Author: user

  • Tesla Car: শীঘ্রই ভারতে গাড়ি উৎপাদন করবে মাস্কের ‘টেসলা’, কেন্দ্রের অনুমোদন জানুয়ারির মধ্যেই?

    Tesla Car: শীঘ্রই ভারতে গাড়ি উৎপাদন করবে মাস্কের ‘টেসলা’, কেন্দ্রের অনুমোদন জানুয়ারির মধ্যেই?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইলন মাস্কের গাড়ি সংস্থা টেসলা (Tesla Car) যাতে ভারতে তাড়াতাড়ি উৎপাদন শুরু করতে পারে, সেজন্য দ্রুত গতিতে কাজ শুরু করল মোদি সরকার। জানা গিয়েছে, গাড়ি কারখানা তৈরির যাবতীয় অনুমোদন ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই ইলন মাস্কের সংস্থাকে দিতে চলেছে কেন্দ্র। বৈদ্যুতিক গাড়ি তৈরি নিয়ে বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের বৈঠক অনুষ্ঠিত হয় চলতি সপ্তাহের সোমবার। সেই বৈঠকেই টেসলার (Tesla Car) বিনিয়োগ প্রস্তাব নিয়ে একপ্রস্থ আলোচনা হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। ওই বৈঠকের বিষয়ে ওয়াকিবহাল এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘‘যদিও বৈদ্যুতিক গাড়ি নিয়ে সাধারণ নীতি নির্ধারণের জন্য বৈঠক ডাকা হয়েছিল, তাও ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে টেসলার প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টির দ্রুত নিষ্পত্তি নিয়েও আলোচনা হয়।’’

    চলতি বছরের জুনে বৈঠক হয় মোদি-মাস্কের

    প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তাঁর সঙ্গে বৈঠক হয় টেসলা (Tesla Car) কর্তা ইলন মাস্কের। এরপরই ভারতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন ‘এক্স’-এর মালিক। এরপরেই কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রক, ভারী শিল্পমন্ত্রক টেসলার এই পরিকল্পনাকে কত দ্রুত বাস্তবায়িত করা যায়, সেই বিষয়ে আলোচনা শুরু করে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ইলন মাস্ক আবেদন করেছেন বৈদ্যুতিক গাড়ির উপর ৪০ শতাংশ হারে আমদানি শুল্ক নেওয়ার।

    পরিবেশ বান্ধব গাড়ি উৎপাদন ও বিক্রিতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র

    বর্তমানে ৪০ হাজার মার্কিন ডলারের কম মূল্যের গাড়ি আমদানির ক্ষেত্রে ৬০ শতাংশ হারে এবং তার বেশি দামের গাড়ি আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হয়। আমাদের দেশ ভারতবর্ষে বৈদ্যুতিক গাড়ি এবং চিরাচরিত ইঞ্জিন চালিত গাড়িগুলির ক্ষেত্রে আমদানি শুল্কের কোনও ফারাক নেই। দুটোর ক্ষেত্রেই একই শুল্ক (Tesla Car) দিতে হয়। বর্তমান সময়ে পরিবেশ বান্ধব গাড়ি উৎপাদন ও বিক্রিতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। সে ক্ষেত্রে ওয়াকিবহাল মহলের ধারণা, শুল্ক কমই নেওয়া হবে। তবে এই সুবিধা যে শুধু টেসলা পাবে এমন নয়। সমস্ত বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী সংস্থাকেই  এই সুবিধা দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Modi Government: দীপাবলির আগে ভর্তুকিযুক্ত আটা, ডাল ও পেঁয়াজ বিক্রি করছে মোদি সরকার, কোথায় কিনবেন?

    Modi Government: দীপাবলির আগে ভর্তুকিযুক্ত আটা, ডাল ও পেঁয়াজ বিক্রি করছে মোদি সরকার, কোথায় কিনবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের মোদি সরকার (Modi Government) আনুষ্ঠানিকভাবে ‘ভারত আটা ব্র্যান্ড’ নামের ভর্তুকিযুক্ত গমের বিক্রি শুরু করল। এই ব্র্যান্ডের অধীনে প্রতি কেজি গম ২৭.৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। দীপাবলির আগে দেশ জুড়ে ক্রেতাদের স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নিল মোদি সরকার। জানা গিয়েছে, গমের বাজারদর দেশের জায়গা অনুসারে এবং খাদ্যগুণের মান অনুসারে ৩৬ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভাণ্ডারের মাধ্যমে ৮০০টি মোবাইল ভ্যান এবং সারা দেশে ছড়িয়ে থাকা অসংখ্য আউটলেটের মাধ্যমে বিক্রি করা হবে এই ভারত আটা।

    কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী? 

    কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী ইতিমধ্যে ১০০টি ভ্যান উদ্বোধন করেছেন, যেগুলি থেকে ২৭.৫০ টাকা কেজিতে গম বিক্রি করছে সরকার। পীযূষ গোয়েলের মতে, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Government) প্রতিবারই হস্তক্ষেপ করেন যাতে মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের ওপরে প্রভাব না ফেলে। যে কারণে এর আগে সরকার সস্তায় ডাল, টম্যাটো, পেঁয়াজ বিক্রি করেছে।’’

    মিলছে ভর্তুকিযুক্ত ডাল ও পেঁয়াজ

    প্রসঙ্গত, শুধু আটা নয়, ভর্তুকিযুক্ত ‘ভারত ডাল’ এবং পেঁয়াজও বিক্রি করছে কেন্দ্রীয় সরকার। ভর্তুকিযুক্ত ‘ভারত ডাল’ ৬০ টাকা প্রতি কেজিতে বিক্রি করা হচ্ছে। কেন্দ্র সরকারের আউটলেটগুলিতে পেঁয়াজ মিলছে ২৫ টাকা কেজিতে। কয়েকমাস আগে টমেটোর মূল্যবৃদ্ধি হতে থাকায় নেপাল থেকে টমেটো আমদানি করে কেন্দ্রীয় সরকার। মোবাইল ভ্যানের মাধ্যমে ভর্তুকিযুক্ত মূল্যে তা পৌঁছে যায় দেশের মানুষের কাছে। খাদ্য নিরাপত্তায় মোদি সরকার কোনও ফাঁক রাখতে চাইছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Government) ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে দেশের ৮০ কোটি মানুষকে আগামী পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন দেবে সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: আজ মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করতে চলেছে এথিক্স কমিটি!

    Mahua Moitra: আজ মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করতে চলেছে এথিক্স কমিটি!

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রর (Mahua Moitra) সাংসদ পদ খারিজ করার সুপারিশ করতে চলেছে লোকসভার এথিক্স কমিটি! বৃহস্পতিবার রয়েছে কমিটির বৈঠক। তার আগে সূত্র মারফত এই খবর জানা গিয়েছে। সূত্রের খবর, মোট ৫০০ পাতার রিপোর্টে মহুয়া মৈত্রর বিরুদ্ধে লোকসভার সাংসদ পদ খারিজের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর সুপারিশও করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, মহুয়া মৈত্রর বিরুদ্ধে কঠিন শাস্তির আবেদন জানিয়েছে এথিক্স কমিটি। মহুয়া মৈত্রর কাজকে ‘আপত্তিকর’ এবং ‘অনৈতিক’ আখ্যা দিতে চলেছে কমিটি।

    স্পিকারের কাছে রিপোর্ট দেওয়া হবে

    প্রসঙ্গত, দুবাই-কেন্দ্রিক ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে অর্থ এবং অন্যান্য সুবিধার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন মহুয়া, এই তথ্য সামনে আসতেই হৈচৈ শুরু হয় দেশজুড়ে। এরপরেই লোকসভার এথিক্স কমিটি তদন্ত শুরু করে। তলব করা হয় কৃষ্ণনগরের সাংসদকে (Mahua Moitra)। তবে সেখানেও মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে আপত্তিকর শব্দ প্রয়োগ করার। সূত্রের খবর, লোকসভার শীতকালীন অধিবেশনেই স্পিকারের কাছে মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়া হবে। অন্যদিকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্নকাণ্ড যিনি প্রথম সামনে এনেছিলেন, সেই নিশিকান্ত দুবের দাবি, লোকপালের নির্দেশে মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে। প্রসঙ্গত লোকপাল হল একটি প্রতিষ্ঠান যা দেশের আইনসভার সদস্য তথা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আনা দুর্নীতির তদন্ত করে থাকে।

    মহুয়ার বিরুদ্ধে মামলা দিল্লি পুলিশের কাছেও!

