Category: রাশিফল

Get daily horoscope from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০৯/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০৯/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) দিনটা কোনও মতেই ভালো না।

    ২) যা কিছু করুন না কেন – প্রথমভাগে কোনও অপ্রীতিকর কষ্টদায়ক ঘটনা ঘটতে পারে।

    ৩) মানসিক চাপ বেড়েই চলবে।

    বৃষ
     
    ১) দিনটা যোগাযোগের পক্ষে অনুকূল হলেও প্রবল মানসিক উদ্বেগ ও অশান্তি মনকে বিষাদাচ্ছন্ন করে তুলবে।
     
    ২) কর্মক্ষেত্র থাকবে ঝঞ্ঝাট ও নৈরাশ্যপূর্ণ।

    ৩) সামান্য অর্থ হাতে এলেও তা হবে প্রয়োজনের তুলনায় হতাশাসূচক।
     
    মিথুন
     
    ১) সামান্য অর্থাগম হলেও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম।
      
    ২) বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। 
     
    ৩) শরীর চলনসই থাকবে দিনভর।
     
    কর্কট
     
    ১) কর্ম ও আয়ের ক্ষেত্র থাকবে চলনসই।
     
    ২) টুকটাক কিছু অর্থ হাতে আসবে।
     
    ৩) অন্যের গৃহে আতিথ্য গ্রহণ।
     
    সিংহ
     
    ১) অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন।
     
    ২) নিকট কারও সাথে মতবিরোধ দেখা দেবে।
     
    ৩)  কর্মক্ষেত্র চলনসই ব্যবহার পাবেন সকলের কাছে।
     
    কন্যা
     
    ১) কর্মক্ষেত্র কিছুটা উদ্বেগ সৃষ্টি করবে।
     
    ২) উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে সামান্য আর্থিক উন্নতি ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে।
     
    ৩)  নিকট আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা ও পরিবারে কারও সাথে মতবিরোধ দেখা দেবে।
     
    তুলা
     
    ১) বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করবেন।
     
    ২) কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা দেবে।
     
    ৩)  আয় ও আর্থিকক্ষেত্র আশানুরূপ আলো দেখাবে না।
     
    বৃশ্চিক
     
    ১)  আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক।

    ২) ঘনিষ্ঠজনের জন্য দুশ্চিন্তা ও গৃহে মতবিরোধজনিত অশান্তি দেখা দিতে পারে।

    ৩) কোনও কাজে বেড়িয়ে অযথা ঘোরাঘুরি ও অর্থ ব্যয় হবে।
     
    ধনু
     
    ১) নতুন যোগাযোগ ও বন্ধুর সাহচর্য আনন্দ দেবে। 
     
    ২) অযথা অর্থ ব্যয় ও পারিবারিক ব্যাপারে হঠাৎ কলহ দেখা দেবে।
     
    ৩) স্বজন বিষয়ক দুশ্চিন্তা বাড়বে।

    মকর
     
    ১) কোনও চাঞ্চল্যকর সংবাদ পেতে পারেন।
     
    ২) নিকট সম্পর্কের কারও সাথে মতবিরোধ ও অকারণ কারও বিরক্তিভাজন হবেন।
     
    ৩) গৃহে অতিথির আগমন ও নিজ দোষে কোনও ক্ষতির সম্ভাবনা।
     
    কুম্ভ
     
    ১) নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে।
     
    ২) পূর্বসূত্রে অর্থলাভ ও কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য পাবেন।
     
    ৩) হঠাৎ কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন। 
     
    মীন
     
    ১) কোনও সাদা দ্রব্য লাভ হবে। 
     
    ২) কোনও স্বজনের জন্য দুর্ভাবনা দেখা দেবে।
     
    ৩) উচ্চপদস্থ ব্যক্তির সাথে পরিচয় হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ০৮/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ০৮/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) যে কাজই করতে যাবেন, সব কাজেই একটা না একটা বাধা আসবে।

    ২) মানসিক দিক দিয়ে অতিমাত্রায় চঞ্চলতা দেখা দেবে।

    ৩) কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ হলেও হঠাৎ উটকো কোনও ঝামেলা দেখা দিতে পারে।

    বৃষ
     
    ১) মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা বর্তমান থাকলেও আয় বৃদ্ধি পাবে।
     
