Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • SSC Scam: শিক্ষক দিবসের দিন ‘যন্ত্রণা’ দিবস পালন করলেন বিক্ষোভরত হবু শিক্ষকরা 

    SSC Scam: শিক্ষক দিবসের দিন ‘যন্ত্রণা’ দিবস পালন করলেন বিক্ষোভরত হবু শিক্ষকরা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫৪০ দিন পার করেছে এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান। রোদে-ঝড়ে-জলে ঠায় রাস্তায় বসে রয়েছেন একদল শিক্ষিত যুবক- যুবতী। তাও দু বছর হতে চলল। দাবি একটাই। নিজেদের হকের চাকরি। আর তার দাবিতেই বেছে নিয়েছেন এই শান্তিপূর্ণ প্রতিবাদের পথ। কিন্তু সরকারের ঘুম ভাঙেনি। গত দুবছরেও সময় হয়নি তাঁদের সমস্যার সুরাহা করার। 

    আজ শিক্ষক দিবসের দিনে ৫৪০ দিন পার করেছে হবু শিক্ষকদের অবস্থান বিক্ষোভ। আজকের দিনে‌ তাঁদের অভিযোগ, নিয়োগ ঠিকঠাক হলে আজ তাঁরাও শিক্ষক হতেন। আজ তাঁরাও স্কুলে গিয়ে শিক্ষক দিবস পালন করতেন। কিন্তু নিয়োগ দুর্নীতি তা হতে দেয়নি। তাই কলকাতার আজ পথে আজ প্রায় দু বছর ধরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। রাস্তার ধারে ঝড়ে-জলে-কাদায় জীবন ওষ্ঠাগত। মায়া হয়নি প্রশাসনের। তাই তারই প্রতিবাদে এই শিক্ষক দিবসকে ‘‌যন্ত্রণা দিবস’‌ (Suffering) হিসেবে পালন করলেন বিক্ষোভরত এসএসসি চাকরিপ্রার্থীরা।

    আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রসন্নর চার দিনের সিবিআই হেফাজত  

    এদিন সকাল থেকেই গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছেন এসএসসি–র (SSC SCAM) চাকরিপ্রার্থীরা। সবার মাথায় বাঁধা রয়েছে কালো কাপড়। হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, ‘‌চোখের জলে পালিত হচ্ছে শিক্ষক দিবস, আজ হবু শিক্ষকদের যন্ত্রণা দিবস।’‌ 

    যুব ছাত্র অধিকার মঞ্চের স্টেট কো-অর্ডিনেটর সুদীপ মন্ডল বলেছেন, ‘”খুবই কষ্টে কাটছে বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতিটি দিন। যাদের নিয়োগ অগ্রাধিকার ছিল,তারা আজ বঞ্চিত হয়েছে। যারা সমাজ গঠনের কারিগর, আজ তাঁরা চোখের জলে ভাসছেন। কবে বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা প্রার্থীরা (SSC SCAM) তাঁদের ন্যায্য চাকরি ফিরে পাবেন।’”

    আরও পড়ুন: ফের ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার! আদালতে কী বললেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী?

    এক বিক্ষোভরত চাকরিপ্রার্থীর কথায়, তাঁদের জীবন থেকে ৬টা বছর নষ্ট হয়ে গেছে। সামনে দুর্গাপুজো আসছে। বাংলার ঘরে ঘরে খুশির উৎসব পালিত হবে, শুধু চোখের জলে ভাসবেন তাঁরাই। তাঁদের দাবি, দুর্গাপুজোর আগেই মেধাতালিকা ভুক্ত অথচ চাকরি থেকে বঞ্চিত সকলকেই নিয়োগপত্র দিতে হবে।  

    বৃষ্টি-রোদ মাথায় নিয়েও চলছে ধর্না। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। নেই মহিলা টয়লেট। চাকরির দাবিতে তবুও লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। পুজোর আগেই নিয়োগের দাবিতে সোচ্চার তাঁরা। 

    এছাড়া আরও এক অনন্য প্রদিবাদে শামিল হলেন হবু শিক্ষকরা। শিক্ষক দিবসের দিন আন্দোলনে শিক্ষকরা। বৃত্তিমূলক শিক্ষাদানকারী চুক্তিভিত্তিক শিক্ষকরা হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরে বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ করলেন। বিভিন্ন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে কারিগরি শিক্ষা দেন এই শিক্ষকরা। এজেন্সি মারফত রাজ্য সরকারের কারিগরি দপ্তর থেকে নিয়োগ করা হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির এই শিক্ষকদের এই আন্দোলন পথচারীদের নজর কেড়েছে। ১৩০০ জন কর্মীর মধ্যে ৩৫০ জন ল্যাব কর্মীকে ছাঁটাইয়ের অভিযোগ রয়েছে। রয়েছে নিয়মমতো বেতন না মেলার অভিযোগ।    

