Author: user

  • Malda: বিজেপির সাংসদ, বিধায়কদের গঙ্গায় ছুড়ে ফেলার নিদান তৃণমূল নেতার

    Malda: বিজেপির সাংসদ, বিধায়কদের গঙ্গায় ছুড়ে ফেলার নিদান তৃণমূল নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: গঙ্গা ভাঙ্গনে কেন্দ্ৰীয় অর্থ বরাদ্দের দাবিতে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের দফতর ঘেরাও করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার আগেই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। মালদা (Malda) শহরের রথবাড়ি মোড়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ ও বিধায়কদের তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    বিজেপি সাংসদ, বিধায়কদের প্রসঙ্গে ঠিক কী বলেছেন তৃণমূলের জেলা সভাপতি? (Malda)

    দলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে মালদা (Malda) জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, আগামী ২৫ তারিখের পর, গঙ্গা ভাঙন প্রতিরোধে যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে খগেন বাবুদের মত বিজেপির এমপি, এমএলএদের গঙ্গায় ছুড়ে ফেলা হবে। লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে ৩৪ বছরের একটা সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বুক থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সিপিএমরা আজকে নিশ্চিহ্ন পশ্চিমবাংলার বুকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে লড়াই করব, যারা গঙ্গা ভাঙ্গনের অবলিত মানুষের পাশে দাঁড়াতে পারে না, ডিএম অফিস ঘেরাও করে সস্তার রাজনীতি করতে চান, ২৫ তারিখের পরে কোনও সুরাহা না বেরোয় তাহলে সেই সাংসদ, বিধায়কদের প্রথমে গঙ্গায় ছোঁড়া হবে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে আছে। এখানেই শেষ নয়, তিনি বলেন, যারা গঙ্গার পাড়ে যেতে পারে না, এদিকে ডিএম অফিসের সামনে এসে আন্দোলন করে, তাদের হুঁশিয়ার করে দিতে চাই। কেন্দ্রীয় সরকার ছাড়া গঙ্গার পাড়ে যদি আপনারা যান, গঙ্গা পারের মানুষ বাড়িঘরের সঙ্গে আপনাদের গঙ্গায় ভাসিয়ে দেবে। বিজেপির বন্ধুরা এই সতর্কবার্তা আপনাদের জানিয়ে রাখছি। আমরা পেটে ভাত চাই, গরিব মানুষ খেতে পারছে না। ১০০ দিনের টাকা বাকি রয়েছে আর তোমরা ঝান্ডা লাগিয়ে ডিএম অফিসে মাতামাতি করবে নাচানাচি করবে, সেটা গ্রামের মানুষ সহ্য করবে না। যাদের পেটে খিদে থাকবে, সেই ক্ষুধার্ত মানুষ তোমাদের আর ছেড়ে কথা বলবে না। পশ্চিমবঙ্গ সরকারকে কলুষিত করার চেষ্টা করছে বিজেপি। হয় দেশের সরকারের বিরুদ্ধে কথা বলুন, না হলে তাদের কাছ থেকে টাকা এনে গরিব মানুষের কাছে দিন। না হলে মানুষ আপনাদেরকে চলতে- ফিরতে দেবে না।

    কী বললেন বিজেপি  সাংসদ খগেন মুর্মু?

    যদিও তৃণমূলের জেলা সভাপতির বক্তব্যকে আমল দিতে নারাজ বিজেপি সাংসদ। তিনি বলেন, আমরা যা করার করেছি। কেন্দ্রে যা বলার বলেছি। তৃণমূলের বিধায়করা নাটক করে মানুষকে বিপথগামী করছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North Bengal: উত্তরবঙ্গে ভারী বর্ষণে ধস জাতীয় সড়কে, গাড়ি পড়ল তিস্তায়, বিপাকে পর্যটকরা

    North Bengal: উত্তরবঙ্গে ভারী বর্ষণে ধস জাতীয় সড়কে, গাড়ি পড়ল তিস্তায়, বিপাকে পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা বৃষ্টির কারণে বেহাল উত্তরবঙ্গের (North Bengal) জনজীবন। দার্জিলিংয়ে শ্বেতিঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে বৃষ্টির কারণে নেমেছে ব্যাপক ধস। ব্যাহত হয়ে পড়েছে যান চলাচল। রাস্তা ভেঙে গাড়ি গিয়ে পড়েছে তিস্তা নদীতে। শিলিগুড়ি থেকে সিকিম বা কালিম্পং যেতে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ির গতিপথ। উল্লেখ্য গত দুই দিন ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতর বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন পর্যটকরাও।

