Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Twin Tower: টুইন টাওয়ার এলাকায় রাম মন্দির নির্মাণের প্রস্তাব এলাকাবাসীদের 

    Twin Tower: টুইন টাওয়ার এলাকায় রাম মন্দির নির্মাণের প্রস্তাব এলাকাবাসীদের 

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই শীর্ষ আদালতের নির্দেশে গুড়িয়ে দেওয়া হয়েছে নয়ডার গগনচুম্বী যমজ অট্টালিকা (Noida Twin Tower)। মাত্র ৯ সেকেন্ডেই ভেঙে দেওয়া হয় দুই অট্টালিকা। এরপর অনেকের মনেই প্রশ্ন জাগে ওই বিশাল জায়গা এখন তাহলে কী হবে? সম্প্রতি শোনা যাচ্ছে ওই এলাকায় রাম মন্দির (Ram Mandir) নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে মন্দিরের পাশের এলাকায় বাচ্চাদের খেলার পার্কও তৈরি হতে পারে বলে খবর রয়েছে।  

    সুপারটেকের আবর্জনা সরাতে ১০০০ ট্রাক! ৮০ হাজার টন ধ্বংসস্তূপ সাফ করাই চ্যালেঞ্জ

    টুইন টাওয়ার ভেঙে ফেলার পরে ওই জায়াগাটি কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে বৃহস্পতিবার একটি বৈঠকে বসেন ওই হাউজিংয়ের আবাসিকরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ফের নতুন করে আবাসন গড়ে তোলা হতে পারেসেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ফের আবাসন বানানো হবে ওই জায়গায়। তবে তার জন্যে প্রয়োজন আদালতের অনুমতি। তাই সেখানে একটি বিরাট মন্দির নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। মূলত রাম লালা এবং শিবের মূর্তি রাখা হবে সেই মন্দিরে। এছাড়া অন্যান্য দেব-দেবীর মূর্তিও রাখা হতে পারে। সে বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।   

    একটি বড় পার্ক তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে। এতে পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হবে। বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা থাকবে সেখানে। তাছাড়াও বয়স্ক মানুষ সবুজের মাঝে যেন কিছুটা সময় কাটাতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে। জানা গিয়েছে মন্দির এবং পার্ক তৈরির প্রস্তাবে সহমত হয়েছেন ওই এলাকাবাসী। যদিও এখনও জমির মালিকানা রয়েছে নির্মাণ সংস্থা সুপারটেকের হাতে। 

    আরও পড়ুন: মাত্র ৯ সেকেন্ডেই ধূলিসাৎ নয়ডার সেই টুইন টাওয়ার! 

    গত রবিবার বেলা আড়াইটের সময় প্রযুক্তির সাহায্যে মাত্র ৯ সে্কেন্ডের মধ্যে টুইন টাওয়ার ভেঙে (Tween Tower Demolition) ফেলা হয়। ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরকের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় ১০ বছর ধরে তৈরি করা ওই দুই অট্টালিকা। ভাঙতে কয়েক সেকেন্ড সময় লাগলেও ৮০০০০ টন ধ্বংসাবশেষ সরাতে সময় লাগবে তিন মাস। বেআইনি নির্মাণের অভিযোগে সুপ্রিম কোর্ট রায় দেয়, টুইন টাওয়ার ভেঙে সোসাইটির হাতে ওই জায়গার মালিকানা দিয়ে দিতে হবে। মালিকানার হস্তান্তরের প্রক্রিয়া কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে।   

    এলাকার বাসিন্দারা এ বিষয়ে বলেন, “আমরা অ্যাসোসিয়েশনের সঙ্গে আছি। আবারও কোনও আইনি যুদ্ধ লড়তে হলে আমরা প্রস্তুত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Serial Killer: ভোপালে সিরিয়াল কিলার আতঙ্ক, নেহাতই ‘বিখ্যাত’ হতে খুন, জানাল অভিযুক্ত