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • FCI Recruitment 2022: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর

    FCI Recruitment 2022: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)। নন-একজিকিউটিভ পদে নিয়োগ করা হবে। যারা সরকারি চাকরির আশায় বসে আছেন তাঁদের জন্যে সুবর্ন ৫০৪৩টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। 

    আবেদনের প্রক্রিয়া শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

    আরও পড়ুন: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত    

    সংস্থা: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া

    পদের নাম: নন-একজিকিউটিভ

    শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদ ৫০৪৩। উত্তর অঞ্চল: ২৩৮৮টি পদদক্ষিণ অঞ্চল: ৯৮৯টি পদপশ্চিম অঞ্চল: ৭১৩টি পদপূর্বাঞ্চল: ৭৬৮টি পদউত্তর-পূর্ব অঞ্চল: ১৮৫টি 

    নির্বাচন পদ্ধতি: পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার III-র পরীক্ষা দিতে হবে

    আবেদন শুরু: ০৬.০৯.২০২২

    আবেদনের শেষ তারিখ: ০৫.১০.২০২২

    আরও পড়ুন: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

    বয়স সীমা

    ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত পদে নিয়োগের বয়সসীমাও আলাদা রাখা হয়েছে। বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, বয়সসীমা নিম্নরূপ।
    জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ইঞ্জিনিয়ারিং)- ২১ থেকে ২৮ বছর 
    জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল মেকানিক্যাল)- ২১ থেকে ২৮ বছর
    স্টেনো। গ্রেড-II – ২১ থেকে ২৫ বছর
    AG-III (হিন্দি) – ২১ থেকে ২৮ বছর 
    AG-III (জেনারেল) – ২১ থেকে ২৭ বছর
    AG-III (অ্যাকাউন্ট) – ২১ থেকে ২৭ বছর
    AG- III (টেকনিক্যাল)- ২১ থেকে ২৭ বছর
    AG-III (ডিপো) – ২১ থেকে ২৭ বছর 
    পয়লা  অগাস্ট ২০২২ থেকে বয়স গণনা করা হবে।

    বেতন

    জুনিয়র ইঞ্জিনিয়র – টাকা ৩৪০০০- ১০৩৪০০
    স্টেনো গ্রেড ২ – টাকা ৩০৫০০- ৮৮১০০
    এজি গ্রেড ৩- টাকা ২৮২০০- ৭৯২০০

    আবেদন পদ্ধতি: অনলাইন

    আবেদন ফি: প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। প্রার্থীরা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট, ইউপিআই ব্যবহার করে পরীক্ষার ফি দিতে পারেন।

    নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের ফেজ ১ এবং ফেজ ২ পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। স্টেনো গ্রেড ২ পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার ৩-র পরীক্ষা দিতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Centre-States Science Conclave: আন্তর্জাতিক উদ্ভাবন সূচকে ৮১ থেকে ৪৬তম স্থানে ভারত, বিজ্ঞান সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী

    Centre-States Science Conclave: আন্তর্জাতিক উদ্ভাবন সূচকে ৮১ থেকে ৪৬তম স্থানে ভারত, বিজ্ঞান সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: অমৃত কালের এই সময়ে গবেষণা ও আবিষ্কারের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করতে হবে ভারতকে। কেন্দ্র-রাজ্য বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন প্রধানমন্ত্রী বলেন, “দেশের রাজ্যগুলিকে অন্যান্য রাজ্য থেকে সেরা অনুশীলনগুলি গ্রহণ করতে হবে। দেশে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নে তা কার্যকরী পদক্ষেপ।” 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আহমেদাবাদের সায়েন্স সিটিতে আয়োজিত দুদিনের কেন্দ্র-রাজ্য বিজ্ঞান সম্মেলনের ভার্চুয়াল উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, “একবিংশ শতাব্দীর নতুন ভারতের বিকাশের জন্য, বিজ্ঞান সমস্ত ক্ষেত্রের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞান সব কিছুর সমাধান। বিবর্তনের ভীত। এই অনুপ্রেরণা নিয়েই আজকের নতুন ভারত, জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞানের পাশাপাশি জয় অনুসন্ধানের ডাকে এগিয়ে চলেছে।” 

