Author: user

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ১৯/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ১৯/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) পরিবারের কোনও সদস্যের ব্যবহারের কারণে চিন্তিত হবেন।

    ২) বাণী ও ব্য়বহারে নিয়ন্ত্রণ রাখুন, সমস্যা হতে পারে।

    ৩) পারিবারিক কলহ দূর হবে।

    বৃষ

    ১) বাবার পরামর্শ পেলে তা কার্যকরী করুন।

    ২) গুরুত্বপূর্ণ বিষয়ে দখল দেবেন না, তা না-হলে আপনার কোনও কথা কারও খারাপ লাগতে পারে।

    ৩) কর্মক্ষেত্রে কোনও কাজ হাতে নিলে তা সম্পন্ন করতে বিলম্ব করবেন না।

    মিথুন

    ১) অংশীদারীর কাজ করলে লাভান্বিত হতে পারেন।
      
    ২) কেরিয়ারের জন্য কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন।
     
    ৩) কর্মক্ষেত্রে আপনার কোনও ভুল আধিকারিকদের সামনে আসতে পারে, যার ফলে তাঁরা ক্ষুব্ধ হবেন।

    কর্কট

    ১) সন্তানের সঙ্গতির ওপর লক্ষ্য রাখুন, তা না-হলে সমস্যায় জড়াতে পারেন। 
     
    ২) কোনও কাজের কারণে আকস্মিক যাত্রা করতে হতে পারে, এর ফলে লাভান্বিত হবেন।

    ৩) ছাত্রছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, এতে সফল হবেন।

    সিংহ

    ১)  কর্মক্ষেত্রে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করার চেষ্টা করবেন, আপনার চেষ্টা সফল হবে।

    ২) পরিবারে কোনও সদস্যের কাছ থেকে প্রতারণার শিকার হতে পারেন।
     
    ৩) মনের মধ্যে কোনও সমস্যা চললে, বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন।

    কন্যা

    ১) বড় লগ্নি করে থাকলে লোকসান হতে পারে।

    ২) আপনার কোনও বড় ভুল পরিবারের সদস্যদের সামনে চলে আসতে পারে।
     
    ৩) আজ কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

    তুলা

    ১) উন্নতির পথে আগত সমস্ত বাধা দূর হবে।

    ২) সন্তানের শিক্ষা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে।

    ৩) পরিবারের কোনও সদস্য নতুন চাকরি পাওয়ায় তাঁকে পরিবার থেকে দূরে যেতে হবে।

    বৃশ্চিক

    ১) কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

    ২) যে কাজ করবেন তাতে সাফল্য লাভ করবেন।

    ৩) রাজনীতির ক্ষেত্রে কর্মরত জাতকদের সতর্ক থাকতে হবে।

    ধনু

    ১) প্রতিদ্বন্দ্বীর ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না।
     
    ২) দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে সমস্যা হবে।
     
    ৩) কর্মক্ষেত্রে কেউ পরামর্শ দিলে ভেবেচিন্তে তাঁর পরামর্শ গ্রহণ করুন।

    মকর

    ১) সন্তানের কেরিয়ারের কারণে চিন্তিত থাকবেন।

    ২) কোনও কথায় মায়ের সঙ্গে অযথা ঝগড়া করবেন না, তাঁরা আপনার কথায় কষ্ট পেতে পারেন।
     
    ৩) ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাবধান হতে হবে, তা না-হলে সাফল্য লাভে সমস্যা হবে।

    কুম্ভ

    ১) কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। 
     
    ২) নতুন কাজ করার জন্য সময় বের করতে পারেন।
     
    ৩) পুরনো চাকরিতে টিকে থাকুন।

    মীন

    ১) ব্যবসায়ীরা পরিবর্তনের পরিকল্পনা করবেন।

    ২) কাজে অধিক ব্যস্ত থাকার কারণে শারীরিক সমস্যার যত্ন নিতে পারবেন না।

    ৩) খাওয়া-দাওয়ার যত্ন নিন, তেলেভাজা এড়িয়ে যান।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মুখ খোলার জের! পুলিশের পোশাক পরে মহিলার বাড়িতে হামলা

