Author: user

  • Darjeeling: পাহাড়ে অনলাইনে হোটেল বুক করে পর্যটক দেখছেন, তার অস্তিত্বই নেই!

    Darjeeling: পাহাড়ে অনলাইনে হোটেল বুক করে পর্যটক দেখছেন, তার অস্তিত্বই নেই!

    মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইনে হোটেল বুক করে এসে পর্যটকরা দেখছেন, তাঁদের নামে সেই হোটেলে কোনও বুকিং হয়নি। আবার কোনও ক্ষেত্রে সেই হোটেলের অস্তিত্বই নেই। গত ১০ মাসে দার্জিলিং জেলা পুলিশে মোট পাঁটশোরও বেশি এ ধরনের প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। তারপরেও এই প্রতারণা বন্ধ হয়নি। অভিযোগকারীদের অধিকাংশই টাকা ফেরৎ পাননি। এই সাইবার ক্রাইম প্রতারণা নিয়ে উদ্বেগে রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

    প্রতারিত পর্যটকদের অভিজ্ঞতা

    অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে এম ভিট্টাল নামে এক ব্যক্তি গত ২৩ জুন দার্জিলিং (Darjeeling) ও গ্যাংটক ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। গুগল সার্চের মাধ্যমে যোগাযোগ করে তিনি ১ লক্ষ ৪০ হাজার টাকা প্রতারিত হন। এনিয়ে তিনি গত ১৩ জুন অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন, রাহুল রায় নামে এক ব্যক্তি ফোনে যোগাযোগ করার পর হোয়াটসঅ্যাপে সব কিছু আদান-প্রদান হয়। তারপর তার কথামতো একটি ব্যাঙ্কে ফোন-পে করে তাকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জমা করি। তার সব প্রমাণ রয়েছে। কিন্তু টাকা জমা দেওয়ার সাত দিন পর তার ফোনে ফোন করে পাওয়া যায়নি। এসএমএসেরও কোনও উত্তর মেলেনি। 

    গত ২৩ সেপ্টেম্বর এরকমই প্রতারণার অভিযোগ করেন তানিয়া সুলতানা। তাঁর অভিযোগ, গুগল সার্চ করে দার্জিলিংয়ে (Darjeeling) হোটেল বুক করেছিলাম। সেই মতো ফোন-পে’তে টাকা পাঠাই। কিন্তু সপরিবারে দার্জিলিঙে এসে দেখি আমাদের নামে কোনও হোটেল বুকিং হয়নি। একের পর এক অভিযোগ জমা পড়লেও পুলিশ এর কুলকিনারা করতে পারেনি। এতে দার্জিলিঙে ঘুরতে আসা নিয়ে বাইরের পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যা দার্জিলিংয়ের পর্যটন ব্যবসাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন ট্যুর অপারেটররা। পুলিশ-প্রশাসনের ভূমিকায় কার্যত তারা হতাশ।

    কী  বলছে পুলিশ প্রশাসন (Darjeeling)

    দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, বিভিন্ন সময়ে পর্যটকদের অভিযোগ নিয়ে স্থানীয় হোটেল, রিসর্ট মালিকদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসে অ্যাপ ও কিউ আর কোড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তা কার্যকর করা হয়েছে। এই অ্যাপ এবং কিউআর কোডের সাহায্যে গুগল সার্চে গিয়ে পর্যটকরা দার্জিলিংয়ের (Darjeeling) হোটেল, রিসর্ট, হোমস্টে গাড়ির যাবতীয় তথ্য ও সহযোগিতা পাবেন। যে কোনও সমস্যায় প্রশাসনের সহযোগিতাও পাবেন পর্যটকরা।

    আশার আলো দেখছেন না ট্যুর অপারেটররা 

    হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, অ্যাপ ও কিউআর কোডের সাহায্যে পর্যটকরা হোটেল সম্পর্কে তথ্য জানতে পারবেন। এ ধরনের অ্যাপে পর্যটকদের (Darjeeling) সঙ্গে প্রতারণার ঘটনা বন্ধ হবে না। সাইবার ক্রাইম শাখাকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Bardhaman: কাটমানির খেসারত, মাত্র ছয় মাস আগের কোটি টাকার রাস্তা এখন কঙ্কালসার!

    Purba Bardhaman: কাটমানির খেসারত, মাত্র ছয় মাস আগের কোটি টাকার রাস্তা এখন কঙ্কালসার!