    আরও পড়ুন: তথ্য ডিজিটালাইজ করার প্রক্রিয়া শুরু, কীভাবে পাবেন ডিজিটাল হেলথ কার্ড, জানুন

    এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা যখন আমাদের বিজ্ঞানীদের কৃতিত্ব উদযাপন করি, তখন বিজ্ঞান আমাদের সমাজ ও সংস্কৃতির অংশ হয়ে ওঠে। আমি সকলকে আমাদের বিজ্ঞানীদের জয় উদযাপন করার আহ্বান জানাই।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, “২০১৪ সালের পর, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে ভারতের অবস্থান ছিল ৮১ তম স্থানে। সরকারের প্রচেষ্টার কারণে বর্তমানে ভারত আন্তর্জাতিক উদ্ভাবন সূচকে ৪৬ তম স্থানে রয়েছে।”

    শনিবার ভার্চুয়ালি কেন্দ্র-রাজ্য সায়েন্স কনক্লেভের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদের সায়েন্স সিটিতে এই কনক্লেভের আয়োজন করা হয়েছে। দেশের প্রায় সব রাজ্যের সরকারই এই কনক্লেভে অংশগ্রহণ করেছে। তবে এই অনুষ্ঠান থেকে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে দুটি রাজ্য। বিহার ও ঝাড়খণ্ড এই অনুষ্ঠানে তাঁদের অনুপস্থিতির কোনও কারণও সরকারিভাবে জানায়নি।

    দেশজুড়ে একটি শক্তিশালী বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের (STI) ইকোসিস্টেম গড়ে তোলার উদ্দেশ্যে কেন্দ্র-রাজ্য সমন্বয় এবং সহযোগিতার প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্যই এই কনক্লেভের আয়োজন করা। কেন্দ্র এবং রাজ্য সরকার ছাড়াও এই কনক্লেভে যোগ দিয়েছেন বড় বড় শিল্পপতি, তরণ বিজ্ঞানী ও উদ্ভাবকরা। ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা, কৃষকদের আয়ের উন্নতির জন্য প্রযুক্তিগত পদক্ষেপ, স্বচ্ছতা এবং পানীয় জল উৎপাদন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। 

    আরও পড়ুন: চিতা বাঁচাতে কুনো ন্যাশনাল পার্ক এলাকায় হাজার কুকুরকে অ্যান্টি র‌্যাবিস প্রতিষেধক

    অনেকেই মনে করছেন রাজনৈতিক কারণেই বিহার এবং ঝাড়খণ্ড এই সম্মেলন থেকে দূরত্ব বজায় রেখেছে। সম্প্রতি বিহারে এনডিএ-জেডিইউ সরকারের পতন হয়েছে। জেডিইউ প্রধান নীতীশ কুমার বিজেপির হাত ছেড়ে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করেছে। বর্তমানে নীতীশ ও বিজেপির সম্পর্কেরও অবনতি হয়েছে। এদিকে ঝাড়খণ্ডে এখনও রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই কারণেই এই অনুপস্থিতি। 

  • UN Security Council: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে ভারত! বিদেশমন্ত্রীর মন্তব্যে জল্পনা 

    UN Security Council: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে ভারত! বিদেশমন্ত্রীর মন্তব্যে জল্পনা 

    মাধ্যম নিউজ ডেস্ক: আর অস্থায়ী সদস্যপদ নয়। এবার কি তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) স্থায়ী সদস্যপদ পেতে চলেছে ভারত? এমনই জল্পনা উসকে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারত। পরমাণুশক্তিধর আমাদের দেশ এখন পৃথিবীর পঞ্চম বৃহৎ অর্থনীতির অধিকারী। সেই জায়গা থেকে ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার যোগ্য।” এই মুহূর্তে সৌদি আরবে (Saudi Arabia) রয়েছেন বিদেশমন্ত্রী। সেখানে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যুগের সঙ্গে তাল মিলিয়ে তাই ভারতকে এই পদ দেওয়া উচিত। আন্তর্জাতিক নিরাপত্তার কথা ভেবে রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তবেই বিশ্বশান্তি রক্ষায় সক্ষম হবে এই সংস্থা।”

    আরও পড়ুন: ভোট রাজনীতি দেশের স্বার্থকে প্রভাবিত করবে, সেই দিন আর নেই, বললেন এস জয়শঙ্কর  

