Author: user

  • Remal Cyclone: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! বাংলায় প্রস্তুত ১৪টি এনডিআরএফের টিম

    Remal Cyclone: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! বাংলায় প্রস্তুত ১৪টি এনডিআরএফের টিম

    মাধ্যম নিউজ ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Remal Cyclone)! বাংলায় প্রস্তুত করা হয়েছে ১৪ টি বিপর্যয় মোকাবেলা টিম। ঠিক এমনটাই জানালেন বিপর্যয় মোকাবেলা বাহিনীর পূর্ব ক্ষেত্রের কমান্ডার। ইতিমধ্যে দুপুর থেকেই বৃষ্টি পড়ছে কলকাতায়। সমুদ্র উপকূলবর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ইতিমধ্যে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বইতে শুরু করেছে। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে।

    সুন্দরবন এলাকায় মানুষজন নিরাপদ জায়গায় আশ্রয় নিতে শুরু করেছেন। জিনিসপত্র, গরু, বাছুর, ছাগল, মোষ, হাঁস, মুরগী নিয়ে নিকটবর্তী ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। তবে এই ঝড়ের আতঙ্কে পরিস্থিতি অত্যন্ত সঙ্কট বলে মনে করছেন সাধারণ মানুষ।

    কী জানিয়েছন এনডিআরএফের কমান্ডার (Remal Cyclone)?

    রাজ্যের বঙ্গোপসাগরের তৈরি গভীর নিম্নচাপ এখন রেমাল (Remal Cyclone) নাম নিয়ে সুন্দরবন সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে। বিপর্যয়ের মোকাবেলায় ইতিমধ্যে এনডিআরএফের বাহিনী নেমে পড়েছে। এনডিআরএফের পূর্বক্ষেত্রের কমান্ডার গুরমিন্দর সিং জানিয়েছেন, “আজ মধ্য রাতের মধ্যে রেমাল সমুদ্রউপকূলের ভূখণ্ডের উপর আছড়ে পড়বে। আইএমডির সর্তকবার্তা অনুযায়ী ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় জানা গিয়েছে ১২০-১৩০ কিমি হবে। ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। ব্যাপক ভাবে ঝড় বৃষ্টি হবে। তবে সুপার সাইক্লোন বা আমফানের মতো হবে না। দুর্গত মানুষদের ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।”

    আরও পড়ুনঃভোট আবহে পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ তুলে ধর্নায় বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    আর কী বললেন?

    এনডিআরএফের কমান্ডার এই প্রসঙ্গে আরও বলেন, “রাত ১২টা নাগাদ আছড়ে পড়বে রেমাল (Remal Cyclone)। কাঁচা বাঁধ রয়েছে এমন এলাকায় ১৪টি এনডিআরএফের টিম মোয়াতেন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ২টি করে টিম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, একটি করে হাওড়া ও হুগলিতে টিম রাখা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, সুন্দরবনের সাগর সংগলগ্ন এলাকার বেশকিছু অংশে এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। আমরা জায়গায় জায়গায় মাইকিং করেছি। এলাকার বিপন্ন মানুষদের দ্রুত সরানো হবে শিবিরে। সেই সঙ্গে বলা হয়েছে যাঁদের বাড়ি কাঁচা তাঁরা যেন দ্রুত পাকা বাড়িতে আশ্রয় নেন। ত্রিপল, দড়ি সহ নানা সরঞ্জামের আয়োজন করা হয়েছে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Voice Changing App: প্রযুক্তিকে কাজে লাগিয়ে ৭ জন ছাত্রীকে ধর্ষণ, তদন্তে পুলিশ

    Voice Changing App: প্রযুক্তিকে কাজে লাগিয়ে ৭ জন ছাত্রীকে ধর্ষণ, তদন্তে পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রযুক্তি কখনও আশীর্বাদ, আবার কখনও অভিশাপ। প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপরাধ করার আরও একটি নৃশংস ঘটনা সামনে এসেছে মধ্যপ্রদেশে। মোবাইল অ্যাপের মাধ্যমে গলার স্বর (Voice Changing App) বদলে নিজেকে শিক্ষিকা পরিচয় দিয়ে সাতজন ছাত্রীকে ধর্ষণ করার হাড়হিম করে ঘটনা সামনে এসেছে। অভিযুক্ত ব্রজেশ প্রজাপতি ও তাঁর তিন সাগরেদ সন্দীপ প্রজাপতি, রাহুল প্রজাপতি এবং লভকুশ প্রজাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

