Tag: aadhaar card

aadhaar card

  • Aadhaar Update Tips: আধার কার্ডের ছবি পছন্দ না? বদলান এই সহজ উপায়ে

    Aadhaar Update Tips: আধার কার্ডের ছবি পছন্দ না? বদলান এই সহজ উপায়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমান সময়ে আধার কার্ড (Aadhar Card) ভারতীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে ১২ সংখ্যার আধার নম্বরই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আধার কার্ড আর কেবল আপনার পরচিয়পত্র নয়। এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে সন্তানের স্কুলে ভর্তি ছাড়াও সমস্ত ধরণের সরকারি প্রকল্পের সুবিধা নিতে কাজে লাগে এই কার্ড (Aadhaar Card )। সেই কারণে দেশের নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এই ডকুমেন্ট (Aadhaar Update Tips)।

    তাই এটি জীবনের প্রতিটি পদক্ষেপে লাগলে সবাই এই কার্ডের ছবি নিয়ে সচেতন থাকে (Aadhaar Update Tips)। আধারের ছবি অনেকেরই পছন্দ হয় না। তাই জানেন কি এই ছবিও বদল করা যায়? তবে মনে রাখতে হবে ছবি বদলের কোনও অনলাইন প্রক্রিয়া নেই, আপনাকে কাছের কোনও আধার সেন্টারে গিয়ে এই কাজ সম্পূর্ণ করতে হবে। অন্যান্য তথ্য আপডেট যেমন- নাম, ঠিকানা পরিবর্তন করার সুযোগ অনলাইনে পেলেও ছবি পরিবর্তনের ক্ষেত্রে অনলাইনে কোনও সুবিধা নেই।

    আরও পড়ুন: ১০ বছরে অন্তত একবার আপডেট করতে হবে আধার কার্ডের তথ্য, নয়া গাইডলাইন কেন্দ্রের

    আধার কার্ডে আপনার পুরনো ছবি পরিবর্তন করার পদ্ধতি

    • প্রথমে uidai.gov.in অর্থাৎ UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
    • এরপর এই সাইট থেকে সার্চ এবং ডাউনলোড করুন আধার এনরোলমেন্ট ফর্মটি।
    • তারপর যা যা তথ্য প্রয়োজন সেগুলো সব পূরণ করুন এবং আপনার বাড়ির সব থেকে কাছের আধার এনরোলমেন্ট সেন্টার অথবা আধার সেবা কেন্দ্রতে যান এবং ফর্মটি জমা দিন।
    • এরপর সেখানে উপস্থিত থাকা কর্মী আপনার সমস্ত তথ্য ভেরিফাই করবেন এবং বায়োমেট্রিক ভেরিফিকেশনও করবেন।
    • এবার সেই কর্মী নতুন ছবি তুলে আপনার আধার কার্ডে সেটা আপডেট করে দেবে।
    • এটির জন্য আপনাকে জিএসটি সহ ১০০ টাকা দিতে হবে।
    • পুরো প্রসিডিওর হওয়ার পর এই কর্মী আপনাকে ইউআরএন সহ একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ  দেবেন।
    • আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করা হয়েছে কি না তা পরীক্ষা করতে আপনি এই URN ব্যবহার করতে পারেন।
    • কার্ডের ফটো আপডেট হওয়ার পরে নতুন ফটো সহ একটি আপডেট করা আধার কার্ড ডাউনলোড করুন। 

