Author: user

  • Dakshin Dinajpur: সুকান্ত মজুমদারের উদ্যোগ সফল, ঘরে ফিরলেন দুবাইয়ে আটক শ্রমিকরা

    Dakshin Dinajpur: সুকান্ত মজুমদারের উদ্যোগ সফল, ঘরে ফিরলেন দুবাইয়ে আটক শ্রমিকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবাইয়ে আটকে থাকা দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) ১৫ জন শ্রমিককে ফিরিয়ে আনল ভারতের বিদেশ মন্ত্রক। দিন কয়েক আগে, গত ১১ তারিখে এই শ্রমিকদের নামের তালিকা বিদেশ মন্ত্রকের হাতে তুলে দিয়েছিলেন বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তারপরই সরকার বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে ওঠে। অবশেষে মেলে সাফল্য। স্বভাবতই ওইসব শ্রমিকদের পরিবারে খুশির আবহ। সকলেই এই কাজের জন্য সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানিয়েছেন। এঁদের মধ্যে বুধবার রাজ্যের দশজন শ্রমিক বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসে গঙ্গারামপুর স্টেশনে পৌঁছান। সেখানে বিজেপির পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।

    কী সমস্যায় পড়েছিলেন এঁরা? (Dakshin Dinajpur)

    উল্লেখ্য, গত ১ তারিখে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও অন্যান্য এলাকা থেকে বেশ কিছু শ্রমিককে কাজের প্রলোভন দেখিয়ে দুবাই নিয়ে যাওয়া হয়। ৬ তারিখে দুবাইয়ে পৌছে শ্রমিকরা জানতে পারেনক, তাঁদের কম পারিশ্রমিক যেমন দেওয়া হচ্ছে, তেমনি কাজও করানো হচ্ছে অতিরিক্ত। দেশে ফিরতে চাইলেও ফিরতে দেওয়া হচ্ছে না। একটি ভিডিও বার্তার মাধ্যমে শ্রমিকরা তাঁদের পরিবারকে বিষয়টি জানান। এরপর পরিবারের লোকেরা বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে বিষয়টি জানালে সুকান্তবাবু তাঁদের ফিরিয়ে আনার আশ্বাস দেন। এরপর সুকান্তবাবু দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করে ওই শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়ে তাঁর হাতে শ্রমিকদের নামের তালিকা তুলে দেন। এই বিষয়ে সুকান্ত মজুমদার জানান, বিদেশ মন্ত্রকের হাতে শ্রমিকদের নামের তালিকা তুলে দেওয়ার পর বিদেশ মন্ত্রকের তৎপরতায় তাঁদের দেশে (Dakshin Dinajpur) ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ‌হয়েছে।

    ফিরে কী বললেন শ্রমিকরা? (Dakshin Dinajpur)

    এই বিষয়ে শ্রমিকরা বলেন, আমরা সেখানে কাজ করতে যাওয়ার পর আমাদেরকে একটা ঘরে ১৫ দিন ধরে আটকে রেখেছিল। আমরা তারপর ভিডিওবার্তার মাধ্যমে খবর পাঠাই। সুকান্তবাবুর সাথে যোগাযোগ করে আমাদের পরিবার। তারপর সুকান্ত মজুমদারের এই প্রচেষ্টায় আজ আমরা দেশে ফিরি। এতে খুশি আমরা ও আমাদের পরিবারের লোকেরা (Dakshin Dinajpur)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: সম্মুখ সমরে পুরপ্রধান-মন্ত্রী, হাওড়ায় মাঝপথেই বন্ধ হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল

    Howrah: সম্মুখ সমরে পুরপ্রধান-মন্ত্রী, হাওড়ায় মাঝপথেই বন্ধ হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল

    মাধ্যম নিউজ ডেস্ক: পার্কিং নিয়ে গন্ডগোলের জের। নিরাপত্তার কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হল ক্রিসমাস কার্নিভাল। হাওড়া (Howrah) পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, যে ঘটনা ঘটেছে, তা অনভিপ্রেত। পার্কিং নিয়ে অভিযোগ ছিল শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির। এবিষয়ে তাঁর সাথে আলোচনা হয়েছিল। কিন্তু মন্ত্রীর অনুগামীরা যেভাবে দীর্ঘক্ষণ কার্নিভালে জটলা পাকিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছিল, তাতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল। এমনকী তাঁকে সাংবাদিক সম্মেলন করতে বাধা দেওয়া হয়। পুলিশ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সুজয়বাবু আরও বলেন, হাওড়ার ইকো পার্কে কার্নিভালের উদ্বোধন করেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রচুর জনসমাগম হচ্ছে প্রতিদিন। ফলে এত মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নিতে হয়। এমনকী যেভাবে তাঁকে সাংবাদিক সম্মেলন করতে বাধা দেওয়া হয়েছে, তাতে তিনি নিজেও নিরাপত্তাহীনতা অনুভব করছেন। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে এদিন অনুষ্ঠান চলাকালীন কার্নিভাল শেষ হওয়ার অনেক আগেই তা বন্ধ করে দেওয়া হয়।

    কী বললেন প্রত্যক্ষদর্শীরা? (Howrah)

    ঘটনার প্রত্যক্ষদর্শী ডালিয়া সাহা বলেন, কার্নিভাল চলাকালীন সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ বেশ কয়েকজন যুবক কার্নিভালে আসে। তারা গাড়ি পার্কিং করতে গেলে এক ব্যক্তি তাদের থেকে পার্কিং ফিজ চায়। সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। কেন পার্কিং ফি নেওয়া হচ্ছে, পার্কিং ফি নেওয়ার তার কোনও সরকারি অর্ডার আছে কিনা, তা দেখতে চাওয়া হয়। কিন্তু যিনি পার্কিং নিচ্ছিলেন তিনি কোনও অর্ডার দেখাতে পারেননি। তা থেকেই দু পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। সেখানে পার্কের (Howrah) দায়িত্বে থাকা এক যুবক পার্কিং করতে বলেছে বলে জানা যায়। তখন উত্তেজিত কুড়ি-পঁচিশ জন যুবক গিয়ে যে যুবক পার্কিং করতে বলেছিল, তাকে ধরে মারধর করতে শুরু করে। পুলিশ তাকে ছাড়িয়ে নেয় উত্তেজিত জনতার কাছ থেকে। ষষ্ঠী নারায়ণ ইকো পার্কের গেটের সামনেই এসব গন্ডগোল হয়। কিছুক্ষণ পরে বিধায়ক সেখানে আসেন। গন্ডগোল বাড়তে থাকায় ঘন্টাখানেক পরে কার্নিভালের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। যাঁরা কার্নিভালে এসেছিলেন, তাঁরাও গন্ডগোলের মধ্যে পড়ে অনেকে ফিরে যান। এখন তাঁরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছেন। এভাবে গন্ডগোল হতে থাকলে তাঁঁরা পরের দিন থেকে বলে আসবেন না বলে অনেকেই জানিয়েছেন।

    কী অভিযোগ মন্ত্রীর? (Howrah)

    সন্ধ্যায় কার্নিভাল চত্বরে আসেন মন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি বলেন, কার্নিভালে বেআইনিভাবে পার্কিংয়ে টাকা নেওয়া হচ্ছে। তাই খবর পেয়ে তিনি এসেছিলেন। কয়েকদিন আগে পার্কিং নিয়ে ঝামেলা হয়। থানায় অভিযোগ করা হয়। কিন্তু বেআইনি পার্কিং বন্ধ হয়নি। এবিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিধায়ক আরও বলেন, তিনি এসে যখন দেখেন যে কোনও সরকারি বরাত ছাড়াই পার্কিংয়ের নামে টাকা তোলা হচ্ছে, তখন যারা টাকা তুলছিল, তাদের আটক করে আইসি-কে ডেকে পুলিশের (Howrah) হাতে তুলে দেন। এখন পুলিশ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ২৮/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ২৮/১২/২০২৩)

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) স্ত্রীর কথায় বিশেষ মনোযোগ দিন।

    ২) খেলাধুলায় ভালো সাফল্য আসতে পারে। 

    বৃষ

    ১) ভ্রমণের সুযোগ হাত ছাড়া হতে পারে।

    ২) নিজের অজান্তে কাজের সুবিধা হতে পারে। 

    মিথুন

    ১) কাজে সম্মান বৃদ্ধি হবে। 

    ২) একাধিক পথে আয় হতে পারে।

    কর্কট

    ১) বন্ধুদের জন্য অশান্তি হতে পারে।

    ২) আগুনে বিপদ হতে পারে।

    সিংহ

    ১) পারিবারিক অশান্তি হতে পারে।

    ২) ব্যবসায় লাভ বাড়তে পারে।

    কন্যা

    ১) ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে।

    ২) নেশায় অশান্তি হতে পারে।

    বৃশ্চিক

    ১) দাম্পাত্য জীবনে অশান্তি হতে পারে।

    ২) ব্যবসায় সমস্যা হতে পারে।

    ধনু

    ১) অর্শের যন্ত্রণা বৃদ্ধি হতে পারে।

    ২) কাজের সুনাম হতে পারে।

    তুলা

    ১) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    ২) ব্যবসায় সমস্যায় হতে পারে।