    প্রযুক্তির মাধ্যমে ফাঁদে ফেলা হয় ছাত্রীদের (Voice Changing App)

    জানা গিয়েছে ব্রজেশ ভয়েস চেঞ্জিং অ্যাপের ব্যবহার করত। মূলত কলেজ ও হাইস্কুলের ছাত্রীদের টার্গেত করত। গলার স্বর বদলে নিজেকে কলেজের শিক্ষিকা পরিচয় দিয়ে ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার লোভ দেখিয়ে একটি বাড়িতে নিয়ে গিয়ে সাঙ্গপাঙ্গ সহ ধর্ষণ চালাত। এভাবে সে সাত জন ছাত্রীকে ধর্ষণ করেছে বলে জানা গেছে। মধ্যপ্রদেশের সিধি জেলায় এই নৃশংস ঘটনা ঘটেছে। নির্জন জায়গায় ছাত্রীদের ডেকে ওই অভিযুক্ত সেখান থেকে মোটরবাইকে করে শিক্ষিকার বাড়িতে নিয়ে আসার গল্প ফেঁদে ছাত্রীদের নিজের গোপন ঠিকানায় নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালাত।

    মাথায় হেলমেট ও হাতে গ্লাভস পড়ে থাকত অভিযুক্ত

    জানা গিয়েছে অপকর্ম করার দিন ওই যুবক হেলমেট এবং গ্লাভস পড়ে থাকত। কারখানায় কাজ করার সময় বহু আগে ওই যুবকের হাত পুড়ে যায়। তারপর থেকে সে সবসময় গ্লাভস পড়ে থাকত। এই ঘটনায় মূল অভিযুক্ত বৃজেশ প্রজাপতি ছাড়াও আরও তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। মাঝৌলি থানার ইনচার্জ এবং সিটের সদস্য দীপক বাঘেল জানিয়েছেন, ৪ আদিবাসী মহিলা ছাড়াও আরও তিনজনকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

    আরও পড়ুন : রাজস্থানে তাপমাত্রার হাফ সেঞ্চুরি! ৭২ ঘন্টায় তাপের বলি ২৫ জন

    মোট সাতজন নিগৃহীতার বয়ান রেকর্ড করবে পুলিশ। যে বাড়িতে ছাত্রীদের ডেকে নিয়ে গিয়ে অপরাধ করা হত সেই বাড়িটি বুলডোজার দিয়ে ইতিমধ্যেই গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আরও জানা গেছে এক নিগৃহীতা পুলিশকে ফোন করে তাঁর সঙ্গে গলার স্বর বদলে (Voice Changing App)  ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে কীভাবে নিপীড়ন চালানো হয়েছে তা জানায়। এরপরই পুলিশ অ্যাকশনে নামে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: রাজস্থানে তাপমাত্রার হাফ সেঞ্চুরি! ৭২ ঘন্টায় তাপের বলি ২৫ জন

    Weather Update: রাজস্থানে তাপমাত্রার হাফ সেঞ্চুরি! ৭২ ঘন্টায় তাপের বলি ২৫ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় ঝড়-বৃষ্টি হলেও জ্বালাপোড়া গরমে কুপোকাৎ রাজস্থানের মানুষ। রাজস্থান ছারাও পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে তীব্র দহন জ্বালার জেরে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার রাজস্থানের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। তীব্র তাপপ্রবাহে হিপস্ট্রোকে গত ৭২ ঘন্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ।  

    রাজস্থান জুড়ে লাল সতর্কতা (Weather Update)

    সোমবার পর্যন্ত রাজস্থানের ১৩ টি জেলায় লাল সতর্কতা (Weather Update) জারি করেছে প্রশাসন। রাজস্থানের আলওয়ার, বারান, কোটা, বাড়মের, বিকানের, হনুমানগড়, পালি, যোধপুর নাগৌর, জয়সলমের, এবং শ্রী গঙ্গানগর এলাকায় ১০ পর এবং বিকেল ৪টের আগে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।আবহাওয়া দফতর সূত্রের খবর ২০১৬ সালের ১৯ মে রাজস্থানের ফলোদি-তে তাপমাত্রা ৫১ ডিগ্রী ছড়িয়েছিল।

    আরও পড়ুন: আছড়ে পড়বে রেমাল, হাওড়ায় বেঁধে রাখা হল লঞ্চ, তালা দেওয়া হয়েছে ট্রেনে