    মাধ্যম নিউজ ডেস্ক: ছয়-সাত মাস আগে কয়েক কোটি টাকা খরচ করে জামালপুর-পলেমপুর (রায়না) (Purba Bardhaman) পর্যন্ত নতুন করে তৈরি হওয়া রাস্তার বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে। প্রায় ২৯ কিলোমিটার লম্বা এই রাস্তাটি স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি অর্থে তৈরি হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় ৩৯ কোটি টাকা। এলাকার মানুষের বক্তব্য, ভগ্ন রাস্তার জন্য যেমন দায়ী পঞ্চায়েত-ব্লক স্তরের তৃণমূল নেতাদের ‘কাটমানি’, তেমনই দায়ী স্থানীয় পুলিশের প্রশ্রয়ে চলা বালির ওভারলোড করা ট্রাকের চালাচল। রাজ্যে উন্নয়নের জোয়ারে রাস্তা এখন বেহাল।

    রাস্তার চেহারা কঙ্কালসার (Purba Bardhaman)

    রাজ্যের মধ্যে দীর্ঘতম এই রাস্তাটি সাত মাস অতিক্রান্ত হওয়ার আগেই রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, অল্প বৃষ্টিতে রাস্তা একেবারে পুকুরে পরিণত হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি, এলাকা দিয়ে বালির ওভারলোডিং ট্রাক চলাচলের ফলে রাস্তার এই ভগ্ন দশা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জামালপুরের (Purba Bardhaman) কারালাঘাট, বেডুগ্রাম, শালিমডাঙা, কেষ্টপুর পর্যন্ত রাস্তায় পিচ উঠে গিয়ে, পাথর বেরিয়ে গিয়েছে। রাস্তায় সাইকেল, মোটর সাইকেল বা টোটো নিয়ে যাতায়াত করতে গিয়েও অনেকেই সমস্যায় পড়ছেন। ঘটছে পথ দূর্ঘটনার মতো নানান ঘটনা।

    স্থানীয় মানুষের অভিযোগ

    স্থানীয় (Purba Bardhaman) শেখ রবিয়াল, শেখ আব্বাস আলিদের মতো মানুষের অভিযোগ, “জামালপুর থেকে রায়না হয়ে পলেমপুর পর্যন্ত সংযোগকারি এই গুরুত্বপূর্ণ রাস্তাটিতে দিনের বেশীরভাগ সময় যাতায়াত করে ওভারলোড করা ট্রাক। দামোদর থেকে বালি নিয়ে ট্রাকগুলি যাতায়াত করায় রাস্তার জায়গায় জায়গা গর্তগুলি একেবারে পুকুরে পরিণত হয়েছে। এতে যেমন বাচ্চাদের স্কুল যেতে অসুবিধা হচ্ছে, তেমনই অসুস্থ রোগীদের চিকিৎসা কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার পথেই আরও অসুস্থ হয়ে যাচ্ছেন। বালির ট্রাকগুলোকে যাতায়াত পথে, মানুষ আটকে দিলে ছাড়াতে চলে আসে পুলিশ। মানুষের অসুবিধার কথা নিয়ে প্রশাসন একেবারেই চিন্তিত নয়।

    বিজেপির বক্তব্য

    বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মানিক রায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “জামালপুর-পলেমপুর (Purba Bardhaman) (রায়না) পর্যন্ত ২৯ কিলোমিটার রাস্তার জন্য এস.আর.ডি.এ থেকে আসা প্রায় ৩৯ কোটি টাকার কাটমানি স্থানীয় তৃণমূল নেতারা হজম করেছেন। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরী করেছে কন্ট্রাক্টর। এই নিম্নমানের রাস্তার উপর দিয়ে তৃণমূল আশ্রিত বালি মাফিয়ারা প্রচুর ট্রাক নিয়ে যাওয়ার কাজ করছে। আর তার ফলেই এলাকার রাস্তা এতটা বেহাল।”

    তৃণমূলের বক্তব্য

    বালির ওভারলোড করা ট্রাক যাতায়াতের ফলেই ছমাসের তৈরী রাস্তা আজ অবস্থা বেহাল হয়ে পড়েছে। ফলে একপ্রকার দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছেন জামালপুর (Purba Bardhaman) তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। তিনি আরও বলেন, “এই রাস্তার বিষয়ে জেলা প্রশাসনকে অবগত করানো হয়েছে। খুব তাড়াতাড়ি এই রাস্তাটি মেরামতি কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arambagh: তৃণমূলের লাগামছাড়া তোলাবাজি, আরামবাগে তিতিবিরক্ত বাস মালিকরা ধর্মঘটের পথে

    Arambagh: তৃণমূলের লাগামছাড়া তোলাবাজি, আরামবাগে তিতিবিরক্ত বাস মালিকরা ধর্মঘটের পথে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের তোলাবাজির জেরে বন্ধ হতে চলেছে রাজ্যের গুরুত্বপূর্ণ জেলার সঙ্গে আরামবাগ (Arambagh) মহকুমার যোগাযোগের বেশ কয়েকটি রুটের বেসরকারি বাস পরিষেবা। বাস মালিক সংগঠনের পক্ষ থেকে ছাপানো হয়েছে পোস্টার। পুজোর মুখে রুটি-রুজি অনিশ্চিত পরিবহণ কর্মীদের। তার জেরেই উদ্বেগ আরামবাগে। আরামবাগের সঙ্গে সরাসরি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার গণ পরিবহণের বাস বন্ধ হলে একদিকে যেমন সমস্যায় পড়বেন সাধারণ যাত্রীরা, অন্যদিকে রুটি রোজগার বন্ধ হয়ে যাবে বাস কর্মীদের। ইতিমধ্যেই আরামবাগ মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক ও তৃণমূল ভবনেও এই তোলাবাজির অভিযোগ জানিয়েছে বাস মালিক সংগঠন। এমনকি ধর্মঘটের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়াও বাসগুলিতে পোস্টার লাগিয়ে যাত্রীদের জানানো হচ্ছে। তাতে লেখা, ‘আরামবাগ বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়নের তোলাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সমস্ত যাত্রী পরিষেবা বন্ধ থাকবে।’ বাস কর্মী থেকে মালিক সকলেই বলছেন, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক না হলে ধর্মঘটের রাস্তায় হাঁটা ছাড়া তাঁদের কোনও উপায় নেই।

