Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Suvendu Adhikari: চিকিৎসা ভাতা বন্ধ করে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী 

    Suvendu Adhikari: চিকিৎসা ভাতা বন্ধ করে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী 

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসা ভাতা (Medical Allowance) নিয়ে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চাঁচাছোলা ভাষায় বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইট মালায় শুভেন্দু লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী শিক্ষক, ডাক্তার এবং পুলিশ কর্মী থেকে শুরু করে সকল সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিত রেখেছেন। তাদের অধিকার থেকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী।” 

    এর আগেও বহুবার বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দুর্নীতির রানি’বলেও কটাক্ষ করেন তিনি। আর এবার সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা বন্ধ করে দেওয়া নিয়ে আক্রমণ শানালেন তিনি। 

    আরও পড়ুন: ‘৮ ব্যাগ সোনা ছিল, একটা আটকেছে কাস্টমস…’, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

    এদিন ট্যুইটে শুভেন্দু অধিকারী লেখেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী আপনি শিক্ষক, ডাক্তার, পুলিশকর্মী সহ সমস্ত সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ থেকে বঞ্চিত করে রেখেছেন, যা তাদের অধিকার। আপনি সময়মতো তাদের বেতন দিয়ে উঠতে পারেন না। তাদের বেতন বৃদ্ধি করতে পারেন না, কারন আপনার কোষাগার শূন্য। অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেক কম বেতন পেয়ে থাকেন আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার আবার নতুন ফন্দি এঁটে, স্বাস্থ্য সাথীর দোহাই দিয়ে সরকারি কর্মচারীদের চিকিৎসা ভাতা দেওয়া বন্ধ করলেন। এটি একেবারে একটি অত্যন্ত অমানবিক, নক্কারজনক সিদ্ধান্ত।” 

     

    তারপরে ওই একই ট্যুইটে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে তুলনাও করেন। তিনি লেখেন, “আপনার স্বাস্থ্য সাথী প্রকল্পের দুরবস্থা প্রতিনিয়ত প্রতিদিন দেখতে পাচ্ছেন রাজ্যবাসী। এই প্রকল্পের আওতায় কেউই সময়মতো ও সঠিক চিকিৎসা পায় না। আপনার স্বাস্থ্য সাথীর থেকে অনেক ভালো কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে, যার সুবিধা থেকে আপনি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে  বঞ্চিত করে রেখেছেন।”

    আরও পড়ুন: মমতার ‘গদ্দার’ কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু, কী বললেন জানেন?
     
    এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যদি এতই উন্নতমানের হয়, তাহলে আপনার ভাইপো চিকিৎসার করাতে কেন বিদেশে যান? আপনার পরিবারের সদস্যদের কি তাহলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর আস্থা নেই?”  

    শেষে তিনি লেখেন, “সমস্ত সরকারি কর্মচারীদের উদ্দেশ্য বলবো এই অমানবিক ফ্যাসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন এবং আপনাদের ন্যায্য চিকিৎসা ভাতা থেকে আপনারা যাতে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করুন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • ED Unearths Huge Cash: বিছানার তলায় ১৭ কোটি! মোবাইল গেমিংয়ের নামে কীভাবে চলত লোক ঠকানোর কাজ?

    ED Unearths Huge Cash: বিছানার তলায় ১৭ কোটি! মোবাইল গেমিংয়ের নামে কীভাবে চলত লোক ঠকানোর কাজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের যকের ধন উদ্ধার কলকাতায়। গার্ডেনরিচের (Garden Reach Money Scam) পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়ালো ১৭ কোটি! এমনটাই জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সকাল দশটা থেকে টাকা গোনা শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ ৯ ঘণ্টায় ১৭ কোটি টাকা গোনা হয়েছে৷ গোয়ান্দাদের দাবি, ওই বাড়িতে আরও টাকা রয়েছে। তল্লাশি এখনও জারি রয়েছে।

    আরও পড়ুন: যোগ রাজ্যের এক মন্ত্রীরও? এবার পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ 

