Tag: মাধ্যম

  • ED Raids: এসএসসি মামলায় জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা ইডির, এবার ঝোপে ফোন ছুড়লেন তৃণমূল বিধায়ক

    ED Raids: এসএসসি মামলায় জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা ইডির, এবার ঝোপে ফোন ছুড়লেন তৃণমূল বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ফের তেড়েফুঁড়ে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED Raids)। সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কলকাতা সহ একাধিক জেলায় ইডির অভিযান চলেছে। সূত্র অনুযায়ী, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতেও ইডির তল্লাশি অভিযান চলছে। মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি (SSC Recruitment Case)। প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, জীবনকৃষ্ণ সাহা নিজেও বাড়িতেই উপস্থিত রয়েছেন। ইডির অন্তত পাঁচ আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন।

    সাঁইথিয়াতে জীবনকৃষ্ণের পিসির বাড়িতে চলছে ইডি হানা (ED Raids)

    শুধু তার নিজের বাড়ি নয়, জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতেও হানা দিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা (ED Raids)। একইসঙ্গে অভিযান চলছে বীরভূম জেলার সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও। জানা যাচ্ছে, মায়া সাহা সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার পিসি হন। এর আগেও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার নাম উঠে এসেছিল। সেই সময় সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করেছিল। সিবিআই হানার সময় জীবনকৃষ্ণ মোবাইল ফেলে দেন পুকুরে। মোবাইল ফোন উদ্ধার হয় দু’দিন পর। তারপর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছিল ২০২৩ সালের ১৭ এপ্রিল। পরে ২০২৪ সালে তিনি জামিনে মুক্ত হন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জামিনে রয়েছেন। এবার তাঁর আত্মীয়র বাড়িতেও হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    ঝোপে ফোন ছুড়ে ফেললেন জীবনকৃষ্ণ, এবারেও হল না রক্ষা

    সূত্রের মারফত আরও জানা গিয়েছে, শুধুমাত্র জেলাগুলিতেই নয়, কলকাতার একাধিক এলাকাতেও ইডির অভিযান (ED Raids) চলছে। প্রতিটি অভিযানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে (SSC Recruitment Case)। সোমবার সকালেই মুর্শিদাবাদের জীবনকৃষ্ণ সাহার গ্রামের বাড়ির সামনে দুটি গাড়ি এসে দাঁড়ায়—একটিতে ছিলেন ইডির আধিকারিকরা (ED Raids), অন্যটিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রথমে গোটা বাড়ি ঘিরে ফেলা হয়। সূত্রের দাবি, এ বার ইডিকে দেখে পালানোর চেষ্টা করেন জীবনকৃষ্ণ। কেন্দ্রীয় সংস্থার তিন জওয়ান তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। অভিযোগ, পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দিয়েছেন তিনি। পরে তা উদ্ধার করা হয়েছে। এরপর ইডির পাঁচ সদস্যের তদন্তকারী দল বাড়ির ভিতরে প্রবেশ করে এবং জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সম্প্রতি এই মামলাতেই নিউটাউনে ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের বাড়িতেও হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। ইডির আরও একটি দল পৌঁছে যায় পুরুলিয়ায় দুর্নীতি মামলায় জড়িত প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে। পাশাপাশি,  তল্লাশি চলেছে বড়ঞার এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতেও।

  • RSS: ৫ সেপ্টেম্বর যোধপুরে বসছে আরএসএস-এর বার্ষিক অখিল ভারতীয় সমন্বয় বৈঠক, চলবে তিনদিন

    RSS: ৫ সেপ্টেম্বর যোধপুরে বসছে আরএসএস-এর বার্ষিক অখিল ভারতীয় সমন্বয় বৈঠক, চলবে তিনদিন

    মাধ্যম নিউজ ডেস্ক: এ বছরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর অখিল ভারতীয় সমন্বয় বৈঠক (RSS) অনুষ্ঠিত হতে চলেছে রাজস্থানের যোধপুরে (Jodhpur)। এই বৈঠক চলবে ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত, মোট তিন দিন। প্রতি বছরেই সংঘের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। গত বছর এই বৈঠক কেরলের পালাক্কাড় জেলায় অনুষ্ঠিত হয়েছিল। এই জাতীয় সমন্বয় বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ৩২টি শাখা সংগঠনের নির্বাচিত প্রধানরা উপস্থিত থাকবেন বলে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখযোগ্য যে, এই সমস্ত সংগঠন সমাজিক ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করে এবং তারা আরএসএস-এর আদর্শ ও ভাবধারার অনুসারী।

