Tag: Daily Rashifal

Daily Rashifal

  • Horoscope Today, 19 April 2022: ধর্মে মতি বৃষের, প্রেমে বিঘ্ন মকরের! দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 19 April 2022: ধর্মে মতি বৃষের, প্রেমে বিঘ্ন মকরের! দেখুন আজকের রাশিফল

    মেষ রাশি

    আপনার সাফল্যের যোগের মধ্যেই হঠাৎ করে বিঘ্ন ঘটবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। তাই সমস্যা কাটাতে হঠকারিতা এডিয়ে চলতে হবে।

    বৃষ রাশি

    দিনটি ভালো যাবে। ধর্মে মতি আসবে আপনার। ফলস্বরূপ আপনি সম্মানলাভ করবেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে খুশি খোঁজার চেষ্টা করবেন আপনি।

    কর্কট রাশি

    দিনটি ভালো কাটবে। সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি নতুন আলোর সন্ধান পাবেন। রোগমুক্তিও ঘটার সম্ভাবনা রয়েছে।

    সিংহ রাশি

    আজকের দিনটি আপনার জন্য সুখকর হবে। গৃহসংস্কারের যোগ রয়েছে। সুখ-সমৃদ্ধির মধ্যে দিয়ে আনন্দো কাটবে আজকের দিনটি। কন্যা রাশি আপনি কাজে উদ্যম পাবেন। আপনার ঋণ পরিষোধ হয়ে যাবে। ফলে্ মানসিক তৃপ্তি পাবেন আপনি।

    তুলা রাশি

    দিনটি শুভদায়ক হবে। সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে এদিনই সেরে ফেলুন। আপনার দায়িত্ববৃদ্ধি পাবে।

    ধনু রাশি

    আপনার দিনটি শুভ। ধনবৃদ্ধির যোগ রয়েছে আপনার। সৎকার্যে ব্যয় করবেন। সংস্কারমূলক কাজও করবেন। নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হওয়ায় আপনি অনেক টাকা পাবেন। সেই টাকায় গৃহসংস্কার করতেও উদ্যোগী হবেন।

    মকর রাশি

    আপনার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে। তাই সমস্ত কাজেই সাফল্য আসবে। তবে প্রেমে বিঘ্ন আসবে। এই পরিস্থিতিতে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। উন্নতি যোগ রয়েছে আপনার।

    কুম্ভ রাশি

    ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। আশার আলো দেখতে পাবেন বিভিন্ন ক্ষেত্রে। ব্যবসার পাশপাশি চাকরিতে আপনার সাফল্য মিলতে শুরু করবে।

    মীন রাশি

    আপনার দিনটি বাধার ভিতর দিয়ে কাটবে। ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। তাই ভেবেচিন্তে পা ফেলার চেষ্টা করুন। তবে কারও সহায়তা লাভে কেটে যাবে সমস্যা। সাফল্য পেতে শুরু করবেন।

     

  • Horoscope Today, 13 May 2022: ব্যবসায় চাপবৃদ্ধি মেষের, চাকরির যোগাযোগ সিংহের, দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 13 May 2022: ব্যবসায় চাপবৃদ্ধি মেষের, চাকরির যোগাযোগ সিংহের, দেখুন আজকের রাশিফল

    মেষ রাশি:আজ পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। কোনও রোগের জন্য কাজের ক্ষতি হতে পারে। আজ সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি বাড়তে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবে না। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। ঋণ কিছুটা পরিশোধ হতে পারে। 

    বৃষ রাশি:আজ কর্মস্থানে শত্রুর জন্য অশান্তি। সন্তানের বিয়ের ব্যাপারে খরচ বাড়তে পারে। মা, বাবার সঙ্গে কোনও ছোট কারণে তর্ক। ব্যবসায় বাড়তি যোগাযোগ হবে। দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বাড়তে পারে। মানসিক অস্থিরতা, অর্থাভাব দেখা দিতে পারে। অর্থ ভাগ্য খুব ভাল নয়।

