Tag: bangla khabar

bangla khabar

  • WhatsApp: ব্যস্ততায় চ্যাটের অনেক মেসেজ পড়া হয়নি? চিন্তা নেই, হোয়াটসঅ্যাপ আনছে ‘কুইক রিক্যাপ’

    WhatsApp: ব্যস্ততায় চ্যাটের অনেক মেসেজ পড়া হয়নি? চিন্তা নেই, হোয়াটসঅ্যাপ আনছে ‘কুইক রিক্যাপ’

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে একটি অত্যন্ত কার্যকর এবং সময়-সাশ্রয়ী ফিচার, যার নাম কুইক রিক্যাপ (Quick Recap)। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একাধিক চ্যাট থেকে না-পড়া মেসেজগুলির সংক্ষিপ্তসার দেখে নিতে পারবেন সহজেই।

    সর্বাধিক ৫টি চ্যাটের অপঠিত মেসেজের সংক্ষিপ্তসার দেখা যাবে

    ইতিমধ্যেই Android বিটা সংস্করণ ২.২৫.১৯.১৪-তে চালু হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার (WhatsApp), যেখানে না-পড়া মেসেজগুলোর সারাংশ দেখা যাচ্ছিল। এবার এই ফিচারে যুক্ত হচ্ছে আরও অত্যাধুনিক সুবিধা, না-পড়া মেসেজগুলির সংক্ষিপ্তসার একসঙ্গে দেখা যাবে। এই ফিচারটির মাধ্যমে যদি ব্যবহারকারীদের ফোন বন্ধ থাকে বা ইন্টারনেটেও কোনও সমস্যা থাকে, তবুও জমে থাকা মেসেজগুলি দ্রুত পড়ে ফেলা সম্ভব হবে। এই ফিচারের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫টি চ্যাট নির্বাচন করে সেখানকার না-পড়া মেসেজগুলির সারসংক্ষেপ দেখতে পারবেন ব্যবহারকারীরা।

    বজায় থাকবে গোপনীয়তা (WhatsApp)

    না-পড়া বা অপঠিত মেসেজের এই সারসংক্ষেপ তৈরি হবে Private Processing-এর মাধ্যমে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিজেও ব্যবহারকারীর বার্তা কোনওভাবেই পড়তে পারবে না। এর ফলে প্রাইভেসি বজায় থাকবে—ব্যবহারকারীদের অনুমতি ছাড়া কারোর পক্ষেই বার্তার কোনও রকম তথ্য দেখা সম্ভব নয়।

    আপনা আপনি চালু হবে না এই ফিচার

    তবে এই ফিচারটি আপনা-আপনি চালু হবে না। ব্যবহারকারীরা চাইলে সেটিংসে গিয়ে এটি চালু করতে পারবেন। হোয়াটসঅ্যাপ-এর (WhatsApp) তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং শুধুমাত্র বেটা ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। সফলভাবে পরীক্ষামূলক পর্যায় শেষ হলে সকলের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ-এর এই নতুন ফিচার (Quick Recap) ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুফল নিয়ে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, অনেকেই আছেন যাঁরা দিনভর ব্যস্ত থাকেন—তাদের জন্য এক ঝটকায় সমস্ত চ্যাটের সারসংক্ষেপ দেখে নেওয়া সম্ভব হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মূল বিষয়গুলো বুঝে নেওয়া যাবে। প্রযুক্তি প্রয়োগ করে একটি উন্নত অভিজ্ঞতা দিতে চলেছে মার্ক জুকারবার্গ-এর হোয়াটসঅ্যাপ।

  • Nitish Kumar: বিধানসভায় নীতীশ-তেজস্বী তুমুল তর্কযুদ্ধ, কী বললেন বিহারের মুখ্যমন্ত্রী?

    Nitish Kumar: বিধানসভায় নীতীশ-তেজস্বী তুমুল তর্কযুদ্ধ, কী বললেন বিহারের মুখ্যমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহার (Bihar) বিধানসভার বাদল অধিবেশনে তুমুল হট্টগোল। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা তথা লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব। এদিন নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন অভিযান নিয়ে ভাষণ দিচ্ছিলেন তেজস্বী। সেই সময় তাঁকে বাধা দেন মুখ্যমন্ত্রী। তার পরেই শুরু হয়ে যায় নীতীশ-তেজস্বী তর্কযুদ্ধ।

    আপনি কী বলছেন (Nitish Kumar)

    বিহারের মুখ্যমন্ত্রী বলেন, “আপনি কী বলছেন, কেনই বা এসব বলছেন? যখন আপনি ছোট ছিলেন, তখন আপনার বাবা সাত বছর মুখ্যমন্ত্রী ছিলেন, আপনার মা-ও সাত বছর মন্ত্রী ছিলেন। তখন কী অবস্থা ছিল? আমি আপনার সঙ্গেও কিছুদিন ছিলাম। কিন্তু আপনি সঠিক কাজ করেননি। তাই আমি আপনার সঙ্গ ছেড়ে দিয়েছি। আমরা (জেডিইউ এবং বিজেপি) শুরু থেকেই একসঙ্গে ছিলাম এবং এভাবেই থাকব।” তিনি (Nitish Kumar) বলেন, “নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। তাই প্রচারে কেউ যা খুশি, তা-ই বলতেই পারেন।”

    নীতীশ সরকারের উন্নয়নের ফিরিস্তি

    এর পরেই নীতীশ তাঁর সরকার নারী এবং সংখ্যালঘুদের জন্য যেসব কাজ করেছে, তার ফিরিস্তি দেন। মহিলাদের উন্নয়নে বিরোধীরা কোনও কাজই করেনি বলেও এদিন তোপ দাগেন নীতীশ। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার বিহারের উন্নয়নের জন্য রাজ্যকে এখনও সাহায্য করছে। আপনি মহিলাদের জন্য কী করেছেন? মুসলমানদের জন্য কী করেছেন? আমরা সব সম্প্রদায়ের জন্য কাজ করেছি। আপনি জানেন তো?  আপনি তখন শিশু ছিলেন। পাটনায় কি কেউ অন্ধকার নামার পর বাইরে বের হতে পারতেন (Bihar)?”