    ধসে বেহাল জনজীবন (North Bengal)

    নিন্মচাপের কারণে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। আর এই বৃষ্টির কারণে দার্জিলিংয়ে ব্যাপক ধস নেমেছে। শনিবার রাত থেকেই এই বৃষ্টিপাত চলছে। দার্জিলিংয়ের রম্ভী থানার লোহাপুরের কাছে শ্বেতিঝোরায় জাতীয় সড়কে ধসের কারণে তৈরি হয়েছে বড় গর্ত। রাস্তায় ধস এবং গর্ত দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সিকিম থেকে শিলিগুড়িতে আসা সব গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য পথে। রাস্তায় চলা বড় গাড়ি, ট্রাকগুলিকে কালিম্পং হয়ে লাভা এবং করোনেশন ব্রিজ ব্যবহার করার কথা বলা হয়েছে। শিলিগুড়ি থেকে পাহাড়ে যেতে ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি মালদা, ধূপগুড়িতেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। রাস্তায় হাঁটু পর্যন্ত জল জমে গেছে। অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

    আবহাওয়া দফতরের বক্তব্য

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে (North Bengal) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ আট জেলায় ভারী বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিকিম আবহাওয়া দফতরের নির্দেশক গোপীনাথ রাহা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় একই রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ আগামী ২৪ ঘণ্টা পরেই কমার সম্ভাবনা রয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Salt in Diet: অতিরিক্ত নুন খাওয়ার অভ্যাস! কোন কোন  বিপদ ডেকে আনছেন, জানেন কি?

    Salt in Diet: অতিরিক্ত নুন খাওয়ার অভ্যাস! কোন কোন বিপদ ডেকে আনছেন, জানেন কি?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    আধুনিক জীবনে রোগের ধরন বদলে যাচ্ছে। ভারতীয়দের অধিকাংশ শারীরিক সমস্যাই এখন জীবন যাপনের ধরন সম্পর্কিত। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতীয়দের অতিরিক্ত নুন খাওয়ার (Salt in Diet) অভ্যাস নানা শারীরিক সমস্যা তৈরি করছে। ফলে, একাধিক নিঃশব্দ মহামারি হানা দিচ্ছে। জীবন শেষ হয়ে যাওয়ার পরে, তার প্রভাবের ভয়াবহ রূপ নিয়ে মানুষ বুঝতে পারছেন। 

    কীভাবে নুন সমস্যা বাড়াচ্ছে? 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অতিরিক্ত নুন এবং তেল সমস্যা বাড়াচ্ছে। দিনে যেমন চার চামচের বেশি তেল খাওয়া উচিত নয়, তেমনি নুন খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার। দিনে ২ গ্রামের বেশি নুন খাওয়া উচিত নয়। কিন্তু অধিকাংশ ভারতীয় দিনে ১০ গ্রামের বেশি নুন খান। এর ফলে দেহে নুন চাহিদার তুলনায় বেড়ে যায়। সবজি কিংবা মাছ-মাংস রান্না করার সময় নুন ব্যবহার ছাড়াও অনেকের আলাদা ভাবে নুন খাওয়ার (Salt in Diet) অভ্যাস রয়েছে। যা শরীরের জন্য আরও সমস্যা বাড়ায়। কারণ, চিকিৎসকরা জানাচ্ছেন, নুন রক্ত সঞ্চালনে সমস্যা তৈরি করে। ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়। 

