Tag: australia cricket

australia cricket

  • West Indies : ক্যারিবিয়ান ক্রিকেটে লজ্জার দিন, টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

    West Indies : ক্যারিবিয়ান ক্রিকেটে লজ্জার দিন, টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ ওয়েস্ট ইন্ডিজের (Australia vs West Indies)। সাবিনা পার্কে তৃতীয় টেস্টে ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র ২৭ রানে অলআউট ক্যারিবিয়ানরা। যা টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান। ১ রানের জন‍্য রক্ষা পেল লজ্জার বিশ্বরেকর্ড। বিশ্ব ক্রিকেটে এক সময়ের ত্রাস যারা ছিল, তারাই লজ্জার রেকর্ড গড়ল। এর আগে ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউ জিল‍্যান্ড। তার থেকে মাত্র এক রান বেশি করে ওয়েস্টইন্ডিজ। টেস্টে এটাই তাদের সর্বনিম্ন রানের ইনিংস।

    ওয়েস্ট ইন্ডিজের লজ্জা

    অস্ট্রেলিয়ার (Australia vs West Indies) মিচেল স্টার্ক ৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। তিনিই প্রথম বোলার, যিনি ১৫ বলের মধ্যে পাঁচটা উইকেট তুলে নেন। ১৯৪৭ সালে আর্নি টোশাক ও ২০১৫ সালে স্টুয়ার্ট ব্রড ১৯ বলে ৫ উইকেট পেয়েছিলেন। ১০০ তম টেস্টে খেলতে নেমে ৪০০ উইকেট তুললেন স্টার্ক। অন্যদিকে হ্যাটট্রিক করেন স্কট বোলান্ড। ২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বোলান্ড। সাবিনা পার্কে গোলাপি বলের টেস্টে তিন দিনের মধ‍্যে অস্ট্রেলিয়া ১৭৬ রানে জিতে গিয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ২২৫। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে শামার জোসেফ ও আলজারি জোসেফের দাপটে অস্ট্রেলিয়াও ১২১ রানের বেশি করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে ২০৪ রান করতে হত। প্রথম দুটি টেস্টে হেরে থাকা নড়বড়ে ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডার যে গোলাপি বলে রানটা তুলতে পারবে না, তা কার্যত দেওয়াল লিখন ছিল। কিন্তু তারা যে ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যাবে, তা ভাবা যায়নি।

    স্টার্ক-বোলান্ডের নজির

    ওয়েস্ট ইন্ডিজের (Australia vs West Indies) সাত জন ব‍্যাটার শূন‍্য রানে আউট হয়েছেন। এর আগে ১৯৮০ সালে পাকিস্তানের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন। কিন্তু সেটা ১২৮ রানে। বাংলাদেশের ৬ উইকেট পড়েছিল ৮৭ রানে। ম্যাচ এবং সিরিজের সেরা হয়েছেন স্টার্ক। এটা তাঁর শততম টেস্ট। বোল‍্যান্ড হ‍্যাটট্রিক করেছেন। প্রথম বোলার হিসেবে দিন-রাতের টেস্টে হ্যাটট্রিক করার নজির গড়লেন তিনি।

  • T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার! বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

    T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার! বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নতুন পাওয়ার আফগানিস্তান। সম্ভাবনাময় ক্রিকেট উপহার দিচ্ছে রশিদ খানরা। প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল আফগানিস্তান। মঙ্গলবার সকালে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে উঠল তারা। রশিদরা (Afghanistan vs Bangladesh) লিখে ফেলল ইতিহাস। একই সঙ্গে লজ্জার মুখে পড়ল ক্রিকেটের সুপার পাওয়ার অস্ট্রেলিয়া। সেমিফাইনালেই উঠতে পারল না বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিল ব্যাগি গ্রিনরা।

    শেষ ম্যাচ পর্যন্ত লড়াই 

    ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। সেমিফাইনালে ওঠার লড়াই চলল শেষ ম্যাচ পর্যন্ত। মঙ্গলবার খেলতে নামা আফগানিস্তান এবং বাংলাদেশের যেমন সুযোগ ছিল শেষ চারে ওঠার। তেমনই এই ম্যাচের উপর নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। তিন দলের কাছেই সুযোগ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার। এদিন প্রথমে ব্যাট করে ১১৫ রান করে আফগানিস্তান। বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে সেই রান করতে হত ১২.১ ওভারে। কিন্তু সেটা করতে পারলেন না শাকিব আল হাসানেরা। বৃষ্টির কারণে বার বার বন্ধ হল খেলা। বাংলাদেশের লক্ষ্যও বদলে গিয়েছিল। জয়ের জন্য ১৯ ওভারে ১১৪ রান প্রয়োজন ছিল তাদের। শেষ পর্যন্ত ৮ রানে হেরে গেল বাংলাদেশ। সুপার এইট থেকেই বিদায় নিল বেঙ্গল টাইগার্সরা। ছিটকে গেল ক্যাঙ্গারু বাহিনীও। চার পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন রশিদেরা। 

    আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা

    সুপার ৮-এ ভারতের বিরুদ্ধে হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতল আফগানিস্তান। সেমিফাইনালে (T20 World Cup) তাঁদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এদিন প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজের ৪৩ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে আফগানিস্তান (Afghanistan vs Bangladesh)। জবাবে বাংলাদেশ দল ১৭.৫ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায়। আফগানিস্তানের হয়ে অধিনায়ক রশিদ খান ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। শেষ বেলায় ঝটকা দিয়ে নবীন-উল-হকও নেন ৪ উইকেট। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস! বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

    ICC World Cup 2023: ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস! বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সেমিফাইনালের একটি লড়াই নিশ্চিত হয়ে গেল। গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে ভর করে মঙ্গলবার আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে তারা খেলতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১৯৯৯ সালের সেমিফাইনালের রিপ্লে হতে চলেছে এ বারের বিশ্বকাপেও।

    একা হাতে রক্ষা

    আফগানিস্তানের ২৯২ রান তাড়া করতে নেমে একাই অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি যখন নামেন তখনও ম্যাচ জিততে ২৪৪ রান দরকার। ২৪৪ রানের মধ্যে ১২৮ বলে ২১টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ২০১ রান একাই করেছেন ম্যাক্সওয়েল। নবম ওভারে ম্যাক্সওয়েল যখন ক্রিজে এলেন, অস্ট্রেলিয়ার অবস্থা তখন বেশ খারাপ। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে তারা। এরপর ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে অজিরা। তখন মনে হচ্ছিল, আফগানিস্তানের বিরাট জয় এবং আরও একটা অঘটন সময়ের অপেক্ষা। ম্যাক্সওয়েল এর পর একটাই সুযোগ দিয়েছিলেন ৩৩ রানের মাথায়। নুর আহমেদের বলে সুইপ করেছিলেন। শর্ট ফাইন লেগে লোপ্পা ক্যাচ মিস্ করেন মুজিব উর রহমান। ওই মিসের জন্যে তিনি সারাজীবন আক্ষেপ করবেন হয়তো! ওই ক্যাচটা ধরতে পারলে শেষ চারে চলে যেতে পারত আফগানিস্তান। এখন তাদের নির্ভর করতে হবে অনেক অঙ্কের উপর।  

    কী বললেন ম্যাক্সওয়েল

    বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করতে নেমে সব থেকে বেশি রান করেছেন ম্যাক্সওয়েল। চলতি বিশ্বকাপে এর আগে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘‘প্রচণ্ড গরমে ফিল্ডিং করেছি। সেই কারণে সমস্যা হচ্ছিল। ক্র্যাম্প ধরছিল। তাই মাঝে মাঝে শুয়ে পড়ে সেটা ঠিক করার চেষ্টা করছিলাম। শেষ দিকে ব্যথা বাড়ছিল। কিন্তু তার পরেও ব্যাটিং চালিয়ে গিয়েছি।’’

    অস্ট্রেলিয়ার ব্যাটার বলেন, ‘‘আমি সব সময় ইতিবাচক থেকেছি। মনের জোর ধরে রেখেছি। মনকে বুঝিয়েছি যে খারাপ বল পেলে মারব। নিজের উপর বিশ্বাস ছিল। বল দেখে খেলছিলাম। একটা সময়ের পরে ব্যাটে বল খুব ভাল ভাবে আসছিল। তাই শট খেলতে সুবিধা হচ্ছিল। প্রথম দুটো ম্যাচে হারার পরে সবাই ভেবেছিল আমরা আর সেমিফাইনালে উঠতে পারব না। অনেক কিছু জবাব দেওয়ার ছিল। সেটাও দিলাম।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • WTC Final 2023: বলের পর ব্যাট! রোহিতদের ব্যর্থতায় খেলার রাশ অস্ট্রেলিয়ার হাতে

