Author: user

  • Ram Mandir: লক্ষ্য ২২ জানুয়ারি, মন্দির চত্বর ছয়লাপ হলুদ হেলমেট আর কমলা জ্যাকেট পরা শ্রমিকে

    Ram Mandir: লক্ষ্য ২২ জানুয়ারি, মন্দির চত্বর ছয়লাপ হলুদ হেলমেট আর কমলা জ্যাকেট পরা শ্রমিকে

    রামনগরী অযোধ্যা-দুই

    শুভ্র চট্টোপাধ্যায়, অযোধ্যা থেকে ফিরে: রাম মন্দির (Ram Mandir) চত্বরে প্রবেশ করতেই দেখা গেল, মহা কর্মযজ্ঞ চলছে। যে দিকেই তাকাই, শুধু হলুদ হেলমেট আর কমলা জ্যাকেট পরা শ্রমিকরা কাজ করে চলেছেন। বড় সাইজের দুটো রোলার তখন উঁচু-নীচু জায়গা সমতল করতে ব্যস্ত। রোলার নিয়ন্ত্রণ করছেন একজন, নির্দেশ দিচ্ছেন অপরজন। বাঁশের তৈরি পরিকাঠামো গড়ে তোলা হয়েছে পুরো মন্দিরের পাশে উলম্বভাবে। তাতেও অজস্র শ্রমিক শেষ মুহূর্তের ছোঁয়া দিচ্ছেন। শুকনো শীতকাল, তাই প্রচুর ধুলো। অনেকের মতো তাই মুখে মাস্ক বেঁধে ফেলতে হল। মন্দিরের ঠিক বাঁদিকেই আমরা দাঁড়িয়ে। ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরার ফোকাস ততক্ষণে আটকে গিয়েছে নব নির্মিত রাম মন্দিরের দেওয়ালে। গোটা চত্বর ঘুরে দেখাচ্ছেন ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সদস্যরা। হাজির রয়েছেন সম্পাদক চম্পত রাই সমেত উত্তরপ্রদেশের উপ-মুখ্য়মন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। মন্দির প্রাঙ্গণে আসার আগেই অবশ্য জানা গিয়েছিল, রাম মন্দির চত্বরে নির্মাণ হবে আরও ৭টি মন্দির (Ram Mandir)। ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর ভবনেই সেকথা জানিয়েছিলেন ট্রাস্টের সম্পাদক চম্পত রাই। এবার ঘুরিয়ে দেখালেন মন্দিরগুলি ঠিক কোথায় গড়ে উঠবে। পাঠকের মনে এতক্ষণে প্রশ্ন জাগছে, রাম মন্দির চত্বরে আরও ৭টি মন্দির কার কার তৈরি হবে! এর উত্তর সেদিন সাংবাদিক বৈঠকেই জানিয়ে দেয় ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। রামচন্দ্রের জীবনে অবদান রয়েছে, এমন ৭ জনের মন্দির তৈরি হচ্ছে প্রাঙ্গণে। তাঁরা হলেন, বাল্মিকী, বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য, মাতা শবরী, নিষাদরাজ গোহু, অহল্যা।

    রাম মন্দির চত্বরে মূর্ত রামায়ণ

    যুগ বদলাচ্ছে, বদলেছে দেশ। বাংলার কথা বলতে গেলে, রোজ দুপুরে ভাতঘুমের বদলে বড়রা রামায়ণ পাঠ করতেন এবং ছোটরা তা শুনত। সে অবশ্য অনেক আগের কথা। তারপর রামায়ণ টিভিতে এল। রামানন্দ সাগরের ‘শো’ দেখতে সাদাকালো টিভির সামনে বসত সবাই। এরপরে অবশ্য কার্টুনে রামায়ণ, ছোটদের রামায়ণ, সিনেমাতে রামায়ণ এসেছে। এবার গোটা রামায়ণ যেন মূর্ত হয়ে উঠবে রাম মন্দির (Ram Mandir) চত্বরেই। মহাকাব্যের স্রষ্টা থেকে বনবাসে বিষ্ণুর অবতারের সঙ্গীরা সকলেই স্থান পেতে চলেছেন রাম মন্দির চত্বরে। 

