Tag: England

England

  • Jhulan Goswami: বাইশ গজকে বাই বাই! লর্ডসেই কি শেষ ম্যাচ ঝুলনের?

    Jhulan Goswami: বাইশ গজকে বাই বাই! লর্ডসেই কি শেষ ম্যাচ ঝুলনের?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ড সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বাংলার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)।  বিসিসিআই (BCCI) সূত্রের খবর, ২৪ সেপ্টেম্বর লর্ডসের মাঠেই শেষবারের জন্য তাঁকে বল হাতে দেখা যাবে। শুক্রবার রাতেই ইংল্যান্ড সফরের জন্য নির্বাচকরা ঝুলনকে রেখে ওয়ানডে টিম ঘোষণা করেন। দীর্ঘদিন পর মাঠে ফিরছে ঝুলন। খবরটা পেয়েই খুশি হয়েছিলেন ঝুলন-ভক্তরা। কিন্তু শনিবারই ছন্দপতন। বিসিসিআইয়ের এক আধিকারিক জানান, আগামী ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন তিনি।

    আরও পড়ুন: লক্ষ্য দেশের হয়ে দুটো বিশ্বকাপ! জানেন কী বললেন কেকেআর তারকা আন্দ্রে রাসেল 

    চলতি বছর মার্চ মাসে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ঝুলন। নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের আসরে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশ্বকাপ চলাকালীনই ঝুলনকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু,চোটের কারণে ঝুলন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে খেলতে পারেননি। ২০১৮ সালে তিনি শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন। অন্যদিকে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটি তিনি গতবছর অক্টোবর মাসে খেলে ফেলেন।

    আরও পড়ুন: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত

    চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মিতালি রাজ। এবার জাতীয় দলের জার্সিকে আলবিদা জানাতে চলেছেন কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী। ইংল্যান্ডে গিয়ে তিনটি ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। ওয়ানডে’তেও ক্যাপ্টেন্সির দায়িত্বে হরমনপ্রীত কৌর। স্মৃতি মন্ধানা সহ-অধিনায়ক। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলা হবে লর্ডসে। সেখানেই আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ খেলবেন ৩৯ বছর বয়সি বাংলার এই ক্রিকেটার। ভারতীয় মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির আছে তাঁর ঝুলিতে। এখনও পর্যন্ত তিনি তাঁর কেরিয়ারে ৩৫২টি উইকেট নিয়েছেন। এখন দেখার চাকদহ এক্সপ্রেসের, উইকেট মেশিন কোথায় গিয়ে থামে।

  • R Ashwin: করোনা আক্রান্ত অশ্বিন! সংশয়ে ইংল্যান্ড সফর

    R Ashwin: করোনা আক্রান্ত অশ্বিন! সংশয়ে ইংল্যান্ড সফর

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা (Covid-19 Positive) আক্রান্ত ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতীয় টেস্ট দলের সঙ্গে তিনি ইংল্যান্ডে যেতে পারেননি। দলীয় সূত্রে খবর, নিভৃতবাসে রয়েছেন ভারতীয় স্পিনার। না-ও খেলতে পারেন অনুশীলন ম্যাচে।

    দু’দফায় ইংল‌্যান্ড সফরের উদ্দেশ‌্যে রওনা হয়েছে ভারতীয় দল। প্রথমে বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, মহম্মদ শামিরা চলে যান। রোহিত শর্মা যান দু’একদিন পর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে কোচ রাহুল দ্রাবিড়,ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ার সোমবার ইংল্যান্ড উড়ে গিয়েছেন।  কিন্তু অশ্বিন এখনও যাননি। খবর যা, তাতে ভারতীয় অফস্পিনার এখন নিভৃতবাসে । কোভিড প্রোটোকল মেনে চলছেন। তবে ভারত বনাম ইংল‌্যান্ড একমাত্র টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা অশ্বিনের। তত দিনে তিনি সুস্থ হয়ে যাবেন, বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। 

    আরও পড়ুন: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    রোহিত শর্মা, বিরাট কোহলিরা ইতিমধ্যেই ইংল্যান্ডে অনুশীলন শুরু করে দিয়েছেন। কিন্তু ভারতেই থেকে যেতে হয়েছে অশ্বিনকে। ২৪ জুন থেকে লিস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার কথা ভারতের। সেই ম্যাচে অশ্বিনের না খেলার সম্ভাবনাই বেশি। ১ জুলাই থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। অশ্বিন ইংল্যান্ড যাবেন, তার আগে সব রকমের নিয়ম মেনে করোনামুক্ত হতে হবে তাঁকে। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, “করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড যেতে পারেননি অশ্বিন। আমরা আশাবাদী, টেস্ট শুরু হওয়ার আগে সুস্থ হয়ে যাবেন তিনি। অনুশীলন ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম।” গত বছর শুরু হওয়া এই টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলেনি ভারত। সে সময় ভারতীয় দলের একাধিক সদস্যের করোনা হওয়ায় সিরিজের শেষ ম্যাচ না খেলেই ইংল্যান্ড ছেড়েছিল ভারত। গত বছর করোনায় ইংল‌্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ যখন অর্ধসমাপ্ত অবস্থায় বন্ধ হয়, সিরিজে ২-১ এগিয়ে ছিল ভারত। 