    উপস্থিত থাকবেন সংঘের সরসংঘচালক ড. মোহন ভাগবত

    বৈঠকে প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা তাদের বর্তমান কার্যক্রম ও পরিস্থিতি তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশদ আলোচনা করবেন। সেইসঙ্গে, দেশের ঐক্য, নিরাপত্তা, এবং সামাজিক নীতিসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হবে। সারাদেশে বর্তমানে চলমান নানা বিষয়ে আরএসএস কী পদক্ষেপ করবে, তা নিয়েও এই বৈঠকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন সংঘের (RSS) সরসংঘচালক ড. মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। এছাড়াও উপস্থিত থাকবেন ৩২টি শাখা সংগঠনের জাতীয় সভাপতি, সংগঠন সম্পাদক ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

    শতবর্ষে সংঘ (RSS)

    এই সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল—রাষ্ট্রীয় সেবিকা সমিতি, বনবাসী কল্যাণ আশ্রম, বিশ্ব হিন্দু পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় কিষাণ সংঘ, বিদ্যাভারতী, ভারতীয় মজদুর সংঘ ইত্যাদি। এক্ষেত্রে উল্লেখযোগ্য, চলতি বছরের অক্টোবর মাসেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) তার শততম বর্ষে পদার্পণ করতে চলেছে। আগামী ২ অক্টোবর পড়েছে বিজয়া দশমী। এই উপলক্ষে সমন্বয় বৈঠকে বিশেষ আলোচনা হতে পারে বলে আরএসএস নেতৃত্ব জানিয়েছেন। ইতিমধ্যে নাগপুরে অনুষ্ঠিত হতে চলা বিজয়া দশমী অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। জানা গেছে, এ বছরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

  • Heart Attack Among Women: শুধু পুরুষরা নন, মহিলারাও আক্রান্ত হচ্ছেন হৃদরোগে! কী বলছে নয়া গবেষণা?

    Heart Attack Among Women: শুধু পুরুষরা নন, মহিলারাও আক্রান্ত হচ্ছেন হৃদরোগে! কী বলছে নয়া গবেষণা?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    দেশ জুড়ে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত কয়েক বছরে পুরুষদের পাশপাশি মহিলারাও হৃদরোগে উল্লেখযোগ্য ভাবে বেশি আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, সতর্কতা আর সচেতনতা না বাড়ালে মৃত্যুর আশঙ্কাও বাড়বে। স্বাভাবিক সুস্থ জীবন যাপনের জন্য সচেতনতা জরুরি। সাম্প্রতিক এক গবেষণায় চিকিৎসকেরা জানাচ্ছেন, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা শোনা গেলেও, সবকিছু আচমকা হয় না। কয়েক সপ্তাহ ধরেই শরীর নানান ভাবে জানান দেয়। কিন্তু অসচেতনতার ফলে মানুষ এই ধরনের উপসর্গগুলোর গুরুত্ব বুঝতে পারেন না। বিশেষত ওই গবেষণায় চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মহিলাদের চল্লিশের পরে কয়েকটি লক্ষণ স্পষ্ট হলে কখনোই অবহেলা করা উচিত নয়। বরং বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

    কেন চল্লিশের চৌকাঠ পেরনোর পরে মহিলাদের বাড়তি সতর্কতার নিদান?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মহিলাদের চল্লিশের পরে বাড়তি সতর্কতা জরুরি। তাঁরা জানাচ্ছেন, চল্লিশের পরে অধিকাংশ মহিলার ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। অর্থাৎ পোস্ট মেনোপজ শুরু হয়। এই সময়ে শরীরে হরমোনের একাধিক পরিবর্তন হয়। এর ফলে একাধিক শারীরিক সমস্যাও তৈরি হয়। তাই চল্লিশের পরে শরীর নিয়ে মহিলাদের বাড়তি সতর্কতা জরুরি। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, হরমোনের ভারসাম্য বদলে যাওয়ার কারণে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে মহিলাদের ওজন ওঠানামা করে। অধিকাংশ মহিলা স্থূলতার সমস্যায় ভোগেন। যার সঙ্গে কোলেস্টেরল, রক্তচাপের ওঠানামার সরাসরি সম্পর্ক রয়েছে। এগুলোর প্রভাব হৃদযন্ত্রের উপরে পড়ে। তাই বাড়তি সতর্কতা জরুরি। আবার এই বয়সে মহিলাদের শরীরে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজের মতো একাধিক গুরুত্বপূর্ণ খনিজের চাহিদা ও অনেক সময় পূরণ হয় না। এর ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। মহিলাদের পোস্ট মেনোপজ পর্বে হরমোনের একাধিক পরিবর্তনের জেরে মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে। এর ফলে মানসিক অবসাদ তৈরি হয়। এগুলোও হৃদপিণ্ডের উপরে গভীর প্রভাব ফেলে। তাই চল্লিশের পরে মহিলাদের হৃদরোগ নিয়ে বাড়তি সতর্কতা জরুরি।