    কোন রোগের ঝুঁকি বাড়াচ্ছে নুন (Salt in Diet)? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত নুন খেলে (Salt in Diet) সবচেয়ে বেশি ঝুঁকি বাড়ে হাইপারটেনশনের। রক্তচাপ ওঠা-নামা করে। যার ফলে শরীর অস্থির হয়ে ওঠে। সর্বোপরি হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয়দের মৃত্যুর কারণ হিসাবে তালিকায় প্রথমেই রয়েছে হৃদরোগ। হার্ট অ্যাটাকের জেরে প্রতি বছর কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। আর হৃদরোগ বেড়ে চলার অন্যতম কারণ হাইপারটেনশন। চিকিৎসকরা জানাচ্ছেন, হাইপারটেনশন একটা জীবন যাপনের ধরন সংক্রান্ত রোগ। তাই খাবারের ধরন বদল করলেই পরিস্থিতির পরিবর্তন হবে। 
    হাইপারটেনশনের পাশাপাশি অতিরিক্ত নুন খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। পা ফুলে যাওয়া, কিডনিতে সমস্যার মতো একাধিক রোগের কারণ অতিরিক্ত নুন খাওয়া। এছাড়াও শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার অন্যতম কারণ অতিরিক্ত পরিমাণ নুন খাওয়া। তাই চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত নুন একাধিক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। 

    কোন পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? 

    বিশেষজ্ঞ মহলের পরামর্শ, জীবন যাপনে বদল আনলেই বড় বিপদ এড়িয়ে চলা যাবে। তাই প্রথমেই তেল ও নুন খাওয়ায় (Salt in Diet) নিয়ন্ত্রণ জরুরি বলেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল। তাঁরা জানাচ্ছেন, স্যালাড বা ওই জাতীয় খাবার খাওয়ার সময় একেবারেই অতিরিক্ত নুন মেশানো চলবে না। অনেকেই শশা, পেঁপে, পেয়ারা জাতীয় খাবারে নুন মিশিয়ে খান। সেগুলো একেবারেই করা চলবে না। তাছাড়া, ফ্রোজেন খাবার, যেমন বার্গার, হটডগ, এই জাতীয় খাবারে যে ধরনের মাংস ব্যবহার করা হয়, তাতে অতিরিক্ত নুন থাকে। তাই এই খাবার একেবারেই খাওয়া উচিত নয় বলে জানাচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। 
    তবে, নুন খাওয়া কমানোর পাশপাশি তেলের দিকেও নজর দিতে হবে। অতিরিক্ত তেল হৃদরোগের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই তেলেভাজা, কিংবা অতিরিক্ত মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া চলবে না। পাশপাশি অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, জানাচ্ছেন চিকিৎসকরা। 
    তবে, বিশেষজ্ঞরা বলছেন, হাইপারটেনশনের মতো নিঃশব্দ মহামারি রুখতে খাবারের পাশপাশি নির্দিষ্ট সময়ে বিশ্রাম নেওয়া, মানসিক চাপ কমানোর জন্য দিনের নির্দিষ্ট সময় পরিবারের জন্য বরাদ্দ করা, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকার মতো অভ্যাস রাখা জরুরি। কারণ, রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে সুস্থ জীবন যাপনের জন্য শরীর ও মন সুস্থ রাখা দরকার।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Pm Rishi Sunak: ব্রিটেনে কি সিগারেট নিষিদ্ধ করতে চলেছেন ঋষি সুনক? জল্পনা তুঙ্গে

    Pm Rishi Sunak: ব্রিটেনে কি সিগারেট নিষিদ্ধ করতে চলেছেন ঋষি সুনক? জল্পনা তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের আগামী প্রজন্মের মানুষকে সিগারেট থেকে মুক্তি দিতে চলেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনক (Pm Rishi Sunak )? অতি শীঘ্রই ব্রিটিশ সরকার সিগারেটের বিক্রিকে নিষিদ্ধ ঘোষণা করবে বলে জানা গেছে। তরুণ প্রজন্মকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই সিগারেটের নেশা থেকে মুক্ত করতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। ব্রিটেনকে দূষণমুক্ত করাই কার্যত সরকারের উদ্দেশ্য। ব্রিটেন সরকারের সূত্রে গার্ডিয়ান নামক সংবাদ সংস্থা এমনই প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানা গেছে। আর তাকে ঘিরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্রিটেনে কি বন্ধ হবে ধূমপান?

    সিগারেট নিষিদ্ধ করা নিয়ে কী বলা হয়েছে (Pm Rishi Sunak )?

