Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Gold Recovery: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভোররাতে গাড়ি থেকে  উদ্ধার ১১ কেজি সোনা, কোথায় যাচ্ছিল?

    Gold Recovery: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভোররাতে গাড়ি থেকে উদ্ধার ১১ কেজি সোনা, কোথায় যাচ্ছিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোররাতে সোনাপ্রাপ্তি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে (Belghoria Expressway) থেকে উদ্ধার ১১ কেজি সোনা (11 kg Gold)। সোনার দাম প্রায় ৬ কোটি টাকা। একটি মারুতি অল্টো করে নিয়ে যাওয়া হচ্ছিল ওই সোনা। শুক্রবার ভোর চারটে নাগাদ ওই গাড়িকে আটকায় পুলিশ। চলে তল্লাশি। আর তাতেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ সোনা। ঘটনায় গাড়ির চালক- সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোথা থেকে আনা হচ্ছিল এই সোনা, কোথায়-ই বা নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।  

    আরও পড়ুন: এসএসসিতে ভুয়ো নিয়োগ কত? ১৩ হাজারের নামের তালিকা পর্ষদের!

    জানা গিয়েছে, পুলিশের কাছে আগেই এই সোনাপাচারের খবর ছিল। তাই ওই এলাকার পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল। শুক্রবার রাত থেকেই ওই এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। ব্যারাকপুরের কাছে রাস্তার উপর একটি গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার করা হয় ১১ কেজি সোনা। পুলিশ জানিয়েছে মারুতি গাড়ির ভিতর একটি ব্যাগে ওই সোনার বাটগুলি রাখা ছিল। 

    পুলিশের প্রাথমিক অনুমান মেদিনীপুরের দিকে যাচ্ছিল ওই গাড়ি। গাড়িটি এই রাজ্যের বলেই নিশ্চিত করেছে পুলিশ। কারণ গাড়ির নম্বর প্লেটটই পশ্চিমবঙ্গের। পুলিশের আধিকারিক অজয় জানিয়েছেন, বেআইনি ভাবে পাচার করা হচ্ছিল ওই সোনা। গাড়ির ভিতর চালক-সহ যে চারজন ছিল তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সুরজিত মুখোপাধ্যায়, রাজারাম পাওয়ার, ময়ুর মনোহর পাতিল এবং গনেশ চৌহান। তাঁরা কোথা থেকে ওই সোনা এনেছিলেন, কার নির্দেশে এই কাজ করছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে চার জনকেই। শুক্রবারই এই চারজনকে আদালতে পেশ করা হবে। আদালতে ১৪ দিনের হেফাজতের আবেদন জানাবে পুলিশ। 

    আরও পড়ুন: পুর-ভোটে অর্পিতাকে প্রার্থী করতে মরিয়া ছিলেন পার্থ? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

    পুলিশ সূত্রে খবর, এক্সপ্রেসওয়ের ধারে যেখানে ময়লা ফেলা হয় সেখানে দাঁড়িয়েছিল গাড়িটি। সন্দেহ হওয়ায় তল্লাশি চালায় পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কোথায় গাড়িটি যাচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। যারা গ্রেফতার হয়েছেন, তাঁরা কাছাকাছি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Manik Bhattacharya: রাত ৮টার মধ্যে মানিককে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের, আজই কি গ্রেফতার?

    Manik Bhattacharya: রাত ৮টার মধ্যে মানিককে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের, আজই কি গ্রেফতার?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) আজই সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি ওএমআর শিট মামলায় (OMR Sheet Case) সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেন। তিনি সিবিআইকে নির্দেশ দিয়ে বলেন, অপসারিত চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে হবে। মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে যেতে বলা হয়েছে মানিক ভট্টাচার্যকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ দেন, পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তদন্তে সাহায্য না করলে সিবিআই তাঁকে হেফাজতে নিতে পারে। 

    আরও পড়ুন: ‘মানিক ইজ টেকিং মানি…’, অভিযোগ পেয়েও চেপে গিয়েছিলেন পার্থ! দাবি ইডির    

