Tag: Daily Horoscope

Daily Horoscope

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ১৪/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ১৪/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১)  তাড়াহুড়োয় কারও কথা কানে নেবেন না, পড়ে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে লেনদেনে স্পষ্টতা বজায় রাখবেন।

    ২) টাকাপয়সার কারণে কারও সঙ্গে তর্ক হতে পারে।   
         
    বৃষ

    ১) অর্থ আগমনের ফলে প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যয় করতে পারবেন।

    ২) ভবিষ্যত প্রয়োজনের কারণে কারও কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করবেন 

    মিথুন

    ১)  কারও প্রতি আপনার মনে রাগ থাকবে।

    ২)  কাঁধ বা পিঠের ব্যথায় কষ্ট পাবেন।
      
    কর্কট

    ১) জরুরি কাজও বিলম্বে সম্পন্ন হবে।

    ২) পেট জ্বালা ও ব্যথা হতে পারে।

                 
    সিংহ 

    ১) চাকরিতে অধিক মনোনিবেশ করুন, তা না-হলে কোনও না-কোনও ভাবে লোকসান হতে পারে।

    ২) ঋণের কারণে কারও সঙ্গে তর্ক হতে পারে।     

    কন্যা

    ১) চাকরিজীবীরা অপর ব্যক্তির লাভ তোলার চেষ্টা করবেন।

    ২) মধ্যাহ্ন পর্যন্ত স্বাস্থ্য ঠিক থাকবে, কিন্তু তার পর অসুস্থতা।       

    তুলা 

    ১)  আর্থিক সমস্যা উৎপন্ন হতে পারে। 
     
    ২) বাড়িতে কারও স্বাস্থ্যের পিছনে ব্যয় করতে হবে।
     
    বৃশ্চিক

    ১)  নিজের কাজ ছেড়ে অন্যের সমস্যা সমাধানে সময় নষ্ট করবেন না।

    ২) অতিরিক্ত আয়ের জন্য মুখিয়ে থাকলে লোকসান হতে পারে।  
             

    ধনু

    ১) প্রয়োজন ছাড়া কোনও বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলবেন না। 

    ২) কর্মক্ষেত্রে ধন লাভ।

    মকর

    ১) চাকরিজীবীরা তাড়াতাড়ি কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন।
     
    ২) কোনও কারণে দূরের আত্মীয়দের সঙ্গে বিবাদ সম্ভব।      

    কুম্ভ

    ১) আলস্য ত্যাগ করুন। তা না-হলে আগের মতো লাভ অর্জন করতে পারবেন না।

    ২) পারিবারিক পরিবেশ অশান্ত থাকবে। 

    মীন

    ১)  স্বাস্থ্য দুর্বল থাকবে।

    ২) বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করবেন।
         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ১৩/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ১৩/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) বাড়িতে কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

    ২) স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।   
         
    বৃষ

    ১) ব্যবসায়ীরা দুপুর পর্যন্ত ব্যবসায় ব্যস্ত থাকবেন। 

    ২) অসম্পূর্ণ কাজ পূরণের পর কাজে মনোনিবেশ করতে পারবেন না।

    মিথুন

    ১)  চোখ, পিঠ বা কাঁধের সমস্যা হতে পারে। 

    ২) অর্থের জন্য অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ করে কিছু লাভ করতে পারবেন না।
      