    বাস চালিয়ে খরচই উঠছে না (Arambagh)

    এক বাস মালিক মধুমিতা ভট্টাচার্যের অভিযোগ, আরামবাগ বাসস্ট্যান্ড থেকে শ্রমিক কল্যাণের নামে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সফিকুল ইসলাম বাস প্রতি চল্লিশ টাকা করে বিল ছাপিয়ে জুলুম করে টাকা তুলছে। তিনি দাবি করেন, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে বাস চালিয়ে কোনওদিন টাকা পান, কোনওদিন পান না। খরচই তুলতে পারেন না বেশিরভাগ সময়। চরম উদ্বেগের ছবি আরামবাগ বাস টার্মিনাসে। তোলাবাজদের জোর-জুলুমে অতিষ্ঠ বাস মালিকরা। দক্ষিণবঙ্গের বিশেষ গুরুত্বপূর্ণ আরামবাগ শহরের বাস টার্মিনাস। যেখন থেকে সারা রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ২৬টি রুটে ১৫০টির বেশি এক্সপ্রেস বাস চলাচল করে। তার সঙ্গে আরামবাগ মহকুমায় ২০০টিরও বেশি লোকাল বাস চলে। ৩০০ থেকে ৩৫০টি বাস প্রতিদিন আরামবাগ টার্মিনাস (Arambagh) থেকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া পুরুলিয়া, দুই মেদিনীপুর সহ রাজ্যের আরও বেশ কয়েকটি জেলায় যাতায়াত করে। প্রায় দুই হাজার বাস কর্মচারী গণপরিবহণের সঙ্গে যুক্ত। তোলাবাজির অভিযোগ নিয়ে পুজোর মুখে যদি বাস মালিরা ধর্মঘটে সামিল হন, তাহলে গণপরিবহণের সঙ্গে যুক্ত দুই হাজার শ্রমিকের রুটি রুজিতে টান পড়বে। এর দায় কে নেবে? উঠছে সেই প্রশ্ন। কাঠগড়ায় শাসকদলের নেতারা। আরও অভিযোগ, শাসকদলের এক গোষ্ঠীর নেতাদের মদতেই এই তোলাবাজি চলছে। এক বাস কর্মী বলছেন, শুধু মালিকরা নয়, আমাদেরও পেটে লাথি পড়ছে। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। প্রশাসন কোনও উদ্যোগ না নিলে অবস্থা আরও খারাপ হবে। তাই আমরা চাইছি ধর্মঘট হোক।

    কী বলছেন অভিযুক্ত, কী অভিযোগ বিজেপির? (Arambagh)

    যদিও অভিযুক্ত শ্রমিক সংগঠনের সভাপতি সেখ সফিকুল ইসলাম বলেন, কে বা কারা এই কাজ করছে আমার জানা নেই। এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে প্রশাসন তদন্ত করে দেখুক। এই ঘটনা প্রসঙ্গে আরামবাগ (Arambagh) সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ বলেন, তৃণমূলের তোলাবাজির জেরেই পশ্চিমবঙ্গের দুর্দশা। যার বিড়ি কিনে খাওয়ার পয়সা ছিল না, সেই এখন তৃণমূলের নেতা হয়ে বিশাল বাড়ি, দামি দামি গাড়ি। কোথা থেকে হয়? এটা তো আর নিজের রোজগারের টাকায় হয় না, অপরের টাকা তোলাবাজি করে জুলুমবাজি করে চালিয়ে নিচ্ছে। সময় এলেই মানুষ বুঝিয়ে দেবে, কতটা দুধ আর কতটা জল আলাদা হয়ে যাবে। এসব তৃণমূলের কালচার। ওরাই করতে পারে। সাধারণ মানুষ সব দেখছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: তৃণমূলের ছাত্র-যুব সভাপতিকে গুলি করে প্রাণনাশের হুমকি! তীব্র শোরগোল কাকদ্বীপে

    South 24 Parganas: তৃণমূলের ছাত্র-যুব সভাপতিকে গুলি করে প্রাণনাশের হুমকি! তীব্র শোরগোল কাকদ্বীপে