    টাকা গোনার মেশিন নিয়েই ওই বাড়িতে হানা দেন ইডি (Enforcement Directorate) আধিকারিকরা। টাকার অঙ্ক যে এরকমই বিপুল হতে পারে, তা ধারণা করে আগে থেকেই প্রস্তুতি রেখেছিলেন তাঁরা। উপস্থিত আছেন সরকারি ব্যাঙ্কের কর্মীরাও৷ প্রথম কয়েক ঘণ্টা টাকা গোনার পর সাত কোটি টাকা উদ্ধার হয়েছে বলে আগে জানিয়েছিল ইডি৷ পরে জানা যায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৮ কোটি৷ এর পর ১২ কোটি টাকা উদ্ধারের কথা জানানো হয়৷ আর এখন নগদের পরিমাণ ১৭ কোটি। ব্যবসায়ীর বাড়ির খাটের নীচ থেকে এই টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইডি। 

    ইতিমধ্যেই উদ্ধার হওয়া টাকা নিয়ে আসার জন্য গার্ডেনরিচের ওই ব্যবসায়ীর বাড়ির সামনে পৌঁছেছে ট্রাক৷ কড়া নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা৷ উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়া হবে স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের দফতরে৷ 

    আরও পড়ুন: সাক্ষী সরাতেই হামলা! আক্রান্ত হাওড়ার প্রয়াত ছাত্রনেতা আনিস খানের ভাই সলমন

    বেআইনি লেনদেনের মামলায় একযোগে কলকাতার ৬ জায়গায় ইডির তল্লাশি চালায়। গার্ডেনরিচ ছাড়াও মোমিনপুর, পার্ক স্ট্রিট, নিউটাউন-সহ ৬ জায়গায় অভিযান। চিনা মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে পুরস্কার জেতার টোপ দিয়ে সাধারণ মানুষের থেকে অন্তত ৬৫ থেকে ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে গার্ডেনরিচের ব্যসায়ী নিসার খানের (Nesar Khan) বিরুদ্ধে৷ সেই অভিযোগের সূত্রেই এ দিন সকালে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি৷ 

    কোন পথে জালিয়াতি?

    সূত্রের খবর ‘ই-নাগেটস’ নামের একটি গেমিং অ্যাপের মাধ্যমে চলত প্রতারণা। ঠিক কী ভাবে কোন পথে এই লোক ঠকানোর চক্র চালানো হত তাও জানায় ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, আমির খান ই-নাগেটস নামে মোবাইল গেমিং অ্যাপটি লঞ্চ করেছিলেন। লোক ঠকাতেই এই গেমিং অ্যাপ বাজারে আনা বলেই ইডির হাতে তথ্য উঠে এসেছে। এই গেমিং অ্যাপে খেলার শুরুতে ব্যবহারকারীরা ভালো টাকাই ফেরত পেতেন। সেই টাকা পেতে খুব একটা কসরতও করতে হয় না তাঁদের। ফলে এই খেলার প্রতি একটা আলাদা আগ্রহ তৈরি হয়। এই অ্যাপে ২০০ টাকা খরচেই সাধারণ মেম্বার হতে পারতেন যে কেউ।  সাধারণ মেম্বারশিপ নিয়ে খেলা শুরু হত। খেলে কয়েন জিততে হত। একটা কয়েন সমান ১ টাকা। প্রথমে জেতা টাকা ওয়ালেট মারফত ট্রান্সফার করা যেত কিংবা অনলাইন শপিং করা যেত। অ্যাপের মালিকদের প্রথম পর্যায়ে মূল লক্ষ্য ছিল, ব্যবহারকারীদের বিশ্বাস জিতে নেওয়া, যাতে তাঁরা আরও বেশি করে টাকা খাটান। ব্যবহারকারীরা বড় অঙ্কের টাকা খাটাতেই ওই অ্যাপ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন ইডি। তখন একের পর এক কয়েন জিতে মোটা টাকা জিতলে টাকা তোলা যেত না। তখন সার্ভার প্রবলেম বলা হত। আর এভাবেই লোক ঠকাত এই চক্র। জানা গিয়েছে, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয় আমির খানের বিরুদ্ধে। এরপর এই মামলার তদন্তে নামে ইডি।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • CBSE Compartment Result 2022: প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট ফল, দেখবেন কী করে? 

    CBSE Compartment Result 2022: প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট ফল, দেখবেন কী করে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২২ সালের দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট ফল (CBSE Compartment Result 2022) ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা results.cbse.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন সেই ফলাফল।

    আরও পড়ুন: আগামী বছর সিবিএসই বোর্ড পরীক্ষায় বসছেন? জেনে নিন এই বিষয়গুলি 

    কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে দশম শ্রেণির ফলাফল। অগাস্ট মাসে প্রকাশিত হয়েছিল দ্বাদশ শ্রেণির ফল। আর এখন প্রকাশিত হল কম্পার্ট্মেন্ট ফলাফল। ‘পরীক্ষা সঙ্গম’- এর মাধ্যমে স্কুলগুলিতেও ইতিমধ্যেই ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে। 

    কী করে দেখবেন এই ফল?

    • অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.gov.in-এ যান। 
    • হোম পেজে ক্লাস ১২ কম্পার্টমেন্ট রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন। অথবা উপরে দেওয়া সরাসরি লিঙ্ক একটি নতুন উইন্ডো খুলবে।
    • নিজের তথ্য দিন এবং সাবমিট অপশনে ক্লিক করুন। 

    দশম শ্রেণির কম্পার্টমেন্ট ফলাফল কবে প্রকাশ হবে সে বিষয়ে কিছু জানায়নি বোর্ড । ৭ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে দ্বাদশ শ্রেণির কম্পার্ট্মেন্ট ফলাফল। 

    আরও পড়ুন: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

    যে সমস্ত ছাত্রছাত্রীরা কম্পার্টমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা ‘ডিজিলকার’ থেকে দ্বাদশ শ্রেণির সংশোধিত মার্কশিট ডাউনলোড করতে পারবেন। কোনও সমস্যার সম্মুখীন হলে, স্কুলের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা কম্পার্টমেন্ট পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়েছেন, তারা পরের বছর প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে ওই বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। 

    সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) কয়েকদিন আগেই দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ২-র চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ২২ জুলাই ফলাফল ঘোষণা করছে বোর্ড। দশম শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯৪.৪০ শতাংশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। 

    ০২৩ সালের ১৫ ফেব্রুয়ারির পরে শুরু হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা (CBSE Exam 2023)। এবছরের পরীক্ষার ফল ঘোষণার পরেই এমনটা জানিয়েছে বোর্ড। এ বছরের মতো দুটি টার্মে নয়, সামনের বছর একটিই বার্ষিক পরীক্ষা নেবে বোর্ড। সঙ্গে রয়েছে আরও কিছু পরিবর্তন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • CBI raids Moloy Ghatak House: কয়লাপাচার কাণ্ডে মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা, এবার কি গ্রেফতার রাজ্যের আইনমন্ত্রী?

    CBI raids Moloy Ghatak House: কয়লাপাচার কাণ্ডে মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা, এবার কি গ্রেফতার রাজ্যের আইনমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইন রক্ষকের ভূমিকায় যিনি, এবার তাঁর বিরুদ্ধেই উঠল দুর্নীতির অভিযোগ। বুধবার সকালে রাজ্যের আইনমন্ত্রী (Law Minister) মলয় ঘটকের (Moloy Ghatak) বাড়ি হানা দিল সিবিআই (CBI)। বেআইনি কয়লাপাচার কাণ্ডে (Coal Scam) এর আগে বহুবার মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছে আর এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু প্রতিবারই তিনি এড়িয়ে গিয়েছেন হাজিরা। তাই এবার গোয়েন্দারা সরাসরি হানা দিলেন মলয়ের ডেরায়। 

    আরও পড়ুন: ‘৮ ব্যাগ সোনা ছিল, একটা আটকেছে কাস্টমস…’, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

    আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়ি রয়েছে। প্রথমে এদিন সকালে আসানসোলে শহরে মলয় ঘটকের বাড়িতে পৌঁছে যায় সিবিআই টিম। সেই সঙ্গে গোটা এলাকা ঘিরে নেয় কেন্দ্রীয় বাহিনী। তার পর আসানসোলের কাছে মলয় ঘটকের পৈতৃকের বাড়িতেও পৌঁছে যান সিবিআইয়ের অফিসাররা। মোট তিনটে ভাগে বিভক্ত হয়ে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। প্রথমে এদিন সকাল সোওয়া ৮টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসানসোলে শহরে মলয় ঘটকের বাড়িতে যায় ২ থেকে ৩ জন অফিসারের সিবিআই টিম। সিবিআই যাওয়ার খবর পেয়ে আসানসোল থানার এক অফিসার যান ঘটনাস্থলে। চার জন গোয়েন্দার একটি দল যান মলয়ের পৈতৃক বাড়িতে। এই দুটি বাড়িতে তল্লাশির পরে তৃতীয় বাড়িতেও যান সিবিআই গোয়েন্দারা। যদিও তল্লাশির এই সময় বাড়িতে উপস্থিত নেই মলয় ঘটক। সোম থেকে শুক্রবার তিনি কলকাতায় থাকেন বলে খবর। এই মুহূর্তে তিনি মহানগরীতেই আছেন। তাই মন্ত্রীর অনুপস্থিতিতেই চলছে তল্লাশি।কয়লাপাচার কাণ্ডে একই সঙ্গে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। আগামী ১৪ সেপ্টেম্বর মন্ত্রীকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেকটরেট। তার আগেই অতর্কিত সিবিআই হানায় উত্তাল বঙ্গ রাজনীতি।