    প্রাথমিক টেট মামলায় সময়ের আগেই কেন ওএমআর শিট নষ্ট করা হল, সেই প্রশ্ন উঠেছে। সদুত্তর দিতে পারেননি তৎকালীন চেয়্যারম্যান মানিক ভট্টাচার্য। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এ দিন মানিককে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সহযোগিতা না করলে, প্রয়োজনে মানিককে সিবিআই গ্রেফতারও করতে পারে বলে অনুমতি দিয়েছে কলকাতা উচ্চ আদালত।  

    ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট নষ্ট করায় অ্যাড হক কমিটির কী ভূমিকা ছিল, তা জানতেই মানিক ভট্টাচার্যকে জেরা করবে সিবিআই। একইসঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে চায় মানিক ভট্টাচার্যকে কেন ওই পদে নিয়োগ করা হয়েছিল, কী ভাবে তাঁকে বাছাই করা হয়েছিল। 

    আরও পড়ুন: ‘মানিক ইজ টেকিং মানি…’, অভিযোগ পেয়েও চেপে গিয়েছিলেন পার্থ! দাবি ইডির

    প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলা আদালতে ওঠার পরেই চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছিল মানিককে। তদন্তের স্বার্থে বিধায়ক এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির খতিয়ান হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মানিকবাবু। কিন্তু ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে।   

    এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ১ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে সেই রিপোর্ট। বিচারপতি এ দিন মন্তব্য করেন, “সিবিআই আইন অনুযায়ী পদক্ষেপ করবে এটা শুধু আদালতই চায় না, নাগরিক সমাজও তাদের ওপরে ভরসা রাখবে বলে আশা করি।” 

    ইডি (Enforcement Directorate) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তের যে চার্জশিট আদালতে পেশ করেছে, তাতে মানিক ভট্টাচার্যের নাম ছিল। গত বুধবার ইডি দফতরে তলব করা হয়েছিল মানিকবাবুকে। প্রায় ৬ ঘণ্টার জেরা চলে। তবে মানিক ভট্টাচার্যের উত্তরে খুব একটা সন্তুষ্ট হননি গোয়েন্দারা। আর আজ মানিকবাবুকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে নির্দেশ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Joe Biden on Taiwan: তৃতীয় বিশ্বযুদ্ধের ভ্রুকুটি! চিন হামলা করলে তাইওয়ানের হয়ে লড়বে মার্কিন ফৌজ, হুঁশিয়ারি বাইডেনের

    Joe Biden on Taiwan: তৃতীয় বিশ্বযুদ্ধের ভ্রুকুটি! চিন হামলা করলে তাইওয়ানের হয়ে লড়বে মার্কিন ফৌজ, হুঁশিয়ারি বাইডেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে বিশ্বের দুই শক্তিধর দেশ চিন (China) এবং আমেরিকার (USA)। আর এর মাঝেই চিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (US President Joe Biden)। বাইডেন বলেন, “চিন তাইওয়ান আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে (Taiwan) রক্ষা করবে।” চিন বহুদিন ধরেই তাইওয়ানের ওপর নিজের অধিকার দাবি করে আসছে। এই বিষয়ে রবিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, “যদি তাইওয়ানের ওপর অপ্রত্যাশিত কোনো হামলা আসে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে।” সত্যিই কী বিশ্বের দুই শক্তিধর দেশ এবার সম্মুখ সমরে? এটাই কী তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস? এখন এই চিন্তাই ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে। যদিও এই সাক্ষাৎকার সম্প্রচারিত হওয়ার পরই হোয়াইট হাউজ জানায়, তাইওয়ান নিয়ে মার্কিন নীতিতে কোনও পরিবর্তন হয়নি।

    আরও পড়ুন: এবার আস্তিন গুটিয়ে চিনের পাল্টা মহড়ায় নামল তাইওয়ানও

    চিনের পূর্ব উপকূলে অবস্থিত স্বশাসিত দ্বীপ তাইওয়ান। বহুদিন ধরেই দ্বীপরাষ্ট্রটিকে নিজের অংশ বলে দাবি করে আসছে জিংপিং- এর দেশ। ওয়াশিংটন এই ইস্যুতে বরাবরই কূটনৈতিক অবস্থান নিয়েছে। এ বিষয়ে এর আগে সরাসরি ঢুকতে চায়নি যুক্তরাষ্ট্র। দ্বীপদেশটির সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুসারে ওয়াশিংটন তাইওয়ানে অস্ত্র বিক্রি করে। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা খাতে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে সম্মত হয়েছে। আমেরিকা চায় তাইওয়ানের সমস্যাটির শান্তিপূর্ণভাবে সমাধান হোক।  

