Author: user

  • Vishnu Deo Sai: ছত্তিসগড়ের পরবর্তী মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, এক নজরে দেখে নিন তাঁর উত্থান

    Vishnu Deo Sai: ছত্তিসগড়ের পরবর্তী মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, এক নজরে দেখে নিন তাঁর উত্থান

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসার পর এতদিন কে হবেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী, তা নিয়ে জোর জল্পনা চলছিল। সেই জল্পনায় এবার ইতি পড়ল। রবিবার সামনে এসেছে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর নাম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাই হচ্ছেন ছত্তিসগড়ের পরবর্তী মুখ্যমন্ত্রী। এ নিয়ে রায়পুরে নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বিজেপির পর্যবেক্ষক দলের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সেই বৈঠকেই বিষ্ণু দেও সাই-কে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

    আদিবাসী সম্প্রদায়ের মুখ বলে পরিচিত বিষ্ণু দেও সাই

    আদিবাসী সম্প্রদায়ের মুখ বলে পরিচিত বিষ্ণু দেও সাই দলীয় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। ছত্তিসগড়ের রাজ্য সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। এবার তিনি দাঁড়িয়েছিলেন কুনকুড়ি বিধানসভা কেন্দ্র থেকে। তাঁর জয়ের মার্জিন ছিল ২৫ হাজার ৫৪১।

    এক নজরে বিষ্ণু দেও সাই

    ১) ১৯৬৪ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বিষ্ণু দেও সাই। ছত্তিসগড়ে রাজ্যের যশপুর জেলার বাগিয়া গ্রামে তাঁর জন্ম। জানা যায়, স্থানীয় লয়লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি স্কুল শিক্ষাজীবন শেষ করেন। পরবর্তীকালে কৃষিকাজকে পেশা হিসেবে বেছে নেন।

    ২) প্রথমে নিজের রাজনৈতিক যাত্রা তিনি স্থানীয় গ্রাম প্রধান হিসেবে শুরু করেন। নিজের গ্রামেই তিনি এই দায়িত্ব সামলান। পরবর্তীকালে অবিভক্ত মধ্যপ্রদেশের ১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন।

    ৩) ১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা লোকসভার সদস্য হন বিষ্ণু দেও সাই। ছত্তিসগড়ের রায়গড় কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ ছিলেন তিনি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পার্টির সিদ্ধান্তে তিনি রায়গড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

    ৪) ছত্তিসগড় রাজ্যের বিজেপির সভাপতি দায়িত্বও সামলেছেন বিষ্ণু দেও সাই। ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত। পরবর্তীকালে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলেছেন।

    ৫) কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের দায়িত্বও সামলেছেন তিনি। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইস্পাত, খনি এবং শ্রম বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

    ৬) ২০২৩ সালের নির্বাচনে স্থানীয় কুনকুড়ি বিধানসভা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীকে ২৫ হাজার ৫৪১ ভোটে তিনি পরাস্ত করেন।

    ৭) ১৯৯১ সালে বিষ্ণু দেও সাই-এর বিবাহিত জীবন শুরু হয়। কৌশল্যা দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। জানা যায়, বর্তমানে তাঁর এক পুত্র এবং এক কন্যা রয়েছেন।

    ৮) রাজনীতির বাইরে তাঁর সখ রয়েছে ব্যাডমিন্টন এবং ফুটবলের প্রতি। এছাড়াও বই পড়তে তিনি খুব ভালোবাসেন। সমাজসেবাও তাঁর ভালো লাগার কাজ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs South Africa: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

    India vs South Africa: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির কারণে ডারবানে খেলা শুরুই হল না। ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগাম প্রস্তুতি সারা হল না শুভমান, সূর্যদের।  রবিবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টার সময় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটা করা সম্ভব হয়নি। কোনও বল না খেলেই বাতিল হয়ে যায় ম্যাচ।