    মিথুন রাশি: আজ কোনও নামী জায়গায় কাজের ব্যাপারে আলোচনার সম্ভাবনা। অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রী বিবাদ। দুর্ঘটনা ঘটতে পারে, তাই সাবধান থাকুন। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।  বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। শত্রুর থেকে মুক্তি লাভের জন্য আইনি আলোচনা।

    কর্কট রাশি: আজ কর্মস্থানে জটিলতা কেটে যেতে পারে। বাড়িতে কোনও ব্যবসার বাড়তি সুযোগ আসতে পারে। শরীরে জ্বর থেকে কষ্ট বাড়তে পারে। অফিসে কাজের চাপ বাড়ার সম্ভাবনা। অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য কাজের ক্ষতি হতে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভাল। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে।

    সিংহ রাশি: আজ কিছু অর্থ নষ্ট হতে পারে। দুরূহ কাজ করার জন্য সুনাম বাড়বে। সম্পত্তি নিয়ে ভাই বা বোনের সঙ্গে আলোচনা হতে পারে। ব্যবসা নিয়ে গুরু জনের সঙ্গে বিবাদের সম্ভাবনা। সঞ্চয় নিয়ে বাড়িতে আলোচনার সম্ভাবনা। সপ্তাহের মধ্য ভাগে কোনও আঘাতের জন্য রক্তপাতের আশঙ্কা। দেরিতে হলেও উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। নতুন চাকরির জন্য যোগাযোগ হতে পারে।

    কন্যা রাশি: আজ স্ত্রীকে নিয়ে বিবাদের আশঙ্কা। বাড়তি খরচের জন্য মাথাগরম হবে। সপ্তাহের শেষের দিকে একটু সাবধানে থাকুন, বিপদ আসতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। তবে বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন আজ।

    তুলা রাশি: আজ ব্যবসা ভাল যাওয়ার যোগ রয়েছে। আইনি কোনও কাজ নিয়ে আলোচনা। ভাই বা বোনের সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি পড়তে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। দিনের শেষের দিকে ক্ষতির আশঙ্কা আছে। ভাই বা বোন সকলে মিলে ভ্রমণ হতে পারে।

    বৃশ্চিক রাশি: আজ দিনের প্রথম দিকে বাড়িতে অনেক লোক আসতে পারে। শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর কোনও ব্যবহারের জন্য বাড়িতে বিবাদ আসতে পারে। বাবা-মায়ের জন্য ভাল ব্যবস্থা করতে পারবেন। হারানো সম্পত্তি ফিরে পেতে পারেন। কোনও গাড়ি কেনা নিয়ে বাড়িতে আলোচনা।

    ধনু রাশি: আজ দিনের প্রথম ভাগে কোনও আর্থিক চাপ বাড়তে পারে। কর্মস্থানে কাজের জন্য সম্মান বাড়বে। নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। দিনের মধ্য ভাগে শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। অফিসে কোনও মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা।

    মকর রাশি: আজ বাড়িতে সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা। চিকিৎসার খরচ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও চাপ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। বুদ্ধির জোরে শত্রু জয় করার সম্ভাবনা।

    কুম্ভ রাশি: আজ নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। দীর্ঘ দিনের মনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় চাপের কিছু ঘটতে পারে। বাড়িতে খরচ নিয়ে অশান্তি বাধতে পারে। সম্পত্তির ব্যপারে ভাইয়ের সঙ্গে বিবাদ। সন্তানের ভাল কাজের জন্য বাড়িতে আনন্দ। বাবার সঙ্গে কোনও আলোচনায় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। আজ একটু সাবধানে চলাফেরা করুন। 

    মীন রাশি: আজ ভ্রমণের জন্য খরচ বাড়বে। কারও উপকার করে খরচ বাড়বে। ব্যবসায় কিছু উন্নতি হতে পারে। সংসারের একটু শান্তি দেখতে পেতে পারেন। অফিসে জটিলতা বাড়তে পারে। লোহা বা কয়লার ব্যবসা, কারিগরি কাজ নিয়ে জীবনে এগোলে ফল ভাল হতে পারে। সন্দেহ বাতিকের জন্য বিবাহ জীবন খুব একটা সুখের হয় না। 