    আরও পড়ুন: অনুব্রত মামলায় বিচারককে হুমকি চিঠি-কাণ্ডে ধৃত আইনজীবী! আটক তাঁর সহকারীও 

    জানা গিয়েছে, বুধবার আসানসোলের আকতার রোড গার্ডেন এবং জেলিডাঙায় মন্ত্রীর দু’টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। মন্ত্রীর পরিবারের সদস্যদের মোবাইল ফোন জমা রাখা হয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে মলয়ের তিনটি বাড়িতে হানা দিয়েছে দিয়েছে সিবিআই। পরে তাঁর অফিসেও যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। প্রসঙ্গত, পুরভোটের সময় কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের পূর্ত ও আইনমন্ত্রী মলয়কে দিল্লিতে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • UGC: শিক্ষক দিবসে গবেষণার জন্যে পাঁচ নতুন স্কিমের ঘোষণা ইউজিসির 

    UGC: শিক্ষক দিবসে গবেষণার জন্যে পাঁচ নতুন স্কিমের ঘোষণা ইউজিসির 

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক দিবস উপলক্ষে বেশ কিছু গবেষণা স্কিমের ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grant Commission)। এর ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন দিশা খুলে যাবে। এমনটাই জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান এম জগদেশ কুমার (M Jagadesh Kumar)। 

    নতুন পাঁচটি স্কিম লঞ্চ করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে। সেগুলি হল,  

    আরও পড়ুন: ইউজিসির ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে কলকাতার দুই শিক্ষা প্রতিষ্ঠান

    • সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ফেলোশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড 
    • ডঃ রাধাকৃষ্ণন ইউজিসি পোস্ট ডক্টরল স্কলারশিপ
    • ফেলোশিপ ফর সুপার অ্যানুয়েটেড ফ্যাকাল্টি মেম্বার 
    • রিসার্স গ্র্যান্ট ফর ইনসার্ভিস ফ্যাকাল্টি মেম্বার 
    • ডঃ ডিএস কোঠারি গ্র্যান্ট ফর নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বার   

    অবসরপ্রাপ্ত শিক্ষকদের গবেষণার সুযোগ দিতে ‘ফেলোশিপ ফর সুপার অ্যানুয়েটেড ফ্যাকাল্টি মেম্বার’ এই স্কিমটি আনা হয়েছে। এই ফেলোশিপে ১০০টি স্লট রয়েছে। প্রতি মাসে ৫০,০০০ টাকা ফেলোশিপ এবং বছরে ৫০,০০০ টাকা কন্টিঞ্জেন্সি দেওয়া হবে।

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    ‘রিসার্স গ্র্যান্ট ফর ইনসার্ভিস ফ্যাকাল্টি মেম্বার’ এই স্কিমে স্কলারশিপ পাবেন চাকুরিরত শিক্ষকরা। এই স্কিমে ২০০টি স্লট রয়েছে। মোট ১০ লক্ষ টাকা অবধি ফেলোশিপ পাওয়া যাবে, দু বছরের জন্যে। 

    নিয়োমিত নিয়োগ হচ্ছে যেই  শিক্ষকদের তারাই ‘ডঃ ডিএস কোঠারি গ্র্যান্ট ফর নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বার’ – এই স্কিমের আওতায় গবেষণার সুযোগ পাবেন। স্লট ১৩২টি এবং মোট ফেলোশিপ ১০ লক্ষ এবং সময়সীমা ২ বছর। 

    মূলত যারা বিজ্ঞান, প্রযুক্তি নিয়ে গবেষণা করতে চান তাদের জন্যে ‘ডঃ রাধাকৃষ্ণন ইউজিসি পোস্ট ডক্টরল স্কলারশিপ’। এই স্কিমে ৯০০টি স্লট রয়েছে। এর মধ্যে মেয়েদের ৩০% আসন সংরক্ষিত রয়েছে। নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে ৫০,০০০ টাকা করে ফেলোশিপ এবং বছরে ৫০,০০০ টাকা কন্টিঞ্জেন্সি পাবেন।

