Author: user

  • Madrassas of Uttarakhand: উত্তরাখণ্ডের মাদ্রাসাতেও এবার পড়ানো হবে রামায়ণ

    Madrassas of Uttarakhand: উত্তরাখণ্ডের মাদ্রাসাতেও এবার পড়ানো হবে রামায়ণ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলিতে এবার থেকে পড়ানো হবে রামায়ণ। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের (Madrassas of Uttarakhand) তরফ থেকে এ কথা বলেছেন চেয়ারম্যান সদাব শামস। আগামী শিক্ষাবর্ষেই অর্থাৎ মার্চ মাস থেকেই ভগবান রামের জীবনী মাদ্রাসাগুলিতে পড়ানো হবে বলে জানা গিয়েছে। এ নিয়ে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আরো জানিয়েছেন, ভগবান রাম হলেন সমাজের সকলের আদর্শ। তিনি নির্দিষ্ট কোনও জাতি, ধর্ম বা বর্ণের নন। তাই তাঁর নীতি এবং মূল্যবোধের শিক্ষা সকলের সামনে তুলে ধরা করা দরকার।

    ১১৭টি মাদ্রাসা রয়েছে বর্তমানে ওয়াকফ বোর্ডের অধীনে

    জানা গিয়েছে ১১৭টি মাদ্রাসা (Madrassas of Uttarakhand) রয়েছে বর্তমানে ওয়াকফ বোর্ডের অধীনে। এবং এগুলির সিলেবাসে স্থান পেতে চলেছেন ভগবান রাম। দেরাদুন, হরিদ্বার, নৈনিতাল এই সমস্ত জায়গাগুলিতেই রয়েছে ওয়াকফ বোর্ডের অধীনে বেশিরভাগ মাদ্রাসা (Madrassas of Uttarakhand)। এই সমস্ত মাদ্রাসাগুলিতে পড়ানো হবে রামায়ণের কাহিনী। জানা গিয়েছে, এনসিআরটি সিলেবাস অনুযায়ী সংস্কৃত-র অন্যান্য কাহিনীও পড়ানো হবে ওই মাদ্রাসাগুলিতে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আরো জানিয়েছেন যে এনসিআরটির সিলেবাসে রয়েছে হিন্দি, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি, আরবি। তাহলে সংস্কৃত-রও স্থান পাওয়া উচিত।

    রাম সকলের আদর্শ

    ওয়াকফ বোর্ডের সভাপতির মতে, ভগবান রামচন্দ্র এমন একজন রাজা যিনি রাজ সিংহাসন ত্যাগ করে শুধুমাত্র পিতৃ সত্য পালনের জন্য বনবাসকে বেছে নিয়েছিলেন। বিংশ শতকের মুসলিম দার্শনিক আলামা ইকবালের উদ্ধৃতিও দেন এদিন শামস। এবং বলেন, ‘‘হিন্দুস্তান ভগবান রামের অস্তিত্বে গর্বিত, এ দেশের জনগণ তাঁকে সর্বোচ্চ নেতা মানে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shantanu Thakur: ‘এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে সিএএ কার্যকর হবে’, আশ্বাস শান্তনুর

    Shantanu Thakur: ‘এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে সিএএ কার্যকর হবে’, আশ্বাস শান্তনুর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে আবারও সিএএ নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবে। রবিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নিশ্চিন্তপুরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেছেন শান্তনু।

    এক সপ্তাহের মধ্যে সিএএ কার্যকরী হবে (Shantanu Thakur)

    শান্তনু (Shantanu Thakur) বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি রাজ্যে সিএএ চালু হবে। লোকসভা নির্বাচনের আগে বাংলার প্রতিটি মতুয়া সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। ভারতবর্ষে সিএএ লাগু হবে, এই গ্যারান্টি দিয়ে গেলাম। সেটা আপনারা দেখতে পাবেন।হল, ২০১৯ সালে কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সিএএ আইন সংসদে পাশ করায় নরেন্দ্র মোদি সরকার। এরপর চার বছর কেটে গেলেও সেই আইন কার্যকর করা হয়নি। বলা যায়, সিএএ কার্যত ঠান্ডাঘরে চলে গিয়েছিল। তবে গত নভেম্বরে কলকাতায় এসে ধর্মতলার সমাবেশ থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সিএএ অবশ্যই কার্যকর হবে। সেদিন তৃণমূল সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল, সিএএ গোটা দেশের আইন। বাংলার সরকার এই আইন কোনও ভাবেই রুখতে পারবে না। বাংলায় অনুপ্রবেশে মদত দিচ্ছে তৃণমূল। তাই সিএএ কার্যকর করতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা দিল্লির আইন। তাই চেষ্টা করলেও এটাকে রুখতে পারবেন না। এদেশে একজন হিন্দু নাগরিকের যতটা অধিকার,শরণার্থীদের অধিকারও ঠিক ততটাই।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র কী বলেছিলেন?