    অন্যদিকে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে অন্য একটি অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রহাই। এই মর্মে দিল্লি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। বিনা আমন্ত্রণে মহুয়া মৈত্র তাঁর বাড়িতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ আইনজীবীর। অন্যদিকে এক হলফনামায় শিল্পপতি হিরানন্দানি নিজেই দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বদনাম করতে, আদানি গ্রুপকে নিশানা করছিলেন মহুয়া। আদানি গোষ্ঠীকে চাপে ফেলার জন্যই প্রশ্ন তৈরি করে দিত হিরানন্দানি গোষ্ঠী। জানা গিয়েছে, সংসদে ৬৩টি প্রশ্ন করেন মহুয়া। তার মধ্যে ৫০টি প্রশ্নই দর্শন হিরানন্দানি গোষ্ঠী লিখে দিয়েছিল। এর পাশাপাশি নিজের  লগ-ইন আইডিও হীরানন্দানি গ্রুপকে দিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার, ০৯/১১/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার, ০৯/১১/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দ লাভ।

    ২) অভিনেতারা খুব ভাল সুযোগ পেতে পারেন। 

    বৃষ

    ১) বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হবেন।

    ২) চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে।

    মিথুন

    ১) প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে।

    ২) বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন।

    কর্কট

    ১) কোনও কারণে উদ্বেগ বাড়তে পারে।

    ২) সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে।

    সিংহ 

    ১) মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) পিতার সঙ্গে মতান্তর হতে পারে।

    কন্যা

    ১) অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে।

    ২) হঠাৎ করে কোনও চাকরির যোগ আসতে পারে।

    তুলা 

    ১) বেশ কিছু দিন ধরে বাতিল হতে থাকা ইচ্ছা পূরণ হবে এবার।

    ২) ব্যবসায় নতুন চুক্তি হাতে আসবে। তবে এখনই কোনও নতুন কাজ শুরু করবেন না।

    বৃশ্চিক

    ১) সকালবেলাতেই কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে।

    ২) অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে।

    ধনু

    ১) অতিরিক্ত পরিশ্রমের জন্য কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে। 

    ২) উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে।

    মকর

    ১) সকালে অহেতুক কোনও অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন।
     
    ২) প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে।

    কুম্ভ

    ১) কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে।

    ২) কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।

    মীন

    ১) কিছু কেনাকাটার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে।

    ২) শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে।

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Titagarh: দিনের বেলায় প্রকাশ্যে এক যুবককে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    Titagarh: দিনের বেলায় প্রকাশ্যে এক যুবককে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের বেলায় প্রকাশ্যে শ্যুটআউটের ঘটনা ঘটল বারাকপুরের টিটাগড়ে (Titagarh)। এলোপাথাড়়ি গুলি চালিয়ে এক যুবককে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে টিটাগড় পুরসভার উড়ানপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ হাসান ওরফে ছোটকা। ১০ দিন আগেই দুই কাউন্সিলারের গন্ডগোলের জেরে টিটাগড়ের পুরানো বাজার এলাকায় আকাশ প্রসাদ নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়। সনু সাউ নামে তৃণমূল কাউন্সিলারের অনুগামীদের বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ উঠেছিল। তারপর পুলিশ অনেক কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলেছিল। এলাকায় নজরদারি বাড়ানো হয়। কিন্তু, ১০ দিনের মধ্যে ফের খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, পুরানো কোনও শত্রুতা জেরেই দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তলাশি চলছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Titagarh)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোটকার বিরুদ্ধে মাদক মামলা সহ পুলিশের খাতায় একাধিক মামলা রয়েছে। গত ৬ মাস আগে সে জেল থেকে বাড়়ি ফিরে আসে। এরপর সে একটি মাংসের দোকানে কাজ করা শুরু করে। এদিন বিকেলে সে টিটাগড়ের (Titagarh) উড়ানপাড়া এলাকায় বাড়ির কাছেই দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকালের দিকে রাস্তায় লোকজন ছিল।   আচমকাই একটি বাইকে তিনজন আসে। তারা খুব কাছ থেকে ওই যুবককে লক্ষ্য দুষ্কৃতীরা গুলি চালায়। চোখের সামনে এই ঘটনা দেখে আমরা হামলাকারীদের পিছনে ধাওয়া করি। কিন্ত, তারা জোরে বাইক চালিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    কী বললেন পুরসভার চেয়ারম্যান?