    কোন লক্ষণ হার্ট অ্যাটাকের জানান দেয়?

    এক আন্তর্জাতিক সংস্থার সাম্প্রতিক গবেষণায় প্রকাশিত এক রিপোর্টে অনুযায়ী, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেও শরীর কয়েক সপ্তাহ ধরে জানান দেয়। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, সেই ইঙ্গিত সম্পর্কে ওয়াকিবহাল থাকা জরুরি। ওই গবেষণার তথ্য অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে মারাত্মক ভাবে বমি ভাব বেড়ে যায়। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই লক্ষণ প্রবলভাবে দেখা যায়। কয়েকদিন ধরে লাগাতার বমি ভাব এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে তা এড়িয়ে চলা উচিত নয়।

    অনেকেই হজমের গোলমাল ভেবে বিশেষ গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকদের একাংশের পরামর্শ, চল্লিশোর্ধ্ব মহিলার লাগাতার এই বমি ভাব কিংবা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে বারবার রক্তচাপ মেপে নেওয়া জরুরি। কারণ রক্তচাপ খুব বেশি ওঠানামা করলে এবং এই ধরনের উপসর্গ দেখা দিলে বাড়তি সতর্কতা জরুরি। মাথার পিছনে ঘাড় বরাবর যন্ত্রণা অনুভব করলে আগাম সতর্কতা জরুরি বলেই ওই গবেষণায় জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানাচ্ছেন, হার্ট অ্যাটাকের আগে এই ধরনের যন্ত্রণা দেখা যায়। এই ব্যাপারেও সতর্ক হলে বড় বিপদ এড়ানো সহজ হবে।

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হৃদরোগে আক্রান্ত হলে আরেকটি বড় লক্ষণ হলো মস্তিষ্কে অক্সিজেনের অভাব। এর জেরে হঠাৎ করেই জ্ঞান‌ হারানো কিংবা সাধারণ জিনিস ভুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। রক্ত সঞ্চালনে সমস্যা হলেই মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দেয়। আর তার ফলেই জ্ঞান হারানো কিংবা স্মৃতির সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের উপসর্গ নিয়ে বাড়তি সতর্কতা জরুরি বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • DRDO: রুখবে আকাশ পথে হামলা! ওড়িশা উপকূলে সফল ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপনস সিস্টেমের পরীক্ষা

    DRDO: রুখবে আকাশ পথে হামলা! ওড়িশা উপকূলে সফল ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপনস সিস্টেমের পরীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার উপকূলে সফলভাবে পরীক্ষা করা হল দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (IADWS)। এই পরীক্ষাকে (Air Defence Weapon System) দেশের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এই সফল পরীক্ষার কথা জানায়। তারা জানায়, শনিবার গভীর রাত ১২টা ৩০ মিনিট নাগাদ ওড়িশার উপকূলে এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়।

    IADWS হল একটি বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

    IADWS হল একটি বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিভিন্ন ধরনের শত্রু বিমান ও আকাশপথে (Air Defence Weapon System) আক্রমণের হুমকি প্রতিহত করতে সক্ষম। এতে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার-নির্ভর নির্দেশিত অস্ত্র ব্যবস্থা, উন্নত রাডার, লঞ্চার, লক্ষ্য নির্ধারণ ও নির্দেশিকা ইউনিট, ক্ষেপণাস্ত্র, এবং কমান্ড-এন্ড-কন্ট্রোল ব্যবস্থা—যা সম্মিলিতভাবে একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা চক্র গড়ে তোলে (DRDO)। ‘অপারেশন সিঁদুর’-এর প্রায় সাড়ে তিন মাস পর এই প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা দেশীয় প্রযুক্তির (Air Defence Weapon System) ওপর ভারতের আত্মনির্ভরতার প্রতিফলন।

    প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কী বলছেন?