    সিএএ নিয়ে গত চার বছর ধরে বিতর্ক অব্যাহত। এই আইনের সাহায্যে মূলত ধর্মীয় অত্যাচারের শিকার হওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, খ্রিস্টান ও জৈন শরণার্থীরা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব পাবেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ঠাকুর নগরে এসে মার্চ মাসের মধ্যে সিএএ-র চূড়ান্ত খসড়া তৈরি হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছিলেন। তারপরই আইন আসবে বলে তিনি বলেছিলেন। এই আবহের মধ্যে রবিবার কাকদ্বীপের সভায় রীতিমতো সময় বেঁধে দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) দাবি করলেন, ‘পশ্চিমবঙ্গে এক সপ্তাহের মধ্যেই সিএএ লাগু হয়ে যাবে।’ যে দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর সেটা হলে লক্ষ লক্ষ মতুয়া ভোট যে বিজেপির দিকে নিশ্চিত ভাবে চলে আসবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: মেডিক্যালে ভর্তি-দুর্নীতির মামলা হাইকোর্ট থেকে সরল সুপ্রিম কোর্টে

    Calcutta High Court: মেডিক্যালে ভর্তি-দুর্নীতির মামলা হাইকোর্ট থেকে সরল সুপ্রিম কোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাতের জল গড়ায় সুপ্রিম কোর্টে। গত শনিবারই সুপ্রিম কোর্টে এনিয়ে শুনানি শুরু হয়। মঙ্গলবার সকালে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ মেডিক্যালে ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের শুনানিতে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। সুপ্রিম নির্দেশের ফলে হাইকোর্টের সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চের কোনও নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না। এবার থেকে মেডিক্যালে ভর্তির সব মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করা হল।

    আরও পড়ুন: এনডিএ-র নেতৃত্বে নীতীশ কুমার উজ্জ্বল বিহার গঠন করবেন, জানালেন জেপি নাড্ডা

    কী জানাল দেশের শীর্ষ আদালত?

    জানা গিয়েছে, দুই বিচারপতির (Calcutta High Court) সংঘাত সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে হবে তিন সপ্তাহ পরে। এবং এরই মধ্যে কলকাতা হাইকোর্টের মেডিক্যাল ভর্তি সংক্রান্ত যাবতীয় মামলা স্থানান্তরিত হয়ে যাবে দেশের শীর্ষ আদালতে। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমরা সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব। এমন কিছু হবে না যাতে কলকাতা হাইকোর্টের মর্যাদা ক্ষুন্ন হয়।

    প্রসঙ্গ ২ বিচারপতির সংঘাত

    প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে নজিরবিহীন সংঘাত শুরু হয়। রাজনৈতিক নেতার মত আচরণ করছেন সৌমেন সেন এরকম মন্তব্যও করতে শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতি বিষয়ে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলা ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলাতে সিবিআই নির্দেশ দেন তিনি। কিন্তু পরবর্তীকালে সেই নির্দেশকে খারিজ করে দেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। পরবর্তীকালে ভরা এজলাসেই সৌমেন সেনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে থাকেন বিচারপতি (Calcutta High Court) অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশ্ন করেন যে কেন সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট করা হবে না!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • DY Chandrachud: “বিচারকদের উচিত সামাজিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া”, বললেন চন্দ্রচূড়

    DY Chandrachud: “বিচারকদের উচিত সামাজিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া”, বললেন চন্দ্রচূড়

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ছিল সুপ্রিম কোর্টের ৭৫তম জন্মদিন। ১৯৫০ সালের ২৮ জানুয়ারি প্রতিষ্ঠা হয় দেশের শীর্ষ আদালতের। এই উপলক্ষেই আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) প্রমুখ।

    কী বললেন প্রধান বিচারপতি?