    এবার সেই রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে তাপমাত্রা। তবে শুধু রাজস্থান নয় পশ্চিমের রাজ্যগুলির মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট সহ দেশের মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশেও তাপপ্রবাহ চরমে পৌঁছেছে। মধ্যপ্রদেশের রতলাম। রাজগড়, খান্ডুয়া, খারগোন এলাকায় ৪৫ ডিগ্রী ছাড়িয়েছে তাপমাত্রা। দিল্লির তাপমাত্রা ৪৬ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছেছে। পূর্বের রাজ্য অসমের রাজধানী গুয়াহাটিতেও তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী।

    গরম কমার কোনও সম্ভাবনা নেই

    তবে পশ্চিমবঙ্গে আপাতত স্বস্তির খবর। সোমবারও তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের অনেকটা নিচেই থাকবে। রবিবার সন্ধ্যার পর থেকেই বৃষ্টির তীব্রতা বাড়বে। রাতে আছড়ে পড়বে রিমাল ঘূর্ণিঝড়। মে মাসের তৃতীয় সপ্তাহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তীব্র দহন জ্বালায় কুপোকাৎ হচ্ছে মানুষ। ওই সব রাজ্যে এখনই গরম (Weather Update) কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Amit Shah: “৩০ সেপ্টেম্বরের আগেই জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন”, বললেন শাহ

    Amit Shah: “৩০ সেপ্টেম্বরের আগেই জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বিঘ্নে সাঙ্গ হয়েছে লোকসভা নির্বাচন। ভূস্বর্গে ভোটও পড়েছে ব্যাপক হারে। এতেই উৎসাহিত কেন্দ্র। কেন্দ্রের এই উচ্ছ্বাস ধরা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায়। তিনি বলেন, “৩০ সেপ্টেম্বরের আগেই হবে জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন।”

    জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা (Amit Shah)

    সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “বিধানসভা নির্বাচন হয়ে গেলেই জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে।” শাহ বলেন, “ভূস্বর্গে লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে মিটেছে। যা থেকে প্রমাণ হয়, মোদি সরকারের কাশ্মীর নীতি সফল।” তিনি বলেন, “আমি সংসদেও বলেছি, কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়ে গেলে আমরা রাজ্যের মর্যাদা ফেরানোর প্রক্রিয়াও শুরু করে দেব। অনগ্রসর শ্রেণিগুলির সমীক্ষা, বিধানসভা ও লোকসভা কেন্দ্রগুলিতে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন- সব পরিকল্পনামাফিক চলছে। আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তা না হলে শ্রেণি অনুযায়ী সংরক্ষণ দেওয়া সম্ভব হত না। কাশ্মীরে লোকসভা নির্বাচনও হয়ে গিয়েছে। বাকি শুধু বিধানসভা ভোট, তা-ও হয়ে যাবে।”

    ‘সুপ্রিম রায় মেনেই হবে ভোট’

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে, তার আগেই ওই প্রক্রিয়া আমরা শেষ করব।” প্রসঙ্গত, গত ডিসেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে হবে। শাহ বলেন, “জম্মু-কাশ্মীরে ভোটের হার বৃদ্ধি পেয়েছে। অনেকে বলেছিলেন, উপত্যকার মানুষ ভারতের সংবিধানে বিশ্বাস করেন না। কিন্তু এই নির্বাচনটি ভারতীয় সংবিধান অনুযায়ী হয়েছে। কাশ্মীরের সংবিধান আর সেখানে নেই। যাঁরা উপত্যকায় পৃথক দেশ চান, যাঁরা পাকিস্তানে চলে যেতে চান, তাঁরাও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এটা গণতন্ত্রের জয়। মোদি সরকারের কাশ্মীর নীতির জয়।”

    আর পড়ুন: “বিজেপি কখনওই সংবিধানের প্রস্তাবনা বদলাবে না”, বললেন রাজনাথ

    ২০১৯ সালে দ্বিতীয়বার কেন্দ্রের কুর্সিতে বসেই মোদি সরকার ভূস্বর্গ থেকে রদ করেন ৩৭০ ধারা। যার জেরে বিশেষ রাজ্যের অধিকার এবং রাজ্যের মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। তার তিন বছর আগেই অবশ্য ভেঙে দেওয়া হয়েছিল বিধানসভা। সেই নির্বাচনই হবে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেও। উল্লেখ্য, অষ্টাদশতম লোকসভা নির্বাচন সম্পন্ন হবে সাত দফায়। ইতিমধ্যেই শেষ হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। ভূস্বর্গে লোকসভার আসন পাঁচটি। পাঁচ দফায় হয়েছে নির্বাচন (Amit Shah)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ramakrishna 28: “আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় সাধ হয়”