    বৃশ্চিক

    ১) দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে।

    ২) ব্যবসায় চাপ বারবে সময়।

    মকর

    ১) ব্যবসায় অশান্তি হতে পারে।

    ২) চাকরিতে উন্নতি হতে পারে।

    কুম্ভ

    ১) শারীরিক সমস্যার কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে।

    মীন

    ১) চিকিৎসায় খরচ বৃদ্ধি হবে।

    ২) বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: অযোধ্যায় গেরুয়া পতাকা, ধুতি, উত্তরীয় সাজিয়ে ক্রেতার অপেক্ষায় মেহেবুবরাও

    Ram Mandir: অযোধ্যায় গেরুয়া পতাকা, ধুতি, উত্তরীয় সাজিয়ে ক্রেতার অপেক্ষায় মেহেবুবরাও

    শুভ্র চট্টোপাধ্যায়, অযোধ্যা

    কৃষ্ণ ঠাকুরের মতো কালো। গোপালের মতো গোলগাল। মহাকাল ও জয় শ্রীরামের চিহ্ন আঁকা জামা বিক্রি করছিল ছেলেটি। নাম জিজ্ঞেস করতেই বলল, মেহেবুব আলি। রামপথের দুধারে অজস্র দোকান। কেউ বিক্রি করছেন হনুমানের গদা, কোথাও বা বিক্রি হচ্ছে জয় শ্রীরাম লেখা পতাকা। তিলক থেকে গলার মালা, সবটাই পাবেন এখানে। ঘুরতে ঘুরতে দেখা মিলল বাঙালি দোকানদারেরও। দেখা হল মিষ্টি বিক্রেতা পুরুলিয়ার বাসিন্দার সঙ্গে, তিনিও অপেক্ষায় রয়েছেন রাম মন্দির উদ্বোধনের। গুরুত্বপূর্ণ এই সড়ক গিয়ে ঠেকছে হনুমান গড়িতে। পথের ধারে হাঁটতে হাঁটতেই দেখা মিলল ওই মুসলিম যুবক মেহেবুব আলির। বছর ২৫-এর মেহেবুব একেবারে কৃষ্ণকালো চেহারার। গেরুয়া পতাকা, ধুতি, উত্তরীয় দিয়ে সাজানো তার দোকান। কথায় কথায় জানা গেল রাম মন্দিরের খুব কাছেই তার বাড়ি।

    জাতি-ধর্ম নির্বিশেষে অযোধ্যা যেন রামময় হয়ে উঠেছে। রাম মন্দির (Ram Mandir) থেকে সরযূ নদী পর্যন্ত রাস্তা রামপথ নামেই পরিচিত। গত তিন ধরে ওই রাস্তার ধারের হোটেলেই আমরা রয়েছি। ভক্তদের ভিড়ে অযোধ্যার রামপথে যে জনজোয়ার আসবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ এখন থেকেই তো উৎসবের মেজাজ। রামপথের দু’দিকে পুরাতন বাড়িগুলি সংস্কারের কাজ চলছে। রাস্তা যে অনেকটাই সম্প্রসারিত হয়েছে, অবশ্যই এটা যোগী সরকারের দূরদর্শিতা। লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামলাতে রাস্তা প্রশস্ত হতেই হবে। 

    কী বলছে মেহেবুব?

    রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন নিয়ে তোমার মত কী? মেহেবুবের কাছ থেকে সাফ জবাব এল, ‘‘আমিও খুব আগ্রহ সহকারে অপেক্ষা করছি দিনটির। রাম তো আমাদের সবার।’’ এই দোকান মেহেবুবের রুটি-রুজির সন্ধান দেয়। সে বিক্রি করে জয় শ্রীরাম লেখা পোশাক, উত্তরীয়, ধুতি, চাদর। মহাকালের চিহ্ন আঁকা জামা, পোশাক, ফতুয়া, পাঞ্জাবিও নজরে পড়ল। শ্রীরাম এবং মহাকাল দুই দেবতাই রয়েছেন মেহেবুবের দোকানে। হাসিমুখে হিন্দু দেবতাদের প্রতীক আঁকা জামা বিক্রি করতে করতে মেহেবুব জানায়, এটাই তার পেশা। কারণ রাম মন্দিরের উদ্বোধনের পরে আরও লোক রামের নামে অযোধ্যায় আসবেন। আসবেন মহাকালের ডাকে। এর মাধ্যমেই গড়ে উঠবে তার রুটিরুজির সংস্থান। যদিও তার দোকান সরতে সরতে রাস্তার এক কোণে চলে এসেছে।

    অপেক্ষা রাম মন্দির উদ্বোধনের

    তার দোকানের পুঁজিতে টানও পড়েছে ভীষণ রকম। তবু সে হাসিমুখে অপেক্ষা করছে দেশের প্রধানমন্ত্রী কবে রাম মন্দিরের (Ram Mandir) দরজা খুলবেন, কবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি এই রামলালার মূর্তি স্থাপন করবেন এবং সেই রামলালারা টানে অযোধ্যারে সরযূ নদীর তীরে এসে জমা হবেন হাজার হাজার মানুষ, লাখ লাখ জনতা, যাঁরা সবাই রামের ভক্ত এবং মহাকালের সন্তান। তাঁরা সবাই দু’হাত বাড়িয়ে কিনবেন ঈশ্বরের নাম খোদাই করা জামা। এ সমস্ত কিছুই বিক্রি হওয়ার অর্থ মেহেবুব আলি এবং তার পরিবারের মুখে নিত্যদিনের ভাত-রুটির সংস্থান হওয়া। তাই মেহেবুব আলি হাসিমুখে অপেক্ষা করছে সেই দিনটার জন্য যেদিন রাম মন্দিরের (Ram Mandir) দরজা খুলবে আর মেহবুব তার বিক্রিবাটা আরও একটু বাড়িয়ে তুলতে পারবে রামের নামে। এই ভাবেই অযোধ্যায় হাজারো মেহেবুবের মতো সংখ্যালঘু সন্তানরা অপেক্ষা করে আছেন রাম মন্দিরের উদ্বোধনের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Midnapore: ‘উন্নয়নের টাকায় মোচ্ছব করছে তৃণমূলের চেয়ারম্যান’, বিস্ফোরক দলীয় কাউন্সিলাররা

    Midnapore: ‘উন্নয়নের টাকায় মোচ্ছব করছে তৃণমূলের চেয়ারম্যান’, বিস্ফোরক দলীয় কাউন্সিলাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের অপসারণ চেয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন দলেরই কাউন্সিলারদের একাংশ। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেদিনীপুর (Midnapore) পুরসভায়। পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনেই অবস্থানে বসেছেন তৃণমূলের কাউন্সিলাররা। আর এই ঘটনাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের ছন্নছাড়া রুপ আরও একবার সামনে চলে এল।

     তৃণমূলের অর্ধেক কাউন্সিলার অবস্থানে! (Midnapore)

    মেদিনীপুর (Midnapore) পুরসভার ২৫টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২০টি আসন। ২০ জন কাউন্সিলারের মধ্যে এদিন ১০ জন কাউন্সিলার চেয়ারম্যানের অপসারণ চেয়ে অবস্থানে বসেন। তৃণমূলের যে সমস্ত কাউন্সিলাররা বিক্ষোভ অবস্থানে বসেছেন, তাঁদের মধ্যে অন্যতম মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, শহর মহিলা কংগ্রেসের সভাপতি মৌ রায়, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার স্ত্রী মৌসুমী হাজরা। অবস্থান বিক্ষোভ চললেও পুরপ্রধান সৌমেন খান আসেননি পুরসভায়। ফোনেও তাকে পাওয়া যায়নি। তবে, এদিন শুধু অবস্থান বিক্ষোভে শেষ নয়, পুর প্রধানকে অপসারণের দাবি তুললেন তাঁরা। পাশাপাশি, পুর প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ সামনে এনেছেন তাঁরা।  

