Tag: Ancient Hindu Idols

  • Ancient Hindu Idols: খননকার্যে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় উদ্ধার প্রাচীন হিন্দু দেবদেবীর মূর্তি

    Ancient Hindu Idols: খননকার্যে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় উদ্ধার প্রাচীন হিন্দু দেবদেবীর মূর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) অনন্তনাগ জেলার একটি ঝর্নার কাছে খনন কাজ চলাকালীন সময়ে বেশ কয়েকটি হিন্দু দেবদেবীর প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিগুলোর মধ্যে একটি শিবলিঙ্গও রয়েছে। খনন কাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, এগুলি সবই পাথরের তৈরি এবং হিন্দু দেব দেবীদের মূর্তি (Ancient Hindu Idols)।

    গবেষণার কাজে ব্যবহার করা হবে মূর্তিগুলি (Jammu And Kashmir)

    জম্মু-কাশ্মীরের পূর্ত (PWD) বিভাগ জানিয়েছে, শ্রমিকরা খননের সময় এই মূর্তিগুলি আবিষ্কার করেন এবং সেগুলি সংরক্ষণের জন্য প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে জম্মু-কাশ্মীরের আর্কাইভ, প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।তাঁরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মূর্তিগুলিকে পরীক্ষার জন্য শ্রীনগরে পাঠানো হবে। সেখানে প্রত্নতাত্ত্বিকদের একটি বিশেষজ্ঞ দল মূর্তিগুলির উপাদান, নির্মাণ পদ্ধতি এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যাচাই করবেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই মূর্তিগুলি অনেক পুরনো এবং কারকোট রাজবংশ বা তারও পূর্ববর্তী কোনো সময়ে তৈরি হতে পারে। তবে সঠিক সময়কাল, নির্মাণশৈলী ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত হতে হলে, জিও-কেমিক্যাল অ্যানালাইসিস, পাথর বিশ্লেষণ এবং অন্যান্য আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে গবেষণা করা হবে।বিশেষজ্ঞরা এই পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে নির্ধারণ করবেন, এই নিদর্শনগুলির ঐতিহাসিক মূল্য কতটা, এবং এগুলির সঙ্গে ওই এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস কীভাবে জড়িত।

    কারকোট রাজবংশের সময়কার মূর্তি হতে পারে (Ancient Hindu Idols)

    প্রসঙ্গত, কাশ্মীরি পণ্ডিতদের কাছে অনন্তনাগ জেলার এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে, এটি কারকোট রাজবংশের সময়কার কোনও প্রাচীন মন্দিরের স্থান হতে পারে। এক গবেষক জানিয়েছেন, যেখানে মূর্তিগুলি পাওয়া গেছে, সেটি জেলার সদর শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে। তিনি আরও বলেন, খননের সময় (Ancient Hindu Idols) ঝর্নার পাশের একটি পুরোনো পুকুর থেকে এই মূর্তিগুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “আমরা চাই এই প্রাচীন নিদর্শনগুলো সুরক্ষিত থাকুক। আমরা সরকারের কাছে আবেদন করছি, যেখানে আগে একটি মন্দির ছিল, সেখানে একটি নতুন মন্দির নির্মাণ করা হোক এবং এই উদ্ধার হওয়া মূর্তিগুলিকে সেখানেই স্থাপন করা হোক।”

LinkedIn
Share