Author: user

  • Sandeshkhali: শিবু গ্রেফতারে খুশির হাওয়া সন্দেশখালিতে, ফ্রিতে মিষ্টি-চা বিতরণ

    Sandeshkhali: শিবু গ্রেফতারে খুশির হাওয়া সন্দেশখালিতে, ফ্রিতে মিষ্টি-চা বিতরণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডির ওপর হামলার পর থেকে শেখ শাহজাহান ফেরার। এখনো পুলিশ তাঁর কোঁজ পায়নি। তবে, তাঁর অন্যতম দুই সাগরেদ উত্তম সর্দার এবং শিবু হাজরাকে পুলিশ গ্রেফতার করেছে। আর তারপরই উল্লাসে মেতে উঠলেন সন্দেশখালির মহিলারা। তাই সন্দেশখালির (Sandeshkhali) কোথাও চলছে বিনামূল্যে চা খাওয়ানোর পর্ব তো কোথাও মিষ্টি মুখের পালা।

    বিনামূল্যে চা-মিষ্টি বিতরণ! (Sandeshkhali)

    শিবু হাজরা গ্রেফতার হওয়ায় এবার আতঙ্ক কাটল, নতুন করে স্বাধীনতা ফিরে পেলেন বলে জানাচ্ছেন সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা। কেউ বলছেন, “অনেকটা সাহস পেলাম। এবার নতুন করে জীবন ফিরে পাব। নতুন করে স্বাধীনতা পাব আশা করছি।” এলাকাবাসীর অভিযোগ, শিবু হাজরার লোকজন গ্রামের মহিলাদের বিকালের পর পার্টি অফিসে তুলে নিয়ে যেতেন এবং তাঁদের ওপর যৌন নির্যাতন চলত। শিবু হাজরা গ্রেফতার হওয়ার পর এবার তাঁর কঠোরতম শাস্তির দাবি তুলেছেন সন্দেশখালির বাসিন্দারা। যার প্রেক্ষিতে শনিবারই শিবু হাজরার বিরুদ্ধে জমি দখল, মানুষের উপর অত্যাচার-সহ অন্যান্য ধারার পাশাপাশি গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। এরপর সন্ধ্যাতেই পুলিশের জালে পাকড়াও হয় শিবু হাজরা। শিবু হাজরার গ্রেফতারির খবর শুনেই সন্দেশখালির শ্রীমনি বাজারে চায়ের দোকানিরা এদিন সন্ধ্যায় সকলকে বিনামূল্য চা খাওয়াচ্ছেন। রবিবার সকালে সকলকে মিষ্টি খাওয়ান শ্রীমনি বাজারের দোকানিরা। আবার এলাকার মহিলারা বলছেন, “আমরা ঘরেই মিষ্টি খাব।”

    আন্দোলনকারী মহিলাদের কী বক্তব্য?

    শিবু হাজরা গ্রেফতার হওয়ায় কেবল মহিলা নয়, স্থানীয় বাসিন্দা সকলের মধ্যেই খুশির বাঁধ ভেঙে পড়েছে। তবে, শিবু হাজরা গ্রেফতার হলেও এখনই আন্দোলন থামছে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা। তাঁদের কথায়, “শিবু হাজরার মাথায় রয়েছে শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেফতার হলেই আন্দোলন থামবে।” শাহজাহান গ্রেফতার হলেই আতঙ্কের পরিবেশ কাটবে এবং এলাকাবাসী নির্ভয়ে বাঁচতে পারবে বলেও জানাচ্ছেন তাঁরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suhani Bhatnagar: মাত্র ১৯ বছরে প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর

    Suhani Bhatnagar: মাত্র ১৯ বছরে প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ১৯ বছরে প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর (Suhani Bhatnagar)। শনিবার এই খবরে তীব্র চাঞ্চল্য ছড়ায় দেশজুড়ে। অনেকেই ভাবেন ভুল চিকিৎসার কারণে এই মৃত্যু। এমন প্রশ্ন তৈরি হয়। তবে এর উত্তর মিলেছে সুহানির বাবা সুমিত ভাটনাগরের কথায়।

