। কোনও মৃত ব্যক্তির পুত্র না-থাকলে, ভাইয়ের তাঁর স্ত্রীর শ্রাদ্ধ করার অধিকার রয়েছে। হিন্দুধর্ম অনুযায়ী, মৃত পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনও ব্যক্তি তর্পণ করতে পারেন। সাধারণত পুরুষরা পিণ্ডদান করে থাকেন। তবে মহিলারাও পিণ্ডদানের সমান অধিকারী। রামায়ণ অনুযায়ী, দশরথের মৃত্যুর পর রামের অনুপস্থিতিতে সীতা তাঁর পিণ্ডদান করেছিলেন।  

    কোনও ব্যক্তির ছেলে না থাকলে মৃত ব্যক্তির মেয়ে বাবার শ্রাদ্ধের কাজ করতে পারেন। মহাভারতে স্ত্রী পর্বে কৌরব রমণীদের তর্পণ করার কথার উল্লেখ আছে। আবার অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে মৃত ব্যক্তির মা এবং বোনও শ্রাদ্ধ করতে পারেন। আবার ছেলে শ্রাদ্ধ কর্ম করতে না-পারলে পুত্রবধূ তা করতে পারেন। আবার পৌত্র ও প্রপৌত্রও পূর্বপুরুষদের শ্রাদ্ধ কর্ম করার অধিকারী। পৌত্র বা প্রপৌত্র না-থাকলে, ভাই, ভাইয়ের সন্তানরাও শ্রাদ্ধ করার অধিকারী। আবার দৌহিত্রও পূর্বপুরুষদের উদ্ধার করতে পারে। আবার ভাগ্নেও শ্রাদ্ধকর্ম করার অধিকারী।   

    হিন্দু ধর্মে, মৃত ব্যক্তির আত্মাকে মুক্তি দিতে পিণ্ডদান করার রেওয়াজ রয়েছে। মনে করা হয়, এর ফলে আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। পিণ্ডদান করলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে আত্মা মুক্তি লাভ করে বলে মনে করা হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Telecom Bill 2022: এবার থেকে হোয়াটসঅ্যাপ কলেও গুণতে হবে টাকা? খসড়া টেলিকম বিলে প্রস্তাব

    Telecom Bill 2022: এবার থেকে হোয়াটসঅ্যাপ কলেও গুণতে হবে টাকা? খসড়া টেলিকম বিলে প্রস্তাব

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে হোয়াটসঅ্যাপে কল করলেও দিতে হতে পারে টাকা। ভারতীয় টেলিযোগাযোগ বিল ২০২২ এর খসড়া প্রকাশ করেছে ভারতীয় টেলিযোগাযোগ বিভাগ (DoT)৷ ২০ অক্টোবরের মধ্যে বিলটির বিষয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) পরামর্শ চাওয়া হয়েছে ৷ ইতিমধ্য়েই টেলিকম বিলের খসড়ায় সেই প্রস্তাব দেওয়া হয়েছে। বিলের খসড়াতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে কল বা বার্তা পাঠানোর সুবিধাটি আগামী দিনে টেলিকম পরিষেবা হিসাবে বিবেচিত হবে। এর জন্য এই প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্স নিতে হবে আলাদা করে। 

    বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের ফ্রি কলের বিরুদ্ধে কেন্দ্রকে অভিযোগ জানাচ্ছে টেলিকম সংস্থাগুলি। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলি কেন গ্রাহকদের মেসেজিং বা কলিং পরিষেবা দিচ্ছে তার বিরুদ্ধে সওয়াল করে টেলিকম কোম্পানিগুলি। অভিযোগ, এর ফলে আর্থিক ক্ষতি হচ্ছে সংস্থাগুলির। টেলিকম কোম্পানিগুলির এই অভিযোগের পরই জনগণের মতামত জানতে খসড়া বিলে এই প্রস্তাব দেওয়া হয়েছে। 