    Sandeshkhali: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মুখ খোলার জের! পুলিশের পোশাক পরে মহিলার বাড়িতে হামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা গ্রেফতার হওয়ার পর উচ্ছ্বাসে মেতে ছিলেন সন্দেশখালিবাসী। আর শনিবার রাতেই সন্দেশখালিতে (Sandeshkhali) এক নির্যাতিতার বাড়়িতে পুলিশ পোশাক পরে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এমনই অভিযোগ নির্যাতিতা মহিলার। ফলে, নতুন করে আতঙ্ক আবার দানা বাঁধতে শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Sandeshkhali)

    সন্দেশখালির (Sandeshkhali) শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। অভিযোগ করেছিলেন, শিবু হাজরা লোক বাড়িতে ঢুকে হামলা চালিয়েছিলেন। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়ে আসার পর থেকে রেহাই নেই! শনিবার সন্দেশখালিতে ছিল উৎসবের মেজাজ। মানুষে মিষ্টি মুখ করেছেন। কিন্তু রাতেই জানান দিল সন্ত্রাস! বসিরহাট আদালতে গোপন জবানবন্দি দেওয়া ওই মহিলার বাড়িতে পুলিশের পোশাকে ঢুকে হামলার অভিযোগ উঠল। শিবু হাজরার গ্রেফতারির রাতেই বাড়িতে চলল হামলা। বেড়ার ঘরের দেওয়াল ফুটো করে দেখা হল, ঘরের ভিতরে কোন মহিলা শুয়ে? কিন্তু পুলিশের পোশাকে কেন হামলা? পুলিশের বক্তব্য, পুলিশই এসেছিল, তবে মহিলার নিরাপত্তার জন্য। জানা গিয়েছে, রাতের ওই ঘটনার পর রবিবার ওই মহিলার বাড়িতে আন্দোলনকারীরা আসেন। তাঁর পাশে থাকার আশ্বাস দেন। আন্দোলনকারীদের বক্তব্য, এখনও আমরা নিরাপদ নই। পুলিশ কোথায়? এই বাড়ির গলি ঘুরতেই পুলিশ ক্যাম্প! আমাদের আতঙ্কের কোনও শেষ নেই। ভীষণভাবে আতঙ্কিত গ্রামের মহিলারা। মহিলারা এখন মুখ খুলতে ভয় পাচ্ছে। আসলে এভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে ওরা।

    নির্যাতিতা মহিলা কী বললেন?

    নির্যাতিতা মহিলার বক্তব্য, গোপন জবানবন্দি দেওয়া আমার অপরাধ। রাতেই পুলিশ পোশাক পরে বাড়িতে চড়াও হয়। দেওয়াল ফুটো করে দেওয়া হয়। ঘরের মধ্যে টর্চ মেরে আমি রয়েছি কি না দেখা হয়। এভাবে পুলিশ বাড়ির ভিতর ঢুকে তাণ্ডব করতে পারে। আসলে পুলিশের আড়ালে কারা ছিল তা তদন্ত হওয়া দরকার। কারণ, আমাকে সামনে পেলেই হামলা হত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: তৃণমূলের দাদাগিরি! তেরঙ্গা ঝান্ডা লাগিয়ে অসহায় বৃদ্ধার জমি দখল, হুঁশ নেই পুলিশের

    South 24 Parganas: তৃণমূলের দাদাগিরি! তেরঙ্গা ঝান্ডা লাগিয়ে অসহায় বৃদ্ধার জমি দখল, হুঁশ নেই পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেতাদের দাদাগিরি জেরেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপে এক বৃদ্ধার তাঁর বাস্তু-সহ ২৬ শতক মূল্যবান জমি হারাতে বসেছে। জমিতে বেড়া দিয়ে ঘিরে তৃণমূলের পতাকা লাগিয়ে দখল নেওয়ার অভিযোগ। আর এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে প়ড়েছে। অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে থানার দ্বারস্থ হয়েছেন কমলা প্রধান নামে ওই বৃদ্ধা।