    প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও (DRDO), ভারতীয় সেনাবাহিনী এবং এর সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আইএডিডব্লুএস-এর সফল পরীক্ষার জন্য আমি ডিআরডিও (DRDO), ভারতীয় সেনাবাহিনী এবং এর সঙ্গে যুক্ত বাকি সকলকে অভিনন্দন জানাই। এই অনন্য পরীক্ষা আমাদের দেশের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা সক্ষমতার স্পষ্ট প্রমাণ। এই সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করবে এবং আকাশপথে শত্রু হামলার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” এই উন্নত প্রযুক্তি ভারতের আকাশপথকে (Air Defence Weapon System) আরও নিরাপদ করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • Pakistani: ১৯৫৬ সাল থেকে দুই পাকিস্তানি মহিলা থাকছিলেন বিহারে, ধরা পড়ল বিশেষ নিবিড় সমীক্ষায়

    Pakistani: ১৯৫৬ সাল থেকে দুই পাকিস্তানি মহিলা থাকছিলেন বিহারে, ধরা পড়ল বিশেষ নিবিড় সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহারের ভাগলপুর থেকে ইমরানা খানম এবং ফিরদৌসিয়া খানম নামে দুই পাকিস্তানি (Pakistani) নারীর নাম রাজ্যের ভোটার তালিকায় দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, ইমরানা ১৯৫৬ সালে ৩ বছরের এবং ফিরদৌসিয়া ওই একই বছরে তিন মাসের ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীকালে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন এই বিষয়টি প্রকাশ পায়। এই সময়ে তাদের নাগরিকত্ব যাচাই করা হয় এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়।

    অবৈধভাবে বসবাস

    বিহারের প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, ১৯৫৬ সালে ওই দুই পাকিস্তানি (Pakistani) মহিলা পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিলেন। রেকর্ড থেকে জানা যাচ্ছে, তারা ভিসা নতুনভাবে পুনর্নবীকরণ করেননি এবং অবৈধভাবে বিহারে (Bihar) বসবাস করে গিয়েছেন। পরবর্তীকালে প্রশাসন তাদের বিভিন্ন বিবরণ মিলিয়ে দেখেন এবং বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করেন। এ বিষয়ে বিহারের SIR-এর কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসার ফারজানা খাতুন জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়টি দেখাশোনা করছে এবং ওই দুই পাকিস্তানি (Pakistani) নাগরিকের নাম অপসারণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে বলা হয়েছে।

    সরকারি চাকরিও করতেন ইমরানা

    প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে, ইমরানা খানম একসময় বিহারে সরকারি চাকরিও করেছেন। বিদেশি নাগরিকত্ব থাকা সত্ত্বেও বিভিন্ন জাল সার্টিফিকেট জোগাড় করে তিনি এই কাজ পেয়েছিলেন বলে জানা যাচ্ছে। তার বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে। এর মাধ্যমেই জানা যাবে, কবে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং অতীতে তিনি ভোট প্রদান করেছিলেন কিনা।

    জেলা ম্যাজিস্ট্রেট কী বলছেন

    অন্যদিকে, ভাগলপুরের জেলা ম্যাজিস্ট্রেট ডঃ নওয়াল কিশোর চৌধুরী জানিয়েছেন, বৈধ ভোটার আইডি কার্ড সহ দুই পাকিস্তানি (Pakistani) নাগরিককে চিহ্নিত করা গিয়েছে। তিনি আরও জানান, ভাগলপুরে ২৪ লক্ষ ভোটার রয়েছেন, যাদের যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের। তারা বিভিন্ন বুথে গিয়ে ভোটার যাচাইয়ের কাজ করছেন। এই প্রথমবার এমন একটি ঘটনা ঘটল বলে তিনি উল্লেখ করেন।

  • Donald Trump: ভারত বিরোধী ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের কুশপুতুল নিয়ে বিক্ষোভ নাগপুরের মারবাট উৎসবে

    Donald Trump: ভারত বিরোধী ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের কুশপুতুল নিয়ে বিক্ষোভ নাগপুরের মারবাট উৎসবে

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে নাগপুরে (Nagpur) চলছে মারবাট উৎসব। শনিবার এই উৎসবে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) একটি বিরাট কুশপুত্তলিকা নিয়ে প্রতিবাদ জানানো হয় এবং সেখানে অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা বলতে থাকে যে ভারতীয় পণ্যের উপর আমেরিকার প্রেসিডেন্ট যেভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং পাকিস্তানের সঙ্গে যেভাবে ঘনিষ্ঠ হয়েছেন, তারই প্রতিবাদ হিসেবে তারা এই প্রদর্শনী করছেন।

    কী কী লেখা ছিল কুশপুতুলে?