    আরও পড়ুন: টার্গেট আরএসএস? সংঘের ওপর গুপ্তচরবৃত্তি চালাত পিএফআই! চক্রান্ত ফাঁস   

    ওভার-দ্য-টপ (OTT) প্ল্যাটফর্মগুলিকে টেলিকম লাইসেন্সের আওতায় আনার প্রস্তাবও দেওয়া হয়েছে সেই খসড়ায়। ওটিটি প্ল্যাটফর্মের সংজ্ঞাও বদলানোর প্রস্তাব দেওয়া হয়েছে বিলের খসড়ায়। টেলিকম বিভাগকে আন্তর্জাতিক মানের করতেই এই খসড়া প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে স্পেকট্রাম বরাদ্দ বা নিলামের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখে টেলিকম কোম্পানিগুলোকে স্বেচ্ছাচারিতা করা থেকেও বিরত রাখা হবে বলে বিলে প্রস্তাব দেওয়া হবে। সরকার টেলিকম কোম্পানিগুলোর ফি, জরিমানা ও অন্যান্য সার্ভিস চার্জ প্রয়োজনে সম্পূর্ণভাবে অপসারণ করতে পারে।       

    আরও পড়ুন: মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত দেশগুলিতে রমরমা পিএফআইয়ের

    এছাড়াও সাইবার জালিয়াতি রুখতেও প্রস্তাব দেওয়া হয়েছে টেলিকম বিলে। নতুন টেলিকম বিলে থাকবে ‘রক্ষকবচ’। এবার থেকে লোন, ক্রেডিট কার্ড বা লটারি জেতা নিয়ে কেউ ফোন করলেই জানতে পারবেন কে রয়েছে অপর প্রান্তে। নতুন বিলের খসড়ায় তেমনই একটি বিকল্প রেখেছে সরকার। মূলত অনলাইন জালিয়াতি রুখতেই এই ব্যবস্থা।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Iran Anti Hijab Protest: ৬টি বুলেটে ঝাঁঝরা, ইরানি তরুণীর শেষকৃত্যে বাধ মানল না পরিজনদের চোখের জল 

    Iran Anti Hijab Protest: ৬টি বুলেটে ঝাঁঝরা, ইরানি তরুণীর শেষকৃত্যে বাধ মানল না পরিজনদের চোখের জল 

    মাধ্যম নিউজ ডেস্ক: নাম হাদিস নাজাফি (Hadis Najafi)। হিজাব না পরা, চুল খোলা, আধুনিক পোশাক পরা এক সাহসী ইরানি কন্যা। হিজাব আন্দোলনের প্রথম সারির মুখ। বছর ২০-র সেই ইরানি তরুণীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনী। হিজাব বিরোধী আন্দোলন (Iran Anti Hijab Protest) করতে গিয়ে মৃত্যু হয়েছে হাদিস নাজাফির। রবিবার রাতে ইরানের কারাজ এলাকায় ইরানের নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, ওই তরুণীর বুকে, মুখে, গলায়, পেটে ও হাতে গুলি করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ইরানের জনপ্রিয় টিকটকার হিসেবে পরিচিতি ছিল হাদিসের। এর আগেও হিজাব বিরোধী আন্দোলনে দেখা গিয়েছে তাঁকে।

    আরও পড়ুন: হত্যার প্রতিবাদ! দাদার কফিনে নিজের চুল কেটে রেখে দিল বোন    

    প্রতিবাদরত ওই তরুণীর চুল শক্ত করে বাঁধার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। চুম বেঁধে প্রতিবাদের মাঝখানে যাচ্ছিলেন নির্ভিক চিত্তে।  অনেকেই বলেছেন, যুদ্ধের জন্যে তৈরি হচ্ছে ইরান। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই ওই তরুণীকে খুন করে ইরান পুলিশ। বুলেটের আঘাতে বন্ধ করে দেওয়া হয় প্রতিবাদের স্বর। 

     

    সম্প্রতি তাঁর শেষকৃত্যের (Funeral) ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হাদিসের কবরের ওপরে তাঁর ছবি রাখা। আর সেই কবরের ওপর কান্নায় লুটিয়ে পড়ছেন তরুণীর পরিজনেরা। সেখানে লেখা হয়েছে, “একমাত্র অপরাধ, স্বাধীনতা চাওয়া। তাই এভাবে মরতে হল ২০ বছরের এই তরূনীকে।”