    টিটাগড় (Titagarh) পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই যুবক সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। ফলে, পুরানো গন্ডগোলের কারণে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Burdwan Medical College: বর্ধমান মেডিক্যাল কলেজ থেকেই পাচার হচ্ছে পচা লাশ! দুর্নীতির আরও এক চক্র ফাঁস

    Burdwan Medical College: বর্ধমান মেডিক্যাল কলেজ থেকেই পাচার হচ্ছে পচা লাশ! দুর্নীতির আরও এক চক্র ফাঁস

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে কয়লা, বালি, পাথর, মাটি, রেশন, চাকরি দুর্নীতির পর আরও এক দুর্নীতির খবরে তোলপাড়। আর তা হল মেডিক্যাল থেকে লাশ পাচারের দুর্নীতির খবর। একটা সময় রাজ্য কাটমানি ইস্যুতে তীব্র উত্তাল হয়ে গিয়েছিল। শাসক দলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল, মৃতদেহ দাহ করতে গেলেও কাটমানি নেওয়া হয়। এবার বর্ধমান মেডিক্যাল কলেজ (Burdwan Medical College) থেকে পচা লাশ পাচারের অভিযোগ উঠেছে। এমন ভয়ানক ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে প্রশাসনের বিরুদ্ধেও।

    কীভাবে ঘটল ঘটনা (Burdwan Medical College)?

    বর্ধমান মেডিক্যাল কলেজ (Burdwan Medical College) থেকেই পাচার হতে চলেছিল পচা লাশ। সূত্রে জানা গিয়েছে, অ্যানাটমি বিভাগের মৃতদেহ রাখার ঘর থেকে তিনটে লাশ পাচার করার চেষ্টার অভিযোগ ওঠে। উল্লেখ্য পাচারের আগেই ঘটনার কথা ফাঁস হয়ে যায়। মৃতদেহ পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক চালক সহ মোট সাত জন। এই পাচার চক্রের সঙ্গে যুক্ত হাসপাতালের আরও চারজন কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

    মেডিক্যাল কর্তৃপক্ষের বক্তব্য

    লাশ পাচারের কথা জানিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের (Burdwan Medical College) প্রিন্সিপাল কৌস্তভ নায়েক বলেন, “মৃত দেহগুলি চুরি করা হচ্ছিল, আমরা পুলিশকে জানিয়েছি।” পুলিশের ডিএসপি ট্রাফিক রাকেশ চৌধুরি বলেন, “অভিযুক্তদের মধ্যে চালক সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং আটক করা হয়েছে কয়েকজনকে। প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে মৃতদেহ পাচার করা হচ্ছিল সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।”

    স্বাস্থ্যভবনের নির্দেশিকা

    গত অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি নির্দেশিকা দিয়ে বলা হয়, এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মোট ২০ টি মৃতদেহ মণিপুর মেডিক্যাল হাসপাতালে দান করা হবে। এর ফলেই জটিলতা তৈরি হয়। প্রত্যেক শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর বর্ষে ডাক্তারি পড়ুয়াদের জন্য ৬ টি দেহই পর্যাপ্ত। তাই মণিপুর মেডিক্যাল কলেজের জন্য ২০ টি মৃতদেহ কেন? ফলে অতিরক্ত মৃতদেহ কী করা হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এর মধ্যেই বর্ধমান মেডিক্যাল (Burdwan Medical College) থেকে লাশ পাচারের ঘটনায় এই লাশ দুর্নীতির সন্দেহ আরও প্রবল হয়ে উঠেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC ODI Rankings: জোড়া ধাক্কা পাকিস্তানকে! আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাবর-শাহিনকে পিছনে ফেলে শীর্ষে গিল, সিরাজ

    ICC ODI Rankings: জোড়া ধাক্কা পাকিস্তানকে! আইসিসি ব়্যাঙ্কিংয়ে বাবর-শাহিনকে পিছনে ফেলে শীর্ষে গিল, সিরাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পিছনে ফেলে সিংহাসন দখল করলেন ভারতের তারকা ওপেনার শুভমন গিল (Shubman Gill)। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বুধবার প্রকাশিত নতুন তালিকায় শুভমনের পয়েন্ট বেড়ে হয়েছে ৮৩০। বিশ্বকাপে কয়েকটি ম্যাচে ভাল খেলেছেন শুভমন। তাই তাঁর পয়েন্ট বেড়েছে। কিন্তু চলতি বিশ্বকাপে সে ভাবে চলেনি বাবরের ব্যাট। সেই কারণেই বাবরকে টপকে গিয়েছেন শুভমন। ৮২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাবর। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক।

