মাধ্যম নিউজ ডেস্ক:মহিলাদের ক্ষমতায়ন এবং জাতীয় নিরাপত্তায় তাদের ভূমিকা বাড়ানোর লক্ষ্যে নানা পদক্ষেপ করেছে মোদি সরকার। দেশের নিরাপত্তা ব্যবস্থায় লিঙ্গ-সমতা ও আধুনিকীকরণের দিকে বড় পদক্ষেপ করেছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF)। প্রথমবার সিআইএসএফ-এ গঠিত হয়েছে একটি অল-উইমেন কমান্ডো ইউনিট, যা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সিআইএসএফ-এর এই নতুন ব্যাটালিয়ন মহিলাদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে, যেখানে তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকতে পারবে।
কঠোর প্রশিক্ষণ মহিলা ইউনিট-কে
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) নির্দেশ অনুসারে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে মহিলাদের অংশগ্রহণ ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, এই ইউনিটের প্রথম ব্যাচে থাকা ৩০ জন মহিলা সদস্য বর্তমানে মধ্যপ্রদেশের বারওয়াহতে রিক্রুট ট্রেনিং সেন্টারে (RTC) এক কঠোর কমান্ডো প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এই প্রশিক্ষণ চলবে ২ মাস বা আট সপ্তাহ ধরে। এই প্রশিক্ষণের উদ্দেশ্য, তাদেরকে সামনের সারির ঝুঁকিপূর্ণ নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা। এই প্রশিক্ষণের মধ্যে রয়েছে কুইক রিঅ্যাকশন টিম-এর (QRT) দায়িত্ব, লাইভ-ফায়ার ড্রিল, সহনশীলতা বৃদ্ধির দৌড়, র্যাপেলিং, স্লিদারিং, জঙ্গলে জীবনধারণের কৌশল। এছাড়াও ৪৮ ঘণ্টার একটি বিশেষ মহড়ায় এই মহিলা সিআইএসএফ কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানো হবে।
মহিলা ক্ষমতায়নে বিশেষ ভূমিকা
সিআইএসএফ জানিয়েছে, প্রথম পর্যায়ে ১০০ জন মহিলা কমান্ডোকে প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২৬ সালে আরও ২,৪০০ জন মহিলা কর্মীকে নিয়োগ ও একই মাত্রার কঠোর প্রশিক্ষণ দেওয়া হবে। জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় নারীদের ক্ষমতায়ন ও গুরুত্বপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিআইএসএফ বর্তমানে দেশের বিমানবন্দর, পারমাণবিক স্থাপনা, মেট্রো রেল, ও গুরুত্বপূর্ণ সরকারী ভবনের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত। এই অল-উইমেন কমান্ডো ইউনিট গঠনের মাধ্যমে সিআইএসএফ দেশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।