    আরও পড়ুন: হিজাব-আইনের বিরোধিতা, জ্বলছে ইরান! পুলিশের গুলিতে নিহত অন্তত ৫০জন প্রতিবাদী

     



    হিজাব নিয়ে ‘নীতি পুলিশির’ জেরে ১৬ সেপ্টেম্বর মৃত্যু হয় উত্তর-পশ্চিম ইরানের বাসিন্দা বছর ২২-র মাসা আমিনির। তাঁর মৃত্যুর পরই ইরান জুড়ে হিজাব নিয়ে শুরু হয়েছে আন্দোলন। বাধ্যতামূলকভাবে হিজাব পরার আইন বাতিলের দাবিতে প্রতিবাদীরা তেহেরানের রাস্তায় জড়ো হন। সেখানে তাঁদের চিৎকার করে স্লোগান দিতে দেখা গিয়েছে। ‘হিজাব নয়, স্বাধীনতা ও সাম্য চাই’ – এই ভাষাতেই স্লোগান দেন তাঁরা। পাশাপাশি, অনেক ইরানি মহিলা তাঁদের চুল কেটে ফেলেও সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এবারের আন্দোলনে ইরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে মোট ৪১ জনের। গ্রেফতার হয়েছেন ৭০০ জন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Share Market: টাকার দামে ব্যাপক পতন, সেনসেক্স পড়ল ৯৫৪ পয়েন্ট, নিফটিতে পতন ১.৮%

    Share Market: টাকার দামে ব্যাপক পতন, সেনসেক্স পড়ল ৯৫৪ পয়েন্ট, নিফটিতে পতন ১.৮%

    মাধ্যমিক নিউজ ডেস্ক: সোমবার বাজার খোলার আগেই শেয়ার বাজারে (Share Market) মন্দার আশঙ্কা করা হয়েছিল। ৯৫৪ পয়েন্ট পড়েছে সেনসেক্স (Sensex)। নিফটিতেও (Nifty) তার প্রভাব পড়েছে। নিফটি পড়েছে ১.৮ শতাংশ, অর্থাৎ ৩১১.০৫ পয়েন্ট। দাম পড়েছে একাধিক শেয়ারের। গত সপ্তাহেই সুদের হার বাড়িয়েছে ফেডারাল রিজার্ভ ব্যাংক। অনেকেই মনে করছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও বাড়াতে পারে সুদের হার। আর সেই আশঙ্কা থেকেই শেয়ার বাজারে এই রকম বিপর্যয় বলে মনে করছে ওয়াকিবহালমহল। উৎসবের মরশুমেও শেয়ার বাজারে কোনও উত্থান হয়নি। মন্দার খাতেই বইছে শেয়ার বাজার।   

    আরও পড়ুন: সপ্তাহান্তে রক্তাক্ত শেয়ার বাজার! সেনসেক্স পড়ল প্রায় ১১০০ পয়েন্ট, পতন নিফটিতেও  

    একাধিক শেয়ারের দাম পড়েছে। সবচেয়ে বেশি যে শেয়ারগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে, তারমধ্যে রয়েছে টাটা স্টিল,মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি,ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাংক, টাইটান, পাওয়ার গ্রিড। তবে এই মন্দার বাজারে কিছু সংস্থা লাভের মুখ দেখেছে। যেই সংস্থাগুলি লাভ করেছে তার মধ্যে রয়েছে নেসলে, হিন্দুস্তান ইউনিলিভার। এই লাভ এতটাই সামান্য যে তাতে বাজারের পতন আটকানো যায়নি। নবরাত্রি শুরুর দিনেও বাজার চাঙ্গা হওয়ার কোনও আশা দেখতে পাচ্ছেন না শেয়ার বাজারের কারবারিরা।   

    আরও পড়ুন: আগামী বছরই আর্থিক মন্দার গ্রাসে গোটা বিশ্ব, আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের      