    চেয়ারম্যানের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

    কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মেদিনীপুর (Midnapore) পুরসভার পুরপ্রধান সৌমেন খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলেরই ১০ জন কাউন্সিলার। তাঁদের বক্তব্য, সবার সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কিন্তু, দেখা যাচ্ছে ওয়ার্ডে পর্যাপ্ত শ্রমিক না দিয়ে সেই টাকা অন্য খাতে খরচ করা হচ্ছে। কাউন্সিলারদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন। চেয়ারম্যানের আমলে আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মেদিনীপুর পুরসভা। পুর প্রধানের স্বৈরাচারী সিদ্ধান্ত, ফান্ড কাউন্সিলারদের মধ্যে ঠিকমতো ভাগ না করা, উন্নয়নের অর্থে মোচ্ছব করা হচ্ছে। এছাড়া একাধিক অনিয়মের অভিযোগ তোলেন তাঁরা। পুর চেয়ারম্যানকে কাঠগড়ায় দাঁড় করান কাউন্সিলারদের একাংশ। সেই কারণেই পুরসভার চেয়ারম্যানের অপসারণের দাবি তুলেছেন তাঁরা। বিষয়টি নিয়ে সকলে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তাঁরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bengal Tiger: ‘তুমি যে এখানে, কে তা জানত?’, নেওড়া ভ্যালির জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লেন তিনি

    Bengal Tiger: ‘তুমি যে এখানে, কে তা জানত?’, নেওড়া ভ্যালির জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লেন তিনি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বন দফতরের ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের (Bengal Tiger) ছবি। গরুমারা বন্যপ্রাণী বিভাগের নেওড়া ভ্যালির জঙ্গলে ছবিতে ধরা পড়েছে দক্ষিণরায়। চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে এই ছবি বন দফতরের হাতে এসেছে। দু’বছর আগে এই জঙ্গলেই দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের। এবার ফের দেখা মিলল। স্বভাবতই বেশ খুশি বন দফতর এবং পশুপ্রেমীরা। অত্যন্ত দুর্গম এই এলাকার পুরোটাই ঘন জঙ্গলে ভরা। এখানে চোরাশিকারিদের পক্ষে প্রবেশ করাটা খুবই কঠিন। যার ফলে কিছুটা স্বস্তিতে বন দফতর।

    প্রথম প্রমাণ পর্যটকের ক্যামেরায়

    স্বস্তি এবং খুশি হলেও কড়া নজরদারি রাখা হয়েছে বন দফতরের পক্ষ থেকে। তবে এই এলাকায় যে ডোরাকাটা (Bengal Tiger) রয়েছে, তার প্রথম প্রমাণ মিলেছিল এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়া ছবিতে। বছর পাঁচেক আগে প্রথম এই ছবির কথা জানা গিয়েছিল। তারপরই তৎপর হয় বন দফতর। ওই এলাকায় বসানো হয় ট্র‍্যাপ ক্যামেরা। আর তার কিছুদিন পরেই নিশ্চিত হন বন দফতরের কর্তারা। ওই ক্যামেরা বসানোর পর প্রায় দু’বছর পর রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি  ধরা পড়ে। তবে একটি ক্যামেরায় নয়, বেশ কয়েকটি ক্যামেরায় ধরা পড়ে ডোরাকাটাদের ছবি। এই বছর ফের একই এলাকায় দু’বার ধরা পড়ে বাঘের ছবি।

    চলছে কড়া নজরদারি

    বন দফতর এখন খতিয়ে দেখছে, এই বাঘটি (Bengal Tiger) আগের, নাকি তারা বংশবৃদ্ধি করেছে। এই বিষয়টি নিশ্চিত হতে তারা কড়া নজরদারি শুরু করেছে। এদিকে ফের ওই এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায় বেশ খুশি বন দফতর। গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, তাঁরা বেশ খুশি। পাশাপাশি ওই এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কোনও রকম খামতি রাখছেন না তাঁরা। এমনকী ওই এলাকার আশেপাশে সাধারণ মানুষকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। তাছাড়া ওই এলাকার যা পরিবেশ, সেই হিসেবে নিজেদের দুর্গ রক্ষা করতে সক্ষম দক্ষিণরায়রা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arjun Singh: ‘আমার বিরুদ্ধে পুলিশ চক্রান্ত করছে’, কেন বললেন অর্জুন সিং?

    Arjun Singh: ‘আমার বিরুদ্ধে পুলিশ চক্রান্ত করছে’, কেন বললেন অর্জুন সিং?