    কর্কট

    ১) বাড়িতে কিছুক্ষণের জন্য ছোটখাট বিষয়ে অশান্তি থাকবে।

    ২) স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।

                 
    সিংহ 

    ১) বাড়ির কাজকর্ম ও পরিবারের সদস্যদের করে থাকা প্রতিশ্রুতি পূরণে সংকোচ করবেন।

    ২) পরাক্রম বাড়বে, তবে স্বভাব উগ্র হবে।       

    কন্যা

    ১) ধর্ম-কর্মে কম মনোনিবেশ করবেন। 

    ২) কর্মক্ষেত্রে কম সময়ের মধ্যে আশাজনক লাভ অর্জন করতে পারেন।       

    তুলা 

    ১) ধন লাভ সাধারণ থাকবে, তবে লোক দেখানোয় অধিক অর্থ ব্যয় হবে। 

    ২) বাড়িতে কোনও বস্তু কেনাকাটার কারণে মতভেদ উৎপন্ন হতে পারে।
     
    বৃশ্চিক

    ১) প্রয়োজনীয়তা অনুযায়ী অর্থ লাভ করতে পারেন। 

    ২) সন্ধ্যাবেলা ব্যয় বৃদ্ধির ফলে কষ্টে অর্থ সঞ্চয় করতে পারবেন। 
             

    ধনু

    ১) বিরোধী সক্রিয় হবে, তাঁদের মধ্যে সামনে কথা বলার সাহস থাকবে না।

    ২) কিছুদিনের জন্য দুর্বলতা ও শারীরিক সমস্যা অনুভূত হতে পারে।

    মকর

    ১) ভাই-বোনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সত্ত্বেও বাবাকে বেশি গুরুত্ব দেবেন না। 
     
    ২) সুসংবাদ পেতে পারেন।    

    কুম্ভ

    ১) ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।

    ২) আত্মীয়দের খুশির জন্য কিছু ব্যয় করতে পারেন।

    মীন

    ১)  দুপুর নাগাদ অর্থ আগমন হবে, যার ফলে আনন্দ লাভ করতে পারেন।

    ২) মহিলারা ইচ্ছাপূরণ হওয়ায় প্রসন্ন হবেন।
         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ১২/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ১২/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) ব্যবসায়ীরা বিলম্বে সিদ্ধান্ত গ্রহণের কারণে সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলতে পারেন। সাবধানে সিদ্ধান্ত গ্রহণ করুন।

    ২) পরিবারের মহিলাদের সাহায্য লাভ করবেন।   
         
    বৃষ

    ১)  ধন লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে। তবে সাফল্য লাভের ফলে আনন্দিত হবেন।