    ঠিক কীভাবে তৃণমূল দখল নিল জমি? (South 24 Parganas)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কমলাদেবীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের রাজনগর-শ্রীনাথ গ্রামে। দু’বছর আগে তাঁর স্বামীর মৃত্যু হয়। বাড়িটিও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। এরপর অসুস্থতার জন্য বাড়ি ছেড়ে পাথরপ্রতিমায় বাপেরবাড়ি চলে যান তিনি। অভিযোগ, তাঁর বাস্তু ও লাগোয়া চাষজমির ওপর নজর পড়ে স্থানীয় তৃণমূল নেতাদের। কারণ,জমিটি স্থানীয় বাসস্ট্যান্ড ও বাজার লাগোয়া হওয়ায় বাজারদর বেশ চড়া। সবমিলিয়ে জমির পরিমান ২৬ শতক। এই জমির মূল্য অনেক। অভিযোগ,সেই মূল্যবান জমিটি দখল করার জন্য বারে বারে চাপ দিচ্ছিলেন শাসকদল তৃণমূলের স্থানীয় নেতারা। কিন্তু, ওই বৃদ্ধা সেই জমি দিতে রাজি হননি। অভিযোগ, তাতেই বাড়ি, জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরে তৃণমূলের পতাকা লাগিয়ে জোর করে দখল করে নিয়েছে বলে অভিযোগ। অসহায় বৃদ্ধা বলেন, থানায় অভিযোগ করার পর পুলিশ এলাকা থেকে ঘুরে গিয়েছে। কিন্তু জমির বেড়া ও পতাকা কিছুই সরানোর উদ্যোগ নেয়নি তারা।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বুধাখালি অঞ্চলের তৃণমূল সভাপতি বাবলু প্রধান বলেন, এই ঘটনা আমার জানা নেই। এরকম হয়ে থাকলে দল যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এই ধরনের অন্যায় কাজকে দল সমর্থন করে না। বিজেপির কাকদ্বীপ মণ্ডল ২ ইনচার্জ শিবপ্রসাদ প্রামাণিক বলেন, সন্দেশখালির মতো শেখ শাহজাহান সব জায়গায় রয়েছে। সন্দেশখালিতে যেভাবে জমি হাতানো হয়েছে, এখানেও সেই চেষ্টা করছে তৃণমূল নেতারা। আমরা চাইছি অবিলম্বে এফআইআরে নাম থাকা নেতাদের গ্রেফতার করুক পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sheikh Shahjahan: শিবুর দাদাগিরি! ঋষি অরবিন্দ ময়দানের নাম বদলে করা হয় শেখ শাহজাহান ফ্যান ক্লাব

    Sheikh Shahjahan: শিবুর দাদাগিরি! ঋষি অরবিন্দ ময়দানের নাম বদলে করা হয় শেখ শাহজাহান ফ্যান ক্লাব

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালি বিডিও অফিস থেকে সোজা এগিয়ে গেলে ঋষি অরবিন্দ মিশন পাড়া।  রাস্তার পাশে মাঠের আগের নাম ছিল ঋষি অরবিন্দ ময়দান। সেই নামও রাতারাতি বদলে যায়। সৌজন্যে শাহজাহান বাহিনীর হাত যশ। বদলে ফেলা হয় ঋষি অরবিন্দ ময়দানের নামও। দেওয়া হয় ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব।’ মাঠ ঢোকার মুখে গেটে লেখা রয়েছে, শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২২। আর এই বিষয়টি সামনে আসতেই শাহজাহান বাহিনীর এলাকায় কী তাণ্ডব চালাত তা আরও একবার সামনে চলে এসেছে।

    কীভাবে শাহজাহান বাহিনী দখল করল মাঠ? (Sheikh Shahjahan)

    বিঘার পর বিঘা জমি দখল করে সেখানে ভেড়ি তৈরি করত শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ও তাঁর বাহনীর সদস্যরা। জমি লিজে নেওয়ার কথা বলে সেই জমি হাতিয়ে নিত শাহজাহানের দলবল। লিজের টাকা চাইতে গেলে জুটত মার। এমনকী বাড়ির সুন্দরী বউদের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের ঘটনা সামনে এসেছে। এবার খেলার মাঠও গিলে খেয়ে নিয়েছিল শাহজাহান বাহিনী। বাসিন্দাদের বক্তব্য, ঋষি অরবিন্দ ময়দানে জমিতেই এক সময় কলেজ হওয়ার কথা ছিল। তা আর হয়নি। মাঠের চারপাশে প্রচুর গাছ ছিল, ছেলেরা খেলত। গোরু-ছাগলও চরত। বর্ষার সময় ওই মাঠ আমাদের বড় ভরসা ছিল। বছর তিনেক আগে আচমকা শাহজাহানের অন্যতম সাগরেদ শিবু হাজরার দলবল সব গাছ কেটে নিল, জানাল স্টেডিয়াম হবে। কোথায় স্টেডিয়াম! শুরু হল, শেখ শাহজাহান ফ্যান ক্লাব ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বিধায়ক নির্মল ঘোষ এসেছিলেন। এতদিন ওই মাঠ ওদের দখলে ছিল।

    মাঠে ঢুকলেই দিতে হত জরিমানা!