    সংবাদ সংস্থা রয়টার্সের প্রশ্নের উত্তরে ব্রিটেন সরকারের মুখপাত্র মেইল করে জানিয়েছেন, ব্রিটেন সরকারের (Pm Rishi Sunak ) উদ্দেশ্য হল ২০৩০ সালের মধ্যে দেশকে ধোঁয়ামুক্ত করা। আর সেই লক্ষ্যেই নাগরিকদের সিগারেট বন্ধ করার জন্য নানা উৎসাহ দেওয়ার কথা এই প্রতিবেদনে বলা হয়। আরও বলা হয়, ব্রিটেন সরকার সিগারেটমুক্ত সমাজ গড়তে নানা নিয়ম আনতে চলেছে। এমনকি গর্ভবতী নারীরা যেন সিগারেট বর্জন করেন, সেই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়।

    ই-সিগারট বা ভ্যাপ কিট ব্যবহারে নজর

    সূত্রে জানা গেছে, ব্রিটেন সরকারের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Pm Rishi Sunak ) নাগরিকদের ই-সিগারট বা ভ্যাপ কিট গ্রহণ করার কথা বলেছেন। এই ই-সিগারেট অনেক বেশি নিরাপদ। সিগারেটের তুলনায় স্বাস্থ্যের ক্ষতি অনেক কম করে। এই ই-সিগারেট সরকার বিনামূল্যে বিলি করছে বলেও প্রতিবেদনে জানা গেছে। তবে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে ই-সিগারেট বিলির বিষয়ে এই বছর থেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

    আগামী বছর হতে পারে ব্রিটেনে সাধারণ নির্বাচন। আর তাই ব্রিটেনের সাধারণ মানুষকে জনমুখী পরিকল্পনা উপহার দিতে চাইছেন প্রধানমন্ত্রী সুনক। আর তাই, ধোঁয়ামুক্ত সমাজ গড়তে, সিগারেট নিষিদ্ধ করার পরিকল্পনা করেছেন বলে মনে করছেন সেই দেশের রাজনীতির একাংশের মানুষ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Hooghly: ‘মমতা-সুজন-অধীর-অভিষেক-সেলিম’ এক ব্যানারে, হুগলিজুড়ে পোস্টারে চাঞ্চল্য

    Hooghly: ‘মমতা-সুজন-অধীর-অভিষেক-সেলিম’ এক ব্যানারে, হুগলিজুড়ে পোস্টারে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: সামান্য একটি রাজনৈতিক নেতাদের ছবি সহ ব্যানার। আর সেই ব্যানার নিয়ে তোলপাড়় হুগলি (Hooghly) জেলার রাজনীতি। জেলার একাধিক প্রান্তেই ওই ব্যানার কে বা কারা টাঙিয়েছে। আর সেই ব্যানারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

    কী রয়েছে ব্যানারে? (Hooghly)  

    লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বিরোধীরা ইন্ডিয়া জোট গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। তবে, সেই জোটের স্লোগান, ব্যানার, ফেস্টুন, প্রচারের ইস্যু কী হবে তা কিছুই ঠিক হয়নি। ব্যানারে কাদের ছবি ব্যবহার করা হবে, কাদের হবে না সেই বিষয়ে কোনও স্পষ্ট কোনও বার্তা নেই। এরমধ্যেই হুগলি (Hooghly)  জেলায় একটি ব্যানারে দেখা গেল, এক ফ্রেমের মধ্যে মমতা- অভিষেক-সনিয়া-রাহুল-সেলিম-সুজন সকলের মুখ একসঙ্গে শোভা পাচ্ছে ব্যানারে। বাংলার রাজনীতিতে এমন ছবি বিরল। তৃণমূল-বাম-কংগ্রেস সব দলের নেতাদের মুখ একসঙ্গে। এক ব্যানারে। শুধু তাই নয়, একই ব্যানারে লেখা রয়েছে ‘ইনক্লাব’, ‘জয় বাংলা’ ধ্বনিও। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ‘ইন্ডিয়া’ জোটে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে সেখানে। হুগলি জেলার বিভিন্ন জায়গায় এমন ব্যানার লাগানো হয়েছে। চাঁপদানী, ভদ্রেশ্বর, পোলবা-সহ অনেক জায়গায় দেখা গিয়েছে মমতা-সেলিম- অধীরদের ছবি নিয়ে এই ব্যানার। কিন্তু কারা ছড়াল এসব? ব্যানার দেখে তা বোঝার উপায় নেই। কারণ, কোনও দল বা কোনও সংগঠনের নাম সেখানে উল্লেখ নেই। শুধু ইন্ডিয়ার সমর্থনে প্রচার করা হয়েছে।

