Tag: Donald John Trump

  • US Shooting: হোয়াইট হাউসের কাছেই এলোপাতাড়ি গুলি! অভিযুক্ত আফগান নাগরিক, না ছাড়ার হুঁশিয়ারি ট্রাম্পের

    US Shooting: হোয়াইট হাউসের কাছেই এলোপাতাড়ি গুলি! অভিযুক্ত আফগান নাগরিক, না ছাড়ার হুঁশিয়ারি ট্রাম্পের

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াইট হাউসের অদূরেই চলল এলোপাতাড়ি গুলি (US Shooting)! রীতিমতো গুরুতর জখম হয়েছেন ন্যাশনাল গার্ডের ২ জওয়ান। দারুণ সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে ওয়াশিংটনে ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald John Trump)। তিনি রীতিমতো গর্জে উঠেছেন। অপরাধীদের কোনও ভাবেই ছাড়া হবে না বলে আশ্বাস দিয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, এই হামলা সম্পূর্ণ ভাবে জঙ্গি হামলা। এই মামলার বিচার ফেডেরাল স্তরেই হবে বলে জানিয়েছেন।

    অত্যন্ত পরিকল্পিত হামলা (US Shooting)

    হামলার পর এক সন্দেভাজনকে গ্রেফতার করা হয়েছে। গুলিবিদ্ধ (US Shooting) হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, “এই হামলা অত্যন্ত পরিকল্পিত হামলা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।” একই ভাবে এফবিআইয়ের ডিরেক্টর কাশ পটেল বলেছেন, আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যকে হাসপাতাল ভর্তি করানো হয়েছে। আহত দুই ব্যক্তি ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের সদস্য। ওয়েস্ট ভার্জিনিইয়ার গভর্নর প্যাট্রিক মরিস জানিয়েছেন, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

    হামলাকারীর নাম রহমানুল্লা

    প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরে ন্যাশনাল গার্ড সদস্যদের দিকে এগিয়ে এসে আচমকা বন্দুক বার করে গুলি (US Shooting) চালাতে শুরু করে এক যুবক। আবার সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদনে জানা গিয়েছে, যুবককে লক্ষ্য করে পাল্টা গুলি চালানো হয়। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, হামলাকারী ২৯ বছর বয়সি এক আফগান যুবক নাগরিক। নাম রহমানুল্লা লাকানওয়াল। শরণার্থী হিসবে থাকছিলেন অ্যামেরিকায়। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান অভ্যুত্থানের সময় অপারেশন অল ইজ ওয়েলকামের অধীনে সে দেশ থেকে আমেরিকায় চলে এসেছিল। ওয়াশিংটনের বেলিংহামে থাকত। তবে হামলার কারণ কী ছিল তা অবশ্য জানা যায়নি।

    মহিলারক্ষীর বুকে গুলি লাগে

    প্রথমে হামলাকারী নর্থ-ওয়েস্ট ডিসির ফ্যারাগুট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে বেশ কিছুক্ষণ অপেক্ষায় ছিল। এরপর দুপুর ২টো ১৫ মিনিটে নাগাদ হামলাকারী গুলি চালিয়েছিল। একজন মহিলারক্ষীর বুকে গুলি লাগে। পরের গুলি মাথকে লক্ষ্য করে চালায়। সেই সময় তৃতীয় আরেকজন রক্ষী ছুটে এসে অভিযুক্তকে কাবু করে। পরপর গুলি চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে দেয়। এরপর অভিযুক্তকে গুলি করলে আহত অবস্থায় সে মাটিতে পড়ে যায়। তারপর কার্যত নগ্ন অবস্থায় অ্যাম্বুল্যান্সে তোলা হয়। তবে গুলির আঘাতে অভিযুক্ত বেঁচে আছে না মারা গিয়েছে, তা এখনও জানা যায়নি। কিন্তু আহত দুই রক্ষীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

    ২০২১ সালে এসেছিল রহমানুল্লা

    ২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকায় এসেছিল রহমানুল্লা। ওই বছরই আবার ১৫ অগাস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছিল তালিবানরা। নিরাপত্তা এবং সুরক্ষার কথা ভেবে আফগান নাগরিকদের আমেরিকায় নিয়ে আসতে ‘অপারেশন অল ইজ ওয়েলকাম’ করেছিল জো বাইডেনের সরকার। ওই অভিযানেই বিমানে চাপিয়ে আফগানিস্তান থেকে প্রায় ২০ হাজার আফগান নাগরিককে মার্কিন কূটনীতিকদের আমেরিকায় ফিরিয়ে আনা হয়েছিল। সেই সময়ই রহমানুল্লা আমেরিকায় এসেছিল। তার পর থেকে তিনি ওয়াশিংটনের বেলিংহামেই থাকত বলে জানা গিয়েছে।

    ট্রাম্পের কড়া বার্তা

    সামাজিক মাধ্যমে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald John Trump)। তিনি বলেন, “যে পশু ন্যাশনাল গার্ড কর্মীদের গুলি (US Shooting) করেছে, তাকে চরম মূল্য দিতে হবে। ঈশ্বর ন্যাশনাল গার্ড-সহ আমাদের সব সামরিক ও আইনপ্রয়োগকারী সংস্থার কর্মীর মঙ্গল করুন। তাঁরা সত্যিই মহান মানুষ। আমি, আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে আপনাদের পাশে আছি।”

    প্রশাসনের তরফে গোটা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ৫০০ ন্যাশনাল গার্ডকে মোতায়েন করা হয়েছে। ট্রাম্প নিজে ওয়াশিংটনে নেই। থ্যাঙ্কস গিভিং উদযাপনে গিয়েছেন ফ্লোরিডায়। প্রেসিডেন্টকে ঘটনার কথা বিশদে জানানো হয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে হোয়াইট হাউস। উল্লেখ্য বিশ্বের শক্তিশালী দেশ হিসেবে আমেরিকায় এই হামলার ঘটনা নতুন নয়। আগেও বেশ কয়েকবার বন্দুকবাজ হামলার ঘটনায় গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল। এতো শক্তিধর রাষ্ট্রও যে জঙ্গি হামলা থেকে মুক্ত নয় সে কথা আরও একবার প্রমাণিত হয়।

LinkedIn
Share