Tag: Google

Google

  • Sundar Pichai: ‘ভারত আমারই এক অংশ’, পদ্মভূষণ পেয়ে বললেন সুন্দর পিচাই

    Sundar Pichai: ‘ভারত আমারই এক অংশ’, পদ্মভূষণ পেয়ে বললেন সুন্দর পিচাই

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোতে পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। শিল্প ও বাণিজ্য বিভাগে তাঁর অবদানের কারণে তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত করা হল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু সুন্দর পিচাইয়ের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন। পুরস্কার দিয়ে তিনি বলেন, “মাদুরাই থেকে এত দূর পর্যন্ত সুন্দর পিচাইয়ের এই যাত্রা বিশ্ব মঞ্চে ভারতের প্রতিভা ও উদ্ভাবনী শক্তির প্রমাণ।”

    আরও পড়ুন: ‘বোমা বাঁধছিলেন তৃণমূল নেতা’, ভূপতিনগরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দুর

    কী বললেন সুন্দর? 

    পুরস্কার পাওয়ার পর সুন্দর পিচাই (Sundar Pichai) বলেন, “ভারত বরাবরই আমার একটি বড় অংশ। সরকার তথা দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।” এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রযুক্তি নিয়ে তাঁর উদ্যোগ এবং দূরদর্শিতাকেও কুর্নিশ জানান। তিনি বলেন, “আমি গুগল এবং ভারতের মধ্যে বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী। আরও বেশি মানুষের কাছে আমরা প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে চাই। আমরা সম্প্রতি ভারতের ডিজিটাল উন্নয়নের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছি। এর মাধ্যমে আরও সস্তায় ইন্টারনেট অ্যাক্সেস সকলের কাছে পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি সমস্ত ছোটবড় ব্যবসাকেই ডিজিটাল রূপান্তরিত হতে সহায়তা করব।”

     


    তিনি (Sundar Pichai) আরও বলেন, “আমি ভাগ্যবান যে এমন একটা পরিবারে জন্মেছি, যেখানে জ্ঞান ও শিক্ষাকে এভাবে লালন করা হয়েছিল।” পাশাপাশি নিজের অভিভাবকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁরা সুন্দরের স্বপ্নকে সত্যি করতে বহু আত্মত্যাগ করেছিলেন। 

    প্রসঙ্গত, খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র সুন্দর পিচাই (Sundar Pichai)। তামিলনাড়ুর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন সুন্দর। ২০০৪ সালে গুগলের সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তীতে তিনি ওই সংস্থার সিইও হন। পরে সার্চ ইঞ্জিনটির সত্বাধিকারী সংস্থা Alphabet Inc-এর ‘চিফ এগজিকিউটিভ অফিসার’ পদেও আসীন হন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

       

     

  • Google Play Store: গুগল প্লে স্টোর ১৬ টি অ্যাপ সরিয়ে দিয়েছে

    Google Play Store: গুগল প্লে স্টোর ১৬ টি অ্যাপ সরিয়ে দিয়েছে

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি গুগল তার প্লে-স্টোর (Google Play Store) থেকে ১৬ টি অ্যাপ অত্যাধিক ডেটা ব্যবহার ও ব্যাটারি ড্রেনেজের কারণে সরিয়ে দিয়েছে। শুধু বেশি ব্যাটারি নয়, এই অ্যাপগুলি গোপনে ব্যবহারকারীর মোবাইল ডেটাও (Mobile Data) ব্যবহার করে আসছিল। জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস কোম্পানি ম্যাকাফি (McAfee) দ্বারা এই অ্যাপগুলি শনাক্ত করা হয়েছে। অ্যান্টি-ভাইরাস কোম্পানিটির রিপোর্টের পরেই গুগল এই অ্যাপগুলিকে প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছে। এই অ্যাপগুলি সরানোর আগে ইউটিলিটি বিভাগের অংশ ছিল। এই অ্যাপগুলি ফ্ল্যাশলাইট, ক্যামেরা, কিউআর রিডিং এবং পরিমাপ রূপান্তরের মতো অনেক বৈশিষ্ট্য অফার করে।