    ২) বয়স্কদের আশীর্বাদ ও সাহায্য লাভ করবেন।

    মিথুন

    ১) স্ত্রী পক্ষের তরফে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

    ২) পরিবারের সঙ্গে যাত্রার পরিকল্পনা করতে পারেন।
      
    কর্কট

    ১) সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। 

    ২) পরিবারের বয়স্করা কোনও কারণে রেগে যাবেন।

                 
    সিংহ 

    ১) পারিবারিক পরিবেশ সাধারণ থাকবে।

    ২) গুরুত্বপূর্ণ কাজে মহিলাদের পরামর্শ কার্যকরী প্রমাণিত হবে।       

    কন্যা

    ১) ঝুঁকি পূর্ণ কাজে শীঘ্র লাভ হবে।

    ২) মনস্কামনা পূরণের ফলে পরিবারের পরিবেশ আনন্দমুখর থাকবে।       

    তুলা 

    ১) আশপাশের লোকেদের কম মনে করবেন, এর ফলে আপনার লোকসান হবে।

    ২) সন্ধ্যা নাগাদ আকস্মিক ধন লাভ হবে।
     
    বৃশ্চিক

    ১) বাড়ির মহিলাদের কাছ থেকে আর্থিক সাহায্য লাভ করবেন। 

    ২) স্বাস্থ্য সমস্যা হতে পারে। 
             

    ধনু

    ১) চাকরি ও ব্যবসার সঙ্গে জড়িত মহিলারা অধিক সাবধানে কাজ করুন।

    ২) ছোটখাটো ভুলের কারণে লোকসান হতে পারে।

    মকর

    ১)  ব্যবসায় পরিশ্রমের ফলাফল পাবেন।
     
    ২) সন্ধ্যাবেলা ব্যবসায়ীদের জন্য বিশেষ ভাবে ভালো। বিবাদ এড়িয়ে যান।     

    কুম্ভ

    ১) ব্যবসায় আপনার পরিশ্রমের লাভ অন্যেরা তুলবেন।

    ২) সমাজে অপ্রীতিকর কোনও মন্তব্য করবেন না, মানহানির প্রসঙ্গ তৈরি হতে পারে।
             

    মীন

    ১) লাভের স্থানে আকস্মিক লোকসান হতে পারে।

    ২) কাজে বাধা আসায় ঝুঁকি নিতে ভয় পাবেন। 
         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ১১/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার, ১১/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) কাজে সাফল্য লাভ করায় মনে আনন্দ থাকবে।

    ২) দাম্পত্য জীবনে সন্ধ্যাবেলা কোনও অবসাদ দেখা দেবে।   
         
    বৃষ

    ১) ব্যবসায়ীরা দুপুর পর্যন্ত ব্যস্ত থাকবেন।

    ২) অসম্পূর্ণ কাজ পূর্ণ করার পর কাজে মনোনিবেশ করতে পারবেন না।

    মিথুন

    ১) চোখ, পিঠ বা কাঁধের সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন।

    ২) কর্মক্ষেত্রে অযথা দৌড়ঝাঁপের কারণে কোনও কিছুই অর্জন করতে পারবেন না।
      
    কর্কট

    ১) সন্ধ্যাবেলা বিনোদনে কাটাবেন। মনে আনন্দ আসবে।

    ২) আয়ের চেয়ে বেশি ব্যয় হবে।

                 
    সিংহ 

    ১) জীবনসঙ্গী কোনও অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

    ২) ব্যক্তিগত প্রচেষ্টার ফলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভ করবেন।       

    কন্যা

    ১) প্রেম সম্পর্কের কারণে পরিজনদের সঙ্গে বিরোধিতায় জড়াতে পারেন।

    ২) কোনও ইচ্ছাপূরণ করতে পারেন।       

    তুলা 

    ১) প্রেম সম্পর্কের জন্য সময় ভালো।

    ২) বাড়িতে কোনও বস্তুর কেনাকাটার সময় ছোটখাটো মতভেদ হতে পারে।
     
    বৃশ্চিক

    ১)  আইন-আদালতের মামলায় সাফল্য লাভ করতে পারবেন।

    ২) ধন লাভ হবে। সন্ধ্যাবেলা প্রচুর ব্যয় হবে।
             

    ধনু

    ১) পারিবারিক জীবনে অবসাদ থাকবে। সুসংবাদ পাবেন।

    ২) অসম্পূর্ণ কাজ পূরণ করার চেষ্টা করুন।

    মকর

    ১) ভাগ্য আপনার সঙ্গে।
     
    ২) কম চেষ্টায় ভালো সাফল্য লাভ করবেন।     

    কুম্ভ

    ১)  মনস্কামনা পূরণের ফলে উৎসাহিত থাকবেন।

    ২) সন্ধ্যাবেলা আনন্দ লাভের সুযোগ পাবেন।
             

    মীন

    ১) অন্যান্য দিনের তুলনায় অধিক অর্থাগমন হওয়ায় আনন্দিত থাকবেন।

    ২) দুপুর নাগাদ কোনও ইচ্ছাপূরণ হওয়ায় মনে আনন্দ জাগবে। 
         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার, ১০/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার, ১০/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) টাকা-পয়সার বিষয়ে কারও সঙ্গে তর্কাতর্কি হতে পারে।

