Tag: CDS Anil Chauhan

CDS Anil Chauhan

  • Rajnath Singh: বাড়বে প্রত্যাঘাত? প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে দেশের সিডিএস অনিল চৌহান

    Rajnath Singh: বাড়বে প্রত্যাঘাত? প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে দেশের সিডিএস অনিল চৌহান

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান তথা জঙ্গিদের বিরুদ্ধে আরও বড় প্রত্যাঘাতের খবর কি সামনে আসতে চলেছে? এমন জল্পনাই শুরু হয়েছে। কারণ রবিবার বিকালেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) বাড়িতে তাঁর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন দেশের সিডিএস অনিল চৌহান। প্রসঙ্গত, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর উপত্যকায় ‘অ্যাকশনে’ নেমেছে ভারতীয় সেনা। প্রশাসন শুরু করেছে অভিযান। ইতিমধ্যে প্রায় ১০ জঙ্গি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা। এবার এই আবহেই প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন সিডিএস অনিল চৌহান (CDS Anil Chauhan)।

    কোন কোন ইস্যুতে বৈঠক জানা যায়নি

    প্রতিরক্ষা মন্ত্রক (Rajnath Singh) সূত্রে জানানো হয়েছে, রবিবার বিকাল ৫টা নাগাদ শুরু হয় এই বিশেষ বৈঠক। তবে ঠিক কী নিয়ে আলোচনা হবে সেই নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি প্রতিরক্ষা মন্ত্রকের (Rajnath Singh) তরফে। তবে বিশেষজ্ঞ মহলের ধারনা, মূলত কোন লাইনে এগোবে ভারত সে নিয়েই আলোচনা। উল্লেখ্য, মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরনের হামলার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। জঙ্গিদের সন্ধানে চলছে চিরুনি তল্লাশি। একাধিক লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোনও জঙ্গির বাড়িতে বিস্ফোরণ করা হয়েছে, তো কোনও জঙ্গির বাড়িতে চালানো হয় বুলডোজার।

    শনিবার মধ্যরাতেও নিয়্ন্ত্রণ রেখায় গুলি চালায় পাকিস্তান, পাল্টা জবাব দেয় ভারত

    শনিবার মধ্যরাতে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। রবিবারই এক বিবৃতিতে একথা জানিয়েছে ভারতের সেনা। নিজেদের বিবৃতিতে ভারতীয় সেনা  জানায়, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। ভারতীয় সেনা এর পাল্টা জবাব দিয়েছে। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরে এটা ছিল তৃতীয় রাত, যখন পাকিস্তান (Pakistan) নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর বিনা প্ররোচনায় গুলি চালায়। ভারতীয় সেনা নিজেদের বিবৃতিতে বলেছে, ‘‘২৬-২৭ এপ্রিলের মধ্যবর্তী রাতে, পাকিস্তানি সেনা তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ করে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা।’’

  • Diwali 2022: সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন সিডিএস

    Diwali 2022: সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন সিডিএস

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা দেশ এখন আলোর উৎসবে মেতে রয়েছে। যখন প্রতিটি উৎসব উদযাপন করে দেশবাসী তখন অতন্ত পাহাড়ায় রয়েছেন দেশের সেনা জওয়ানরা। তাঁদের জন্যেই নিশ্চিন্তে পালিত হয় দেশের সব উৎসব। তাই এবছর দেশের সেনা জওয়ানদের সঙ্গে রজৌরিতে দীপাবলি উদযাপন করলেন সিডিএস অনিল চৌহান (CDS Anil Chauhan)।      

    জানা গিয়েছে, নৌসেরা সেক্টরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সিডিএস। প্রসঙ্গত, যে শহিদরা দেশের জন্য আত্মত্যাগ করে দেশকে গর্বিত করেছেন ভারতের সেই বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানান তিনি। সীমান্ত পরিস্থিতি নিয়ে কমান্ডারদের সঙ্গে কথাও বলেন ভারতীয় সেনার সিডিএস অনিল চৌহান। প্রসঙ্গত, কাশ্মীর সীমান্তে এবার শীত পড়তে চলেছে। ফলে সচেতনতা জরুরি। সেই নিরিখে, প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে সেনা কম্যান্ডারদের সঙ্গে কথা বলেন সিডিএস।

    আরও পড়ুন: তৃণমূলের হতাশা এবং নিরাপত্তাহীনতা স্পষ্ট, বৈঠক প্রসঙ্গে রাজু বিস্তা 

    এদিকে সোমবার পাঠানকোটে বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) কর্মীদের সাথে দীপাবলি উদযাপন করলেন শহীদ সেনা জওয়ানদের পরিবারের লোকজন। শহীদ সৈনিক সুরক্ষা পরিষদের সদস্যরাও পাঠানকোটে কর্তব্যরত সৈন্যদের সঙ্গে এবং কর্তব্যরত অবস্থায় নিহত সৈন্যদের পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন।     

    ‘শহীদ সৈনিক সুরক্ষা পরিষদ’-এর রবীন্দ্র বিকি বলেন, “দীপাবলির সময় সেনাদের মনের অবস্থা কেমন থাকে তা আমরা জানি। সবাই যখন তাদের পরিবারের সঙ্গে উতসব উদযাপন করছে, তখন তাঁরা সীমান্তে রয়েছেন। আমরা এখানে এসেছি যাতে তাঁরা কোনওভাবেই তাঁদের পরিবারকে মিস না করেন।” 

    সেনারা জানিয়েছেন পরিষদের কর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করে তাঁরা খুশি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
LinkedIn
Share