    স্থানীয় বাসিন্দারা বলেন, মাঠ দখল করে নাম পরিবর্তন করায় আমরা সবাই ক্ষুব্ধ হয়েছিলাম। কিন্তু, ওদের বিরুদ্ধে কথা বলার কারও সাহস ছিল না। নিজেরা মাঠের জমি দখল করে যা খুশি করত। আর ওই মাঠে কেউ খেলতে যায় না। আর মাঠে গরু, ছাগল ঢুকলে জরিমানা ধার্য করেছিল শাহজাহান (Sheikh Shahjahan) বাহিনী। দিতে হত ৩০০-৪০০ টাকা জরিমানা। সেই স্বঘোষিত দাপুটে তৃণমূল নেতারা কেউ জেলে, কেউ ফেরার  হতেই, এখন নির্বিঘ্নে ওই মাঠেই চরছে গোরু-ছাগল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dermatomyositis: ডার্মাটোমায়োসাইটিস কেড়ে নিল অভিনেত্রী সুহানির প্রাণ, কী এই বিরল রোগ?

    Dermatomyositis: ডার্মাটোমায়োসাইটিস কেড়ে নিল অভিনেত্রী সুহানির প্রাণ, কী এই বিরল রোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯ বছরেই ঝরে পড়ল ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগরের প্রাণ। রোগের নাম ডার্মাটোমায়োসাইটিস (Dermatomyositis)। বিশেষজ্ঞদের মতে, এটি এক ধরনের বিরল রোগ যা প্রদাহ এবং সারা শরীর জুড়ে ফুসকুড়ি সৃষ্টি করে। এর ফলে শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। এই বিরল রোগটি অন্যান্য পেশির রোগ থেকে আলাদা। কারণ এই রোগে শুধুমাত্র ত্বক সম্পর্কিত সমস্যাই হয়। বিদেশের একটি বেসরকারি গবেষণা অনুযায়ী, ডার্মাটোমায়োসাইটিস রোগ যেকোনও বয়সই হতে পারে এবং প্রায়শই ৫০ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে এই রোগের সম্ভাবনা বেশি দেখা যায়। পুরুষদের তুলনায় আবার মহিলাদেরও এই রোগে (Dermatomyositis) আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে প্রয়াত অভিনেত্রীর বাবা সুমিত ভাটনগর সংবাদমাধ্যমের সামনে  দাবি করেছেন যে বিশ্বের মাত্র পাঁচ থেকে ছয় জন মানুষই এই রোগে আক্রান্ত হয়েছেন।

    রোগের অন্যান্য উপসর্গ 

    রোগের উপসর্গ সম্পর্কে বলতে গিয়ে সুমিত ভাটনগর বলেন যে মাস দুই আগে তাঁর মেয়ের হাতে লাল ফুসকুড়ি (Dermatomyositis) দেখা যায়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নেওয়া হয় কিন্তু কোনওভাবেই রোগ নির্ণয় করা যায়নি। গত ৭ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। কিন্তু সেখানে দেখা যায় তাঁর ফুসফুসে ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে। এরপর অভিনেত্রীকে ভেন্টিলেশনে পাঠানো হয় কিন্তু সেখানেও অবস্থার উন্নতি হয়নি। এই রোগে অন্যান্য উপসর্গগুলির মধ্যে রয়েছে সূর্যের আলোতে এলেই সারা শরীর জুড়ে ফুসকুড়িগুলোতে অসম্ভব চুলকানি শুরু হয়। চোখের পাতা ফুলে যায়, তক রুক্ষ ও চুল পাতলা হয়ে যায়।