    আইপিএল শেষ হলে তামিলনাড়ুর ক্লাব ক্রিকেটে খেলেন অশ্বিন। লাল বলের ক্রিকেটে প্রস্তুতি নেওয়ার জন্য ক্লাবের হয়ে খেলতে নেমে পড়েন তিনি। প্রসঙ্গত,ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর টেস্ট সিরিজে একটি ম্যাচেও খেলেননি অশ্বিন।

  • Rima Chatterjee: রূপকথাকেও হার মানাবে বার্নার্ড ক্যাসেলের বাঙালি মেয়রের জীবনের গল্প 

    Rima Chatterjee: রূপকথাকেও হার মানাবে বার্নার্ড ক্যাসেলের বাঙালি মেয়রের জীবনের গল্প 

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন এক রূপকথার গল্প। বিশ্বজয় করলেন বঙ্গকন্যা। ইংল্যান্ডের (England) ডারহাম কাউন্টির বার্নার্ড ক্যাসেলের প্রথম বাঙালি মেয়র (Mayor) রিমা চট্টোপাধ্যায় (Rima Chatterjee)। উত্তর ইংল্যান্ডের ডারহাম কাউন্টির ছোট্ট শহর বানার্ড ক্যাসেল (Barnard Castles)। শহরের আনাচে-কানাচে লেগে আছে ইতিহাসের ছোঁয়া। আর কিছুটা আছে বাঙালিয়ানার ছাপ। বার্নার্ড ক্যাসেলের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে কষা মাংস, রসগোল্লা এবং ফুচকা পর্যন্ত পাওয়া যায়৷ এই শহরে খুঁজে পাওয়া যায় এক টুকরো কলকাতা। এসবই সম্ভব হয়েছে এক বাঙ্গালির জন্য। বাংলার মেয়ে রিমা চট্টোপাধ্যায় এই  ছোট্ট শহরটির বর্তমান মেয়র। প্রথম ভারতীয় বংশোদ্ভূত বাঙালি হিসেবে বার্নার্ড ক্যাসেলের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।   

    রিমার জন্ম কলকাতায়। কলকাতার লরেটো হাউজ থেকে দ্বাদশ শ্রেণি পাস করার পর হোটেল ম্যানেজমেন্ট পড়তে গোয়া যান৷ বিয়ের পর স্বামীর সঙ্গে ইংল্যান্ডে চলে যান। সেই  থেকেই যুক্তরাজ্যের বাসিন্দা তিনি। সম্প্রতি তিনি বার্নার্ড ক্যাসেলের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। 
      
    জীবনের শুরুতে রিমা চট্টোপাধ্যায় তাঁর স্বামী রয়ের সঙ্গে লাগোস, ইথিওপিয়া ও ব্রিটেনের একাধিক জায়গায় রেস্তোরাঁর ব্যবসা করেছেন। সেই সূত্রে বছর দশেক আগে উত্তর ইংল্যান্ডের ডারহাম কাউন্টির বার্নার্ড ক্যাসেলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁরা। একটি পরিত্যক্ত সরাইখানা কিনে সেটিকে রেস্তোরাঁয় রূপান্তরিত করেন। এই রেস্তোরাঁটির মাধ্যমেই তিনি বেশ কিছু বাঙালি পদ যেমন মাছ ভাজা, কষা মাংসকে ইংল্যান্ডে জনপ্রিয় করে তুলেছেন। 

    এভাবেই বেশ চলছিল। হঠাৎ করেই একদিন নাম লেখান ইংল্যান্ডের রাজনীতিতে। সাফল্যের সঙ্গে প্রবাসে শুরু হয় তাঁর রাজনৈতিক জীবন। দু’দুবার বার্নার্ড ক্যাসেলের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন তিনি। কাউন্সিলর পদে বসার পর এমন কিছু কাজ করে দেখান যা এই শহরের আমূল পরিবর্তন আনে। পান বিপুল জনসমর্থন। এখন তিনি শহরটির মেয়র।  

    এত বছর ইংল্যান্ডে থাকলেও তিনি ভুলতে পারেননি তিলোত্তমা কলকাতাকে। শহরটির কথা মাঝেমাঝেই উঠে আসে স্মৃতিচারণায়৷ কষা মাংস, ঘি দিয়ে মাখা গরম ভাত খুব মিস করেন।  

     

LinkedIn
Share