    শীর্ষে শুভমন

    ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের (ICC ODI Rankings) শীর্ষে পৌঁছলেন শুভমন। এর আগে অতীতে পুরুষদের আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে এখনও অবধি ৬টি ম্যাচে খেলেছেন শুভমন গিল। শারীরিক অসুস্থতার কারণে টুর্নামেন্টের প্রথম ২টো ম্যাচ খেলতে পারেননি গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত সপ্তাহে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতের তারকা ওপেনার। আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় চারে রয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ৬ নম্বরে।

    সেরা  সিরাজ

    পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন ভারতের মহম্মদ সিরাজ। গত সপ্তাহেই বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে গিয়েছিলেন শাহিন। প্রথম বার বিশ্বের সেরা বোলার হওয়ার পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার নজির গড়েন তিনি। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) এক ইনিংসে সব থেকে বেশি রান দেন তিনি। ১০ ওভারে ৯০ রান দিয়ে একটিও উইকেট পাননি শাহিন। ফলে তাঁর পয়েন্ট কমেছে। অন্য দিকে মুম্বই ও কলকাতায় ভাল বল করায় পয়েন্ট বেড়েছে সিরাজের। ৭০৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন তিনি।

    আরও পড়ুন: বিশ্বকাপ সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান! ইডেনে কোন অঙ্কে মুখোমুখি রোহিত-বাবররা?

    ব্যাটার-বোলারদের আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে বেশ পরিবর্তন হলেও অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষস্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৩২৭। এই তালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন একজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Purba Bardhaman: পুকুরে মাছচোর সন্দেহে মারধর, পঞ্চায়েত মন্ত্রীর বাড়ি ভাঙচুরে ব্যাপক উত্তেজনা

    Purba Bardhaman: পুকুরে মাছচোর সন্দেহে মারধর, পঞ্চায়েত মন্ত্রীর বাড়ি ভাঙচুরে ব্যাপক উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের নেতা তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ি ঘেরাও করে রীতিমতো ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)। গতকাল মঙ্গলবার তাঁর বাড়ির গেট এবং পাঁচিলের মধ্যে চলল ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীর বাড়িতে গেল বিশাল পুলিশবাহিনী। মন্ত্রীর দাবি চক্রান্ত করে এই আক্রমণ করা হয়েছে।

    কীভাবে ঘটল ঘটনা (Purba Bardhaman)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রায়নার (Purba Bardhaman) কামারহাটি গ্রামের বাড়িতে পুকুরে মাছ ধরতে যান এক আদিবাসী যুবক। এই আদিবাসী যুবকের নাম মহেন্দ্র হেমব্রম। এরপর মাছ চুরির অপরাধে মন্ত্রীর কেয়ারটেকর তাঁকে চোর বলে আটক করে রাখে। শুধু তাই নয় অভিযোগ আরও যে তাঁকে ব্যাপক মারধরও করা হয়।

    এরপর মঙ্গলবার ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক গোলমাল শুরু হয়। উত্তেজিত গ্রামবাসী আদিবাসী যুবকের সমর্থনে, হাতে লাঠি, লোহা নিয়ে চড়াও হয়ে ভাঙচুর চালায় মন্ত্রীর বাড়িতে। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে পুলিশ বাহিনী এসে নিয়ন্ত্রণ করে। এখনও পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করেনি বলে জানা গিয়েছে।

    এলাকাবাসীর বক্তব্য

    স্থানীয় এলাকার এক ব্যক্তি বলেন, “একজন সাধারণ গরিব আদিবাসী যুবককে চোর বলে ধরে রাখা হয়েছে। শুধু তাই নয় তাঁকে মারধর করা হয়। এলাকায় তৃণমূল মন্ত্রীর আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব চলছে। এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ নিজের প্রতিক্রিয়া জানিয়েছে।”  