    ৭ মন্দির যাঁদের তৈরি হবে, রামের জীবনে তাঁদের অবদানগুলি একনজরে দেখে নেব আমরা  

    বাল্মিকী: প্রথম জীবনে দস্যু রত্নাকর পরবর্তীকালে বাল্মিকী মুনি হয়ে ওঠেন। রামায়ণ মহাকাব্যের রচনা তিনিই করেছিলেন।

    বশিষ্ট: রামের গুরু ছিলেন বশিষ্ঠ। 
     
    বিশ্বামিত্র: রামের অপর গুরু ছিলেন বিশ্বামিত্র। ধর্মোপদেশ ছাড়াও সীতার স্বয়ম্ভর সভায় তিনি অযোধ্যার রাজপুত্রকে নিয়ে গিয়েছিলেন।

    অগস্ত্য মুনি: রাবণের আসুরিক চরিত্র সম্পর্কে রামকে প্রথম উপদেশ দেন অগস্ত্য মুনি। মুনির পরামর্শ মতোই রাম গোদাবরীর তীরে পঞ্চবটি নির্মাণ করেন।

    মাতা শবরী: দক্ষিণ ভারতের অচ্ছুত আদিবাসী এই পৌরাণিক চরিত্রের কুটিরে পৌঁছে রাম ও লক্ষণ জল খান। শবরী মাতার এঁটো ফল খেয়ে দৃষ্টান্ত স্থাপন করেন রামচন্দ্র।

    নিষাদরাজ গোহু: বনবাসের সময় রাম-সীতা-লক্ষণকে গঙ্গাপার করেছিলেন নিষাদরাজ গোহু। তিনিও স্থান পাচ্ছেন রাম মন্দিরে।

    অহল্যা: রামের উপস্থিতিতে শাপমুক্ত হয়েছিলেন মহর্ষি গৌতমের পত্নী অহল্যা। তাঁর মন্দিরও থাকছে রাম মন্দিরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sisir Adhikari: শিশির অধিকারীকে প্রণামের মাশুল! তৃণমূলের পুর -প্রধানের বিরুদ্ধে অনাস্থা

    Sisir Adhikari: শিশির অধিকারীকে প্রণামের মাশুল! তৃণমূলের পুর -প্রধানের বিরুদ্ধে অনাস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাংসদ শিশির অধিকারীকে (Sisir Adhikari) প্রণাম করার খেসারত। গত কয়েকদিন কাঁথি পুর প্রধানর বিরুদ্ধে অনাস্থা নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় সত্যি হল। মঙ্গলবার কাঁথি পুরসভার তৃণমূলের ১৬ জন কাউন্সিলর পুরপ্রধান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করলেন। দলের শীর্ষ নেতৃত্ব জেলা নেতৃত্বের নির্দেশে উপ-পুরপ্রধান সুপ্রকাশ গিরির নেতৃত্বে পুরপ্রধান সুবল কুমার মান্নার বিরুদ্ধে অনাস্থা জমা দিল। কাঁথির রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুরপ্রধান সুবল কুমার মান্না আদালতে দ্বারস্থ হবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Sisir Adhikari)

    গত কয়েকদিন আগে কাঁথির একটি স্কুলে উপস্থিত হন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না। সেখানে আগে থেকে ছিলেন কাঁথির বর্ষীয়াণ সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। সেখানেই শিশিরবাবুকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবলবাবু। পুরপ্রধানের দাবি, এই জায়গায় পৌঁছেছেন সবকিছু গুরুদেবের জন্যই। তারপরে রাজ্যের শীর্ষ নেতৃত্ব পুরপ্রধানকে পদত্যাগ করার নির্দেশ দেন। কিন্তু, পুরপ্রধানের পদে ইস্তফা দিতে রাজি হননি তিনি। দলীয় নেতৃত্ব বৈঠক ডেকে ১৬ জন কাউন্সিলরকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন। তারপরই পুর প্রধানকে সরাতে উদ্যোগ গ্রহণ করেন ১৬ জন কাউন্সিলর।

    দলের নির্দেশ মানেননি বলে অনাস্থা!