    শনিবার থেকে ৩ দিনের সৌদি আরবে সফরে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার সৌদির রাজপুত্র মহম্মদ বিন সালমানের (Crown Prince Mohammed Bin Salman) সঙ্গে দেখা করেন তিনি। তাঁর হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) লিখিত বার্তা তুলে দেন বিদেশমন্ত্রী। ভারত এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের উন্নতির বিষয়েও কথা হয় সেই  বৈঠকে। বর্তমানে ভারত এবং সৌদি আরবের মধ্যে ২৮০ কোটি মার্কিন ডলারের ব্যবসা হয়। মধ্য প্রাচ্যের এই দেশ থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল কেনে ভারত। ভবিষ্যতে এই ব্যবসা ৪২০ কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে ভারতে। পাল্লা দিয়ে রফতানি বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে দেশের। 

     

    আরও পড়ুন: আবু ধাবিতে ‘সম্প্রীতির প্রতীক’ হিন্দু মন্দির নির্মাণ খতিয়ে দেখলেন জয়শঙ্কর

    এবারের সৌদি আরব সফরে গিয়ে সেখানকার বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদর সঙ্গে বৈঠক করেছেন এস জয়শঙ্কর। ভারত-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশ্ব রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য ও সন্ত্রাসবাদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রীর। গত কয়েক মাসে রাজনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে দুই দেশের সচিব পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশই রাষ্ট্রসংঘ, জি-২০ এবং জিসিসি-তে তাদের সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব এইচ. ই. নায়েফ ফালাহ মুবারক আল-হাজরাফের সঙ্গে জয়শংকরের বৈঠকের সম্ভাবনা রয়েছে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • JEE Advanced Result 2022: আজই প্রকাশিত হতে চলেছে জেইই অ্যাডভান্সড- এর ফল, দেখবেন কী করে?

    JEE Advanced Result 2022: আজই প্রকাশিত হতে চলেছে জেইই অ্যাডভান্সড- এর ফল, দেখবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, রবিবার প্রকাশিত হতে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার (JEE Advanced 2022) ফলাফল। ফল ঘোষণা করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে (IIT Bombay)। এবছরের পরীক্ষার দায়িত্বে ছিল তারাই। আজ, ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় ফল ঘোষণা হবে। ফলাফলের সঙ্গে মেধা তালিকাও ঘোষণা করা হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট-jeeadv.ac.in-এ জেইই অ্যাডভান্সড-র মেধা তালিকা দেখতে এবং ডাউনলোড করতে পারেন। ফলাফল জানতে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। 

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত    

    ২৮ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নিয়েছিল আইআইটি বম্বে। দেশজুড়ে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার প্রার্থী ইঞ্জিনিয়ারিংয়ের এই এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আইআইটি, এনআইটি, আইআইআইটি- র মতো দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলিতে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হল, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হয়। জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (JSAA) দ্বারা একটি সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে পঠন-পাঠন করানো হবে।

    কীভাবে ফলাফল জানা যাবে:

    ১. প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ।

    ২. হোমপেজে, রেজাল্ট-এর লিঙ্কে ক্লিক করতে হবে। 

    ৩. আপনার রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর লিখুন।

    ৪. আপনার স্কোর কার্ড স্ক্রিনে দেখতে পাবেন। 

    ৫. এখান থেকেই ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে নিন।

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন

    তিন ঘণ্টার দুটি পর্বে হয়েছে জেইই অ্যাডভান্সড ২০২২ পরীক্ষা। প্রথম পত্র সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পত্র দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নেওয়া হয়েছে। এরপরেই ১১ সেপ্টেম্বর শুরু হবে এএটির (AAT) রেজিস্ট্রেশন। jeeadv.ac.in – এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রার্থীরা। ১২ সেপ্টেম্বর অবধি চলবে এই রেজিস্ট্রেশন। ১৪ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সড- এর পরীক্ষা নেবে আইআইটি বম্বে। 

    টাই ব্রেকিং রুল কী?

    একের বেশি পরীক্ষার্থী যদি একই নম্বর পান, তাহলে সেই ক্ষেত্রে ‘টাই ব্রেকিং রুল’ প্রয়োগ করা হবে। 

    কী করে করা হবে এই পার্থক্য?