    ২) কর্মক্ষেত্র মোটামুটি চলনসই। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ।

    ৩) আত্মীয়ের জন্য কিংবা শুভকর্মে অর্থ ব্যয়।
     
    মিথুন
     
    ১) কোনও নতুন দ্রব্যলাভ।
      
    ২) অযাচিত কিছু অর্থও হাতে আসবে।
     
    ৩) পারিবারিক ব্যাপারে মতবিরোধের সৃষ্টি হতে পারে। 
     
    কর্কট
     
    ১) সামান্য মানসিক চাপ থাকলেও অন্যান্য পরিবেশ আংশিক অনুকূলে।
     
    ২) কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও কোনও ঝঞ্ঝাট বিচলিত করতে পারে।
     
    ৩) সামান্য আয় বাড়বে।
     
    সিংহ
     
    ১) আর্থিক বিষয়ে দুশ্চিন্তা দেখা দেবে।
     
    ২) মানসিক শান্তির অন্তরায় হবে এমন কোনও ঘটনা  ঘটতে পারে।
     
    ৩)  ঘনিষ্ঠ কারও জন্য দুশ্চিন্তা দেখা দেবে।
     
    কন্যা
     
    ১) কোনও ব্যক্তির সাথে পরিচয় ও অপ্রত্যাশিত কোনও যোগাযোগ আনন্দ দেবে।
     
    ২) মানসিক ও শারীরিক আমেজ নষ্ট হবে।
     
    ৩) বন্ধুপ্রীতি ও শুভকর্মে অংশগ্রহণ।
     
    তুলা
     
    ১) শারীরিক ও মানসিক উদ্বিগ্নতা দেখা দেবে।
     
    ২) কারও সাথে মনোমালিন্য।
     
    ৩) পারিবারিক দুর্ভাবনা বর্তমান থাকবে।
     
    বৃশ্চিক
     
    ১)  কোনও ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উদ্বেগ দেখা দেবে।

    ২) কোনও আত্মীয় বা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন।

    ৩) শুভ কোনও প্রচেষ্টার পক্ষে দিনটা অনুকূলে।
     
    ধনু
     
    ১) কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগের পক্ষে অনুকূল দিন।
     
    ২) কোনও যোগাযোগ উৎসাহিত করবে।
     
    ৩) আর্থিক অবস্থার সামান্য পরিবর্তন হবে।

    মকর
     
    ১) কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন।
     
    ২) পুরনো কোনও বন্ধুর সাথে যোগাযোগ হবে।
     
    ৩) বয়স্ক ব্যক্তিরা আপনার প্রীতিভাজন হবেন।
     
    কুম্ভ
     
    ১) কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও কাজে লাগবে না।
     
    ২) টুকটাক অর্থাগম হলেও আহামরি কোনও উন্নতির আশা নেই।
     
    ৩) যে কাজেই হাত দিন না কেন উদ্বেগ একটা থাকবেই।
     
    মীন
     
    ১) পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।
     
    ২) আর্থিকক্ষেত্র কোনও রকম চলনসই।
     
    ৩) কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ০৭/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ০৭/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে।

    ২) কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে।

    ৩) পূর্বের তুলনায় আয় একটু বাড়বে।

    বৃষ
     
    ১) কর্মক্ষেত্রে নৈরাশ্যের মধ্যেও আশার আলোকপাত হতে পারে।
     
    ২) নতুন কোনও সমস্যার জন্য তৈরি থাকুন।

    ৩) আয়ের ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ।
     
    মিথুন
     
    ১)  মোটামুটি অস্বস্তিকর পরিবেশের মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক।
      