    ‘দঙ্গল’ সিনেমা প্রয়াত অভিনেত্রীকে প্রচারের আলোয় নিয়ে আসে

    আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪। প্রথম ছবিতেই মেলে  সাফল্য। এর আগে একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সুহানি। তবে ‘দঙ্গল’-এর পর খ্যাতি পান তিনি। ‘দঙ্গল’-এর সাফল্যের পর একাধিক কাজের অফার পেয়েছিলেন সুহানি। কিন্তু সেই সময় পড়াশোনায় মন দেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন, আগে নিজের পড়াশোনা ভালোভাবে শেষ করতে চান। তার পর আবার অভিনয় জগতে ফিরতে চান। কিন্তু তা আর হল না।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arif Mohammed Khan: নিষিদ্ধ পিএফআই-এর সঙ্গে অলিখিত জোট রয়েছ বামেদের, বিস্ফোরক কেরলের রাজ্যপাল

    Arif Mohammed Khan: নিষিদ্ধ পিএফআই-এর সঙ্গে অলিখিত জোট রয়েছ বামেদের, বিস্ফোরক কেরলের রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলের রাজ্যপাল (Arif Mohammed Khan) আরিফ মহম্মদ খান বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং বেআইনি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক থাকার বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন। এদিনই সাংবাদিক সম্মেলনে তিরুবনন্তপুরমে গভর্নর বলেন যে সাম্প্রতিক ঘটনাবলী এটা প্রমাণ দিচ্ছে যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যথেষ্ট যোগাযোগ রেখে চলেছেন বামপন্থী ছাত্র নেতারা। এ প্রসঙ্গে ২৭ জানুয়ারি তাঁকে কালো পতাকা দেখানোর বিষয়টিও সামনে আনেন তিনি (Arif Mohammed Khan)। এবং দাবি করেন যে ৭ জন ব্যক্তিকে চিহ্নিত করতে পারা গেছে যারা ওই বিক্ষোভে হাজির  ছিল এবং তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত।

    বিক্ষোভকারীদের দেখে গাড়ি থেকে নেমে পড়েন রাজ্যপাল

    কালো পতাকা নিয়ে এসএফআই-এর সদস্যরা বিক্ষোভ দেখাতে থাকলে, সে সময় রাজ্যপাল আরিফ মহম্মদ খান গাড়ি থেকে নেমে পড়েন এবং বিক্ষোভকারীদের (Arif Mohammed Khan) সামনাসামনি হন। এসময় উত্তেজনা যথেষ্ঠ বেড়ে যায়। বিক্ষোভকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্নও তুলতে দেখা যায় সেদিন আরিফ মহম্মদ খানকে। এছাড়াও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নও তোলেন রাজ্যপাল। প্রসঙ্গত, পিএফআই এবং এসএফআই-এর হাতে কেরলের অসংখ্য বিজেপি-আরএসএস কর্মী খুন হয়েছেন। সমাজে বিভাজন, উস্কানি, জঙ্গি কার্যকলাপের কারণে পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র।

    রাজভবনের সঙ্গে কেরল সরকারের সংঘাত চলছেই

    সাম্প্রতিক সময়ে কেরলের রাজভবনের (Arif Mohammed Khan) সঙ্গে কেরল সরকারের সংঘাত সামনে এসেছেবিভিন্ন ইস্যুতে। কেরালা ত্রিশূরে গভর্নর আরিফ মহম্মদ খান সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পীনারাই বিজয়নের। এবং তাঁকে ভন্ড বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন বামপন্থী ছাত্র নেতাদের তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য। এবং একই সঙ্গে নিজের (মুখ্যমন্ত্রীর) নিরাপত্তার বিষয়টিও ভালোমতো বন্দোবস্ত করছেন তিনি।

    আরও পড়ুন: প্রয়াত জৈন সন্ত আচার্য বিদ্যাসাগর মহারাজ, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Raiganj: পরীক্ষার আগেরদিন চলে আসছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র! চাওয়া হচ্ছে টাকা, বড় চক্রের হদিশ

    Raiganj: পরীক্ষার আগেরদিন চলে আসছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র! চাওয়া হচ্ছে টাকা, বড় চক্রের হদিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের বড়সড় চক্র ধরা পড়েছিল মালদায়। পরীক্ষা বাতিল করা হয়েছিল একাধিক পরীক্ষার্থীর। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার প্রশ্নপত্র ফাঁস করে টাকা হাতানোর বড়সড় চক্রের হদিশ মিলেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj)। যা সামনে আসতেই চা়ঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কীভাবে কাজ করছে এই চক্র? (Raiganj)