    আরও পড়ুন: একচেটিয়া বাজার দখলের অভিযোগে গুগলকে জরিমানা করল ভারত সরকার

    আসুন জেনে নিন কোন অ্যাপগুলিকে গুগল তার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে।

    • কারেন্সি কনভার্টার
    • হাই-স্পিড ক্যামেরা
    • স্মার্ট টাস্ক ম্যানেজার
    • টর্চলাইট+
    • কে-ডিকশেনারি
    • কুইক নোট
    • ইজডিকা
    • ইনস্টাগ্রাম প্রোফাইল ডাউনলোডার
    • ইজ নোট

    আরও পড়ুন: ভুয়ো খবর ঠেকাতে ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন ফিচার

    প্রতিবেদনে বলা হয়েছে মোবাইলে এই অ্যাপগুলি ইন্সটল করলে অ্যাপগুলি অতিরিক্ত কোড ডাউনলোড করে, ব্যবহারকারীদের প্রতারণা করতে পারে। ব্যবহারকারীদের অজান্তেই এই অ্যাপগুলি ডিভাইসগুলিতে বিজ্ঞপ্তি পাঠায়, যার ফলে পেছনে ওয়েব পেজ খুলে যায়। অজান্তেই ফোনের ব্যাকগ্রাউন্ডে এই বিজ্ঞাপনগুলি চলতে থাকে। এর ফলে ব্যবহারকারীদের ডেটা এবং ফোনের ব্যাটারি দুটোই খরচ হয়। নিরাপত্তা সংস্থার মতে, এই অ্যাপগুলির মধ্যে কিছু অ্যাডওয়্যারের কোড রয়েছে, যার নাম কম.লাইভপোস্টিং (com.liveposting)।

    এই কোডটি একটি এজেন্টের মতো কাজ করে,  লুকনো অ্যাডওয়্যার পরিষেবা চালায়। অন্যদিকে, কিছু অ্যাপে কম.ক্লিক.ক্যাস (com.click.cas)-এ একটি এডিশন লাইব্রেরি রয়েছে, যা স্বয়ংক্রিয় ক্লিক ফাংশনে কাজ করে। যদি আপনার ফোনে উপরের তালিকায় থাকা কোনও অ্যাপ থাকে, গুগল অবিলম্বে অ্যাপটি ডিলিট করতে বলছেন ব্যবহারকারীদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • Competition Commission of India: ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গুগলকে ফের জরিমানা করল সিসিআই

    Competition Commission of India: ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গুগলকে ফের জরিমানা করল সিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: প্লে স্টোর নীতিতে বার বার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে গুগলের (Google) বিরুদ্ধে। এই অপরাধে গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা করেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)। এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দুবার জরিমানা করা হল গুগলকে। এরই সঙ্গে অনৈতিকভাবে ব্যবসা বন্ধ করারও নির্দেশ দিয়েছে সিসিআই। মঙ্গলবার সংস্থাটিকে জরিমানা করে এই নির্দেশ দিয়েছে সিসিআই। সিসিআই- এর অভিযোগ, পেমেন্ট অ্যাপের প্রচারের জন্য নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে গুগল। ট্যুইটারে এই জরিমানার কথা ঘোষণা করেছে গুগল। 

     


              

    এর আগে ২০ অক্টোবর গুগলকে ১ হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা করেছিল সিসিআই। সেই সময় অভিযোগ করা হয়েছিল, অনলাইন সার্চ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে নিজেদের অ্যাপ যেমন ক্রোম এবং ইউটিউবকে বাড়তি সুবিধা পাইয়ে দিচ্ছে গুগল। আর তার জেরেই জরিমানা করা হয়। গুগল জানিয়েছে, এই নির্দেশের ফলে ধাক্কা খাবেন ভারতীয় ব্যবহারকারীরা।