    ২) কোনও সংবাদ কিংবা যোগাযোগ সার্থক রূপ নিতে পারে।
     
    ৩) মনের উপর চাপ থাকবে প্রবল।
     
    কর্কট
     
    ১)  কোনও গুণী ব্যক্তির সহায়তা লাভ।
     
    ২) কোনও আনন্দদায়ক সংবাদ লাভ।
     
    ৩) নতুন দ্রব্য কেনাকাটা। 
     
    সিংহ
     
    ১)  নতুন কোনও যোগাযোগ আসবে, তবে সাফল্যদায়ক হবে না।
     
    ২) কারও সাথে অযথা মতবিরোধ জনিত অশান্তি।
     
    ৩) কাছাকাছি কোথাও ভ্রমণ।
     
    কন্যা
     
    ১) হঠাৎ কোনও সুসংবাদ পাবেন।
     
    ২) সামান্য কোনও ব্যাপার ভাবিয়ে তুলবে।
     
    ৩) কোনও গুণের জন্য সমাদৃত হবেন।
     
    তুলা
     
    ১) আয়ের চেয়ে ব্যয় বাড়বে।
     
    ২) কারও অনুরোধ অনিচ্ছা সত্ত্বেও রাখতে হবে।
     
    ৩) শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে।
     
    বৃশ্চিক
     
    ১) কোনও কাজেই মেজাজ পাবেন না।

    ২) কর্মক্ষেত্রে বা আর্থিক দিক থেকেও একথা একই ভাবে প্রযোজ্য।

    ৩) কোনও শুভ সংবাদ আনন্দ দেবে।
     
    ধনু
     
    ১) কোনও ঘটনায় মানসিক উৎকণ্ঠা এবং কোনও ব্যাপারে কথার খেলাপ হবে।
     
    ২) অপ্রত্যাশিত যোগাযোগ, কোনও দ্রব্য কিংবা অর্থলাভ হবে।
     
    ৩) শুভকর্মে অর্থ ব্যয় ও কারও সহায়তায় উপকৃত হবেন।

    মকর
     
    ১) কোনও সৎকর্মে অর্থ ব্যয় হবে।
     
    ২) কোনও ব্যক্তির কাজ আপনার বিরুদ্ধ বলে মনে হবে।
     
    ৩) কোনও নতুন দ্রব্য লাভ হবে।
     
    কুম্ভ
     
    ১) নতুন কর্মের যোগাযোগ আসতে পারে।
     
    ২) নিজ ভুলে দ্রব্য ক্ষতির সম্ভাবনা।
     
    ৩) দিনটা বেশ আনন্দের মধ্যেই কাটবে।
     
    মীন
     
    ১)  লক্ষণীয় কোনও আর্থিক পরিবর্তন না হলেও টুকটাক অর্থ হাতে আসবে।
     
    ২) মানসিক চাপ যাই থাকুক না কেন দিনটা আনন্দবর্ধক।
     
    ৩) অযাচিত কিছু অর্থ বা দ্রব্য লাভ যোগ বর্তমান।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ০৬/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ০৬/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) দিনের অধিকাংশ সময় সর্বাঙ্গীণ অস্থিরতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে।

    ২) কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বর্তমান থাকবে।

    ৩) সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না।
     
    বৃষ
     
    ১) কর্মক্ষেত্র সম্পর্কে প্রছন্ন উদ্বেগ ও দুশ্চিন্তা থাকলেও আর্থিক উন্নতি ও নতুন যোগাযোগ উৎসাহিত করবে।
     
    ২) অপ্রত্যাশিত যোগাযোগে টুকটাক অর্থ হাতে আসবে।

    ৩) আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করবে।
     
    মিথুন
     
    ১) অবিশ্বাসী ও সন্দেহবাতিক মনোভাব ক্ষতি করতে পারে।
      
    ২) শারীরিক মানসিক, আর্থিক পারিবারিক, কর্ম ও আয়ের ক্ষেত্রে বিপর্যয় বলে মনে হবে।
     
    ৩) কোনও ঘটনায় অপমানসূচক কথা শুনতে পারেন।
     
    কর্কট
     
    ১) দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থা কাজকর্মের ক্ষতি করতে পারে।
     
    ২) টুকটাক অর্থাগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে।
     
    ৩)  শারীরিক অবস্থা ভাল থাকবে না। 
     
    সিংহ
     
    ১) কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা কিংবা কোনও সমস্যা দেখা দিতে পারে।
     
    ২) নতুন কোনও যোগাযোগ আসলেও আর্থিক দিক থেকে বিশেষ কোনও উন্নতি হবে না।
     
    ৩) টুকটাক কিছু অর্থ হাতে আসবে।
     
    কন্যা
     
    ১) কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে না।
     
    ২) সামান্য অর্থ হাতে এলেও আর্থিক টান থেকে যাবে।
     
    ৩) মনটা বিচলিত ও অশান্ত থাকবে।
     
    তুলা
     
    ১) মানসিক চাপ থাকলেও পূর্বের তুলনায় কর্ম ও আর্থিক ক্ষেত্রে সামান্য যোগাযোগ বৃদ্ধি পাবে।
     