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার অনেক আগেই মিলে যাচ্ছে হুবহু হাতে লেখা প্রশ্ন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা বিক্রির জন্য টাকা চাওয়া হচ্ছে পরীক্ষার্থীদের কাছে। প্রশ্নপত্র দ্রুত দিয়ে আবার ডিলিট করে টাকা নেওয়ার ফাঁদও পাতা হচ্ছে। দেওয়া হচ্ছে কিউআর  কোড। এমনই স্ক্রিন রেকর্ড ও স্ক্রিনশট নিয়ে পুলিশের দ্বারস্থ হল রায়গঞ্জের একদল পরীক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক পড়ুয়াদের দাবি, ‘মাস্টার মাইন্ড’ নামের একটি গ্রুপ হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ করে। ইতিমধ্যেই ‘মাস্টার মাইন্ডে’র দেওয়া বাংলা প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল দেখা গিয়েছে। আর এরপর ইংরেজি সহ বাকি পরীক্ষার ক্ষেত্রেও একইরকমভাবে যদি মিল পাওয়া যায় তাহলে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। শনিবার রাতেই রায়গঞ্জ (Raiganj) থানার দ্বারস্থ হওয়ার পর রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন একদল পরীক্ষার্থী।

    বদনাম করার চক্রান্ত!

    মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া পদক্ষেপ করে পর্ষদ। মালদার দুটি স্কুল থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। অভিযুক্ত ছাত্রদের চিহ্নিতও করা হয়। সেক্ষেত্রেও উঠে আসে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা। তদন্ত চালিয়ে ওই গ্রুপের অ্যাডমিন এক গৃহশিক্ষককে গ্রেফতার করে পুলিশ। আবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চলে বলে অভিযোগ ওঠে। ২ জনকে শনাক্ত করা হয়। তাদের পরীক্ষা বাতিলও করা হয়। এই বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা জেলার জয়েন্ট কনভেনারের বক্তব্য, এসব করে পর্ষদকে বদনাম করার চক্রান্ত চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Acharya Vidhyasagar Maharaj: প্রয়াত জৈন সন্ত আচার্য বিদ্যাসাগর মহারাজ, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

    Acharya Vidhyasagar Maharaj: প্রয়াত জৈন সন্ত আচার্য বিদ্যাসাগর মহারাজ, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন জনপ্রিয় জৈন সন্ত আচার্য বিদ্যাসাগর মহারাজ (Acharya Vidhyasagar Maharaj)। ছত্তিসগড়ের দোনগারগড়ের চন্দ্রাগিরি তীর্থে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জৈন সন্তের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপবাসের মধ্যে দিয়ে নিজের জীবনকে মৃত্যুর আরও কাছে নিয়ে যেতে থাকেন তিনি। প্রসঙ্গত, উপবাসের এই রীতিকে জৈন ধর্মে সাল্লেঙ্খ বলা হয়। আত্মার শুদ্ধির জন্য উপবাস চলতে থাকে। উপবাসের মাধ্যমে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়াই সাল্লেঙ্খ। বিদ্যাসাগর মহারাজের (Acharya Vidhyasagar Maharaj) মৃত্যুর কথা চন্দ্রাগিরি তীর্থের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। প্রসঙ্গত, ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন এই জৈন সন্ত, সন্ন্যাস নেন ১৯৬৮ সালে।

    এক্স হ্যান্ডেলে স্মৃতিচারণা প্রধানমন্ত্রীর 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বিধানসভা ভোটের প্রচারে গিয়ে এই জৈন সন্তের (Acharya Vidhyasagar Maharaj) সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিয়েছিলেন। সেই ছবি নিজের এক্স হ্যান্ডলে থেকে শেয়ার করে স্মৃতিচারণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘‘সমাজের প্রতি আচার্য বিদ্যাসাগর মহারাজের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’’

