Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Partha Chatterjee CBI Custody: এসএসসি দুর্নীতিকাণ্ডে এবার সিবিআই হেফাজতে পার্থ, সঙ্গী কল্যাণময়

    Partha Chatterjee CBI Custody: এসএসসি দুর্নীতিকাণ্ডে এবার সিবিআই হেফাজতে পার্থ, সঙ্গী কল্যাণময়

    মাধ্যম নিউজ ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ দিল আলিপুর আদালত। ২১ শে সেপ্টেম্বর অবধি সিবিআই হেফাজতের নির্দেশ। এদিন এসএসসি দুর্নীতির (SSC Scam) মামলা আদালতে ওঠে। এতদিন ইডির হেফাজতে (ED Scam) ছিলেন পার্থ। এদিন জামিনের আর্জি জানান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। এদিন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও (Kalyanmay Ganguly) সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

    আদালত থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, আরও তদন্তের জন্য কাস্টডিতে নিয়ে জেরা করা প্রয়োজন। এটি একটি বড় চক্রান্ত। এদিন আদালতেও একই কথা বলেছেন সিবিআইয়ের আইনজীবী। 

    আরও পড়ুন: নবান্ন অভিযানে গিয়ে ‘মিথ্যা’ মামলায় গ্রেফতার, হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি

    সিবিআই গোয়েন্দারা দাবি করেছেন, এসএসসি দুর্নীতির মূল চক্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে ঘাড় থেকে যাবতীয় দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা করেছেন পার্থ। পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, “এসএসসি আলাদা সংস্থা। আমি মন্ত্রী থাকলেও এসএসসির কোনও কাজে আমার নিয়ন্ত্রণ ছিল না।” নিজের অসুস্থতার কথা জানিয়ে এদিন বার বার জামিনের আর্জি জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কিন্তু এদিনও জামিনের আর্জি খারিজ করে দেয় সিবিআই- এর বিশেষ আদালত।   

    এদিন আদালতে নিজের শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক কৌলিন্যের কথাও বিচারকের সামনে তুলে ধরেন পার্থ। তিনি বলেন, “আমি শিক্ষিত, ইকনমিক্সে স্নাতক, এমবিএ। আমার মামার নাম শিবদাস বন্দ্যোপাধ্যায়। আমি ষড়যন্ত্রের শিকার। এখন আরও এক সংস্থা নতুন করে তদন্ত করতে চাইছে। আমি খুবই অসুস্থ। কে সাহায্য করবে? আপনি আপনার মতো বিচার করবেন। আপনার কাছে বিচারের আশায় আছি।” তিনি আরও বলেন, “ইডি দুমাস ধরে জেলে রেখেছে। এবার সিবিআই হেফাজতে চাইছে। ২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ, জামিন দেওয়া হোক।” 

    আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতির জের, সিবিআই- এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায় 

    সিবিআই- এর আইনজীবী আদালতে পাল্টা বলেন, সিবিআই-এর আইনজীবী আদালতে জানান, ২০১৬-তে গ্রুপ সি পরীক্ষা হয়। রেজাল্ট বের হয় ২০১৭-তে। কিন্তু ২০১৯-এ নিয়ম না মেনে ৪০০ চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হয়েছে। অযোগ্যদের নিয়োগ করা হয়েছে অনৈতিকভাবে। 

    অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে বলেন, “কোনও এফআইআর-এ আমার মক্কেলের নাম নেই। সিবিআই, ইডি ষড়যন্ত্র করে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রাখতে চাইছে। সিবিআই যখনই ডেকেছে আমার মক্কেল তখনই গেছেন। ইডি গ্রেফতার করার পর ৬০ দিন হয়ে গেছে। ইডি চার্জশিট দিতে না পারলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যেতে পারেন, তাই এবার এফআইআর-এ নাম না থাকলেও সিবিআই তাঁকে হেফজতে নিতে চাইছে। প্রসঙ্গত, এই মামলায় শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকেও গ্রেফতার করেছে সিবিআই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • CAA Supreme Court: পেছাল সিএএ মামলার শুনানি, রায় ঘোষণা ১৯শে সেপ্টেম্বর

    CAA Supreme Court: পেছাল সিএএ মামলার শুনানি, রায় ঘোষণা ১৯শে সেপ্টেম্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: সিএএ মামলার শুনানি পেছাল শীর্ষ আদালত (Supreme Court)। নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) নিয়ে রায় মুলতুবি রাখল দেশের প্রধান বিচারপতির ইউ ইউ ললিতের (Chief Justice U U Lalit) ডিভিশন বেঞ্চ। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলা মুলতুবি রাখা হয়েছে। সোমবার এই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে।