    মাধ্যম নিউজ ডেস্ক: জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে মুখ খুলতে নিষেধ করেছে রাজ্য নেতৃত্ব। দলের রাজ্য নেতা সুব্রত বক্সির নির্দেশ মেনে সোমনাথ ইস্যুতে আপাতত মুখে কুলুপ এঁটেছেন অর্জুন সিং (Arjun Singh)। তবে, বুধবার বারাকপুর মহকুমা আদালতে এসে ভাইপো পাপ্পু সিংকে গ্রেফতার ও বার বার হেফাজতে নেওয়া ইস্যুতে পুলিশকে তুলোধনা করলেন তিনি। পাশাপাশি অর্জুন অনুগামীরা এদিন ফের সোমনাথ শ্যামের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন।

    সোমনাথের চক্রান্তেই গ্রেফতার, বিস্ফোরক অর্জুন ভাইপো

    তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় জড়িত সন্দেহে অর্জুন সিংয়ের (Arjun Singh) ভাইপো পাপ্পু সিংকে কয়েকদিন আগে পুলিশ গ্রেফতার করে। পাঁচদিন হেফাজতে থাকার পর বুধবার তাঁকে ফের বারাকপুর আদালতে তোলা হয়। দাপুটে এই তৃণমূল নেতাকে আদালতে তোলা হবে বলে এদিন সকাল থেকেই পুলিশি তৎপরতা ছিল তুঙ্গে। আদালত চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ড্রোন দিয়ে গোটা এলাকার নজরদারি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ৯ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতের কাছে দরবার করা হয়। বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় পাপ্পু সিং বলেন, সোমনাথ শ্যামের চক্রান্তেই আমাকে গ্রেফতার হতে হয়েছে। পাপ্পু সিংয়ের আইনজীবী রাকেশ সিং বলেন, পাঁচ দিন হেফাজতে থাকার পর তার কাছ থেকে কোনও কিছু পুলিশ পায়নি। ভিকি যাদব খুনে ধৃত পঙ্কজের সঙ্গে আটমাস আগে কথা হয়েছিল পাপ্পুর। সেই সূত্র ধরেই পুলিশ এসব করছে। পুলিশের একাংশে চক্রান্তের শিকার হয়েছে পাপ্পু।

    পুলিশকে তুলোধোনা করলেন অর্জুন (Arjun Singh)

    এদিন অর্জুন সিং (Arjun Singh) আদালতে এসে বলেন, আমার উপর চাপ সৃষ্টি করার জন্য পুলিশ চক্রান্ত করছে। পাঁচ দিনে পাপ্পুর কাছে কিছু পাওয়া যায়নি,  সাত দিন তাঁকে হেফাজতে নেওয়া হল। চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আসলে পাপ্পু আমার সমস্ত কিছু দেখাশোনা করত। নির্বাচনটাও করত। ও সামনে আসত না। আমার অফিস ও সামলাত। তাই, এভাবে ওকে হেনস্থা করা হচ্ছে। আমরা উচ্চ আদালতে যাব। সেখানেই আসল সত্য প্রমাণ হয়ে যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durgapur: “নামেই দুয়ারে সরকার, কাজের কাজ কিছুই হয় না”, অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ, কাজ বন্ধ

    Durgapur: “নামেই দুয়ারে সরকার, কাজের কাজ কিছুই হয় না”, অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ, কাজ বন্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: নামেই দুয়ারে সরকার। কাজের কাজ কিছুই হয় না। এমনই অভিযোগ এলাকাবাসীর। কারণ, এর আগে পর পর দুবার দুয়ারে সরকার শিবিরে সমস্যার কথা জানালেও কোনও সুরাহা হয়নি। এবার দুয়ারে সরকার শিবির বসতেই তুমুল বিক্ষোভ দেখালেন দুর্গাপুর (Durgapur) নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের পেয়ালা গ্রামের ওয়ারিয়া পাড়ার বাসিন্দারা। এলাকাবাসীর বিক্ষোভের জেরে বুধবার বেশ কিছুক্ষণ শিবিরের কাজ ব্যাহত হয়।

    ঠিক কী অভিযোগ? (Durgapur)