    ২) কোনও বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হবে।
     
    ৩) কোনও দূর স্বজনের জন্য উৎকণ্ঠা।
     
    বৃশ্চিক
     
    ১) মনের উপর চাপ বৃদ্ধি।

    ২) কারও কাছে অবিশ্বাসী ও অপমানিত হতে পারেন।

    ৩) শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, কর্ম ও আয়ের ক্ষেত্র বিশেষ উদ্বেগসূচক।
     
    ধনু
     
    ১) কোনও কারণে হঠাৎ মানসিক আনন্দ নষ্ট হবে।
     
    ২) প্রেমিক প্রেমিকাদের অভিমানের জন্য মানসিক অশান্তি ভোগ করতে হবে।
     
    ৩) দেবালয় ভ্রমণ যোগ।

    মকর
     
    ১) কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগ বৃদ্ধি পাবে।
     
    ২) অর্থভাগ্য চলনসই থাকবে আজকে।
     
    ৩) কোনও সংবাদ মানসিক উদ্বেগ সৃষ্টি করবে।
     
    কুম্ভ
     
    ১) দিনটায় মানসিক দিক থেকে একটা ভীতি ও উদ্বেগের ভাব বর্তমান থাকবে।
     
    ২) কর্ম ও আর্থিক ক্ষেত্র কোনওরকম চলনসই।
     
    ৩) কোনও দুর্নামের ভাগীদার হতে হবে।
     
    মীন
     
    ১) সর্বাঙ্গীণ সতর্ক হয়ে চলুন।
     
    ২) হঠাৎ কোনও সমস্যা জটিলতা বৃদ্ধি করতে পারে।
     
    ৩) বিশ্বাসীজন আপনার বিরুদ্ধাচরণ করতে পারে।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ০৬/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ০৬/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) দিনের অধিকাংশ সময় সর্বাঙ্গীণ অস্থিরতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে।

    ২) কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বর্তমান থাকবে।

    ৩) সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না।
     
    বৃষ
     
    ১) কর্মক্ষেত্র সম্পর্কে প্রছন্ন উদ্বেগ ও দুশ্চিন্তা থাকলেও আর্থিক উন্নতি ও নতুন যোগাযোগ উৎসাহিত করবে।
     
    ২) অপ্রত্যাশিত যোগাযোগে টুকটাক অর্থ হাতে আসবে।

    ৩) আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করবে।
     
    মিথুন
     
    ১) অবিশ্বাসী ও সন্দেহবাতিক মনোভাব ক্ষতি করতে পারে।
      
    ২) শারীরিক মানসিক, আর্থিক পারিবারিক, কর্ম ও আয়ের ক্ষেত্রে বিপর্যয় বলে মনে হবে।
     
    ৩) কোনও ঘটনায় অপমানসূচক কথা শুনতে পারেন।
     
    কর্কট
     
    ১) দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থা কাজকর্মের ক্ষতি করতে পারে।
     
    ২) টুকটাক অর্থাগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে।
     
    ৩)  শারীরিক অবস্থা ভাল থাকবে না। 
     
    সিংহ
     
    ১) কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা কিংবা কোনও সমস্যা দেখা দিতে পারে।
     
    ২) নতুন কোনও যোগাযোগ আসলেও আর্থিক দিক থেকে বিশেষ কোনও উন্নতি হবে না।
     
    ৩) টুকটাক কিছু অর্থ হাতে আসবে।
     
    কন্যা
     
    ১) কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে না।
     
    ২) সামান্য অর্থ হাতে এলেও আর্থিক টান থেকে যাবে।
     
    ৩) মনটা বিচলিত ও অশান্ত থাকবে।
     
    তুলা
     
    ১) মানসিক চাপ থাকলেও পূর্বের তুলনায় কর্ম ও আর্থিক ক্ষেত্রে সামান্য যোগাযোগ বৃদ্ধি পাবে।
     