    ব্যানার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    কোনও রাজনৈতিক দলই ব্যানার লাগানোর দায় নিচ্ছে না। তৃণমূলের হুগলি (Hooghly) জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলছেন, ইন্ডিয়া জোট শক্তিশালী হোক, এটা আমরা সবাই চাই। বিজেপিকে আটকাতে হলে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে হবে। তবে, এই পোস্টার বা ব্যানার কারা লাগাচ্ছে, সেটা আমাদের জানা নেই। আমাদের দলের কেউ করেনি এটা বলতে পারি। ইন্ডিয়া জোটের সমর্থনে এই পোস্টারের দায় নিতে নারাজ বামেরাও। সিপিএম জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলছেন, আমাদের নেতৃত্বের অনুমতি ছাড়া ছবি ব্যবহার করা হয়েছে। আমাদের কর্মীদের নির্দেশ দিয়েছি, যেখানে এই ধরনের পোস্টার দেখবে, যেন সেগুলি ছিঁড়ে দেওয়া হয়। কংগ্রেসের হুগলি জেলা সহ সভাপতি দেবব্ৰত চট্টোপাধ্যায় বলেন, ইন্ডিয়া জোট হওয়ার পর বিজেপি ভয় পেয়ে গিয়েছে। যাতে এই সমঝোতা ভেঙে যায়, সেই চেষ্টা করছে বিজেপি। সিপিএম ও কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত করে নিজেদের হাত শক্ত করার চেষ্টা করছে বিজেপি। বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এদিকে ব্যানার বিতর্কে বিজেপি আবার খোঁচা দিতে শুরু করেছে তৃণমূল-সিপিএম-কংগ্রেসকে। পদ্ম শিবিরের হুগলি (Hooghly)  সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলছেন, বেঙ্গালুরুতে যখন এদের শীর্ষ নেতৃত্বরা বৈঠক করেছিল, তখনই রাজ্যের মানুষের কাছে এদের আসল ছবি পরিস্কার হয়ে গিয়েছিল। এদের দিল্লিতে একরকম মুখোশ, পশ্চিমবঙ্গে আরেকরকম মুখোশ। এই ব্যানার নিয়ে সাধারণ মানুষের এতটুকু মাথাব্যথা নেই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  •  Asian Games 2023: শুরুতেই সুখবর! এয়ার রাইফেলের পর রোয়িংয়েও জোড়া রুপো এল ভারতের ঝুলিতে

     Asian Games 2023: শুরুতেই সুখবর! এয়ার রাইফেলের পর রোয়িংয়েও জোড়া রুপো এল ভারতের ঝুলিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমস (Asian Games 2023)-এর শুরুতেই ভারতের জয়জয়কার। রবিবার সকালেই রুপো-জয়ী হল ভারত। এয়ার রাইফেল এবং রোয়িংয়ে রুপোর পদক জয় ভারতের। ১০ মিটার রাইফেলের দলগত বিভাগে রুপোর পদক জিতলেন রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে। অন্যদিকে রোয়িংয়ে লাইটওয়েট ডাবলস স্কালসে রুপোর পদক জয়ী হলেন অর্জন লাল জাট এবং অরবিন্দ সিং। এই গেমকে ঘিরে ভারতীয় সমর্থকের মধ্যে তীব্র উচ্ছ্বা্স লক্ষ্য করা গেছে। 

    রাইফেলে রুপো জয় ভারতের (Asian Games 2023)