    WTC Final 2023: বলের পর ব্যাট! রোহিতদের ব্যর্থতায় খেলার রাশ অস্ট্রেলিয়ার হাতে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও দাপট অস্ট্রেলিয়ার। প্রথমে ব্যাট হাতে আধিপত্য বজায় রেখেছিলেন হেড-স্মিথ জুটি। পরে বল হাতে ভারতীয় টপ অর্ডারকে সাজঘরে ফেরালেন অস্ট্রেলিয়ার পেসাররা। অজিদের ৪৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে ভারত। এখনও পিছিয়ে ৩১৮ রানে। অসম্ভব কিছু না ঘটলে এবারও আইসিসি ট্রফি হাতছাড়া হতে চলেছে ভারতের। শেষ ২০১৩ সালে কোনও আইসিসি খেতাব জিতেছিল টিম ইন্ডিয়া।

    ব্যাটিংয়ে ভরাডুবি

    ব্যাটিংয়ে (WTC Final 2023) ভারতের শুরুটাই ভালো হয়নি। প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। কামিংসের ভিতরের দিকে ঢুকে আসা বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রোহিত। আইপিএলে সফল শুভমন বল বুঝতেই পারলেন না। স্কট বোলান্ডের বলের লাইন বুঝতে না পেরে বলটি ছেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন বাইরে যাবে। কিন্তু ভিতরে ঢুকে আসে বল। তাতেই বোল্ড হন শুভমন। ৩০ রানে দুই ওপেনারকে হারাতেই চাপে পড়ে যায় ভারত। চেতেশ্বর পূজারা-বিরাট কোহলি জুটির ওপর বাড়তি ভরসা ছিল। জাজমেন্ট দিয়ে অবাক আউট হলেন পূজারার মতো ব্যাটার। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি অস্বস্তিতে পড়লেন মিচেল স্টার্কের বাড়তি বাউন্সে। কট বিহাইন্ড হয়ে ফেরেন বিরাট।  ১৪ রান করে আউট কোহলি। মাত্র ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধরাশায়ী ভারত।

    ধরে খেললেই সফলতা

    ওভালের উইকেটে কী ভাবে ব্যাট করা উচিত তা ভারতের টপ অর্ডারকে শেখালেন রাহানে ও জাদেজা। তাড়াহুড়ো না করলে এই উইকেটে যে রান করা যায় তা দেখালেন তাঁরা। অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন জাদেজা। কিন্তু ৪৮ রানের মাথায় নেথান লায়নের বলে খোঁচা মেরে আউট হলেন তিনি। সবুজ উইকেটে বাঁ হাতি ব্যাটারের সামনে অফ স্পিনার কতটা কার্যকরী হতে পারে সেটা দেখালেন লায়ন। রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোর সিদ্ধান্ত যে ভুল তা আবারও প্রমাণিত হল।

    আরও পড়ুন: ওভালে দাপট হেড-স্মিথের, প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

    রাহানে-জাদেজা জুটি

    প্রথম দিনেই ম্যাচে (WTC Final 2023) পার্থক্য গড়ে দিয়েছিলেন ট্রেভিস হেড ও স্টিভ স্মিথ। দ্বিতীয় দিনের শুরুতেই শতরানে পৌঁছোন স্টিভ স্মিথও।  দ্বিতীয় দিন নিজের প্রথম দুই বলে দু’টি চার মেরে টেস্টে ৩১তম শতরান করেন তিনি। দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের লাইন-লেংথ তুলনামূলক ভাবে ভাল হয়। তার ফলে মাঝেমাধ্যে সমস্যায় পড়ছিলেন শতরান করে খেলা দুই ব্যাটার। তার মাঝেই ১৫০ রান পূর্ণ করেন হেড। তবে মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা ক্রমাগত বাউন্সার দিচ্ছিলেন হেডকে। তার ফলে একটু সমস্যা হচ্ছিল তাঁর। ১৬৩ রানের মাথায় শার্দূল ঠাকুরের বল ফাইন লেগে মারতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেড। হেডের আউটে জুটি ভাঙে। অস্ট্রেলিয়ার ইনিংসে ২৮৫ রান যোগ করেছে হেড-স্মিথ জুটি। জবাবে ভারতীয় দল পার্টনারশিপই গড়তে পারল না। মন্দের ভালো অজিঙ্ক রাহানে-রবীন্দ্র জাদেজা জুটি। ৭১ রান যোগ করে এই জুটি। দ্বিতীয় দিনের শেষে শ্রীকার ভরতের সঙ্গে ক্রিজে রয়েছেন রাহানে (২৯)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share