    ভোটার তালিকা সংশোধনের যে কাজ বিহারে চলছে, তা নিয়েই শাসক জোট এবং বিরোধী দলের মধ্যে বিতণ্ডা হয় এদিন। তার পরেই স্পিকার নন্দ কিশোর যাদব দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। প্রসঙ্গত, মঙ্গলবারই নির্বাচন কমিশন দাবি করেছিল যে, তারা জানতে পেরেছে ভোটার লিস্টে নাম থাকা ভোটারদের মধ্যে ১৮ লাখ মারা গিয়েছেন, ২৬ লাখ ভোটার অন্য কোনও নির্বাচনী এলাকায় স্থানান্তরিত হয়েছেন। প্রায় ৭ লাখ ভোটারের নাম রয়েছে (Bihar) পৃথক পৃথক জায়গার ভোটার তালিকায় (Nitish Kumar)।

  • Al Qaeda: গুজরাটে গ্রেফতার আল কায়েদার সঙ্গে যুক্ত চার জঙ্গি

    Al Qaeda: গুজরাটে গ্রেফতার আল কায়েদার সঙ্গে যুক্ত চার জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে গ্রেফতার চার জঙ্গি। জানা গিয়েছে, এই চারজনই আল কায়েদার (Al Qaeda) সঙ্গে যুক্ত। জাল টাকা চালানোর কারবারের সঙ্গেও এরা জড়িত। বৈশ্বিক জঙ্গি সংগঠন আল কায়েদার মতাদর্শ ছড়ানোর কাজে লিপ্ত ছিল এই চারজন। গুজরাট (Gujarat) অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) তাদের গ্রেফতার করে। এটিএস জানিয়েছে, তিনজনকে গুজরাট থেকে গ্রেফতার করা হলেও, একজনকে ধরা হয়েছে অন্য রাজ্য থেকে।

    গুজরাটে ধৃত ৪ জঙ্গি (Al Qaeda)

    ধৃতেরা হল মহম্মদ ফায়েক, মহম্মদ ফারদিন, সেফুল্লাহ কুরেশি এবং জিশান আলি। সূত্রের খবর, ধৃতেরা সোশ্যাল মিডিয়া এবং সন্দেহজনক কিছু অ্যাপের মাধ্যমে আল কায়েদার মতাদর্শ প্রচার করছিল। তারা ব্যবহার করত ‘অটো-ডিলিট’ অ্যাপ। তাই তারা যাদের সঙ্গে যোগাযোগ করত কিংবা যেসব বিষয়ে কথাবার্তা বলাবলি করত, তার কোনও প্রমাণ থাকত না। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ভারতে আল কায়েদার জাল কতদূর বিস্তৃত, তা জানতে চাইছেন তদন্তকারীরা। গুজরাট এটিএসের কর্তারা জানিয়েছেন, এই চার অভিযুক্ত দীর্ঘদিন ধরে আল কায়েদার সঙ্গে যুক্ত। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিল। এই চারজনের কথাবার্তায় রাজ্যে জঙ্গি কার্যকলাপের ইঙ্গিত পাওয়ার পরই তারা নজরে পড়ে এটিএসের। গুজরাট এটিএস জানিয়েছে, তারা এখন অভিযুক্তদের চ্যাট ও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খতিয়ে দেখছে।

    গ্রেফতার হয়েছিল ৩ বাঙালিও

    প্রসঙ্গত, বছর দুয়েক আগে (Al Qaeda) এই গুজরাটেই আল কায়েদা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল বাংলার তিন যুবককে। রাজকোটের সোনিবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা গ্রেফতার করেছিল তাদের। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছিল পুলিশ। এই তিনজনও ইসলামপন্থী। এদের মধ্যে আবদুল শুকার আলি শেখ এবং সইফ নওয়াজ বর্ধমানের বাসিন্দা। আর আমন মালিকের বাড়ির হুগলির তারকেশ্বরে। সূত্রের খবর, বাংলার ওই তিন যুবক আট মাস ধরে রাজকোটের সোনি বাজারে থাকত। স্থানীয় যুবকদের মগজ ধোলাই করার চেষ্টা করত তারা।

    ২০২১ সালে মধ্যপ্রদেশে ধরা পড়ে আল কায়েদার জঙ্গি মডিউল। বাংলার ওই তিনজন সেই মডিউলের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করেছিল গুজরাট পুলিশ। বাংলাদেশ থেকে গ্রেফতার (Gujarat) করা হয় আবু তালহা নামের এক হ্যান্ডলারকে। তাকে জেরা করেই বাংলার ওই তিনজনের হদিশ পায় গুজরাট পুলিশ (Al Qaeda)।

  • Bangladesh Crisis: এবার হাসিনাকে তাড়ানোর ‘মূল কারিগর’ মাহফুজ আলমের পদত্যাগের দাবি বাংলাদেশে

    Bangladesh Crisis: এবার হাসিনাকে তাড়ানোর ‘মূল কারিগর’ মাহফুজ আলমের পদত্যাগের দাবি বাংলাদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অশান্তির কালো মেঘ ঘনাচ্ছে বাংলাদেশের (Bangladesh Crisis) আকাশে। এবার শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম (Mahufuj Alam) ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখালেন ছাত্র বিক্ষোভকারীরা। এদিন তাঁরা বাংলাদেশ সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়েন শিক্ষা দফতরে। তার পরেই দাবি করা হয় ওই দু’জনের পদত্যাগ। প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগ সুপ্রিমো শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে মূল ষড়যন্ত্রী এই মাহফুজই। তারই ‘পুরস্কার’ স্বরূপ অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের জমানায় তাঁকেই বসানো হয় শিক্ষা বিষয়ক উপদেষ্টার পদে।

