Tag: Dream11 To BCCI

  • Dream11 To BCCI: ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে নেই ড্রিম ১১, স্পনসরশিপের জন্য নতুন দরপত্র আহ্বান করবে বিসিসিআই

    Dream11 To BCCI: ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে নেই ড্রিম ১১, স্পনসরশিপের জন্য নতুন দরপত্র আহ্বান করবে বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইন, ২০২৫ পাস হওয়ার পরই ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসেবে সরে দাঁড়ালো ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম১১ (Dream11)। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে চলা এশিয়া কাপ ২০২৫-এর ঠিক আগেই এই সিদ্ধান্তে সাময়িক অস্বস্তিতে পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। সূত্রের খবর, নতুন স্পনসরের খোঁজ করতে শুরু করেছে বোর্ড। একাধিক সংস্থার সঙ্গে যোগযোগ করেছেন সংশ্লিষ্ট কর্তারা। তবে, এশিয়া কাপের আগে কোনও কোনও সংস্থার সঙ্গে চূড়ান্ত কথা না হলে সূর্যকুমার যাদবের দলকে খেলতে হতে পারে টাইটেল স্পনসর ছাড়াই।

    ফ্রি-টু-প্লে সামাজিক গেমিং প্ল্যাটফর্ম

    নতুন অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইনে রিয়েল মানি বা অর্থের বিনিময়ে খেলা অনলাইন গেম নিষিদ্ধ হয়েছে। আইন লঙ্ঘনকারীদের জন্য সর্বোচ্চ তিন বছরের জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। গত ২০ অগাস্ট লোকসভা এবং ২১ অগাস্ট রাজ্যসভায় পাশ হওয়া বিলটিতে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সম্মতি মিলেছে শুক্রবার। এই আইন কার্যকর হওয়ার পরই ড্রিম১১ তাদের সব পেইড কনটেস্ট বন্ধ করে দিয়েছে এবং ঘোষণা করেছে, এখন থেকে তারা শুধুমাত্র ফ্রি-টু-প্লে সামাজিক গেমিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

    কেন্দ্রের সিদ্ধান্ত মতোই চলবে বোর্ড

    বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “যা অনুমোদিত নয়, আমরা তা করব না। কেন্দ্রীয় সরকার যে নীতি প্রণয়ন করবে, বিসিসিআই তা সম্পূর্ণভাবে মেনে চলবে।” ভারতীয় দলের টাইটেল স্পনসর হিসাবে ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ‘ড্রিম ইলেভেন’। তিন বছরের জন্য ভারতীয় বোর্ডকে ৩৫৮ কোটি টাকা দিয়েছে তারা। এই চুক্তি অনুযায়ী, প্রতিটি হোম ম্যাচে ৩ কোটি এবং অ্যাওয়ে ম্যাচে ১ কোটি টাকা করে দেওয়ার কথা ছিল। চুক্তি কার্যকর থাকার কথা ছিল ২০২৬ পর্যন্ত। কিন্তু নতুন আইনের ফলে সংস্থার আয়ের প্রধান উৎসই এখন বন্ধ। তাদের মূলত মুনাফা হত রিয়েল মানি ফ্যান্টাসি গেমিং থেকে। ফ্যানকোড, ড্রিম স্পোর্টস ফাউন্ডেশনের মতো অন্য সংস্থাগুলো চালু থাকলেও আর্থিক দিক থেকে বড় ধাক্কা খেয়েছে তারা।

    ঝুঁকির কারণে বন্ধ এই অ্যাপগুলি

    অনলাইন এই সমস্ত গেমগুলোতে টাকা পয়সা সংক্রান্ত নানা ঝুঁকি থাকে। অনলাইনে গেমে বিপুল লেনদেন, প্রতারণা এবং আসক্তি নিয়ন্ত্রণ করতে নয়া বিল এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ নামের বিলটি ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে পাশ হয়ে গিয়েছে। এর জেরে নিষিদ্ধ হতে বসেছে ড্রিম ১১, মাই ১১ সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি। তাই যে সব জার্সিতে ড্রিম১১-এর লোগো মুদ্রিত হয়েছে, সেগুলো ব্যবহার করা হবে না বলে বিসিসিআই নিশ্চিত করেছে। এখন খুব শীঘ্রই নতুন স্পনসরের জন্য দরপত্র আহ্বান করবে বোর্ড।

LinkedIn
Share