    চন্দ্রাগিরি তীর্থের বিবৃতি

    বিদ্যাসাগর মহারাজের প্রয়াণ সংক্রান্ত বিবৃতিতে চন্দ্রাগিরি তীর্থের তরফে জানানো হয়েছে, ‘‘গত ৬ মাস ধরেই চন্দ্রাগিরি তীর্থে থাকছিলেন মহারাজ (Acharya Vidhyasagar Maharaj)। গত কয়েক দিন ধরেই তাঁর শরীর বাল ছিল না। শেষ তিন দিন তিনি সাল্লেঙ্খ পালন করছিলেন। খাবার, জল খাওয়া বন্ধ করেছিলেন তিনি। জৈনধর্মে আত্মার শুদ্ধির জন্য এই প্রথা পালিত হয়।’’ রবিবার দুপুর ১টা নাগাদ মহারাজের শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: রাতের অন্ধকারে সবুজ সাথী সাইকেল পাচারের চেষ্টা! জেলাজুড়ে শোরগোল

    South 24 Parganas: রাতের অন্ধকারে সবুজ সাথী সাইকেল পাচারের চেষ্টা! জেলাজুড়ে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে সরকারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল তছরুপের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তীতে। বাসন্তী থানার উত্তর মোকামবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পালবাড়ি এলাকায় এক মহিলার বাড়ি থেকে ১৯ টি সবুজ সাথী প্রকল্পের সাইকেল উদ্ধার হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    পুলিশ ও বাসন্তী ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তীর ঢুঁড়ি জনপ্রিয় নগর স্কুল থেকে বাসন্তী ব্লকের বিভিন্ন স্কুলে সবুজ সাথী সাইকেল পাঠানো হচ্ছিল। সেই মোতাবেক বাসন্তীর কুলতলি নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যামন্দির স্কুলেও ২৩৯ টি সাইকেল আসার কথা ছিল। রাতে সুব্রত নামে ওই ট্রাক চালককে সেকারণে ঢুঁড়িতে ডেকে পাঠানো হয়েছিল। তাঁর গাড়িতেই সাইকেল আসে। কিন্তু স্কুলে ২৩৯ টি সাইকেল নামিয়ে দিয়েও ১৯ টি সাইকেল বেশি হয়। সেই বাড়তি সাইকেল ওই ট্রাক চালক বাসন্তীর পালবাড়ি এলাকার বাসিন্দা শিখা সাউয়ের বাড়িতে রেখে যায়। যদিও এই ঘটনা সম্পর্কে বাড়ির মালিক কিছুই জানেন না বলে দাবি করেছেন। মিনি ট্রাক চালক সুব্রত রাউত নামে এক ব্যক্তি শনিবার রাত ১২টা নাগাদ এই সাইকেলগুলো তাঁর বাড়ির একটি ফাঁকা টিনের ঘরে সেগুলি রেখে যায় বলে বাড়ির মালিক শিখা সাউয়ের দাবি। ঘটনার কথা জানাজানি হতেই রবিবার সকালের মধ্যে ৬ টি সাইকেল নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যামন্দির স্কুলে দিয়ে আসে সুব্রত। তবে, ঘটনার কথা জানতে পেরে বাসন্তী থানার পুলিশ বাকি ১৩ টি সাইকেল উদ্ধার করেছে। শুরু হয়েছে তদন্ত।

    স্থানীয় বাসিন্দাদের কী বক্তব্য?

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই সাইকেলগুলি চুরি করে বিক্রির পরিকল্পনা ছিল অভিযুক্তদের। তাই, সরকারি প্রকল্পের সাইকেল রাতের অন্ধকারে পাচার করে এনে শিখা সাউ নামে স্থানীয় এক মহিলার বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। আসলে সরকারি এই সাইকেল হাতিয়ে বিক্রি করার চক্র সক্রিয় হয়ে উঠেছে। অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের সকলকে গ্রেফতার করতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: শিবু ঘনিষ্ঠ তৃণমূল নেতা পাড়া ঘুরে ঘুরে তালিকা তৈরি করছেন, ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালিবাসী

    Sandeshkhali: শিবু ঘনিষ্ঠ তৃণমূল নেতা পাড়া ঘুরে ঘুরে তালিকা তৈরি করছেন, ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালিবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালিবাসী। মাটি হারাচ্ছে তৃণমূল। আর সেটা দলীয় নেতারা বুঝতে পেরে ক্ষতে প্রলেপ দিতে উদ্যোগী হয়েছে শাসক দল। জমি নেওয়ার পর গ্রামবাসীদের লিজের টাকা দিতেন না শাহজাহান বাহিনীর উত্তম সর্দার- শিবু হাজরারা। এবার সেই লিজের টাকা না পাওয়া বাসিন্দাদের তালিকা তৈরি করছে পঞ্চায়েত। তালিকা তৈরি করছেন সন্দেশখালি (Sandeshkhali) পঞ্চায়েতের উপ প্রধান গণেশ হালদার। আর সেই তালিকা নিয়ে চর্চা চলছে সন্দেশখালিজুড়ে। কারণ, এই গণেশই শিবু হাজরার অনুগামী। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তাঁকে আবার তালিকা তৈরির দায়িত্ব দেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