    সিরিজের বাকি ম্যাচ

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলবে ভারত। যদিও ডারবানে একটি ম্যাচই ছিল। ফলে সমর্থকদের আশা, পরের ম্যাচগুলিতে বৃষ্টি হবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের টি-টোয়েন্টি মঙ্গলবার। সেই ম্যাচ হবে সেন্ট জর্জস পার্কে। শেষ ম্যাচ জোহানেসবার্গে। সেই ম্যাচটি হবে বৃহস্পতিবার। এক দিনের সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। সেই ম্যাচটিও হবে জোহানেসবার্গে। দ্বিতীয় এক দিনের ম্যাচ সেন্ট জর্জস পার্কে। শেষ ম্যাচটি হবে পার্লে। সেটি হবে ২১ ডিসেম্বর। টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে। দ্বিতীয় টেস্ট কেপ টাউনে, পরের বছর ৩ জানুয়ারি থেকে।

    বিশ্বকাপের প্রস্তুতি

    এই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব। এদিকে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দলের অধিনায়কত্ব করছেন এইডেন মার্করাম। ম্যাচের টস হওয়ার কথা ছিল ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও কিংসমিড স্টেডিয়াম থেকে সমর্থকদের জন্য স্বস্তির খবর পাওয়া যায়নি। অবিরাম বৃষ্টি চলতে থাকে। দর্শকরা তাঁদের ছাতা বা রেইনকোট নিয়ে অপেক্ষায় বসে ছিলেন। আম্পায়ারদেরও ছাতা হাতে মাঠে হাঁটতে দেখা যায় বারবার। তার সঙ্গে গ্রাউন্ড স্টাফরাও ছিলেন। পরে ম্যাচটি বাতিল বলে জানানো হয়।

    আরও পড়ুন: দু’ বছরে রেকর্ড ভিড় কাশীতে, বিশ্বনাথ ধাম দর্শন করেছেন ১২কোটি ৯৩ লাখ ভক্ত

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের পর বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা। গিল এবং জাদেজা ফিরলেও, তাঁদের আর ম্যাচ খেলতে নামা হল না। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকায়। তার আগে এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে টিম ইন্ডিয়া।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রাম মন্দিরের পুরোহিত হলেন মোহিত পাণ্ডে, বেতন কত জানেন?

    Ram Mandir: রাম মন্দিরের পুরোহিত হলেন মোহিত পাণ্ডে, বেতন কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরের পুরোহিত পদে নিয়োগ পেলেন মোহিত পাণ্ডে। উত্তরপ্রদেশের দুধেশ্বরের এই পড়ুয়াকে ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে। মোহিত পাণ্ডের ছবি এবং শিক্ষাগত যোগ্যতাও প্রকাশ পেয়েছে। ছয় মাসের জন্য তাঁর প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছে ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ (Ram Mandir)। প্রসঙ্গত রাম মন্দিরের এখন ফিনিশিং টাচ চলছে। আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হবে মন্দিরের। আগেই শুরু হয়েছিল পুরোহিত বাছার প্রক্রিয়া এবং সেখানেই নিয়োগ পেয়েছেন মোহিত। জানা গিয়েছে, দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠের ছাত্র মোহিত পাণ্ডে ৩ হাজার জন পূজারীর সঙ্গেই আবেদন করেছিলেন এবং তার মধ্যে থেকে বাছা হয় কুড়িজনকে। সেখানেই স্থান পেয়েছেন মোহিত। জানা গিয়েছে, সবথেকে এগিয়েও রয়েছেন তিনি। ২০ জনেরই ছয় মাস পর্যন্ত ট্রেনিং হবে।