    মনে করা হচ্ছে লাগাতার শেয়ার বাজারে পতন আর টাকার দামে পতন এই দুইয়েরই কারণ মার্কিন অর্থনীতিতে মন্দা। অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছেন, ২০২৩ সালে আমেরিকায় রিসেশন শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব দেখা দিতে শুরু করেছে। মনে করা হচ্ছে আগামী কয়েক মাসে মার্কিন অর্থনীতিতে আরও বড় ধাক্কা আসবে। তার প্রভাব পড়বে এ দেশের অর্থনীতিতে। ভারতের বাজারেও দেখা দিতে পারে মন্দা। মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।        

    এদিন সকালে প্রায় দেড় শতাংশ পতনের পর -৯৯ শতাংশে এসে থামে নিফটির সূচক। পরে অবশ্য সবার জন্য বাজার খুললে আরও পড়ে নিফটি, সেনসেক্স। সাড়ে ৯টার আগেই প্রায় দেড় শতাংশ কমে যায় নিফটি ও সেনসেক্সের সূচক।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Coal Smuggling Case: স্বস্তি জিতেন্দ্রর, কয়লা পাচার কাণ্ডে সিআইডি তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

    Coal Smuggling Case: স্বস্তি জিতেন্দ্রর, কয়লা পাচার কাণ্ডে সিআইডি তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Scam) আদালতে (Calcutta High Court) স্বস্তি পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর বিরুদ্ধে সিআইডি (CID) তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে আসানসোলের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না রাজ্যের গোয়েন্দা সংস্থা। আজ মঙ্গলবার এই নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। আদালত তার পর্যবেক্ষণে জানায়, একই অপরাধের ক্ষেত্রে দুটি সমান্তরাল তদন্ত চলতে পারে না। 

    এর আগেই কয়লা পাচার মামলায় তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই এবং ইডি। একই মামলায় সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছে সিআইডি। ওই মামলায় জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) সমন পাঠিয়েছিল সিআইডি। এরপরেই সিআইডি তলবের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা। আদালতে তাঁর আইনজীবী সওয়াল করে বলেন, “কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তদন্ত করছে, তারপরেও কীভাবে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি তদন্ত করতে পারে?” এই প্রসঙ্গে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, “কয়লা পাচার মামলায় সিআইডিকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলে, সেটা সমান্তরাল তদন্ত প্রক্রিয়ায় সায় দেওয়া হবে এবং সিবিআইয়ের তদন্তে বাধা দেওয়া হবে।”

    আরও পড়ুন: কয়লা পাচার কেলেঙ্কারিতে লালার সহযোগীদের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা   
      
    এদিন শুনানি চলাকালীন সরকার পক্ষের আইনজীবী দাবি করেন, বিজেপি নেতাকে শুধু জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠিয়েছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা। গ্রেফতার করার কোনও পরিকল্পনা ছিল না আধিকারিকদের। তদন্তে সহযোগিতা করলে গেফতার করার প্রয়োজন পড়বে না। এদিন জিতেন্দ্র তিওয়ারিকে সাক্ষী হিসেবে ডেকে পাঠানোর নোটিসের উপরও স্থগিতাদেশ দেয় আদালত। ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৬০ নম্বর ধারায় পাঠানো গত ১০ সেপ্টেম্বরের নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। 

    আদালতের পক্ষ থেকে বলা হয়, “একই অপরাধের ক্ষেত্রে দুটি সমান্তরাল তদন্ত চলতে পারে না। দু’টি সমান্তরাল তদন্ত প্রক্রিয়া মৌলিক অধিকারের পরিপন্থী।” রাজ্যের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, “যে মামলায় ইতিমধ্যেই সিবিআই চার্জশিট দাখিল করেছে সেই মামলায় রাজ্য হস্তক্ষেপ করতে পারে কি?” সরকারি আইনজীবী পাল্টা দাবি করেন, রাজ্য আগে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করেছে। পরে সিবিআই এসে এই মামলার তদন্ত শুরু করেছে। এতে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। জিতেন্দ্র তিওয়ারির আইনজীবীর দাবি,কয়লাপাচার মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। বৃহত্তর তদন্ত চলাকালীন সিআইডি এই তদন্ত করতে পারে না। আদালত জানায়, কয়লাপাচার কাণ্ডে দ্বিতীয় কোনও তদন্তকারী সংস্থার প্রয়োজন নেই বলেই মনে করছে আদালত। 