    ২) কোনও বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হবে।
     
    ৩) কোনও দূর স্বজনের জন্য উৎকণ্ঠা।
     
    বৃশ্চিক
     
    ১) মনের উপর চাপ বৃদ্ধি।

    ২) কারও কাছে অবিশ্বাসী ও অপমানিত হতে পারেন।

    ৩) শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, কর্ম ও আয়ের ক্ষেত্র বিশেষ উদ্বেগসূচক।
     
    ধনু
     
    ১) কোনও কারণে হঠাৎ মানসিক আনন্দ নষ্ট হবে।
     
    ২) প্রেমিক প্রেমিকাদের অভিমানের জন্য মানসিক অশান্তি ভোগ করতে হবে।
     
    ৩) দেবালয় ভ্রমণ যোগ।

    মকর
     
    ১) কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগ বৃদ্ধি পাবে।
     
    ২) অর্থভাগ্য চলনসই থাকবে আজকে।
     
    ৩) কোনও সংবাদ মানসিক উদ্বেগ সৃষ্টি করবে।
     
    কুম্ভ
     
    ১) দিনটায় মানসিক দিক থেকে একটা ভীতি ও উদ্বেগের ভাব বর্তমান থাকবে।
     
    ২) কর্ম ও আর্থিক ক্ষেত্র কোনওরকম চলনসই।
     
    ৩) কোনও দুর্নামের ভাগীদার হতে হবে।
     
    মীন
     
    ১) সর্বাঙ্গীণ সতর্ক হয়ে চলুন।
     
    ২) হঠাৎ কোনও সমস্যা জটিলতা বৃদ্ধি করতে পারে।
     
    ৩) বিশ্বাসীজন আপনার বিরুদ্ধাচরণ করতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ০৫/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ০৫/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ছোট কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হবে।

    ২) গৃহে আত্মীয়ের আগমন।

    ৩) অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। 
     
    বৃষ
     
    ১) কর্মক্ষেত্র গতানুগতিক।
     
    ২) টুকটাক অর্থ হাতে আসবে।

    ৩) কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ।
     
    মিথুন
     
    ১)  মাঝে মাঝে মনের দুর্বলতা পেয়ে বসবে।
     
    ২) শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে।
     
    ৩) কোনও সুসংবাদ পাবেন।
     
    কর্কট
     
    ১) মানসিক দুশ্চিন্তা ও দুর্ভাবনা বৃদ্ধি পেলেও মানসিক প্রফুল্লতায় দিনের অধিকাংশ অতিবাহিত হবে।
     
    ২) কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে চলনসই।
     
    ৩) শরীর খারাপ হতে পারে।
     
    সিংহ
     
    ১) মানসিক দুশ্চিন্তা বাড়লেও পূর্বের তুলনায় আয় ও যোগাযোগ বাড়বে।
     
    ২) অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ হাতে আসবে।
     
    ৩) কারও সাথে অযথা কথা কাটাকাটির সৃষ্টি হবে।
     
    কন্যা
     
    ১) মানসিক চাপ কিছুটা কমবে।
     
    ২) কর্মক্ষেত্রের পরিবেশ প্রতিকূল।
     
    ৩) আর্থিক ও আয় নিতান্ত চলনসই।
     
    তুলা
     
    ১) দিনটা বেশ আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে।
     
    ২) কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে।
     
    ৩) পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে।
     
    বৃশ্চিক
     
    ১) কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে।

    ২)  আর্থিক অনটন বর্তমান থাকবে।

    ৩) হঠাৎ কিছু অর্থ হাতে আসবে।
     
    ধনু
     
    ১) আয় ও কর্মক্ষেত্র হতাশার সৃষ্টি করবে।
     
    ২) আর্থিক টানও কিছুটা রয়ে যাবে।
     
    ৩) কারও কথা রক্ষার্থে কোথাও যেতে পারেন।

    মকর
     
    ১) ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে।
     
    ২) উচ্চপদস্থ অথবা বয়স্ক ব্যক্তির বিরূপভাজন হবেন।
     
    ৩) গৃহে দূর স্বজনের আগমন।
     
    কুম্ভ
     
    ১) অযাচিত কিছু অর্থ হাতে আসবে।
     
    ২) ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন।
     
    ৩) ভালো কথা বললেও খারাপ হয়ে দেখা দেবে।
     
    মীন
     
    ১) কোনও আত্মীয়ের সাথে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি হবে।
     