    দুর্গাপুরের (Durgapur) পেয়ালা গ্রামের ওয়ারিয়া পাড়ায় দুই পরিবারের বিবাদের জেরে দুর্গাপুর নগর নিগমের রাস্তার একটা অংশ দখল করার অভিযোগ ওঠে। এমনকী একটি নর্দমাও দখল হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ‘রাস্তার একটা অংশ দখল হওয়ার জন্য বড় কোনও গাড়ি এলাকায় ঢুকতে পারে না। অ্যাম্বুল্যান্সও ঢুকতে পারে না। ফলে, চরম নাকাল হতে হয়। পর পর দুবার দুয়ারে সরকার শিবিরে অভিযোগ জানানো হয়েছিল। সুরাহার আশ্বাস মিলেছিল। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। আমাদের প্রশ্ন, দুয়ারে সরকার শিবির করে কোনও অভিযোগ জানিয়েও কাজই হয়নি। আমরা দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ এবার পলাশডিহা গ্রামে দুয়ারে সরকার শিবির শুরু হতেই গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। দুয়ারে সরকারের ক্যাম্পে বিক্ষোভের খবর পেয়ে পলাশডিহার ক্যাম্পে যায় দুর্গাপুর থানার পুলিশ। এরপর পুলিশ যথাযথ জায়গায় বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ ওঠে। তবে, বিক্ষোভকারীদের বক্তব্য, অবিলম্বে সমস্যা সমাধান না করা হলে এবার বৃহত্তর আন্দোলনে নামব।

    দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য কী বললেন?

    দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি বলেন, নিগমের রাস্তা কোনওভাবে দখল করা যায় না। এলাকাবাসী আমাদের কাছে এর আগে অভিযোগ জানাননি। ফলে, বিষয়টি জানা ছিল না। অবিলম্বে এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Purba Medinipur: শিশির অধিকারীকে প্রণাম করেই পদ খোয়ালেন তৃণমূল পুরসভার চেয়ারম্যান

    Purba Medinipur: শিশির অধিকারীকে প্রণাম করেই পদ খোয়ালেন তৃণমূল পুরসভার চেয়ারম্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করার কড়া মাশুল দিতে হল তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে। এক প্রণামেই নিজের পদ খোয়ালেন তিনি। কারণ, দল স্পষ্ট নির্দেশ দেয়, পদে তাঁকে ইস্তফা দিতে হবে। আর এই নিয়ে পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) রাজনীতির আঙ্গিনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

    ঘটনা কেন ঘটল (Purba Medinipur)?

    উল্লেখ্য তৃণমূল দলের তরফ থেকে প্রথমে ঘটনার কারণ দর্শাতে বলা হয়। এরপর তাঁকে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে বলা হয়। যদিও চেয়ারম্যানের প্রথমে বক্তব্য ছিল, ‘আমি পদত্যগের বিষয়ে কিছুই জানি না’। পরে অবশ্য পদত্যাগ করেছেন। সবটা মিলিয়ে জেলার বিরোধী রাজনৈতিক শিবিরের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা করা হয়েছে।

    তৃণমূলের অন্দরে অনেক অভিযোগ

    সূত্রে জানা গিয়েছে, তৃণমূল দলের ভিতরেই এই কাঁথির (Purba Medinipur) পুরপ্রধান সুবল মান্নাকে নিয়ে আগে অনেক অভিযোগ উঠেছে। এলাকায় একনায়কতন্ত্রের অভিযোগে স্থানীয় তৃণমূলের কাউন্সিলররা সরব হয়েছেন। দলের সঙ্গে একপ্রকার দূরত্বও তৈরি হয়েছে মান্নার। এই রকম অবস্থার মধ্যে এক অনুষ্ঠানে হাত উঁচু করে প্রথমে নমস্কার করেন এবং এরপর শিশিরবাবুর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। সেই ছবিকে ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপর দল এই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বলে জানা যায়।

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের পুরপ্রধান (Purba Medinipur) সুবল বিশ্বাস বলেন, “আমি একজন বয়স্ক মানুষকে সম্মান জানাতে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। কেবলমাত্র সম্মান দেখানোর জন্যই আমার এই সৌজন্য। কিন্তু আমার দলের লোকেরা বিষয়টি ভালোভাবে নেননি। তাই ওই দিন শো-কজ করা হয়েছে আমাকে।” পরে অবশ্য জানা গিয়েছে, সুবলবাবু নিজে দলের নির্দেশে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি নিজে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে আরও বলেন, “দলের প্রত্যেক কথা মেনেছি। দলের বাইরে গিয়ে তেমন কাজ করিনি। দলের কাছে বিনম্র ভাবে বলব, আমার কোনও কাজে ক্ষুন্ন হলে আমি ক্ষমাপ্রার্থী।”

        

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: ১২টি লিফট, ১৪টি চলমান সিঁড়ি! অয্যোধ্যা স্টেশনও হতে চলেছে অন্যতম দর্শনীয় স্থান!