    আরও পড়ুন: ইউক্রেনের চারটি অঞ্চলে সামরিক আইন জারি করল মস্কো

    সিসিআই তার তদন্তে দেখেছে, ভারতে অ্যাপ স্টোরের বাজারে স্মার্ট মোবাইল ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল  আইওএস -এ গুগলের প্রাধান্য থাকার সুযোগ নিচ্ছে কোম্পানি। গুগলের প্লে স্টোরের নীতি অনুযায়ী, অ্যাপ ডেভেলপারদের প্লে স্টোরে নিজেদের অ্যাপ রাখতে হলে গুগল প্লে বিলিং সিস্টেম (GPBS) ব্যবহার করতে হবে। অ্যাপ ডেভেলপাররা GPBS ব্যবহার করার ক্ষেত্রে যদি Google-এর নীতি অনুসরণ না করে, তাহলে তারা তাদের অ্যাপগুলি প্লে স্টোরে রাখতে পারবে না। গুগলের এই নীতির কারণে, অ্যান্ড্রয়েড অ্যাপগুলি একটা বড় গ্রাহক সংখ্যা হারাচ্ছে। শুধু তাই নয়, প্লে স্টোরে এই অ্যাপ রাখার জন্য বিলিংয়ের ক্ষেত্রে UPI অ্যাপগুলিকেও লেনদেনের সুযোগ দিচ্ছে না গুগল। প্লে স্টোরের অ্যাপে নিজেদের পেমেন্ট অ্যাপকেই প্রমোট করছে কোম্পানি। যা আদতে আইনবিরুদ্ধ। সেই কারণেই গুগলের বিরুদ্ধে জরিমানার পথে হেঁটেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Google Meet: ‘গুগল মিট’-এ আসতে চলেছে নতুন ফিচার, মিটিং-এ মিউট আনমিউট করা হবে আরও সহজ!

    Google Meet: ‘গুগল মিট’-এ আসতে চলেছে নতুন ফিচার, মিটিং-এ মিউট আনমিউট করা হবে আরও সহজ!

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগল মিট (Google Meet) নিয়ে এসেছে তাদের নতুন ফিচার। গুগল মিট ভার্চুয়ালি মিটিং করার জন্য খুবই জনপ্রিয়। গুগল মিটে মিটিং চলাকালীন মাইক্রোফোন মিউট (Mute) ও আনমিউট (Unmute) করার অপশন আগেই দেওয়া হয়েছে গুগলের তরফে। কিন্তু এবারে মিউট ও আনমিউট করার ক্ষেত্রে এক পরিবর্তন নিয়ে এসেছে গুগল। এবারে মিউট করা হবে আরও সহজ, তাড়াতাড়ি ও নিরাপদ।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলা হবে আরও মজাদার! দেখা যাবে গ্রুপ সদস্যের প্রোফাইল ফটো

    মিউট ও আনমিউট করার জন্য এবারে আর মিউট অপশনে যেতে হবে না। কিবোর্ডের স্পেসবারে (Spacebar) লং প্রেস করলেই আনমিউট হয়ে যাবে ও স্পেসবারটি ছেড়ে দিলেই আবার মিউট হয়ে যাবে। বর্তমানে গুগল মিটে মিটিং চলাকালীন কোনও কথা বলতে গেলে মিউট করার অপশনে ক্লিক করতে হয় তারপরেই মাইক্রোফোন অন হয় অর্থাৎ আনমিউট হয়। আবার অনেক সময় অনেকেই আনমিউট করে পরে মিউট করতেও ভুলে যায়, সেক্ষেত্রেও অন্য রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই এবারে মিউট আনমিউট করা ব্যবহারকারীদের জন্য আরও বেশি সহজ করা হল।

    আরও পড়ুন: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    তবে এই মিউট-আনমিউট ফিচার ছাড়াও গুগল থেকে জানানো হয়েছে, গুগল মিটেও ‘Hey Google’ ভয়েস কন্ট্রোল চলবে। তবে যখন স্মার্টফোনে কোনও রকম মিটিং চলবে না তখনই গুগল অ্যাসিস্টেন্ট অ্যাক্টিভ থাকবে ও মিটিং শুরু হওয়ার ১০ মিনিট আগে পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। সম্প্রতি গত মাসেই গুগল মিটে এক ফিচার নিয়ে আসার কথা বলা হয়েছিল। এই ফিচারে বলা হয়েছে এবার থেকে ইউটউবে লাইভস্ট্রিম করা যাবে গুগল মিটের মিটিং। অর্থাৎ একসঙ্গে অনেকে মিলে গুগল মিটের মাধ্যমে যখন ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হলে, তখন সেই মিটিং সরাসরি ভাবে ইউটিউবে স্ট্রিম করা বা দেখানো যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Gmail New Feature: এবারে মেসেজ, ভিডিও কল করা যাবে জিমেলে! গুগল নিয়ে এল নতুন ফিচার