    বিরল রোগে আক্রান্ত ছিলেন সুহানি

    এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে সুমিত জানিয়েছেন, ডার্মাটোমায়োসাইটিস নামের রোগের চিকিৎসা চলছিল ১৯ বছরের অভিনেত্রীর (Suhani Bhatnagar)। এটি এক ধরনের বিরল রোগ। যা ত্বক, মাসল, ফুসফুস-সহ শরীরের একাধিক অঙ্গকে প্রভাবিত করতে পারে বলেই জানা গিয়েছে। সুমিত জানান, মাস দুয়েক আগে সুহানির দুই হাত ফুলতে শুরু করেছিল। সেই সময় তাঁকে স্টেরয়েড দেওয়া হয়েছিল। কারণ তাঁর ক্ষেত্রে নাকি এটিই একমাত্র ওষুধ ছিল।

    স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ায় সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

    সুহানির (Suhani Bhatnagar) পরিবার সূত্রে জানা গিয়েছে, স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ায় সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। তাঁর ফুসফুস দুর্বল হয়ে গিয়েছিল। শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গে জলও জমে গিয়েছিল। সেই কারণেই শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গিয়েছিল। গত ১০ দিন ধরে এইমসে ভর্তি ছিলেন ১৯ বছরের তরুণী। শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। হরিয়ানার মেয়ে সুহানি। সেখানেই তাঁর শেষকৃত্য হয়।

    ‘দঙ্গল’ সিনেমা প্রয়াত অভিনেত্রীকে প্রচারের আলোয় নিয়ে আসে

    আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪। প্রথম ছবিতেই মেলে  সাফল্য। এর আগে একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সুহানি। তবে ‘দঙ্গল’-এর পর খ্যাতি পান তিনি। ‘দঙ্গল’-এর সাফল্যের পর একাধিক কাজের অফার পেয়েছিলেন সুহানি (Suhani Bhatnagar)। কিন্তু সেই সময় পড়াশোনায় মন দেন তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানিয়েছিলেন, আগে নিজের পড়াশোনা ভালোভাবে শেষ করতে চান। তার পর আবার অভিনয় জগতে ফিরতে চান। কিন্তু তা আর হল না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISRO: সফলভাবেই মহাকাশে পাড়ি দিল ইসরোর ‘দুষ্টু ছেলে’, পূর্বাভাস দেবে প্রাকৃতিক দুর্যোগের

    ISRO: সফলভাবেই মহাকাশে পাড়ি দিল ইসরোর ‘দুষ্টু ছেলে’, পূর্বাভাস দেবে প্রাকৃতিক দুর্যোগের

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার ঠিক বিকেল ৫.৩৫ মিনিট। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইনস্যাট-৩ডিএস উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দেয় ইসরোর ‘নটি বয়’ বা ‘দুষ্টু ছেলে’ (ISRO)। ইসরো সূত্রে আগেই জানানো হয়েছিল, এখনও পর্যন্ত ১৫ বার মহাকাশে পাড়ি দিয়েছে জিএসএলভি রকেট। তবে তার মধ্যে ছ’বার যান্ত্রিক ত্রুটির জন্য মহাকাশযাত্রা ব্যর্থ হয়। এবারের পরীক্ষা সফল হবে, এই আশাতেই বুক বেঁধেছেন ইসরোর বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হয়েছে। পৃথিবীর কক্ষপথে ওই উপগ্রহ নিরাপদে বসলেই ইসরোর মুকুটে ফের নতুন পালক জুড়বে। জলবায়ু পরিবর্তনের কারণে ভয়ঙ্কর ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল তুষারপাত, বন্যা বেড়েই চলেছে। ভয়ঙ্কর দাবানলের গ্রাসে ছাই হয়ে যাচ্ছে সবুজ বনভূমি। পৃথিবীর নিম্নকক্ষে বসে জলবায়ুর গতিপ্রকৃতির দিকে নজর রাখবে ইনস্যাট (ISRO)। লক্ষ্য করবে সাগর-মহাসাগরকে। দুর্যোগ আসবে কিনা তার আগাম বার্তা পাঠাবে।

    কী বললেন ইসরো চেয়ারম্যান?