    ২) আয়ের চেয়ে বেশি ব্যয় বা লোকসান হবে।   
         
    বৃষ

    ১) আজ ঋণ নেওয়ার কোনও চেষ্টাই করবেন না, তা না-হলে হতাশ হবেন।

    ২) শত্রুদের থেকে সতর্ক থাকুন।

    মিথুন

    ১) ঋণ নেওয়ার ইচ্ছা না-থাকলেও পরিস্থিতির সামনে মাথা নত করে ঋণ নিতে হবে।

    ২) কাঁধ বা পিঠে ব্যথা হতে পারে।
      
    কর্কট

    ১)  দীর্ঘযাত্রার পরিকল্পনা তৈরি করবেন। খাওয়া-দাওয়ায় সংযমী হন।

    ২) পরবর্তীকালে পেটে ব্যথা হতে পারে।

                 
    সিংহ 

    ১) সন্ধ্যাবেলা আর্থিক লাভ হওয়ায় স্বস্তি পাবেন। ঋণ নিতে হবে।

    ২) যাত্রা এড়িয়ে যান, না-হলে অর্থের অপচয় হবে ও স্বাস্থ্য দুর্বল হতে পারে।        

    কন্যা

    ১) পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরের প্রতি ঈর্ষা ও স্বার্থপরতা থাকবে। 

     ২) পরিবারের কোনও সদস্য হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারেন। ব্যয়ের যোগ রয়েছে।        

    তুলা 

    ১) বিলম্ব হওয়া সত্ত্বেও লাভ হবে, তবে প্রত্যাশার চেয়ে কম।

    ২) বিলাসিতা কামনা করবেন ও আমোদ-প্রমোদে ব্যয় করবেন।
     
    বৃশ্চিক

    ১) নিজের কাজ ছেড়ে অন্যের সমস্যার সমাধানে সময় নষ্ট করবেন।

    ২) চাকরিজীবীরা অতিরিক্ত কাজের চাপে অস্বস্তিতে পড়বেন।

    ধনু

    ১) লগ্নির পূর্বে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে ভুলবেন না।

    ২) মানসিক অবসাদ থাকবে।

    মকর

    ১) চাকরিজীবীরা শীঘ্র কাজ সম্পন্ন করার চেষ্টায় ব্যস্ত থাকবেন। তবে কাজের চাপের কারণে তা সম্ভব হবে না।
     
    ২) স্বাস্থ্য ভালো থাকবে।        

    কুম্ভ

    ১) পারিবারিক পরিবেশে অশান্তি থাকবে।

    ২) পরিজন কোনও দামি জিনিসের জন্য জেদ করে আপনাকে সমস্যায় জড়িয়ে দিতে পারেন।
             

    মীন

    ১) কাজের সময়ে অন্য কোনও জায়গায় আপনার মন ছুটবে। যার ফলে ভুল হওয়ার আশঙ্কা থেকে যাবে।

    ২) স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৯/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ০৯/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) আয় ও কেরিয়ারে উন্নতি হবে।

    ২) সন্ধ্যাবেলা সন্তানের কাছ থেকে সুখপূর্ণ সংবাদ পেতে পারেন।   
         
    বৃষ

    ১) প্রেম জীবনে সঙ্গীর মধ্যে কিছু পরিবর্তন অনুভব করবেন।

    ২) ছোট ব্যবসায়ীরা লগ্নির তুলনায় কম ব্যয় পেতে পারেন।

    মিথুন

    ১)  ছাত্রছাত্রীরা কাঙ্খিত ফলাফল পাওয়ায় আনন্দিত হবেন।

    ২) পরিবারের সদস্যরা কোনও পার্টির আয়োজন করবেন।
      
    কর্কট

    ১) পরিবারের সদস্যদের উৎসাহ ও সহযোগিতা লাভ করবেন।

    ২) সাবধানে যাত্রা করুন, কোনও ঝুঁকি নেবেন না।
                 
    সিংহ 

    ১) ছোটখাটো স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না, তা না-হলে সমস্যা বাড়বে।

    ২) ব্যবসায় গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন।          

    কন্যা

    ১) সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনায় আলোচনা করবেন।
     
    ২) পরিবারের কোনও সদস্য হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারেন। ব্যয়ের যোগ রয়েছে।        