    Gmail New Feature: এবারে মেসেজ, ভিডিও কল করা যাবে জিমেলে! গুগল নিয়ে এল নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপের (WhatsApp) পর এবারে নতুন বৈশিষ্ট্য আসতে চলেছে জিমেলে (Gmail)। এতদিন পর্যন্ত গুগল তেমন কোনও নতুন আপডেট আনেনি জিমেলের জন্য। তবে এবারে একাধিক নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে গুগল। এবারে পুরো চেহারাই বদলে নতুন রূপ দেওয়া হবে গুগল-এর অত্যন্ত জনপ্রিয় এই ইমেল সার্ভিস জিমেলকে। পুরো জিমেল-এর ওয়েবসাইট কে রিডিজাইন করা হবে বলে জানিয়েছে গুগল। আর তাছাড়াও এবার থেকে জিমেলেই আপনি কাউকে মেসেজ করা থেকে শুরু করে ভিডিও কল ইত্যাদি করতে পারবেন। জিমেলকে আরও বেশি আকর্ষণীয় করতে চলেছে গুগল।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের ‘ডিজিটাল অবতার’, শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

    এরপর থেকে জিমেলেই চলে আসবে গুগল চ্যাট (Google Chat), গুগল মিট (Google Meet) এবং গুগল স্পেস (Google Space)। জিমেল উইন্ডোতেই এই তিনটি সার্ভিস দেখতে পাবেন ইউজাররা। এমনকি গুগল মিটে আর লিঙ্কেরও প্রয়োজন হবে না। গুগল-এর পক্ষ থেকে এদিন জানানো হয়েছে যে, চলতি বছরেই এই নতুন ইন্টারফেসে জিমেল ব্যবহার করতে পারবে ইউজাররা। আবার এতে ‘Material U’ -এর ডিজাইনের বৈশিষ্ট্যটি লঞ্চ করতে চলেছে। যেখানে নতুন বাটান, নতুন রং ব্যবহার করা হবে। এই ফিচারগুলো লঞ্চ করলে ইউজাররা খুব সহজেই শুধুমাত্র গুগল জিমেল থেকেই মেসেজ, ভিডিও কল, গ্রুপ কল করতে পারবেন। জিমেলেই একটি অপশন থাকবে যেখান থেকে আপনি চ্যাট ফিচারটি অন করলেই পাশে একটি প্যানেল চলে আসবে যেখানে চ্যাট, ভিডিও কল করার অপশন দেখাবে।

    আরও পড়ুন: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    তবে এমনটা হতেই পারে যে, জিমেলের নতুন ফিচার, ডিজাইন পছন্দ হয়নি। তবে চিন্তার কোনও কারণ নেই। কারণ আপনারা সহজেই আগের জিমেলে সুইচ করতে পারবেন। এক্ষেত্রে সেটিংসে গিয়ে সুইচ করতে হবে। এছাড়াও ট্যাবলেটে জিমেল ব্যবহার আরও মজাদার করার জন্য গুগল আরও নতুন ফিচারের ওপর কাজ করছে। খুব শীঘ্রই এই ফিচারগুলো সমস্ত ইউজাররা ব্যবহার করতে পারবে।

  • Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগল প্লে স্টোর তার ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। যার ফলে ব্যবহারকারীর ফোনের তথ্য অন্য কারোর হাতে যেতে পারবে না। স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের ফোনে বিভিন্ন ধরণের অ্যাপ ব্যবহার করে থাকে। আর এই অ্যাপগুলো ডাউনলোড করা হয় গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে। তবে ডাউনলোড করা অ্যাপ যে সবসময় নিরাপদ হবে, এমন কিন্তু নয়। এমন অনেক ঘটনা উঠে এসেছে যেখানে দেখা গিয়েছে, গুগল স্টোরের অনেক অ্যাপ (App) যা আপনার ফোনের জন্য ক্ষতিকারক তো বটেই, ব্যবহারকারীদের নিজস্ব কিছু তথ্যও সেই অ্যাপের মাধ্যমে চলে যায়। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে ‘অ্যাপ পারমিশন’ (App Permission) নামক বৈশিষ্টটি আনতে চলেছে গুগল (Google)।

    আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, কোনও অ্যাপ ডাউনলোড করার পর, সেই অ্যাপ ইনস্টল করার জন্য ব্যবহারকারীর কাছে অনেক কিছুর অ্যাক্সেস করার অনুমতি চাওয়া হয়। আর এই অনুমতি দিলেই অ্যাপের মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যায়। যারা এই বিষয়ে জানেন, তারা সহজেই কোনও কিছুর অনুমতি দেয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ব্যবহারকারীরা না বুঝেই সেই অ্যাক্সেস দিয়ে দেন, যার ফলে ভবিষ্যতে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয় তাদের।

    আরও পড়ুন: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    আর এই বিপদ থেকে দূর করতে ও ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার জন্য আরও অ্যাক্টিভ হচ্ছে গুগল। এবার থেকে প্লে-স্টোরে কোনও অ্যাপ ডাউনলোড করার সময় সেই অ্যাপ, ব্যবহারকারীদের থেকে কী কী তথ্য সংগ্রহ করছে, কীভাবে সেই তথ্য ব্যবহার করা হচ্ছে, তা জানতে পারবেন ব্যবহারকারীরা। এই নতুন নিয়ম গুগলের নতুন পলিসি ‘ডেটা সেফটি’ (Data Safety)-র মধ্যে আনা হবে। গুগল জানিয়েছে, এবার থেকে অ্যাপ ডেভলপারদের জানাতে হবে যে, তারা ব্যবহারকারীদের কাছ থেকে কী কী তথ্য চাইছে, সেই তথ্য তারা কীভাবে সংগ্রহ করছে ও কীভাবে সেইসব তথ্য ব্যবহার করা হচ্ছে। গুগল ব্রাউজার ও প্লে স্টোর দুই ক্ষেত্রেই এই নতুন পলিসি কার্যকর হবে জানিয়েছে গুগল।

    প্রসঙ্গত এই ‘অ্যাপ পারমিশন’ নামক বৈশিষ্টটি আগেই গুগল প্লে স্টোরে অন্তর্ভুক্ত করা ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগেই এটি সরিয়ে দেওয়ায় ইউজাররা তাদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে। তাই পরে গুগলের তরফে জানানো হয়েছে, তারা আবার এটি শীঘ্রই ফিরিয়ে আনতে চলেছে।

    আরও পড়ুন: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের

  • Google: ব্যবহারকারীদের জীবনে নজর চালানো হচ্ছে, গুরুতর অভিযোগ গুগলের বিরুদ্ধে

    Google: ব্যবহারকারীদের জীবনে নজর চালানো হচ্ছে, গুরুতর অভিযোগ গুগলের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগলের ব্যক্তিগত ব্রাউজিং (Google Private Browsing) আদতেও ব্যক্তিগত নয়। ক্রমাগত নজরদারি চালাচ্ছে গুগল। এমনই অভিযোগ আনলেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন (Ken Paxton)। এই অভিযোগের গুগলের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।

    জানুয়ারিতে টেক্সাস (Texas), ইন্ডিয়ানা, ওয়াশিংটন, কলম্বিয়ায় গুগলের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করা হয়। দাবি করা হয়েছিল, গুগল ব্যবহারকারীদের লোকেশন ট্র্যাক (Location Track) করছে। এতে তাদের ব্যক্তিগতে পরিসরে ঢুকে পড়তে চাইছে গুগল।