  • Horoscope Today, 02 June 2022: আজ ব্যবসায় লাভের সম্ভাবনা কোন কোন রাশির, দেখুন আজকের রাশিফল

    Horoscope Today, 02 June 2022: আজ ব্যবসায় লাভের সম্ভাবনা কোন কোন রাশির, দেখুন আজকের রাশিফল

    মেষ: আজকের দিনটি সব দিক থেকে আপনার অনুকূল না থাকার সম্ভাবনা। সকলের সঙ্গে কথা বলার আগে একটু চিন্তা করবেন। নিজের প্রতিভা বিকাশের আজ বিশেষ দিন। মনে মনে কোনও সংশয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আপনার করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে।

    বৃষ: তত্ত্বকথা আলোচনায় আজ আপনার সুনাম বাড়তে পারে। মাত্রাছাড়া খরচ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে দেরি হতে পারে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল। আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

    মিথুন: আজ ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। নেশার পিছনে কিছু অর্থ অপচয় হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল। আজ চাকরি নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকতে পারে। ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের সম্ভাবনা। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদের আশঙ্কা।

    কর্কট: আজ ব্যবসায় আপনি মিশ্রফল পেতে পারেন। নতুন কিছু করার ইচ্ছা একটু চেপে রাখুন। বিনিয়োগ করবেন না- তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন। অপরের জন্য কোনও কাজ করে বদনামের সম্ভাবনা রয়েছে। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

    সিংহ: কর্মচারীর জন্য ব্যবসায় আজ কোনও ক্ষতি হতে পরে। ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিশেষ কোনও আলোচনা হতে পারে। আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে। পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে। পারিবারিক তরফে কিছু সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা।

    কন্যা: আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করতে পারে। অর্থভাগ্য ভাল হলেও সঞ্চয় যথাযথ না হওয়ার আশঙ্কা। প্রেমে সাফল্য থাকতে পারে। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা। অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। 

    তুলা: ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটতে পারে। ব্যবসায় ঋণ গ্রহণের ব্যাপারে আলোচনা হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। পুরনো কোনও সঙ্গীর খবর পাওয়ায় আনন্দ হতে পারে। গান-বাজনায় আগ্রহ বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার জন্য ভীতি বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে। 

    বৃশ্চিক: ব্যবসায়ীরা আশানুরূপ ফল পাবেন না। চাকরিজীবীরা আজ কোনও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কোনও খারাপ কথার জন্য প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। আজ কোনও নতুন কাজের জন্য মনে আবেগ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে সময় ভাল নয়। ভাল কাজের ক্ষেত্রে বাধা থাকতে পারে।

    ধনু: ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে জ্বর-জাতীয় কোনও রোগ বাড়তে পারে। আজ রাগের মাত্রা একটু ঠিক রাখুন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসায় ভাল ফল না পাওয়ার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে।

    মকর: আজ ব্যবসায় বাড়তি লাভের আশা রাখতে পারেন। শেয়ারবাজারে যুক্তদের বড় লাভ হওয়ার সম্ভাবনা। চাকরিজীবীরা আজ কাজের চাপ বেশি থাকবে, তবে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে পারেন। বাড়ির কোনও কাজের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। বাড়িতে কোনও ভ্রমণের আলোচনা হতে পারে।

    কুম্ভ: ব্যবসায় কাজের চাপ বৃদ্ধি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। শত্রুরা অতিরিক্ত দুর্বলতার সুযোগ নিতে পারে। ভাল কাজ করেও আজ সুনাম পেতে দেরি হতে পারে। নতুন কোনও বন্ধু পেতে পারেন। প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে। অসৎ লোক থেকে সাবধান।

    মীন: ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। খাদ্যের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা। প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পেতে পারেন। পড়াশোনায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ হতে পারে। বন্ধুর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার হতে পারেন। প্রেমে আনন্দ থাকতে পারে। পিতার জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে।

LinkedIn
Share