    আধার কার্ডে ঠিকানা আপডেট করার পদ্ধতি

    • UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://uidai.gov.in) চলে যান।
    • এখনে ‘My Aadhaar’ মেনু ওপেন করুন এবং ‘Update Your Aadhaar’ -এ ক্লিক করুন।
    • এবার ‘Update Demographics Data Online’ অপশনটি ক্লিক করুন।
    • তারপর, সেল-সার্ভিস আপডেট করার জন্য স্ক্রিনে নতুন একটি পোর্টাল খুলবে। এখানে আপনাকে ‘Proceed to update Aadhaar’ অপশনটি বেছে নিতে হবে।
    • আধার নম্বর এবং ক্যাপচা কোড (captcha code) লিখুন।
    • এরপর ‘Send OTP’ অপশনে ক্লিক করুন।
    • তারপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। প্রাপ্ত OTP এন্টার করুন এবং ‘Update Demographics Data’ অপশনে ক্লিক করুন।
    • পরবর্তীতে ‘Address’ অপশনে ক্লিক করুন। এখানে আপনাকে আপনার নতুন বাড়ির ঠিকানা লিখতে হবে এবং উপযুক্ত ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে।
    • এবার সমস্ত তথ্য সঠিক কিনা যাচাই করে নিয়ে ‘Proceed’ লেখা বাটনে ক্লিক করুন।
    • এরপর একটি পেমেন্ট সেকশন বা বক্স ওপেন হবে স্ক্রিনে। এখানে আপনাকে ৫০ টাকা পেমেন্ট করতে হবে।
    • এরপর আপনার মোবাইলে পুনরায় একটি OTP পাঠানো হবে। এটিকে ভ্যারিফাই করুন।
    • তারপর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিন।
    • আর আপনাকে একটি URN নম্বর দেওয়া হবে সেটি ব্যবহার করে আপনি আধার কার্ড আপডেটের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
  • Aadhaar PAN: প্যান আধার লিংক করাননি? কত জরিমানা দিতে হবে জানেন?

    Aadhaar PAN: প্যান আধার লিংক করাননি? কত জরিমানা দিতে হবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অনেক আগেই প্যানের সঙ্গে আধার (Aadhaar PAN) কার্ড লিংক করানোর নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। তার পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। এখনও অনেকেই প্যানের সঙ্গে আধার কার্ড লিংক করে উঠতে পারেননি। অথচ এটা না করালেই নয়। তাই আপনি যদি জানেন যে আপনার প্যানের সঙ্গে আধার লিংক করানো হয়নি, তাহলে সাধু সাবধান! সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) বক্তব্য, আপনি যদি এখনও প্যানের সঙ্গে আধার লিংক করিয়ে উঠতে না পারেন, তাহলে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাবে। সেক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হবে আপনাকে। বন্ধ হয়ে যেতে পারে ফিনান্সিয়াল ট্রানজেকশন। বোর্ডের পরামর্শ, তাই দ্রুত লিংক করিয়ে নিন প্যানের সঙ্গে আধার কার্ড।

    এতে অবশ্য ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি প্যানের সঙ্গে আধার (Aadhaar PAN) লিংক না করিয়ে থাকেন, তাহলে তা করিয়ে ফেলুন। সিবিডিটি এই লিংক করানোর সময়সীমা চলতি বছরের ৩১ মার্চ থেকে বাড়িয়ে করেছে আগামী বছর অর্থাৎ ২০২৩ এর ৩১ মার্চ পর্যন্ত। চলতি বছরের ৩১ মার্চের মধ্যে যাঁরা প্যানের সঙ্গে আধার লিংক করেননি, তাঁদের পেনাল্টি গুণতে হবে। যাঁরা জুনের ৩০ তারিখের মধ্যে প্যান-আধার লিংক করিয়েছেন, তাঁদের জরিমানা বাবদ দিতে হবে ৫০০ টাকা। তবে যেহেতু সেই তারিখ চলে গিয়েছে, তাই এখন যাঁরা করাবেন, জরিমানা বাবদ তাঁদের দিতে হবে ১০০০ টাকা।

    আরও পড়ুন: যারা ভারতের ঐক্য ভাঙার চেষ্টা করছে, তাদের থেকে সাবধান, বললেন মোদি

    ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, প্রতিটি ব্যক্তি যাঁদের ২০১৭ সালের ১ জুলাই প্যান নম্বর দেওয়া হয়েছে এবং যাঁদের আধার নম্বর রয়েছে, তাঁরাই নির্দিষ্ট ফর্ম এবং পদ্ধতি মেনে প্যান আধার (Aadhaar PAN) লিংক করবেন। অন্যভাবে বলা যায়, এই সব ব্যক্তিদের আধার-প্যান লিংক করতে হবে জরিমানা ছাড়া চলতি বছরের ৩১ মার্চের মধ্যে। আর জরিমানা দিলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Pan Aadhaar Link: ৩০ জুনের পর প্যান-আধার লিঙ্ক করলে গুনতে হবে দ্বিগুণ জরিমানা!