    Ram Mandir: ১২টি লিফট, ১৪টি চলমান সিঁড়ি! অয্যোধ্যা স্টেশনও হতে চলেছে অন্যতম দর্শনীয় স্থান!

    শুভ্র চট্টোপাধ্যায়, অয্যোধ্যা

    ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হবে। কিন্তু অয্যোধ্যা এখন থেকেই উৎসবের মেজাজে। সোমবার অযোধ্যায় পা রাখার পর যেখানেই যাচ্ছি, সেখানেই এটা ভালোরকম মালুম হচ্ছে। বুধবার সকালে গিয়েছিলাম অযোধ্যা স্টেশনে। বোঝা গেল, শুধু রাম মন্দির নয়, স্টেশনও হতে চলেছে এখানকার অন্যতম দর্শনীয় স্থান। স্টেশন চত্বরে কথা হচ্ছিল বছর পঞ্চাশের পাপ্পু যাদবের সঙ্গে। ছোট্ট পানের দোকান তাঁর। বললেন, ‘‘লাইনে কাজ চলার কারণে বিগত এক মাস ধরে অযোধ্যায় কোনও ট্রেন ঢুকছে না। তাই বিক্রি নেই বললেই চলে। তবে জানুয়ারিতে ট্রেন চলাচল পুরোদমে চালু হলে বিক্রি অনেকটাই বাড়বে।” এমনই আশায় বুক বেঁধেছেন স্টেশন চত্বরের আরও অনেক দোকানি। সবাই এক নতুন ভোরের আশায় রাতে ঘুমাতে যাচ্ছেন। পেশায় টোটোচালক বছর ছাব্বিশের যুবক রাজকমল যাদব। তাঁর গলায়ও একই আশার কথা। স্টেশন ঘুরে বোঝা গেল, শুধুমাত্র রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরেই বহু খেটে খাওয়া মানুষের রোজগার এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে।

    কেমন হতে চলেছে স্টেশন? (Ram Mandir)

    ৩ হাজার ২৪০ বর্গমিটারের স্টেশন। মন্দিরের (Ram Mandir) আদলে তৈরি স্টেশনে থাকছে সমস্ত রকমের আধুনিক সুযোগ-সুবিধা। ১২টি লিফট, ১৪টি চলন্ত সিঁড়ি, ২টি ফুট ওভারব্রিজ, আধুনিক ক্যাফেটেরিয়া, রিক্রিয়েশন সেন্টার, পুজোর ডালি কেনার জায়গা, শপিং মল-সমস্ত পরিষেবাই মিলবে পর্যটকদের। মন্দির থেকে অযোধ্যা স্টেশনের দূরত্ব খুব বেশি হলে দেড় কিলোমিটার মতো। নতুন ভাবে নির্মাণকাজ চলছে। আসলে এটি ছিল ফৈজাবাদ ক্যান্টনমেন্ট। এই স্টেশনের নতুন নামকরণ হয় অযোধ্যা জংশন। জানা গেল, পুরনো স্টেশন চত্বরকেও আধুনিক সাজে সাজিয়ে ফেলা হবে। ২৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই অযোধ্যা স্টেশন চত্বর।

    বিমান বন্দরের উদ্বোধন ৩০ ডিসেম্বর (Ram Mandir)

    একইরকম ভাবে তৈরি হচ্ছে অযোধ্যার নতুন আন্তর্জাতিক বিমান বন্দর। এখন চলছে ফিনিশিং টাচ। সেখানে পৌঁছাতেই বোঝা গেল এই মুহূর্তে নির্মাণকর্মীদের নাওয়া খাওয়ার সময় নেই। এয়ারপোর্টে ঢোকার রাস্তা সাজিয়ে ফেলা হচ্ছে নিজস্ব স্টাইলে। রাম মন্দিরের আদলে গড়ে উঠছে বিমানবন্দরও। রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের আগে দ্রুত সেই কাজ শেষ করার পথে বিমান বন্দর কর্তৃপক্ষ। গেটের সামনেই রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও সেখানে যেতে দেওয়া হচ্ছে না। ৩০ ডিসেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিমান বন্দরের পাশেই গড়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর সভাস্থলও। সব মিলিয়ে রামের ঘরে ফেরাকে কেন্দ্র করে অযোধ্যা জুড়ে যেন চলছে কর্মযজ্ঞ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share