    আরও পড়ুন: শাহিনবাগের নেপথ্যে ছিল পিএফআই-এসডিপিআই! আদালতকে জানাল দিল্লি পুলিশ

    নাগরিকত্ব আইন নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে রাজ্যগুলির। নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে দেশজুড়ে প্রায় ২০০-র বেশি মামলা দায়ের করা হয়েছে শীর্ষ আদালতে। দেশের একাধিক রাজনৈতিক দল এবং সংগঠন কার্যত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মামলাকারীরা দাবি জানায়, নতুন আইনের মাধ্যমে সংবিধানে দেওয়া সমানাধিকারের মৌলিক বিষয়টি খর্ব করা হয়েছে। যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার খারিজ করেছে। কেন্দ্রের মতে, এই নতুন আইন ভারতে আসা সংখ্যালঘুদের সুবিধা করে দেবে। সেই সিএএ (CAA) মামলাগুলির আজকে ছিল শুনানি। কিন্তু শীর্ষ আদালতে এই মামলার রায় দান আজ মুলতবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, আগামী ১৯ শে সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণা হবে। 

    প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শুনানি হয় শীর্ষ আদালতে। তখনও এই আইনে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। তবে কেন্দ্রকে একটি নোটিশ পাঠানো হয়। এদিকে, করোনা পরিস্থিতিতে এই আইন কার্যকর করার প্রক্রিয়া স্থগিত ছিল। এদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি একাধিক সংগঠন এই আইনের বিরোধিতায় মামলা দায়ের করে। সুপ্রিম কোর্টে দু’শোটিরও বেশি মামলা দায়ের হয়। সেই মামলাগুলিরই শুনানি হওয়ার কথা ছিল সোমবার। যা আপাতত আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।

    আরও পড়ুন: উমর খলিদের জামিনের আবেদনের বিরোধিতায় উঠল সার্জিল ইমাম প্রসঙ্গ 

    ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় সংসদে। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয় গোটা দেশজুড়ে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এদিকে, সিএএ দ্রুত কার্যকর করার। যদিও এখনও তা কার্যকর হয়নি। নতুন আইন অনুসারে পাকিস্তান, বাংলাদেশ,আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি শরণার্থীদের ভারতে নাগরিকত্ব দেওয়ার হবে বলে প্রতিশ্রুতি দেয় কেন্দ্র সরকার।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

     

     

     

  • Drug Smuggling: গুজরাট উপকূলে আটক ২০০ কোটি টাকার মাদক, বরাত দেওয়া হয়েছিল পাঞ্জাব জেল থেকে

    Drug Smuggling: গুজরাট উপকূলে আটক ২০০ কোটি টাকার মাদক, বরাত দেওয়া হয়েছিল পাঞ্জাব জেল থেকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের উপকূল রক্ষা বাহিনী এবং গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (Gujarat ATS) মিলিত অভিযানে ২০০ কোটি টাকার মাদকসহ একটি পাকিস্তানি নৌকা আটক করল। সঙ্গে গ্রেফতার করা হয়েছে ওই নৌকা আরোহী ছয় পাকিস্তানিকেও। সূত্রমতে জানা গিয়েছে গুজরাট হয়ে ওই মাদক পাচার (Drug Smuggling) করা হচ্ছিল পাঞ্জাবে (Punjab)। পাঞ্জাব জেল (Punjab Jail) থেকে ওই বিপুল মাদকের বরাত দেওয়া হয়েছিল। এক বিদেশী ওই বরাত দিয়েছিলেন। বিদেশীর নামসহ যাবতীয় তথ্য পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা নিয়ে গুজরাট হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ওই পাকিস্তানিরা। আপাতত ওই পাকিস্তানিদের গ্রেফতার করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে উপকূল রক্ষা বাহিনী (India Coast Guard)।

    আরও পড়ুন: ১,৫৪,০০০ কোটি টাকার সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্প গুজরাটে, মউ সাক্ষর করল বেদান্ত-ফক্সকন  

    গুজরাটের সন্ত্রাস দমন বিভাগ এবং ভারতীয় উপকূল রক্ষা বাহিনী যৌথ বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানিদের ওই নৌকায় ছিল প্রায় ৪০ কেজির কাছাকাছি মাদক। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। উপকূলবাহিনীর দুটি দ্রুত গতির নৌকা নিয়ে ধাওয়া করে আটক করা হয় মাদক পাচারকারীদের নৌকা। জাখাউ উপকূলের কাছে ভারতীয় জলসীমার প্রায় ৩৩ মাইল ভিতরে দেখা গিয়েছিল ওই পাকিস্তানি নৌকাটিকে। মাদকের বেশিরভাগটাই হেরোইন। এর আগেই উপকূল রক্ষা বাহিনীর কাছে তথ্য ছিল, ভারতে মাদক পাচারের চেষ্টা করছে পাকিস্তান। 