    সম্প্রতি, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সহ বেশ কয়েকজন আধিকারিক তাইওয়ান সফর করেন। এর পরেই মার্কিন-চিন সম্পর্কে আরও অবনতি হয়েছে। মার্কিন প্রতিনিধিদের তাইওয়ান থেকে ফিরে যাওয়ার পরেই সামরিক অনুশীলন শুরু করে চিন।

    আরও পড়ুন: তাইওয়ানের ক্ষেপণাস্ত্র নির্মাণকারী সংস্থার শীর্ষ আধিকারিকের মৃত্যু, রহস্য  

    সম্প্রতি তাইওয়ানের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি বিল মার্কিন সেনেটে পাশ হয়েছে। এই বিল অনুমোদন পাওয়ার পরেই চিন অসন্তোষ প্রকাশ করেছে। চিনের বিদেশ মন্ত্রক আমেরিকার বিরুদ্ধে বিবৃতি জারি করে বলে, ‘এক চিন নীতি’- র অবমাননা করেছে আমেরিকা। চিনের আভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। 

    এই মুহূর্তে চিনের শি জিনপিংয়ের সরকার সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং আশেপাশের এলাকায় ফাইটার প্লেন উড়িয়ে তাইওয়ানকে ভয় দেখানোর চেষ্টা করছে। আর এর মাঝেই তাইওয়ানের পাশে থাকার আশ্বাস দিলেন বাইডেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mahalaya 2022: মহালয়া শুভ না অশুভ? জানুন এই বিশেষ অমাবস্যা তিথির তাৎপর্য

    Mahalaya 2022: মহালয়া শুভ না অশুভ? জানুন এই বিশেষ অমাবস্যা তিথির তাৎপর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মহালয়া (Mahalaya 2022) মানেই বাঙালির কাছে নস্ট্যালজিয়া। রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী দিয়ে শুরু হয় সকাল। মহালয়ার (Mahalaya) দিন পিতৃপক্ষের অবসান হয়ে, দেবীপক্ষের সূচনা হয়। এদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই মহালয়া গুরুত্ব হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মহালয়া শুভ না অশুভ, এনিয়ে বিস্তর মতভেদ রয়েছে। একাংশের মতে, মহান কিংবা মহত্বের আলয় থেকেই এই শব্দের উৎপত্তি। সনাতন ধর্মে বলা হয়, এই দিনে পরলোক থেকে মর্ত্যে আত্মাদের যে সমাবেশ হয় তাকেই মহালয়া বলা হয়। আসুন জেনে নেওয়া যাক এর আসল ব্যাখ্যা।

    আরও পড়ুন: মেয়েরাও কি করতে পারে তর্পণ? কী বলছে শাস্ত্র?    

    পুরাণ মতে, ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনও নারীশক্তির কাছে তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারীশক্তির সৃষ্টি করেন। তিনিই মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এজন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়।  

    মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে। এদিনই দেবীর দুর্গার চক্ষুদান হয়। মহালয়া শব্দটির অর্থ, মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন, সেই মহান আলয়। মহালয়ার শুভ, অশুভ দুই হওয়ার পেছেনেই ব্যাখ্যা রয়েছে।

    মহালয়া শুভ কেন?

    অনেকেই মনে করেন, এদিন থেকেই দেবীপক্ষের সূচনা, অশুভ শক্তির বিনাশ হয়, তাই মহালয়া শুভ। দুর্গাপুজোর সূচনা হয় এই দিন। এছাড়াও হিন্দু ধর্মের যে কোনও শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয়। এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ মিলন। তাই এই দিন কোনওভাবেই অশুভ হতে পারে না।   

    মহালয়া অশুভ কেন? 