    মাহফুজের পদত্যাগ দাবি (Bangladesh Crisis)

    জানা গিয়েছে, এদিন ছাত্ররা সচিবালয়ের এক নম্বর গেটের সামনে জড়ো হন। তাঁরা মাহফুজ ও জোবায়েরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ভাঙচুর করা হয় সেখানে থাকা বেশ কয়েকটি যানবাহন। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। ছাত্র বিক্ষোভকারীদের সাফ কথা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব পদত্যাগ না করলে তাঁরা আরও তীব্র আন্দোলনে নামবেন। সম্প্রতি এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের শিক্ষা দফতর। এই সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন পড়ুয়ারা। এর জেরেই শুরু হয় ছাত্র বিক্ষোভকারীদের আন্দোলন। সূত্রের খবর, পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে অন্তত ১৫ জন জখম হয়েছেন। আন্দোলনকারীদের (Bangladesh Crisis) দাবি মেনে পদত্যাগ করতে বাধ্য করা হয় শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে। ফেসবুকে করা এক পোস্টে মাহফুজ লেখেন, “শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে।” তবে তিনি শিক্ষা উপদেষ্টা পদে ইস্তফা দেননি।

    আগেও উঠেছে এই দাবি

    এবারই প্রথম নয়, এর আগেও মাহফুজের পদত্যাগের দাবি উঠেছে বাংলাদেশে। ২০২৫ সালের মে মাসে ইসলামি আলেম এবং মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যঙ্গ করার অভিযোগে গণঅধিকার পরিষদ মাহফুজের পদত্যাগ দাবি করে। একই দাবি করে বেগম খালেদা জিয়ার বিএনপি-ও। বিশেষজ্ঞদের মতে, এদিনের ছাত্র বিক্ষোভের পর পূর্ণ হল মাহফুজের জীবনের একটি বৃত্ত। ছাত্র বিক্ষোভের জেরে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। দেশের রাশ যায় ইউনূসের হাতে। ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর প্রধান পরিকল্পনাকারী বলে ঘোষণা করেন।

    হাসিনাকে সরানোর মাথা মাহফুজই!

    ইউনূসকে বলতে (Bangladesh Crisis) শোনা গিয়েছে, “সে (মাহফুজ আলম) বারবার অস্বীকার করে যে আমি না, আরও অনেকেই আছে। কিন্তু পুরো ব্যাপারটার পেছনে সে-ই মাথা। এই অসাধারণভাবে সুচিন্তিত ও সূক্ষ্মভাবে পরিকল্পিত কাজের মূল পরিকল্পনাকারী।” তিনি (Mahufuj Alam) এও বলেছিলেন, “এটি হঠাৎ করে হয়নি। বরং একটি একটি খুবই সুচিন্তিতভাবে পরিকল্পিত। আপনি বুঝতেই পারবেন না কে নেতা…তাই কাউকে ধরে বলাও যাবে না যে সব শেষ।” ঘটনাচক্রে, একদিন এই মাহফুজই হাসিনার পতনের মূল কান্ডারি ছিলেন, সে-ই তিনিই এখন নিজেই ছাত্রদের পদত্যাগের দাবির মুখোমুখি। ওয়াকিবহাল মহলের মতে, যদিও আপাতত সচিবকে বলির পাঁঠা করে বিপদ এড়াতে পেরেছেন মাহফুজ, তবে শেষ পর্যন্ত হয়তো তাঁকে নতি স্বীকার করতেই হবে সেই ছাত্র আন্দোলনকারীদের দাবির কাছে (Bangladesh Crisis)।

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

    গত বছরের ১০ নভেম্বর মাহফুজ ইউনূস সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। তবে প্রথমে তিনি কোনও মন্ত্রকের দায়িত্বে ছিলেন না। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার ২০ দিনের মাথায় ২৮ অগাস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছিল তাঁকে। মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের স্নাতক। গত জুলাই-অগাস্ট মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনিই। পরে তাঁকে বসানো হয় শিক্ষা বিষয়ক উপদেষ্টার পদে।

    মাহফুজের ভারত-বিদ্বেষ

    প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ম্যাপ পোস্ট করেছিলেন এই মাহফুজ। সেখানে পশ্চিমবঙ্গের একাংশ, অসম এবং ত্রিপুরাকে তিনি বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখিয়েছিলেন। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। কড়া প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। তার পরেই রাতারাতি পোস্টটি সরিয়ে নিয়েছিলেন মাহফুজই। এই মাহফুজই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক-বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন। অভ্যুত্থানের পরে ছাত্র, নাগরিক (Mahufuj Alam) ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য বৈষম্যবিরোধীদের লিয়াজোঁ কমিটির সমন্বয়কও ছিলেন তিনি। একাধিকবার ভারত বিদ্বেষী নানা কথাও বলতে শোনা গিয়েছে মাহফুজকে (Bangladesh Crisis)। বাংলাদেশের জঙ্গি সংগঠন হিজবুত তাহারির সঙ্গে যুক্ত থাকার একাধিক অভিযোগও রয়েছে মাহফুজের বিরুদ্ধে। তাই তাঁকে সরকারের গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়ায় নানা প্রশ্ন উঠেছিল বাংলাদেশের রাজনৈতিক মহলেই (Mahufuj Alam)।

  • Supreme Court: ৪৯৮(এ) মামলায় প্রথম দু’মাস করা যাবে না গ্রেফতার, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

