Tag: Google

Google

  • Gmail New Feature: এবারে মেসেজ, ভিডিও কল করা যাবে জিমেলে! গুগল নিয়ে এল নতুন ফিচার

    Gmail New Feature: এবারে মেসেজ, ভিডিও কল করা যাবে জিমেলে! গুগল নিয়ে এল নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপের (WhatsApp) পর এবারে নতুন বৈশিষ্ট্য আসতে চলেছে জিমেলে (Gmail)। এতদিন পর্যন্ত গুগল তেমন কোনও নতুন আপডেট আনেনি জিমেলের জন্য। তবে এবারে একাধিক নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে গুগল। এবারে পুরো চেহারাই বদলে নতুন রূপ দেওয়া হবে গুগল-এর অত্যন্ত জনপ্রিয় এই ইমেল সার্ভিস জিমেলকে। পুরো জিমেল-এর ওয়েবসাইট কে রিডিজাইন করা হবে বলে জানিয়েছে গুগল। আর তাছাড়াও এবার থেকে জিমেলেই আপনি কাউকে মেসেজ করা থেকে শুরু করে ভিডিও কল ইত্যাদি করতে পারবেন। জিমেলকে আরও বেশি আকর্ষণীয় করতে চলেছে গুগল।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের ‘ডিজিটাল অবতার’, শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

    এরপর থেকে জিমেলেই চলে আসবে গুগল চ্যাট (Google Chat), গুগল মিট (Google Meet) এবং গুগল স্পেস (Google Space)। জিমেল উইন্ডোতেই এই তিনটি সার্ভিস দেখতে পাবেন ইউজাররা। এমনকি গুগল মিটে আর লিঙ্কেরও প্রয়োজন হবে না। গুগল-এর পক্ষ থেকে এদিন জানানো হয়েছে যে, চলতি বছরেই এই নতুন ইন্টারফেসে জিমেল ব্যবহার করতে পারবে ইউজাররা। আবার এতে ‘Material U’ -এর ডিজাইনের বৈশিষ্ট্যটি লঞ্চ করতে চলেছে। যেখানে নতুন বাটান, নতুন রং ব্যবহার করা হবে। এই ফিচারগুলো লঞ্চ করলে ইউজাররা খুব সহজেই শুধুমাত্র গুগল জিমেল থেকেই মেসেজ, ভিডিও কল, গ্রুপ কল করতে পারবেন। জিমেলেই একটি অপশন থাকবে যেখান থেকে আপনি চ্যাট ফিচারটি অন করলেই পাশে একটি প্যানেল চলে আসবে যেখানে চ্যাট, ভিডিও কল করার অপশন দেখাবে।

    আরও পড়ুন: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    তবে এমনটা হতেই পারে যে, জিমেলের নতুন ফিচার, ডিজাইন পছন্দ হয়নি। তবে চিন্তার কোনও কারণ নেই। কারণ আপনারা সহজেই আগের জিমেলে সুইচ করতে পারবেন। এক্ষেত্রে সেটিংসে গিয়ে সুইচ করতে হবে। এছাড়াও ট্যাবলেটে জিমেল ব্যবহার আরও মজাদার করার জন্য গুগল আরও নতুন ফিচারের ওপর কাজ করছে। খুব শীঘ্রই এই ফিচারগুলো সমস্ত ইউজাররা ব্যবহার করতে পারবে।

  • Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগল প্লে স্টোর তার ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। যার ফলে ব্যবহারকারীর ফোনের তথ্য অন্য কারোর হাতে যেতে পারবে না। স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের ফোনে বিভিন্ন ধরণের অ্যাপ ব্যবহার করে থাকে। আর এই অ্যাপগুলো ডাউনলোড করা হয় গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে। তবে ডাউনলোড করা অ্যাপ যে সবসময় নিরাপদ হবে, এমন কিন্তু নয়। এমন অনেক ঘটনা উঠে এসেছে যেখানে দেখা গিয়েছে, গুগল স্টোরের অনেক অ্যাপ (App) যা আপনার ফোনের জন্য ক্ষতিকারক তো বটেই, ব্যবহারকারীদের নিজস্ব কিছু তথ্যও সেই অ্যাপের মাধ্যমে চলে যায়। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে ‘অ্যাপ পারমিশন’ (App Permission) নামক বৈশিষ্টটি আনতে চলেছে গুগল (Google)।

    আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, কোনও অ্যাপ ডাউনলোড করার পর, সেই অ্যাপ ইনস্টল করার জন্য ব্যবহারকারীর কাছে অনেক কিছুর অ্যাক্সেস করার অনুমতি চাওয়া হয়। আর এই অনুমতি দিলেই অ্যাপের মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যায়। যারা এই বিষয়ে জানেন, তারা সহজেই কোনও কিছুর অনুমতি দেয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ব্যবহারকারীরা না বুঝেই সেই অ্যাক্সেস দিয়ে দেন, যার ফলে ভবিষ্যতে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয় তাদের।

    আরও পড়ুন: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    আর এই বিপদ থেকে দূর করতে ও ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার জন্য আরও অ্যাক্টিভ হচ্ছে গুগল। এবার থেকে প্লে-স্টোরে কোনও অ্যাপ ডাউনলোড করার সময় সেই অ্যাপ, ব্যবহারকারীদের থেকে কী কী তথ্য সংগ্রহ করছে, কীভাবে সেই তথ্য ব্যবহার করা হচ্ছে, তা জানতে পারবেন ব্যবহারকারীরা। এই নতুন নিয়ম গুগলের নতুন পলিসি ‘ডেটা সেফটি’ (Data Safety)-র মধ্যে আনা হবে। গুগল জানিয়েছে, এবার থেকে অ্যাপ ডেভলপারদের জানাতে হবে যে, তারা ব্যবহারকারীদের কাছ থেকে কী কী তথ্য চাইছে, সেই তথ্য তারা কীভাবে সংগ্রহ করছে ও কীভাবে সেইসব তথ্য ব্যবহার করা হচ্ছে। গুগল ব্রাউজার ও প্লে স্টোর দুই ক্ষেত্রেই এই নতুন পলিসি কার্যকর হবে জানিয়েছে গুগল।

    প্রসঙ্গত এই ‘অ্যাপ পারমিশন’ নামক বৈশিষ্টটি আগেই গুগল প্লে স্টোরে অন্তর্ভুক্ত করা ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগেই এটি সরিয়ে দেওয়ায় ইউজাররা তাদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে। তাই পরে গুগলের তরফে জানানো হয়েছে, তারা আবার এটি শীঘ্রই ফিরিয়ে আনতে চলেছে।

    আরও পড়ুন: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের

  • Google: ব্যবহারকারীদের জীবনে নজর চালানো হচ্ছে, গুরুতর অভিযোগ গুগলের বিরুদ্ধে

    Google: ব্যবহারকারীদের জীবনে নজর চালানো হচ্ছে, গুরুতর অভিযোগ গুগলের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগলের ব্যক্তিগত ব্রাউজিং (Google Private Browsing) আদতেও ব্যক্তিগত নয়। ক্রমাগত নজরদারি চালাচ্ছে গুগল। এমনই অভিযোগ আনলেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন (Ken Paxton)। এই অভিযোগের গুগলের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।

    জানুয়ারিতে টেক্সাস (Texas), ইন্ডিয়ানা, ওয়াশিংটন, কলম্বিয়ায় গুগলের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করা হয়। দাবি করা হয়েছিল, গুগল ব্যবহারকারীদের লোকেশন ট্র্যাক (Location Track) করছে। এতে তাদের ব্যক্তিগতে পরিসরে ঢুকে পড়তে চাইছে গুগল।

    ইনকগনিটো মোড (Incognito Mode) বা ব্যক্তিগত ব্রাউজিং- এর ক্ষেত্রে গুগল দাবি করে যে তারা ব্যবহাকারীর কোনও তথ্য চাইবে না বা কোনও রকম নজরদারি চালাবে না। কেনের বক্তব্য কথার খেলাপ করছে গুগল। ‘সার্চ হিস্ট্রি’ এবং ‘লোকেশন’ দুই- এর তথ্যই নিজের কাছে রাখছে এই সংস্থা।