    ইসরোর (ISRO) চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘‘আমি জানাতে চাই, GSLV-F14 INSAT-3DS-এর সফল উৎক্ষেপণ করতে পেরেছি আমরা। সকলকে অভিনন্দন। রকেটের সমস্ত যন্ত্রাংশই সঠিকভাবে কাজ করছে।’’

    দুষ্টু ছেলে নাম কেন?

    ‘দুষ্টু ছেলের’ ভালো নাম অবশ্য জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV)। এই ডাকনাম ঠিক করেছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। রকেটটির মতিগতি বুঝতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ইসরোকে। তাই আদর করেই এমন নাম রাখা হয়েছে বলে জানা গিয়েছে। বিজ্ঞানীদের মতে, এই রকেটের (ISRO) হাবভাবও নাকি দুষ্টু ছেলেরই মতো। যদি রকেটের মুড ঠিক থাকে তাহলেই মহাকাশযাত্রা সফল হয়, আর যদি বিগড়ে যায় তাহলেই ব্যর্থ। এইভাবে ছয় বার এই দুষ্টু ছেলে পরীক্ষায় ডাহা ফেল করেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jnanpith Award 2023: সংস্কৃত-উর্দু ভাষা-সাহিত্যে অবদান, জ্ঞানপীঠে সম্মানিত গুলজার-জগদগুরু রামভদ্রাচার্য

    Jnanpith Award 2023: সংস্কৃত-উর্দু ভাষা-সাহিত্যে অবদান, জ্ঞানপীঠে সম্মানিত গুলজার-জগদগুরু রামভদ্রাচার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: দশকের পর দশক ধরে তাঁর সৃষ্টি মন জয় করে এসেছে পাঠক ও শ্রোতাদের। তাঁর লেখা কবিতা পড়ে, গান শুনে আবেগে ভেসেছে, ভালোবাসার অর্থ অনুধাবন করেছে প্রজন্মের পর প্রজন্ম। সেই গুলজারই এবার মনোনীত হলেন জ্ঞানপীঠ পুরস্কারের জন্য। উর্দু ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ৫৮তম জ্ঞানপীঠ পুরস্কার (Jnanpith Award 2023) পেতে চলেছেন বর্ষীয়ান এই উর্দু কবি। শনিবার জ্ঞানপীঠ সিলেকশন কমিটির তরফে এক বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। উর্দুভাষায় সাহিত্যকর্মের জন্যই প্রবীণ এই সাহিত্যিককে বেছে নেওয়া হয়েছে বলে কমিটির তরফে জানানো হয়েছে। তাঁর সঙ্গেই এবছর জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন সংস্কৃত ভাষার পণ্ডিত জগদগুরু রামভদ্রাচার্য।

    গুলজার ও জগদগুরু রামভদ্রাচার্যের আবদান

    উর্দুভাষায় সাহিত্যচর্চার পাশাপাশি হিন্দিভাষায় একের পর এক কালজয়ী গান রচনা করেছেন গুলজার। গীতিকার হিসাবে তাঁর লেখা সেইসব গান আজও সকলের ঠোঁটে ঠোঁটে ফেরে। ‘আঁধি’, ‘ইজাজত’, ‘মাসুম’-এর মতো ছবিতে গুলজারের লেখা গান ভারতীয় সংগীতচর্চাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে বলা যায়। ‘মেরা কুছ সামান’, ‘তুম আ গায়ে হো’, ‘তেরে বিনা জিন্দেগি মে’, ‘আনে ওয়ালা পল’-এর মতো সব মণিমুক্ত জন্ম নিয়েছে গুলজারের কলম থেকে। গুলজারের আসল নাম সম্পূরাণ সিং কালরা। জন্ম ১৯৩৪ সালের ১৮ আগস্ট। উর্দু সাহিত্যের জগতে অন্যতম উজ্জ্বল নাম গুলজার। করেছেন আঁধি, খুশবু, মাসুমের মতো ছবির পরিচালনাও। পাঁচটি জাতীয় পুরস্কার পেয়েছেন গুলজার। এছাড়াও সাহিত্য অকাদেমি, দাদাসাহেব ফালকে সম্মান রয়েছে প্রায় ৯০ বছর বয়সি গুলজারের ঝুলিতে। পেয়েছেন পদ্মভূষণ সম্মানও। ২০১০ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডও পান গুলজার। অন্যদিকে, জগদগুরু রামভদ্রাচার্য চিত্রকূটের তুলসী পীঠের প্রতিষ্ঠাতা এবং প্রধান। তিনি একজন প্রখ্যাত হিন্দু আধ্যাত্মিক নেতা। শিক্ষাবিদও। ১০০ টিরও বেশি বইয়ের লেখক তিনি।