    কাঁথি পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন, ‘আমাদের দলের ১৭ জন কাউন্সিলর নির্বাচিত ছিলাম। দলের নির্দেশ মেনেই কাঁথি পুরসভার পুরপ্রধান নির্বাচিত করেছিলাম। দল নির্দেশ দিয়েছে বর্তমান পুরপ্রধানকে পদত্যাগ করার জন্য। কিন্তু, তিনি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা রাখেননি। আমরা সৌজন্য দেখিয়েছিলাম। ১৬ জন কাউন্সিলর পুরপ্রধান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা জমা করলাম।

    পুর প্রধান কী বললেন?

    কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না অনাস্থা প্রসঙ্গে বলেন, ‘আমার কাজ হচ্ছে সব কাউন্সিলরদের আগলে রাখা। শিশির অধিকারীকে (Sisir Adhikari) প্রণাম করার জন্য যদি দলের ভাবমূর্তি নষ্ট হয়, সেটা জনগণ বলবে! আমি এ- বিষয়ে বেশি কিছু মন্তব্য করব না। এটা প্রশাসনিক পদ, যা কিছু হবে  কাগজের মাধ্যমে।’

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    এ-নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। কাঁথি পুরসভার বিজেপি প্রতীকে জেতা কাউন্সিলর সুশীল দাস বলেন, ‘এটা তাঁর দলের ব্যাপার। এটা সম্পূর্ণ অবৈধ পুরবোর্ড। ছাপ্পা দিয়েই সব কাউন্সিলররা জিতেছেন। কাটমানি পাচ্ছেন না বলেই পুরপ্রধানকে সরিয়ে দিচ্ছে। প্রণাম করাটা সৌজন্য। তৃণমূলের কোনও আইনশৃঙ্খলা নেই। যিনি কাটমানি বেশি দেবেন, তিনিই কাঁথি পুরসভার পুরপ্রধান হবেন।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • New Barrackpore: দম্পতিকে বেধড়ক মার! তিনদিন পরও অধরা অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা

    New Barrackpore: দম্পতিকে বেধড়ক মার! তিনদিন পরও অধরা অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের রাতে পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন এক দম্পতি। তৃণমূলের ছাত্র নেতার হাত ধরে দম্পতিকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নিউ বারাকপুরের (New Barrackpore) সতীন সেন নগর এলাকায়। আতঙ্কিত দম্পতি সোমবার রাতে নিউ বারাকপুর থানায় ওই ছাত্র নেতা সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু, ঘটনার পর তিনদিন কেটে গেলেও কেউ গ্রেফতার হয়নি। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (New Barrackpore)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দম্পতি নিউ বারাকপুর (New Barrackpore) সতীন সেন নগরের বাসিন্দা। ৩১ ডিসেম্বর গভীর রাতে পারিবারিক অনুষ্ঠান সেরে স্বামী আশিস পাত্রের সঙ্গে বাড়ি ফিরছিলেন পায়েল ঘোষ পাত্র। পায়েল দেবীর অভিযোগ, বাড়ির কাছে গলির মুখে কয়েকজন যুবক রাস্তার মধ্যে বাইক রেখে রাস্তা আটকে মদ্যপান করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন নিউ বারাকপুর সাজিরহাট এপিসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে ওরফে কালা। ওই দম্পতি যাতে রাস্তা দিয়ে যেতে পারেন সেজন্য তাঁদের রাস্তা কিছুটা ছাড়তে বলেন। অভিযোগ, তখনই পায়েল দেবীর স্বামী আশিস পাত্রকে মারধর করে মদ্যপ যুবকদের দল। পায়েল দেবী বাঁচাতে গেলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। বেগতিক বুঝে তিনি চিৎকার করতে করতে পাশেই বাড়িতে ছুটে যান। পরিবার ও পাশের বাড়ির লোকজনদের ডেকে নিয়ে গিয়ে কোনওমতে স্বামীকে উদ্ধার করেন।

    আক্রান্ত বধূ কী বললেন?

    আক্রান্ত বধূ পায়েল দেবীর অভিযোগ, রাস্তা ছাড়তে বলায় এভাবে হামলা চালাবে তা বুঝতে পারিনি। ঘটনার পর থেকে আমরা রীতিমতো আতঙ্কে রয়েছি। সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে তাঁদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    তৃণমূল নেতা কী বললেন?

    বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘যদি সত্যিই এরকম হয়ে থাকে এবং আমাদের ছাত্র সংগঠনের কেউ জড়িত থাকে তাহলে তা যথেষ্ট নিন্দনীয়। কেউ দোষী হলে শাস্তি পাবে। আইন আইনের পথে চলবে’।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bus Accident: অসমে পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১৪, আহত ২৭

    Bus Accident: অসমে পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১৪, আহত ২৭

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার কাকভোরে মর্মান্তিক বাস দুর্ঘটনা (Bus Accident) ঘটল অসমে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২৭ জন। জানা গিয়েছে, এদিন অসমের দেরগাঁও এলাকায় পিকনিক করতে যাওয়া বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ (Bus Accident) হয়।

    পুলিশ সূত্রে খবর, বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন এবং তাঁরা সকলেই তিনসুকিয়ার তিলঙ্গা মন্দিরে পিকনিক করতে যাচ্ছিলেন। রাত তিনটে নাগাদ যাত্রা শুরু হয় পিকনিক যাত্রীদের। দুর্ঘটনাস্থল থেকে পিকনিক স্পট খুব বেশি দূরে নয় বলেই জানা গিয়েছে। উল্টো দিক থেকে আসা একটি কয়লা বোঝাই লরির সঙ্গে এই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

    আহতরা ভর্তি জোড়হাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে

    আহতদের জোড়হাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, মৃত ১৪ জনেরই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এছাড়া আহত বেশ কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলেই শোনা যাচ্ছে। তবে দুর্ঘটনার (Bus Accident) কারণ এখনও পর্যন্ত পরিষ্কার নয়। স্থানীয়দের অনুমান, কাকভোরে বাস বা ট্রাক চালকের মধ্যে কেউ একজন সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন এবং তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনার তদন্ত চলছে

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে। সম্পূর্ণ হলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয় গোলাঘাট জেলার পুলিশ সুপার রাজেন সিং সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এদিন সকালে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ গোলঘাট এলাকার কামরাবান্ধা এলাকা থেকে বাসটি যাচ্ছিল তলিঙ্গা মন্দিরের দিকে৷ পর্যটকদের একটি দল ওই বাসে ছিল৷ বালিজান এলাকায় একটি ট্রাককে ধাক্কা মারে বাসটি। উল্টো দিকের ট্রাকটি জোড়হাটের (Bus Accident) দিক থেকে আসছিল।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North Bengal: উত্তরবঙ্গ জুড়ে রমরমিয়ে চলছে গরু-মহিষ পাচার! কোন পথে জানেন?

    North Bengal: উত্তরবঙ্গ জুড়ে রমরমিয়ে চলছে গরু-মহিষ পাচার! কোন পথে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডল এখন জেলে রয়েছেন। দক্ষিণবঙ্গে এই পাচারচক্র ততটা এখন সক্রিয় না হলেও উত্তরবঙ্গ (North Bengal) জুড়ে রমরমিয়ে শুরু হয়েছে মহিষ এবং গরু পাচার। পুলিশের একটা অংশকে হাতিয়ার করে এই পাচারচক্র চলছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ।

    কোন পথে পাচার? (North Bengal)

    বিশেষ সূত্রে জানা গিয়েছে, মূলত উত্তরবঙ্গের (North Bengal) উত্তর দিনাজপুর, দার্জিলিং জেলার বিধাননগর, ঘোষপুকুর পেরিয়ে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, বীরপাডা হয়ে বারোবিষা সীমান্ত দিয়ে অসমে ঢুকে পড়ছে বেআইনি গরু ও মহিষ বোঝাই গাড়িগুলি। অসমের কয়েকটি জেলা পার হয়ে সোজা মেঘালয়ে চলে যায় গাড়িগুলি। উত্তরের ছয়টি জেলা পার হতে পারলে কেল্লাফতে এই পাচারকারীদের। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে মহিষ এবং গরু নিয়ে এসে পাঞ্জিপাড়ায় সেগুলোকে নামানো হয়। সেখান থেকে কন্টেনার গাড়ি করে (যে গাড়িগুলি চারদিক বন্ধ) অসম এবং মেঘালয়ের উদ্দেশে রওনা করা হয়। একেবারে অস্বাস্থ্যকর এবং দমবন্ধ পরিবেশে গাড়িগুলিতে ওই মহিষগুলিকে নিয়ে যাওয়া হয়। বাইরে থেকে বোঝার উপায় নেই যে ওই গাড়ি গুলিতে গরু-মহিষ নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি গাড়িতে ২৪-২৬ টি মহিষ নিয়ে যাওয়া হয়। যার অধিকাংশেরই বৈধ কাগজ নেই। গাড়িগুলিরও লাইভ স্টক পারমিট নেই বলেই জানা গেছে।