    Supreme Court: ৪৯৮(এ) মামলায় প্রথম দু’মাস করা যাবে না গ্রেফতার, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: গার্হস্থ্য হিংসা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশিকা বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রসঙ্গত, এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে গার্হস্থ্য হিংসার অন্তর্গত ৪৯৮(এ) ধারায় অভিযোগ দায়েরের পর দুই মাস পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা যাবে না। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) এই নির্দেশিকা কার্যকর থাকবে এবং সমস্ত বিভাগকে তা অবশ্যই মেনে চলতে হবে। প্রসঙ্গত, এলাহাবাদ হাইকোর্ট ২০২২ সালের রায়ে তৎকালীন ভারতীয় দণ্ডবিধির ৪৯৮(এ) ধারার অপব্যবহারের বিষয়ে, অপব্যবহারের ক্রমবর্ধমান প্রবণতা রোধ করার জন্য এই নির্দেশিকা জারি করে।

    “কুলিং অফ পিরিয়ড”-এর সময় করা যাবে না গ্রেফতারি

    আইপিসি’র ৪৯৮(এ) ধারা নিয়ে এলাহাবাদ হাইকোর্ট তখন মনে করেছিল যে স্বামী এবং তার পুরো পরিবারকে মিথ্যা ভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে এই ধারার অপব্যবহারের মাধ্যমে। সেই সময় এলাহাবাদ হাইকোর্ট যে নির্দেশ দেয়, সেখানে তারা জানায় যে এফআইআর বা অভিযোগ দায়েরের পর দুই মাসের “কুলিং অফ পিরিয়ড”-এর সময় কোনও অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি বা পুলিশি ব্যবস্থা নেওয়া যাবে না। এই সময়ের মধ্যে বিষয়টি প্রতিটি জেলার পরিবার কল্যাণ কমিটির কাছে পাঠানো হবে।

    প্রকাশ্যে ক্ষমা চাইতে নির্দেশ মহিলা আইপিএস-কে

    সুপ্রিম কোর্ট (Supreme Court) একজন আইপিএস অফিসারকে, তাঁর প্রাক্তন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। একটি বৈবাহিক মামলায় স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক যন্ত্রণার অভিযোগ তোলেন ওই আইপিএস অফিসার। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট (Supreme Court) তার রায়ে উল্লেখ করেছে যে স্ত্রীর দায়ের করা ফৌজদারি মামলার কারণে তাঁর স্বামী ১০৯ দিন এবং তার শ্বশুর ১০৩ দিন জেলে কাটিয়েছেন। আদালত বলেছে, যে কষ্ট তাঁদেরকে সহ্য করতে হয়েছে, তা অপূরণীয় এবং এই জন্য অফিসারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সুপ্রিম কোর্ট (Supreme Court) বলেছে, ওই মহিলা তাঁর শ্বশুর-শাশুড়ি, স্বামী এবং পরিবারের সদস্যদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন এবং একটি ইংরেজি ও হিন্দি সংবাদপত্রে ওই ক্ষমা চাওয়ার ভাষা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, এই আদেশটি তিন দিনের মধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ ও শেয়ার করতে হবে ।

  • Mohan Bhagwat: ‘‘বিশ্বের যে কোনও সংকট মেটাতে পারে ভারতীয় সভ্যতার মূল্যবোধ’’, বললেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: ‘‘বিশ্বের যে কোনও সংকট মেটাতে পারে ভারতীয় সভ্যতার মূল্যবোধ’’, বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘ভারতীয় সভ্যতার মূল্যবোধই পারে বিশ্বের সংকটগুলির মোকাবিলা করতে।’’ এমনটাই মত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সর সংঘচালক মোহন ভাগবতের। মঙ্গলবার আরএসএস প্রধান (Mohan Bhagwat) বলেন, ‘‘সারা বিশ্বে যে সংকটের পর্বত দেখা দিয়েছে— তা সে বৈষম্য হোক, পরিবেশগত ভারসাম্যহীনতা কিংবা জাতিগত সংঘর্ষ—এই সমস্ত কিছুই সমাধান সম্ভব একমাত্র ভারতীয় মূল্যবোধের দ্বারা।’’ এটাই একমাত্র পবিত্রতম বিকল্প বলে উল্লেখ করেন মোহন ভাগবত

    আধুনিক ইতিহাস তৈরি করা হয়েছে পশ্চিমী ন্যারেটিভকে মেনে

    প্রসঙ্গত, মোহন ভাগবত (Mohan Bhagwat) উপস্থিত ছিলেন একটি অনুষ্ঠানে যার নাম ছিল ‘দশম অনুব্রত ন্যাস নিধি’। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল যৌথভাবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এবং অখিল ভারতীয় অনুব্রত মঞ্চ। মোহন ভাগবত বলেন, ‘‘আধুনিক ইতিহাস যা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে পশ্চিমী ন্যারেটিভকে মেনে এবং সেভাবেই গঠন করা হয়েছে—সেখানে আশ্চর্যজনকভাবে এড়িয়ে যাওয়া হয়েছে ভারতের অবদানকে। আজকে বিশ্বজুড়ে যে বইগুলি প্রচলিত রয়েছে, সেখানে চিন এবং জাপানের সভ্যতা থেকে শুরু করে অনেক কিছুই ঠাঁই পেয়েছে, কিন্তু সেখানে আশ্চর্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে ভারতকে।’’