    ‘সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ফেলোশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড’- এই স্কলারশিপটি মূলত একা কন্যা সন্তানদের জন্যে আনা হয়েছে। তাদের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহ। এই স্কিমে কোনও নির্দিষ্ট স্লট নেই। সময়সীমা পাঁচ বছর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • ED Arrests Ravi Narain: ফোন ট্যাপিং মামলায় এনএসই-র প্রাক্তন সিইও রবি নারায়ণকে গ্রেফতার করল ইডি

    ED Arrests Ravi Narain: ফোন ট্যাপিং মামলায় এনএসই-র প্রাক্তন সিইও রবি নারায়ণকে গ্রেফতার করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি ফোন ট্যাপিং মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার করা হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (National Stock Exchange) প্রাক্তন সিইও ও এমডি রবি নারায়ণকে (Ravi Narain)। মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করে ইডি। নারায়ণের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে এনএসই কর্মীদের ফোন বেআইনিভাবে ট্যাপ করার অভিযোগ রয়েছে।  

    গত ১৪ জুলাই নারায়ণ, প্রাক্তন এনএসই প্রধান চিত্রা রামকৃষ্ণ এবং মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডের বিরুদ্ধে পিএমএলএর অধীনে একটি মামলা দায়ের করেছে ইডি। উল্লেখ্য, এর আগে সিবিআইয়ের তরফেও এই তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল।

    আরও পড়ুন: ‘৮ ব্যাগ সোনা ছিল, একটা আটকেছে কাস্টমস…’, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

    ইডি-র বিশেষ আইনজীবী এন কে মাট্টা দিল্লি হাইকোর্টে বলেছিলেন, নারায়ণ এবং অন্যান্য অভিযুক্ত এনএসইর কর্মীদের প্রতারণা করার ষড়যন্ত্র করেছিলেন। এমনকি পান্ডের তৈরি সংস্থা iSEC Services Pvt Ltd-এর মাধ্যমে কর্মীদের ফোনালাপের ওপরও নারায়ণ নজর রাখতেন বলে এদিন জানান আইনজীবী।   

    সাইবার নিরাপত্তার আড়ালে এইসব করা হত বলে দাবি করেছে ইডি। ধৃত রবি নারায়ণ ১৯৯৪ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এনএসইর চিফ ছিলেন। এরপর সেই পদের দায়িত্ব পান চিত্রা রামকৃষ্ণ। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। দুজনেই বড় কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    আরও পড়ুন: মমতার ‘গদ্দার’ কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু, কী বললেন জানেন? 
      
    এর আগে, ফোন ট্যাপিং মামলায় প্রাক্তন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এমডি এবং সিইও চিত্রা রামকৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। একই সময়ে, কো-লোকেশন মামলায় তাকে গ্রেফতার করেছিল সিবিআই। একই সময়ে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযুক্ত বেআইনি ফোন ট্যাপিং মামলায় মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডেকেও গ্রেফতার করেছিল।  

    কো-লোকেশন পরিষেবার মাধ্যমে ব্রোকার্সদের নিজস্ব সার্ভার সেট আপ করার অনুমতি দেওয়া হয়। এর সাহায্যে তারা দ্রুত শেয়ার বাজারের গতিবিধি জানতে পারে। শুধু তাই নয়, এভাবে দ্রুত লাভও পাওয়া যায়। তদন্তে নেমে ইডি জানতে পারে, একাধিক ব্রোকার্স এই পরিষেবা ব্যবহার করে মোটা লাভের অঙ্ক ঘরে তুলেছেন।  

    ২০১৮ সাল থেকে সিবিআই দিল্লি-ভিত্তিক স্টক ব্রোকারের বিরুদ্ধে তদন্ত করছে। সেবি (SEBI)-এর রিপোর্টের পরে এনএসই-এর তৎকালীন শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে অফিসের অপব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসে। ২৫ ফেব্রুয়ারী, সিবিআই সেবির রিপোর্টের পরে এক্সচেঞ্জে কেলেঙ্কারির তদন্ত শুরু করে। এনএসই গ্রুপের প্রাক্তন অপারেটিং অফিসার আনন্দ সুব্রামানিয়ামকে গ্রেপ্তার করা হয় সেই সময়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Sheikh Hasina in India: চারদিনের সফরে ভারতে শেখ হাসিনা, মোদির সঙ্গে বৈঠকে নজরে জলবণ্টন