    ২) কোনও ব্যাপারে মানসিক আঘাত পেতে পারেন।
     
    ৩) মানসিক উৎকণ্ঠা ও উদ্বিগ্নতা দেখা দেবে। 

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ০৪/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ০৪/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) দৈহিক সুখ নষ্ট হবে।

    ২) টুকটাক অর্থাগম সাময়িক অসুবিধা কাটিয়ে তুলবে।

    ৩) নতুন কোনও সুযোগ লাভ। 
     
    বৃষ
     
    ১) আর্থিক টানাটানির অবসান না ঘটলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে।
     
    ২) মানসিক অশান্তি বৃদ্ধি।
     
    ৩)  কারও সাথে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি।
     
    মিথুন
     
    ১) কোনও দ্রব্যলাভ কিংবা নতুন কিছু কেনাকাটা হবে।
     
    ২) কোনও আনন্দদায়ক সংবাদ পাবেন।
     
    ৩) সামান্য কথা নিয়ে বচসা কিংবা ঝগড়ার সৃষ্টি হবে।
     
    কর্কট
     
    ১) যাদের গলার রোগ আছে তারা কষ্ট পাবেন।
     
    ২) কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূল।
     
    ৩) কিছুটা হলেও আয় বাড়বে।
     
    সিংহ
     
    ১) কিছুটা হলেও মানসিক অস্থিরতা থাকবে।
     
    ২) কাছাকাছি কোথাও ঘোরাঘুরি হবে।
     
    ৩) অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করবেন।
     
    কন্যা
     
    ১) সামান্য কথাকে বড় করে নিয়ে নিজেই মানসিক কষ্ট পাবেন।
     
    ২)  পূর্বের ভুল সংশোধন করতে হবে।
     
    ৩) অন্যের গৃহে নিমন্ত্রণ ও নতুন দ্রব্য কেনাকাটা হবে।
     
    তুলা
     
    ১) কোনও দ্রব্য অথবা অর্থ ক্ষতি হতে পারে।
     
    ২) বিশেষ কোনও ব্যাপারে অন্যের পরামর্শে লাভবান হবেন।
     
    ৩) কোনও গুণী ব্যক্তির সাহচর্যে আসবেন।
     
    বৃশ্চিক
     
    ১) কোনও দ্রব্য লাভ ও নতুন কিছু কেনাকাটা হবে।

    ২) মনের দুর্বলতা চেপে চলুন নইলে ঝামেলায় পড়বেন।

    ৩) শারীরিক দুর্বলতা দেখা দেবে।
     
    ধনু
     
    ১) কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন।
     
    ২) কোনও শুভ প্রচেষ্টার পক্ষে দিনটা অনুকূল।
     
    ৩) প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি ও ভুল বোঝাবুঝি বর্তমান থাকবে।

    মকর
     
    ১) কারও শত্রুতাচরণে মন ক্ষতিগ্রস্ত হবে।
     
    ২) কথাবার্তায় সংযমী না হলে অশান্তি দেখা দেবে।
     
    ৩) ভালোই আয় করবেন আজকে।
     
    কুম্ভ
     
    ১) কোনও প্রচেষ্টা আশাহত করবে।
     
    ২) তবে কর্ম ও আর্থিক যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে।
     
    ৩) উদ্বেগ কিছুটা থাকবে।
     
    মীন
     
    ১) কোনও ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে।
     
    ২) কাজকর্মে বড় ভুল হতে পারে।
     
    ৩) কর্মক্ষেত্র সম্পর্কে নতুন কোনও সমস্যা উদ্বেগ সৃষ্টি করবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ০৩/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ০৩/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে।

    ২) অযাচিত অর্থলাভের যোগ রয়েছে আজ।

    ৩) কোনও বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে ধর্মালোচনা। 
     
    বৃষ
     
    ১) দিনটা মানসিক দিক থেকে সাময়িক অস্থিরতা বৃদ্ধি করলেও মোটামুটি আনন্দের মধ্যেই সময়াতিপাত করবেন।
     
    ২)  অর্থভাগ্য সুপ্রসন্ন তবে ব্যয়চাপ কমবে না।
     
    ৩) কর্মক্ষেত্র সম্পর্কে কমবেশি দুশ্চিন্তা বর্তমান থাকবে।
     
    মিথুন
     
    ১)  কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক দুশ্চিন্তা বর্তমান থাকবে।
     