    তুলা 

    ১) ছাত্রছাত্রীরা কোনও পরীক্ষার জন্য আবেদন করে থাকলে, তাতে সুখকর ফলাফল পাবেন।

    ২) পারিবারিক জীবনে সন্তান ও জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।
     
    বৃশ্চিক

    ১) গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে দিন ও সময় ভালো।

    ২)  আপনার ইচ্ছাপূরণ হবে। বাড়িতে সুখ-সাধন বৃদ্ধি হবে।         

    ধনু

    ১) কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়ে তাঁর পরামর্শ নিলে তা আপনার কাজ ও সম্পর্কের জন্য লাভজনক হবে।

    ২) আত্মীয়দের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন।

    মকর

    ১) মা-বাবার আশীর্বাদ নিয়ে কোনও কাজ করলে তাতে সফল হবেন।
     
    ২) প্রেম জীবনে ভালোবাসা ও সহযোগিতা বজায় থাকবে। প্রেমীর জন্য উপহার নিতে পারেন।        

    কুম্ভ

    ১) আয় ও প্রভাব বৃদ্ধি হবে।

    ২) ছাত্রছাত্রীরা একাগ্র হয়ে পড়াশোনা করুন।
             

    মীন

    ১) সন্ধ্যাবেলা বাবার সঙ্গে কোনও পারিবারিক বিষয়ে আলোচনা করতে পারেন।

    ২) রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে কাজ করেন যাঁরা, তাঁরা আজ জনসমর্থন ও সহযোগিতা লাভ করবেন।     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ০৮/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ০৮/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) মানসিক অবসাদ কমবে।

    ২) কোনও পরিচিত ব্যক্তির শুভ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন।   
         
    বৃষ

    ১) কাজ ও ব্যবসায় আপনার রণনীতি কাজ দেবে।

    ২) প্রত্যাশার চেয়ে কম হলেও আর্থিক লাভ

    মিথুন

    ১)  কর্মক্ষেত্র ও অন্যান্য মাধ্যমের দ্বারা আকস্মিক ধন লাভ সম্ভব।

    ২) নতুন কাজ শুরুর জন্য দিন প্রতিকূল নয়।
      
    কর্কট

    ১) চেষ্টা সত্ত্বেও কাজ পূর্ণ না-হওয়ায় মানসিক দিক দিয়ে চিন্তিত থাকবেন।

    ২) রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে।  
                 
    সিংহ 

    ১) প্রতিযোগীদের পরাজিত করতে সফল হবেন।

    ২) বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে।          

    কন্যা

    ১) কারও কথায় কান দেবেন না।
     
    ২) পরিবারের পরিবেশ প্রত্যাশার বিপরীত থাকবে।         

    তুলা 

    ১) জমি, বাড়ি, গাড়ির দলিলপত্র যত্নে রাখুন, প্রতারণার আশঙ্কা রয়েছে।

    ২) জলাশয় বা উচ্চস্থানে যাবেন না।
     
    বৃশ্চিক

    ১) আপনার বাণীতে কোনও নিয়ন্ত্রণ থাকবে না।

    ২) যেকোনও কাজের ক্ষেত্রে মনে বিভ্রান্তি থাকবে         

    ধনু

    ১) গৃহস্থ জীবনে আনন্দ থাকবে।

    ২) ধন লাভ ও পদোন্নতির যোগ রয়েছে।

    মকর

    ১) নতুন ও পুরনো কাজের দ্বারা ধন লাভ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকেও ভাল আজকের দিন।
     
    ২) দূরবর্তী প্রিয়জনদের সংবাদ আপনাকে আনন্দিত করে তুলবে।        

    কুম্ভ

    ১) শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বাইরে যেতে পারেন।

    ২) বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন।
             

    মীন

    ১) প্রতিযোগীরা নিজের কৌশলে সফল হবেন।

    ২) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে যান।     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ০৭/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ০৭/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যার কারণে দৌড়ঝাঁপ করতে হবে।