    Sheikh Hasina in India: চারদিনের সফরে ভারতে শেখ হাসিনা, মোদির সঙ্গে বৈঠকে নজরে জলবণ্টন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করতে চারদিনের ভারত সফরে এলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এই মুহূর্তে দুই দেশের মধ্যে আলোচনার মূল বিষয় হবে, সংযোগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ। হাসিনার এই সফরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu), উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করবেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হবে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। এছাড়া হাসিনা দিল্লি থাকার সময় তাঁর সঙ্গে ফোনালাপ সারবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। 

    আরও পড়ুন: আগামী সাত বছরেই বিশ্ব অর্থনীতিতে ৩ নম্বরে ভারত?

    এছাড়াও দুই প্রধানমন্ত্রীর আলোচনায় দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা এবং স্থিতিশীলতার বিষয়টিও উঠে আসবে। সূত্র মতে, শেখ হাসিনা ভারতের কাছ থেকে নেপাল ও ভুটানে খাদ্যসামগ্রী, নানা পণ্য পাঠানোর অনুমতি চাইতে পারেন। এই সফরেই শেখ হাসিনার আজমের যাওয়ার পরিকল্পনা রয়েছে। ২০১৯ সালের পর এটাই হবে হাসিনার প্রথম ভারত সফর। ২০২১ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ৫০ বছর পূর্ণ হয়েছে।   

    ভারত এবং বাংলাদেশ বহুক্ষেত্রে একই রকম। ভাষা, সংস্কৃতি, ইতিহাস, জলবায়ু দুই দেশেই অনেকটা এক। বাংলাদেশের স্বাধীনতা লাভে বড় ভূমিকা ছিল ভারতের। কিন্তু এই দুই দেশের সম্পর্কের ওঠানামাও চোখে পড়েছে বহুবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেষ বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে সম্পর্কের রসায়ন অনেকটাই উন্নত হয়েছিল। রাজনৈতিক, অর্থনৈতিক সংকট, সন্ত্রাসবাদ এসব বিষয়ে আলোচনা করতেই মূলত হাসিনার এই সফর। 

    আরও পড়ুন: ভারত সফর শুরুর আগেই মোদির ভূয়সী প্রশংসা হাসিনার গলায়, কেন জানেন?

    ৫৪টি নদী একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলে। এই নদীগুলোর মধ্যে গঙ্গা, তিস্তা, মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা, দুধকুমার ও কুশিয়ারা উল্লেখযোগ্য। জলবন্টন নিয়ে দুই দেশের মধ্যে ৩৫ বছর ধরে বিরোধ চলছে। আশা করা হচ্ছে, হাসিনার এই সফরে খানিকটা হলেও সেই সমস্যার সমাধান হবে। সম্প্রতি দুই দেশ জল ভাগাভাগি করতে সাতটি নদী চিহ্নিত করেছে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Medical Courses: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন 

    Medical Courses: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন 

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার প্রকাশিত হয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET UG) ইউজি, ২০২২-এর ফল। neet.nta.nic.in – এই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারেন পরীক্ষার্থীরা। এবারের NEET UG 2022 পরীক্ষায় মোট ১৮,৭২,৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ (NTA)। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে?

    আমাদের দেশের বেশির ভাগ ছাত্রছাত্রীরাই ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই স্কুল জীবন কাটিয়ে দেন। নিট পরীক্ষা দেনও মূলত সেই কথা ভেবেই। কিন্তু অনেকেই এমবিবিএস কোর্সের কাটঅফ নম্বর তুলতে পারেন না। তাহলে কী তাঁরা নিজেদের স্বপ্ন ভুলে যাবেন? সরিয়ে নেবেন নিজের মন চিকিৎসা বিজ্ঞান থেকে? না তার কোনও প্রয়োজন নেই। এমবিবিএস- এ সুযোগ না পেলেও আপনার জন্যে খোলা থাকছে চিকিৎসা বিজ্ঞানের আরও অনেক দিক। জেনে নিন সেগুলো কী কী?

    বিএএমএস: ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্সের শেষে পড়ুয়া ফার্মাসিস্ট, গাইনোকলজিস্ট, ডায়েটেশিয়ান, পঞ্চকর্মা প্র্যাক্টিশনার, শিক্ষক সব হতে পারবেন।

    আরও পড়ুন: নীট-ইউজির ‘অ্যান্সার কি’ প্রকাশ এনটিএ-র, দেখবেন কী করে?