    গতকাল ২৩ সেপ্টেম্বর, এশিয়ান গেমস (Asian Games 2023) ২০২৩ সালের আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রবিবার সকাল সকাল ভারতের জন্য সুখবর আসে এশিয়ান গেমস-এর ময়দান থেকে। খেলার মধ্যে ছিল টানটান উত্তেজনা। সেই সঙ্গে লড়াই চলছিল বেশ হাড্ডাহাড্ডি। ভারতীয় মহিলা শুটাররা বেশ আত্মবিশ্বাসী ছিলেন। ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতার কোয়ালাফিকেশন পর্বে ১৮৮৬ স্কোর করে রমিতা, মেহুলি ঘোষ এবং আশি চৌকসে রুপোর পদক জয়ী হন। আবার এই খেলায় ১৮৯৬.৬ স্কোর করে চিন সোনা জিতেছে এবং ১৮৮০ স্কোর করে মঙ্গোলিয়া জিতে নেয় ব্রোঞ্জের পদক। এই বিভাগে ব্যক্তিগত ভাবে ফাইনালে পৌঁছেছেন রমিত এবং মেহলি। উভয়ের স্কোর হল ৬৩১.৯ এবং ৬৩০.৮। রমিতার স্থান হল দ্বিতীয় এবং মেহলির স্থান হল পঞ্চম।

    রোয়িংয়ে জোড়া রুপো ভারতের

    গতবার টোকিও অলিম্পিকে ভারত ১১ তম স্থান অধিকার করেছিল রোয়িংয়ে। এবার এশিয়ান গেমস-এ (Asian Games 2023) দুর্দান্ত প্রদর্শন করল ভারত। যদিও ফাইনালে চিনের কাছে ভারত পরাজিত হয়েছে। সোনার পদক গেছে চিনের ঝুলিতে। ভারত দ্বিতীয় হয়ে রুপো জয়ী হয়েছে। অর্জুন এবং অরবিন্দের কাছে খেলার লড়াইটা খুব একটা সহজ ছিল না। তাঁরা ৬:২৮:১৮ সময়ে নিজেদের খেলা শেষ করেন। অন্য দিকে চিনা জুটি ফান জুনজি এবং সান মান ৬:২৩:১৬ সময়ে শেষ করে সোনা জয় করে। যদিও চিনের কাছে এই সোনা হল এশিয়ান গেমস-এ দ্বিতীয় সোনা। অপর দিকে ৬:৩৩:৪২ সময়ে খেলা শেষ করে ব্রোঞ্জ জয় করেছে উজবেকিস্তান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • BSF: নিজের ঘরে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ আধিকারিক, চাঞ্চল্য

    BSF: নিজের ঘরে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ আধিকারিক, চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের সার্ভিস রিভলবার থেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী  হলেন এক বিএসএফ (BSF) আধিকারিক। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের চকগোপাল বিওপিতে ঘটেছে। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিএসএফের ওই ক্যাম্পে। মৃত বিএসএফ আধিকারিকের নাম ওমপ্রকাশ মীনা (৪৮)। তাঁর বাড়ি রাজস্থানে। বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়ের সাব-ইন্সপেক্টর পদে নিযুক্ত ছিলেন তিনি। পারিবারিক অশান্তি ছিল না কি না তা জানতে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হবে। সম্পর্কের কোনও টানাপোড়েন রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, কাজের জায়গায় কোনও সমস্যা ছিল না কি না সেই বিষয়টিও নজরে রাখছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত ওই বিএসএফ আধিকারিক কেন আত্মহত্যা করলেন, সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (BSF)

    বিএসএফ সূত্রে খবর, বর্তমানে বিএসএফের (BSF) আধিকারিক চকগোপাল বিওপিতে ছিলেন। এমনিতেই তিনি নিয়ম করে তিনি ডিউটি করতেন। শনিবার সন্ধ্যায় নিজের ঘরেই আত্মঘাতী হন ওই বিএসএফ আধিকারিক। নিজের রিভলবার দিয়ে পর পর চার রাউন্ড গুলি চালান ওই বিএসএফ জওয়ান। সব কটি গুলি নিজের বুক লক্ষ্য করে চালিয়েছিলেন ওই জওয়ান। গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁর সহকর্মীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে বালুরঘাট থানার আধিকারিক, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা। কী কারণে ওই বিএসএফ আধিকারিক আত্মঘাতী হল তা নিয়ে ধন্দে বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা। রবিবার মৃত ওই বিএসএফ জওয়ানের দেহের ময়না তদন্ত করা হয়।  তারপর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

    সহকর্মীরা কী বললেন?