    Serial Killer: ভোপালে সিরিয়াল কিলার আতঙ্ক, নেহাতই ‘বিখ্যাত’ হতে খুন, জানাল অভিযুক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সিরিয়াল কিলার’ (Serial Killer) আতঙ্ক ঘুম কেড়েছে ভোপালবাসীর (Bhopal)। নিছক ‘বিখ্যাত’ (Famous) হওয়ার নেশায় পাথর দিয়ে থেঁতলে একের পর এক মানুষ খুন। পুলিশের হাতে ধরা পড়ে নিজেই এমনটা জানিয়েছে সাম্প্রতিক কালের ‘স্টোন ম্যান’ (Stone Man)। বয়স মাত্র ১৯ বছর। আর তাতেই খবরের শিরোনামে আসার নেশা পেয়ে বসেছিল তাকে। সে কারণেই এমন পথ বেছে নেয় ওই যুবক। 

    আরও পড়ুন: দুবছর পর ফের মধ্যপ্রদেশের জঙ্গলে দেখা গেল ‘ব্ল্যাক প্য়ান্থার’, ভাইরাল ভিডিও

    শুধুমাত্র নিরাপত্তারক্ষীদের খুঁজে খুঁজেই শিকার বানাত সে। তারপর কোদাল, হাতুড়ি, পাথর দিয়ে খুন করত নিরীহ মানুষগুলিকে। পুলিশ সূত্রে খবর, গত ৭২ ঘণ্টায় তিনজন নিরাপত্তারক্ষীকে খুন করেছে ওই অভিযুক্ত। মূলত নিরাপত্তারক্ষীরা যখন ঘুমিয়ে থাকতেন, তখনই তাঁদের ওপর আক্রমণ চালাত বলে জেরায় জানতে পেরেছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) পুলিশ। অভিযুক্তের ফোনের টাওয়ারের লোকেশন ট্র্যাক করে শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।  

    কেন নিরীহ মানুষকে খুন করত, এই প্রশ্ন করলে তার উত্তরে রীতিমতো হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত জানায় শুধুমাত্র ‘বিখ্যাত’ হতে চেয়েছিল সে। আর তাতেই একের পর এক নিরীহ মানুষের বলি।  

    অভিযুক্তের শেষ শিকার ছিলেন সাগর জেলার মঙ্গল আহিরবার। মঙ্গলবার রাতে তাঁর উপর হামলা চালায় ওই খুনি। বুধবার ভোপালের এক  হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ওই ব্যক্তির দেওয়া বয়ান এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছিল পুলিশ। মাথার দাম ঘোষণা করা হয়েছিল কুড়ি হাজার টাকা। কিন্তু অবশেষে পুলিশই উদ্যোগ নিয়ে পাকড়াও করে তাকে।

    আরও পড়ুন: র্ষণের অভিযোগে গ্রেফতার কংগ্রেসের হয়ে প্রচার করা ‘মির্চি বাবা’ 

    গত ২৮ অগাস্ট ৫০ বছরের কল্যাণ লোধী নামের এক ব্যক্তিকে প্রথম খুন করে ওই অভিযুক্ত। একটি কারখানায় নিরাপত্তারক্ষার কাজ করতেন তিনি। হাতুড়ি দিয়ে তাঁর মাথা থেঁতলানো হয়েছিল বলে জানিয়েছেন সাগর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিক্রম সিংহ কুশওয়া। অভিযুক্তের দ্বিতীয় শিকার ছিলেন বছর ষাটের শম্ভু নারায়ণ দুবে। আর্টস অ্যান্ড কমার্স কলেজে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন তিনি। তাঁর মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়। মে মাসে উত্তম রাজাক বলে এক ব্যক্তিকে খুন করে সে। একটি ওভারব্রিজ কন্সট্রাকশন সাইটে নিরপত্তারক্ষীর কাজ করতেন তিনি। 

    পুলিশ আপাতত চারটি খুনের খোঁজ পেলেও, অভিযুক্ত নিজেই দাবি করেছে সে মোট ছয় জনকে খুন করেছে। এই বাকি দুজন কে, এখন তারই সন্ধান চালাচ্ছে পুলিশ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • NEET UG Result 2022: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে?

    NEET UG Result 2022: আজই প্রকাশিত হবে নিট-ইউজি- র ফল, দেখবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই প্রকাশিত হতে চলেছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) ইউজি, ২০২২-এর ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ফলাফল প্রকাশের তারিখ এবং সময় ঘোষণা করেছে। এনটিএ-র সময়সূচী অনুসারে, নিট ইউজি ২০২২-এর স্কোর কার্ডগুলি ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। neet.nta.nic.in – এই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। উত্তরপত্র আজই প্রকাশ করা হবে। ফলাফলের পাশাপাশি, রেজাল্ট প্রকাশের পর ক্যাটাগরি ভিত্তিক কাট অফও জানা যাবে। বুধবার থেকেই মিলবে রেজাল্ট ডাউনলোডের সুযোগও।    

    আরও পড়ুন: নীট-ইউজির ‘অ্যান্সার কি’ প্রকাশ এনটিএ-র, দেখবেন কী করে?  