    মাধ্যম নিউজ ডেস্ক: সুন্দরবন সংগঠনিক জেলার (South 24 Parganas) তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব সভাপতিকে এবার গুলি করে প্রাণনাশের হুমকি দেওয়া হল। আর তা নিয়েই কাকদ্বীপের বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার। যাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পোস্টারে পরিষ্কারভাবে লেখা হয়েছে “দেবাশীষ তুই খুব বাড় বেড়েছিস, তুই গুলি খেয়ে মরবি”। পাশাপাশি পোস্টারে আরও উল্লেখ করা রয়েছে যে কাকদ্বীপে যদি, আবুজেল মোল্লার মতো আরেকটা ঘটনা না ঘটুক চাস, তাহলে সাবধান হো। তবে শাসকদলের পক্ষ থেকে বিক্ষুদ্ধদের বিরুদ্ধেই এই অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দল ছাড়া অন্য কিছুই না। তৃণমূলের নেতারাই  শাসক দলের কাছে সুরক্ষিত নয়। আর এই প্রাণনাশের হুমকির পোস্টারে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি।

    কেন গুলি করার পোস্টার (South 24 Parganas)

    মূলত পোস্টারে থাকা এই আবুজেল মোল্লা কাকদ্বীপ বিধানসভার (South 24 Parganas) নেতাজি গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের অঞ্চল সভাপতি ছিলেন। এমনকি তিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতিটির দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু ২০১৬ সালে তাঁকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। অন্যদিকে পোস্টারে আরও এক তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব দাসেরও নাম রয়েছে। তিনি কাকদ্বীপ বিধানসভার রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত পঞ্চায়েত সমিতির দায়িত্বে ছিলেন। তিনিও আর্থিক দুর্নীতির দায়ে ২০১৭ সালের অক্টোবর মাসে বিষ খেয়ে আত্মহত্যা করেন। পোস্টারে এমন ভাবেই লেখা হয়েছে, “যদি বুদ্ধ অথবা আবুজেল মোল্লার মতো তোর অবস্থা না হয়। তাহলে আগে থেকে শুধরে যা।”

    তৃণমূল যুব সভাপতির বক্তব্য

    রীতিমতো গুলি করে খুন করার হুমকির পোস্টারকে ঘিরে এখন আতঙ্কিত বলে জানিয়েছেন জেলার (South 24 Parganas) ছাত্র-যুব সভাপতি দেবাশীষ দাস। এই বিষয়ে হারুর পয়েন্ট কোস্টাল থানতে তিনি অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেও পড়েছে পোস্টার। বর্তমানে তাঁর স্ত্রী দীপিতা দাস রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি বলেন, “আমি মানুষের ভোটে নির্বাচিত হয়েছি কিন্তু এটাই অনেকের সহ্য হচ্ছে না। আমরা আইনের দ্বারস্থ হয়েছি।”

    বিজেপির বক্তব্য

    মথুরাপুর (South 24 Parganas) সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক কৌশিক দাস বলেন, “এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের প্রকাশ মাত্র। এই পোস্টারের মধ্যেই স্পষ্ট যে তৃণমূল, তৃণমূলের কাছে সুরক্ষিত নয়। টাকার ভাগ নিয়ে নিজেরা নিজেদের সঙ্গে লড়াই করছে। রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার নজরে বারাসত পুরসভা, চিঠি দিয়ে নথি তলব সিবিআইয়ের

    Recruitment Scam: নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার নজরে বারাসত পুরসভা, চিঠি দিয়ে নথি তলব সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ইডি-সিবিআই একাধিক পুরসভার বিরুদ্ধে অভিযানে নেমেছে। ঠিক এরকম একটা সময়ে বারাসত পুরসভায় এল সিবিআইয়ের  একটি চিঠি। ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই পুরসভায় কারা কারা ভাইস চেয়ারম্যান ছিলেন, তাঁদের নাম, ঠিকানা, ফোন নম্বর-সহ যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই চিঠি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তাহলে কি পুর-নিয়োগ দুর্নীতিকাণ্ডের রেশ এবার জেলার সদর বারাসতেও। চিঠির কথা স্বীকার করলেও এর সঙ্গে নিয়োগ-দুর্নীতির কোনও যোগ নেই বলে দাবি করেছেন পুরসভার বর্তমান চেয়ারম্যান।

    বিভিন্ন জায়গায় তল্লাশি (Recruitment Scam)