    ইনকগনিটো মোড (Incognito Mode) বা ব্যক্তিগত ব্রাউজিং- এর ক্ষেত্রে গুগল দাবি করে যে তারা ব্যবহাকারীর কোনও তথ্য চাইবে না বা কোনও রকম নজরদারি চালাবে না। কেনের বক্তব্য কথার খেলাপ করছে গুগল। ‘সার্চ হিস্ট্রি’ এবং ‘লোকেশন’ দুই- এর তথ্যই নিজের কাছে রাখছে এই সংস্থা।

    মামলাটিতে দাবি করা হয়, ব্যক্তিগত ব্রাউজিং সুবিধায় কেউ হয়তো কোনও গোপন ওয়েবসাইট খুঁজছেন বা তাঁর স্বাস্থ্য সংক্রান্ত, রাজনীতি সংক্রান্ত কোন তথ্য খুঁজছেন বা কেউ কারও জন্যে উপহার কেনার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন। গুগল গোপনীয়তা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সেটা তারা করছে না। গোপনে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিজের কাছে রাখছে গুগল।

    গুগল যদিও নিজের সাফাইয়ে বলেছে, “পুরোনো ঘটনা তুলে এই দাবি করা হচ্ছে। আমরা সেটিং- এ বদল এনেছি। ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখা আমাদের কর্তব্য। আমাদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে শেষ অবধি লড়াই করব।”

    এর আগেও এই অ্যাটর্নি জেনারেল (Attorney General) গুগলের বিরুদ্ধে ব্যবহারকারীদের অনুমতি না নিয়েই লোকেশন ট্র্যাক করার অভিযোগ এনেছিলেন।

    গুগল দাবি করে, লোকেশন সেটিং অফ রাখলে ব্যবহারকারীর লোকেশন সম্পর্কে কিছু জানতে পারে না গুগল।

    জানুয়ারিতে আরিজোনার বিচারক দাবি করেন, গুগলের একটি গোপন লোকেশন ট্র্যাকার আছে। ব্যবহারকারীদের না জানিয়েই তাদের গতিবিধির ওপর নজর চালায় গুগল।

     

  • Google: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের 

    Google: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্লে স্টোর (Play Store) নীতি বদলেছে গুগল (Google)। এর ফলে থার্ড পার্টি সব কল রেকর্ডিং অ্যাপ (Third Party Call Recording Apps) ব্লক করে দিয়েছে প্লে স্টোর। এছাড়াও আরও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করতে চলেছে গুগল।  

    যে রেকর্ডিং অ্যাপগুলি আপনার ফোনে আগে থেকেই ইনস্টল করা রয়েছে, এই নীতি বদলে তার ওপর কোনও প্রভাব না পড়লেও, প্লে স্টোর থেকে যে থার্ড পার্টি অ্যাপগুলি ডাউনলোড করা হয় সেগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে গুগল।   

    ১১ মে থেকে থার্ড পার্টি অ্যাপগুলিকে কল রেকর্ড করার অনুমতি আর দিচ্ছে না গুগল। এই নীতি পরিবর্তনের বিষয়ে যেকোনও রকম বিভ্রান্তি দূর করার জন্য একটি ভার্চুয়াল সম্মেলন বা ওয়েবিনারের আয়োজনও করে গুগল।
     
    এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুসারে, “এই নীতি পরিবর্তনে শুধুমাত্র থার্ড পার্টি অ্যাপগুলিই প্রভাবিত হবে। গুগল ফোন, এমআই ডায়ালারের মতো অ্যাপগুলিতে কল রেকর্ডিং- এর অপশন আগে থেকেই ইনস্টল করা থাকে। নীতি পরিবর্তনের ফলে আগে থেকে ইনস্টল করা অ্যাপগুলিতে কোনও প্রভাব পড়বে না।”

    অর্থাৎ আপনি যদি প্রি- ইনস্টলড  অ্যাপে কল রেকর্ডিং করেন তাহলে সেই রেকর্ডিং হারানোর কোনও সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা কোন অ্যাপে কল রেকর্ড করে থাকেন তাহলে তা রেকর্ড নাও হতে পারে বা সেই রেকর্ডিং পরবর্তীতে নাও পাওয়া যেতে পারে।  