    কীভাবে সম্ভব এই পাচার?

    সম্প্রতি, বীরপাড়ায় একটি স্পেশাল চেকিংয়ে ৬ টি কন্টেনার গাড়ি থেকে ২৩৮ টি মহিষ উদ্ধার করা হয়। ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে উত্তরপ্রদেশ, পাঞ্জিপাড়া ও আসামের বাসিন্দা ছিলেন। কিন্তু, কীভাবে সম্ভব এই পাচার? পাঞ্জিপাড়া থেকে গাড়ি লোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই গাড়ির নম্বর পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট থানাগুলিতে, যে থানার অধীনের রাস্তা ব্যবহার করে গাড়িগুলি পার হবে। এই এলাকাগুলি পেরিয়ে গেলে বারোবিষা বা বক্সিরহাট সীমান্তে সেই গাড়িগুলির নম্বর মিলিয়ে দেখা হয় এবং বিনা চেকিং করেই গাড়িগুলি ছেড়ে দেওয়া হয়। পাঞ্জিপাড়া থেকে অসম রাজ্য বিনা বাধায় গাড়ি প্রতি একটা পরিমাণ অর্থ নির্ধারণ হয়। সেই অর্থই সংশ্লিষ্ট থানা এবং কিছু আধিকারিকের কাছে পৌঁছে যায়। প্রতিদিন প্রায় ৩৫-৪০ টি গাড়ি করে এই ভাবেই গরু-মহিষ পাচার হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: ফের প্রধানমন্ত্রী হবেন মোদি, দাবি রাম মন্দিরের প্রধান পুরোহিতের

    Ram Mandir: ফের প্রধানমন্ত্রী হবেন মোদি, দাবি রাম মন্দিরের প্রধান পুরোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম রাজ্য আসছে আর তারই সঙ্গে লোকসভা ভোটে নরেন্দ্র মোদির সমালোচকদের পরাজয়ও নিশ্চিত। এমন কথাই বলতে শোনা গেল অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্রনাথ দাসকে। তাঁর মতে, ‘‘রাম রাজ্য প্রতিষ্ঠা হলে সারা দেশবাসী সুখে বাঁচবে। ২০২৪ সালে অনেকগুলি কাজ সম্পন্ন হচ্ছে। একটি তো হল রামলালা তাঁর নিজের গর্ভগৃহে অধিষ্ঠান করবেন এবং অন্যদিকে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বছরেই এই সব কিছুই শুভভাবে সম্পন্ন হবে।’’ অযোধ্যার মন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিত দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন।

    ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    রামলালাকে ছাপান্নভোগ নিবেদন করা হয় বিশেষ উৎসবগুলিতে। যেমন, হোলি, রামনবমী, বসন্ত পঞ্চমী, নতুন বছর, স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন। সে অনুযায়ী নতুন বছর শুরু হতেই তাঁকে ছাপান্ন ভোগ নিবেদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান পুরোহিত। এদিন রাম মন্দিরের প্রধান পুরোহিত আরও জানিয়েছেন যে ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। তিনি (মোদি) সবকা সাথ, সবকা বিকাশ এই নীতিতে চলছেন। অন্যদিকে বিরোধীরা দেশের জনগণকে নিয়ে মোটেও আগ্রহী নয়, তাঁরা শুধু ক্ষমতা দখল করতেই চিন্তিত এবং তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনার মাধ্যমে। তবে এটা সম্ভব নয়।