    আরও পড়ুন: এবার দুধের কন্টেনারে কয়লা, জামুরিয়ায় বিরল পাচারে তাজ্জব পুলিশ

    জিতেন্দ্র সিআইডির সমন পাওয়ার পর বলেছিলেন, “সাক্ষী হিসাবে যদি আমাদের কাছে জানতে চান, তা হলে নিশ্চয়ই আমরা জানিয়ে দেব। রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই তলব করা হয়েছে। বিজেপির সঙ্গে যারা যুক্ত, তাদের কাছেই সব তথ্য পাওয়া, তাদের সাক্ষী হিসাবে ডাকবে না। সকলেই বুঝতে পারছেন কী হচ্ছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • CUET PG Result 2022: প্রকাশিত হয়েছে কুয়েট পিজি- র ফল, দেখবেন কী করে?

    CUET PG Result 2022: প্রকাশিত হয়েছে কুয়েট পিজি- র ফল, দেখবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার কুয়েট পিজি-র ফল (CUET-PG Results) প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। বিকেল ৪টের সময় ফল ঘোষণা করা হয়। রবিবার একথা আগেই জানিয়েছিলেন ইউজিসি-র চেয়ারম্যান এম জগদেশ কুমার (UGC Chairman M Jagadesh Kumar)। বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির জন্য কুয়েট পিজি পরীক্ষা নেওয়া  হয়েছিল। 

    আরও পড়ুন: কুয়েট ইউজি-র ফল প্রকাশ করেছে এনটিএ, দেখবেন কী করে?

    ১-১২ সেপ্টেম্বর দেশের ৫০০টি শহর এবং দেশের বাইরের ১৩টি শহরে এই পরীক্ষা নেওয়া হয়। মোট ৩.৫৭ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। প্রকাশিত হয়েছে সেই পরীক্ষার ফল। এখন পরীক্ষার্থীরা চাইলে cuet.nta.nic.in – এই ওয়েবসাইটে ফল দেখতে পারবেন এবং স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন। দেশের প্রথম সারির ৬৬টি বিশ্ববিদ্যালয় কুয়েটের মাধ্যমে পরীক্ষার্থীদের ভর্তি নেবে। এর মধ্যে রয়েছে বহু কেন্দ্রীয়  বিশ্ববিদ্যালয়। 

    কুয়েট পিজির ফল প্রকাশের পরেই বিশ্ববিদ্যালয়গুলিকে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে ইউজিসি। ইউজিসি বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে। যাতে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া আরও সহজ হয়। 

    কী করে স্কোর কার্ড  ডাউনলোড করবেন?

    • প্রথমে কুয়েট- এর অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in– এ যান।
    • হোমপেজে গিয়ে CUET PG 2022 result link- এই লিঙ্কে ক্লিক করুন।
    • এরপরে একটি উইন্ডো খুলে যাবে। সেখানে কুয়েট- এর আবেদন নম্বর এবং জন্মের তারিখ দিন।  
    • তাহলেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে আপনার কুয়েট পিজি ফল। 
    • সেখানেই স্কোরকার্ড ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন।

    ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় কুয়েট ইউজি-র (CUET UGResult 2022) ফলপ্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।  ১৫ জুলাই-৩০ অগাস্টের মধ্যে নেওয়া হয়েছিল কুয়েট ইউজি পরীক্ষা। ভারতের ২৫৯টি শহর এবং দেশের বাইরের ৯টি শহরে ৪৮৯টি কেন্দ্রে পরীক্ষা হয়। প্রায় ১৪,৯০০০০ পরীক্ষার্থী পরীক্ষা দেন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share