    পুর-নিয়োগ দুর্নীতিকাণ্ডে শিকড়ে পৌঁছতে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি-সিবিআই। অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের মাধ্যমে টাকার বিনিময়ে একাধিক পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি’র চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই বেআইনি নিয়োগের পিছনে তৃণমূলের প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যানদের ভূমিকা ঠিক কী ছিল, তা খতিয়ে দেখতে ময়দানে নেমেছে কেন্দ্ৰীয় দুই তদন্তকারী সংস্থা। কিছুদিন আগেই মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরের বাড়িতেও হানা দিয়েছিলেন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে মন্ত্রীর বাড়ি ঘিরে রেখে উনিশ ঘণ্টা তল্লাশি অভিযান (Recruitment Scam) চালানো হয়। তল্লাশিতে মন্ত্রীর বাড়ি থেকে বেশ কিছু তথ্যও সংগ্রহ করা হয়েছিল বলে খবর পাওয়া যায়। যদিও খাদ্যমন্ত্রী দাবি করেন, কোনও নথিই বাজেয়াপ্ত করা হয়নি তাঁর বাড়ি থেকে। শুধু মন্ত্রীর বাড়িই নয়, মধ্যমগ্রাম পুরসভাতেও ইতিমধ্যে দু-দু’বার হানা দিয়েছে ইডি- সিবিআই। পাশাপাশি আধিকারিকদের জেরার মুখেও পড়তে হয়েছে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষকে। এরই মধ্যে এবার নিয়োগ দুর্নীতির চিঠি এসে পৌঁছল বারাসত পুরসভাতে।

    চিঠির কথা স্বীকার পুরসভার চেয়ারম্যানের (Recruitment Scam)

    এই বিষয়ে বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, “সিবিআই ই-মেল মারফত চিঠি (Recruitment Scam) পাঠিয়েছে পুরসভার কাছে। সেই চিঠির উত্তরও পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের কাছে। তারা জানতে চেয়েছে, ২০১২ সাল থেকে ২০২৩ সাল, এই ১১ বছরে পুরসভায় কারা কারা ভাইস চেয়ারম্যান ছিলেন। তাঁদের নাম, ঠিকানা সহ যাবতীয় তথ্য পাঠাতে বলেছিল, আমরা পাঠিয়ে দিয়েছি। কেন পাঠাতে বলেছে, সেটা আমার পক্ষে বলা অসম্ভব। হতে পারে তদন্তের স্বার্থে তারা জানতে চেয়েছে এসব। পাশাপাশি তিনি আরও জানান, অয়ন শীলের সংস্থার মাধ্যমে পুরসভায় কোনও নিয়োগ হয়নি।

    কোনও সংযোগ আছে, দাবি বিজেপির

    অন্যদিকে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্র দাবি করেন এবিএস ইনফোজোনের মাধ্যমে যদি এখানে নিয়োগ নাই হয়ে থাকে, তাহলে কেন চিঠি পাঠাতে গেল সিবিআই। বেআইনি নিয়োগের কোনও না কোনও সংযোগ রয়েছে সেখানে (Recruitment Scam)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর আমাদের আস্থা রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Scientist: বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় সবংয়ের চিন্ময় চক্রবর্তী! টানা ৩ বার শ্রেষ্ঠত্বের শিরোপা

    Scientist: বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় সবংয়ের চিন্ময় চক্রবর্তী! টানা ৩ বার শ্রেষ্ঠত্বের শিরোপা

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য প্রকাশিত বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের (Scientist) তালিকায় এবারও জায়গা পেলেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ‘ভূমিপুত্র’ অধ্যাপক চিন্ময় চক্রবর্তী। এই নিয়ে টানা ৩ বছর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত পৃথিবী-বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেলেন সবংয়ের কৃতি সন্তান চিন্ময়। গত ৪ অক্টোবর বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে উদ্ধৃতি, এইচ-ইনডেক্স, এইচএম-ইনডেক্স ইত্যাদির ভিত্তিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকা প্রস্তুত করা হয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র তরফে। ২০২১, ২০২২-র পর এবারও সেই তালিকায় জায়গা পেয়েছেন আইআইটি খড়্গপুরের এই প্রাক্তনী। বর্তমানে তিনি ঝাড়খণ্ডের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপনা করছেন।

    উত্তরণের কাহিনি (Scientist)

    উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পানিথর গ্রামের বাসিন্দা অধ্যাপক চিন্ময় চক্রবর্তী ১৯৯৯ সালে পিংলার কড়কাই বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক এবং ২০০১ সালে উচ্চ মাধ্যমিক  পাশ করেন। প্রথম থেকেই মেধাবী চিন্ময় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এরপর, খড়্গপুর আইআইটি থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর রিসার্চ করেন এবং ফেডারেল ইউনিভার্সিটি অফ পিয়াও, ব্রাজিল থেকে পোস্ট ডক্টরেট করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। চলতি বছরই ডক্টর চিন্ময় ইউরোপিয়ন ফেলোশিপের মাধ্যমে গবেষণার জন্য ইউরোপে যান। সেখানে ইউনিভার্সিটি অফ মলটা এবং ইউনিভার্সিটি অফ বারি-তে ইন্দো-ইউরোপিয়ান গবেষণার উপর কাজ করেন (Scientist)।

    কীসের ওপর গবেষণা? (Scientist)