    আরও পড়ুন: কেন অনুব্রতর স্ত্রীর চিকিৎসা খরচ বহন? গরুপাচার কাণ্ডে সিবিআই-তলব ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে

    জানা গিয়েছে, এর আগেও গুজরাট উপকূল দিয়ে মাদক পাচার করার চেষ্টা করেছিল পাচারকারীরা। গত মাসে গুজরাটের কছ জেলার উপকূল থেকে দুটি পাকিস্তানি নৌকা আটক করেছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। গত বছর অক্টোবর মাসে গুজরাটের মুন্দ্রা বন্দরে ২১ হাজার কোটি টাকার ২,৯৮৮ কেজি মাদক আটক করেছিল উপকূলরক্ষা বাহিনী। এটাই ছিল গুজরাটের সবচেয়ে বড় মাদক উদ্ধার অভিযান।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rishi Agarwal: ব্যাংক জালিয়াতিকাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার এবিজি শিপইয়ার্ডের কর্ণধার ঋষি আগরওয়াল

    Rishi Agarwal: ব্যাংক জালিয়াতিকাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার এবিজি শিপইয়ার্ডের কর্ণধার ঋষি আগরওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সব থেকে বড় ব্যাংকঋণ জালিয়াতি-কাণ্ডে অন্যতম অভিযুক্ত এবিজি শিপইয়ার্ডের (ABG Shipyard) প্রাক্তন প্রধান ঋষি আগরওয়ালকে (Rishi Agarwal) গ্রেফতার করল সিবিআই (CBI)। ঋষিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মোট ২২,৮৪২ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। বুধবার তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  

    আগেই ঋষির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল সিবিআই। গোয়েন্দাদের অভিযোগ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), আইসিআইসিআইসহ অন্তত ২৮টি ব্যাংকের সঙ্গে ঋণখেলাপি করেছে গুজরাটের জাহাজ নির্মাণকারী এবং মেরামতি সংস্থা এবিজি।

    সংস্থার প্রাক্তন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ঋষি, ডিরেক্টর শান্থনম মুথুস্বামী এবং অশ্বিনী কুমার-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, বিশ্বাসভঙ্গের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এক অডিট সংস্থার করা ফরেন্সিক অডিটে দেখা যায় যে, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে অভিযুক্তেরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে অর্থ তছরুপ করেছেন। অভিযোগ, ওই বিপুল অঙ্কের ঋণের প্রায় ২৩ হাজার কোটি টাকা অন্তত ৯৮টি সংস্থায় সরিয়েছে এবিজি।  

    আরও পড়ুন: বোলপুরে শিশুহত্যার ঘটনায় সিবিআই তদন্ত দাবি শুভেন্দুর, বিধানসভায় ওয়াকআউট বিজেপির

    কীভাবে এই জালিয়াতি করল এবিজি? 

    ১৯৮৫ সালে ঋষি আগরওয়ালের হাতে তৈরি হয় সংস্থাটি। জাহাজ নির্মাণ এবং মেরামতি সংস্থার অফিস তৈরি হয় গুজরাটের সুরাট এবং দাহেশে। আইসিআইসিআই-সহ মোট ২৮টি ব্যাংক এই সংস্থার জন্যে ঋণ দেয়। ২০০৯ সালে বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও ২০০৫-২০১০ সাল অবধি ব্যাংক থেকে একাধিকবার ঋণ পেয়েছে এই সংস্থা। ২০১৪ সালে এবিজিকে ঋণ দেয় এসবিআই। কিন্তু ঋণ এবং তার সুদ শোধে ব্যর্থ হয় এবিজি। এর পর থেকে বার বার ঋণখেলাপি করে এবিজি। ২০১৭ সালে এবিজিকে দেউলিয়া ঘোষণা করে। সংস্থা থেকে ২৭,৪০০ কোটি টাকা পাওনা দাবি করে আইসিআইসিআইসহ অন্যান্য ব্যাংকগুলি। ২০১৯ সালে আর্থিক তছরুপ দুর্নীতি চিহ্নিত করে এসবিআই। ওই বছরই একটি মামলা দায়ের করে এসবিআই। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মামলার  তদন্তের দায়িত্ব পায় সিবিআই। সিবিআই জানায়, ২২,৮৪২ কোটি টাকার মধ্যে, আইসিআইসিআই- এর পাওনা ৭,০৮৯ কোটি টাকা, এসবিআই- এর ২,৯২৫ কোটি টাকা, আইডিবিআই- এর পাওনা ৩,৬৩৯ কোটি টাকা, ব্যাংক অফ বারোদার ১,৬১৪ কোটি টাকা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১,২৪৪ কোটি টাকা, এক্সিম ব্যাংকের ১,৩২৭ কোটি টাকা, ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের ১,২৪৪ কোটি টাকা, ব্যাংক অফ ইন্ডিয়ার ৭১৯ কোটি টাকা।  