    ২) নিজের মধুর ব্যবহারের সাহায্যে পারিবারিক কলহ সমাপ্ত করতে পারবেন।   
         
    বৃষ

    ১) নিজের স্বাস্থ্যের যত্ন নিন আজ।

    ২) পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাবেন।

    মিথুন

    ১) প্রয়োজন পড়লেও কারও কাছ থেকে টাকা ধার নেবেন না।

    ২) সন্তান অর্থের অপচয় করবে, যার ফলে আপনি চিন্তিত হয়ে পড়বেন।
      
    কর্কট

    ১)  বুদ্ধি ও বিবেক প্রয়োগ করে সিদ্ধান্ত নিলে সাফল্য লাভ করতে পারবেন।

    ২) বড়সড় পরিমাণে অর্থ লাভ করায় আনন্দিত হবেন।  
                 
    সিংহ 

    ১) ছাত্রছাত্রীদের পরীক্ষায় কঠিন পরিশ্রম করতে হবে, তার পরই তাঁরা সফল হতে পারেন।

    ২) সন্তানের কেরিয়ার সংক্রান্ত কোনও সুসংবাদ পেতে পারেন।          

    কন্যা

    ১) অংশীদারীত্বে ব্যবসা করে থাকলে সর্বাধিক লাভ অর্জন করবেন।
     
    ২) কাজে মনোনিবেশ করবেন ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।         

    তুলা 

    ১) ব্যবসায় আয়ের নতুন উৎস তৈরি হবে।

    ২) সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর জন্য কোনও উপহার বা ছোট পার্টির আয়োজন করতে পারেন।
     
    বৃশ্চিক

    ১) সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।

    ২) বিদেশি ব্যবসায় যুক্ত ব্যক্তিরা সুসংবাদ পেতে পারেন।          

    ধনু

    ১)  সাবধানে আর্থিক লেনদেন না-করলে লোকসান হতে পারে।

    ২) সরকারি কাজ পূরণ না-হওয়ায় আইন আদালতের চক্কর লাগাতে হবে।

    মকর

    ১) মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। 
     
    ২) রোগের কারণে কষ্ট বাড়তে পারে।       

    কুম্ভ

    ১)  কোনও ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন। না-হলে লোকসান হতে পারে।

    ২) জীবনসঙ্গীর সঙ্গে কোনও তর্ক হতে পারে, আপনি রেগে যাবেন।
             

    মীন

    ১) পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ চললে, তা সমাপ্ত হবে।

    ২) কোনও পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় ভবিষ্যতে ধন লাভের সম্ভাবনা বাড়বে।     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ০৬/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ০৬/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১)  ব্যবসার জন্য এমন কোনও চুক্তি চূড়ান্ত করবেন, যার দ্বারা ব্যবসা বৃদ্ধি হবে।  

    ২) সন্ধ্যাবেলা বাবার অসুস্থতা আপনাকে চিন্তিত করবে।  
         
    বৃষ

    ১) কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনায় মনোনিবেশ করলে এগিয়ে যেতে পারবেন।

    ২) মনে কোনও চিন্তাভাবনা এলে সে বিষয়ে পদক্ষেপ করুন। এমন করলে লাভান্বিত হবেন।

    মিথুন

    ১) যে কাজ করার চেষ্টা করবেন, তাতে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা।

    ২) পরিবারের কোনও সদস্যের কথা শুনে কষ্ট হবে। 
      
    কর্কট

    ১) বাড়ি ও অফিসের কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন।

    ২) কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদ।  
                 
    সিংহ 

    ১) সন্ধ্যাবেলা কোনও আত্মীয়ের বাড়ি যেতে পারেন।

    ২) ছাত্রছাত্রী ও গুরুজনদের আশীর্বাদ পাবেন।          

    কন্যা

    ১) দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পাওয়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
     