    Ramakrishna 28: “আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় সাধ হয়”

    কলিকাতায় শ্রীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন

    প্রথম পরিচ্ছেদ

    বিদ্যাসাগরের বাটি

    আজ শনিবার, (২১ শে) শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, ৫ই অগষ্ট ১৮৮২ খ্রিষ্টাব্দ। বেলা ৪ টা বাজিবে।

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুড়াবাগানের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনবাথ, হাজার ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন।

    ঠাকুরের জন্মভূমি, হুগলী জেলার অন্তঃপাতী কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাঁহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগররের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাঁহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লাইয়া যাইবে? আমার দেখিবার বড় সাধ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাঁহাকে একদিন শনিবার ৪ টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কিরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়েছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ, লাল পেড়ে কাপড় পড়েন, জামা পরেন, বার্নিশ করা জুতা পরেন, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন, সেই ঘরে তক্তপোশ পাতা আছে—তাহার উপর বিছানা, মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোন বাহ্যিক চিহ্ন নাই-তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাঁহার চিন্তা করেন।

    গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে। পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমহার্ষ্ট ষ্ট্রীটে আসিয়াছে। ভক্তেরা বলিতেছেন, এইবার বাদুড়বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দ গল্প করিতে করিতে আসিতেছেন। আমহার্ষ্ট ষ্ট্রীটে আসিয়া তাঁহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম।

    আরও পড়ুনঃ “সব ত্যাগ করে ভগবানকে ডাক–তিনিই সত্য আর সব অনিত্য”

    আরও পড়ুনঃ“এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমে শুনেন ও তাঁহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন”

    আরও পড়ুনঃ “দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই”

    আরও পড়ুনঃ “দু-চারটা মাছ এমন সেয়ানা যে, কখনও জালে পড়ে না”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal Update: আছড়ে পড়বে রেমাল, হাওড়ায় বেঁধে রাখা হল লঞ্চ, তালা দেওয়া হয়েছে ট্রেনে

    Cyclone Remal Update: আছড়ে পড়বে রেমাল, হাওড়ায় বেঁধে রাখা হল লঞ্চ, তালা দেওয়া হয়েছে ট্রেনে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের মোংলার কাছে ল্যান্ডফল ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal Update)। মোংলা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এর ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা। সেই সময় তার গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। রবিবার দুপুর পর্যন্ত সাগর দ্বীপ থেকে ২১০ কিমি দূরে রেমাল। ক্যানিং থেকে ২৩০ কিমি দূরে রেমাল।

     তালা দেওয়া হয়েছে ট্রেনে (Cyclone Remal Update)

    ভোর থেকেই শুরু বৃষ্টি, বেলা বাড়তেই ভয়ঙ্কর দুর্যোগের আভাস। শনিবার রাতেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে রেমাল (Cyclone Remal Update)। তা ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলার দিকে। আজ, রবিবার মধ্য রাতেই ঘূর্ণিঝড় সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল করবে। ইতিমধ্যেই ‘রেমাল’ তার অস্তিত্বের জানান দিচ্ছে। রেমালের প্রভাবে ঝড়ের গতি এতটাই হতে পারে যে দাঁড়িয়ে থাকা ট্রেন বেলাইন হতে পারে। ট্রেন গড়িয়ে গিয়ে অন্য ট্রেনে ধাক্কা মারতে পারে। তাই আগাম সতর্কতা অবলম্বন করছে দক্ষিণ পূর্ব রেল। শালিমার রেল ইয়ার্ডে ট্রেনের চাকায় বাঁধা হল চেন-তালা। রেলের ট্র্যাকে দেওয়া হল স্টপার।

    আরও পড়ুন: প্রবল গতিতে ধেয়ে আসছে ‘রেমাল’, শুরু বৃষ্টি, ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস

    হাওড়ায় বেঁধে রাখা হচ্ছে লঞ্চ

    একদিন আগেই রাজ্য পরিবহণ দফতরের নির্দেশ দিয়ে হাওড়া কলকাতার মধ্যে ফেরি সার্ভিস বন্ধ রাখা হচ্ছে। হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির চেয়ারম্যান বাপি মান্না বলেন, এই দু’দিন কোনও লঞ্চ চলবে না। লঞ্চগুলিকে আর্মেনিয়ান ঘাট এবং হাওড়া ঘাটে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এমার্জেন্সির জন্য লঞ্চের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

    দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে

    সুন্দরবন থেকে শুরু করে কলকাতা, দুই ২৪ পরগণা সহ একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে বেলা বাড়তেই দুর্যোগ বাড়বে। সুন্দরবনের দুর্গম এলাকা গোসাবা ব্লক। চারি ধারে ঘিরে রয়েছে একটার পর একটা নদী। রেমাল (Cyclone Remal Update) আছড়ে পড়তে পারে এই সুন্দরবনেই। সেই কারণেই সকাল থেকে নজরদারি চালানো হচ্ছে গোসাবা বিডিও অফিসের কন্ট্রোল রুম থেকে। এদিকে রেমালের প্রভাবে উত্তরেও বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। পাহাড়ের নদীগুলি ফুঁসে উঠতে পারে। হড়পা বান আসতে পারে এই আশঙ্কায় আবহাওয়া দফতর থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও উত্তরের জেলাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “মোদির সঙ্গে চায়ের সম্পর্ক ভীষণ নিবিড়”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “মোদির সঙ্গে চায়ের সম্পর্ক ভীষণ নিবিড়”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “শৈশবে চায়ের কাপ-প্লেট ধুতে ধুতে কৈশোরে পৌঁছেছি। পরে চা পরিবেশন করেছি। মোদির সঙ্গে চায়ের সম্পর্ক ভীষণ নিবিড়।” রবিবার উত্তরপ্রদেশের মির্জাপুরে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সমাজবাদী পার্টিকে ভোট দেওয়া মানে যে ভোট নষ্ট, তাও মনে করিয়ে দেন তিনি। বলেন, “সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে কেউ তাঁর ভোট নষ্ট করতে চান না। কেউই তাঁকে ভোট দেন না, যিনি ক্রমেই তলিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ তাঁকেই ভোট দেবেন, যাঁর সরকার গড়াটা প্রায় নিশ্চিত।”

    মোদির নিশানায় ‘ইন্ডি’ জোট (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “দেশ ইন্ডি জোটের নেতাদের ভালো করে চিনে ফেলেছেন। এই মানুষগুলো ভয়ঙ্করভাবে সাম্প্রদায়িক। এরা নিদারুণভাবে বর্ণবাদী, চূড়ান্তভাবে পরিবারবাদী। যখনই তাদের সরকার গঠিত হয়, তখনই এসবের ভিত্তিতেই সিদ্ধান্ত গৃহীত হয়।” এদিনের সভায় সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবকেও নিশানা করেন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন, “যাদব সম্প্রদায়ের মধ্যেও অনেকেই রয়েছেন যাঁরা প্রতিশ্রুতিমান। কিন্তু তিনি (অখিলেশ) কেবল বেছে বেছে তাঁর পরিবারের সদস্যদেরই নির্বাচনের টিকিট দিয়েছেন।”

    ‘মাফিয়াদের স্বর্গ ছিল’

    তিনি বলেন, “এই সমাজবাদী পার্টির লোকজন ধৃত জঙ্গিদেরও মুক্তি দিয়েছিল। যেসব পুলিশ কর্মী এটা করতে চাইতেন না, তাঁদের সাসপেন্ড করে দিত। তারা গোটা উত্তরপ্রদেশ ও পূর্বাঞ্চলকে মাফিয়াদের স্বর্গ বানিয়ে ফেলেছিল। সেটা জীবন-মাফিয়া হোক বা জমি-মাফিয়া। কেউ জানতেন না কখন কাকে কিংবা কার জমি মাফিয়ারা ছিনিয়ে নেবে। সমাজবাদী পার্টির সরকারের ভোটব্যাঙ্কই ছিল মাফিয়ারা।” প্রধানমন্ত্রী বলেন, “যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়ে সাহসের সঙ্গে স্বচ্ছতা অভিযান শুরু করেছিলেন। সমাজবাদী পার্টির সরকারের আমলে যারা ক্ষমা পেত, বিজেপি সরকারের জমানায় সেই মাফিয়ারাই ভয়ে কাঁপছে।”

    আর পড়ুন: “বিজেপি কখনওই সংবিধানের প্রস্তাবনা বদলাবে না”, বললেন রাজনাথ

    তিনি বলেন, “আমাদের দেশের পবিত্র সংবিধানও তাদের (ইন্ডি জোটের) লক্ষ্য। এসসি-এসটি-ওবিসির সংরক্ষণ লুট করতে চায় তারা। আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হতে পারে না। অথচ ২০১২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় সমাজবাদী পার্টি ইস্তাহারে বলেছিল, দলিত এবং ব্যাকওয়ার্ড শ্রেণির মতো মুসলমানদেরও সংরক্ষণ আওতায় আনা হবে (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Exit Poll 2024: ভোট শেষে বুথ ফেরত সমীক্ষা কখন জানা যাবে? জেনে নিন