    বিশাল কুশপুত্তলিকার সঙ্গে অনেক প্ল্যাকার্ড দেখা যায় (Donald Trump)। ওই প্ল্যাকার্ডগুলিতে লেখা ছিল— “আমাদের ভয় দেখানোর জন্য শুল্ক আরোপ করেছে তারা, কিন্তু তারা অচিরেই বুঝবে ভারতের শক্তি।” একইসঙ্গে আরও লেখা ছিল। “আমাদের পণ্যের উপর শুল্ক আরোপ যারা করবে, তাদের নিজেদেরই ব্যবসা ধ্বংস হবে।”

    ট্রাম্পকে চাচা বলে সম্বোধন

    ট্রাম্পকে (Donald Trump) উদ্দেশ্য করে কিছু কিছু আন্দোলনকারী হাতে প্ল্যাকার্ড এনেছিলেন, যেখানে লেখা ছিল— “ট্রাম্প, আপনি ভারতকে বলেছিলেন ‘তুমি আমার বন্ধু’, কিন্তু আপনি পর্দার আড়ালে পাকিস্তানকেই ভালোবাসেন।” কেউ কেউ আবার ট্রাম্পকে চাচা বলে সম্বোধন করে লিখে রাখেন— “আমেরিকান চাচা ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন, তবু রাশিয়ার পণ্য নিজেই গ্রহণ করেন।”

    রাশিয়া থেকে তেল কেনা নিয়ে শুল্ক যুদ্ধ (Donald Trump)

    প্রসঙ্গত, সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার ইস্যুতে ভারতের বিরুদ্ধে তীব্র মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট এবং এই নিয়ে ভারত সরকার ও বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট যা বলছেন তা অনর্থক এবং অযৌক্তিক, এবং ভারত কোথায় ব্যবসা করবে, তা এই দেশ নিজেই ঠিক করবে। রাশিয়া থেকে তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় চুলচে পণ্যের উপর আমেরিকাতে শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে মোট ৫০ শতাংশ। নতুন যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, তা ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। প্রসঙ্গত, নাগপুরের মারবাট উৎসব হলো এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই উৎসবে ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা নিয়ে প্রদর্শন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছেন অনেকে।

  • Guru Granth Sahib: বিশ্ববাসীকে শেখায় মানবতার পাঠ, ২৪ অগাস্ট ‘গুরু গ্রন্থ সাহিব’ প্রকাশ উৎসব

    Guru Granth Sahib: বিশ্ববাসীকে শেখায় মানবতার পাঠ, ২৪ অগাস্ট ‘গুরু গ্রন্থ সাহিব’ প্রকাশ উৎসব

    মাধ্যম নিউজ ডেস্ক: আমাদের দেশ ভারত হল মুনি-ঋষিদের ভূমি। এই ভারতেই রচিত হয়েছে অনেক ধর্মশাস্ত্র, যেগুলি সারা পৃথিবীর মানুষকে পথ দেখিয়েছে এবং নৈতিক জীবন গড়ে তোলার উপদেশ দিয়েছে। এই ধর্মশাস্ত্রগুলির মধ্যে অজস্র গ্রন্থ রয়েছে—বেদ, গীতা, রামচরিতমানস প্রভৃতি (Guru Granth Sahib)। এরই মধ্যে একটি উল্লেখযোগ্য ধর্মীয় গ্রন্থ হল গুরুগ্রন্থ সাহিব, যা ভারতবর্ষের ক্ষেত্রে এক অনন্য স্থান অধিকার করে আছে। সারা পৃথিবীজুড়ে কোটি কোটি মানুষ এই গুরুগ্রন্থ সাহিব-কে অনুসরণ করেন। এটি শুধু শিখ সমাজের ধর্মীয় গ্রন্থ নয়—এখানে আলোচিত হয়েছে মানবতার কথা, নৈতিকতার কথা এবং একটি সৎ, শুদ্ধ জীবনযাপনের পথ।