    বিশ্বমঞ্চে ভারতকে বাদ দেওয়া হয়েছে

    বিশ্বের প্রসঙ্গের পাশাপাশি, মোহন ভাগবত (Mohan Bhagwat) নিজের বক্তব্যে টেনে আনেন ভারতের প্রসঙ্গ। তিনি জানান, বিশ্বমঞ্চে ভারতকে তো বাদ দেওয়া হয়েছে, আবার ভারতের অভ্যন্তরেও শিশুরা যখন ইতিহাস পড়ছে, তখন তাদের দেখানো হয়েছে যে ভারত মানে শুধুমাত্র মুঘল যুগ। বর্তমানে, মোদি সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল বদল এনেছে এবং সেখানে ভারতীয় রাজাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাঁদের ইতিহাসও পড়ানো হচ্ছে। ‘কাটছাঁট’ করা হয়েছে মুঘল যুগকে, কিছু ক্ষেত্রে তা বাদও দেওয়া হয়েছে। মোহন ভাগবতের বক্তব্যে মোদি সরকারের এই সিদ্ধান্তের প্রশংসাও দেখা গিয়েছে। বর্তমানে দেশের সংস্কৃতিকে পুনরুত্থিত করার যে প্রয়াস শুরু করেছে কেন্দ্র সরকার, তাকে তিনি স্বাগত জানান।

    বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অগ্রগতি মেটাতে পারেনি বিশ্বের সমস্যা

    মোহন ভাগবত (Mohan Bhagwat) আরও বলেন, ‘‘বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অগ্রগতি সারা বিশ্বজুড়ে দেখা গেলেও, মানব সভ্যতার যে মূল সমস্যা—তাকে চিহ্নিত করে তা দূর করতে ব্যর্থ হয়েছে এই অগ্রগতি। তিনি বলেন, “বিজ্ঞান আজ বিস্তৃত হয়েছে, মানবীয় জ্ঞান থেকে ক্রোমোজোম এবং জিন—সমস্ত কিছু তারা স্পর্শ করেছে, চাঁদ, মঙ্গল গ্রহ, সব জায়গায় পৌঁছেছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, গরিব ও ধনীর মধ্যে এক বিশাল ফারাক তৈরি হয়েছে এবং তা ক্রমাগত চওড়া হচ্ছে। যাঁরা বিত্তশালী, তাঁরা আজ সৎভাবে স্বীকার করছেন যে তাঁরা ভিতরে অসুখী।’’ অর্থাৎ মোহন ভাগবতের বক্তব্য অনুযায়ী প্রযুক্তি বা বিজ্ঞান সমাধান দিতে পারেনি এই অসুখের।

    সাম্যবাদ ও পুঁজিবাদ নিয়ে কী বললেন তিনি

    তিনি আরও বলেন, ‘‘বিশ্বের সমস্ত সভ্যতাই পরখ করেছে রাজতন্ত্র, অঞ্চলভেদে আলাদা আলাদা সরকার, পুঁজিবাদ (ক্যাপিটালিজম), সাম্যবাদ (কমিউনিজম)।’’ এরপর তিনি বলেন, “এই সমস্ত মতাদর্শ উঠে এসেছে একটি অসম্পূর্ণ দর্শন থেকে এবং তারা গোটা বিশ্বকে একপাক্ষিক চোখে দেখেছে। কিন্তু এদের সঙ্গে যদি তুলনা করা হয় ভারতীয় সভ্যতার, তাহলে দেখা যাবে—এখানে সম্প্রীতি আছে, আত্মনির্ভরতা আছে।”

    সমগ্র সৃষ্টির কল্যাণে কাজ করে ভারতীয় মূল্যবোধ

    মোহন ভাগবত বলেন, “ভারতের ঐতিহ্য হল সকলকে এই শিক্ষা দেওয়া যে আমরা যা করব, সেটা যেন সমগ্র সৃষ্টির কল্যাণে লাগে।” তিনি আরও বলেন, “ধর্ম ছাড়া ধন-সম্পদ এবং কোনও কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, শেষ পর্যন্ত অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।” তিনি উল্লেখ করেন, ‘‘আদিবাসী সম্প্রদায়—যাঁরা ভারতবর্ষে প্রাচীনকাল থেকে বসবাস করছেন—তাঁরা প্রকৃতির মধ্যেই বেঁচে থাকেন এবং আধুনিক প্রবণতা ও সভ্যতাকে সমালোচনা করেন।’’ তাঁর মতে, “আজ আমরা অনেক কিছুই করি সংবাদমাধ্যম বা ইন্টারনেটে যা পাই সেই অনুসারে। আমরা আমাদের চিন্তাভাবনার উপরে অন্যের প্রভাব তৈরি করেছি।” তিনি বলেন, “পরিবর্তন আনতে হবে ব্যক্তির মধ্যে, পরিবারের মধ্যে।”

    আগে জাগতে হবে ভারতকে

    মোহন ভাগবত বলেন, “ভারত কখনও এটা মনে করে না যে ভারতীয় মডেলকে তারা অন্য সভ্যতার উপর চাপিয়ে দেবে। বরং আমরা আমাদের নিজস্ব মূল্যবোধ দ্বারা পরিচালিত এবং প্রভাবিত—সেই পথে থেকেই আমরা বিশ্বের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করতে চাই।” তিনি বলেন, “ছোট কিন্তু সচেতন পদক্ষেপের মাধ্যমে আমরা সমাজকে বদলাতে চাই, বদলাতে চাই বিশ্বসভ্যতাকেও। তিনি বলেন, ‘‘বর্তমান বিশ্বের যে কোনও সমস্যা—সম্পদ নিয়ে সংঘর্ষ হোক বা সংস্কৃতি নিয়ে সংঘাত—তার সমাধান রয়েছে ভারতীয় সভ্যতার মূল্যবোধে।’’ তাঁর নিজের ভাষায়, “প্রথমে ভারতকে জাগতে হবে। সেটা সম্ভব হলেই, বিশ্বের সমস্ত সমস্যার সমাধান সম্ভব হবে।”

  • Weather Update: ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ! বুধবার রাত থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তর?