    Exit Poll 2024: ভোট শেষে বুথ ফেরত সমীক্ষা কখন জানা যাবে? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ছয় দফা নির্বাচন শেষ হয়েছে। ১ জুন সপ্তম দফা নির্বাচন শেষ হলেই সময় আসবে বুথ ফেরত সমীক্ষার (Exit Poll 2024)। ৪ জুন হবে গণনা। জানা যাবে দিল্লির মসনদে কে বসবে। ফল প্রকাশের আগে প্রকাশ্যে আসবে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। একাধিক সংস্থার ভিন্ন ভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী জানা যাবে এক্সিট পোল। জেনে নিন কখন থেকে দেখা যাবে এই বুথ ফেরত সমীক্ষা?  

    বুথ ফেরত সমীক্ষার নির্ঘন্ট (Exit Poll 2024)

    নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১ জুন সন্ধ্যা ৬:৩০ এর আগে কোনওভাবেই এক্সিট পোল প্রকাশ করা যাবে না। এই সময় পেরিয়ে গেলে বিভিন্ন চ্যানেলের পর্দায় ভেসে উঠবে বুথ ফেরত সমীক্ষা। ভারতে বিভিন্ন নিউজ চ্যানেল ও এক্সিট পোল সংস্থাগুলি যৌথভাবে সমীক্ষা চালিয়ে থাকে। আবার বেশ কিছু সমীক্ষক সংস্থা একাই সমীক্ষা চালায়। বিভিন্ন নিউজ চ্যানেল ছাড়াও সি ভোটার, সিএনএক্স, জন কী বাত, ইটিজি রিসার্চ, এক্সিস মাই ইন্ডিয়া, পোল স্টার্টের মত সংস্থাগুলি এবারও দর্শকদের জন্য তাঁদের সমীক্ষা (Exit Poll 2024) তুলে ধরবে।  

    বুথ ফেরত সমীক্ষা কী?

    এক্সিট পোল এক ধরনের ওপিনিয়ন পোল। এই সমীক্ষায় মূলত ভোটারদের থেকে তাঁদের পছন্দের প্রার্থী এবং দল সম্পর্কে জানার চেষ্টা করা হয়। ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর ভোটারদের কাছ থেকে তাঁদের মতামত জানতে চাওয়া হয়। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ভোটারদের মতামত বোঝার চেষ্টা করা হয়। ভোট দেওয়ার আগেও অনেক সময় ভোটারদের মন বোঝার চেষ্টা করা হয়। সব মিলিয়ে একটি সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়। এই সমীক্ষার অন্তিম রিপোর্টকে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল (Exit Poll 2024) বলা হয়। এই সমীক্ষা গোটা বিশ্বে নির্বাচনী প্রক্রিয়ায় পূর্বাভাস হিসেবে ব্যবহার করা হয়। তবে সব সময় বুথ ফেরত সমীক্ষা পুরোপুরি মিলে যায় এমনটা নয়।

    আরও পড়ুন: “বিজেপি কখনওই সংবিধানের প্রস্তাবনা বদলাবে না”, বললেন রাজনাথ

    ঠিক যেমন ২০২১ সালের বিধানসভা নির্বাচন। সেবার বিজেপি ক্ষমতায় আসবে, এমনটা অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল। অন্যদিকে কেউ কেউ তৃণমূল ১৫০ এর কাছাকাছি থাকবে, এমনটাই দেখিয়েছিলেন। তবে অনেক ক্ষেত্রে এই সমীক্ষা মিলে যায়। ২০১৪ এবং ২০১৯ এর নির্বাচনে মোদি ক্ষমতায় আসবেন, এমনটাই বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল এবং মিলেও গিয়েছিল।