    কী বলছেন দুধেশ্বরনাথ বিদ্যাপীঠের আচার্য

    দুধেশ্বরনাথ বিদ্যাপীঠের আচার্য লক্ষীকান্ত পাড়ি এ বিষয়ে বলেন, ‘‘মোহিত সীতাপুরের বাসিন্দা। দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠে তিনি সাত বছর পর্যন্ত সামবেদের শিক্ষালাভ করেছেন। এরপর আচার্য পদের শিক্ষার জন্য তিনি তিরুপতি পাড়ি দেন।’’ জানা গিয়েছে বর্তমানে পিএইচডি-এর প্রস্তুতি নিচ্ছেন মোহিত পাণ্ডে। দুধেশ্বরনাথ মন্দিরের মহন্ত নারায়ণগিরি বলেন, ‘‘গোটা জেলার কাছে গর্বের বিষয়। এর আগে আচার্য তয়োরাজ উপাধ্যায় এবং আচার্য নিত্যানন্দকে প্রাণ প্রতিষ্ঠা (Ram Mandir) সমারোহে সামিল হওয়ার জন্য আমন্ত্রপত্র পাঠানো হয়েছে।’’

    পুরোহিত পদের যোগ্যতা ও বেতন

    রাম মন্দির ট্রাস্ট-এর তরফে জানানো হয়েছে যে প্রত্যেক পুরোহিত পদপ্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। শর্ট লিস্টেড পুরোহিত প্রার্থীদের ছয় মাস পর্যন্ত ট্রেনিং চলবে। প্রত্যেক আবেদনকারীকে অবশ্যই গুরুকুল শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত হতে হবে। সম্প্রতি, পুরোহিতদের বেতন বৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে। রাম মন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিতের বেতন বর্তমানে ২৫ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার ৯০০ হয়েছে। অন্যদিকে সহকারী পুরোহিতদের বেতন বর্তমানে ২০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩১ হাজার টাকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Winter Update: সুখবর শোনাল হাওয়া অফিস, জাঁকিয়ে ঠান্ডা পড়ছে চলতি সপ্তাহেই

    Winter Update: সুখবর শোনাল হাওয়া অফিস, জাঁকিয়ে ঠান্ডা পড়ছে চলতি সপ্তাহেই

    মাধ্যম নিউজ ডেস্ক: বেশ জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। কনকনে ঠান্ডার অনুভূতি ভালোই পাওয়া যাচ্ছে (Winter Update)। শৈল শহরগুলির তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। লে, শ্রীনগর, গুলমার্গে তা মাইনাসেও পৌঁছে গিয়েছে। এরই মাঝে দার্জিলিং-এ তুষারপাত হওয়ারও খবর মিলেছে। জাঁকিয়ে শীত পড়াকে বেশ উপভোগ করে ভোজনরসিক বাঙালি। পিঠে-পুলি খাওয়া, পিকনিক করা চলতে থাকে শীতে। ভ্রমণপ্রিয় বাঙালির ঘুরতে যাওয়ার ক্ষেত্রে শীত খুব উপযুক্ত। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে বাংলা জুড়েই প্রবল কনকনে ঠান্ডা পড়তে (Winter Update) চলেছে। মানে এবার থেকে লেপ-কম্বল মুড়ি দিয়ে থাকতে হবে।

    দেশের মধ্যে লে-তে তাপমাত্রা সব থেকে কমবে

    ভ্রমণপিপাসু বাঙালি যদি কোথাও ঘুরতে যেতে চান, তাঁদের জন্য সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। শৈল শহর বলে পরিচিত সিমলা, মানালি লে’তে আগামী সপ্তাহেই তাপমাত্রা মাইনাসে নেমে যাচ্ছে। সারা দেশের মধ্যে সব থেকে শীতপ্রধান অঞ্চল হয়ে দাঁড়াবে (Winter Update) লে। দুদিন আগেই লে-এর তাপমাত্রা নেমে গিয়েছিল হিমাঙ্কেরও ১১ ডিগ্রি সেন্টিগ্রেড নিচে। দেশের অন্যান্য প্রান্তে ঘুরতে যাওয়ার যাঁরা পরিকল্পনা করেছেন, তাঁদের জন্য নিঃসন্দেহে এটা সুখবর।

    কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা

    অন্যদিকে, হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে এবার শীত পড়ার ক্ষেত্রে আর কোথাও কোনও রকমের বাধা নেই। আকাশ পরিষ্কার থাকবে, দাপট চলবে উত্তরের হাওয়ার। আগামী চার দিনে, চার ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। সারা রাজ্যে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহের তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে বলে জানানো হয়েছে।
    অন্যদিকে উত্তরবঙ্গে দু-তিন দিনের মধ্যে দার্জিলিং জেলায় বৃষ্টির কিছুটা পূর্বাভাস রয়েছে। তবে বাকি জেলা শুষ্ক (Winter Update) থাকবে বলে জানা গিয়েছে। কুয়াশার দাপটের সঙ্গে ঠান্ডা ব্যাপকভাবে পড়বে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাপক কুয়াশা দেখা যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ১১/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ১১/১২/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    ২) অশান্তি থেকে দূরে থাকুন।

    বৃষ

    ১) চিকিৎসার খরচ বাড়তে পারে।

    ২) সঙ্গীতে সাফল্য পেতে পারেন।

    মিথুন

    ১) গাড়ি একটু সাবধানে চালান।

    ২) অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে। 

    কর্কট

    ১) খারাপ সঙ্গ থেকে সাবধান থাকুন।

    ২) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    সিংহ

    ১) সকাল থেকে বাতের ব্যথা বাড়তে পারে।

    ২) কাজের ব্যাপারে খুব ভাল যোগাযোগ হতে পারে।

    কন্যা

    ১) ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে।

    ২) উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন।

    তুলা

    ১) বাড়িতে চুরির সম্ভাবনা, সাবধান থাকুন।

    ২) দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা।

    বৃশ্চিক

    ১) চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে।

    ২) ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে। 

    ধনু

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) শারীরিক কষ্ট হওয়ার জন্য কাজের সময় নষ্ট। 

    মকর

    ১) ব্যয় অতিরিক্ত পরিমাণে বাড়তে পারে।

    ২) দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। 

    কুম্ভ

    ১) কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে।

    ২) সামাজিক সম্মান লাভের যোগ। 

    মীন

    ১) গানবাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে।

    ২) কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kashi Vishwanath Dham: দু’ বছরে রেকর্ড ভিড় কাশীতে, বিশ্বনাথ ধাম দর্শন করেছেন ১২কোটি ৯৩ লাখ ভক্ত

    Kashi Vishwanath Dham: দু’ বছরে রেকর্ড ভিড় কাশীতে, বিশ্বনাথ ধাম দর্শন করেছেন ১২কোটি ৯৩ লাখ ভক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দু’বছরে রেকর্ড পরিমাণে ভক্তরা দর্শন করেছেন কাশীর বিশ্বনাথ ধাম। ১২ কোটি ৯২ লাখ ভক্ত কাশী বিশ্বনাথ ধামে (Kashi Vishwanath Dham) উপস্থিত হয়েছেন গত দু’ বছরে, এমনটাই বলছে তথ্য। ২০২১ সালেই এই মন্দির সংস্কার করে মোদি সরকার। কাশী বিশ্বনাথ ধাম করিডরের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই এই রেকর্ড পরিমাণে ভক্তদের ভিড় সেখানে লক্ষ্য করা গিয়েছে বলে জানা যাচ্ছে।

    শ্রাবণ মাসে সব থেকে বেশি ভিড়

    শ্রাবণ মাস সাধারণভাবে শিবের মাস নামেই পরিচিত, এই সময়ে গত দু’ বছরে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে বিশ্বনাথ ধামে (Kashi Vishwanath Dham)। জানা গিয়েছে, কেবলমাত্র শ্রাবণ মাসেই বিশ্বনাথ ধাম দর্শন করেছেন ১ কোটি ৬০ লাখ মানুষ, আসলে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানা সংস্কার ও উন্নয়নমূলক কাজ করেছে। দর্শনার্থীদের সুবিধার জন্য সেখানে বসানো হয়েছে জার্মান হ্যাঙার। এর মাধ্যমে ভক্তদের লাইনে দাঁড়ানো আরও অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। বর্ষার সময় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া, প্রখর সূর্যের তেজ থেকে রক্ষা পাওয়া, এ সমস্ত কিছু এড়িয়ে এখন লাইনে দাঁড়াতে পারছেন ভক্তরা। এছাড়াও লাইনের শেডে রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে মাদুর, খাওয়ার জল এবং দিব্যাঙ্গদের জন্য হুইল চেয়ার। লাইনে দাঁড়ানো কোনও ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়েন, তাঁদের জন্য চিকিৎসার সরঞ্জামও রাখা হয়েছে সেখানে।