    স্থাপন করা হয় ১৬০৪ খ্রিস্টাব্দে (Guru Granth Sahib)

    গুরুগ্রন্থ সাহিব (Guru Granth Sahib) প্রথমবার রচনা করা হয় এবং তা হরিমন্দির সাহিব-এ (যাকে আমরা স্বর্ণমন্দির, অমৃতসরে বলি) স্থাপন করা হয় ১৬০৪ খ্রিস্টাব্দে। গুরুগ্রন্থ সাহিব রচনা করেন গুরু অর্জন দেব। একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থের প্রতিষ্ঠা হয়, যেখানে বাবা বুদ্ধজি গ্রন্থটিকে তাঁর মাথার উপর ধারণ করে স্বর্ণমন্দিরের পবিত্র গর্ভগৃহে স্থাপন করেন। এরপর থেকে একে ঘিরে শুরু হয় নানা ধর্মীয় অনুষ্ঠান। গুরুগ্রন্থ সাহিবের প্রথম গ্রন্থি হিসেবে নিযুক্ত হন বাবা বুদ্ধজি, যিনি এই গ্রন্থের দেখাশোনার দায়িত্ব পালন করেন কেয়ারটেকার হিসেবে (Guru Granth Sahib Prakash Utsav)।

    শিখ ধর্মে গুরুগ্রন্থ সাহিব একটি মহান পবিত্র ধর্মগ্রন্থ

    শিখ ধর্মে গুরুগ্রন্থ সাহিব (Guru Granth Sahib Prakash Utsav) একটি মহান পবিত্র ধর্মগ্রন্থ, যেখানে আলোচিত হয়েছে ভ্রাতৃত্ববোধ, আধ্যাত্মিকতা, এবং এক ঈশ্বর বিশ্বাসের কথা। এতে বহু শিখ গুরুর রচিত শ্লোক স্থান পেয়েছে, যেমন—নামদেব থেকে রামানন্দ—প্রত্যেকেই এতে অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের জয়দেব, গুজরাটের ত্রিলোচন, রাজস্থানের ধন্না, সিন্ধ প্রদেশের সাধন—এই সব মহাপুরুষদের রচনাও গুরুগ্রন্থ সাহিবে স্থান পেয়েছে। পরবর্তীকালে ভারতের বাইরে থেকে আগত আক্রমণকারীরা—বাবর থেকে শুরু করে ইব্রাহিম লোদী পর্যন্ত—এদেশে এসে হিংসার পরিবেশ সৃষ্টি করে এবং বহুক্ষেত্রে জোরপূর্বক ধর্মান্তকরণ ঘটায়। এই প্রসঙ্গেই শিখদের প্রথম গুরু গুরু নানক, তাঁর শ্লোকগুলিতে সেইসব শাসকদের নৃশংসতা ও ধর্মদ্রোহী কার্যকলাপের তীব্র সমালোচনা করেন—যারা ধর্মে আঘাত করত এবং সাধারণ মানুষকে নিপীড়ন করত।

  • PM Modi: বিশ্বের অর্থনৈতিক মন্দা সারাতে পারে ভারতই, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    PM Modi: বিশ্বের অর্থনৈতিক মন্দা সারাতে পারে ভারতই, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। ২২ অগাস্ট তাঁর বক্তব্যে উঠে এল ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির কথা এবং তিনি জোর দিয়ে বলেন যে, এই দেশ শুধুমাত্র পৃথিবীর দ্রুত বর্ধনশীল অর্থনীতির (Indian Economy) দিকে এগিয়ে চলেছে তা নয়, একই সঙ্গে সারা বিশ্বজুড়ে যেভাবে অর্থনীতির মন্দা দেখা দিয়েছে, সেখান থেকেও সেই পরিস্থিতিকে টেনে তুলে আনতে পারে ভারতের অর্থনীতি।

    নতুনভাবে লেখা হয়েছে ট্যাক্স আইন (PM Modi)

    তিনি তাঁর বক্তব্যে আরও জানান যে, তাঁর সরকার ভারতের ইনকাম ট্যাক্স আইনকে নতুনভাবে লিখেছে এবং বিগত ৬০ বছরের মধ্যে এই প্রথমবার হয়েছে। এই ইনকাম ট্যাক্স আইনকে (PM Modi) দেশের জনগণের জন্য অতি সরল করে দেওয়া হয়েছে, যার ফলে এই আইন বুঝতে আর কারও অসুবিধা হচ্ছে না।
    তিনি আরও বলেন যে, যেভাবে সংস্কার চলছে তা আগামী দিনেও চলতে থাকবে। সম্প্রতি তিনি বড় ঘোষণা করেছেন জিএসটি সংস্কারের কথা এবং তা দীপাবলিতেই নয়া উপহার হিসেবে দেশবাসীকে (Indian Economy) দেবেন বলে জানিয়েছেন।

    জিসটি নিয়ে কী বললেন?

