Tag: Aadhaar

Aadhaar

  • AADHAAR: “ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির প্রধান কারণ আধার”, বললেন ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট  

    AADHAAR: “ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির প্রধান কারণ আধার”, বললেন ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট  

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আধারের (AADHAAR) জয়গান গাইলেন ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট। তাঁর মতে, ভারত যে দ্রুত বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠছে, তার প্রধান কারণ হল ডিজিটাল আইডি বা আধার কার্ড। এই আধার কার্ড প্রায় ১.৪ বিলিয়ন মানুষকে ইস্যু করা হয়েছে। 

    মোদি সরকারের কৃতিত্ব

    ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেই সময় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ভারত ছিল দশম স্থানে। সম্প্রতি এই তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। দীর্ঘদিন এই জায়গাটা দখল করেছিল ইংল্যান্ড। ইংল্যান্ডকে সরিয়ে পঞ্চম স্থান দখল করেছে ভারত। ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট বোর্জে ব্রেন্ডে জানান, তিনি যখন ‘দ্য ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথের’ প্যানেলে, তখন সেখানে তিনি জানিয়েছিলেন, তিনি অসমের এক ঠাকুমাকে দেখেছেন, যিনি তাঁর সেলফোন থেকে নাতি-নাতনিকে টাকা পাঠাচ্ছেন। বর্জ ব্রেন্ডে বলেন, “যদি ভারতের ১.৪ বিলিয়ন মানুষ ডিজিটালি যুক্ত হন, আর বিশ্বের ৭ বিলিয়ন মানুষের মধ্যে যদি ৪ বিলিয়নই যদি ডিজিটালি যুক্ত না হন, তাহলে কী হবে? আপনাদের একটা বিরাট বড় সুযোগ আছে। এটি (আধার) অর্থনৈতিক উন্নতির একটি মানদণ্ড। দারিদ্র দূরীকরণের একটি ধাপও।” 

    আধারের লাভ

    একই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে প্যানেলে থাকা আরও অনেকের মুখেও। তাঁরাও বলেন, “আর্থিক অন্তর্ভুক্তিকরণ (AADHAAR) একটি মাইক্রো এবং ম্যাক্রো বিষয়। আপনি যদি আর্থিক অন্তভুক্তিকরণে যুক্ত না হন, যাঁরা এর বাইরে রয়েছেন, যাঁদের অর্থনৈতিক লেনদেনের টুলগুলি সম্পর্কে কোনও ধারণাই নেই, তাহলে সেটি মারাত্মক বিষয়। দারিদ্রও একটি মারাত্মক বিষয়। আধার প্রোগ্রামের সাহায্যে ভারত যা করছে, তা হল তারা লোকজনকে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত করছে।” তাঁরা এও জানান, এই মুহূর্তে আপনাদের (ভারতের) কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে। মানুষ ফর্মাল অর্থনীতির অংশীদার হচ্ছে। এর মধ্যে আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলিকে অন্তর্ভুক্ত করতে পারি। আমরা সেগুলির দ্রুত শ্রীবৃদ্ধি করতে পারি। স্বাভাবিকভাবেই সেখানে কর্মসংস্থান হবে। সেই কারণেই ভারত দ্রুততমগামী উন্নয়নশীল অর্থনীতির দেশ। কারণ এ দেশের আধার (AADHAAR) অর্থনীতি এখন প্রতিদান দিচ্ছে।

    আরও পড়ুুন: “‘লাল ডায়েরি’ ইস্যুতে ইস্তফা দেওয়া উচিত”, রাজস্থানে গেহলটকে নিশানা শাহের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sundar Pichai: ভারত হবে ডিজিটাল ইকনমির সফল রফতানিকারী দেশ, বললেন সুন্দর পিচাই

    Sundar Pichai: ভারত হবে ডিজিটাল ইকনমির সফল রফতানিকারী দেশ, বললেন সুন্দর পিচাই

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্রুত উন্নতি করছে ভারত (India)। গোটা বিশ্বের কাছে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারি উদ্যোগে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবং আধারের (AADHAAR) মতো জিনিস তৈরি করা হয়েছে। কথাগুলি বললেন গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)।

    সুন্দর পিচাই বলেন…

    সম্প্রতি এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে খড়্গপুর আইআইটির এই প্রাক্তনী বলেন, দেখুন ভারত কীভাবে  ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস, আধার এবং পেমেন্টস স্ট্যাক করেছে। এবং আপনি দেখতে পাবেন একটা খোলামেলা কানেক্টেড স্ট্যাক কীভাবে কাজ করছে। তিনি বলেন, এটাই হল ইন্টারনেট। গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাইয়ের ভবিষ্যদ্বাণী, অদূর ভবিষ্যতে ভারত হবে ডিজিটাল ইকনমির সফল রফতানিকারী দেশ। তিনি আরও বলেন, ভারত সরকারের সঙ্গে গুগলের পার্টনারশিপ একটি গঠনমূলক উদ্যোগ হবে। কেন্দ্রের টেলিকম বিল, নিউ ডেটা বিল এবং রিভিশন অফ দ্য আইটি অ্যক্টের ভূয়সী প্রশংসাও করেন সুন্দর পিচাই। তিনি বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তামাম বিশ্বের সরকার তার দেশের নাগরিকদের নিরাপত্তা ও প্রাইভেসি বজায় রাখতে পারে।