    আবার অনেকে মনে করেন, মহালয়ার দিন  পিতৃ পুরুষদের উদ্দেশ্যে জলদান করার রীতি রয়েছে। পিতৃপুরুষদের স্মরণ করার দিনকে অনেকেই শোক পালনের দিন হিসেবে পালন করে থাকেন। তাই মহালয়াকে তারা শুভ মানতে নারাজ। মহালয়া শুভ না অশুভ এই দ্বন্দ্ব চলতেই থাকবে। তব এই দিনটি দিয়েই শুরু হয় দুর্গা পুজো, বাঙালির মিলন উৎসব।

    দেখে নিন মহালয়ার সময়সূচী

    • মহালয়া ২০২২ অমাবস্যা তিথি 

              ২৪ সেপ্টেম্বর (৭ আশ্বিন), শনিবার, রাত ২/৫৫/৩৯ মিনিট অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং ২৫ সেপ্টেম্বর (৮ আশ্বিন), রবিবার রাত ৩/২৪/১৭ মিনিট পর্যন্ত থাকছে।  

    • মহালয়া ২০২২ অমৃতযোগ 

              দিবা ঘ ৬। ২৩ গতে ৮।৪১ মধ্যে ও ১১।৪৫ গতে ২।৫০ মধ্যে এবং রাত্রি ঘ ৭।৩৮ গতে ৯।১৮ মধ্যে ও ১১।৫৭ গতে ১।২৭ মধ্যে ও ২।১৭ গতে ৫।৩০ মধ্যে। 

    • মহালয়া ২০২২ মাহেন্দ্রযোগ 

              দিবা ঘ ৩।৩৬ গতে ৪।২২মধ্যে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Child Porn: অপারেশন মেঘচক্র, শিশু পর্নোগ্রাফি রুখতে দেশজুড়ে অভিযান সিবিআই- এর

    Child Porn: অপারেশন মেঘচক্র, শিশু পর্নোগ্রাফি রুখতে দেশজুড়ে অভিযান সিবিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: শিশু পর্নোগ্রাফি (Child Porn) রুখতে দেশজুড়ে অপারেশন চালাচ্ছে সিবিআই (CBI)। সিবিআই- এর এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মেঘচক্র’ (Operation Meghchakra)। ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফির দৌরাত্ম্য রুখতেই এই অভিযান। শনিবার দেশের মোট ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৬টি জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    আরও পড়ুন: এবার থেকে হোয়াটসঅ্যাপ কলেও গুণতে হবে টাকা? খসড়া টেলিকম বিলে প্রস্তাব  

    জানা গিয়েছে, অনলাইনে শিশু পর্নগ্রাফি ছড়ানোর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এই হানা। গত কয়েক সপ্তাহ ধরে সাইবার নজরদারি চালিয়ে একাধিক মোবাইল নম্বরে শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করা এবং ছড়ানোর তথ্য সংগ্রহ করেন সিবিআই গোয়েন্দারা। বিভিন্ন কম্পিউটারে শিশু পর্নোগ্রাফি লেনদেন সংক্রান্ত তথ্যও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তারই ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।  

    আরও পড়ুন: ভারতের উন্নয়নে বাধা দিচ্ছেন শহুরে নকশালরা, বললেন মোদি

    ইন্টারনেটে বাড়তে থাকা শিশু পর্নোগ্রাফির রমরমা রুখতে ২০১৯ সালে বিশেষ সেল গঠন করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ‘শিশু যৌন নিগ্রহ এবং যৌন শোষণ বিরোধী’ এই সেলের কাজ হল ইন্টারনেটে নজরদারি করে শিশু পর্নগ্রাফি ছড়ানোর ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী শাস্তি দেওয়া। কিন্তু ধারাবাহিক নজরদারি সত্ত্বেও শিশু পর্নোগ্রাফি-চক্রকে আটকানো যাচ্ছে না। সম্প্রতি‘জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন’ (NCPCR) ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফির রমরমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।    

    কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, স্যোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের পর্নোগ্রাফিদের সঙ্গে যুক্ত করা হচ্ছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের যুক্ত করা হচ্ছে পর্নোগ্রাফিতে। প্রথমে তাদের দিয়ে ফুটেজ তুলিয়ে নেওয়া হয়। তারপর তাকে ব্যবহার করে একদিকে চলে যৌন উত্তেজন ভিডিও তৈরি করা হয়। সেইসঙ্গে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলও করা হয় ওই কিশোর-কিশোরীদের। সাম্প্রতিক সময়ে পর্নোগ্রাফি রুখতে এটাকেই সবচেয়ে বড় অভিযান বলছে সিবিাই। ইন্টারপোলের সিঙ্গাপুরের আধিকারিকদের কাছে তথ্য পেয়ে এই অভিযানে নামে সিবিাই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

      

  • Tamil Nadu: তামিলনাড়ুতে বিজেপি-আরএসএস কর্মীদের ওপর পেট্রল বোমা হামলার ঘটনায় গ্রেফতার ১১

    Tamil Nadu: তামিলনাড়ুতে বিজেপি-আরএসএস কর্মীদের ওপর পেট্রল বোমা হামলার ঘটনায় গ্রেফতার ১১

    মাধ্যম নিউজ ডেস্ক: তামিলনাড়ুতে (Tamil Nadu) বিজেপি-আরএসএস কর্মীদের (BJP) আক্রমণের ঘটনায় রবিবার ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। এর মধ্যে ৫ জন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) কর্মী। শনিবার আরএসএস (RSS) আধিকারিকের বাড়িতে পেট্রল বোমা (Petrol Bomb) হামলার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা ৭ঃ৩৮ মিনিট নাগাদ অনুপ্পনদী হাউসিং বোর্ড এলাকায় এমএস কৃষ্ণানের বাড়িতে হামলা হয়। পুরো ঘটনা একটি সিসিটিভি ক্যমেরায় ধরা পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি বাইকে চেপে দুই ব্যক্তি আসে। মুহুর্তের মধ্যে পরপর তিনটি পেট্রল বোমা ছুঁড়ে দিয়েই পালিয়ে যায় তারা। এছাড়াও শনিবার ভোরে চেন্নাইয়ের কাছে টাম্বারামে চিটলাপাক্কামে আরএসএস কর্মী সীথারামনের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা।  

    আরও পড়ুন: পিএফআই সদস্যদের মুখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! কড়া পদক্ষেপ সরকারের

    সীথারামন বলেন, “ভোর চারটে নাগাদ আমরা বিকট শব্দ শুনতে পাই এবং বাইরে আগুন দেখতে পাই। আমরা শর্ট সার্কিট ভেবেছিলাম কিন্তু তা হয়নি। আমরা আ গুন নেভাই এবং পুলিশকে ফোন করি। তারা অভিযুক্তদের ফুটেজ পেয়েছে।”  

    আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযানে ‘অশান্তি’, সিবিআই তদন্তের দাবি অনুসন্ধান কমিটির রিপোর্টে

    অপর আক্রান্ত কৃষ্ণান বলেন, “আমি বিগত ৪৫ বছর ধরে আরএসএস-র সঙ্গে যুক্ত আছি। শনিবার সন্ধ্যায় বাড়িতে পুজো ছিল। প্রায় ৬৫ জন লোক সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমার জীবনের উপর ঝুঁকি ছিল। ২০১৪ সালে আমাকে পুলিশি  সুরক্ষা দেওয়া হয়। ২০২১ সালে আবার এই সুরক্ষা প্রত্যাহারও করে নেওয়া হয়। আমার মতো আরও ২০ জন আরএসএস কর্মীর উপর এমন হামলা হয়েছে।” 

     



     
    এই ঘটনায় এসডিপিআই- এর জেলা সভাপতি এন সায়েদ আলী, ওয়ার্ড সভাপতি কে খাদির হুসেন- সহ মোট পাঁচ জন এসডিপিআই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে ২২ সেপ্টেম্বর বিজেপি কর্মীর দোকানে হামলা চালানোর অভিযোগে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে দোকানেও পেট্রল বোমা নিক্ষেপ করে হামলাকারীরা। 