    আরও পড়ুন: পিএফআই-এর বিরুদ্ধে বাংলা সহ ১০ রাজ্যে ইডি-এনআইএ যৌথ হানা, গ্রেফতার ১০০

    উল্লেখ্য, হলদিয়া বন্দরে হ্যান্ডলিংয়ের কাজের জন্য এবিজি শিপইয়ার্ড বরাত পেয়েছিল। তার পর ২০১২ সালে হঠাৎই রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে কাজ বন্ধ করে তারা। শুধু তাই নয়, তাদের অভিযোগ ছিল হলদিয়ায় আইন শৃঙ্খলার সমস্যা রয়েছে ও তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এ কথা বলে হলদিয়া থেকে কাজ গোটোনোর কথা ঘোষণা করেছিল এবিজি। তা নিয়ে বাংলায় তীব্র রাজনৈতিক জলঘোলা হয়।      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Droupadi-Hasina Meet: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ইংল্যান্ডে দ্রৌপদী-হাসিনার সাক্ষাৎ

    Droupadi-Hasina Meet: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ইংল্যান্ডে দ্রৌপদী-হাসিনার সাক্ষাৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে (Funeral of Queen Elizabeth II) যোগ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন তিনি। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে দেশের তরফে ব্রিটেনের রাজপরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। লন্ডনে গিয়ে রাষ্ট্রপতি দেখা করলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Sheikh Hasina) এবং তাঁর বোন শেখ রেহানার (Sheikh Rehana) সঙ্গে। সোমবার লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর ঠিক আগে সাক্ষাৎ হয় তাঁদের। রাষ্ট্রপতির অফিসিয়াল হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে দ্রৌপদী-হাসিনার ছবি। এর আগে ৬ সেপ্টেম্বর হাসিনার ভারত সফরের সময় দিল্লিতে দুজনের দেখা হয়। তারপরেই এই সাক্ষাৎ।  

    আরও পড়ুন: ভারত নিজের অধিকারেই বিশ্বে সম্মানিত, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় পুতিন


              

    রবিবার সন্ধ্যায় রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ব্রিটিশ রাজপরিবারের আয়োজন করা সভায় যোগ দেন। সেই সভায় যোগদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এই সভার আয়োজন করা হয়েছিল বাকিংহাম প্যালেসে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের তাবড় তাবড় নেতারা যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছিল বাকিংহাম প্যালেস।  

    আরও পড়ুন: পরনে ইক্কত শাড়ি, সঙ্গে মুক্তোর দুল, সোনার চেন-বালা, আজ যেন ঘরোয়া নারী দ্রৌপদী মুর্মু

    রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টি ক্রিয়ায় শতাধিক বিশ্ব রাষ্ট্রপ্রধান যোগ দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার রানি এলিজাবেথের শেষকৃত্যের জন্য লন্ডনে পৌঁছেছেন। এছাড়াও অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগদান করেছেন  কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা, ইউরোপীয় কাউন্সিলের রাষ্ট্রপতি চার্লস মিশেল, ইউরোপীয় কমিশনের রাষ্ট্রপতি উরসুলা ফন ডার লেইন, চিনের উপরাষ্ট্রপতি ওয়াং কিশান এবং ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • NIA raid: সন্ত্রাসবাদীদের খোঁজে দক্ষিণের দুই রাজ্যে ৩৮ জায়গায় তল্লাশি এনএইএ-র

    NIA raid: সন্ত্রাসবাদীদের খোঁজে দক্ষিণের দুই রাজ্যে ৩৮ জায়গায় তল্লাশি এনএইএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদীদের সন্ধানে এবার দক্ষিণের দুই রাজ্যে তল্লাশি শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। রবিবার দিনভর অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) এবং তেলাঙ্গানায় (Telangana) সব মিলিয়ে মোট ৩৮টি জায়গায় হানা দিল এনআইএ-র দল। এর মধ্যে শুধু মাত্র অন্ধ্রপ্রদেশেই ২৩টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। তেলঙ্গানার নিজামাবাদে এক ব্যক্তির বাড়িতেও হানা দেন গোয়েন্দারা। তাঁকে সোমবার এনআইএ দফতরে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।  