    • যেই পরীক্ষার্থীর বেশি পজিটিভি নম্বর পাবেন, তিনিই আগে বিবেচ্য হবেন।
    • তারপরেও যদি নম্বর এক হয়, তাহলে যে অঙ্কে বেশি নম্বর পাবেন, তাঁকে বেশি নম্বর দেওয়া হবে। 
    • তারপরেও এই সমস্যার সমাধান হলে, দুই পরীক্ষার্থীকেই একই র‍্যাঙ্ক দেওয়া হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

      

  • NEET UG Result 2022: প্রকাশিত হয়েছে নিট ইউজির ফল, প্রথম স্থানে রাজস্থানের তানিষ্কা

    NEET UG Result 2022: প্রকাশিত হয়েছে নিট ইউজির ফল, প্রথম স্থানে রাজস্থানের তানিষ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে বুধবার প্রকাশিত হয়েছে নিট ইউজি ২০২২- এর (NEET UG Result 2022) ফল। প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের তানিষ্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির ভাতসা আশিস বাত্রা। পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ পেয়েছেন তানিষ্কা (Tanishka)। 

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন

    তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের হৃষিকেশ নাগভূষণ গাঙ্গুলে। কর্নাটকের রুচা পাওয়াশে চতুর্থ স্থান পেয়েছেন এবং তেলেঙ্গানার ইরাবেলি সিদ্ধার্থ রাও রয়েছেন পঞ্চম স্থানে। প্রথম দশে স্থান পেয়েছেন জম্মু কাশ্মীরের হাজিক পারভেজ লোন। পশ্চিমবাংলার সায়ন্তনী চট্টোপাধ্যায় রাজ্যে প্রথম হলেও সর্বভারতীস্তরে তিনি একাদশ স্থান দখল করেছেন। এছাড়া রাজ্যের অনুষ্কা মণ্ডল চতুর্দশ স্থানে রয়েছেন।   

    তবে তানিষ্কা দেশে প্রথম হলেও মোট ৬জন ওই একই নম্বর পেয়েছেন। সিদ্ধার্থ রাও- এর প্রাপ্ত নম্বর ৭১১। তবে, পশ্চিমবঙ্গের সায়ন্তনী চট্টোপাধ্যায় ও অনুষ্কা দুজনেই ৭১০ নম্বর পেয়েছেন। সায়ন্তনী সর্বভারতীয় স্তরে মেয়েদের মধ্যে চতুর্থ হয়েছেন।

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে? 

    এবছর ১৮,৭২,৩২৯জন ছাত্রছাত্রী নিট পরীক্ষার জন্যে ফর্ম ফিলআপ করেছিলেন। যার মধ্যে ৯,৯৩,০৬৯ জন পাশ করেছেন। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

    এবার নিটে পরীক্ষায় সব থেকে বেশি সাফল্য পেয়েছেন ইউপির পড়ুয়ারা। সফল প্রার্থীদের তালিকায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ইউপি থেকে।এর পরেই রয়েছে মহারাষ্ট্র ও রাজস্থানের নম্বর। অন্যদিকে, রাজ্যের শীর্ষস্থানীয় হয়েছেন ইউপির ইশান আগরওয়াল।এবার উত্তরপ্রদেশ থেকে ২২৯১১৫ জন প্রার্থী ফর্ম ফিলআপ করেছিলেন। ১,১৭,৩১৬ জন পরীক্ষায় র‍্যাঙ্ক করেছেন। যা রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ। 

    এই বছর থেকে, টাই-ব্রেকিং হিসাব সরিয়ে নিয়েছে এনটিএ। তার মানে, দুই ছাত্রের মধ্যে টাই হলে, জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার সমাধান করা হয়েছে। এরপরে রসায়নে বেশি নম্বর পাওয়া শিক্ষার্থী অগ্রাধিকার পাবে এবং এরপরে থাকবে কম ভুল উত্তর লেখা প্রার্থী।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pet Attack: ডেলিভারি বয় থেকে ১১ বছরের শিশু, পোষ্যের হাতে আক্রমণের একাধিক ঘটনা, দায়ী কে? 

    Pet Attack: ডেলিভারি বয় থেকে ১১ বছরের শিশু, পোষ্যের হাতে আক্রমণের একাধিক ঘটনা, দায়ী কে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে বাড়ছে একের পর এক গৃহপালিত কুকুরের (Pet Dog) হাতে আক্রান্ত (Pet Dog Attacks Zomato Delivery Boy) হওয়ার ঘটনা। গাজিয়াবাদ, নয়ডার পর এবার মুম্বই। এবার আক্রান্ত জোম্যাটো ডেলিভারি বয় (Zomato Delivery Boy)। লিফটের মধ্যে একটি জার্মান শেফার্ড আক্রমণ করে তাঁকে। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় লিফটের সেই ভিডিও। লিফটে পোষ্য কুকুরকে নিয়ে ঢুকছিলেন এক ব্যক্তি। সেইসময় লিফট থেকে বেরোচ্ছিলেন জোম্যাটোর সেই ডেলিভারি বয়। আর তখনই আক্রমণ করে সেই কুকুর। ছিড়ে নেয় ওই ব্যক্তির গোপনাঙ্গ। ভিডিও- তে দেখা যায় প্যান্ট ভেসে যাচ্ছে রক্তে। ব্যাথায় ছটফট করছেন ওই ব্যক্তি। ভিডিওটি দেখে বিচলিত হয়েছে গোটা দেশ।  