    এর আগে বুধবার গভীর রাত একটা থেকে দেড়টা নাগাদ বিজেপি দফতরে পেট্রল বোমা নিক্ষেপ করে এক দুষ্কৃতী। বিজেপি নেতা কারাতে থ্যাগারাজন জানিয়েছেন, “রাত ১.৩০ মিনিট নাগাদ আমাদের কার্যালয়ে পেট্রল বোমা হামলা চালানো হয়। ১৫ বছর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল। আমরা এই ঘটনার জন্য তামিলনাড়ু সরকারের নিন্দা করছি। আমরা পুলিশকেও জানিয়েছি। বিজেপি ক্যাডাররা এই ধরনের জিনিসে ভয় পায় না।” 

    দলীয় কার্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তদন্তের দাবি জানিয়েছেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। তিনি বলেছেন, “আমরা এই ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) তদন্ত দাবি করছি। দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আমাদের রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এনআইএ এই ঘটনার একমাত্র সমাধান যেখানে সত্য এবং ষড়যন্ত্র বেরিয়ে আসবে।”

    এই ঘটনায় প্রমাণের ভিত্তিতে পাঁচটি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মনে করা হচ্ছে এই ঘটনায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) যোগ থাকতে পারে।  ইতিমধ্যেই সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে পিএফআই – এর শতাধিক নেতাকে গ্রেফতার করেছে সিআইডি (CID)।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Indian Army: ঔপনিবেশক অতীত ঝেড়ে ফেলার পথে ভারতীয় সেনা?

    Indian Army: ঔপনিবেশক অতীত ঝেড়ে ফেলার পথে ভারতীয় সেনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঔপনিবেশ অতীতকে (Colonial Past) মুছে ফেলতে চাইছে ভারতীয় সেনা (Indian Army)। পোশাক, অনুষ্ঠান, রেজিমেন্টের নাম এবং ভবনগুলির নাম প্রাক স্বাধীনতার সংস্কতিকে বদলে ফেলতে তৎপর সেনাবাহিনী। বুধবার হওয়া একটি অভ্যন্তরীণ বৈঠকে, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল প্রচলিত রীতিনীতি, পুরানো অনুশীলনগুলি পর্যালোচনা করেন। এই বিষয়ক একটি প্রস্তাব পত্র ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। আর তাতে সেনার এই সিদ্ধন্তের সমালোচনায় সরব হয়েছেন বেশ কিছু বর্ষীয়ান অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক।    

    আরও পড়ুন: জ্ঞানবাপী, হিজাব বিতর্কের আবহেই মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক আরএসএস প্রধানের

    সেনা সূত্র জানা গিয়েছে, প্রস্তাব পত্রের অর্থ এই নয় যে সমস্ত পরামর্শ কার্যকর করা হবে। কোনও পরিবর্তন কার্যকর করার আগে বিষয়টি নিয়ে আলোচনা হবে। প্রস্তাব পত্রে বলা হয়েছে “প্রাচীন এবং অকার্যকর অনুশীলনগুলিকে বদলানোর সময় এসেছে।” জানা গিয়েছে, সেনাবাহিনীর পোশাক নিয়েও পর্যালোচনা করা হয়েছে। কাঁধের পাশের কর্ড থাকবে কি না সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।   
     
    সেনা ইউনিটগুলির নামেও আসতে পারে বদল। শিখ, গোর্খা, জাট, পাঞ্জাব, ডোগরা, রাজপুত এবং আসামের মতো রেজিমেন্টগুলির নাম দিয়েছিল ব্রিটিশ সরকার।

    আরও পড়ুন: সাইরাস-কাণ্ডের জের! বাধ্যতামূলক হতে চলেছে গাড়ির পিছনের সিটবেল্ট অ্যালার্মও?
     