    মামলাটিতে দাবি করা হয়, ব্যক্তিগত ব্রাউজিং সুবিধায় কেউ হয়তো কোনও গোপন ওয়েবসাইট খুঁজছেন বা তাঁর স্বাস্থ্য সংক্রান্ত, রাজনীতি সংক্রান্ত কোন তথ্য খুঁজছেন বা কেউ কারও জন্যে উপহার কেনার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন। গুগল গোপনীয়তা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সেটা তারা করছে না। গোপনে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিজের কাছে রাখছে গুগল।

    গুগল যদিও নিজের সাফাইয়ে বলেছে, “পুরোনো ঘটনা তুলে এই দাবি করা হচ্ছে। আমরা সেটিং- এ বদল এনেছি। ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখা আমাদের কর্তব্য। আমাদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে শেষ অবধি লড়াই করব।”

    এর আগেও এই অ্যাটর্নি জেনারেল (Attorney General) গুগলের বিরুদ্ধে ব্যবহারকারীদের অনুমতি না নিয়েই লোকেশন ট্র্যাক করার অভিযোগ এনেছিলেন।

    গুগল দাবি করে, লোকেশন সেটিং অফ রাখলে ব্যবহারকারীর লোকেশন সম্পর্কে কিছু জানতে পারে না গুগল।

    জানুয়ারিতে আরিজোনার বিচারক দাবি করেন, গুগলের একটি গোপন লোকেশন ট্র্যাকার আছে। ব্যবহারকারীদের না জানিয়েই তাদের গতিবিধির ওপর নজর চালায় গুগল।

     

  • Google: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের 

    Google: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্লে স্টোর (Play Store) নীতি বদলেছে গুগল (Google)। এর ফলে থার্ড পার্টি সব কল রেকর্ডিং অ্যাপ (Third Party Call Recording Apps) ব্লক করে দিয়েছে প্লে স্টোর। এছাড়াও আরও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করতে চলেছে গুগল।  

    যে রেকর্ডিং অ্যাপগুলি আপনার ফোনে আগে থেকেই ইনস্টল করা রয়েছে, এই নীতি বদলে তার ওপর কোনও প্রভাব না পড়লেও, প্লে স্টোর থেকে যে থার্ড পার্টি অ্যাপগুলি ডাউনলোড করা হয় সেগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে গুগল।   

    ১১ মে থেকে থার্ড পার্টি অ্যাপগুলিকে কল রেকর্ড করার অনুমতি আর দিচ্ছে না গুগল। এই নীতি পরিবর্তনের বিষয়ে যেকোনও রকম বিভ্রান্তি দূর করার জন্য একটি ভার্চুয়াল সম্মেলন বা ওয়েবিনারের আয়োজনও করে গুগল।
     
    এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুসারে, “এই নীতি পরিবর্তনে শুধুমাত্র থার্ড পার্টি অ্যাপগুলিই প্রভাবিত হবে। গুগল ফোন, এমআই ডায়ালারের মতো অ্যাপগুলিতে কল রেকর্ডিং- এর অপশন আগে থেকেই ইনস্টল করা থাকে। নীতি পরিবর্তনের ফলে আগে থেকে ইনস্টল করা অ্যাপগুলিতে কোনও প্রভাব পড়বে না।”

    অর্থাৎ আপনি যদি প্রি- ইনস্টলড  অ্যাপে কল রেকর্ডিং করেন তাহলে সেই রেকর্ডিং হারানোর কোনও সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা কোন অ্যাপে কল রেকর্ড করে থাকেন তাহলে তা রেকর্ড নাও হতে পারে বা সেই রেকর্ডিং পরবর্তীতে নাও পাওয়া যেতে পারে।  

    কল রেকর্ডিং সংক্রান্ত বিষয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক ছিল। আগে একজন কল রেকর্ড করলে ফোনের অপর প্রান্তের মানুষটি জানতেও পারতেন না। এমনকি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কল রেকর্ড করে সেই কল রেকর্ডিং- এর অপব্যবহারও হয়েছে প্রচুর।