    বিএইচএমএস: ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্সের শেষে আপনি হতে পারেন হোমিওপ্যাথিক ডাক্তার, পাবলিক হেলথ স্পেশ্যালিস্ট, ফার্মাসিস্ট, শিক্ষক।

    বিএনওয়াইএস: ব্যাচেলর অফ নেচারোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্স। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে আপনি হতে পারেন নেচারোপ্যাথি ফিজিশিয়ান, থেরাপিস্ট, হেলথ সুপারভাইজার, কনসালটান্ট, অ্যাক্যুপাংচার, নিউরো ফিজিওলজি এইসবকে জীবিকা করতে পারেন।

    বিইউএমএস: অ্যাব্রিভিয়েটেড ফর ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যা ন্ড সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে আপনি সায়েন্টিস্ট, কন্সলটান্ট, ফার্মাসিস্ট, থেরাপিস্ট, ড্রাগ ইন্সপেক্টর, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হতে পারেন।

    বিএসসি নার্সিং: ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। চার বছরের এই কোর্সে প্রার্থীরা স্টাফ নার্স, রেজিস্টর নার্স, নার্স এডুকেটর, মেডিক্যাল কোডার হতে পারবেন। 

    বিভিএসসি এবং এএইচ: ব্যাচেলর অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডরি। সাড়ে পাঁচ বছরের কোর্সে পশুর ডাক্তার হতে পারবেন। 

    বিডিএস: ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। সাড়ে পাঁচ বছরের এই কোর্স শেষে দন্ত চিকিৎসক এবং শিক্ষক হতে পারেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Prayagraj Viral Video: গঙ্গা বক্ষেই হুকায় সুখটান, সঙ্গে কাবাব, ভিডিও ভাইরাল হতেই মামলা দায়ের প্রয়াগরাজে 

    Prayagraj Viral Video: গঙ্গা বক্ষেই হুকায় সুখটান, সঙ্গে কাবাব, ভিডিও ভাইরাল হতেই মামলা দায়ের প্রয়াগরাজে 

    মাধ্যম নিউজ ডেস্ক: গঙ্গা বক্ষেই চলছে উল্লাস। নৌকায় (Boat) হচ্ছে হুক্কা পার্টি (Hookah party), উনুন জ্বালিয়ে সেঁকা হচ্ছে কাবাব (kebab)। সম্প্রতি এমনই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj)। ভিডিও ভাইরাল হতেই ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল (case filed) উত্তরপ্রদেশ (Uttarpradesh) পুলিশ।

    আরও পড়ুন: প্রকল্প ছিল কেন্দ্রের, রূপ দিয়েছিলেন তপতী গুহ-ঠাকুরতা, দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতির নেপথ্যে এঁরাই?

    প্রয়াগরাজে (Prayagraj) গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থল হিন্দুদের কাছে তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতিদিনই হাজার হাজার পুণ্যার্থীদের সমাগম হয় সেখানে। সেখানেই দেখা যায়, একটি নৌকায় চড়ে রীতিমতো ‘মোচ্ছব’ করছেন ৮ ব্যক্তি। কেউ কেউ ওই পবিত্র নদীর ওপর হুঁকো টানেন, মুরগির মাংসের কাবাবও খেতে দেখা যায় অনেককে। 
     

    ধর্মীয় স্থানে এমন ঘটনায় ধর্ম বিশ্বাসে আঘাতের অভিযোগে ওই ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এদের মধ্যে ২ জনের নাম ও পরিচয় জানা গিয়েছে। বাকি ৬ জনের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। যেই দুজনের পরিচয় জানা গিয়েছে তাঁদের পরিচয়ও নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে আনেনি পুলিশ। ঠিক কোন জায়গায় ভিডিওটি শ্যুট করা হয়েছিল, সেটা এখনও জানা যায়নি। দারাগঞ্জ এলাকায় গঙ্গার কোনও একটি ঘাটে ভিডিওটি শ্যুট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: দত্যাগ করছেন না হেমন্ত সোরেন! রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত জানাল ঝাড়খণ্ডের শাসকজোট      
     
    প্রয়াগরাজের পুলিশ প্রধান শৈলেশ পান্ডে এ বিষয়ে বলেন,”ভিডিওতে স্পষ্টই হুঁকো এবং আমিষ খাবার খেতে দেখা যাচ্ছে। আমরা খুব শিগগিরই সকলকে গ্রেফতার করার চেষ্টা করছি। তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • NCRB Report on Domestic Violence: গার্হস্থ্য হিংসার নিরিখে দেশে শীর্ষে বাংলা, বলছে এনসিআরবি রিপোর্ট 