    গত বছর কম্বাইন্ড কমান্ডার কনফারেন্সে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীর রীতিনীতিতে স্বদেশীকরণের উপর জোর দিয়েছিলেন। যেসব রীতি অপ্রাসঙ্গিক তা বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। 

    স্যার ক্লড অচিনলেক এবং হার্বার্ট কিচেনারের মতো ব্রিটিশ কমান্ডারদের নাম অনুসারে ভবন, রাস্তা এবং পার্কের নাম রয়েছে। বদল আসতে পারে সেই নামেও। বিদেশী সেনাবাহিনীর সঙ্গে সেনা ইউনিটের অনুমোদনের বিষয়টিকেও পর্যালোচনা করা হয়েছে। থিয়েটার সম্মান এবং ব্যাটেল সম্মান নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের অনুদান, অনারারি কমিশনের অনুদান, বিটিং দ্য রিট্রিটের মতো অনুষ্ঠান এবং রেজিমেন্টের প্রধান ‘কর্নেল’ পদ নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। 

  • Modi in Japan: ‘বন্ধু’ শিনজোকে শেষ বিদায় জানালেন মোদি, কেমন ছিল দুই রাষ্ট্রনেতার সম্পর্ক?

    Modi in Japan: ‘বন্ধু’ শিনজোকে শেষ বিদায় জানালেন মোদি, কেমন ছিল দুই রাষ্ট্রনেতার সম্পর্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Shinzo Abe) শেষকৃত্যে যোগ দিতে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজই টোকিয়ো পৌঁছলেন মোদি। চলতি বছরের জুলাই মাসে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর হামলা চালায় এক আততায়ী। সেই হামলার জেরেই মৃত্যু হয় আবের। আজ, মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় টোকিয়োর নিপ্পন বুদোকান ইন্ডোর এরিনায় আবের শেষকৃত্যের অনুষ্ঠান পালিত হচ্ছে। সেখানে বন্ধু শিনজোকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। 

    আরও পড়ুন: খুনের লক্ষ্যেই বন্দুক বানানো! অকপট স্বীকারোক্তি আবের আততায়ীর 

    মোদি-আবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা সবারই জানা। জাপানের (Japan) সঙ্গে ভারতের ‘কৌশলগত বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের অন্যতম স্থপতি ছিলেন শিনজো আবে। বলা হয়, এই দুই রাষ্ট্রনেতার প্রচেষ্টার ফলেই প্যাসিফিকে চিনা আগ্রাসনের বিরুদ্ধে একটি সবল অবস্থান তৈরি হয়েছে। ২০১৫ সালে শিনজোকে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে নিয়ে আসেন মোদি। সেখানে দুই রাষ্ট্রপ্রধান পাশাপাশি বসে গঙ্গারতি দেখেন। দু’ বছর পর, ২০১৭ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আমদাবাদ যান। সেখানে ভারতের প্রথম বুলেট ট্রেনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আবে। ২০১৮ সালে জাপান সফরে গিয়েছিলেন মোদি। সেখানে নিজের একটি বাড়িতে মোদিকে রেখেছিলেন শিনজো। ২০২১ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানিত করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। 

    আরও পড়ুন: জীবন-মৃত্যুর লড়াই শেষ! নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

    এবারের জাপান সফরে মোদি শিনজোর স্ত্রী আকি আবের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। তবে এ বারের সফরে কোনও দ্বিপাক্ষিক বৈঠক করবেন না প্রধানমন্ত্রী। কারণ শিনজোর অনুষ্ঠানে অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা এলেও সেখানে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন হচ্ছে না। তবে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি।   

    দ্বিপাক্ষিক বৈঠকে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত-জাপান সামগ্রিক সম্পর্কের উপর কিছু জরুরি আলোচনা করবেন দুই নেতা। এই সম্পর্কের বর্তমান পরিস্থিতি, অভিমুখ ও ভবিষ্যৎ কী, আলোচনা হবে তা নিয়েও। চলতি বছরে এই নিয়ে তিন বার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মোদি। মার্চ মাসে ফুমিও কিশিদা দিল্লি এসেছিলেন। তার পরে কোয়াড বৈঠকে যোগ দিতে জাপানে যান মোদি। সেখানে তাঁদের আলাদা বৈঠক হয়। ফের বৈঠক করবেন দুই রাষ্ট্রনেতা।     

    আবের শেষকৃত্যের অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী-সহ ২০ দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত থাকবেন। তা ছাড়া, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, রুশ প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত, চিনের রাজনীতি বিষয়ক পরামর্শদাতা কমিটির ভাইস চেয়ারপার্সন-সহ থাকবেন প্রায় ১০০ দেশের শীর্ষ আধিকারিকরা। শেষকৃত্য অংশগ্রহণ করবেন প্রায় ৬ হাজার আমন্ত্রিত। খরচ হবে অন্তত ১.২ কোটি মার্কিন ডলার।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Forecast: বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে বাংলায়?

