Tag: BCCI curtailing Pakistan cricket

BCCI curtailing Pakistan cricket

  • Ramiz Raja: পাক-ক্রিকেটের দুর্দিনের জন্য বিজেপিকে দুষলেন রামিজ! জানেন কী বললেন প্রাক্তন পিসিবি সভাপতি?

    Ramiz Raja: পাক-ক্রিকেটের দুর্দিনের জন্য বিজেপিকে দুষলেন রামিজ! জানেন কী বললেন প্রাক্তন পিসিবি সভাপতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি নিয়ন্ত্রিত বিসিসিআই পাকিস্তান ক্রিকেটকে খর্ব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতীয়দের মানসিকতাই হল, পাকিস্তান ক্রিকেটের উন্নয়নকে ব্যাহত করা। লাহোর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদির ভারত এবং বিজেপির বিরুদ্ধে এরকম বিস্ফোরক মন্তব্য করলেন রামিজ রাজা। সদ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি পদ গেলেও ভারতের প্রতি বিদ্বেষ এখনও যায়নি রামিজের।

    রামিজ যা বললেন

    পাকিস্তান ক্রিকেটের দুর্দিনের জন্যও রামিজ বিজেপিকে দায়ী করলেন। তিনি জানালেন, পাকিস্তান ক্রিকেটের খারাপ অবস্থায় জন্য দায়ী ভারতই। বিসিসিআই-তে নাকি বিজেপির মানসিকতা নিয়ে কাজ করা হয়। তাঁর কথায়, “দুর্ভাগ্যবশত ভারতীয় বোর্ডে যা হচ্ছে সেটা হল বিজেপির মানসিকতা। পাকিস্তান জুনিয়র লিগ হোক বা মহিলাদের লিগ, আমি যে প্রতিযোগিতাগুলো ঘোষণা করেছিলাম তার একটাই উদ্দেশ্য ছিল, যাতে নিজের দেশের প্রতিযোগিতা থেকে অর্থ উপার্জন করতে পারি। আইসিসির দিকে যাতে তাকিয়ে থাকতে না হয়।” রামিজ যোগ করেছেন, “লাভের জন্য আইসিসি সব সময় তাকিয়ে থাকে ভারতের দিকে। এতে আমাদের স্বাধীনতা খর্ব হয়। যদি ভারতের মানসিকতা এ রকম হয় যে পাকিস্তানকে একঘরে করে দিতে হবে, তা হলে আমাদের এ কূলও যাবে, ও কূলও যাবে।”

    আরও পড়ুন: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    বাবরকে পরামর্শ

    রামিজ রাজা জানিয়েছেন, তিনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে বিশ্বক্রিকেটে অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। যাতে ক্রিকেট অর্থশক্তির কাছে পদানত না হয়। রামিজ বলেন, “আগেই নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছিলাম। যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয় পর্যায়ের কোনও টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পাকিস্তানকে দেয় এবং ভারত যদি পাকভূমে খেলতে আসতে অস্বীকার করে, এবং টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে আমি যা বলেছিলাম তার মোদ্দা কথা হল, আমাদের হাতেও অপশন রয়েছে।” ভারতকে চাপে ফেলার জন্য তিনি সম্প্রতি পাক ক্রিকেট অধিনায়ক বাবর আজমের সঙ্গেও কথা বলেছেন বলে জানান রামিজ। তিনি বলেন, “সম্প্রতি বাবর আজমের সঙ্গে আমার কথা হয়েছে। সেখানেই ওকে বলেছি, ভারতকে দেখলেই হারাও। তা হলে ওদের সঙ্গে বোঝাপড়ার সময়ে শক্তিশালী জায়গায় থাকা যাবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share