     

    কিন্তু একই ঘটনা এই প্রথম নয়। গত সপ্তাহেই গাজিয়াবাদে এক এগারো বছরের শিশু পার্কে খেলার সময় পিটবুলের হাতে আক্রান্ত (Pet Dog Attacks 11YO) হয়। বাচ্চার ক্ষতবিক্ষত মুখে ২০০টি সেলাই পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাতই কুকুরটি ছুটে এসে বাচ্চাটির মুখ খুবলে নেয়। এরপরেই ওই বাচ্চার পরিবার এবং প্রতিবেশীরা এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হন। কুকুরের মালিকদের এই বেপরোয়া আচরণের বিরুদ্ধ অনেকেই আওয়াজ তোলেন।

    আরও পড়ুন: শনিবাসরীয় সকালে কলকাতার তিন জায়গায় হানা ইডি-র, কী উঠে এল?

    সোমবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে লিফটে এক বালককে উরুতে কামড়ে দেয় এক কুকুর। যন্ত্রণায় ছটফট করতে থাকে ছেলেটি। কিন্তু কুকুরের মালকিন তখনও নির্বিকার। শুধু তাই নয়, লিফটের দরজা খুলে যাওয়ার পর ছেলেটিকে কোনরকম সাহায্য না করেই পোষ্যকে নিয়ে বেরিয়ে যায় সেই মহিলা। আক্রান্ত বালকের বাবা স্থানীয় থানায় মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আরও এক ঘটনা ঘটে নয়ডার সেক্টর ৭৫-এ। সেখানেও লিফটে দুজন ছিলেন। একজনের সাথে ছিল পোষ্য জার্মান শেফার্ড কুকুর। লিফটে কুকুরটি শান্তই ছিল, কিন্তু যখনই অপর ব্যক্তি নামতে যান তখনই তাঁর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। আদেও ওই ব্যক্তিকে কুকুরে কামড়েছে কিনা সেই বিষয়ে জানা যায়নি।  

     

    আরও পড়ুন: পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক নিযুক্ত মঙ্গল পাণ্ডে, জানেন কে তিনি?

    যখন দেশ জুড়ে নানা জায়গায় ঘটছে, স্বাভাবিক ভাবেই নানা প্রশ্ন উঠে আসছে। নেটিজেনরা প্রশ্ন করছেন, লিফটের মধ্যে কুকুরকে নিয়ে যাওয়ার পরামর্শ কেন দেওয়া হচ্ছে? অনেকের বক্তব্য, কুকুরের মালিকরা তাদের পোষ্যকে ঠিক করে পালন করছে না বলেই এরকম ঘটনা বার বার ঘটছে! গাফিলতি কুকুরদের না, তাদের মালিকদের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • RSS Slams Congress: ‘ওদের বাপ-দাদারাও চেষ্টা করেছিল…’, ট্যুইট-বিতর্কে কংগ্রেসকে একহাত আরএসএসের

    RSS Slams Congress: ‘ওদের বাপ-দাদারাও চেষ্টা করেছিল…’, ট্যুইট-বিতর্কে কংগ্রেসকে একহাত আরএসএসের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি’। কথাটির যথার্থতা প্রমাণ করার দায়িত্ব যেন একাই নিজের কাঁধে তুলে নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস (Congress)। দলের ভাঙনে গান্ধী পরিবারের যে মনোবল ভেঙেছে, তা আগেই বার বার স্পষ্ট হয়েছে। কিন্তু সেই ভাঙন মানতে না পেরে ন্যক্করজনক কাণ্ড করে বসল সোনিয়া গান্ধীর দল। বিরোধী সংস্কৃতির সমস্ত পাঠ ভুলে সরাসরি ‘বিলো দ্য বেল্ট’ আক্রমণ। তাও আবার কোনও রাজনৈতিক দলকে নয়। অরাজনৈতিক সংগঠন রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘকে (Rashtriya Swayamsewak Sangh) কুরুচিপূর্ণ আক্রমণ করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে।

    আরও পড়ুন: এবার আরএসএসের দিল্লির দফতরের নিরাপত্তায় সিআইএসএফ 

    সোমবার রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) ষষ্ট দিনে সকালে কংগ্রেসের তরফে একটি ট্যুইট করে লেখা হয়, “দেশকে ঘৃণার শৃঙ্খল থেকে মুক্ত করতে এবং বিজেপি-আরএসএস- এর করা ক্ষতি মুছতে ধাপে ধাপে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি।” এর সঙ্গেই ট্যুইটে একটি জ্বলতে থাকা খাকি হাফ প্যান্টের ছবি পোস্ট করেছে কংগ্রেস। সঙ্গে লেখা আরও ১৪৫ দিন। 