    সহকর্মীদের বক্তব্য, আচমকা ঘরের ভিতর থেকে পর পর গুলির আওয়াজ শুনে আমরা চমকে উঠি। প্রথমে বাইরের কেউ হামলা করল কি না  ভেবে আমরা ছুটে যাই। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখি। এভাবে নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হবেন তা আমি ভাবতে পারিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: শিলিগুড়িতে দেড় কোটি টাকা হাতিয়ে উধাও জওয়ানের স্ত্রী, কাদের ‘টার্গেট’ করত জানেন?

    Siliguri: শিলিগুড়িতে দেড় কোটি টাকা হাতিয়ে উধাও জওয়ানের স্ত্রী, কাদের ‘টার্গেট’ করত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নাম হেমা তামাং। সেনা জওয়ানের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেমা দার্জিলিঙের গৈরিগাঁওয়ের বাসিন্দা। কিন্তু, গত এক থেকে দেড় বছর ধরে তিনি শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন আপার বাগডোগরার স্টালিননগরে বাড়ি ভাড়া করে থাকছিলেন। আপার বাগডোগরায় তাঁর একটি কাপড়ের দোকানও রয়েছে। এই সেনা জওয়ানের স্ত্রী কার্যত শিলিগুড়ির সেনা জওয়ানদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

    সেনা জওয়ানের স্ত্রীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেমা মূলত বেছে বেছে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্ত্রীদের ‘টার্গেট’ করতেন। তাঁদের কাছ থেকে নানা অছিলায় টাকা ধার নিতেন। কখনও বাড়ি কেনার নাম করে, কখনও নিজের দোকানের প্রয়োজনের কথা বলে এই জওয়ান-পত্নীদের কাছ থেকে হেমা টাকা ধার নেন। কারও কাছ থেকে এক লক্ষ, কারও কাছ থেকে দুই লক্ষ, কারও কাছ থেকে আবার একযোগে ১০ লক্ষ টাকা নেন তিনি। সবমিলিয়ে জওয়ানদের স্ত্রীদের কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আর এক জওয়ান-পত্নীর বিরুদ্ধে। কিন্তু, পরিশোধ করেননি কোনওটাই। গত কয়েক দিন ধরে অভিযুক্ত জওয়ানের স্ত্রীর সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিতেরা। ১৭ জন জওয়ান-পত্নী শিলিগুড়ি (Siliguri) পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানায় অভিযুক্ত হেমা তামাংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    প্রতারিতদের কী অভিযোগ?

    প্রতারিতদের বক্তব্য, টাকা চাইতে গেলেও নানা অছিলায় তা এড়িয়ে যেতেন হেমা। গত একমাস ধরে তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। এমনকী, হেমার ফোনও বন্ধ রয়েছে। দেখা যায় এরকমভাবে বহু সেনা জওয়ানের স্ত্রীর কাছে সে টাকা হাতিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সকলে একজোট হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমাদের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে টাকা ফেরতের ব্যবস্থা করুক পুলিশ।

    শিলিগুড়ির (Siliguri) পুলিশ কমিশনারের কী বক্তব্য?

    এ বিষয়ে শিলিগুড়ির (Siliguri) পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, অভিযোগ জমা পড়েছে। একটি মামলাও রুজু করা হয়েছে। যেহেতু এটি সেনার বিষয়, তাই সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ করা হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল

    Asian Games 2023: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) মহিলাদের ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এদিন ভারতের প্রমীলা বাহিনী ৮ উইকেটে সহজ জয় পেল বাংলাদেশের বিরুদ্ধে। এখন ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয় পাকিস্তান হবে নয়তো শ্রীলঙ্কা, যা দ্বিতীয় সেমিফাইনালের পরই জানা যাবে। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা দলের ম্যাচ ছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপরেই সরাসরি ফাইনালে প্রবেশ করে ভারত। অন্যদিকে হংকং-এর বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

    ১৭.৫ ওভারেই শেষ বাংলাদেশের ইনিংস

    টসে জিতে এদিন ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিতে তারা ব্যর্থ হয়। উপরন্তু মাত্র ১৭.৫ ওভারেই মাত্র ৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন নিগার সুলতানা। এছাড়া বাংলাদেশের কোনও মহিলা খেলোয়াড়ই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন নি। এর মধ্যে পাঁচজন খেলোয়াড় আবার শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ভারতীয় মহিলা দলের পূজা বস্ত্রকার সংগ্রহ করেন চারটি উইকেট।