    বছর ৪০’র অধ্যাপক চিন্ময় চক্রবর্তী গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উপর উন্নত প্রযুক্তির প্রয়োগ বিষয়ে গবেষণা করে চলেছেন। চলতি বছরের অগাস্ট মাসে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আয়োজিত একটি কর্মশালাতে এই বিষয়ে প্রধান বক্তাও ছিলেন তিনি। বর্তমানে, জাতীয় শিক্ষানীতির প্রয়োগ সম্পর্কিত প্রকল্পে কাজ করে চলেছেন ডক্টর চক্রবর্তী। হোসাই ইউনিভার্সিটি (জাপান), লাউসিয়ানা স্টেট ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা আমেরিকা, আইআইটি খড়্গপুর এবং IISER, কলকাতার নানা গবেষণা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন চিন্ময়। চলতি বছরের জুন মাসে ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (গভর্নমেন্ট অফ ইন্ডিয়া)-র পক্ষ থেকে তাঁকে ‘প্রমিনেন্ট ইয়ং রিসার্চার’ অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়েছে। ব্যস্ততা এবং আর্থিক টানাপোড়েনের এই যুগে ‘টেলিমেডিসিন’ ব্যবস্থার মাধ্যমে দেশ-বিদেশের বিখ্যাত হাসপাতাল থেকেও যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা চিকিৎসা পরিষেবা লাভ করতে পারেন, সেই বিষয়েই নিরন্তর নিজের গবেষণা কর্ম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ‘গর্ব’ অধ্যাপক চিন্ময় চক্রবর্তী (Scientist)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ১৩/১০/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ১৩/১০/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) ব্যবসায়ীদের নতুন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। যা আপনাকে ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবে।

    ২) পরিচিত ব্যক্তির কাছ থেকে সহজে ঋণ পেয়ে যেতে পারেন। 

    বৃষ

    ১) পরিবারে কোনও অবসাদ দেখা দিতে পারে, কিন্তু এমন পরিস্থিতি এড়িয়ে যান, না-হলে স্বাস্থ্য দুর্বল হতে পারে।

    ২) জীবনসঙ্গীর কঠোর শব্দ সম্পর্কে তিক্ততা বাড়াবে।

    মিথুন

    ১) ছাত্রছাত্রীরা জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করবে।

    ২) মায়ের স্বাস্থ্যোন্নতি হতে পারে।

    কর্কট

    ১) বিবাহ যোগ্য জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। পরিবারের সদস্যদের মঞ্জুরি পাবেন।

    ২) ব্যবসায়িক কারণে যাত্রায় যেতে পারেন। এর দ্বারা লাভ হবে।

    সিংহ 

    ১) অধিক অর্থ ব্যয় করবেন না, তা না-হলে আর্থিক অনটনের মুখোমুখি হতে পারেন।

    ২) সন্ধ্যা নাগাদ পরিবারে অতিথি সমাগম হবে। যার ফলে কিছু সময় ব্যয় হবে।

    কন্যা

    ১) বাবার কোনও রোগ থাকলে অসুস্থতা বাড়তে পারে।

    ২) প্রেম জীবনে নতুন শক্তি সঞ্চারিত হবে।

    তুলা 

    ১) পরিবারের কোনও সদস্যের সঙ্গে তর্ক হতে পারে।

    ২) নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন।

    বৃশ্চিক

    ১) ব্যবসায়ে নতুন কোনও পরিকল্পনা করে থাকলে তা কাউকে জানাবেন না ও শীঘ্র কার্যকরী করে দিন।

    ২) চাকরিজীবীরা হতাশার শিকার হতে পারেন।

    ধনু

    ১) দাম্পত্য জীবনে মাধুর্য আসবে।

    ২) ধীরগতিতে আর্থিক উন্নতি হবে।

    মকর

    ১) রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা সার্বজনিক সভা করবেন। এর মাধ্যমে আপনাদের জনসমর্থন বাড়বে।

    ২) জীবনসঙ্গীকে বাইরে ঘোরাতে নিয়ে যেতে পারেন।

    কুম্ভ

    ১) সন্তানের লগ্নির পরিকল্পনা করে থাকলে খোলা মনে তা করুন। এর লাভ অর্জন করতে পারবেন।

    ২) ভাইদের মধ্যে কোনও বিবাদ চলতে থাকলে তা পরিবারের সদস্যদের সাহায্যে মিটমাট করা যাবে।

    মীন

    ১) সরকারি চাকরিজীবীরা মহিলা বন্ধুর সাহায্যে পদোন্নতি পেতে পারেন।

    ২) ব্যবসায়ীদের নগদ টাকার অভাব দেখা দিতে পারে।

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Syria: সিরিয়ার দামাস্কাস ও আলেপ্পো বিমান বন্দরে ইজরায়েলি বিমানের হামলার খবর

    Israel Syria: সিরিয়ার দামাস্কাস ও আলেপ্পো বিমান বন্দরে ইজরায়েলি বিমানের হামলার খবর