     

    প্রসঙ্গত, খাকি হাফপ্যান্টের সঙ্গে আরএসএস-একটা দীর্ঘ যোগসূত্র রয়েছে। ফলত, এই ধরনের পোস্টের মাধ্যমে যে সরাসরি আরএসএসকেই আক্রমণ করা হয়েছে তা স্পষ্ট। জবাবে, কংগ্রেসকে একহাত নিয়েছে সংঘ। ট্যুইট বিতর্কে চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ করল আরএসএস। আরএসএস-এর যুগ্ম সাধারণ সম্পাদক বা সহসরকার্যবাহ মনমোহন বৈদ্য (RSS Joint General Secretary Manmohan Vaidya) সাংবাদিক বৈঠকে বলেন, “ঘৃণা দিয়ে ভারতের জনগণকে জুড়তে চাইছে কংগ্রেস। ওদের বাপ-দাদারাও আমাদের আটকানোর চেষ্টা করেছিল। পারেনি। হিন্দুত্বর পক্ষে দেশবাসীর সমর্থন বাড়ছে।” 

    আরও পড়ুন: আদর্শ সমাজের লক্ষ্যে রায়পুরে বসতে চলেছে আরএসএস-এর বার্ষিক সমন্বয় বৈঠক

     

    কংগ্রেসের সোশ্যাল পোস্টকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছে বিজেপি। এই ট্যুইটের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির সাংসদ তেজস্বী সূর্য (BJP MP Tejasvi Surya)। তিনি পাল্টা ট্যুইটে লেখেন, “এই ছবি কংগ্রেসের আগুন জ্বালানোর রাজনীতির প্রতীক। ১৯৮৪ সালের দিল্লি, ২০০২ সালের গোধরাতেও তাই করেছিল ওরা। কংগ্রেস ফের হিংসার রাজনীতির ডাক দিয়েছে। রাহুল গান্ধীর দেশের বিরুদ্ধে লড়ছেন, আর সেই সঙ্গেই সাংবিধানিক পথে চলা বন্ধ করে দিয়েছে কংগ্রেস।” 

     

    কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও ( Sambit Patra)। তাঁর কটাক্ষ, “ভারত জোড়ো যাত্রা নয় , ভারত ভাঙো এবং আগুন লাগাও যাত্রা করছে কংগ্রেস। এর আগেও কংগ্রেস এরকম করেছে।” রাহুল গান্ধীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “আপনি কি দেশে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছেন?” কংগ্রেসের ট্যুইটার থেকে ছবি প্রত্যাহারের দাবি তুলেছেন সম্বিত পাত্র।

    ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার কংগ্রেসের গন্তব্য কেরলের তিরুঅনন্তপুরম। প্রায় ১৫০ দিনের যাত্রায় প্রথম থেকেই একের পর এক বিতর্ক তৈরি হয়েছে।

  • JEE Advanced Result 2022: প্রকাশিত হয়েছে জেইই অ্যাডভান্সডের ফল, জয়জয়কার বাংলার 

    JEE Advanced Result 2022: প্রকাশিত হয়েছে জেইই অ্যাডভান্সডের ফল, জয়জয়কার বাংলার 

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফল (JEE Advanced Result 2022) প্রকাশ করেছে আইআইটি বম্বে (IIT Bombay) । দেশজুড়ে মোট ১,৫৫,৫৩৮ পড়ুয়া এই পরীক্ষায় বসেছিলেন। র‍্যাঙ্ক করেছেন ৪০,৭১২ জন। এদের দেশের ২৩টি আইআইটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ১৬,৫৯৮ জন। আইআইটি বম্বে জোন থেকে দেশের মধ্যে প্রথম হয়েছেন আরকে শিশির। সারা দেশে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন আইআইটি দিল্লি জোনের তনিষ্কা কাবরা। 

    জেইই অ্যাডভান্সডের তালিকায় এবার জয়জয়কার বাংলার পড়ুয়াদের (Bengali Students Shine in JEE Advanced)। এ রাজ্যের একাধিক পড়ুয়া সারা দেশের নিরিখে দুরন্ত ফলাফল করেছে। 

    আরও পড়ুন: আজই প্রকাশিত হতে চলেছে জেইই অ্যাডভান্সড- এর ফল, দেখবেন কী করে?