    আরও পড়ুন: অর্জুন পুত্র বিধায়ক পবন সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট জালিয়াতি করে প্রতারণা, চাঞ্চল্য 

    ৮ উইকেটে জয়ী ভারত

    অন্যদিকে, সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি ভারতীয় মহিলা ক্রিকেটারদের (Asian Games 2023)। তবে ওপেনার স্মৃতি মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে, শেফালী বর্মা করেন ১৭ রান। বাকি সময়ে ক্রিজে থেকে ম্যাচ শেষ করেন কণিকা আহুজা ও জেমাইমা রডরিগেজ। আপাতত তৃতীয় স্থান অধিকারের জন্য বাংলাদেশ এবার লড়াই চালাবে ২৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশের (Asian Games 2023) সামনে প্রতিপক্ষ কে হবে সেটা জানা যাবে দ্বিতীয় সেমিফাইনাল এর পরেই।

    আরও পড়ুন: পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেয় নিজ্জর, ছক ভারতে হামলারও, চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cooch Behar: মন্ত্রী-পুরপ্রধানের দ্বন্দ্বে অস্বস্তিতে শাসকদল, সরকারি অনুষ্ঠানে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    Cooch Behar: মন্ত্রী-পুরপ্রধানের দ্বন্দ্বে অস্বস্তিতে শাসকদল, সরকারি অনুষ্ঠানে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের কোন্দল নিয়ে দলের অন্দরে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু দলের সাংগঠনিক বিষয়ে নয় সরকারি অনুষ্ঠানের কর্মসূচিতে শাসকদলের জেলার দুই শীর্ষ নেতার দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। যা নিয়ে কোচবিহার (Cooch Behar) জেলাজুড়ে চরম অস্বস্তিতে তৃণমূল।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Cooch Behar)

    শিলান্যাস হচ্ছে কোচবিহার (Cooch Behar) পুর এলাকার বেশ কিছু রাস্তার কাজ। আর সেখানেই আরও একবার প্রকাশ্যে আসল রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ও পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ-এর দ্বন্দ্ব। অভিযোগ, উদ্বোধনী ব্যানার থেকে শুরু করে চিঠিতে নাম নেই কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের। রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহযোগিতায় কোচবিহার পুর এলাকার ১৮টি রাস্তার কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কোচবিহার দফতরের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, জেলা সভাধিপতি সুমিতা বর্মন, কোচবিহার পুরসভার উপ-পুরপ্রধান আমিনা আহমেদ। শনিবারই সেই অনুষ্ঠান ছিল। স্বাভাবিকভাবে সেই অনুষ্ঠানে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ যাননি। যদিও অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ অনেক কাউন্সিলার পাননি বলেও অভিযোগ উঠছে। ফলে, সেই কাউন্সিলারও অনুষ্ঠানে যাননি। একটি সরকারি অনুষ্ঠানেও তৃণমূলের গোষ্ঠীকোন্দল এভাবে প্রকাশ্যে আসায় রীতিমতো অস্বস্তি শাসক শিবিরে। কোচবিহার জেলার দুই হেভিওয়েট নেতার এই অন্তর্দ্বন্দ্ব আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটা সময়ের অপেক্ষা।

    মন্ত্রীর কী বক্তব্য?

    মন্ত্রী উদয়ন গুহ বলেন, চলতি মাসের ৪ তারিখ চিঠি দিয়ে সবিস্তারে জানানো হয়েছিল পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষকে। এমনকী শনিবারের অনুষ্ঠান নিয়েও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পুর এলাকায় কাজ হবে অথচ পুরপ্রধানকে জানানো হবে না, এটা কখনওই হতে পারে না।

    পুরসভার চেয়ারম্যান কী বললেন?

    কোচবিহার (Cooch Behar) পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ নিজের পুর এলাকায় রাস্তা শিলান্যাসের বিষয়ে কিছু জানেন না বলে এড়িয়ে গেলেন। তিনি বলেন, সরকারি অনুষ্ঠানের বিষয়ে আমি জানি না। কোথায় কী হচ্ছে আমি জানিনা! তাছাড়া আমাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share