    ২) পরিবারের কোনও শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে।         

    তুলা 

    ১) আধিকারিকদের জন্য আপনার মনে স্নেহ বাড়বে।

    ২) নিজের জন্য অর্থ ব্যয় করবেন।
     
    বৃশ্চিক

    ১) চাকরিতে মহিলা বন্ধুর সাহায্যে ধন লাভ করতে পারেন।

    ২) আত্মীয় ও প্রতিবেশীদের জটিলতায় জড়াবেন না।          

    ধনু

    ১) প্রতিদিনের কাজ থেকে সরে কোনও নতুন কাজ করবেন।

    ২) সন্ধ্যাবেলা বন্ধু ও আত্মীয়দের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।

    মকর

    ১) সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। 
     
    ২) কর্মক্ষেত্রে এদিক-ওদিক মন ছুটবে।        

    কুম্ভ

    ১) রোজগারের সমস্যা দূর হবে।

    ২) জীবনসঙ্গীর আবেগের সম্মান করুন।
             

    মীন

    ১) ব্যবসায় ঝুঁকি নিলে লাভান্বিত হবেন।

    ২) প্রেম সম্পর্কে মাধুর্য আসবে।     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ০৫/০৮/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার, ০৫/০৮/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন।

    ২) ঋণ শোধের চেষ্টা সফল হবে।  
         
    বৃষ

    ১) পারিবারিক জীবনে সুখপূর্ণ ও রোম্যান্টিক দিন।

    ২) জীবনসঙ্গী ও প্রেমীর সঙ্গে শপিংয়ে যেতে পারেন।

    মিথুন

    ১) আজ লাভ অর্জন করবেন এবং প্রসন্ন থাকবেন।

    ২) কর্মক্ষেত্রে আধিকারিকদের সঙ্গো মনোমালিন্য চলতে থাকলে তা আজ দূর হতে পারে। 
      
    কর্কট

    ১) সন্তানের সঙ্গে ভালো সামঞ্জস্য বজায় রাখবেন। তাঁদের দায়িত্ব পূরণে সফল হবেন।

    ২) পরিবারের ছোট বাচ্চাদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।  
                 
    সিংহ 

    ১)  পরিবারের কোনও সদস্যের উন্নতি ও সাফল্য আপনার মনে আনন্দের সঞ্চার করবে।

    ২) অনাবশ্যক চিন্তা আপনাকে উত্ত্যক্ত করবে।          

    কন্যা

    ১) সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
     
    ২) পারিবারিক ব্যয় নিয়ন্ত্রণে রাখুন।         

    তুলা 

    ১) বিরোধীরা আপনার উন্নতি ও সাফল্য দেখে ঈর্ষান্বিত হবেন। তাই সতর্ক থাকতে হবে আপনাদের।

    ২) সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।
     
    বৃশ্চিক

    ১) পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করতে পারেন।

    ২) অংশীদারীর ব্যবসা করার পরিকল্পনা করে থাকলে এখন বিরত থাকুন।          

    ধনু

    ১) সামাজিক ও ধর্মীয় কাজে কিছু পরিমাণ অর্থ ব্যয় করবেন।

    ২) সন্ধ্যাবেলা কোনও পরিচিত বা বন্ধুর সঙ্গে বিনোদন উপভোগ করবেন।

    মকর

    ১) সন্ধ্যাবেলা বাড়িতে অতিথি আগমন হতে পারে। 
     
    ২) কোনও কোর্সে সন্তানকে ভরতি করতে চাইলে আপনার চেষ্টা সফল হবে।       

    কুম্ভ

    ১) পরিবারের কোনও সদস্যের কারণে চিন্তিত থাকবেন।

    ২) কারও প্রতারণা ও খারাপ ব্যবহার আপনাকে মানসিক কষ্ট দিতে পারে।

    মীন

    ১) বাবার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
     
    ২) পরিবারে কোনও সদস্যের বিয়ের আলোচনা হয়ে থাকলে, তা অগ্রসর হবে।        

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

LinkedIn
Share