    মোদির তৃতীয়বারের প্রধানমন্ত্রীত্ব

    প্রসঙ্গত, মোদির ক্ষমতায় ফেরা যে নিশ্চিত, তা বিভিন্ন অরাজনৈতিক মহল থেকেই বলা হচ্ছে। দু’দিন আগেই ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে যে ২০২৪ সালে নরেন্দ্র মোদি ফের প্রধানমন্ত্রী হচ্ছেন। অন্যদিকে একই সুর শোনা যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) পুরোহিতদের মুখে।

    স্মার্ট সিটি অযোধ্যা

    অযোধ্যাতে যেন উন্নয়নের জোয়ার বইছে। ১৭৮টি প্রকল্প চলছে সেখানে। ইতিমধ্যেই জানা গিয়েছে, স্মার্ট সিটি করার লক্ষ্যে ৮৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে আগামী ১০ বছরে। অযোধ্যাতে বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী গত ৩০ ডিসেম্বর। নতুনভাবে সেজে উঠছে অযোধ্যার রেলওয়ে স্টেশন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hamas: ইজরায়েলের নিখুঁত ড্রোন নিশানা, খতম হামাসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আল-অরৌরি

    Hamas: ইজরায়েলের নিখুঁত ড্রোন নিশানা, খতম হামাসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আল-অরৌরি

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় সাফল্য পেল ইজরায়েলের সেনাবাহিনী। জানা গিয়েছে, লেবাননের রাজধানী বেইরুটে ড্রোন হামলায় নিহত হয়েছে হামাস নেতা সালেহ আল-অরৌরি। প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের (Hamas) অন্যতম প্রতিষ্ঠাতা ছিল এই জঙ্গি নেতা। দ্বিতীয় সর্বোচ্চ নেতাও বলা হত আল-অরৌরিকে। ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ড্রোনের নিশানায় খতম হল এই জঙ্গি।

    হামাস নেতার মৃত্যু নিয়ে কী বলছে হিজবুল্লা

    লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার তরফে এদিন জানানো হয়েছে, রাজধানী বেইরুটের খুব কাছেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে হামাস (Hamas) নেতা অরৌরির। হিজবুল্লার আরও দাবি, গাজায় হামাসের কার্যকলাপ এবং গত ৭ অক্টোবরের হামলার সঙ্গে সরাসরি কোনও যোগ ছিল না এই জঙ্গি নেতার। ইজরায়েলের হানায় অরৌরির যোগ না থাকা নিয়ে এটা হিজবুল্লার দাবি মাত্র। কারণ হামাসের (Hamas) প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হল লেবাননের এই জঙ্গি গোষ্ঠী। অরৌরি আর এক প্যালেস্তাইনি ভূখণ্ডে ওয়েস্ট ব্যাঙ্কে হামাসের প্রধান ছিলেন বলে জানা গিয়েছে। সেখানে হামাসের অন্য়তম গেরিলা বাহিনী আল কাসাম ব্রিগেড তাঁর নিয়ন্ত্রণেই পরিচালিত হত বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলের ওপর আচমকাই আকাশ-স্থল-জলপথে জঙ্গি হামলা চালায় হামাস। এতে ১,৪০০ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। তারপরেই পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। সেই থেকেই চলছে যুদ্ধ।

    ইজরায়েল দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল

    দীর্ঘদিন ধরেই ইজরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল এই জঙ্গি নেতা। জানা গিয়েছে, হামাসের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার নেতা অরৌরি। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর আগেই ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণে উঠে আসে অরৌরির নাম। ৭ অক্টোবর যুদ্ধ শুরু থেকে প্রায় ৩ মাসের কাছাকাছি সময়ে হত হল অরৌরি। তবে শুধু হামাস (Hamas) জঙ্গি নয়, মধ্যপ্রাচ্যে ইজরায়েলি হানায় খতম হয়েছে আরও এক জঙ্গি। গত সপ্তাহেই সিরিয়ায় অভিযান ইজরায়েলি সেনা। সেই হামলায় ইরান সেনার ‘এলিট’ বাহিনী ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর শীর্ষস্থানীয় কমান্ডার সইদ রাজি মৌসাভি নিহত হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Truck Strike: কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক, উঠে গেল ট্রাক চালকদের ধর্মঘট