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিয়ার দামাস্কাস ও আলেপ্পো বিমানবন্দরে ইজরায়েলি (Israel Syria) বিমানহানার খবর পাওয়া গেছে। দেশের দুটি প্রধান বিমান বন্দরে আঘাত করা হয়েছে বলে, সরকারি এক সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে অভিযোগ করা হয়েছে। সিরিয়ার পশ্চিম উপকূলে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পৈতৃক আবাস স্থানের কাছে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এতে দুই সিরিয়ান সৈন্য নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে।

    দামস্কাসে বিমান হামলার অভিযোগ (Israel Syria)

    বৃহস্পতিবারে সিরিয়াতে (Israel Syria) আকাশপথে ইজরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলা হয়। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা শাম এফএম সূত্রে জানা গেছে, এই দিন সিরিয়ার দুটি প্রধান বিমান বন্দর দামস্কাস এবং আলেপ্পোতে হামলা চালানো হয়। দুই বিমান বন্দরেই বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সিরিয়ায় প্রতিরক্ষা দফতরের বিশেষ ব্যবস্থা পালটা হামলার কথাও জানিয়েছে। তবে ইজরায়েলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। আরও অভিযোগ করা হয়, গাজায় হামাসের সাথে সংঘাত থেকে মনযোগ সরানোর জন্য ইজরায়েল মরিয়া প্রচেষ্টা করছে।

    ইরানের বিদেশ মন্ত্রীর বক্তব্য

    বস্তুত হামাস-ইজরায়েল যুদ্ধের প্রেক্ষিতে আজ ইরানের বিদেশমন্ত্রী হোসেই আমির-আবদুল্লাহিয়ান জানিয়েছেন, এখন তিনি ইরাক, সিরিয়া, লেবানান পরিদর্শন করবেন। তিনি স্পষ্ট করে আরও বলেন, “এই যুদ্ধ শুধুমাত্র প্যালেস্টাইনের বিরুদ্ধে ইজরায়েলের (Israel Syria) যুদ্ধ নয়। এটা কোনও গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ নয়। এটা সমস্ত প্যালেস্টাইনের সকল নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ। জল, ঔষধ, বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ দিয়েছে ইজরায়েল। সেই সঙ্গে ইজরায়েল গাজাকে ধ্বংস করার কথাও বলেছে।”

    ইরানের বিদেশমন্ত্রী হোসেই আমির-আবদুল্লাহিয়ান তেহরান থেকে এক বিমানে সিরিয়ার (Israel Syria) দামস্কাসে আসছিলেন, কিন্তু তাঁর বিমান দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নেওয়ার কিছু সময়ের মধ্যেই, ইজরায়েলি বিমান বাহিনী বিমান বন্দরে আক্রমণ করে। সামজিক মাধ্যমে একটি ছবি ইতি মধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে। এরপর তাঁর বিমান দামাস্কাসে অবতারণ না করে ফের তেহরানে চলে যায়। তাহলে কী এবার ইজরায়েলের সঙ্গে সিরিয়ার যুদ্ধ সুনিশ্চিত হল! 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bomb Blast: মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির,  কী করছে পুলিশ?

    Bomb Blast: মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির, কী করছে পুলিশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের ফের বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে (Bomb Blast) মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় আরও একজন জখন হন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার খলিলাবাদ মাঠে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাজিজুল শেখ (৪২)। জখম ব্যক্তির নাম লালন মণ্ডল। তাদের বাড়ি হরিহরপাড়া থানার লোচনমাটি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Bomb Blast)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়া থানার খলিলাবাদ মাঠে কলার বাগানে সাজিজুল, মিলে বোমা বাঁধার কাজ করছিলেন। সেখানে আর কে কে ছিল তা জানা যায়নি। আচমকা বোমা বিস্ফোরণ (Bomb Blast) ঘটে। তাতে সাজিজুল সহ দুজন গুরুতর জখম হন। সাজিজুল সহ দুজন ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিছুটা দূরে গিয়ে তার মাটিতে লুটিয়ে পড়ে। বোমা বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাজিজুলের মৃত্যু হয়। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে এই জেলায় একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। রেজিনগরেও একই ঘটনা ঘটে। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। বোমা বাঁধার ঘটনার পাশাপাশি বল ভেবে বোমা ফেটে সূতিতে এক কিশোর জখম হন। ভরতপুরেও এক কিশোর বোমা ফেটে জখন হন। পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পরও রমরমিয়ে বোমা তৈরির কারবার চলছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের এক আধিকারিক বলেন, কারা বোমা বাঁধার কাজ করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দারা বলেন, মাঠের কলাবাগানে বোমা তৈরির কাজ করছিল। ফলে, তাদের বাইরে থেকে কেউ দেখতে পায়নি। আচমকা  বিকট আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। এরপরই মাঠের মধ্যে গিয়ে দেখি, দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। একজনের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় আমরা আতঙ্কিত।

    কী বললেন তৃণমূল বিধায়ক?

    তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ বলেন, বোমা বিস্ফোরণ কেন ঘটল তা পুলিশ প্রশাসনের দেখা দরকার। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। তবে, কারা এই ধরনের অসামাজিক কাজ করছিলেন তা খতিয়ে দেখছি। এই এলাকায় এসব চলতে পারে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durga Puja 2023: দেবীর দশ হাতে কোন দেবতা কী অস্ত্র দিয়েছিলেন? জানেন তার গুরুত্ব?