    স্কোরকার্ডে প্রার্থীর ব্যক্তিগত বিবরণ, বিষয়ভিত্তিক স্কোর, মোট স্কোর, অল ইন্ডিয়া কোটা (AIQ) র‌্যাঙ্ক এবং শতাংশের উল্লেখও থাকবে। এবারের NEET UG 2022 পরীক্ষায় মোট ১৮,৭২,৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের ১৭ জুলাই দেশজুড়ে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ভারতের ৪৯৭টি শহরে এবং বিদেশের ১৪টি শহরে ৩,৫৭০টি কেন্দ্র জুড়ে অনুষ্ঠিত হয়।

    ৩১ অগস্ট, সমস্ত কোডের জন্য আন্সার কি প্রকাশ করেছিল এনটিএ। উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে প্রার্থীদের ২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। অস্থায়ী আন্সার কি সহ, এনটিএ প্রার্থীদের নিট ওএমআর শিটও প্রকাশ করা হয়। নিট আন্সার কি এবং ওএমআর উত্তরপত্র ব্যবহার করে, প্রার্থীরা তাদের আনুমানিক স্কোর গণনা করতে পেরেছেন। নিট ২০২২ এর ফলাফল ঘোষণার কয়েক ঘন্টা আগে এনটিএ চূড়ান্ত উত্তর কি প্রকাশ করবে। 

    আরও পড়ুন: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত

    এই বছর থেকে, টাই-ব্রেকিং হিসাব সরিয়ে নিয়েছে এনটিএ। তার মানে, দুই ছাত্রের মধ্যে টাই হলে, জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার সমাধান করবে। যদি পদ্ধতি অব্যাহত থাকলে, রসায়নে বেশি নম্বর পাওয়া শিক্ষার্থী অগ্রাধিকার পাবে এবং এরপরে থাকবে কম ভুল উত্তর লেখা প্রার্থী।   

    যে প্রার্থীরা ডাক্তারি কোর্সে ভর্তির জন্য নিট-এর লিখিত প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা তাদের আবেদন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে অফিসিয়াল লিঙ্কগুলির মাধ্যমে তাদের নিট ইউজি ২০২২-এর ফলাফল দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারেন।    

  • Indian Spy Kuldeep Yadav: দেশ কোনও সাহায্য করেনি, ৩২ বছর পর পাকিস্তান জেল থেকে ফিরে জানালেন ভারতীয় গুপ্তচর

    Indian Spy Kuldeep Yadav: দেশ কোনও সাহায্য করেনি, ৩২ বছর পর পাকিস্তান জেল থেকে ফিরে জানালেন ভারতীয় গুপ্তচর

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩২ বছর পরে নিজের বাড়ি চাঁদখেড়ায় প্রিয়জনদের কাছে ফিরলেন ভারতীয় গুপ্তচর (Indian Spy) কুলদীপ যাদব (Kuldeep Yadav)। মাঝে কেটে গিয়েছে বহু সময়। পুরো সময়টাই কেটেছে পাকিস্তানি জেলে (Pakistan Jail)। ২৭ বছরের ঝকঝকে যে তরুণ বাড়ি থেকে একদিন বেরিয়েছিল সে আজ ফিরে এল ৫৯ বছরের প্রৌঢ় হয়ে। পাঞ্জাবীর নীচের জীর্ণ শরীরই বলে দেয় এই কয়েক বছরের গল্প। হৃদরোগ, টিবি, যক্ষ্মার মতো মারণ রোগ শরীরে বাসা বেঁধেছে। যে দেশের জন্যে এত কিছু সেই দেশই খোঁজ নেয়নি এত বছরে। দেশের কোনও প্রতিনিধি একটি বারের জন্যে দেখাও করতে যায়নি। এমনটাই দাবি কুলদীপ যাদবের।

    আরও পড়ুন: পাকিস্তানে এফএটিএফের প্রতিনিধি দল, ধূসর তালিকা থেকে বের হবে কি শরিফের দেশ?

    তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে কেউ কখনও দেখা করতে আসেনি। আমি যখন গুপ্তচর হিসেবে পাকিস্তানে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল মাত্র ২৭ বছর। যে দেশের জন্যে সারাটা জীবন উৎসর্গ করে দিলাম, সেই দেশ আমাকে আমার যোগ্য সম্মান ফিরিয়ে দিল না। কিছুই পাইনি আমি।” 

    ১৯৯১ সালের ১৫ মার্চ কুলদীপকে পাকিস্তানে চর হিসেবে পাঠায় ভারত সরকার। ১৯৯৪ সালের ২২ জুন ওকারা জেলা থেকে গ্রেফতার হন তিনি। সাজা শেষে ২২ অগাস্ট বাড়ি ফিরেছেন তিনি। নিজের লোকেদের কাছে। আপাতত একটাই দাবি, অর্থনৈতিক সুরক্ষা। কুলদীপ বলেন, “আমি এখন আমার ভাই দিলিপ এবং বোন রেখার ওপর নির্ভরশীল। আমার সম্বর্ধনা, অবসরকালীন ভাতা প্রাপ্য। ঠিক যেমনটা সেনা কর্মীরা পেয়ে থাকেন।”

    আরও পড়ুন: বদলার ম্যাচ পাকিস্তানের! জিতে ফাইনালে যাওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার

    তিনি আরও বলেন, “সম্মানের সঙ্গে বাঁচার জন্যে এই মুহূর্তে আমার একটি বাড়ি এবং কিছুটা আর্থিক সাহায্য প্রয়োজন।”

    কুলদীপের ভাই-বোন স্মৃতিচারণ করে বলেন, “কুলদীপ ১৯৯১ সালে একদিন হঠাৎ হারিয়ে যান। বাবা অনেক খোঁজার চেষ্টা করেন। তাঁর সন্ধানে অল্লাশি অভিযান করার আবেদন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করারও চেষ্টা করেন। কোনও লাভ হয়নি।”

    কুলদীপ বলেন, “তিন বছরের কোর্ট মার্শালের পরে আমাকে যখন জেলে স্থান্তরিত করা হয়, তখন বাড়িতে চিঠি লিখেছিলাম। সেই প্রথম বাড়ির লোক জানতে পেরেছিল, আমি বেঁচে আছি।”

    দিলিপ বলেন, “আমরা একই সঙ্গে খুশিও ছিলাম, আবার দুঃখিতও ছিলাম। আমরা জানতে পারি কুলদীপ বেঁচে আছে, তবে পাকিস্তানের জেলে।”

    কুলদীপ আরও বলেন, “আমি কখনও আমার মিশনের বিষয়ে আমার পরিবারকে বলিনি। দেশ সেবার উন্মাদনা ছিল আমার মধ্যে। এই জন্যে সরকারি চাকরির পরীক্ষাও দিতাম আমি। এমন সময় দেশের হয়ে কাজ করার সুযোগ পাই আমি। লুফে নিই সেই প্রস্তাব। কিন্তু শেষটা ভালো হল না। 

    পাকিস্তান সম্পর্কে বলতে গিয়ে কুলদীপ বলেন, “পাকিস্তানিরা অনেকেই ভারতীয়দের মতো। আমার অনেকের সঙ্গেই জেলে ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Canada: কানাডায় ছুরি হামলা, মৃত ১০, আহত কমপক্ষে ১৫

    Canada: কানাডায় ছুরি হামলা, মৃত ১০, আহত কমপক্ষে ১৫

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডার (Canada) সাস্কাচেওয়ানে (Saskatchewan) আচমকা ছুরি হামলায় (Stabbings) প্রাণ হারিয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। অভিযুক্তরা এখনও অধরা। রবিবার সাস্কাচেওয়ানের জেমস স্মিথ ক্রি নেশনের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে আততায়ীরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) এবং মাইলস স্যান্ডারসন (৩০) এই দুজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। জানা গিয়েছে, দুজনেরই  চুলের রং কালো এবং বাদামী চোখ। দুই অভিযুক্তই একটি কালো রঙের নিসান গাড়িতে করে এসেছিল। রবিবার স্থানীয় সময় ৮টা ২০ মিনিটে প্রথম জায়গায় হামলা চলে। পুরো এলাকায় পুলিশি সতর্কতা বাড়িয়েছে প্রশাসন। 

    আরও পড়ুন: কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, যাবেন নাকি?

    রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) সাস্কাচেওয়ানের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর (Rhonda Blackmore) জানিয়েছেন, ওই দুই সন্দেহভাজন কিছু নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায়। বাকিরা তাদের পথে চলে আসায় হামলার শিকার হন। তিনি আরও বলেন, “হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ভয়ঙ্কর। পুলিশ সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।”  

    পুলিশের দাবি, সন্দেহভাজনদের শেষ সাস্কাচেওয়ানের রাজধানী রেজিনাতে দেখা গিয়েছিল। কিন্তু তারপরে আর তাদের খোঁজ পাওয়া যায়নি। 

    আরসিএমপি ট্যুইট করে সাধারণ মানুষকে সতর্ক করেছে। ট্যুইটে লেখা হয়, “রেজিনা এলাকায় সতর্ক থাকুন। নিরাপদ স্থান থেকে বের হবেন না। সন্দেহভাজনদের থেকে দূরত্ব বজায় রাখুন। অপরিচিত কাউকে গাড়িতে লিফট দেবেন না। সন্দেহভাজনদের সম্পর্কে কোনও খোঁজ পেলে অবিলম্বে পুলিশকে জানান।” 

    আরও পড়ুন: ফের ভাঙা হল গান্ধীজির মূর্তি, তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের 

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ট্যুইটে লেখেন, “সাস্কাচেওয়ানে আজকের হামলা ভয়াবহ এবং হৃদয়বিদারক। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন বা যারা এই হামলায় আহত হয়েছেন তাদের কথা ভাবছি। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করছি।”  

     


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cervical Cancer Vaccine: জরায়ুমুখের ক্যানসারের টিকা নিয়ে হাজির সিরাম, আজ থেকে শুরু হচ্ছে ট্রায়াল 

    Cervical Cancer Vaccine: জরায়ুমুখের ক্যানসারের টিকা নিয়ে হাজির সিরাম, আজ থেকে শুরু হচ্ছে ট্রায়াল 

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসা শাস্ত্রে সাফল্যের মুখ দেখল ভারত। চিকিৎসা বিজ্ঞানের একটি বড় বড় অবদান রাখল দেশ। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) এবং ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (DBT) জরায়ুমুখের ক্যানসারের বিরুদ্ধে ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি কোয়াড্রিভালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন (QHPV) লঞ্চ করছে আজ। বৃহস্পতিবার এই বহুল প্রতীক্ষিত ভ্যাকসিনটির উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।  

    আরও পড়ুন: সব জানতেন অভিনেত্রী! চার্জশিটে দাবি ইডি-র, তছরুপকাণ্ডে আরও অস্বস্তিতে জ্যাকলিন 

    ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI) কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারপারসন ডাঃ এন কে অরোরা এ বিষয়ে বলেন, “ভারতে তৈরি এই ভ্যাকসিনের লঞ্চ এক গৌরবময় অভিজ্ঞতা। এটা ভেবেই ভালো লাগছে যে, এখন আমাদের দেশের মেয়েরা এই টিকা নিতে পারবেন।” তিনি আরও বলেন, “এই ভ্যাকসিন চালু হওয়ার সঙ্গে সঙ্গে এটি এখন দেশেও সহজলভ্য হবে। আশা করা যায় এই টিকা চালু হওয়ার পর সরকার শীঘ্রই ৯-১৪ বছর বয়সী মেয়েদের টিকা দেওয়ার প্রক্রিয়া চালু করবে।”

    আরও পড়ুন: মাছ-মাংস-ডিমের চেয়েও বেশি উপকারী সয়াবিন, জানেন কেন? 
      