    কী বলছেন মন্দিরের আধিকারিক?

    আগে এই মন্দির ছিল ৩,০০০ বর্গফুটের কিন্তু ২০২১ সালে এটাকে বাড়িয়ে ৫ লাখ বর্গফুটে করা হয়। যেখানে ৫০ থেকে ৭৫ হাজার ভক্তরা মন্দির চত্বরে দাঁড়াতে পারেন। চলতি বছরে বিশ্বনাথ ধামে হাজির হয়েছেন পাঁচ কোটি ৩০ হাজার মহাদেব ভক্ত। কাশী বিশ্বনাথ (Kashi Vishwanath Dham) মন্দিরের প্রধান আধিকারিক সুনীল কুমার বর্মার মতে, ‘‘২০২১ সালের ১৩ ডিসেম্বর শ্রী কাশী বিশ্বনাথ ধাম করিডরের উদ্বোধন হয়। সেই থেকে চলতি বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত এই মন্দির দর্শন করেছেন ১২ কোটি ৯২ লাখ ২৪ হাজার পুণ্যার্থী। ডিসেম্বরের শেষে এই সংখ্যা ১৩ কোটি ছাপিয়ে যাবে বলে আমাদের অনুমান।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arjun Singh: সোমনাথ-অর্জুন দ্বন্দ্ব প্রকাশ্যে! একে অপরের বিরুদ্ধে কী বললেন জানেন?

    Arjun Singh: সোমনাথ-অর্জুন দ্বন্দ্ব প্রকাশ্যে! একে অপরের বিরুদ্ধে কী বললেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) লড়াই একেবারে প্রকাশ্যে চলে এল। এতদিন দাপুটে দুই নেতার মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। এখন তা সামনে চলে এল। রবিবার সন্ধ্যায় অর্জুন সিং ভাটপাড়ায় দলীয়  সভায় যোগ দিতে গিয়ে সোমনাথ শ্যামের নাম না করে পোলট্রি মোরগ বলে কটাক্ষ করেন।

    তৃণমূল কর্মী খুনে জড়িত সাংসদ বা তাঁর পরিবারের কেউ, সরব বিধায়ক

    এর আগে ভাটপাড়ায় তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় সাংসদ অর্জুন সিংকে নিশানা করেছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক। পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। যা নিয়ে ফের চর্চায় এসেছে শাসকদলের গোষ্ঠী কোন্দলের বিষয়টি। ফলে অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরে। গত ২১ নভেম্বর ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পুরানি তালাও সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী ভিকি যাদবকে বাড়ির সামনে গুলি করে খুন করা হয়। তিন দিনের মধ্যে দু’জনকে গ্রেফতারও করে পুলিশ। যদিও ভিন রাজ্যের ভাড়াটে খুনিরা এখনও অধরা। তাদের ধরতে ইতিমধ্যেই ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে তদন্তভার দেওয়া হয়েছে। এরই মধ্যে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, তৃণমূল কর্মী ভিকি যাদবকে খুনের ঘটনায় দেখা গিয়েছে, মেঘনা জুটমিলের পুরাতন লাইন থেকে বেরিয়ে খুনিরা খুন করে আবার সেখানে ঢুকে যায়। এই কারণেই আমি বলেছি, কোথাও না কোথাও সাংসদ বা তাঁর পরিবারের কেউ জড়িত। পরিবারের সেই যুক্ত লোকের নাম পাপ্পু সিং। কেউ প্রভাব খাটাচ্ছে। তাই হয়তো পুলিশ পিছিয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয়, পুলিশ এ বার পিছোবে না, কারণ পুলিশের কাছে গ্রেফতার করার জন্য যথেষ্ট তথ্য আছে। যে খুন করেছে, তাঁকে জেল খাটতেই হবে।