    জ্ঞানপীঠ নির্বাচন কমিটির বক্তব্য? (Jnanpith Award 2023)

    একটি বিবৃতিতে, জ্ঞানপীঠ (Jnanpith Award 2023) নির্বাচন কমিটি বলেছে, “দুটি ভাষার বিশিষ্ট লেখকদের (২০২৩ সালের জন্য) পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কৃত সাহিত্যিক জগদগুরু রামভদ্রাচার্য এবং সুপরিচিত উর্দু সাহিত্যিক শ্রী গুলজার।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: প্রায় সাড়ে তিনমাস কারাবাসের পর জামিনের আবেদন বালুর, শুনানি ২০ ফেব্রুয়ারি

    Ration Scam: প্রায় সাড়ে তিনমাস কারাবাসের পর জামিনের আবেদন বালুর, শুনানি ২০ ফেব্রুয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রীপদ চলে গিয়েছে তাঁর। রেশন দুর্নীতির (Ration Scam) প্রধান অভিযুক্ত বালুর পরিবর্তে বনমন্ত্রীর পদে বসেছেন বীরবাহা হাঁসদা। আর মন্ত্রীত্ব যাওয়ার পরই জামিনের আবেদন করতে দেখা গেল প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর অবশেষে জামিনের আবেদন করলেন তিনি। যদিও বালুর জামিনের শুনানি পর্ব পিছিয়ে গিয়েছে এদিন আদালতে। জানা গিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি জামিনের পরবর্তী শুনানি হতে চলেছে।

    বালুর আইনজীবীর দাবি

    বালুর আইনজীবী এদিন তাঁর মক্কেলের অসুস্থতার কথা তুলে ধরেন আদালতের সামনে। এর পাশাপাশি তাঁর আইনজীবী জানান যে, ইডি রেশন দুর্নীতিকাণ্ডে তাঁর মক্কেল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার সরাসরি কোনও তথ্যপ্রমাণ (Ration Scam) সামনে আনতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই আদালতের তরফে জামিনের শুনানি ধার্য করা হয় ২০ ফেব্রুয়ারি। যদিও ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ি থেকে একাধিক কাগজপত্র মিলেছে, যেগুলির সূত্র ধরে বিভিন্ন ব্যবসায়ীদের নাম পাওয়া গিয়েছে এবং তদন্তে সেগুলি অত্যন্ত সাফল্য আনছে বলে দাবি তদন্তকারীদের।

    ২৭ অক্টোবর গ্রেফতার হন বালু

    গতবছর ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাসভবন এবং অফিসে তল্লাশি অভিযান চালানোর (Ration Scam) পর ভোর নাগাদ তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই মাসেই ঠিক পুজোর আগে উত্তর ২৪ পরগণার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের জড়িত থাকার বিষয়টি জানতে পারেন তদন্তকারীরা। এরপরেই একে একে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে বনগার শঙ্কর আঢ্য-সহ একাধিক ব্যবসায়ীর নাম এই দুর্নীতিতে জড়িত থাকার তথ্যপ্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে বিশ্বজিত দাস নামের এক ব্যবসায়ীকে। রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন, কর্মীদের উদ্দেশ্যে কী বললেন প্রধানমন্ত্রী?