    ডাঃ অরোরা আরও বলেন, “এই টিকা জরায়ুর ক্যানসার (Cervical Cancer) প্রতিরোধ করে। ৮৫ শতাংশ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে টিকার অভাবে জরায়ুর ক্যানসারের সম্ভবনা বেড়ে যেত। কিন্তু এখন আর তা হবে না। যদি ছোট বাচ্চাদের এবং মেয়েদের আগেই এই টিকা দিয়ে দেওয়া যায়, তাহলে তারা সংক্রমণ থেকে নিরাপদ থাকবে এবং এর ফলে তাদের পরবর্তী ৩০ বছর ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভবনা কমবে। এই টিকা আবিষ্কারের ফলে ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশগুলিও উপকৃত হবে।”

    বিশেষজ্ঞদের মতে, এই ক্যানসার অন্যান্য ক্যানসারের থেকে অনেকটাই আলাদা। কারা এই রোগে ভবিষ্যতে আক্রান্ত হতে পারেন, তা আগে থেকেই বোঝা সম্ভব। এইচপিভি ভাইরাস শরীরে প্রবেশের প্রায় ১৫ থেকে ২০ বছর পর শরীরে দেখা দেয় এই ক্যানসার। ফলে সচেতন থাকলে এই ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। টিকার মাধ্যমে এই রোগ হওয়া আটকানো যায়। তবে যৌন সংসর্গ শুরুর আগেই নারীদের এই টিকা নিয়ে নিতে হয়।  

    এত দিন সারভাইক্যাল ক্যানসারের টিকা হিসেবে পাওয়া যেত গার্ডাসিল ও সার্ভারিক্স। ওই দুই টিকাই আনতে হতে বিদেশ থেকে। এ বার জরায়ুমুখের ক্যানসারের টিকা মিলবে দেশেই। 
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট এবং বলিউড, এই সম্পর্ক যেন চিরকালীন। আরও এক নতুন বলিউড-ক্রিকেট জুটি পেতে চলেছে বিনোদন জগৎ। এই নতুন জুটি সারা আলি খান (Sara Ali Khan) ও শুভমন গিল (Shubman Gill)। সম্প্রতি সারা আলি খান এবং ক্রিকেটার শুভমন গিলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে।  

    আরও পড়ুন: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    এক ভক্ত যুগলকে একসঙ্গে রেস্তোরাঁয় এক সঙ্গে নৈশভোজ সারতে দেখেই তাঁদের ভিডিও টিকটকে শেয়ার করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সারাকে গোলাপি পোশাকে এবং শুভমনকে সাদা-সবুজ শার্টে দেখা গিয়েছে। 

    আরও পড়ুন: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার…  

    এই ভিডিও দেখার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। অনেকেই এই নতুন যুগলকে দেখে খুশি হয়েছেন। অনেকেই আবার শুভমানকে আরেক সারার কথা মনে করিয়েছেন। কিছুদিন আগেই মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে শুভমনের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে সইফ কন্যার সঙ্গে তাঁকে দেখে অনেকেই মনে করছেন দুজনের সম্প্রতি ব্রেক আপ হয়ে গিয়েছে। সারা এবং শুভমন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এই সমস্ত আলোচনার মধ্যে, সারা আলি খানের সঙ্গে শুভমনের উপস্থিতি শোবিজ ইন্ডাস্ট্রিতে একটি আলোচিত বিষয়। যদিও ডেট করার খবরে সারা ও শুভমনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   

    এই ত্রয়ীকে নিয়ে মজায় মেতেছেন নেট নাগরিকরা। 

     

     

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • Avijit Sen: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন

    Avijit Sen: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন (Avijit Sen)। মৃত্যুকালে ৭২ বছর বয়স হয়েছিল তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সোমবার রাত ১১ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অর্থনীতিবিদের ভাই প্রণব সেন বলেন, “রাত ১১টা নাগাদ দাদার হার্ট অ্যাটাক হয় ৷ আমরা তাঁকে নিয়ে হাসপাতালে ছুটে যাই ৷ কিন্তু সেখানে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গিয়েছে ৷”  

    আরও পড়ুন: ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার
     
    অর্থনীতিবিদ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করেছেন অভিজিৎ সেন। তিনি বিভিন্ন সময়ে ছিলেন প্ল্যানিং কমিশনের সদস্য, জাতীয় পরিসংখ্যান কমিশনের চেয়ারম্যান এবং ভারতের প্রধান পরিসংখ্যানবিদ। ‘কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস’ -এর একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন।  

    ১৯৫০ সালের ১৮ নভেম্বর জামশেদপুরে জন্মগ্রহণ করেন অভিজিৎ সেন। দিল্লির সর্দার প্যাটেল বিদ্যালয়ে স্কুল জীবন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজে ফিজিক্স অনার্স পড়েন। ১৯৮১ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি করেন। তাঁর গবেষণাপত্রের বিষয় ছিল, “ভারতের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষি প্রতিবন্ধকতা”। তিনি ১৯৮৫ সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও পরিকল্পনা বিভাগে যোগ দেন। 