    তালিকা তৈরি নিয়ে মুখ খুললেন বাসিন্দারা (Sandeshkhali)

    তৃণমূল নেতা গণেশ এই এলাকায় তিন বারের পঞ্চায়েত সদস্য। গ্রামবাসীদের দাবি, এলাকার গরিব মানুষের থেকে গণেশ যা টাকা তুলতেন, তার ভাগ যেত শিবপ্রসাদ, শেখ শাহজাহানের কাছেও। এই এলাকায় গণেশ খাস জমি দখল করে ভেড়ি বানিয়েছেন বলেও অভিযোগ তাঁদের। গণেশের নিজের বুথ এলাকা ৫ ঘটি পাড়ার বাসিন্দাদের অনেকের বক্তব্য, যাঁর বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ, তিনিই সন্দেশখালির (Sandeshkhali) পাড়ায় পাড়ায় ঘুরে এলাকার মানুষের কাছ থেকে জমি লিজ় সংক্রান্ত অভিযোগ শুনছেন। রুমা মণ্ডল নামে এই এলাকার এক বাসিন্দার অভিযোগ, গণেশ আমাদের পাট্টা করিয়ে দেবে বলে ৭০০ টাকা নিয়েছিলেন দু’বছর আগে। কিন্তু, টাকা ফেরত দেননি, কাজও হয়নি। উনিই আবার জমির সমস্যা সমাধানে বেরিয়েছেন। বোঝাই যাচ্ছে কী হবে। রুমার মতো অনেকের অভিযোগ, চারশো, পাঁচশো করে যখন যেমন খুশি টাকা নিয়েছেন গণেশ। গণেশের বিরুদ্ধে অভিযোগের বহর আরও বড় বলে জানিয়েছেন নমিতা মণ্ডল-সহ বেশ কয়েক জন। নমিতার দাবি, গণেশ তাঁর দলবল নিয়ে চড়াও হয়ে এই গ্রামের বহু লোকের একশো দিনের কাজের টাকা তুলে নেন। আমার পরিবারেই ছ’জন একশো দিনের কাজ করেছিলেন। তিন জনের ব্যাঙ্ক একাউন্টে তিন হাজার টাকা করে ঢুকেছিল প্রায় দু’বছর আগে। গণেশের লোক এসে বলে যায়, নয় হাজারের মধ্যে দেড় হাজার রেখে সাড়ে আট হাজার টাকা দিয়ে দিতে হবে। তাই করতে হয়। কাটমানি নেওয়া নেতা টাকা ফেরানোর আশ্বাস দেন কী করে! শিবপদ কাণ্ডার নাম এক বাসিন্দা বলেন, “একশো দিনের কাজ করেছিলেন প্রায় ৩৭ দিন। দু’বছর আগে একবার ৫,৭০০ টাকা ঢুকেছিল। গণেশ চাপ দিয়ে সব টাকা তুলে নেন। ওদের কথা না শুনলে, মিটিং-মিছিলে না গেলে কোদালের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হত। ভয়ে ওদের কথা শুনতে হত।”

    অভিযুক্ত তৃণমূল নেতা কী সাফাই দিলেন?

    অভিযুক্ত তৃণমূল নেতা গণেশ অবশ্য অভিযোগের কথা মানতেই চাননি। তিনি বলেন, “সব অভিযোগ ভিত্তিহীন। আমার সামনে এমন অভিযোগ কেউ করতে পারবে না। আসলে এসব নিয়ে অনেকে রাজনীতি করছেন।” সন্দেশখালির (Sandeshkhali) বিধায়ক তৃণমূলের সুকুমার মাহাতো বলেন, “যার বিরুদ্ধে যা অভিযোগ, সব শোনার জন্য নেতারা যাচ্ছেন। এত দিন কেউ তো কিছু বলেনি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share