    রবিবার সকালে একসঙ্গে এনআইএ-র ২৩টি দল অন্ধ্রপ্রদেশের ২৩টি জায়গায় হানা দিয়েছে। সন্ত্রাসে মদত এবং বেআইনি কার্যকলাপের অভিযোগে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (PFI) সদস্যদের ধরে জিজ্ঞাসাবাদও করেন  এনআইএ গোয়েন্দারা। কুর্নুল, গুন্টুর, নেল্লোরের পাশাপাশি নিজ়ামাবাদেও হানা দেন গোয়েন্দারা।

    আরও পড়ুন: বৃহত্তর বেঞ্চের রায় সবসময় প্রাধান্য পাবে, অভিমত শীর্ষ আদালতের

    কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, পিএফআই-এর জেলা আহ্বায়ক সাদুল্লাহ, ও সংগঠনের সদস্য মহম্মদ ইমরান এবং মহম্মদ আবদুল মোবিনকে জেরার জন্য পাকড়াও করে আনা হয়েছে। ক্যারাটে শেখানোর  নাম করে অস্ত্র প্রশিক্ষণ এবং হিংসা ছড়ানোর মতো অভিযোগে রয়েছে এই কজনের বিরুদ্ধে। সেই বিষয়েই জেরা করা হয়। আড়াই মাস আগেই ক্যারাটে শিক্ষক আব্দুল কাদের এবং আরও তিনজনকে যুবকদের সন্ত্রাসবাদে উৎসাহ দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র শিক্ষা দেওয়ার অভিযোগে গ্রেফতার করে নিজামাবাদ পুলিশ। গত ৪ জুলাই নিজামাবাদ থানায় মামলা দায়ের হয়। এরপরে এই মামলায় তদন্তের দায়িত্ব পায় এনআইএ। 

    তেলাঙ্গানার নিজ়ামাবাদে শাহিদ চৌসি নামে এক ব্যক্তির বাড়ি গিয়ে তাঁর মোবাইল ফোন, পাসপোর্ট এবং ব্যাঙ্কের পাসবই বাজেয়াপ্ত করেছেন এনআইএ গোয়েন্দারা। তাঁকে হায়দ্রাবাদে  এনআইএ দফতরে সোমবার ডাকা হয়েছে। শাহিদের দাবি, তিনি কোনওবেআইনি লেনদেন বা হিংসার সঙ্গে যুক্ত নন। তিনি একটি পরিষেবা কেন্দ্র চালান। কিন্তু তদন্তকারীরা তাঁর কোনও কথাই শুনতে চাননি বলেও অভিযোগ।  

    আরও পড়ুন: ঐতিহাসিক! দীর্ঘ ৩০ বছর পর কাশ্মীরে খুলল সিনেমা হল 

     নানদয়াল এবং কুর্নুলে স্থানীয় বাসিন্দারা গোয়েন্দাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। অশান্তিও ছড়ায়। পুলিশের অনুমান ওই এলাকাতে বেশ কিছু পিএফআই সদস্যের বাড়ি। আর সেই কারণে তল্লাশি অভিযানে ব্যাঘাত ঘটাতেই পূর্ব পরিকল্পিত এই অশান্ত। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান ওই এলাকার অনেক যুবককে মার্শাল আর্ট এবং অস্ত্র বিদ্যায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া হিংসা ছড়ানোর কথা বলতেও শেখানো হয়েছে তাদের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • E Auction: বিশিষ্ট জনেদের প্রধানমন্ত্রীকে দেওয়া ১২০০ উপহার নিলামে তুলছে কেন্দ্র, জানুন বিস্তারিত

    E Auction: বিশিষ্ট জনেদের প্রধানমন্ত্রীকে দেওয়া ১২০০ উপহার নিলামে তুলছে কেন্দ্র, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৭ সেপ্টেম্বর থেকে নিলাম (E Auction) করা শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাওয়া ১২০০ টি উপহার। আজ দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন (Narendra Modi)। তাই এই বিশেষ দিনকেই বেছে নেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রক প্রধানমন্ত্রীর পাওয়া মর্যাদাপূর্ণ এবং স্মরণীয় উপহারগুলির অনলাইনে নিলামের চতুর্থ সংস্করণের আয়োজন করছে।   