    Truck Strike: কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক, উঠে গেল ট্রাক চালকদের ধর্মঘট

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের আশ্বাস পেতেই উঠে গেল ট্রাকচালক ও বিভিন্ন পরিবহণ সংস্থার বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি। নতুন ন্যায় সংহিতায় গাড়ি চাপা দেওয়ার (হিট অ্যান্ড রান) শাস্তি নিয়েই আপত্তি তোলে বিভিন্ন ট্রাকচালক সংগঠন (Truck Strike Latest Update)। মঙ্গলবারই ন্যায় সংহিতায় যে সংস্থান রয়েছে তা কার্যকর হওয়ার আগে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। এরপরেই দেশ জুড়ে ট্রাকচালকরা (Truck Strike Latest Update) তাঁদের বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।

    বৈঠক অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে 

    মঙ্গলবার অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানান, তাঁদের দৃষ্টিভঙ্গি আইন কার্যকর করার আগে বিবেচনা করা হবে। অজয় বলেন, ‘‘নতুন আইন এখনও কার্যকর হয়নি। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬/২ ধারা কার্যকর করার আগে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’ প্রসঙ্গত, গাড়ি চাপা দেওয়ার নতুন আইনের বিরুদ্ধে ভারত জুড়ে বেশ কয়েকটি পরিবহণ সমিতি প্রতিবাদ শুরু করে (Truck Strike Latest Update)। ভারতীয় দণ্ডবিধিকে সরিয়ে দিন কয়েক আগেই এসেছে ন্যায় সংহিতা। সেখানেই একটি ধারায় বলা হয়েছে, চালকের ভুলে গাড়ি দুর্ঘটনা হলে এবং সেটা পুলিশ বা প্রশাসনের কোনও আধিকারিককে না জানিয়ে যদি তিনি পালিয়ে যান, সেক্ষেত্রে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। জানা গিয়েছে, আগে আইপিসি বা ভারতীয় দণ্ডবিধিতে এই ধরনের মামলায় শাস্তির মেয়াদ ছিল দু’বছর। তবে এদিন কেন্দ্রীয় সরকারের আশ্বাস মিলতেই বেশ খুশি ট্রাক চালকরা।

    কী বলছেন ট্রাক চালক সংগঠনের নেতা?

    বিক্ষোভ প্রশমনে কেন্দ্রের উদ্যোগ প্রসঙ্গে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সভাপতি অমিত মদন বলেন, ‘‘আপনারা শুধু চালক নন, আপনারা আমাদের সৈনিক। আমরা চাই না যে আপনারা কোনও রকম সমস্যার মুখোমুখি হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিষয়টি এখনও মুলতুবি (Truck Strike Latest Update) রেখেছেন। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে পরবর্তী বৈঠক না হওয়া পর্যন্ত ওই আইন কার্যকর করা হবে না।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ০৩/০১/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ০৩/০১/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বিলাসিতায় দিন কাটবে।