    কল রেকর্ডিং সংক্রান্ত বিষয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক ছিল। আগে একজন কল রেকর্ড করলে ফোনের অপর প্রান্তের মানুষটি জানতেও পারতেন না। এমনকি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কল রেকর্ড করে সেই কল রেকর্ডিং- এর অপব্যবহারও হয়েছে প্রচুর।

    পরবর্তীতে সেই সম্ভবনার কথা মাথায় রেখে কেউ কল রেকর্ড করতে চাইলে অ্যাপগুলি ফোনের অপর প্রান্তে যিনি আছেন তাঁকে জানান দিত, তাঁর অনুমতি চাইত। কিন্তু সম্প্রতি ভারত সরকার কল রেকর্ডিং- এর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ কোনও শর্তেই কল রেকর্ড করা যাবে না। ভারত ছাড়াও আরও বিভিন্ন দেশ গুগল প্লে স্টোরের কল রেকর্ডিং অ্যাপগুলি নিয়ে আপত্তি জানাচ্ছে বহুদিন ধরে। সেই কথা মাথায় রেখেই থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল গুগল।   

     

  • Google Maps: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    Google Maps: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    মাধ্যম নিউজ ডেস্ক:  গুগল ম্যাপ (Google Map), ব্যবহারকারীদের জন্য নিয়ে আসল সুখবর। রুট দেখার পাশাপাশি, এবার থেকে দেখা যাবে টোল প্রাইসও(Toll Price)। দেখা যাবে ট্রাফিক লাইট, স্টপ সাইন। আপনি কি কখনও ভেবে দেখেছিলেন যে গুগল ম্যাপে টোল প্রাইসও দেখা যাবে? তবে এবারে সেটিই হতে চলেছে। এবার থেকে মানচিত্রটি আপনাকে রুট এবং টোলের দাম দেখাবে। বৈশিষ্ট্যটি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র(United States),  ভারত(India) এবং ইন্দোনেশিয়ার(Indonesia) ২০০০টিরও বেশি রাস্তার জন্য টোল প্রাইস অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে খুব শীঘ্রই অন্যান্য দেশের টোল প্রাইস অন্তর্ভুক্ত করা হবে। গুগল ম্যাপের নতুন এই বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড(Android) ও আইওএস(iOS) উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে।

    আরও পড়ুন: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের

    সম্প্রতি, গুগল(Google) থেকে একটি পোষ্টের মাধ্যমে জানানো হয়েছে যে, রাস্তা খারাপ অথবা ট্রাফিক জ্যামের জন্য আপনাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হত। কিন্তু এবার থেকে আপনি টোল রাস্তা বা নিয়মিত রাস্তার মধ্যে বেছে নিতে পারেন, সঙ্গে টোল প্রাইসও দেখে নিতে পারবেন। ফলে এতে যাতায়াতকে আরও সহজ করে তুলবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি ব্যবহারকারীদের তাদের রুট আরও ভালভাবে বুঝতে সুবিধে হবে।

    তবে জানেন কি কীভাবে দেখতে পারবেন টোল প্রাইস?

    গুগল ম্যাপে টোলের দাম দেখতে, আপনাকে নেভিগেশন সেটিংসে গিয়ে ‘টোল পাসের দাম দেখুন’ অপশনটি ক্লিক করতে হবে। ব্যবহারকারীরা ‘রুট বিকল্প’-এর ‘টোল রোড এড়িয়ে চলুন’ ক্লিক করে টোল রোড এবং নিয়মিত রাস্তাগুলির মধ্যে বেছে নিতে পারবেন।

    আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

    গুগল প্রথম এপ্রিলে টোলের দাম দেখাতে শুরু করে। সেই সময়ে, এটি যাত্রীদের টোল রাস্তা এবং অন্যান্য রাস্তার মধ্যে বেছে নিতে সাহায্য করার উদ্দেশ্যে ছিল। কিন্তু এখন এটি যাত্রা শুরুর আগে গন্তব্যের আনুমানিক টোল প্রাইস দেখাবে। সুতরাং জনগণের যাতায়াতের সুবিধের জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে ও এই নতুন বৈশিষ্ট্যটি অন্তর্ভুক্ত করা হয়েছে।  

LinkedIn
Share