    প্রধান বিচারপতি বলেন, “বিচারকদের উচিত সামাজিক ও রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়া।” সুপ্রিম কোর্টের ডায়মন্ড জুবিলির অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, “স্বাধীন বিচারব্যবস্থা মানে কেবল এই নয় যে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ বেঞ্চের প্রভাবমুক্ত হওয়া, এর অর্থ বিচারকদের স্বাধীনভাবে কাজ করাও।” এর পরেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেন, “বিচারশৈলীকে অবশ্যই সামাজিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। মানুষের যেমন কোনও একটা দিকে ঝোঁক থাকে, বিচারকদের তেমন না থাকাই বাঞ্ছনীয়। বিচারকদের অবচেতন মনে যা রয়েছে, সেই দৃষ্টিভঙ্গীর পরিচয়ও প্রকাশ্যে না আসাই উচিত। রায় দানের সময় বিচারকদের লিঙ্গ, জাতি, ধর্মের কথা মাথায় না রাখাই ভালো।”

    সেরিমোনিয়াল বেঞ্চ

    সেরিমোনিয়াল বেঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের ৩৪ জন বিচারপতি। নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় (DY Chandrachud)। দেশের সব হাইকোর্টের প্রধান বিচারপতিরাও ছিলেন এই বেঞ্চে। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রীও। পেন্ডিং মামলা নিয়েও এদিন মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, “যেহেতু মামলার পাহাড় জমে যাচ্ছে, তাই বিচারব্যবস্থা সম্পর্কে জনগণের আস্থা চলে যেতে পারে। তাই আমাদের নিজেদেরই নিজেদের প্রশ্ন করা প্রয়োজন যে, আমাদের কী করা প্রয়োজন।”

    আরও পড়ুুন: মলদ্বীপে মৌষল-পর্ব, সংসদের অন্দরে ‘মল্লযুদ্ধ’, ভাইরাল ভিডিও

    তিনি জানান, সুপ্রিম কোর্টে এখনই জমে রয়েছে ৬৫ হাজার ৯১৫টি নথিভুক্ত মামলা। তিনি জানান, সাম্প্রতিক বছরগুলিতে পেন্ডিং মামলার সংখ্যা কমাতে উদ্যোগী হয়েছে সুপ্রিম কোর্ট। রীতিমতো পরিসংখ্যান দিয়ে চন্দ্রচূড় জানান, ২০২৩ সালে ৪৯ হাজার ৮১৮টি মামলা নথিভুক্ত হয়েছিল। তার মধ্যে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল ৪১ হাজার ৫৯৪টি মামলা। বৈদ্যুতিন মাধ্যমে দায়ের করা মামলার সংখ্যাও কমেছে। প্রধান বিচারপতি (DY Chandrachud) বলেন, “আমরা প্রযুক্তি সমৃদ্ধ একটি ওয়াররুম খুলতে চলেছি। গোটা দেশের রিয়েল টাইম জুডিশিয়াল ডাটার ওপর নজর রাখতেই এটা করা হচ্ছে। সুস্বাগতম ব্যবহার করে ১.২৩ লাখ পাস তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্ট সমস্ত ফাইলকে নিরাপদ পরিকাঠামোয় তুলে রাখা হবে প্রযুক্তি ব্যবহার করে।” এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের তো বটেই, বিদেশেরও অনেক বিচারক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Rahul Gandhi: ‘‘রাহুল গান্ধী বিজেপির সবথেকে বড় স্টার ক্যাম্পেনার’’, কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার

    Rahul Gandhi: ‘‘রাহুল গান্ধী বিজেপির সবথেকে বড় স্টার ক্যাম্পেনার’’, কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘রাহুল গান্ধী (Rahul Gandhi) বিজেপির সব থেকে বড় স্টার ক্যাম্পেনার’’, একথা বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কারণ হিসেবে তিনি জানান যে যেখানে যেখানে কংগ্রেসের এই নেতার পা পড়েছে সেখানেই বিজেপি জিতেছে। তিনি বলেন, ‘‘রাহুল গান্ধী যে পথ দিয়ে হাঁটেন সেখান থেকেই কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যায়’’ তাঁর নেতৃত্ব দেওয়ার মতো কোনও রকমের যোগ্যতা নেই। রবিবারই ডিব্রুগড়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই তোপ দাগেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, ‘‘রাহুল গান্ধী (Rahul Gandhi) যেখানেই যান তা বিজেপির পক্ষে ইতিবাচক হয়।’’