    Durga Puja 2023: দেবীর দশ হাতে কোন দেবতা কী অস্ত্র দিয়েছিলেন? জানেন তার গুরুত্ব?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজননী দেবী দুর্গার কোনও নির্দিষ্ট রূপ নেই। তাঁকে কোনও এক রূপের আধারে ধরা যায় না বলেই তাঁর অনেক রূপ। দেবী দুর্গার এক নাম দশভূজা। তাঁর দশ হাতে বিভিন্ন ধরনের অস্ত্র। নানা অস্ত্রে সজ্জিতা দেবী অশুভকে সংহার করতে মর্ত্যে আসেন। মানব-জাতির সকল অন্ধকার দূর করতে, অশুভের বিনাশে তিনি অস্ত্র হাতে তুলে নেন। জানেন কি দেবীর নানা অস্ত্রের মাহাত্ম্য?

    দেবীকে রণসাজে সাজালেন কারা?

    ত্রিশূল: দেবাদিদেব মহাদেব ত্রিশূল দান করেছিলেন মা দুর্গাকে। ত্রিশূলের তিনটি ফলা আসলে ‘ত্রিগুণ’-এর প্রতীক। প্রত্যেক জীবের মধ্যেই বর্তমান থাকে সত্ত্ব, রজঃ এবং তমঃ—এই ত্রিগুণ। সত্ত্ব হল ধর্ম জ্ঞান, রজঃ মানে অহঙ্কার এবং তমঃ মানে অন্ধকার।

    সুদর্শন চক্র: ভগবান শ্রীবিষ্ণু তাঁর সুদর্শন চক্রটি দিয়েছিলেন দেবীকে। এই চক্র নির্দেশ করে, বিশ্ব নিয়ন্ত্রিত হয় দেবীর দ্বারা এবং ব্রহ্মাণ্ড আবর্তিত হয় সৃষ্টিকে কেন্দ্র করে।

    পদ্ম: দেবীকে পদ্ম দিয়েছিলেন ব্রহ্মাদেব। পদ্ম হল ব্রহ্মের প্রতীক বা জ্ঞানের প্রতীক। অর্ধস্ফুট পদ্ম মানব চেতনে আধ্যাত্মিক জ্ঞানের জাগরণকে নির্দেশ করে।

    তির এবং ধনুক: পবনদেব ও সূর্যদেব দেবীকে দিয়েছিলেন তির ও ধনুক। তির ও ধনুক হল প্রাণশক্তির প্রতীক। ধনুক যেখানে সম্ভাব্য ক্ষমতাকে নির্দেশ করে, তির নির্দেশ করে গতিময়তা। একইসঙ্গে তির ও ধনুক দ্বারা বোঝানো হয় যে মা দুর্গা ব্রহ্মাণ্ডের সকল শক্তির উৎস।

    অসি: গণেশদেব মা দুর্গাকে দিয়েছিলেন অসি। এই অস্ত্র জ্ঞান এবং ধীশক্তির প্রতীক। অসি দ্বারা বোঝানো হয়, জ্ঞানের তীক্ষ্ণতা এবং দীপ্তি নির্দেশ করে বুদ্ধিকে।

    বজ্র: ইন্দ্রদেব মা দুর্গাকে দেন বজ্র অস্ত্রটি। বজ্র হল আত্মশক্তির প্রতীক। সামান্য মেঘের ঘর্ষণ থেকে যেভাবে অমিত বজ্রশক্তি উৎপন্ন হয় তেমনই আত্মশক্তি তৈরি হয় কর্ম থেকেই।

    বর্শা:  এই অস্ত্র পবিত্রতা এবং ভুল ও ঠিকের প্রতীক। অগ্নিদেব বর্শা প্রদান করেছিলেন মা দুর্গাকে।

    সর্প: মহাদেব অস্ত্র হিসেবে মা দুর্গাকে প্রদান করেছিল সাপ। সর্প হল চেতনা ও শক্তির প্রতীক। দেবীর হাতে সাপ বোঝায়—চেতনার নিম্ন স্তর থেকেও সাধনার মাধ্যমে যে উচ্চতর পর্যায়ে পৌঁছনো যায়।

    কুঠার: বিশ্বকর্মা কুঠার প্রদান করেছিলেন দেবীকে। অশুভের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক কুঠার। একই সঙ্গে যে কোনও পরিস্থিতিতে ভীত না হওয়ার প্রতীকও হল কুঠার।

    শঙ্খ: বরুণ দেব মহামায়াকে দিয়েছিলেন শঙ্খ। যার ধ্বনি মঙ্গলময়। শঙ্খের আওয়াজে স্বর্গ, মর্ত্য ও নরক জুড়ে থাকা সব অশুভ শক্তি ভীত ও দুর্বল হয়ে পড়ে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share