    ২) বাড়িতে বিবাদ হতে পারে

    বৃষ

    ১) অতিরিক্ত পরিশ্রমে ক্লান্ত।

    ২) একটু সাবধানে চলাফেরা করুন।

    মিথুন

    ১) ধর্ম বিষয়ে তর্ক এড়িয়ে চলুন।

    ২) মা-বাবাকে সম্মান করুন।

    কর্কট

    ১) নিজেকে সীমানায় বাঁধলে চলবে না।

    ২) আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে।

    সিংহ

    ১) ব্যবসায় খুব লাভ হবে আজ।

    ২) ঋণের পরিমাণ কমে আসবে।

    কন্যা

    ১) প্রেমে হতাশা।

    ২)  প্রতিবেশীর সাথে অশান্তি হতে পারে।

    তুলা

    ১) দিন ভাল যাবে।

    ২) যোগাযোগের দক্ষতা কর্মক্ষেত্রে প্রতিপত্তি বাড়াবে।

    বৃশ্চিক

    ১) বন্ধুদের সঙ্গে বিবাদ।

    ২) শরীরে ব্যথা বেদনা।

    ধনু

    ১) যে অভ্যাস লক্ষ্যের দিকে এগোতে দিচ্ছে না, তা ছাড়তে হবে।

    ২) মানুষের কিছু করার চেষ্টা করুন। 

    মকর

    ১) প্রেমে ব্যর্থতা।

    ২) শরীর অসুস্থ হবে।

    কুম্ভ

    ১) সমালোচনা বাড়বে।

    ২) খরচ বাড়বে খুব।

    মীন

    ১) রক্তহীনতায় ভুগবেন।

    ২) স্ত্রীর সঙ্গে বিবাদ।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: পাখির চোখ লোকসভা ভোট! উত্তরবঙ্গ জুড়ে ম্যারাথন কর্মসূচি সুকান্তর

    Sukanta Majumdar: পাখির চোখ লোকসভা ভোট! উত্তরবঙ্গ জুড়ে ম্যারাথন কর্মসূচি সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: পাখির চোখ লোকসভা নির্বাচন। তাই, এবার উত্তরবঙ্গ চষে বেড়াবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও চাঙা করাই লক্ষ্য বলে রাজনৈতিক মহল মনে করছে। আগামীকাল ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে ম্যারাথন কর্মসূচি রয়েছে বিজেপির রাজ্য সভাপতির।

    সভার পাশাপাশি সাংগঠনিক বৈঠক করবেন সুকান্ত (Sukanta Majumdar)

    দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বিজেপি অনেকটাই শক্তিশালী। সেক্ষেত্রে উত্তরবঙ্গের লোকসভা আসনগুলিকে পুনরায় ধরে রাখার পাশাপাশি উত্তরবঙ্গের আরও আসন বাড়াতে চাইছে বিজেপি। সেক্ষেত্রে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিজেপি রাজ্য সভাপতি জনসভার পাশাপাশি দলীয় সাংগঠনিক বৈঠক করবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। আগামী ৩ তারিখ উত্তর দিনাজপুর, ৪ তারিখ আলিপুরদুয়ার, ৫ তারিখ কোচবিহার এবং ৬ তারিখ জলপাইগুড়ি জেলা সফর করবেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ৭ জানুয়ারি তিনি কলকাতা ফিরে যাবেন। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সভাপতি তাঁর ম্যারাথন কর্মসূচির কথা জানিয়েছেন। বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দল ছেড়ে বহু কর্মী এদিন বিজেপিতে যোগদান করেন।

    উত্তরবঙ্গ সফর নিয়ে কী বললেন সুকান্ত?

    উত্তরবঙ্গ সফর নিয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন,লোকসভা নির্বাচন সামনে চলে এসেছে। নির্বাচনকে পাখির চোখ করে আগামীকাল থেকে আমার উত্তরবঙ্গ সফর শুরু হবে। প্রথমে রায়গঞ্জ তারপর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গাতেই যাব।  রেশন ডিলারদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, রেশন ডিলারদের নির্দিষ্ট কোনও দাবি আছে। ধর্মঘট কোনও সমস্যার সমাধান হয় না। এক জায়গায় বসে আলোচনার মধ্যে সমস্যা মেটানো ভালো। এক সময় রেশন ডিলারদের প্রচুর সুযোগ সুবিধা ছিল। কিন্তু, আসতে আসতে তাঁদের সমস্ত সুযোগ-সুবিধা ক্ষীণ হয়ে উঠছে। আগামীদিনে রেশন ডিলারদের আয় যেন ঠিক থাকে আমরা এই বিষয়ে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে জানাব।

    নির্বাচনে ভিভিপ্যাড ব্যবহার নিয়ে কী বললেন সুকান্ত?

    লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ ভিভিপ্যাডের দাবি বিরোধী জোটের। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, আমাদের কোনও আপত্তি নেই ভিভিপ্যাড থাকলে। কিন্তু, অতগুলো ভিভিপ্যাড নির্বাচনের অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোথায় থেকে পাবে? তাহলে নির্বাচন পিছিয়ে দিতে হবে। তাহলে আমাদের নরেন্দ্র মোদী আরো কয়েকদিন প্রধানমন্ত্রী থাকবে তা কি আমাদের বিরোধীরা মেনে নেবে!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share