    BJP: দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন, কর্মীদের উদ্দেশ্যে কী বললেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পার্টি কর্মীদের নির্দেশ দেন যে বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন করতে আগামী ১০০ দিন তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে ৩৭০ শুধুমাত্র একটি সংখ্যা নয়, যেটা আমরা লোকসভায় পেতে চাই। কিন্তু এটা হল দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জী এবং তাঁর আদর্শকে সম্মান জানানো।

    মহিলারা বিজেপির কাছে মা বোন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আরও বলেন যে মহিলারা শুধুমাত্র বিজেপির (BJP) কাছে ভোটার নয়। তারা হলেন বিজেপির কাছে মা এবং বোন। আশা করা যায় তাঁরাও তাঁদের আশীর্বাদ বর্ষিত করবেন আগামী লোকসভা ভোটে। প্রসঙ্গত আজ রবিবার বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক রয়েছে। সে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি বিজেপি নাড্ডা। ভারত মণ্ডপমে বিকাল ৩:৩০ নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বৈঠকে আগামী লোকসভা ভোটের রণনীতি ঠিক করা হবে বলে জানা যাচ্ছে। কীভাবে কেন্দ্র ও রাজ্য সরকারের ডাবল ইঞ্জিন সরকার এগিয়ে চলেছে সেটাও তুলে ধরা হবে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে।

    উঠে এল রাম মন্দির প্রসঙ্গ

    শনিবারে বিজেপির (BJP) রাষ্ট্রীয় অধিবেশনে উঠে আসে রাম মন্দির প্রসঙ্গ। দিল্লিতে দলের সভাপতি জেপি নাড্ডা প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তকে উল্লেখ করেন এবং তিনি বলেন, ‘‘আমরা সেই সময়টাও দেখেছিলাম যে সময়ে পালমপুরে ১৯৮৯ সালে রাষ্ট্রীয় অধিবেশন বসেছিল এবং সেখানেই প্রস্তাব পাস হয়েছিল রাম মন্দিরের নির্মাণের। কিছু মানুষ ভেবেছিলেন যে এটা হয়তো সম্ভব হবে না এবং তাঁরা আমাদের জিজ্ঞাস করতেন যে তোমরা তারিখ বলো! আমরা এখন বলতে পারি যে সেটা ২২ জানুয়ারি ২০২৪ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন।’’ শনিবারে বিজেপির কর্মী সমর্থকদের সম্মোধন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অন্যতম সুস্থিত অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষের অর্থনীতি বর্তমানে পঞ্চম স্থান অধিকার করেছে। আমরা জাপান, জার্মানি, ব্রিটেনের পরেই এই স্থান পেয়েছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ১৮/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ১৮/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) পরিবারের সদস্যদের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন।

    ২) পরিজনদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।

    ৩) কর্মক্ষেত্রে কেউ আপনাকে প্রতারিত করতে পারে, তাঁদের ষড়যন্ত্র বুঝতে হবে আপনাদের।

    বৃষ

    ১) বিবাদ থেকে দূরে থাকুন, তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন।