    আরও পড়ুন: স্বস্তিতে সরকার! রাফাল চুক্তি নিয়ে নতুন মামলার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট  

    এক রিপোর্টে তিনি সুপারিশ করেছিলেন, কৃষি খরচ ও মূল্য কমিশনকে (CACP) ক্ষমতাপ্রাপ্ত সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে গড়ে  তোলা হবে। যে সংস্থা কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করবে। প্রসঙ্গত সেই সময় এই নীতি, সরকার মেনে নিতে বাধ্যও হয়। উৎপাদনের ক্ষেত্রে যাকে বলা হয় C2 খরচ, সেই মূল্য নির্ধারণ করার কথাই এই কমিটির মাধ্যমে সুপারিশ করা হয়েছিল।  

    পরে এম এস স্বামীনাথনের নেতৃত্বাধীন কৃষকদের জাতীয় কমিশন, ২০০৬ সালের এপ্রিলে চূড়ান্ত প্রতিবেদনে সুপারিশ করে যে, ফসলের এমএসপিগুলি ‘C2’ খরচের চেয়ে কমপক্ষে ৫০ শতাংশ বেশি হবে। অভিজিৎ সেন কমিটি অবশ্য প্রস্তাব করেছিল বিশেষ কিছু অঞ্চলেই ব্যাপক ‘C2’ খরচ বিবেচনা করা হবে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kerala NEET innerwear row: অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছিল, সেই ছাত্রীদের ফের নীট পরীক্ষায় বসার সুযোগ দিল এনটিএ 

    Kerala NEET innerwear row: অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছিল, সেই ছাত্রীদের ফের নীট পরীক্ষায় বসার সুযোগ দিল এনটিএ 

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর নীট পরীক্ষার (NEET 2022) সময় বিতর্কে উত্তাল হয় কেরল (Kerala)। পরীক্ষার্থীদের অন্তর্বাস (Innerwear) খুলতে বাধ্য করার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে বিতর্ক দেখা দেয়। রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় মন্ত্রকে অভিযোগও জানানো হয়েছিল। এবার সেই ঘটনায় নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন সেই ছাত্রীরা।  আগামী ৪ সেপ্টেম্বর অভিযোগকারী পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফে। ইতিমধ্যে ওই পরীক্ষার্থীদের মেলও পাঠানো হয়েছে। 

    আরও পড়ুন: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত আরও পড়ুন: ১১ সেপ্টেম্বর জেইই অ্যাডভান্সডের ফল প্রকাশ করবে আইআইটি বম্বে, জানুন বিস্তারিত

    চলতি বছর জুলাই মাসে কেরলের কোত্তারাকারা থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। সেখানে ওই ব্যক্তি জানান, ন্যাশনাল এলিজিবিটি এন্ট্রান্স টেস্টের জন্য পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তাঁর মেয়ে সহ বেশ কয়েকজন ছাত্রীকে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল। তাদের তরফে প্রথমে বলা হয়, ইমেল মারফৎ পরীক্ষায় বসার জন্য পোশাকবিধির কথা স্পষ্ট করা হয়েছিল। কিন্তু তারপরেও ওই ছাত্রী পোশাক বিধি মেনে চলেনি। মেটাল ডিরেক্টরে ধাতব অস্তিত্ব ধরা পড়ে। যদিও পরে জানা যায় অন্তর্বাসের হুক মেটাল ডিরেক্টরে চিহ্নিত হয়েছিল। পরীক্ষা পরিচালনকারী সংস্থা নিরাপত্তার আশঙ্কা করে ওই ছাত্রীদের অন্তর্বাস খুলতে বাধ্য করে। শুধু তাই নয়, পরীক্ষা শেষ হওয়ার পর বেরনোর সময় তাঁদের অন্তর্বাস পরার সুযোগও দেওয়া হয়নি, হাতে নিয়েই বেরিয়ে যেতে হয়। কেরলের কোল্লাম জেলায় ছিল এই পরীক্ষা কেন্দ্রটি। ওই পরীক্ষার্থীদের দাবি ছিল, অন্তর্বাস খুলে পরীক্ষা দিতে বাধ্য করায় অস্বস্থিতে পড়তে হয়েছিল তাঁদের। মন দিয়ে পরীক্ষা দিতে পারেননি তাঁরা। 

