Tag: Goutam Gambhir

Goutam Gambhir

  • Abhishek Nayar: ভারতীয় দলের থেকে অপসারিত সহকারী কোচ অভিষেক নায়ার, ছাঁটাই আরও ৩! কেন এমন সিদ্ধান্ত?

    Abhishek Nayar: ভারতীয় দলের থেকে অপসারিত সহকারী কোচ অভিষেক নায়ার, ছাঁটাই আরও ৩! কেন এমন সিদ্ধান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ছেঁটে ফেলা হল ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের (Team India) হেড কোচ গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ারকে (Abhishek Nayar)। একইসঙ্গে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়েরও চাকরি গিয়েছে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, চাকরি গিয়েছে দলের ম্যাসারেরও। যদিও সরকারী ভাবে বোর্ড এখনও কিছু জানায়নি। আইপিএল শেষ হলেই ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সেটাই তাদের প্রথম সিরিজ। অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডে গিয়েও যাতে দুরবস্থার মধ্যে পড়তে না হয়, সেই লক্ষ্যেই হাল ফেরানোর নীতি নেওয়া হয়েছে।

    কাদের কাদের সরতে হচ্ছে

    বোর্ডের এক সূত্র জানান, সম্প্রতি অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ব্যর্থতার জন্যই নায়ারকে সরানো হচ্ছে। কিন্তু বোর্ডের অনেকেই মনে করছেন, তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে। একজন সিনিয়র তারকার সঙ্গে সাপোর্ট স্টাফের এক গুরুত্বপূর্ণ সদস্যের ঝামেলার জেরেই তাঁকে সরতে হচ্ছে। ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও ছাঁটাই করা হবে। ভারতীয় দলে তিন বছর হয়ে গিয়েছে তাঁদের। শুধু তাই নয়, দলের ম্যাসারেরও চাকরি গিয়েছে বলে জানা গিয়েছে। আপাতত ফিল্ডিং কোচ হিসাবে আর এক সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে। এ ছাড়া সোহমের জায়গায় আসতে পারেন আদ্রিয়ান ল্য রু, যিনি এখন আইপিএলের দল পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত। ২০০৩ বিশ্বকাপের সময় সৌরভ গঙ্গোপাধ্যায়েরর দলে ফিটনেস সংস্কৃতি তৈরি করেছিলেন তিনি। যদিও এই প্রসঙ্গে কিছু বলতে চাননি বিসিসিআই সচিব। দেবজিৎ সাইকিয়া বলেন, ‘‘কিছু জিনিস ঠিক করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই বোর্ডের পক্ষ থেকে প্রেস নোট চলে যাবে।’’ অভিষেক এবং দিলীপের পরিবর্ত হিসাবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি।

    কেন এই সিদ্ধান্ত

    ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন, পারফরম্যান্সটা আসল কারণ নয়। ভারতীয় দল তার পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এই কোচ এবং সাপোর্ট স্টাফদের নিয়েই। ফলে আসল কারণটা শৃঙ্খলাজনিত। অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্টের পর ভারতীয় দলের সাজঘরে গম্ভীর ধমক দিয়েছিলেন ক্রিকেটারদের। তিনি কাকে কী বলেছেন, তা সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। তখন জানা গিয়েছিল, সেই সফরে ভারতীয় দলে থাকা ক্রিকেটার সরফরাজ খান সংবাদমাধ্যমে এই কথা ফাঁস করেছিলেন। কিন্তু এখন মনে করা হচ্ছে, সাপোর্ট স্টাফেদের মাধ্যমেই সাজঘরের কথা বাইরে বেরিয়েছিল। সরফরাজ এই কাজ করবেন— এটা ভাবা একটু কঠিন। কারণ, তিনি সদ্য জাতীয় দলে খেলছেন। তা-ও নিয়মিত নন। ফলে তাঁর মতো এক জন ক্রিকেটার নিজের কেরিয়ার নিয়ে এত বড় ঝুঁকি নেবেন, এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য ঠেকেনি।

  • Virat Kohli: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    Virat Kohli: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট এখন প্রতিটি ম্যাচেই ঝলসে উঠছে । বর্তমানে ভারতের এই তারকা ব্যাটসম্যানের নামে ৪৫টি সেঞ্চুরি রয়েছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হোক অথবা অন্য যে কোনও ফরম্যাটের ক্রিকেটে বিরাট কোহলিকে অনেকেই লিজেন্ড বলছেন। ২০২৩ সালেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপে বেশিরভাগ ক্রিকেট ভক্তের নজর যে বিরাট কোহলির (Virat Kohli)  দিকে থাকবে, একথা বলাই যায়। এই তারকা ব্যাটসম্যানের উপর স্বাভাবিকভাবেই প্রত্যাশার চাপ রয়েছে খুব বেশি। আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির (Virat Kohli)  ভূমিকা কেমন হতে চলেছে তা নিয়েই খোলামেলা আলোচনা করলেন গৌতম গম্ভীর।

    কী বললেন গৌতম গম্ভীর

     গৌতম গম্ভীর মনে করছেন যে বিরাট কোহলির (Virat Kohli)  একটি বড় ভূমিকা থাকবে, আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে। বিরাটের (Virat Kohli)  সঙ্গ দেওয়ার জন্য ইতিমধ্যে আরও দুই উঠতি ব্যাটসম্যান রয়েছেন। সূর্য কুমার যাদব এবং ঈশান কিষান। এদিন গৌতম গাম্ভীর আরও বলেন যে একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ফরম্যাটের মধ্যে অনেক কিছুই পার্থক্য রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। এদিন স্টার স্পোর্টসের একটি টক শোতে গৌতম গাম্ভীর আরও বলেন “৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ঈশান কিষান, সূর্য কুমার যাদব প্রথমবার বিশ্বকাপ খেলবেন। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না বিরাট কোহলি (Virat Kohli)  এবং রোহিত শর্মার ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞতা অনেকটাই আর সেটা কাজে লাগানো খুব জরুরি। এবার দেখা যাক রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Virat Kohli)  সঙ্গে ভারতীয় ব্যাটিং লাইন আপে আর কে কে থাকেন”। গৌতম গাম্ভীর আরও বলেন যে আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলি একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share