    রাহুল গান্ধীর অসমে কর্মসূচি, একাধিক কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিলেন

    প্রসঙ্গত, জানুয়ারি মাসের ১৮ থেকে ২৫ তারিখ পর্যন্ত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ছিল অসমে। সেখানেই একাধিক কংগ্রেসের নেতাকে যোগদান করতে দেখা যায়। অসমের বিজেপি সদর দফতরে এই নেতারা যোগদান করেন। যাঁর মধ্যে উল্লেখযোগ্য ভাবে ছিলেন অসমের প্রাক্তন মন্ত্রী বিসমিতা গগৈ। রাজ্যের যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্ত। অসমে বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কালিতা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজারিকা এবং পার্টির বিভিন্ন বিধায়করাও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে চরমতম ব্যঙ্গ করেন পীযূষ হাজারিকা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কটাক্ষ করে বলেন যে অসম রাজ্যে বিপুল সফল হয়েছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। যেখানে অজস্র বিরোধী নেতা বিজেপিতে যোগদান করেছেন।

    রাহুলের বিরুদ্ধে তোপ দলেরই প্রাক্তন যুব নেত্রীর

    প্রসঙ্গত, রাজ্য যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্ত বিজেপিতে যোগদান করেছেন। কংগ্রেসে থাককালীন তিনি সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। তখনই তাঁকে দল থেকে বহিষ্কার করে কংগ্রেস। তিনিও একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। বিজেপিতে যোগদানের করে তিনি বলেন, ‘‘কংগ্রেসের বর্তমানে একটাই আদর্শ সেটা হচ্ছে রাহুল গান্ধীকে আবার ব্র্যান্ড হিসেবে প্রস্তুত করা।’’ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন যে নিচুতলার কংগ্রেস কর্মীদের সাথে রাহুল গান্ধী কথাই বলতে চান না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: বিজেপির ২ উপ মুখ্যমন্ত্রী সমেত আরও ৬ জন শপথ নিলেন নীতীশের মন্ত্রিসভায়

    Nitish Kumar: বিজেপির ২ উপ মুখ্যমন্ত্রী সমেত আরও ৬ জন শপথ নিলেন নীতীশের মন্ত্রিসভায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহার বিজেপির সভাপতি এবং বিধান পরিষদের সদস্য সম্রাট চৌধুরী গতকালই শপথ নিয়েছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী পদে। তাঁর সঙ্গে উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজয় কুমার সিনহাও। রবিবারই বিহারের বিধানসভার বিজেপি বিধায়কদের দলের নেতা নির্বাচিত হন সম্রাট চৌধুরী। সেখানে স্থির করা হয় তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে। দুই ডেপুটি মুখ্যমন্ত্রী ছাড়াও রবিবার নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে শপথ নিয়েছেন ৬ জন মন্ত্রী যাদের মধ্যে জেডি(ইউ)-র রয়েছে রয়েছেন বিজয় কুমার চৌধুরী দ্বিজেন্দ্রপ্রসাদ যাদব। বিজেপির মন্ত্রী হিসাবে শপথ নেন প্রেম কুমার, হিন্দুস্তান আওয়াম মোর্চার সভাপতি ডঃ সন্তোষ কুমার সুমন, জেডি(ইউ)-র শ্রাবণ কুমার এবং  এক নির্দল বিধায়ক সুমিত কুমার এদিন শপথ নেন নীতীশের (Nitish Kumar) মন্ত্রিসভায়।

    শপথ গ্রহণে মোদি মোদি স্লোগান

    শপথ গ্রহণ অনুষ্ঠান যখন চলছিল, তখনই রাজভবনে মোদি-মোদি রব ওঠে, জনতা দল ইউনাইটেডের সভাপতি নীতীশ কুমার (Nitish Kumar) মুখ্যমন্ত্রী হিসেবে নবমবারের জন্য রাজভবনে শপথ নিলেন। সকালে তিনি মহাজোট থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে আসেন মহাজোট থেকে। প্রসঙ্গত, উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এর আগে রাজ্য বিজেপির দায়িত্ব গ্রহণ করেন ২০২৩ সালের মার্চ মাসে। ৬ বছর আগেই তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিহারের বিজেপির বিধানসভার পরিষদীয় দলের নেতা ছিলেন। অন্যদিকে অপর উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা এর আগে বিহার বিধানসভার স্পিকার ছিলেন বলে জানা যায়।

    শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন জেপি নাড্ডা

    নীতীশের শপথে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি শিবিরে নীতীশের (Nitish Kumar) ফিরে আসাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন। এনডিএ-র নেতৃত্বে নীতীশ কুমার উজ্জ্বল বিহার গঠন করবেন বলেও জানান নাড্ডা। এর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যে ব্যাপকভাবে জিততে চলেছে, তাও সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দেন নাড্ডা। তিনি বলেন, ‘‘আগামী লোকসভায় বিজেপি এনডিএ জোট সব আসনগুলিতেই জয়লাভ করবে।’’ তিনি আরও বলেন, ‘‘বিগত বিধানসভা নির্বাচনে বিহারের মানুষজন জেডি(ইউ) এ বিজেপি জোটকেই জিতিয়েছিল। বিজেপি জেডি(ইউ) জোট যখনই ক্ষমতায় থাকে তখনই বিহারে আইন-শৃঙ্খলা থেকে অর্থনৈতিক উন্নতি চরম শিখরে পৌঁছায়।’’ এদিন ইন্ডি জোটকেও বিহার থেকে তোপ দাগেন নাড্ডা, তাঁর মতে, ‘‘তাদের (ইন্ডি জোটের) স্লোগান হল দুর্নীতি বাঁচাও-পরিবার বাঁচাও।’’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: এনডিএ-র নেতৃত্বে নীতীশ কুমার উজ্জ্বল বিহার গঠন করবেন, জানালেন জেপি নাড্ডা

    Nitish Kumar: এনডিএ-র নেতৃত্বে নীতীশ কুমার উজ্জ্বল বিহার গঠন করবেন, জানালেন জেপি নাড্ডা

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকালই এনডিএ শিবিরে ফিরেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। সকালে আরজেডি জোট থেকে ইস্তফা, বিকালে পুনরায় শপথ। নীতীশের শপথে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি শিবিরে নীতীশের (Nitish Kumar) ফিরে আসাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন। এনডিএ-র নেতৃত্বে নীতীশ কুমার উজ্জ্বল বিহার গঠন করবেন বলেও জানান নাড্ডা। এর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যে ব্যাপকভাবে জিততে চলেছে, তাও সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দেন নাড্ডা। তিনি বলেন, ‘‘আগামী লোকসভায় বিজেপি এনডিএ জোট সব আসনগুলিতেই জয়লাভ করবে।’’ তিনি আরও বলেন, ‘‘বিগত বিধানসভা নির্বাচনে বিহারের মানুষজন জেডি(ইউ) এ বিজেপি জোটকেই জিতিয়েছিল। বিজেপি জেডি(ইউ) জোট যখনই ক্ষমতায় থাকে তখনই বিহারে আইন-শৃঙ্খলা থেকে অর্থনৈতিক উন্নতি চরম শিখরে পৌঁছায়।’’ এদিন ইন্ডি জোটকেও বিহার থেকে তোপ দাগেন নাড্ডা, তাঁর মতে, ‘‘তাদের (ইন্ডি জোটের) স্লোগান হল দুর্নীতি বাঁচাও-পরিবার বাঁচাও।’’ 

    রবিবার নীতীশের প্রতিক্রিয়া

    রবিবার রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ বলেন, ‘‘আমি নিজে উদ্যোগ নিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম। কিন্তু, দেখলেন তো কী হল। সবারই কোনও না কোনও সমস্যা রয়েছে ওখানে। আমি অনেকদিন ধরে চুপ ছিলাম। এত সমস্যা নিয়ে থাকা যায় না। তাই ইন্ডিয়া জোট আমি ছেড়ে দিলাম।’’

    প্রধানমন্ত্রী ফোন করেন নীতীশকে

    গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতীশ কুমারকে ফোন করে শুভেচ্ছাও জানিয়েছেন। প্রসঙ্গত, বিভিন্ন সমীক্ষাতে ইতিমধ্যে সামনে এসেছে তৃতীয়বারের জন্য মোদি সরকারের ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। এরই মধ্যে নীতীশের (Nitish Kumar) এনডিএ শিবিরে ফিরে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ তা একদিকে যেমন এনডিএ জোটের জয়কে ত্বরান্বিত করল, অন্যদিকে বড়সড় ভাঙনের মুখে ফেলে দিল ইন্ডি জোটকে। তার কারণ নীতীশই মূল কারিগর ছিলেন ইন্ডি জোটের। গত বছরে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন নীতীশ।

    কী বলছে বিহার বিজেপি?

