মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) মহিলাদের প্রতিনিধিত্ব দিন দিন বেড়েই চলেছে। সেনাবাহিনীতে কাজ করা মহিলাদের জন্য আর শুধু স্বপ্ন নয় বরং বাস্তব। ‘অপারেশন সিঁদুরে’-এও দেখা গিয়েছে, কর্নেল সোফিয়া কুরেশিদের ভূমিকা। তাঁদের সঙ্গেই আরও অনেক সাহসী মহিলা অফিসার বর্তমানে দেশের জল, মাটি এবং আকাশকে সুরক্ষিত রাখছেন। এমনই একজন সাহসী সেনা অফিসার হলেন মেজর দীপান্বিতা কলিতা (Dwipannita Kalita), যিনি অসমের বাসিন্দা। তিনি হলেন প্রথম মহিলা প্যারাট্রুপার, যিনি লাইফস্টাইল ম্যাগাজিন ‘ফেমিনা’র প্রচ্ছদে স্থান পেয়েছেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে অন্যান্য ভারতীয় সেনার মহিলা অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে।
৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ওই প্রচ্ছদ বানায় ওই পত্রিকা
এই প্রচ্ছদটি তৈরি করা হয়েছে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে। সেখানে দেখা যাচ্ছে ১০ জন সাহসী মহিলা সেনা অফিসার (Indian Army), যাঁরা প্রত্যেকেই ভারতীয় সেনাবাহিনীর গর্ব ও দেশের রক্ষাকর্তা। জানা যাচ্ছে, মেজর দীপান্বিতা কলিতা অসমের ডারং জেলার ধিকৈয়াজুলি শহরের বাসিন্দা। এটি গুয়াহাটি থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত। তিনি ছোট শহর থেকে বড় হয়েছেন, কিন্তু তাঁর স্বপ্ন ছিল অনেক বড়।
দীপান্বিতা কলিতা পেশায় চিকিৎসক (Indian Army)
পেশাগত দিক থেকে দীপান্বিতা একজন চিকিৎসক। তিনি তাঁর এমবিবিএস ডিগ্রি ফিলিপিন্স থেকে অর্জন করেন। পরে ভারতে ফিরে এসে চিকিৎসা পেশায় যোগ দেন এবং দিল্লির একাধিক হাসপাতালে কাজ করে বহু রকম অভিজ্ঞতা অর্জন করেন। তাঁর ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স-এর ভান্ডারও সমৃদ্ধ। তবে তাঁর স্বপ্ন ছিল দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়া। সেই স্বপ্নপূরণেই একদিন তিনি হয়ে উঠলেন ভারতীয় সেনার গর্বিত সদস্য। বর্তমানে তিনি সেনার এলিট প্যারা রেজিমেন্টে আর্মি মেডিক্যাল কোর-এর অফিসার। একটি সামরিক হাসপাতালে (Dwipannita Kalita) কর্মরত আছেন এবং দেশের জন্য সর্বদা নিজের সেরাটাই দিয়ে চলেছেন তিনি। দুর্গম পর্বত হোক বা গভীর জঙ্গল অথবা রূক্ষ্ম মরুভূমি– যে কোনও প্রতিকূল ভৌগলিক পরিবেশে চিকিৎসা চালাতে দক্ষ প্যারা রেজিমেন্টের চিকিৎসকরা। এই প্রচ্ছদে দীপান্বিতা কলিতা ছাড়াও আরও যাঁরা রয়েছেন (Indian Army), তাঁদের মধ্যে আছেন কর্নেল সোফিয়া কুরেশি। এবারের পত্রিকাটির থিম রাখা হয়েছে — In the Line of Duty.