    ২) কোনও বন্ধু মিষ্টি কথায় আপনার মন ভোলাতে পারে।

    ৩) কারও পরামর্শে কান দিয়ে বড়সড় লগ্নি করবেন না। 

    মিথুন

    ১) সম্পত্তি ক্রয়ের ইচ্ছাপূরণ হবে।
      
    ২)  দূরের যাত্রায় যাওয়ার পরিকল্পনা করে থাকলে তা বাতিল করে দিন।
     
    ৩) পরিবারে কোনও সদস্যকে পরামর্শ দিলে তাঁরা সেটি মান্য করবেন।

    কর্কট

    ১) অতীত ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
     
    ২) কর্মক্ষেত্রে কোনও সমস্যা চললে তা উপেক্ষা করবেন না।

    ৩) হঠাৎ গাড়ি খারাপ হয়ে যাওয়ায় ব্যয় বাড়বে। 

    সিংহ

    ১) আইনি মামলায় সতর্ক থাকুন। 

    ২) কারও কাছ থেকে গাড়ি চেয়ে চালাবেন না, দুর্ঘটনার শিকার হতে পারেন।
     
    ৩) টাকা ধার নেবেন না, কারণ তা শোধ করা কঠিন হয়ে পড়বে।

    কন্যা

    ১)  কাউকে সাহায্য করার সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না।

    ২) নিজের কাজে মনোনিবেশ করা উচিত।
     
    ৩) গুরুত্বপূর্ণ সংবাদ পাবেন।

    তুলা

    ১) কোনও কাজের কারণে যাত্রায় যেতে পারেন।

    ২) ভাই-বোনের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে।

    ৩) সন্তানের তরফে সুসংবাদ পাবেন।

    বৃশ্চিক

    ১) ছাত্রছাত্রীরা মানসিক বোঝা থেকে স্বস্তি পেতে পারেন।

    ২) পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল হলে তা দূর হবে।

    ৩) যাত্রার সময়ে গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন। 

    ধনু

    ১) ব্যবসায়ীরা কোনও নতুন কাজ করার পরিকল্পনা করতে পারেন।
     
    ২)  মা-বাবার আশীর্বাদে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।
     
    ৩) সন্তানের জন্য নতুন বাহন কিনতে পারেন।

    মকর

    ১) দূরের যাত্রায় যাওয়ার পরিকল্পনা করে থাকলে সতর্কতার সঙ্গে অগ্রসর হন, তা না-হলে সমস্যায় জড়াতে পারেন।

    ২) পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য হঠাৎ নষ্ট হবে।
     
    ৩) বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলতে পারেন, কিন্তু নিজের বুদ্ধির দ্বারা তাঁদের পরাজিত করবেন।

    কুম্ভ

    ১) শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
     
    ২) সামাজিক কাজে আনন্দ পাবেন।
     
    ৩) ব্যবসায়িক পরিকল্পনা সতর্কভাবে করুন।

    মীন

    ১) পূজার্চনা ও আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করবেন।

    ২) ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

    ৩) ভেবেচিন্তে লগ্নি করুন। তা না-হলে লোকসান হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • KMC:  ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ কলকাতা পুরসভায়, সোচ্চার বিজেপি

    KMC:  ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ কলকাতা পুরসভায়, সোচ্চার বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক:  ২০২৪-২৫ অর্থবর্ষে ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হল কলকাতা পুরসভায় (KMC)। এদিন মেয়র ফিরহাদ হাকিম এই ঘাটতি বাজেট পেশ করেন। ইতিমধ্যে এই ঘাটতি বাজেট নিয়ে সোচ্চার হয়েছে বিজেপিও। কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘‘নাগরিক পরিষেবার কোনও সমস্যা হবে না বলছেন মেয়র। কিন্তু উনি তো টাকা ছাপাতে পারবেন না। টাকা আসবে কোথা থেকে?’’

    আয় কমেছে কলকাতা পুরসভার

    প্রসঙ্গত, গত ২০২৩-২৪ অর্থবর্ষে ১৪৬ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিলেন মেয়র। এবার তা হল ১১২ কোটি! চলতি অর্থবর্ষে মেয়র ফিরহাদ হাকিম বাজেটে আয় দেখিয়েছেন ৫ হাজার ৫৪ কোটি ৫২ লক্ষ টাকা। ব্যয় দেখিয়েছেন ৫ হাজার ১৬৬ কোটি ৫২ লক্ষ টাকা। অন্যদিকে, কলকাতা পুরসভার (KMC) আয়ও কমে গিয়েছে। গত বছরই প্রায় ৪,৫০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু শনিবার দেখা যায়, আয়ের সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রার চেয়ে ৬৭০ কোটি টাকা কম আয় হয়েছে পুরসভার। যা যথেষ্ঠ চিন্তার বিষয় বলেই মনে করছেন অনেকে।

    পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কর্মীদের একাংশ 

    অন্যদিকে এদিন বাজেট পেশের আগে কলকাতা পৌরনিগমের (KMC) কর্মীদের একাংশ সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দেন। তাঁদের হুঁশিয়ারি, হেলথ স্কিমের আওতায় কর্মীদের না আনলে এপ্রিল মাস থেকে পুরসভা অচল করে দেবেন। কর্মীদের নেতা অমিতাভ ভট্টাচার্য বলেন, ‘‘দীর্ঘদিনের দাবি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে আমাদের । পাশাপাশি গ্রাচুরিটি ও পেনশন নিয়মিত করতে হবে । এবছরেও আমাদের এই বিষয়গুলো জন্য আর্থিক বরাদ্দ বাজেট নেই বলেই শুনেছি । যদি দেখি বাজেট পেশের পরে আমাদের সমস্যা সুরাহার কোনও পথ বের হয়নি, তাহলে নতুন অর্থবর্ষের শুরু থেকেই কর্পোরেশন অচল করব আমরা । পরিষেবায় প্রভাব পড়লে, তার দায় নিতে হবে প্রশাসনকে । নাগরিকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ১৭/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ১৭/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১)  সন্তানের তরফে সুসংবাদ পাবেন।

    ২) নতুন চাকরি পেতে পারেন।

    ৩) ছাত্ররা প্রতিযোগিতায়র প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন।

    বৃষ

    ১) প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে কোনও কারণে কথা কাটাকাটি হতে পারে।

    ২) কোনও কাজ পুরো করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    ৩) পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে পরিবারের সদস্যদের সাহায্যে তার সমাধান হবে।

    মিথুন

    ১) মনের মধ্যে উথালপাথাল চলতে থাকবে, যে কারণে নিজের কাজ পুরো করতে পারবেন না।
      
    ২) বাড়িতে অতিথি আগমন হতে পারে।
     
    ৩) পরিবারের সদস্যদের কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পুরো করতে হবে।

    কর্কট

    ১) রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা মিথ্যা অভিযোগে অভিযুক্ত হতে পারেন।
     
    ২) বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

    ৩) কোনও কাজের কারণে আকস্মিক যাত্রা করতে হবে।

    সিংহ

    ১) শেয়ার বাজারের সঙ্গে জড়িত কাজ করেন যাঁরা, তাঁদের সতর্ক থাকতে হবে আজ।

    ২) আর্থিক পরিস্থিতির কারণে চিন্তিত হতে হবে না, কারণ আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।
     
    ৩) ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলতে হবে।

    কন্যা

    ১) বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলবে।
     
    ২) লেনদেন সংক্রান্ত বিষয়ে কোনও অচেনা ব্যক্তির ওপর বিশ্বাস করবেন না।
     
    ৩) কাউকে টাকা ধার দেবেন না।

    তুলা

    ১) ছোট বাচ্চারা আপনার সঙ্গে হাসিঠাট্টা করবেন।

    ২) দীর্ঘদিন ধরে আটকে থাকা ব্যবসায়িক কাজ সম্পন্ন হবে।

    ৩) সন্তানের কেরিয়ারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন।

    বৃশ্চিক

    ১) সন্তানের তরফে সুসংবাদ পাবেন।

    ২) আটকে থাকা টাকা পেলে আনন্দিত হবেন।

    ৩) জরুরি জিনিসে ব্যয় করুন, তা না-হলে সমস্যায় জড়াতে পারেন।

    ধনু

    ১) ব্যবসায়িক পরিকল্পনা পূরণের জন্য যাত্রা করতে হবে।
     
    ২) সম্পত্তি সওদার সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মনোনিবেশ করুন।
     