    নীতীশের (Nitish Kumar) এনডিএ জোটে ফিরে যাওয়ার পরেই বিবৃতি সামনে এসেছে বিহারের রাজ্য বিজেপিরও। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজ্যের সঞ্জয় জয়সওয়াল বলেন, ‘‘বিহারের অবস্থান পশ্চিমবঙ্গের মতো হয়ে যেত। প্রধানমন্ত্রী বিহারের মানুষের উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিহারে জঙ্গলরাজ ছিল। সেই অবস্থা যেন ফেরত না আসে তাই দলের তরফে এই পদক্ষেপ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ২৯/০১/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ২৯/০১/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) সংসারে খুব সংযত থাকতে হবে।

    ২) সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে।

    বৃষ

    ১) বাড়তি ব্যবসায় ভাল লাভ হতে পারে।

    ২) নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

    মিথুন

    ১) উচ্চপদস্থ কোনও ব্যক্তির প্রতি অনুগত থাকলে লাভ হতে পারে।

    ২) প্রতিবেশীর ঝামেলায় নাক গলাতে যাবেন না।

    কর্কট

    ১) প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ।

    ২) কুচক্রে পড়ে কোনও ক্ষতি হতে পারে। 

    সিংহ

    ১) কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে।

    ২) কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।

    কন্যা

    ১) ভাল কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ।

    ২) কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।

    তুলা

    ১) ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ।

    ২) কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।

    বৃশ্চিক

    ১) সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন।

    ২) প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ। 

    ধনু

    ১) পড়াশোনার খুব ভাল সুযোগ আসতে পারে।

    ২) মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

    মকর

    ১) কোনও ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না।

    ২) সারা দিন ব্যবসা ভাল চললেও পরে জটিলতা আসতে পারে। 

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যার সম্ভাবনা।

    ২) নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    মীন

    ১) কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল।

    ২) মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: মুখ্যমন্ত্রীর সফরের আগেই কেলেঙ্কারি! রাস্তায় হাত দিতেই উঠে যাচ্ছে সিমেন্ট-বালি!

    Dakshin Dinajpur: মুখ্যমন্ত্রীর সফরের আগেই কেলেঙ্কারি! রাস্তায় হাত দিতেই উঠে যাচ্ছে সিমেন্ট-বালি!

    মাধ্যম নিউজ ডেস্ক: ১২ বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে (Dakshin Dinajpur) যাচ্ছেন। আগামী মঙ্গলবার তাঁর সভা। বালুরঘাট পুরসভার পক্ষ থেকে ব্যস্ততার সঙ্গে রাস্তা সারাই করার কাজ চলছে। কিন্তু নির্মাণকাজের জন্য ব্যবহার করা সামগ্রী অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে উঠেছে পুরসভার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। উল্লেখ্য খারাপ সামগ্রী ব্যবহারের কথা স্বীকারও করে নিয়েছেন কাউন্সিলর শিপ্রা খাঁ।

    ১০ নম্বর ওয়ার্ডের রাস্তা (Dakshin Dinajpur)

    বালুরঘাট (Dakshin Dinajpur) পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের নেপালীপাড়া এলাকায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এলাকার মানুষের মূল অভিযোগ, ‘নতুন রাস্তা থেকে পুরাতন রাস্তা অনেক ভালো ছিল। রাস্তাটি আবার তৈরি করে দিতে হবে। রাস্তার উপরের দেওয়া মশলা এমনি এমনি উঠে যাচ্ছে। রাস্তার মধ্যে হাত দিলে সিমেন্ট, বালি, পাথর, উঠে যাচ্ছে।” অভিযোগ শুনে পুরসভার পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    রাস্তার জন্য ৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে

    বালুরঘাট (Dakshin Dinajpur) পুরসভার পক্ষে এই রাস্তার জন্য ৮ লক্ষ টাকা বারদ্দ করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু এই রাস্তার সিমেন্ট-পাথর-বালি এখনও পর্যন্ত জামাট বাঁধেনি। মোট ৪ ইঞ্চি ঢালাই রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু তা করা হয়নি। ঠিক কত টাকার রাস্তা, সেই বিষয়ে কোনও রকম পোস্টার দিয়ে জনসাধারণকে জানানো হয়নি। ফলে এখানেই টাকা নয়ছয় করে কাটমানির অভিযোগ জোরালো হয়েছে। রাস্তায় চলাচল তো দূরের কথা, হাত দেওয়া মাত্রই সব উঠে যাচ্ছে।

    কী বললেন কাউন্সিলর?

