Tag: Azadi

  • Jammu And Kashmir: সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদের প্রচার, অরুন্ধতী রায়ের লেখা ‘আজাদি’ সহ কাশ্মীরে নিষিদ্ধ ২৫টি বই

    Jammu And Kashmir: সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদের প্রচার, অরুন্ধতী রায়ের লেখা ‘আজাদি’ সহ কাশ্মীরে নিষিদ্ধ ২৫টি বই

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) স্বরাষ্ট্রমন্ত্রক রয়েছে লেফটেন্যান্ট গভর্নরের প্রশাসনের অধীনে রয়েছেন। এই মন্ত্রক ২৫টি বইকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই বইগুলির মধ্যে একটি রয়েছে বামপন্থী লেখিকা অরুন্ধতী রায়-এর লেখা আজাদি (Anti India Propaganda)। এই বইগুলোর বিরুদ্ধে বরাবরই অভিযোগ উঠেছে ভারত-বিরোধী ন্যারেটিভ ছড়ানোর। অরুন্ধতী রায়ের একাধিক লেখা, বক্তব্য ও কর্মকাণ্ডে তিনি ভারতের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও সংহতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ। এই কারণেই তাঁকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়া হয়েছে এবং তাঁর লেখায় রয়েছে মিথ্যা তথ্য ও দেশদ্রোহিতার স্বরূপ। সরকার এই বইগুলিকে ভারতীয় দণ্ডবিধির ৯৮ নম্বর ধারা অনুযায়ী নিষিদ্ধ করেছে। এক নির্দেশে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর সংক্রান্ত কিছু সাহিত্যকর্মে ইচ্ছাকৃতভাবে ভ্রান্ত ব্যাখ্যা উপস্থাপন করা হচ্ছে এবং তা বিচ্ছিন্নতাবাদকে উসকে দিচ্ছে। সরকারের হাতে আসা গোয়েন্দা তথ্য ও তদন্তের ভিত্তিতে এমন প্রমাণ মিলেছে, যেখানে দেখা গেছে— ঐতিহাসিক ও রাজনৈতিক প্রসঙ্গের আড়ালে কিছু লেখনী মিথ্যা প্রচার চালিয়ে যুবসমাজকে হিংসা ও সন্ত্রাসবাদের পথে প্রলুব্ধ করছে। এইসব সাহিত্যকর্মের মাধ্যমে পরিকল্পিতভাবে বিচ্ছিন্নতাবাদী মনোভাব ছড়ানো হচ্ছে বলেই মনে করছে সরকার।

    জম্মু-কাশ্মীরের স্বরাষ্ট্র সচিবের বিবৃতি

    জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) স্বরাষ্ট্র সচিব এক বিবৃতিতে জানিয়েছেন, এই বইগুলোকে নিষিদ্ধ ঘোষণা করার আগে যথাযথ তদন্ত করা হয়েছে এবং বিশ্বস্ত সংস্থার সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এই বইগুলিকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই বইগুলির মধ্যে এমন বিষয় রয়েছে, যা বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করছে এবং তা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য বিপজ্জনক (Anti India Propaganda)।

    হিংসা ও ধর্মীয় উত্তেজনা ছড়ানোর চেষ্টা

    এই কারণেই ভারতীয় দণ্ডবিধির ১৫২, ১০০ এবং ৯৭ নম্বর ধারার আওতায় এগুলো অপরাধ হিসাবে গণ্য হচ্ছে। তাই এই বইগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। সরকার জানিয়েছে, নিষিদ্ধ করার সিদ্ধান্তের পেছনে প্রতিটি বই সম্পর্কে যথেষ্ট তথ্য ও প্রমাণ তাদের কাছে রয়েছে। সেইসঙ্গে এই লেখকরা রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনাগুলিকে মিথ্যার মোড়কে উপস্থাপন করেছেন, হিংসা ও সন্ত্রাসকে উসকানি দিয়েছেন, এমনকি ধর্মীয় উত্তেজনা ছড়ানোর চেষ্টাও করেছেন। সরকারের বক্তব্য, এই বইগুলো পড়ে দেশের যুবসমাজ বিভ্রান্ত হতে পারে (Jammu And Kashmir), তারা সন্ত্রাসবাদের প্রতি আকৃষ্ট হতে পারে, এমনকি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।

    নিষিদ্ধ হওয়া কয়েকটি বইয়ের নাম (Jammu And Kashmir)

    উল্লেখযোগ্য যে, এই ২৫টি বইয়ের লেখকরা মূলত বামপন্থী চিন্তাধারার সমর্থক এবং অনেকেই ইসলামিক মৌলবাদী মতাদর্শের সঙ্গে যুক্ত। এদের মধ্যে কিছু বিদেশি লেখকও রয়েছেন।
    নিষিদ্ধ ঘোষিত গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা:

    অরুন্ধতী রায় – Azadi

    এ.জি. নূরানী – The Kashmir Dispute: 1947–2012

    সুমন্ত্র বোস – Kashmir at the Crossroads, Contested Lands

    ডেভিড দেবদাস – In Search of Future: The Kashmir Story

    অনুরাধা ভাসিন – The Untold Story of Kashmir After 370

    হাফসা খানজুয়াল – Closing Kashmir

    নিষিদ্ধ ইসলামিক মৌলবাদী লেখকদের বই

    মৌলানা আবুল আ’লা মওদুদী – Al-Jihad fil Islam

    হাসান আল বান্না – Mujahid ki Azan

    প্রসঙ্গত, অরুন্ধতী রায় একজন বামপন্থী লেখিকা। তাঁর বিরুদ্ধে বর্তমানে UAPA (Unlawful Activities Prevention Act)-এর আওতায় প্রসিকিউশন চলছে।

    ২০২৪ সাল থেকে অরুন্ধতী রায়ের বিরুদ্ধে চলছে আইনি প্রক্রিয়া

    ২০২৪ সালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি.কে. সাকসেনা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। মূলত তাঁর বিতর্কিত বক্তব্য, দেশবিরোধী মন্তব্য এবং “আজাদি” নিয়ে বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বিতর্ক তৈরি হয়। তিনি ২০১০ সালের ২১ অক্টোবর দিল্লির একটি অডিটোরিয়ামে “Azadi: The Only Way” শিরোনামে বক্তব্য রাখেন, যেখানে তিনি বলেন— কাশ্মীর কখনও ভারতের অংশ ছিল না, ভারতীয় সেনা জোর করে তা দখল করে রেখেছে, এবং কাশ্মীরের (Jammu And Kashmir) স্বাধীনতার পক্ষে তিনি জোরালো আওয়াজ তোলেন। এই বক্তব্যের রেকর্ডিং সামনে আসার পরই তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়। এরপর ২০২৩ সালের অক্টোবরে দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট তাঁর বিরুদ্ধে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়।

LinkedIn
Share