    এই নিলাম ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে। সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন মন্ত্রী, জি কিষাণ রেড্ডি বলেছেন, “২০১৯ সালে এই আইটেমগুলি খোলা নিলামে সাধারন মানুষের জন্য নিলাম করা হয়েছিল। সেই সময়ে প্রথম রাউন্ডে ১৮০৫ টি উপহার নিলামে রাখা হয়েছিল এবং দ্বিতীয় রাউন্ডে ২৭৭২ টি উপহার সামগ্রী নিলামে রাখা হয়েছিল। ২০২১ সালে, সেপ্টেম্বরেও অনলাইনে নিলামে আয়োজন করা হয়েছিল এবং আমাদের নিলামে ১৩৪৮ টি আইটেম ছিল। এই বছর প্রায় ১২০০ টি স্মারক ও উপহার সামগ্রী ই-নিলামে রাখা হয়েছে। স্মারকগুলি প্রদর্শন করা হয়েছে ন্যাশনাল গ্যালারী অফ মডার্ন আর্ট, নয়াদিল্লিতে। এই আইটেমগুলি ওয়েবসাইটেও দেখা যাবে।”

    আরও পড়ুন: ‘সিট অন ল্যাপ’ প্রতিবাদের জের, তিরুবন্তপুরমে তৈরি হবে নতুন লিঙ্গ নিরপেক্ষ বাসস্ট্যান্ড 

    কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “নিলামের স্মৃতিচিহ্নগুলির মধ্যে রয়েছে চমৎকার চিত্রকর্ম, ভাস্কর্য, হস্তশিল্প এবং লোকশিল্প। এগুলোর মধ্যে বেশ কিছু জিনিস সাধারণত উপহার হিসেবে দেওয়া হয়, যেমন ঐতিহ্যবাহী অঙ্গবস্ত্রম, শাল, হেডগিয়ার, তলোয়ার। অন্যান্য স্মারকগুলির মধ্যে রয়েছে অযোধ্যার শ্রী রাম মন্দির এবং বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরের প্রতিলিপি এবং মডেল। আমাদের স্পোর্টস মেমোরাবিলিয়ার একটি গুরুত্বপূর্ণ বিভাগও রয়েছে।” 

    নিলামের অর্থ কোথায় যাবে সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “নরেন্দ্র মোদি হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি নমামি গঙ্গের মাধ্যমে গঙ্গা নদীকে দেশের জীবনরেখা সংরক্ষণের একটি মহৎ উদ্দেশ্যে তিনি তাঁর প্রাপ্ত সমস্ত উপহার নিলাম করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি সকলকে নিলামে উদারভাবে অংশগ্রহণ করার এবং মহৎ মিশনে অবদান রাখার জন্য অনুরোধ করছি।”

    আরও পড়ুন: ৭০ দশক পর চিতা ফিরল দেশে, ছাড়া হল কুনো জাতীয় উদ্যানে

    নিলামে ওঠা জিনিসের মূল্য শুরু ১০০ টাকা থেকে। আর সর্বোচ্চ দাম ১০ লক্ষ টাকা। যে কেউ এই নিলামে অংশ নিতে পারেন ৷ এবার অনেক ধরনের সামগ্রী রয়েছে নিলামের জন্য ৷ কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি হল রামমন্দির (Ram Mandir) ও কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath Temple) রেপ্লিকা ৷ এছাড়া রয়েছে কমনওয়েলথ গেমস-সহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের তরফে প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারও ৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bolpur Primary Teacher: নোংরা রাজনীতির বিরোধিতা করায় বদলি, বোলপুরের কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে শিক্ষিকা

    Bolpur Primary Teacher: নোংরা রাজনীতির বিরোধিতা করায় বদলি, বোলপুরের কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে শিক্ষিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: অনৈতিক কাজে বাধা দেওয়া৷ আর এই অপরাধেই অন্যায়ভাবে বদলি করা হল, বোলপুরের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে। এই অভিযোগে বোলপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হলেন প্রাথমিক শিক্ষিকা (Primary teacher complaints in Calcutta HC against councillor of Bolpur)।        

    শিক্ষিকা আদালতে দাবি করেছেন, বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে বিভিন্ন অনুষ্ঠানে বাধা দেওয়াতেই বদলি করা হচ্ছে তাঁকে ৷ অতীতে অনুষ্ঠানের পরে বিদ্যালয় নোংরা করার অভিযোগ উঠেছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে। পরে আর অনুষ্ঠানের অনুমতি দেন নি ওই শিক্ষিকা। আর তাতেই বদলির নির্দেশ বলে অভিযোগ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে বিচারাধীন রয়েছে মামলাটি। বিচারপতি শিক্ষিকার বক্তব্য শোনার পর নির্দেশ দেন, বীরভূমের হাসপাতালে নয়, শিক্ষিকার শারীরিক অবস্থার পরীক্ষা করতে হবে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরবর্তী শুনানি হবে ডিসেম্বরে ৷   

    আরও পড়ুন: বন্দরে আটক ২০০ কোটি টাকার হেরোইন আসছিল তৃণমূল নেতার জন্য? 
     