    বালুরঘাট (Dakshin Dinajpur) পুরসভার কাউন্সিলর শিপ্রা খাঁ বলেন, “রাস্তা নির্মাণে খারাপ মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। বিষয়টি ইঞ্জিনিয়ারকে দেখালে রাস্তা কেন এমন হল সেই কারণ খুঁজে পাওয়া যাবে।” আবার পুরসভার চেয়ারম্যান আশোককুমার মিত্র বলেন, “রাস্তায় নির্মাণ সামগ্রীর বিষয়টি নজরে আসেনি। পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। যদি তেমন কোনও ঘটনা ঘটে থাকে তাহলে ঠিক হয়নি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: ‘মোদি, মোদি’ স্লোগানে ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

    Nitish Kumar: ‘মোদি, মোদি’ স্লোগানে ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। উল্লেখ্য এদিন সকালেই বিহারের রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন নীতীশ। পাশাপাশি তিনি হাত ধরেন বিজেপির। ইস্তফা দিয়েই তিনি তোপ দেগেছিলেন আরজেডি জোটের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপি জানিয়েছিল, নীতীশ কুমারের দলের সঙ্গে বিজেপির পুনরায় জোট হচ্ছে। বিজেপির সমস্ত বিধায়ক বিধানসভায় নীতীশের দলের পাশে থাকবে। এই সরকার সামগ্রিকভাবে বিহারের মানুষের উন্নতির জন্য কাজ করবে। উল্লেখ্য এই নিয়ে নবম বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সময় মোদির নামে বারংবার স্লোগান দিতে দেখা যায় দলের সমর্থকদের।

    ২০০৫ সাল থেকে বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন নীতীশ (Nitish Kumar)

    ২০০৫ সাল থেকে তিনি বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর প্রথম পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ লালুপ্রসাদ জমানায় বিহারের আইন-শৃঙ্খলার অবনতি সারা দেশে চর্চার বিষয় হয়েছিল। ২০১৩ সালে নরেন্দ্র মোদিকে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলে তিনি এনডিএ ছাড়েন। কংগ্রেস এবং বামপন্থীদের বাইরে থেকে সমর্থন নিয়ে ২০১৪ সালের নির্বাচন লড়ে নীতীশের (Nitish Kumar) দল। ব্যাপক ভরাডুবি হয় লোকসভাতে জেডি(ইউ)-এর। হারের দায় নিয়ে সেই বছরেই নিজের মুখ্যমন্ত্রীত্বের পদ ছেড়ে দেন তিনি এবং জিতিন রাম মাঝিকে মুখ্যমন্ত্রী করেন। কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোট করে পুনরায় ক্ষমতায় আসেন নীতীশ ২০১৫ সালে। ২০১৭ সালে নীতীশ ফের এনডিএ-তে যোগদান করেন। পরবর্তীকালে ২০২২ সালের অগাস্ট মাসে ফের মহাজোটে সামিল হন তিনি। আগামী বছরের বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পুনরায় আবার মহাজোট ছেড়ে এনডিএ-তে এলেন তিনি।

    মুখ থুবড়ে পড়ল ইন্ডি জোট

    প্রসঙ্গত, বিজেপি বিরোধী ইন্ডি জোটে প্রথম উদ্যোগ নীতীশ কুমারকে (Nitish Kumar) নিতে দেখা গিয়েছিল। এ সংক্রান্ত আলোচনার জন্য তিনি প্রথমেই আসেন নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাজনৈতিক মহলের একাংশের অনুমান যে নীতীশ কুমারের পুনরায় এনডিএ শিবিরে ফিরে যাওয়াতে চরম ধাক্কা খেল ইন্ডি জোট। সূত্র মারফত জানা গিয়েছে, সকালে বিহারের রাজ্য বিজেপি নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেন। সেখানে হাজির ছিলেন দলের সমস্ত বিধায়কও। এর কিছু পরে রাজভবনে পৌঁছান নীতীশ কুমার। 

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share