    ৩) বাবার চোখের সমস্যা হতে পারে।

    মকর

    ১) চাপ থাকায় কাজ পূর্ণ হতে সমস্যা হবে।
     
    ২) পরিবারের কোনও সদস্য নতুন চাকরি পেতে পারেন।
     
    ৩) ভাগ্যের ওপর কোনও কাজ ছাড়বেন না। 

    কুম্ভ

    ১) পুরনো লগ্নির দ্বারা লাভান্বিত হবেন।
     
    ২) পারিবারিক কলহ আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে।
     
    ৩) ব্যবসায়িক পরিকল্পনার কারণে চিন্তিত থাকলে অর্থ লগ্নি করে পরিকল্পনা কার্যকরী করুন।

    মীন

    ১) প্রেম জীবনের জন্য দিন ভালো।

    ২) প্রিয় মানুষের কাছ থেকে উপহার পেতে পারেন।

    ৩) সঙ্গীর প্রতি সমর্পিত থাকবেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mukul Roy: “বাবা অসুস্থ, যাবেন না”, মুকুলের ইডি-তলব নিয়ে জানালেন ছেলে শুভ্রাংশু

    Mukul Roy: “বাবা অসুস্থ, যাবেন না”, মুকুলের ইডি-তলব নিয়ে জানালেন ছেলে শুভ্রাংশু

    মাধ্যম নিউজ ডেস্ক: চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্ট মামলায় জিজ্ঞাসাবাদ জন্য কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক মুকুল রায়কে (Mukul Roy) ১৯ শে ফেব্রুয়ারি দিল্লিতে ইডি-র পক্ষ থেকে তলব করা হয়েছে। তবে, ইডি-র ডাকে সাড়া দিয়ে তিনি দিল্লি যাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিলেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। কেন তাঁর বাবা ইডির ডাকে দিল্লি যাচ্ছেন না তা ব্যাখ্যা করেছেন তিনি।

    কী বললেন মুকুল (Mukul Roy)-পুত্র?

    চিটফান্ড সংস্থা মামলায় মুকুল রায়কে তলব করা হয়েছে দিল্লিতে। শুক্রবার ইডি-র পাঠানোর চিঠি প্রসঙ্গে মুকুল (Mukul Roy) পুত্র শুভ্রাংশু রায় বলেন, ইডির পক্ষ থেকে আমাদের কাছে চিঠি এসেছে। কিন্তু, বাবার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে বাবার পক্ষে দিল্লি যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তবে, আমরা তদন্ত সহযোগিতা করতে সব রকম ভাবেই প্রস্তুত। বাবাকে যদি তারা ফোন করে চান, তাতে কোনও আপত্তি নেই। বাড়িতে ইডি আধিকারিকরা এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ইডি এই উদ্যোগ নিলে আমরা স্বাগত জানাবো। এছাড়া তারা যদি ভিডিও কলিং করে বাবার সঙ্গে কথা বলতে চান তা তাঁরা করতে পারেন। আমাদের অবস্থান আমরা চিঠি দিয়ে ইডি আধিকারিকদের জানিয়ে দিয়েছি। আমরা ইডি আধিকারিকদের উত্তরের অপেক্ষায় রয়েছি। পরবর্তীকালে তারা যে নির্দেশ দেবে সেইমতো  পরবর্তী পদক্ষেপ আমরা নেব। জানা গিয়েছে,  কাঁচরাপাড়ার বাড়িতেই রয়েছেন মুকুল রায়। এদিন সকালে ইডি-র হাজিরা নিয়ে অবস্থান জানতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাঁর বাড়িতে হাজির হন। মুকুল পুত্র শুভাংশু রায় বেরিয়ে আসেন। ইডি-র ডাকার বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তবে এই সময়ের মধ্যে একবার দোতলার বারান্দায় এসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলেন মুকুল রায়। বিশেষ কিছু কথা তিনি বলেননি। শুভ্রাংশু রায় বলেন, বাবার শারীরিক অবস্থা কেমন তা বারান্দাতেই আপনারা দেখতে পেয়েছেন। তাই, এখন ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয়। মুকুল রায়ের পক্ষ থেকে ইডি আধিকারিকদের যে চিঠি পাঠানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইডি কী উত্তর দেয় সেটার অপেক্ষায় রয়েছেন তৃণমূল বিধায়কের পরিবার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share