    জানা গিয়েছে,  ২০১৪ সালে ২১ জানুয়ারি নানুরের সাওতা কিরণশশী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে যোগদান করেন ঋতুপর্ণা ঘোষ । ২০১৫ সালে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ২০১৭ সালে বাড়ির কাছে বদলির জন্য আবেদন করেন। ২০১৮ সালে মঞ্জুর হয় সেই আবেদন। বোলপুরের রবীন্দ্র শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয় তাঁকে। ২০১৯ সালের ১ অক্টোবর টিচার-ইন-চার্জ হিসাবে ওই বিদ্যালয়ে যোগ দেন তিনি। ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি তিনি ফের বোলপুরের যাদবপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে অস্থায়ী প্রাথমিক শিক্ষক হিসাবে বদলির নোটিস পান। শিক্ষিকার দাবি এই স্কুলটি তাঁর বাড়ি থেকে অনেক দূরে। ১৯ এপ্রিল থেকে তাঁর বেতনও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষিকা। 

    আরও পড়ুন: গরুপাচার মামলায় বীরভূমের চার ব্যাংক আধিকারিককে তলব সিবিআইয়ের

    এর আগেও শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির শিকার হতে হয়েছে বহু শিক্ষককে। স্কুল থেকে কলেজ রাজনীতির গ্রাস থেকে বাদ যাননি কেউই। রাজ্যের শাসক দলের অন্যতম দুর্গ বীরভূম। শাসক দলের নেতাদের দাদাগিরির খবর বার বার সামনে এসেছে। প্রাথমিক শিক্ষিকার অভিযোগে আরও একবার প্রমাণিত হল সেই একই কথা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Modi SCO Summit: “১০০-র বেশি ইউনিকর্ন এবং ৭০ হাজারের বেশি স্টার্ট-আপ রয়েছে ভারতে”, এসসিও সম্মেলনে বললেন মোদি

    Modi SCO Summit: “১০০-র বেশি ইউনিকর্ন এবং ৭০ হাজারের বেশি স্টার্ট-আপ রয়েছে ভারতে”, এসসিও সম্মেলনে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সম্মেলনে (Shanghai Cooperation Organization) অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার সম্মেলনে অংশ নিয়ে মোদি বলেন, ভারতকে এক বিরাট উৎপাদন হাবে পরিণত করতে চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমরা মানব-কেন্দ্রিক উন্নয়ন মডেলের উপর নজর দিচ্ছি। প্রত্যেক সেক্টরে উদ্ভাবনের উপর জোর দিচ্ছি। ১০০-র বেশি ইউনিকর্ন এবং ৭০ হাজারের বেশি স্টার্ট-আপ রয়েছে ভারতে।”  

     

    আরও পড়ুন: সন্ত্রাসবাদ থেকে জলবায়ু, আজ এসসিও বৈঠকে আলোচ্য সূচি কোন কোন বিষয়?

    রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চিনের রাষ্ট্রপতির সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকেই ইরান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠক সারবেন। 

     

    আরও পড়ুন: আজাদকে প্রাণনাশের হুমকি জঙ্গিগোষ্ঠীর, ‘রাজনৈতিক গিরগিটি’ বলে কটাক্ষ 

    নরেন্দ্র মোদি কী বললেন সম্মেলনে? 

    • কোভিড-১৯ অতিমারির ধাক্কা কাটিয়ে উঠছে বিশ্ব। কোভিড এবং ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বের সরবরাহ শৃঙ্খল ব্যহত হয়েছে। আমরা চাই ভারতকে উৎপাদন হাবে পরিণত করতে। সব সেক্টরে উদ্ভাবনীকে আমরা সাহায্য করি।  
    • আজ আমাদের দেশে ৭০ হাজারের বেশি স্টার্ট আপ এবং ১০০ ইউনিকর্ন রয়েছে। আমরা জনকেন্দ্রিক উন্নয়ন মডেলে জোর দিয়েছি।
    • এ বছর ভারতের অর্থনীতির বার্ষিক বৃদ্ধির হার হতে পারে ৭.৫ শতাংশ। পৃথিবীর বৃহৎ অর্থনীতিদের মধ্য়ে ভারতের অর্থনীতি সবথেকে দ্রুত বাড়ছে। এতে আমি গর্বিত।
    • মেডিক্যাল এবং ওয়েলনেস পর্যটনের জন্য ভারত বিশ্বের মধ্যে সবথেকে লাভজনক দেশ। ট্রাডিশনাল মেডিসিনের জন্য এসসিও দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার।
    • সমরখন্দের এসসিও সম্মেলন কোভিড পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষত কোভিড পরবর্তী সময়ে অর্থনীতির পুনরুদ্ধার এবং সরবরাহ শৃঙ্খলকে জোরদার করতে সাহায্য করবে। আমরা আশা করি এসসিও দেশগুলি একে অপরের প্রতি বিশ্বস্ততা বজায় রাখবে। এবং একে অপরকে সাহায্য করবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Sooji: নিয়মিত খেলে ভাল থাকবে হৃদযন্ত্র, সুজির আর কী কী গুণ জানেন?