    সোমনাথকে নিয়ে কী বললেন অর্জুন? (Arjun Singh)

    সোমনাথ শ্যামের সেই বক্তব্যের কড়া সমালোচনা করেন অর্জুন সিং (Arjun Singh)। তিনি বলেন, আমার ভাইপো আমার সঙ্গে রয়েছে, তারজন্য সে খুনি। আর আমার ভাইপো তাঁর সঙ্গে রয়েছে সে ভাল। আর ভিকি যাদবকে খুন করার পর খুনিরা মেঘনা জুটমিলে ঢুকছিল সেটা তিনি দেখেছেন। তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রীতে কার্যত চ্যালেঞ্জ জানাচ্ছেন। তিনি আরও বলেন, এক সময় আমরা হাতে গোনা কয়েকজন দল করতাম। দুদিন আগে দল করে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে। আমার সামনে দাঁড়ানোর কোনও যোগ্যতা তাঁর নেই। দলীয় ঝান্ডা ছেড়ে বেরিয়ে এসে একটা কথা বলে দেখুক জনগন এমন হাল করবে যে তিনি তখন বুঝতে পারবেন।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, আমরা প্রথম থেকেই বলেছি রাজ্যের পুলিশ নিষ্ক্রিয়, তৃণমূল নিজেরাই নিজেদের খুন করেছে। আমাদের এই কথাটাই তৃণমূল বিধায়ক বলে দিলেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘কালীঘাটের কাকু শুয়ে রয়েছেন  শিশুর বেডে!’ কটাক্ষ সুকান্তর

    Sukanta Majumdar: ‘কালীঘাটের কাকু শুয়ে রয়েছেন শিশুর বেডে!’ কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মের কল বাতাসে নড়ে, একজন বলেছিলেন কালী মদ খায় আর মাংস খায়। এক বছরও গেল না সেই কালী মায়ের কৃপায় সাংসদ হারা হয়ে গেলেন তিনি। নদিয়ার নবদ্বীপে একটি নাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি।

    শিশুর বেডে কালীঘাটের কাকু শুয়ে রয়েছেন, কটাক্ষ সুকান্তর (Sukanta Majumdar)

    নদিয়ার নবদ্বীপে সারা ভারত কীর্তন ও বাউল গীতি সংগঠনের পক্ষ থেকে একটি মহাসম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁকে করতাল হাতে নিয়ে কীর্তন করতেও দেখা যায়। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন ধর্মকে যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে ধর্ম আমাদের রক্ষা করবে না। তার জলজ্যান্ত উদাহরণ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। মুর্শিদাবাদে শিশু মৃত্যুর ঘটনা নিয়েও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য ভালো নেই। যেখানে শিশুর চিকিৎসা হওয়ার কথা, সেই বেডে কালীঘাটের কাকু শুয়ে রয়েছে।

    কৃষক মৃত্যু নিয়ে কী বললেন সুকান্ত?

    সুকান্ত (Sukanta Majumdar) বলেন, রাজ্যে সারের কালোবাজারি চলছে। সরকারের কোনও হেলদোল নেই। গোঘাট থানার ওসি কৃষকদের সঙ্গে যা আচরণ করেছে তাতে বোঝাই যাচ্ছে এই সরকার কৃষকদের কথা ভাবে না। তাই, কৃষকরা এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন।

    মুখ্যমন্ত্রীর আত্মীয়ের বিয়ে নিয়েও সরব বিজেপির রাজ্য সভাপতি

    সুকান্ত (Sukanta Majumdar) বলেন, সরকার যে বিয়ে তা এই প্রথম দেখলাম। এবার তো সরকার প্রজাপতি অফিস খুলবে। পাত্র-পাত্রী কে বাছাইয়ের কাজ করবে। রাজ্যে কৃষকের মৃত্যু হচ্ছে, হাসপাতালে শিশুর মৃত্যু হচ্ছে আর মুখ্যমন্ত্রী বিয়ে নিয়ে ব্যস্ত রয়েছেন।

    চাকরি প্রার্থীদের নিয়ে কী বললেন সুকান্ত?