    ২) নতুন কোনও কর্মের যোগাযোগ আসতে পারে।
     
    ৩) দুশ্চিন্তার মধ্যে দিয়ে অর্থ আসবে।
     
    কর্কট
     
    ১) কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক অতৃপ্তি থাকবে।
     
    ২) পূর্বের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে।
     
    ৩) কোনও সুসংবাদে উৎসাহিত।
     
    সিংহ
     
    ১)  মনের দিক থেকে মোটেই শান্তি পাবেন না।
     
    ২) কর্মক্ষেত্রের যোগাযোগে একটু ভাটা পড়তে পারে।
     
    ৩) শারীরিক দিক থেকেও অস্বস্তিবোধ করবেন।
     
    কন্যা
     
    ১) দিনটা সর্বাঙ্গীণ আনন্দদায়ক তবে প্রথমভাগে মানসিক অস্থিরতা বর্তমান থাকবে।
     
    ২) বন্ধু সঙ্গ প্রীতি বৃদ্ধি ও কোথাও বেড়াতে যাবেন।
     
    ৩) অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে।
     
    তুলা
     
    ১) দিনটা বেশ আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে।
     
    ২) কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে।
     
    ৩) পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে।
     
    বৃশ্চিক
     
    ১) আপনার বিরুদ্ধে কোনও সমালোচনা মনের উপর চাপ বৃদ্ধি করবে।

    ২) কোনও আঘাতমূলক কথা শুনতে হবে।

    ৩) গুরুজন কর্তৃক তিরস্কৃত হবেন।
     
    ধনু
     
    ১) অপরে আপনার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে উঠতে পারে।
     
    ২) সাময়িক কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হয়ে দেখা দেবে।
     
    ৩) কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা হতাশার সৃষ্টি করবে।

    মকর
     
    ১) কর্মক্ষেত্র পূর্বের তুলনায় অনেকাংশে আশাপ্রদ হলেও গুপ্ত শত্রুর প্রভাব মানসিক শান্তি নষ্ট করতে পারে।
     
    ২) স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক হন।
     
    ৩) আর্থিক টানাটানির অবসান ঘটবে।
     
    কুম্ভ
     
    ১) চিত্ত চঞ্চলতা ও অস্থিরতার মধ্যে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। 
     
    ২) কর্মে আলস্য ও অনিচ্ছার ভাব দেখা দেবে।
     
    ৩) সামান্য আর্থিক উন্নতি হলেও লক্ষণীয় কোনও পরিবর্তন হবে না।
     
    মীন
     
    ১) পূর্বকৃত কর্মের জন্য সম্মানিত হবেন।
     
    ২) কোন গুণী ব্যক্তির সহায়তা লাভ হবে।
     
    ৩) প্রত্যাশিতভাবেই আজ কিছু অর্থ রোজগার করবেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০২/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০২/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

    মেষ

    ১) শুধু শরীর সম্পর্কে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে।

    ২) রোজগার অনেকটাই বাড়বে, নিশ্চিত থাকুন।

    ৩) কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল থাকছে।
     
    বৃষ
     
    ১) অর্থলাভের পক্ষে দিনটি আপনার ভালোই কাটতে চলেছে।
     
    ২) অপ্রত্যাশিত অর্থলাভের যোগও দেখা যাচ্ছে আজকে।
     
    ৩) বন্ধুদের সঙ্গে দিনটি আনন্দে কাটাবেন।
     
    মিথুন
     
    ১) শারীরিক ও মানসিক উৎকণ্ঠা আজ আপনাকে পোহাতে হবে।
     
    ২) কর্মক্ষেত্রেও থাকবে ঝঞ্ঝাট ও উত্তেজনাপূর্ণ পরিবেশ।
     
    ৩) অর্থলাভের ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন, অন্যদিকে ব্যয়ও বাড়বে।
     
    কর্কট
     
    ১) গৃহে বা বন্ধু স্থানীয় কোনও ব্যক্তির সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা প্রবল রয়েছে।
     
    ২) নিজের কোনও গুণের জন্য সমাজের কাছে সমাদর পাবেন।
     
    ৩) মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বৃদ্ধি হবে আজ।
     
    সিংহ
     
    ১) উল্টোপাল্টা ঝামেলায় জড়িয়ে পড়বেন, এর ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে।
     