    Pan Aadhaar Link: ৩০ জুনের পর প্যান-আধার লিঙ্ক করলে গুনতে হবে দ্বিগুণ জরিমানা!

    মাধ্যম নিউজ ডেস্ক: আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক (PAN-Aadhaar link) করার সময়সীমা ছিল চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত। অনেকেই এই সময়সীমার মধ্যে তা করতে পারেননি। তাই বাড়ানো হয়েছে সময়সীমা। এই সময়সীমা করা হয়েছে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। তবে এজন্য লেট ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। কিন্তু এই সময়সীমার মধ্যেও কেউ প্যান আধার লিঙ্ক করতে অপারগ হলে তাঁকে লেট ফি বাবদ দিতে হবে অতিরিক্ত ৫০০ টাকা। অর্থাৎ সব মিলিয়ে তাঁকে জরিমানা বাবদ গুনতে হবে ১০০০ টাকা। সিবিডিটি-র (CBDT) এক প্রেস বিজ্ঞপ্তিতেই একথা ঘোষণা করা হয়েছে।

    আরও পড়ুন :বার্ষিক ২০ লক্ষের বেশি টাকার লেনদেন করছেন? এখন থেকে নতুন নিয়ম মানতে হবে

    জানা গিয়েছে, একমাত্র লেট ফি দেওয়ার পরেই প্যান-আধার লিঙ্ক করা যেতে পারে। প্যান (PAN) কার্ডের সঙ্গে আধার কার্ড  (Aadhaar card) লিঙ্ক না করালে প্যান কার্ডটি অবৈধ হয়ে যেতে পারে। তাতে দেখা দেবে নানা সমস্যা। কারণ প্যান কার্ড অবৈধ হয়ে গেলে কার্ড হোল্ডার মিউচুয়াল ফান্ড, স্টক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যেসব ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজন, সেসব কাজ তিনি করতে পারবেন না।

    সর্বোপরি, বৈধ প্যান কার্ড না দেখাতে পারলে অ্যাসেসিং অফিসার জরিমানা বাবদ ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা চাইতে পারেন। আয়কর আইনের ১৯৬১-র (I-T Act, 1962) ২৭২ বি ধারায় তিনি ওই জরিমানা দিতে বাধ্য। তাই প্যান কার্ড বৈধ রাখা জরুরি। এটা করতে গেলে প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করা প্রয়োজন।

    [tw]


    [/tw]

    কীভাবে প্যান ও আধার কার্ড লিঙ্ক করবেন—

     

    ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টাল https://incometaxindiaefiling.gov.in/ ওয়েবসাইটে যান।

    এতে আপনার বিবরণ নথিভুক্ত করুন। ইউজার আইডি হবে প্যান। ইউজার আইডি, পাসওয়ার্ড ও জন্ম তারিখ ব্যবহার করে লগ-ইন করুন।

    একটি পপ-আপ উইন্ডো আসবে। তাতে আপনাকে আধারের সঙ্গে আপনার প্যান লিঙ্ক করতে অনুরোধ করা হবে।

    যদি উইন্ডোটি না আসে, তাহলে মেনু বারে প্রোফাইল সেটিংস-এ যান। ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করুন।

    জন্ম তারিখ, লিঙ্গের মতো তথ্যগুলি প্যান কার্ডের তথ্য মতো দিতে হবে। এবার আপনার আধারে উল্লিখিত তথ্যগুলির সঙ্গে স্ক্রিনে প্যান সম্পর্কিত বিবরণ যাচাই করুন৷

    আপনার আধার নম্বর লিখুন এবং এখনই লিঙ্ক করুন বোতামে ক্লিক করুন। এর পরেই আধার কার্ডটি প্যান কার্ডের সঙ্গে লিঙ্কড হয়ে যাবে এবং সেই সংক্রান্ত বার্তাও স্ক্রিনে দেখা যাবে।

    আরও পড়ুন : ভুলবশতঃ হোয়াটস্যাপ মেসেজ ডিলিট করেছেন? চিন্তা নেই, আসছে নতুন ফিচার!

LinkedIn
Share