    Weather Update: ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ! বুধবার রাত থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তর?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, একইসঙ্গে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ অঞ্চলও। এই দুইয়ের মিলিত প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দুর্যোগের প্রকোপ আরও বাড়বে (Weather Update)। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, চিন ও ভিয়েতনামে ঘূর্ণিঝড় ‘উইফা’ আছড়ে পড়েছে। তার প্রভাবেই উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার। পরবর্তী ৪৮ ঘণ্টায় এই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস (South Bengal)।

    বুধবার রাতেই ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে (Weather Update)

    জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপরে তিনটি পৃথক ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একই সময়ে, রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুও সক্রিয়ভাবে কাজ করছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে, যার ফলে দক্ষিণবঙ্গে (Weather Update) কয়েক দিন ধরে ঝড়বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। বুধবার দিনের বেলায় কিছুটা অস্বস্তিকর গরম থাকতে পারে, তবে রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহে বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    দুর্যোগ বাড়বে বৃহস্পতিবার থেকে

    দুর্যোগ আরও বাড়বে বৃহস্পতিবার থেকে (Weather Update)। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলির জন্য রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    উত্তরবঙ্গে আপাতত বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা নেই

    বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

    সমুদ্র থাকবে উত্তাল (Weather Update)

    নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। এর জেরে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

  • TMC Rule: তৃণমূলের আমলে রাজ্য থেকে পাততাড়ি গুটিয়েছে ৬ হাজার ৬৮৮টি সংস্থা! সংসদে জানাল কেন্দ্র

    TMC Rule: তৃণমূলের আমলে রাজ্য থেকে পাততাড়ি গুটিয়েছে ৬ হাজার ৬৮৮টি সংস্থা! সংসদে জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালির অস্মিতাকে হাতিয়ার করে ২১ জুলাই ধর্মতলার জনসভায় (West Bengal) হাওয়া গরম করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের (TMC Rule) সর্বময়কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের আমলে পশ্চিমবঙ্গে শিল্পের করুণ দশার ছবি তুলে ধরলেন কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা। মঙ্গলবার রাজ্যসভায় তিনি জানান, ১ এপ্রিল ২০১১ থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত গত ১৪ বছরে পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে ৬ হাজার ৬৮৮টি সংস্থা। এদিন রাজ্যসভার সদস্য তথা বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে এই তথ্য দেন মন্ত্রী। প্রসঙ্গত, ২০১১ সালের মে মাসে ৩৪ বছরের বাম শাসনের অবসানের পর রাজ্যের ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

    অমিত মালব্যর কটাক্ষ (TMC Rule)

    কেন্দ্রীয় মন্ত্রীর জবাবের প্রেক্ষিতে বিজেপির জাতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসকে নিশানা  করেন। তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ১ এপ্রিল ২০১১ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে ৬ হাজার ৬৮৮টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস অন্য ভারতীয় রাজ্যে স্থানান্তর করেছে। এই ৬ হাজার ৬৮৮টির মধ্যে ১১০টি কোম্পানি সেই সময় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ছিল।” শানিত বাক্যবাণেও এদিন মালব্য বেঁধেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন, “এই ব্যাপক ব্যবসা প্রতিষ্ঠানগুলির স্থানান্তর রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাসনের শিল্প পরিবেশের একটি হতাশাজনক ছবি তুলে ধরে।” তিনি বলেন, “এক সময় যেখানে পশ্চিমবঙ্গ ছিল শিল্প-ব্যবসার কেন্দ্র, সেখানে আজ দুর্বল শাসন, নীতির অস্থিরতা এবং বিনিয়োগকারীদের আস্থার অভাবের কারণে কোম্পানিগুলি রাজ্য ছেড়ে চলে যাচ্ছে (West Bengal)।”

    কী বললেন মন্ত্রী

    এদিন রাজ্যসভায় লিখিত জবাবে মন্ত্রী জানান, ২০১৫-১৬, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ সালে যথাক্রমে ৮৬৯, ৯১৮ এবং ১,০২৭টি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে তাদের রেজিস্টার্ড অফিস স্থানান্তর করেছে। এই তিন বছরের সময়টা তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম ও দ্বিতীয় মেয়াদের সঙ্গে মিলে যায় (TMC Rule)। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নেওয়ার আগেও শমীক এই ইস্যুটি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে রাজ্য থেকে শিল্পপতিরা পালিয়ে যাচ্ছেন।

    আগেও প্রশ্ন করেছিলেন শমীক

    গত ডিসেম্বরেও রাজ্যসভায় শমীক মোট চারটি প্রশ্ন জমা দিয়েছিলেন। তারই একটি ছিল, ২০১৯ থেকে ২০২৪ এই পাঁচ বছরে পশ্চিমবঙ্গের ক’টি সংস্থা ঠিকানা বদলে অন্য রাজ্যে গিয়েছে? সেই সময়ও লিখিত বিবৃতিতে মন্ত্রী জানিয়েছিলেন, ভারতের কোম্পানি আইনের ১৩(৪) ধারা মোতাবেক যে কোনও সংস্থা তাদের ঠিকানা এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যেতে পারে। এই স্থানান্তরের কারণ হিসেবে মন্ত্রী বলেন, “প্রশাসনিক কাজের সুবিধা-অসুবিধার জন্য অনেকে ঠিকানা বদল করেছে। যোগাযোগ ব্যবস্থা, পরিচালন খরচ এবং পরিচালনার সুবিধার মতো কারণও দেখিয়েছে অনেক সংস্থা (TMC Rule)।”

    বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে কটাক্ষ শমীকের

    কেন্দ্রের তরফে ওই তথ্য হাতে পেয়েই সেবার রাজ্য সরকার আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করেছিলেন শমীক। তিনি বলেছিলেন, “এই রাজ্যে সরকারি খরচে ঢাকঢোল পিটিয়ে গ্লোবাল বিজনেস সামিট হয়। কিন্তু কোনও সংস্থা টিকে থাকে না। এটা আমরা অনেক দিন ধরেই বলছি (West Bengal)। এবার কেন্দ্রের রিপোর্টে সেটা সত্য বলে জানা গেল।” বিজেপি সাংসদ এও বলেছিলেন, “গোটা দেশেই যখন উন্নয়নের জোয়ার বইছে, নতুন নতুন বিনিয়োগ আসছে, তখন বাংলায় কাজের পরিবেশ না থাকায় একের পর এক সংস্থা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে (TMC Rule)। প্রসঙ্গত, বাম জমানায় শ্রমিক ধর্মঘট ও ‘বিদ্রোহে’র জেরে ঝাঁপ পড়েছিল একের পর কারখানায়। তৃণমূল জমানায় সেগুলির কোনওটিরও ঝাঁপ খোলেনি, বরং বন্ধ হয়ে গিয়েছে আরও অনেক সংস্থা। পেটের টানে পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে চলে যাচ্ছেন বহু বাঙালি। একুশের মঞ্চে এসবের ধারপাশ দিয়ে যাননি তৃণমূল নেত্রী। যদিও

    জনতার দৃষ্টি ঘোরানোর চেষ্টা মমতার

    শমীকের অভিযোগ খণ্ডন করতে ধর্মতলার সমাবেশ মঞ্চকেই বেছে নিয়েছিলেন মমতা। ওই সমাবেশে জনতার দৃষ্টি ঘোরাতে উল্টে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারকেই দোষেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওরা (বিজেপি) বলে বাংলায় কাজ নেই, তাই মানুষ চলে যাচ্ছে। আমি তথ্য দিচ্ছি ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ২৩ হাজার মানুষ দেশ ছেড়েছেন। ২০১৯ সালে ৭ হাজার, ২০২০ সালে ৫ হাজার, ২০২১ সালে সাড়ে ৭ হাজার, ২০২২ সালে ৮ হাজার, ২০২৩ সালে ৫ হাজার ১০০, ২০২৪ সালে ৪ হাজার ৩০০ ও ২০২৫ সালে সাড়ে ৩ হাজার জন দেশ ছেড়েছেন। বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী মোট ১৭ লাখ ১০ হাজার ৮৯০ জন দেশ ছেড়েছেন। কিন্তু কোনও শিল্পপতিকে (West Bengal) বাংলার বাইরে যেতে হয়নি। বরং তাঁরা বাংলায় আসছেন। কারণ এখানে ব্যবসার প্রসার ঘটছে।” যদিও তিনি জানাননি, কোন কোন শিল্পপতি বাংলায় আসছেন, কতগুলিই বা শিল্প হয়েছে (TMC Rule)।

  • PM Modi: লন্ডনে পা রাখলেন মোদি, বৈঠক করবেন স্টারমারের সঙ্গে, সই হবে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি

    PM Modi: লন্ডনে পা রাখলেন মোদি, বৈঠক করবেন স্টারমারের সঙ্গে, সই হবে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার লন্ডনে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এবং এখানে তিনি মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Deal) সম্পাদন করবেন ব্রিটেনের সঙ্গে, যাকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি খালিস্তানপন্থীদের কথাও উঠে আসবে এই আলোচনায় — এমনটাই মনে করা হচ্ছে, কারণ ব্রিটেনে সম্প্রতি বাড়বাড়ন্ত দেখা গিয়েছে খালিস্তানপন্থীদের। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়ির উপর হামলার ঘটনাও ঘটেছে সেখানে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির এটি চতুর্থ ব্রিটেন সফর বলে জানিয়েছেন ভারতের বিদেশ দফতরের মুখপাত্র বিক্রম মিস্রি।

    খালিস্তানপন্থী ইস্যু নিয়ে আলোচনা

    বিদেশ দফতরের তরফে আরও জানানো হয়েছে যে ব্রিটেন সরকার ইতিমধ্যেই খালিস্তানপন্থী ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করেছে এবং তারা জানিয়েছে যে এই ধরনের শক্তিকে তারা ব্রিটেনের মাটি ব্যবহার করতে দেবে না। বিক্রম মিস্রি আরও জানিয়েছেন, যারা ভারত থেকে ঋণ নিয়ে পালিয়ে গিয়েছে, তাদের বিষয়টিও আলোচনা করা হবে ব্রিটেন সরকারের সঙ্গে। নিজের সাংবাদিক সম্মেলনে বিক্রম মিস্রি উল্লেখ করেন, ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ২০২১ সাল থেকে খুবই উন্নত হয়েছে।

    কী কী বিষয়ে আলোচনা করবেন মোদি (PM Modi)

     ২৩ এবং ২৪ জুলাই ব্রিটেনে থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর এবং একাধিক ইস্যুতে আলোচনা হবে স্টারমারের সঙ্গে। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রীর বিস্তারিত সফরে উঠে আসবে বিভিন্ন অংশীদারিত্বের আলোচনা — যথা: বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য এবং শিক্ষা। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি, যা বেশ কয়েক বছর ধরেই আটকে রয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে ভারত ও ব্রিটেনের বাণিজ্য দ্বিগুণ করা অর্থাৎ ১২০ বিলিয়ন ডলারে নিয়ে পৌঁছে দেওয়া। মঙ্গলবারই এই বাণিজ্য চুক্তিতে সবুজ সংকেত দিয়ে দিয়েছে দেশের মন্ত্রিসভা।

    চুক্তির ফলে কতটা লাভবান হবে ভারত?