    লোকসভা নির্বাচনের বৃত্তান্ত

    এবার লোকসভা নির্বাচন শুরু হয়েছিল ১৯ এপ্রিল। তখন থেকে ৭ দফায় ১৮তম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২ টি আসনে ভোট গ্রহণ হয়। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট গ্রহণ হয় ৮৯ টি আসনে। তৃতীয় দফায় ৭ মে ভোট গ্রহণ হয় ৯৪ টি আসনে। ১৩ মে চতুর্থ দফায় ভোট গ্রহণ হয় ৯৬ টি আসনে। পঞ্চম দফায় ২০ মে ভোট গ্রহণ হয় ৪৯ টি আসনে। ষষ্ঠ দফায় শনিবার ভোট গ্রহণ হয় ৫৭ টি আসনে। সপ্তম দফায় ভোটগ্রহণ হবে ৫৭ টি আসনে। সেদিন সন্ধায় প্রকাশিত হবে বুথ ফেরত সমিক্ষা (Exit Poll 2024)। ৪ জুন জানা যাবে ভারতের মসনদে কে বসবে। সেদিন সকাল আটটা থেকে শুরু হবে গণনা। দুপুরবেলা গড়াতেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kartik Maharaj: “আমার সমাজ-সংস্কৃতির জন্য লড়ব, তাতে মৃত্যু হলে হবে”, মমতাকে তোপ কার্তিক মহারাজের

    Kartik Maharaj: “আমার সমাজ-সংস্কৃতির জন্য লড়ব, তাতে মৃত্যু হলে হবে”, মমতাকে তোপ কার্তিক মহারাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে রাজ্যের সন্ন্যাসীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করায় বাংলার সন্ত-সাধু সমাজ মোটেই ভালো চোখে নেননি। মমতা গোঘাটের জনসভা থেকে ইসকন, রামকৃষ্ণ এবং ভারতসেবা আশ্রমের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছিলেন। এই প্রসঙ্গে কার্তিক মহারাজের (Kartik Maharaj) নাম করে বলেন, “বুথে তৃণমূল এজেন্ট”-দের বসতে না দেওয়ার হুমকি দিয়ে রাজনীতি করছেন তিনি। প্রতিবাদে বঙ্গীয় সন্ত সমাজের উদ্যোগে খালি পায়ে ২৪ মে বাগবাজার থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত প্রতিবাদ সভা করেন। সভার একদিন পর একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিয়ে কার্তিক মহারাজ মমতার বিরুদ্ধে তোপ দাগেন এবং একাধিক বিষয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, “আমার সমাজ-সংস্কৃতির জন্য লড়ব, তাতে মৃত্যু হলে হবে।”

    হুমায়ুকে শো-কজ কেন করেনি মমতা (Kartik Maharaj)?

    রাজ্যের মমতার সরকারের বিরুদ্ধে ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সুর চড়িয়েছেন। মমতার বিরুদ্ধে মুসলমান তোষণ এবং ভোট ব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগে সরব হয়েছে বিজেপি। কার্তিক মহারাজ (Kartik Maharaj) মমতাকে নিশানা করে বলেন, “বাংলার মানুষ আমায় চেনে, গোটা বাংলার মানুষ আমার পিছনে রয়েছে। বহরমপুরের মানুষ জানেন কার্তিক মহারাজ কেমন। মমতা রাজ্যের প্রধান। পুলিশ, আইন সবই ওঁর পক্ষে। ওঁর আঁতে ঘা লেগেছে। আমি নিজে ১২টা স্কুল চালাই, যেখানে ৮০ শতাংশ মুসলিম ভাইরা পড়াশুনা করে। আমাদের সেবা প্রতিষ্ঠান সব সময় সেবা কাজ করে থাকে। সাহায্যের সময় ধর্ম, রাজনীতি কিছু দেখি না আমরা। আমাদের কাছে আমাদের সংস্কৃতি-ধর্ম আগে। তাই আমাকে কথা বলতেই হয়। আমাকে নিয়ে এত কথা বলেছেন মমতা, অথচ হুমায়ুন অত বড় কথা বললেন, কিন্তু পার্টি থেকে কোনও রকম শোকজ করা হয়নি। কোনও ব্যবস্থা নেয়নি। তিনি বলেছিলেন ‘আমরা ৭০ শতাংশ, ওরা ৩০ শতাংশ, ভাসিয়ে দেব’। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন মমতা? তবে আমি ডন নই যে আমার ৫০০ ছেলে রয়েছে। একা আমাকে নয়, রামকৃষ্ণ মিশন, ইসকন সবাইকেই আক্রমণ করেছেন মমতা।”

    আরও পড়ুনঃ বসিরহাটে তৃণমূলে ফাটল! “ক্ষমা না চাইলে দলে ঠাঁই নেই”, ঊষারানীকে হুমকি মমতার