    Sooji: নিয়মিত খেলে ভাল থাকবে হৃদযন্ত্র, সুজির আর কী কী গুণ জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু সুজি (Sooji)। ভারতের প্রায় প্রতিটি রান্নাঘরেই দেখা মেলে এই খাবারের। সুজি ওজন এবং ডায়াবেটিস (Diabates) নিয়ন্ত্রণে রাখে।  পাচনতন্ত্র ও হার্টের জন্যও সুজি উপকারী। তাই খাদ্যতালিকায় অবশ্যই রাখা উচিত সুজি। ন্যাশানাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুজিতে ক্যলোরি, ফাইবার, কার্বোহাইড্রেট সহ নানা গুরুত্বপূর্ণ উপাদান থাকে। ৬০ গ্রাম সুজিতে ১৯৮ ক্যালোরি থাকে। থাকে ৪০ গ্রাম কার্বোহাইড্রেট, ৭ গ্রাম প্রোটিন সহ আয়রন, ম্যাঙ্গানিজের মতো প্রয়োজনীয় উপাদানও। 

    আরও পড়ুন: জানুন ডেঙ্গির লক্ষণ, প্রতিকারের উপায়ই বা কী?

    সুজির পুষ্টিগুণ

    রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে: ডায়াবেটিস রোগীদের জন্য সুজি হল আদর্শ খাদ্য। সুজিতে রয়েছে ম্যাগনেসিয়াম (Magnesium) এবং ফাইবার যা শরীরে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। সহজে হজম হয়ে যাওয়ায় শরীরে কোনও ক্ষতি করে না।

    হার্টের স্বাস্থ্য ভাল রাখে: সুজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হৃদরোগের আশঙ্কা কমায়। কোলেস্টেরল (Cholesterol) ও রক্তচাপ কমিয়ে হার্টের সুস্থতা বজায় রাখে সুজি। পাব মেড সেন্ট্রাল প্রকাশিত তথ্য অনুযায়ী, নিয়মিত সুজি খেলে হৃদরোগের সমস্যা কমে যায়।

    হজমে সাহায্য করে: ফাইবার (Fibre) সমৃদ্ধ সুজি হজম প্রক্রিয়ার ভারসাম্য বজায় রাখে। ন্যশানাল লাইব্রেরি অব মেডিসিনের মতে, পাচনতন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটিরিয়া বৃদ্ধির কাজে সাহায্য করে।কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের পাশাপাশি রক্তে পুষ্টির শোষক হিসেবেও ভাল কাজ করে। সমীক্ষায় জানা গিয়েছে, দু সপ্তাহ ধরে প্রতিদিন সুজি খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাগুলি কমে। 

    ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে: ওজন নিয়ন্ত্রণের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় সুজি অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। পুষ্টিগুণ সমৃদ্ধ সুজি থালামিন, ফোলেট এবং ভিটামিন বি-র ভালো উৎস। সুজিতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে। ওজন কমানোর ডায়েটে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে।

    কিডনির স্বাস্থ্য ভালো রাখে: সুজিতে থাকা পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। শরীরের অতিরিক্ত ক্ষারকে শরীর থেকে নির্গত করে কিডনিকে সুস্থ রাখে। পটাসিয়াম যুক্ত খাবার কিডনিকে সুস্থ রাখে।

    হাড় মজবুত করে: সুজিতে থাকা পটাসিয়াম হাড়কে মজবুত করে। এছাড়াও ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফসফরাসের (Phosphorus) মতো উপাদানগুলি পেশীকে শক্তিশালী করতে সহায়তা করে।

    রক্তাল্পতা কমায়: সুজিতে থাকা আয়রন শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এর ফলে রক্তশূন্যতা, ক্লান্তি, ডিহাইড্রেশনের মতো সমস্যাগুলির সমাধান হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share