    ২) শারীরিক দিক থেকেও দিনটি ভালো যাবে না, অস্বস্তি বোধ করবেন কোনও কারণে।
     
    ৩) সতর্ক থাকুন, কারও সাথে অযথা বাদানুবাদ সৃষ্টি হতে পারে।
     
    কন্যা
     
    ১) দিনটা খারাপ ভালো মিশিয়েই কাটবে।
     
    ২) শারীরিক ও মানসিক দিক থেকে অস্বস্তি আজ আপনাকে বয়ে চলতে হবে।
     
    ৩) পূর্ব পরিচিত কোনও ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন পরে সাক্ষাৎলাভ হবে।
     
    তুলা
     
    ১) ছোটখাট ঘটনায় সাময়িক উদ্বেগ হবে, তবে তা ক্ষণস্থায়ী, বাকি দিনটা আনন্দেই কাটবে।
     
    ২) অপ্রত্যাশিতভাবে অর্থলাভের যোগ রয়েছে আজ।
     
    ৩) গৃহে অতিথির আগমন হবে, এর ফলে ব্যয় বৃদ্ধি হবে।
     
    বৃশ্চিক
     
    ১) আর্থিক দিক থেকে দিনটি শুভ।
     
    ২) সতর্ক থাকতে হবে, কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা ও নতুন সমস্যা দেখা দিতে পারে।
     
    ৩) শারীরিক সুখ নষ্ট হবে, কোনও রোগের কারণে।
     
    ধনু
     
    ১) কোনও শুভ প্রচেষ্টার পক্ষে দিনটি মোটেও ভালো নয়, তাই বিরত থাকুন।
     
    ২) আয় ও আর্থিক ক্ষেত্রে কোনও বাধা নেই আজকে।
     
    ৩) বাহ্যিক আনন্দ প্রকাশ পাবে, তবে পুরনো কোনও কারণে মনের দিক থেকে চাপা গুমোট ভাব থাকবে।
     
    মকর
     
    ১) কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা আজকে আপনাকে মোকাবিলা করতে হবে।
     
    ২) শরীর আপনাকে বিপাকে ফেলতে পারে। তবে আয়ের ক্ষেত্রে শুভ দিন।
     
    ৩) তুলনামূলকভাবে ব্যবসায়ীদের আয় বাড়বে।
     
    কুম্ভ
     
    ১) অযথা অর্থ ব্যয় হবে আজকে।
     
    ২) কোনও পূর্ব পরিকল্পনা করে থাকলে তা হঠাৎ বানচাল হওয়ার প্রবল সম্ভাবনা।
     
    ৩) নিজ ভুলে অর্থহানির যোগ রয়েছে।
     
    মীন
     
    ১) পূর্বের কোনও ঘটনার জেরে ফের মানসিক আঘাত পেতে পারেন।
     
    ২) আইন সংক্রান্ত যে কোনও ঝামেলা এড়িয়ে চলুন।
     
    ৩) কর্মক্ষেত্র ও আর্থিক ব্যাপারে আজকের দিনটা ভালোই কাটবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ০১/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ০১/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন।

    ২) খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে।

    বৃষ

    ১) ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে।

    ২) নিজের অজান্তেই কোনও কাজের সুবাদে সকলের প্রীতিলাভ করবেন।

    মিথুন

    ১) কর্মক্ষেত্রে সম্মান পাবেন।

    ২) একাধিক পথে আয় বাড়তে পারে।

    কর্কট

    ১) বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে।

    ২) আগুন থেকে বিপদের আশঙ্কা।

    সিংহ

    ১) অশান্তি থেকে সাবধান থাকা দরকার।

    ২) ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।

    কন্যা

    ১) ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে।

    ২) নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। 

    তুলা

    ১) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    ২) ব্যবসায় সমস্যা বাড়তে পারে।

    বৃশ্চিক

    ১) দাম্পত্য জীবনে অশান্তির সময়।

    ২) ব্যবসায় চাপ বাড়তে পারে।

    ধনু

    ১) অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।

    ২) কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। 

    মকর

    ১) দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়।

    ২) ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার।

    কুম্ভ

    ১) শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়। 

    মীন

    ১) চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি।

    ২) কোনও বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share