    তিনি বলেন যে, নতুন জিএসটিতে অনেক জটিল বিষয় সরল করা হয়েছে। এই নতুন জিএসটির ফলে অনেক জিনিসের দাম কমবে। এর ফলে উৎপাদন শিল্প আরও বাড়বে এবং জনগণের মধ্যে জীবনযাত্রার মানোন্নয়ন হবে। তাঁরা অনেক ভালোভাবেই ব্যবসা করতে পারবেন। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে, ২০১৭-র পর থেকে মুদ্রাস্ফীতি এখন সবচেয়ে কম চলছে এবং ইন্টারেস্ট রেটও নিয়ন্ত্রণে রয়েছে। ইপিএফও রেজিস্ট্রেশনের মাধ্যমে ২৪ লাখ নয়া ফর্মাল চাকরির ক্ষেত্র তৈরি করা গিয়েছে বলেও তিনি জানিয়েছেন।

    প্রত্যেক মাসে বিনিয়োগকারীরা এসআইপির মাধ্যমে বিনিয়োগ করছেন

    তিনি বলেন যে, প্রত্যেক মাসে বিনিয়োগকারীরা এসআইপির মাধ্যমে বিনিয়োগ করছেন। প্রথমত স্বাধীনতা দিবসে তিনি যে কথা বলেছিলেন, নয়া দিল্লিতে ওয়ার্ল্ড লিডার্স ফোরামেও তিনি একই কথা বলেন এবং জানান যে ‘মেড ইন ইন্ডিয়া’ খুবই জনপ্রিয় হচ্ছে এবং ভারতেই তৈরি হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ। একইসঙ্গে ৬জি প্রযুক্তির অগ্রগতির নিয়েও তিনি বলেন। নরেন্দ্র মোদি (PM Modi) ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের কথা বলেন এবং এর ভিত্তি হবে ‘আত্মনির্ভর ভারত’—তাও তিনি জানান।

    ভারতের ‘স্পোর্টস ইকোনমি’ আরও বাড়ছে

    ভারতের ‘স্পোর্টস ইকোনমি’ আরও বাড়ছে বলেও তিনি জানিয়েছেন। একই সঙ্গে ওই মঞ্চ থেকে তিনি প্রাইভেট কোম্পানিগুলিকে আহ্বান জানান কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, ক্লিন এনার্জি, ব্যাটারি স্টোরেজ—এই সমস্ত বিষয়গুলিতে এগিয়ে আসার জন্য। বক্তব্যের একেবারে শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান যে, ভারত সম্পূর্ণ প্রস্তুত বিশ্বের উন্নয়নের সামনের সারিতে থাকার জন্য।

  • RSS: শতবর্ষে আরএসএস, বিজয়াদশমীতে নাগপুরে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন রামনাথ কোবিন্দ

    RSS: শতবর্ষে আরএসএস, বিজয়াদশমীতে নাগপুরে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন রামনাথ কোবিন্দ

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সাংস্কৃতিক সংগঠন হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। এই সংগঠন চলতি বছরের বিজয়া দশমীর দিনে ১০০ বছরে পা দিচ্ছে। এই দিনটি পড়েছে ২ অক্টোবর ২০২৫। ১০০ বছর উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে আরএসএস। জানা যাচ্ছে, অক্টোবরের ২ তারিখে বিজয়া দশমী উৎসব সংঘটিত হবে ঠিক সকাল সাতটা চল্লিশ মিনিটে, নাগপুরের (Nagpur) রেশিমবাগ মাঠে। এখানেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৫ সালে এবং তা প্রতিষ্ঠা করেছিলেন ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার(RSS)।

