Tag: Gndhi Anniversary

  • PM Modi: জন্মজয়ন্তীতে মহাত্মা গান্ধী ও লালবাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির

    PM Modi: জন্মজয়ন্তীতে মহাত্মা গান্ধী ও লালবাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম হেল্প ডেস্ক: ২ অক্টোবর গান্ধীজির (Gndhi Anniversary) জন্মজয়ন্তী উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একই দিনে আবার জন্ম হয়েছিল দেশের আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর। তাঁর প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মোদি। ভারতের ইতিহাস পরিবর্তন এবং সমাজ জাগরণে এই দুই দেশনায়কের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে দেশের প্রতি আত্মত্যাগ, সেবা, করুণা এবং অহিংসার কথাকে স্মরণ করে আজকের দিনের প্রাসঙ্গিকতাকেও তুলে ধরেন মোদি।

    মানব ইতিহাসের গতিমুখকেই বদলে দিয়েছেন (PM Modi)

    প্রধানমন্ত্রী (PM Modi) নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, “অদম্য সাহস এবং সরলতা কীভাবে পরিবর্তনের হাতিয়ার হয় এবং ক্ষমতাকে পরিবর্তন করার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা একমাত্র গান্ধীজিকে (Gndhi Anniversary) না দেখলে বোঝাই যায় না। বাপুর অসাধারণ জীবন দিয়ে মানব ইতিহাসের গতিমুখকেই বদলে দিয়েছেন। আজকের ভারতকে বিকশিত ভারত বা উন্নত ভারত গড়তে এই বাপুর কথা জানা এবং বোঝা একান্ত প্রয়োজন।” ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন বাবু। তাঁর সম্পূর্ণ নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তাঁর কর্মকাণ্ড তাঁকে জাতির জনক এবং বাবু বলে অভিহিত করেছে। অহিংসার দ্বারা ব্রিটিশদের ঔপনিবেশিক সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতাকে ছিনিয়ে আনার পক্ষপাতী ছিলেন গান্ধিজি।

    গান্ধির আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন চাচা নেহেরু

    দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকেও স্মরণ করে বিশেষ শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করেন নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁকে নীতিতে অসাধারণ উল্লেখ করে রাষ্ট্রনায়ক বলে অভিহিত করেছেন মোদি। তাঁর সততা, দৃঢ় সংকল্প, নম্রতা ভারতকে শক্তিশালী করেছে। নিজের এক্স হ্যান্ডলে একটি বার্তা লিখে প্রধানমন্ত্রী বলেন, “চাচা নেহেরুর নেতৃত্ব, সিদ্ধান্ত ও পদক্ষেপ দেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাঁর দেওয়া ‘জয় জওয়ান জয় কিষাণ’-এর ডাক এক প্রকার জন আন্দোলন ছিল। ১৯৬৫ সালে ভারতের সার্বভৌমত্ব রক্ষায় বিরাট কার্যকর ছিল। তাঁর নেতৃত্ব দেশের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তিনি গান্ধির (Gndhi Anniversary) আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য কাজ করেছেন। একজন সাধারণ নাগরিক থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি দেশের প্রত্যেক মানুষের জন্য আদর্শ।”

LinkedIn
Share