    চাকরি প্রার্থীদের আন্দোলন ১০০১দিনে পড়ল। ১০০০দিনে এক চাকরি প্রার্থী মস্তক মুন্ডন করে প্রতিবাদ জানিয়েছেন। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে এই সরকারের কোনও হেলদোল নেই। তাই, এই সরকার যতদিন থাকবে ওই চাকরি প্রার্থীরা চাকরি পাবেন না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gita: নজরুলের গান দিয়ে শুরু হবে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’, কী বলছেন স্বামী প্রদীপ্তানন্দ?

    Gita: নজরুলের গান দিয়ে শুরু হবে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’, কী বলছেন স্বামী প্রদীপ্তানন্দ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৪ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ (Gita) কর্মসূচি রয়েছে। হাজির থাকার কথা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অনুষ্ঠান শুরু হবে কাজী নজরুল ইসলামের লেখা, ‘‘হে পার্থসারথি! বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, চিত্তের অবসাদ দূর কর কর দূর….’’ গানের মাধ্যমে। হঠাৎ এধরনের নজরুল গীতি দিয়ে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’-এর আয়োজন কি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই? এমন প্রশ্ন শুনে আয়োজক কমিটির সভাপতি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ‘মাধ্যম’-কে বলেন, ‘‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি কখনও নির্দিষ্ট ধর্ম বা বর্ণের মধ্যে বেঁধে দেওয়া হয়নি। নেই কোনও রাজনৈতিক বাছবিচারও। ‘গীতা’ জীবন বোধ, তা যেমন মানুষের কী খাওয়া উচিত সেটাও বলে, তেমনি সুশৃঙ্খল জীবন গঠনের উপায়ও শেখায়। নজরুল ইসলামের এই গান আমাদের কাছে বর্তমানে সময়োপযোগী বলে মনে হয়েছে, তাই রাখা। এই গানের প্রতিটি কথা গীতাকে সরল ও সুন্দরভাবে ব্যাখা করেছে।’’

    পশ্চিমবঙ্গে হিংসার আবহে, শান্তির বার্তা দেবে গীতা (Gita)

    প্রসঙ্গত, গত মাসেই আয়োজকরা দাবি করেন, অসংখ্য মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ (Gita) কর্মসূচিতে নাম নথিভুক্ত করেছেন। ‘‘বর্তমান পশ্চিমবঙ্গের হিংসা, হানাহানির মাঝে শান্তির বার্তা দিতেই আয়োজন করা হয়েছে এমন অনুষ্ঠান, তবে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ কর্মসূচিতে রাজনৈতিকভাবে সিলমোহর বসানোর চেষ্টা করছেন এক শ্রেণির রাজনীতিবিদ, যা মোটেও কাম্য নয় ’’, মাধ্যমের প্রতিনিধিকে ফোনে একথাও এদিন বলেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ।