    আরও পড়ুন: পড়ুয়ারা পড়বে দেশের সেনা জওয়ানদের বীরত্বের কাহিনী, জানালেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

    ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা অনুসারে মহিলাদের শালীনতা ক্ষুন্ন করার উদ্দেশে আক্রমণ বা বলপ্রয়োগ, ৫০৯ ধারা অনুসারে মহিলাদের অপশব্দপ্রয়োগ বা অঙ্গভঙ্গি -এর অভিযোগে মামলা দায়ের করা হয়। ঘটনায় সাত জনকে গ্রেফতার করে কেরল পুলিশ। তার মধ্যে পরীক্ষাকেন্দ্র কলেজের দুই কর্মী ও নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার তিন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। পরে প্রত্যেকেই জামিন পেয়ে যান। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। ব্যাপক সমালোচনার মুখে পড়ে এনটিএ।  

    ঘটনায় তৎপর হয় জাতীয় মহিলা কমিশন ও শিশু সুরক্ষা কমিশনও। কমিশনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে কমিটি গঠন করে পুরো ঘটনার তদন্ত করা হয়। তদন্ত শেষে এবার পরীক্ষার ব্যবস্থা করল এনটিএ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Anubrata Mondal: গরুপাচার মামলায় এবার সিবিআই- এর হাতে গ্রেফতার অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর

    Anubrata Mondal: গরুপাচার মামলায় এবার সিবিআই- এর হাতে গ্রেফতার অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর

    মাধ্যম নিউজ ডেস্ক: গরুপাচার মামলায় আরও এক কেষ্ট-ঘনিষ্ঠকে গ্রেফতার করল সিবিআই। এদিন সকালে বোলপুরের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রায় দু ঘণ্টা তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এই বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মনু অনুব্রতর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত। আয়-ব্যয় সংক্রান্ত নথি যাচাই করে, দু ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় তাঁকে। আয়-ব্যয় সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য নিয়ে যাওয়া হয় কনসালট্যান্টের অফিসে।

    বোলপুরে একসঙ্গে ৪ জায়গায় হানা দিয়েছে সিবিআই। তৃণমূল কাউন্সিলরের বাড়ি ছাড়াও তৃণমূল কর্মী সুদীপ রায় ও অনুব্রত-ঘনিষ্ঠ সুজিত দে- র বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম। সেই কারণেই এই অভিযান। একইসঙ্গে তল্লাশি চলছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির বোলপুরের বাড়িতে।

    আরও পড়ুন: পারলে আমাকে জেলে ভরো…মমতার মন্তব্যের প্রতিক্রিয়ায় কী বললেন নাড্ডা?

    সিবিআই গোয়েন্দাদের দাবি, অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির নথি গোয়েন্দাদের হাতে এসেছে। অনুব্রতর একার নামেই ২৪টি সম্পত্তির হদিশ মিলেছে। এছাড়া অনুব্রত-কন্যা সুকন্যার নামে ২৬টি সম্পত্তির নথি পেয়েছেন গোয়েন্দারা। অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডলের নামেও ১২টি সম্পত্তি রয়েছে। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নামে ৪৭টি সম্পত্তি রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের নামে রয়েছে ৩২টি সম্পত্তি! বিদ্যুতের স্ত্রী মহুয়া গায়েনের নামে ২টি জায়গায় সম্পত্তি রয়েছে। অনুব্রত-ঘনিষ্ঠ কমলকান্তি ঘোষ ও তাঁর পরিবারের নামে ১৮টি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন সিবিআই গোয়েন্দারা।   

    আরও পড়ুন: অনুব্রত মামলায় বিচারককে হুমকি চিঠি-কাণ্ডে ধৃত আইনজীবী! আটক তাঁর সহকারীও 

    মঙ্গলবার আসানসোলে অনুব্রতকে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত-ঘনিষ্ঠদের এত বিপুল সম্পত্তির উৎস কী, তার সন্ধানে রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকেও সংশোধানাগারে জেরা করেন সিবিআই গোয়েন্দারা। তার পর দিনই কেষ্ট-ঘনিষ্ঠদের বাড়িতে হানা দেয় সিবিআই।       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share