Tag: Exam

Exam

  • JEE Main Admit Card: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ 

    JEE Main Admit Card: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ 

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েকদিনের মধ্যেই হবে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। তার আগে আজই প্রকাশ পেতে চলেছে অ্যাডমিট কার্ড। এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। আজ সন্ধ্যে ৬টার পর থেকে jeemain.nta.nic.in– এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। 

    এ বছর জয়েন্ট এন্ট্রান্স মেন- এর  প্রথম দফার পরীক্ষা হবে জুনের ২০-২৯ তারিখ পর্যন্ত। জুন সেশনে যে যে তারিখে পরীক্ষা হবে সেগুলি হল, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯শে। 

    অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আবেদনকারীকে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড বা পাসওয়ার্ডের পরিবর্তে জন্মের তারিখ দিতে হবে।  

    এবছরের জয়েন্ট এন্ট্রান্স মেন-এর ফলাফল এবং র‍্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে ৬ অগাস্ট। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া  শুরু হবে ৭ অগাস্ট থেকে। আইআইটি প্রবেশিকা পরীক্ষার দিন ২৮ অগাস্ট থেকে ওয়েবসাইটেই জানা যাবে। জুন এবং জুলাই দুটি সেশনে এবার পরীক্ষা নেবে এনটিএ। 

    আরও পড়ুন: ফাঁকাই পড়ে থাকবে আসন? নীট-পিজির বিশেষ কাউন্সেলিং-এর আবেদন খারিজ শীর্ষ আদালতের

    অ্যাডমিট কার্ডে যে সমস্ত তথ্য দেওয়া আছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার্থীকে নিশ্চিত হতে হবে যে তথ্যগুলো সঠিক কিনা। কোনও ভুল ধরা পড়লে সঙ্গে সঙ্গে ন্যাশনাল টেস্টিং অ্যাকাডেমিকে তা জানাতে হবে। ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ অ্যাডমিট কার্ড সযত্নে তুলে রাখতে হবে। 

    কোন শহরে পরীক্ষা হবে, বা কোন পরীক্ষাকেন্দ্রে হবে, সেটা বদল করতে পারবেন না পরীক্ষার্থীরা। কারণ তার আগেই প্রার্থীদের পরীক্ষাকেন্দ্র বাছার সুযোগ দেওয়া হয়। 

    আরও পড়ুন: প্রকাশিত ‘নীট-পিজি ২০২২’-এর ফল, জেনে নিন কীভাবে দেখবেন 

    আইআইটি (IIT), এনআইটি (NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেন (JEE Main) পরীক্ষা নেওয়া হয়। গত বছর কোভিড (Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এবছরের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু অন্য পরীক্ষার সময়সূচীতে সংঘাত ঘটায় পিছিয়ে দেওয়া হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।  

     

LinkedIn
Share