    জায়গায় জায়গায় গীতা পাঠের পোস্টার ছেঁড়া হচ্ছে

    ভারত সেবাশ্রম সঙ্ঘের এই সন্ন্যাসী এদিন কার্যত অভিযোগের সুরেই বলেন, ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত থাকবেন গীতা পাঠের (Gita) কর্মসূচিতে, কোনও রাজনীতি নেই তবু শাসক দলের নেতারা জায়গায় জায়গায় ফরমান জারি করছে ২৪ ডিসেম্বর কোনও বাস যেন কলকাতায় না যায়! এ কেমন কথা? মানুষ গীতা পাঠ করতে যাবে না? অনেক জায়গাতে গীতার পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগও আসছে আমাদের কাছে।’’ দিনকয়েক আগেই ২৪ ডিসেম্বর প্রাথমিকে টেট পরীক্ষা ঘোষণা করেছে রাজ্যসরকার। এনিয়ে কার্তিক মহারাজ বলেন, ‘‘আমরা তো গতবছর মায়াপুরেই ঘোষণা করেছিলাম, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ব্রিগেডে হবে এমন এমন কর্মসূচি। গত কয়েকমাস ধরে সংবাদমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এটা নিয়ে। প্রশাসনের সর্বোচ্চ  আধিকারিকরাও জানেন। তারপরেও কেন ওই দিনে টেট পরীক্ষার দিন দেওয়া হল বোঝা যাচ্ছে না।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chhattisgarh CM: জল্পনার অবসান, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী পদে আদিবাসী মুখ বিষ্ণু দেও সাই

    Chhattisgarh CM: জল্পনার অবসান, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী পদে আদিবাসী মুখ বিষ্ণু দেও সাই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসার পর এতদিন কে হবেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী, তা নিয়ে জোর জল্পনা চলছিল। সেই জল্পনায় এবার ইতি পড়ল। রবিবার সামনে এল ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর নাম। সূত্র মারফত জানা গিয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাই হবেন ছত্তিসগড়ের পরবর্তী মুখ্যমন্ত্রী। এ নিয়ে রায়পুরে নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সেই বৈঠকেই বিষ্ণু দেও সাই-কে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

    আদিবাসী সম্প্রদায়ের অন্যতম মুখ

    ছত্তিসগড়ে আদিবাসী সম্প্রদায়ের অন্যতম মুখ হলেন বিষ্ণু। এখানকার বিজেপির অন্যতম পুরনো নেতা তিনি। ২০১৪ সালে রাইগড় কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি দাঁড়িয়েছিলেন কুনকুড়ি বিধানসভা কেন্দ্র থেকে। তাঁর জয়ের মার্জিন ছিল ৮৭ হাজার ৬০৪। বিজেপির তিনবারের মুখ্যমন্ত্রী রমন সিং এবারও ওই পদের জন্য নির্বাচিত হন কিনা তা নিয়ে সবার মধ্যেই জল্পনা ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল বিজেপি ওই পদে বিষ্ণু দেও সাইকেই মনোনীত করেছে।

    আদিবাসী ভোট ব্যাঙ্ককেই গুরুত্ব

    বিজেপির এই সিদ্ধান্ত থেকে একটা বিষয় পরিষ্কার, বিষ্ণু দেওকে মুখ্যমন্ত্রী করার মধ্য দিয়ে তারা আদিবাসী ভোট ব্যাঙ্ককেই গুরুত্ব দিল। উল্লেখ্য ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে তফশিলি জাতি এবং জনজাতিদের ভোটের বেশিরভাগটাই গিয়েছিল কংগ্রেসের দখলে। এবারের ভোটে সেই চিত্রটা পুরোপুরি পাল্টে গিয়েছে। ওই সব ভোট এসেছে বিজেপির ঝুলিতে। তাই এদের গুরুত্ব এবং মর্যাদা দিতেই বিজেপির এই সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহল মনে করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দাবিদার হিসেবে রমন সিং-এর নাম বারবার আলোচিত হলেও বয়সজনিত কারণ তাঁকে নির্বাচিত না করার পিছনে অন্যতম কারণ বলে অনেকে মনে করছেন।

    কী বললেন তিনি?

    মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিষ্ণু দেও সাই বলেন, ‘মোদি কি গ্যারান্টি’র অধীনে বিজেপি এই রাজ্যের মানুষের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলি তিনি পূরণ করার চেষ্টা করবেন। একই সঙ্গে তাঁর সরকারের প্রথম কাজ হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ১৮ লক্ষ উপভোক্তার জন্য বাড়ির ব্যবস্থা করা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share