    পঞ্চায়েতমন্ত্রীর বক্তব্য

    রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী এই ঘটনায় বলেন, “ওই রায়নার (Purba Bardhaman) বাড়িতে কেউ থাকে না। আমি গত কয়েকদিন ধরে দুর্গাপুরে রয়েছি কাজে। কোভিডের সময় অনেক লোক গ্রামে ফিরে এসেছেন। আমি নিজে মাছচাষে উৎসাহ দিয়েছিলাম। আর তাই এই বাড়ির পুকুরে অনেকে মাছ ধরে খান। শুনেছি মাছ নিয়ে গোলমাল হয়েছে। তবে রাজনৈতিক উদ্দেশ্যেও পেছন থেকে কেউ ইন্ধন দিয়ে থাকতে পারেন। পুলিশ তদন্ত করছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Firecrackers: দীপাবলি উদযাপনে আলোর বাজি কতখানি বিপজ্জনক? কী বলছেন বিশেষজ্ঞরা?

    Firecrackers: দীপাবলি উদযাপনে আলোর বাজি কতখানি বিপজ্জনক? কী বলছেন বিশেষজ্ঞরা?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    শব্দবাজির তীব্রতা নিয়ে সরব নানা মহল। শব্দদূষণের পাশাপাশি হৃদরোগ, শ্রবণশক্তি হ্রাসের মতো একাধিক বিপদ বাড়ায় শব্দবাজি (Firecrackers)। কিন্তু আলোর বাজি! এ কি বিপদমুক্ত? বিশেষজ্ঞ মহল জানাচ্ছেন, বিপদ লুকিয়ে আছে আলোর বাজিতেও। বিশেষত শিশুদের জন্য বাড়তি বিপদ বাড়াচ্ছে এই আলোর বাজি। তাই চিকিৎসকেরা জানাচ্ছেন, দীপাবলির উদযাপনে আলোর বাজিতে মাতলে বিপদ বাড়বে। সতর্কতা জরুরি।

    কী ধরনের বিপদ বাড়াচ্ছে আলোর বাজি? (Firecrackers)

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, আলোর বাজির ধোঁয়া আর রাসায়নিক শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই আলোর বাজি একেবারেই বিপদমুক্ত নয়। বরং শীতের শুরুতে এই বাজির ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাঁরা জানাচ্ছেন, বছরের এই সময়ে ঋতু পরিবর্তন হয়। তাপমাত্রার অনেকটাই হেরফের হয়। এর ফলে, বাতাসে ধুলিকণার মাত্রা বাড়ে। এর জেরে এই সময়ে অনেকেই সর্দি-কাশিতে ভোগেন। আবার অনেকর নানান রকম অ্যালার্জি হয়। আর আলোর বাজির ধোঁয়া বাতাসে সেই ধুলিকণার মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। ফলে, শ্বাস নিতে অসুবিধা হয়। শ্বাসনালীর সংক্রমণের ঝুঁকিও বাড়ে কয়েক গুণ (Firecrackers)। 
    ধোঁয়ার পাশপাশি আলোর বাজিতে যে সমস্ত রাসায়নিক ব্যবহার করা হয়, তা শরীরে মারাত্মক ক্ষতি করে। বিশেষত শিশুস্বাস্থ্যের জন্য এগুলো খুবই বিপজ্জনক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। তাঁরা জানাচ্ছেন, কিছু আলোর বাজি পুড়লে এক ধরনের সাদা ধোঁয়া আর আলো দেখা দেয়। এগুলোতে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যাডমিয়ামের মতো রাসায়নিক পদার্থ থাকে। চিকিৎসকেরা জানাচ্ছেন, ম্যাগনেসিয়ামের প্রভাবে পাকস্থলীর মারাত্মক ক্ষতি হয়। ক্যাডমিয়ামের জেরে অ্যানিমিয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। 
    আবার কিছু আলোর বাজিতে কমলা আলো দেখা দেয়। এই ধরনের বাজিতে লোহা ও বিভিন্ন ধরনের কার্বনেট যৌগ ব্যবহার করা হয়। নীল বা হলুদ আলোর বাজিতে অতিরিক্ত তামার ব্যবহার হয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। তাঁরা জানাচ্ছেন, কমবেশি সব ধরনের বাজিতেই (Firecrackers) সীসা, নাইট্রিক যৌগের ব্যবহার হয়। যা খুবই বিপজ্জনক। চিকিৎসকেরা জানাচ্ছেন, সীসার জেরে আজীবন চর্মরোগের শিকার হতে পারে শিশুরা। এছাড়াও, কিডনি, লিভার এবং চোখের মারাত্মক ক্ষতি করতে পারে সীসা। নাইট্রিক যৌগের প্রভাবে শরীরে একাধিক হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে শিশুরা মানসিক অস্থিরতার সমস্যায় ভুগতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক মহল।

    কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা? (Firecrackers)

    চিকিৎসকেরা জানাচ্ছেন, বছরের এই সময়ে খুবই সচেতনতা জরুরি। বিশেষত শিশুদের বাড়তি খেয়াল রাখতে হবে। বাতাসের ধুলিকণা আর বাড়তি বিপজ্জনক বিষ এড়াতে এই সময়ে মাস্ক ব্যবহার জরুরি। এতে ফুসফুস ও শ্বাসনালীর একাধিক সংক্রমণ এড়ানো সহজ হবে। বাজি পোড়ানোতেও লাগাম জরুরি। ছোটদের পাশপাশি অভিভাবকদেরও দূষণহীন দীপাবলির প্রয়োজনীয়তা বুঝতে হবে। তবেই সুস্থ থাকা সম্ভব বলে সাফ জানাচ্ছেন চিকিৎসক মহল।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Titagarh: সরকারি জমির জাল নথি তৈরি করে চলছে বিক্রি, টিটাগড়ে সক্রিয় জমি মাফিয়ারা

    Titagarh: সরকারি জমির জাল নথি তৈরি করে চলছে বিক্রি, টিটাগড়ে সক্রিয় জমি মাফিয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: টিটাগড় (Titagarh) পুরসভা জুড়ে জমি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। সরকারি জমির জাল নথি তৈরি করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তা বিক্রি করার অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। আর বিষয়টি সামনে আসতে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় পুর কর্তৃপক্ষের। জমি মাফিয়াদেরকে তৃণমূলের একটা অংশ মদত দিচ্ছে বলে অভিযোগ। সব জেনেও প্রশাসন চুপ রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জমি মাফিয়ারা সরকারি জমি বিক্রি করে দিচ্ছে।

    কীভাবে জালিয়াতির বিষয়টি সামনে এল? (Titagarh)

    টিটাগড় (Titagarh) পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড এবং খড়দা পুরসভার-১ নম্বর ওয়ার্ড এলাকায় টিটাগড় পুরসভার প্রায় সাড়ে তিনশো বিঘা জমি রয়েছে। রেল লাইনের ধারেই এই জমি রয়েছে। জমির গুরুত্ব অনুসারে অত্যন্ত লোভনীয় প্লট। স্বাভাবিকভাবে দামও চড়া। জমি যে জায়গায় রয়েছে সকলের তা পছন্দ হবে। ফলে জমি মাফিয়ারা সহজেই ভালো দামও পাচ্ছে। আর সেই জমি লক্ষ লক্ষ টাকার বিনিময় বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই জমি মাফিয়ারা বেশ কয়েকজনকে এই জমি বিক্রি করেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, জমি মাফিয়াদের কাছ থেকে জমি কেনার পরেই এক ব্যক্তি জমির মিউটেশন করতে পুরসভা এসেছিলেন। পুর কর্তৃপক্ষ জমির অবস্থান তদারকি করতে গিয়ে জানতে পারে, পুরসভার জমি কিনেছে ওই ব্যক্তি। এরপরে জমি মাফিয়াদের জমি জালিয়াতির বিষয়টি সামনে আসে। তদন্ত নেমে জানতে পারে ওই এলাকায় এরকম অনেককেই জমি বিক্রি করেছে জমি মাফিয়ারা। এরপরই নড়েচড়ে বসেছে পুর কর্তৃপক্ষ।

    পুরসভার চেয়ারম্যানের কী বক্তব্য?

    পুরসভার (Titagarh) চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, জমির কিছু দালাল এই বেআইনি কারবার করছে। টিটাগড় পুরসভার সাড়ে তিনশো বিঘা জমির বেশ কিছুটা বিক্রি করে দিয়েছে তারা। আমাদের কাছে যারা আসছে তাদের ক্ষেত্রেই আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে প্রস্তাবিত জমিতে আমরা পুরসভার বোর্ড লাগিয়ে দিয়েছি। আর জমি কেনার ক্ষেত্রে সমস্ত কিছু খতিয়ে দেখার পরেই জমি কেনার জন্য সকলকে আবেদন জানাচ্ছি। যে বা যারা এভাবে জাল নথি তৈরি করে সরকারি জমি বিক্রি করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।। কাউকে রেয়াত করা হবে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share