    হাজির থাকবেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রামনাথ কোবিন্দ

    এই উপলক্ষে সেখানে হাজির থাকবেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রামনাথ কোবিন্দ এবং তিনি এই বিজয়া দশমীর সম্মেলনের প্রধান অতিথি হবেন। অন্যদিকে, শততম বর্ষে স্বয়ংসেবকদের (RSS) উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মোহন ভাগবতজি এবং তিনি ব্যাখ্যা করবেন আগামী শতকে সংঘের কাজ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাছে বিজয়া দশমী সর্বদাই একটি আলাদা গুরুত্ব পেয়েছে। এটাই সেই দিন যেদিন ডঃ কেশব বালিরাম হেডগেওয়ার এই সংগঠনের স্থাপন করেছিলেন (Nagpur)। তিনি চেয়েছিলেন একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সাংস্কৃতিক ভারত নির্মাণ করতে।

    জাগরণের বার্তা পৌঁছায় সংঘ

    ১০০ বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) সমাজের প্রত্যেকটি স্তরে কাজ করে চলেছে—তা সে শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, গ্রামীণ উন্নয়ন হোক, দুর্যোগ মোকাবিলা হোক কিংবা সমাজ সংস্কার হোক। প্রতিবছর আরএসএস-এর বিজয়া দশমী কেবলমাত্র একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান হিসেবে পালন করা হয় না বরং এই দিনের মাধ্যমে সারা দেশজুড়ে একটি গভীর ও শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া হয়। এই বার্তা শুধুমাত্র একটি উৎসবের আবহ নয়—এটি এক জাতীয় চেতনার আহ্বান। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে স্মরণ করিয়ে দেওয়া হয় জাতীয় জাগরণের গুরুত্ব, নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা, সাংগঠনিক শক্তির মাধ্যমে সমাজকে ঐক্যবদ্ধ করার তাগিদ এবং মাতৃভূমির প্রতি আত্মনিবেদনের মহান আদর্শ।

  • Gujarat: গাজা হিংসার নামে মসজিদ থেকে অর্থসংগ্রহ! গুজরাট পুলিশের জালে সিরিয়ার ব্যক্তি

    Gujarat: গাজা হিংসার নামে মসজিদ থেকে অর্থসংগ্রহ! গুজরাট পুলিশের জালে সিরিয়ার ব্যক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় ইজরায়েলের আগ্রাসনের নামে গুজরাটের (Gujarat) বিভিন্ন মসজিদ থেকে চলছিল ধারাবাহিক অর্থসংগ্রহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই অর্থ তোলা হচ্ছিল একটি সিরিয়ার একটি গ্যাংয়ের মাধ্যমে, যারা ওই অর্থ গাজার (Gaza) জন্য নয়, নিজেদের লাভের উদ্দেশ্যেই ব্যবহার করছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম আলি মেগাত আল-আজহার, যিনি সিরিয়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট ভিসায় ভারতে বসবাস করছিলেন বলে জানা গেছে।

    নিজেদের স্বার্থেই ব্যবহার করা হত অর্থ (Gujarat)

    পুলিশ সূত্রে জানা গেছে, আজহার ও তাঁর আরও তিন সহযোগী গত কয়েক মাস ধরে গুজরাটের (Gujarat) বিভিন্ন মসজিদ থেকে অর্থ সংগ্রহ করছিলেন। তাঁরা দাবি করতেন, এই অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজার সহায়তার জন্য তৈরি একটি তহবিলে প্রদান করা হবে। তবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, এই অর্থ গাজার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল না বরং চক্রটি তা আত্মসাৎ করছিল। এরপরই অভিযান চালিয়ে আজহারকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে তিনি স্বীকার করেন যে, সংগৃহীত অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হত। তবে এখনও পর্যন্ত তার তিন সহযোগীর কোনো হদিস মেলেনি। পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

    কী বললেন পুলিশ আধিকারিক

    পুলিশের এক আধিকারিক (Gujarat) বলেন, “আজহার-সহ চার যুবকই টুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাজা হিংসার নামে মসজিদগুলি থেকে অর্থসংগ্রহ করে তাঁরা নিজেরা আত্মসাৎ করতেন। তবে এর নেপথ্যে আরও কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।” গুজরাট ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার অফ পুলিশ শরৎ সিংহল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে ৩,৬০০ মার্কিন ডলার এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, এরা সকলেই সিরিয়ার নাগরিক এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসে। ২২ জুলাই তারা কলকাতায় অবতরণ করে এবং এরপর ২ অগাস্ট আমেদাবাদে পৌঁছায়।

LinkedIn
Share