    আরও পড়ুন: হয় কোভিড-বিধি মানুন, নয়তো ভারত জোড় যাত্রা বন্ধ করুন, রাহুলকে চিঠি মাণ্ডব্যর

    প্রসঙ্গত, গুগল এবং অ্যালফাবেট সিইও (Sundar Pichai) যখন এই কথাগুলি বলছেন, তার ঠিক আগে আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান ডেটা প্রোটেকশন বিল, টেলিকম বিল এবং ডিজিটাল ইন্ডিয়া বিল সংসদে পেশ হতে পারে চলতি অধিবেশনেই। রেলমন্ত্রী জানান, ডেটা প্রোটেকশন বিল এবং ডিজিটাল ইন্ডিয়া বিল কৃত্রিম বুদ্ধিমত্তার সেরা সুযোগ নিতে পারবে। অন্যদিকে টেলিকম বিল গ্রাহকের নিরাপত্তার ওপর আলোকপাত করবে।

    প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন সুন্দর পিচাই (Sundar Pichai)। জি-২০ রাষ্ট্রগোষ্ঠীর সভাপতির আসন পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান তিনি। পরে বলেন, আমরা এমন একটি মুক্ত এবং সম্পৃক্ত ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা সকলের জন্য কাজ করবে। এর পর একটি ট্যুইট করেন সুন্দর পিচাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি অগ্রগতির পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Aadhaar: অনলাইনে আধার সংক্রান্ত অভিযোগ জানাবেন কীভাবে, জানেন?  

    Aadhaar: অনলাইনে আধার সংক্রান্ত অভিযোগ জানাবেন কীভাবে, জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের পর দিন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আধার কার্ড (Aadhaar Card)। ব্যাংক (Bank) থেকে শুরু করে নানা সরকারি পরিষেবা পেতে কিংবা পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। ১২ সংখ্যার এই আধার নম্বর ছাড়া জীবন অচল হওয়ার জোগাড়। আধার কার্ডে কোনও ব্যক্তির যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে। কোনও ব্যক্তির নাম, ঠিকানা থেকে প্রয়োজনীয় যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে ওই কার্ডে। কারণ আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিকের তথ্য যুক্ত থাকে। সরকারি কিংবা বেসরকারি সব ক্ষেত্রেই আধার আজকাল বাধ্যতামূলক। আধার সংক্রান্ত অভিযোগ (grievance) জানাতে সম্প্রতি নয়া হেল্প লাইন নিয়ে এল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India)। এই সার্ভিস ব্যবহার করে আধার সংক্রান্ত যে কোনও অভিযোগ জানানো যাবে। ইমেল অথবা অফিসিয়াল আধার ওয়েবসাইট থেকে দুর্নীতি, দুর্ব্যবহার এবং আধার সংক্রান্ত নানান অভিযোগও জানানো যাবে।

    আরও পড়ুন : সদ্যোজাতরাও পাবে আধার কার্ড! নয়া পরিকল্পনা ইউআইডিএআই-এর

    আধার সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হলে অভিযোগ জানাবেন কীভাবে? তার আগে জেনে নেওয়া প্রয়োজন এই সার্ভিস ব্যবহার করে নাগরিকেরা কী কী অভিযোগ জানাতে পারবেন। অফিসিয়াল আধার ওয়েবসাইটে জানানো হয়েছে অপারেটর ও এনরোলমেন্ট এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। যে কোনও সমস্যার জন্য রেজিস্টার্ড ফোন নম্বর থেকে ফোন করে জানানো যাবে অভিযোগ। সেই কারণেই নাগরিকদের জন্য বিশেষ টোল ফ্রি নম্বর চালু করেছে ইউআইডিএআই। আধারের সঙ্গে যে নম্বর লিঙ্ক করা রয়েছে, সেই ফোন থেকে ১৯৪৭ ডায়াল করে অভিযোগ জানানো যাবে। এছাড়া ই-মেলের মাধ্যমেও জানানো যাবে অভিযোগ। সমস্যার কথা জানিয়ে help@uidai.gov.in অ্যাড্রেসে ই-মেইল করুন।

    আরও পড়ুন : ৩০ জুনের পর প্যান-আধার লিঙ্ক করলে গুনতে হবে দ্বিগুণ জরিমানা!

    চ্যাটবট ব্যবহার করেও কমপ্লেন লজ করতে পারেন। uidai.gov.in এ যদি চ্যাটবট থাকে তাহলে আধার সার্ভিসের জন্য ক্যুইক অটোমেটেড রেসপন্স চান। রেসিডেন্ট পোর্টাল এবং ইউআইডিএআই ওয়েবসাইটের মেইন পেজে গিয়ে রাইট বাটন ক্লিক করুন। নীল ‘আস্ক আধার’ আইকনে ক্লিক করুন। এর পরেই চ্যাটবটের সঙ্গে কথা বলা যাবে। হিন্দি এবং ইংরেজি দুই ভাষার সুবিধাই মিলবে। পোর্টালের মাধ্যমেও জানানো যাবে অভিযোগ। সেক্ষেত্রে অভিযোগ জানাতে হবে https://resident.uidai,gov.in/file-complaint অ্যাড্রেসে।   

LinkedIn
Share