    Weather Forecast: বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, কতটা প্রভাব পড়বে বাংলায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর কয়েকদিনের অপেক্ষা। কিছুদিন পরেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবী পক্ষের। বাতাসে আদ্রতা বেশি থাকলেও পুজোর শরতের আকাশ মাঝে মাঝেই মন ভালো করে দিচ্ছে। যদিও নিম্নচাপের জেরে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। আজ মহানগরে (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।  

    সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: একে অপরকে দিচ্ছেন দোষ, নিজামে পার্থ-সুবীরেশদের একসঙ্গে বসিয়ে জেরা করতে পারে সিবিআই

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ (Depression) খুব বেশি প্রভাব পড়বে না বাংলায়। তবে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস,আজ থেকে বদলে যাবে আবহাওয়া। দু-এক পশলা করে বৃষ্টি চলতে থাকবে। আগামি ৩-৪ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। পুজোর আগে এই খবরে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। অনেকেই মনে করছেন, শেষ মুহূর্তে পুজোর কেনাকাটায় প্রভাব পড়বে। 

    আবহাওয়া দফতর (Meterological Department) জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ওড়িশা উপকূল অভিমুখী। ঝাড়খণ্ডের রাঁচি, বাংলার দক্ষিণাঞ্চল এবং ওড়িশার বালাসোরে নিম্নচাপ প্রভাব বিস্তার করবে।নিম্নচাপ পশ্চিমে সরলে বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে। 

    আরও পড়ুন: আইন সংশোধনের আর্জি! নির্বাচনে কালো টাকার রমরমা রুখতে সুপারিশ কমিশনের

    আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরও পশ্চিমে সরলে বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের কিছুটা অংশে ও পশ্চিম বর্ধমানে। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের কারণে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Shahrukh Khan: “একদিন ছুটি নিয়ে জন্মদিন উপভোগ করুন”, শুভেচ্ছা জানিয়ে মোদিকে অনুরোধ শাহরুখের 

    Shahrukh Khan: “একদিন ছুটি নিয়ে জন্মদিন উপভোগ করুন”, শুভেচ্ছা জানিয়ে মোদিকে অনুরোধ শাহরুখের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছায় ভরে গিয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। গোটা বিশ্ব থেকে শুভেচ্ছা পেয়েছেন তিনি। বাদ যাননি বলিউড তারকারাও। শুভেচ্ছা জানিয়েছেন বলিপাড়ার বাদশা।  

    শনিবার সুপারস্টার শাহরুখ খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Shahrukh Khan wishes Narendra Modi) সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটে বাদশা খান লেখেন, “আমাদের দেশ এবং এর জনগণের কল্যাণে আপনার উত্সর্গ অত্যন্ত প্রশংসিত। আপনার সমস্ত লক্ষ্য অর্জনের জন্য আপনার শক্তি এবং স্বাস্থ্যের কামনা করি। একদিন ছুটি নিন এবং আপনার জন্মদিন উপভোগ করুন, স্যার। শুভ জন্মদিন নরেন্দ্র মোদি।”  

    আরও পড়ুন: তেজস্বীর জামিন খারিজের আবেদন নিয়ে আদালতে সিবিআই 

    আরও অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। অক্ষয় কুমার তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আপনার দৃষ্টিকোণ, আপনার উষ্ণতা, এবং আপনার কাজ করার ক্ষমতা… অনেক কিছু যা আমাকে গভীরভাবে অনুপ্রেরণা দেয়। শুভ জন্মদিন নরেন্দ্র মোদিজি। আগামীতে আপনার স্বাস্থ্য, সুখ এবং একটি গৌরবময় বছর কামনা করছি।”

    আরও পড়ুন: বিশিষ্ট জনেদের প্রধানমন্ত্রীকে দেওয়া ১২০০ উপহার নিলামে তুলছে কেন্দ্র, জানুন বিস্তারিত


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share