    NCRB Report on Domestic Violence: গার্হস্থ্য হিংসার নিরিখে দেশে শীর্ষে বাংলা, বলছে এনসিআরবি রিপোর্ট 

    মাধ্যম নিউজ ডেস্ক: সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসার ঘটনা ঘটেছে বাংলাতেই। এমনটাই জানাল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট (NCRB Report 2021)। ২০২১ সালে এই রাজ্যেই শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে সবচেয়ে বেশি গার্হস্থ্য হিংসার (Domestic Violence) মামলা দায়ের করেছেন রাজ্যের মেয়েরা। গার্হস্থ্য হিংসার মামলায় দ্বিতীয় স্থানে রয়েছে যোগীরাজ্য উত্তর প্রদেশ। তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। 

    এর আগে ২০১৯ সালে এনসিআরবি ডেটার নিরিখে এই একই বিষয়ে পশ্চিমবঙ্গ (West Bengal) তৃতীয়স্থানে ছিল। দু বছরেই প্রথম স্থানে উত্থান। একবছরে বাংলায় ৪৯৮এ ধারায় ১৯ হাজার ৯৫২টি মামলা দায়ের হয়েছে। 

    আরও পড়ুন: ভারতে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, কী করে প্রতিহত করবেন?

    উত্তর প্রদেশে এই একই ধারায় এক বছরে মামলা দায়ের হয়েছে ১৮ হাজার ৩৭৫টি। রাজস্থানে এক বছরে গার্হস্থ্য হিংসার মামলার সংখ্যা ১৬ হাজার ৯৪৯টি। সবচেয়ে কম গার্হস্থ্য হিংসার ঘটনা ঘটেছে গোয়ায়। সেখানে গোটা বছরে মাত্র একটি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে। নাগাল্যান্ড এবং সিকিমে যথাক্রমে ২টি এবং ৩টি মামলা দায়ের হয়েছে।  

    সেই তুলনায় বাংলায় গার্হস্থ্য হিংসার এই পরিসংখ্যান দুশ্চিন্তায় ফেলেছে সংশ্লিষ্ট মহলকে। রিপোর্ট অনুযায়ী এই রাজ্যে প্রতি এক লক্ষ মহিলার মধ্যে ৪১.৫ জন পারিবারিক হিংসার শিকার হয়েছেন। যেখানে গোটা দেশে গার্হস্থ্য হিংসার গড় ২০.৫, সেখানে রাজ্যের গড় দ্বিগুণেরও বেশি। রাজ্যে পারিবারিক হিংসার গড় ৪১.৫। এই পরিসংখ্যানে অস্বস্তিতে রাজ্য প্রশাসনও। 

    আরও পড়ুন: ২০২১ সালে জঙ্গিদের থেকে মাওবাদীদের হাতে নিহত হয়েছেন বেশি পুলিশকর্মী, বলছে এনসিআরবি রিপোর্ট

    তবে দেশের অন্যান্য মহানগরগুলির তুলনায় কলকাতায় পারিবারিক হিংসার অভিযোগ অনেকটাই কম। তিলোত্তমায় ৮৪১টি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের হয়েছে। যেখানে দিল্লিতে ৪ হাজার ৬৭৪টি, হায়দ্রাবাদে ১ হাজার ৬৭৮টি, জয়পুরে ১২০০টি এবং লখনউ- এ ১ হাজার ১০১টি মামলা দায়ের হয়েছে। 

    এছাড়া মহিলাদের বিরুদ্ধে অপরাধের নিরিখেও প্রথম পাঁচ রাজ্যে নাম রয়েছে বাংলার। ২০২১ সালে এই রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৩৫,৮৮৪টি অভিযোগ দায়ের হয়েছে। যা ২০২০ সালের (৩৬,৪৩৯) থেকে সামান্য কম হলেও ২০১৯ সালের (২৯,৮৫৯) থেকে অনেকটাই বেশি। মহিলাদের বিরুদ্ধে সবথেকে বেশি অপরাধের ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে (৫৬,০৮৩)। এরপরেই রয়েছে রাজস্থান (৪০,৭৩৮), তারপরে রয়েছে মহারাষ্ট্র (৩৯,৫২৬)। আর এরপরেই পঞ্চম স্থানে রয়েছে বাংলা।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share