    পরবর্তীতে সেই সম্ভবনার কথা মাথায় রেখে কেউ কল রেকর্ড করতে চাইলে অ্যাপগুলি ফোনের অপর প্রান্তে যিনি আছেন তাঁকে জানান দিত, তাঁর অনুমতি চাইত। কিন্তু সম্প্রতি ভারত সরকার কল রেকর্ডিং- এর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ কোনও শর্তেই কল রেকর্ড করা যাবে না। ভারত ছাড়াও আরও বিভিন্ন দেশ গুগল প্লে স্টোরের কল রেকর্ডিং অ্যাপগুলি নিয়ে আপত্তি জানাচ্ছে বহুদিন ধরে। সেই কথা মাথায় রেখেই থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল গুগল।   

     

  • Google Maps: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    Google Maps: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    মাধ্যম নিউজ ডেস্ক:  গুগল ম্যাপ (Google Map), ব্যবহারকারীদের জন্য নিয়ে আসল সুখবর। রুট দেখার পাশাপাশি, এবার থেকে দেখা যাবে টোল প্রাইসও(Toll Price)। দেখা যাবে ট্রাফিক লাইট, স্টপ সাইন। আপনি কি কখনও ভেবে দেখেছিলেন যে গুগল ম্যাপে টোল প্রাইসও দেখা যাবে? তবে এবারে সেটিই হতে চলেছে। এবার থেকে মানচিত্রটি আপনাকে রুট এবং টোলের দাম দেখাবে। বৈশিষ্ট্যটি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র(United States),  ভারত(India) এবং ইন্দোনেশিয়ার(Indonesia) ২০০০টিরও বেশি রাস্তার জন্য টোল প্রাইস অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে খুব শীঘ্রই অন্যান্য দেশের টোল প্রাইস অন্তর্ভুক্ত করা হবে। গুগল ম্যাপের নতুন এই বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড(Android) ও আইওএস(iOS) উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে।

    আরও পড়ুন: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের

    সম্প্রতি, গুগল(Google) থেকে একটি পোষ্টের মাধ্যমে জানানো হয়েছে যে, রাস্তা খারাপ অথবা ট্রাফিক জ্যামের জন্য আপনাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হত। কিন্তু এবার থেকে আপনি টোল রাস্তা বা নিয়মিত রাস্তার মধ্যে বেছে নিতে পারেন, সঙ্গে টোল প্রাইসও দেখে নিতে পারবেন। ফলে এতে যাতায়াতকে আরও সহজ করে তুলবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি ব্যবহারকারীদের তাদের রুট আরও ভালভাবে বুঝতে সুবিধে হবে।

    তবে জানেন কি কীভাবে দেখতে পারবেন টোল প্রাইস?

    গুগল ম্যাপে টোলের দাম দেখতে, আপনাকে নেভিগেশন সেটিংসে গিয়ে ‘টোল পাসের দাম দেখুন’ অপশনটি ক্লিক করতে হবে। ব্যবহারকারীরা ‘রুট বিকল্প’-এর ‘টোল রোড এড়িয়ে চলুন’ ক্লিক করে টোল রোড এবং নিয়মিত রাস্তাগুলির মধ্যে বেছে নিতে পারবেন।

    আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

    গুগল প্রথম এপ্রিলে টোলের দাম দেখাতে শুরু করে। সেই সময়ে, এটি যাত্রীদের টোল রাস্তা এবং অন্যান্য রাস্তার মধ্যে বেছে নিতে সাহায্য করার উদ্দেশ্যে ছিল। কিন্তু এখন এটি যাত্রা শুরুর আগে গন্তব্যের আনুমানিক টোল প্রাইস দেখাবে। সুতরাং জনগণের যাতায়াতের সুবিধের জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে ও এই নতুন বৈশিষ্ট্যটি অন্তর্ভুক্ত করা হয়েছে।  

LinkedIn
Share