    এই মুক্ত বাণিজ্য চুক্তির (Free Trade Deal) ফলে ব্রিটেনে রফতানি করা ভারতের কিছু পণ্য, যেমন চামড়া, পোশাক, জুতো, গয়না, সামুদ্রিক মাছ ও খেলনার উপর থেকে শুল্ক অনেকটাই কমে যাবে। এরফলে সেসব পণ্যের দাম ব্রিটেনে সস্তা হবে। অন্যদিকে, ভারতেও ব্রিটিশ পণ্য—যেমন স্কচ, হুইস্কি, জাগুয়ার-ল্যান্ডরোভার গাড়ি, চকলেট, কসমেটিকস ও মেডিক্যাল সরঞ্জাম কম দামে আমদানি করা যাবে। এছাড়া, ভারতীয় পেশাদাররা ব্রিটেনে গিয়ে কাজ করলে, সামাজিক সুরক্ষা খাতে দুই দেশকে আলাদা করে টাকা দিতে হবে না। বেতনের প্রায় ২০ শতাংশ টাকা বাঁচবে। ৬০ হাজারের বেশি তথ্যপ্রযুক্তি কর্মী উপকৃত হবেন। উভয় দেশের অর্থনীতিতে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান বাড়াতে এই চুক্তিকে বিরাট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মোদির (PM Modi)  এই সফরে সঙ্গী হচ্ছেন দেশের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের বাণিজ্যমন্ত্রীরা এই চুক্তিতে সাক্ষর করবেন। এরপর চুক্তি কার্যকর হতে গেলে ব্রিটিশ সংসদের অনুমোদন লাগবে।

    নজর মোদির মলদ্বীপ সফরেও

    অন্যদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে দেখা করার পরে প্রধানমন্ত্রী মোদি উড়ে যাবেন মলদ্বীপের উদ্দেশে। মলদ্বীপ (Maldives) সফরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সফর করবেন ২৫ এবং ২৬ জুলাই, মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুর (Mohamed Muizzu) আমন্ত্রণে। এই সফরে ভারত ও মলদ্বীপের মধ্যে কৌশলগত সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, উন্নয়ন প্রকল্প এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ায় ভারতের কূটনৈতিক প্রভাব বজায় রাখার ক্ষেত্রে মলদ্বীপ সফর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • India Slams Pakistan: রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে একেবারে ধুয়ে দিলেন ভারতের প্রতিনিধি

    India Slams Pakistan: রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে একেবারে ধুয়ে দিলেন ভারতের প্রতিনিধি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘে পাকিস্তানকে আক্রমণ শানাল ভারত (India Slams Pakistan)। মঙ্গলবার ভারতের তরফে পাকিস্তানকে নিশানা করে বলা হয়েছে, নিরাপত্তা, সামাজিক ও আর্থিক সূচকে যেখানে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, সেখানে পাকিস্তান সন্ত্রাসবাদ, ধর্মান্ধতা ও ধারাবাহিক ঋণ নিতে নিতে দেনার দায়ে ডুবে গিয়েছে।

    পাকিস্তানকে নিশানা ভারতের (India Slams Pakistan)

    রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (United Nations) ভারতের রাষ্ট্রদূত পর্বথনেনি হরিশ বলেন, “ভারত একটি মজবুত গণতান্ত্রিক দেশ, যা উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির এক স্পষ্ট মডেল তৈরি করেছে। আর সেখানে আমাদের প্রতিবেশী দেশ একেবারে বিপরীত মেরুতে অবস্থান করছে।” তিনি বলেন, “ভারত যেখানে বৈশ্বিক অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, সেখানে পাকিস্তান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে ঋণ চেয়ে বেড়াচ্ছে। ভারত একটি পোক্ত গণতান্ত্রিক, উদীয়মান অর্থনীতি এবং বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ। উল্টোদিকে, পাকিস্তান ধর্মান্ধতা, সন্ত্রাসবাদে নিমজ্জিত এবং আইএমএফের কাছে ধারাবাহিক ঋণগ্রহীতা একটি দেশ।”

    ভারত দায়িত্বশীল রাষ্ট্র

    হরিশ বলেন, “ভারত একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সব সময়ই অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থেকেছে, বিশেষ করে রাষ্ট্রসংঘে, যাতে বিশ্বে আরও শান্তি, সমৃদ্ধি এবং ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠন করা যায়।” প্রসঙ্গত, রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের খোলা বিতর্কে অংশ নিয়েছিল ভারত এবং পাকিস্তান। বিতর্কের বিষয় ছিল, বহুপাক্ষিকতা ও শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা (India Slams Pakistan)।

    জঙ্গিবাদের প্রতি ভারতের জিরো টলারেন্স নীতির প্রসঙ্গও এদিন বিশ্বমঞ্চে তুলে ধরেন হরিশ। তিনি বলেন, “সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স একটি মৌলিক নীতির মধ্যে পড়ে, যা স্বীকৃত ও সম্মানিত হওয়া উচিত।” হরিশের দাবি, উল্টোদিকে পাকিস্তান এমন কিছু কাজকর্মে লিপ্ত, যা কখনওই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, “আন্তর্জাতিক সমাজের কাছে যেসব আচরণ গ্রহণযোগ্য নয়, সেই সব কাজকর্মে লিপ্ত থেকে কাউন্সিলের একজন সদস্যের জ্ঞান দেওয়া শোভনীয় নয়।”

    এদিনের মঞ্চে ২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের কথাও মনে করিয়ে দেন হরিশ। সেখানে (United Nations) পাক মদতপুষ্ট জঙ্গিরা বেছে বেছে হত্যা করেছিল ২৬ জন হিন্দু পর্যটককে। তিনি জানান, এই ঘটনার পর ভারত অপারেশন সিঁদুর চালু করে। এই অভিযানে ভারত পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে (POK) জঙ্গিঘাঁটিগুলির ওপর আঘাত হানে। হরিশ বলেন, “এই সামরিক অভিযান ছিল নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং উত্তেজনাহীন (India Slams Pakistan)।”

LinkedIn
Share