    চক্রান্ত দেশভাগের আগে থেকে চলছে

    রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে কার্তিক মহারাজ (Kartik Maharaj) বলেন, “দেশ বিভাজনের আগে থেকেই বাংলায় চক্রান্ত চলছে। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপর আক্রমণ হল, সেটা কেন হল? ইসকনের ওপরও আক্রমণ করা হয়েছে। আমি কার্তিক মহারাজ, আমি আমার ধর্ম, আমার সমাজ, সংস্কৃতির জন্য লড়ব। তাতে আমার মৃত্যু হলে হবে। রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক আজ নতুন নয়। দীর্ঘ দশকের পর দশক ধরেই দেখা গেছে ধর্ম, বর্ণের ওপর নির্ভর করে প্রার্থী দেওয়া হয়। এমনকী বিশেষ সুবিধা দেওয়া হয় ভোটের আবহে। কিন্তু এবারের লোকসভা ভোটের শুরুতেই কংগ্রেসের ইস্তেহারকে মুসলিম লীগের ইস্তেহার বলে প্রধানমন্ত্রী যেমন আক্রমণ করেছিলেন, তেমন এরাজ্যের মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গেছে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানের রাজনীতির অভিযোগ। ভারতে নুন ছাড়া তরকারির মতো ধর্ম ছাড়া রাজনীতি হয় কিনা সেই নিয়ে প্রশ্ন থাকতেই পারে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uniform Civil Code: আগামী ৫ বছরের মধ্যে কার্যকর হবে অভিন্ন নাগরিক বিধি, জানালেন অমিত শাহ

    Uniform Civil Code: আগামী ৫ বছরের মধ্যে কার্যকর হবে অভিন্ন নাগরিক বিধি, জানালেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বারের জন্য মোদি সরকারের গঠন হলে সারাদেশে কার্যকর হবে অভিন্ন নাগরিক বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code)। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘মোদি সরকার তৃতীয়বারের মেয়াদে এক দেশ-এক নির্বাচনকেও বাস্তবায়ন করবে। কারণ সারা দেশে একসঙ্গে নির্বাচন হওয়ার সময় এসেছে।’’ এর কারণ হিসেবে অমিত শাহ বলেন, ‘‘দেশের সমস্ত ভোট এক সঙ্গে হলে নির্বাচনের খরচ অনেক কমে আসবে।’’ প্রসঙ্গত, ভারতীয় জনতা পার্টির পূর্বতন ভারতীয় জনসঙ্ঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পার্টির অ্যাজেন্ডার মধ্যে রয়েছে ইউসিসি (Uniform Civil Code)। সম্প্রতি, বিজেপি শাসিত উত্তরাখণ্ডে তা চালুও হয়েছে।

    অভিন্ন নাগরিক বিধি

    অভিন্ন নাগরিক বিধি বা ইউসিসি (Uniform Civil Code) নিয়ে অমিত শাহ বলেন, ‘‘অভিন্ন নাগরিক বিধিকে কার্যকর করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।’’ তিনি আরও জানিয়েছেন, দেশের স্বাধীনতার পরেই সংবিধান সভা আমাদের জন্য যে নীতিগুলি নির্ধারণ করেছে, তার মধ্যে রয়েছে অভিন্ন নাগরিক বিধিও। অমিত শাহের আরও সংযোজন, ‘‘সংবিধান সভার কেএম মুন্সি, রাজেন্দ্র প্রসাদ, বিআর আম্বেদকরের মতো আইনজ্ঞরা জানিয়েছিলেন যে একটি ধর্মনিরপেক্ষ দেশে, ধর্মের ভিত্তিতে আইন থাকা উচিত নয়। এখানে একটি অভিন্ন নাগরিক বিধি চালু হওয়া উচিত।’’

    এক দেশ-এক নির্বাচন

    সাধারণভাবে দেশের বেশিরভাগ নির্বাচনই হয় গ্রীষ্মকালে। এপ্রিল মে মাস নাগাদ। এক্ষেত্রে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে প্রশাসন, সাধারণ ভোটার ও প্রার্থীদের বেশ কষ্ট হয়, গরমের মধ্যে প্রচার সারতে, ভোটের কাজ করতে। তাই শীতকালের সময় বা বছরের অন্য কোনও সময় নির্বাচন করা সম্ভব কিনা? এমন প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, ‘‘আমরা এটা নিয়ে ভাবতে পারি।’’ বিশেষজ্ঞদের মতে, প্রতিবছরই দেশের কোনও না কোনও রাজ্যে নির্বাচন হয়। এতে বিপুল খরচ হয়। এক দেশ-এক নির্বাচন বাস্তবায়িত হলে খরচ বাঁচবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share