    আইআইটি ভুবনেশ্বর জোনে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তন পড়ুয়া জাহ্নবী সাউ। ৩৬০ নম্বরের মধ্যে ২২৮ নম্বর পেয়ে তাঁর সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৫৮। আইআইটিতে পড়ার ইচ্ছে জাহ্নবীর ছেলেবেলা থেকেই। জাহ্নবী বলেন, “নবম শ্রেণি থেকে ফিটজিতে প্রশিক্ষণ নিচ্ছি। এত বছর যে কঠোর পরিশ্রম করেছি, তারই ফল পেলাম।” আইআইটি দিল্লি অথবা বম্বেতে পড়তে চান জাহ্নবী। পছন্দের বিষয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং।  

    এছাড়াও রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন বার্নপুরের হরশিৎ সিং। দেশের মধ্যে তাঁর র‍্যাঙ্ক ১১২। আগামী দিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে  চান হরশিৎ। দেশের সেরা পাঁচটি আইআইটির মধ্যে যে কোনও একটিতে পড়তে চান তিনি। 

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    উত্তরবঙ্গের আর এক পড়ুয়া হিমাংশু শেখর দেশে ১৯৩তম স্থানে রয়েছেন। হিমাংশু, আইআইটি দিল্লি বা কানপুরে ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং নিয়ে পড়াশোনা করতে চান। এছাড়াও ডিপিএস রুবিপার্ক স্কুলে ৪১ জন ছাত্রছাত্রী অ্যাডভান্সডে র‍্যাঙ্ক করেছেন। এঁদের মধ্যে ১৯ জন প্রথম ১০ হাজারে রয়েছেন। সাউথ পয়েন্ট, লা মার্টিনিয়ার স্কুলও জানিয়েছে, তারাও পড়ুয়াদের ফলে খুশি। স্কুলের মুখ উজ্জ্বল করেছেন পড়ুয়ারা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

      

  • WBJEE Seat Allotment List: প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের প্রথম তালিকা, কী করে দেখবেন?

    WBJEE Seat Allotment List: প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের প্রথম তালিকা, কী করে দেখবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের প্রথম তালিকা (WBJEE 2022 Seat Allotment First List)। প্রার্থীরা রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-তে গিয়ে তালিকায় নিজের নাম দেখতে পারবেন। যাদের নাম তালিকায় আছে তাঁরা ভর্তির সুযোগ পাবেন। ভর্তির শেষ তারিখ ১২ সেপ্টেম্বর সন্ধ্যে ৬টা। 

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত

    কী করে দেখবেন তালিকায় আপনার নাম আছে কী না?

    ১) রাজ্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in- এ যান। 

    ২) হোমপেজে ‘WBJEE’-এ ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে। 

    ৩) পেজের নিচের দিকে ‘Seat Allotment Result of Round 1 For WBJEE 2022 Counselling (Till 12.09.2022, 6:00 PM)’ আছে। তাতে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে।  

    ৪) ‘Registered Candidates Sign-In’-র নিচে ‘WBJEE Roll Number’, ‘Password’, ‘Security Pin (case sensitive)’ এবং ‘Security Pin’ দিয়ে ‘Sign in’ করুন।

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন  

    রাজ্য জয়েন্ট বোর্ড জানিয়েছে, কাউন্সেলিংয়ের প্রথম তালিকায় যে প্রার্থীরা আছেন, তাঁরা ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘সিট অ্যাকসেপমেন্ট ফি’ জমা দিতে পারবেন। সেইসঙ্গে ওই সময়ের মধ্যে যে কলেজের জন্য নির্বাচিত হয়েছেন, সেখানে গিয়ে প্রার্থীদের নথি যাচাই করতে হবে। ভর্তি প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হবে প্রার্থীদের। কোন প্রতিষ্ঠানে ভর্তির কী প্রক্রিয়া তা জানতে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

    চলতি বছর ১৭ জুন রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হয়েছিল। ফল প্রকাশের বেশ কিছুদিন পরে শুরু হয়েছিল কাউন্সেলিং। সেইসময় জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছিল, উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা সিট ম্যাট্রিক্স তৈরি করে ডাইরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশন। কোনও কলেজ যদি নতুন কোনও বিষয় অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশনের  কাছে আবেদন করতে হয়। সেই অনুমোদন পাওয়ার শেষদিন ছিল ৩০ জুলাই। তারপর সেই সংক্রান্ত তথ্য পাবে সংশ্লিষ্ট কলেজ। তারপরে তা  ডাইরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশনের কাছে জমা পড়বে। সে কারণেই এই দেরি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share