Tag: Heroin

Heroin

  • Mizoram: মিজোরামে বাজেয়াপ্ত ৩৫০ কোটি টাকার মাদক, গ্রেফতার গাড়িচালক

    Mizoram: মিজোরামে বাজেয়াপ্ত ৩৫০ কোটি টাকার মাদক, গ্রেফতার গাড়িচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: মিজোরামে (Mizoram) আটক প্রায় ৩৫০ কোটি টাকার ক্রিস্টাল মেথ এবং হেরোইন (Drug)। গ্রেফতার করা হয়েছে একজনকে। রবিবার এ খবর জানান সে রাজ্যের এক শীর্ষকর্তা। জানা গিয়েছে, সূত্র মারফৎ খবর পেয়ে রাজধানী আইজলের কাছাকাছি এলাকায় অভিযান চালায় অপরাধ দমন শাখা এবং স্পেশাল নারকোটিক্স থানার যৌথ দল।

    বাজেয়াপ্ত প্রচুর মাদক (Mizoram)

    তখনই বাজেয়াপ্ত হয় ২০.৩০৪ কেজি ক্রিস্টাল মেথ। এর বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। ১২৮টি সাবানের কেসে রাখা ১.৬৫২ কেজি হেরোইনও বাজেয়াপ্ত করা হয়। এর মূল্য প্রায় ৪৯.৫৬ লাখ টাকা। এই মাদকগুলি লুকোনো ছিল একটি গাড়ির গোপন চেম্বারে। তার পরেই গ্রেফতার করা হয় গাড়িচালক, বছর পঁয়তাল্লিশের বি লালথাজুয়ালাকে। ১৯৮৫ সালের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টান্সেস আইনের বিভিন্ন ধারায় দায়ের হয়েছে মামলা।

    আগেও গ্রেফতার করা হয়েছিল পাচারকারীকে

    প্রসঙ্গত, গত ১০ জুলাইও জোখাওথার গ্রামে আর (Mizoram) একটি বড় মাদক চালানকারীকে গ্রেফতার করা হয়েছিল। কুদামসেন কাইয়ের কাছে একটি পরিত্যক্ত নাইলনের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর মাদক। গ্রেফতার করা হয় বছর কুড়ির মায়ানমারের নাগরিক লালনুনতলুয়াঙ্গাকে। বর্তমানে সে থাকে জোখাওথারে। টানা জেরায় সে কবুল করে, এই মাদক ভর্তি ব্যাগটি সে মায়ানমারের খাওমাউই অঞ্চল থেকে নিয়ে এসেছিল। ব্যাগটির ভেতর থেকে পুলিশ ২০টি হেরোইনের ইট উদ্ধার করে। প্রতিটি ইট স্বচ্ছ পলিথিনে মোড়ানো এবং অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সিল করা ছিল। উদ্ধার হওয়া হেরোইনের মোট ওজন ছিল ৭.৪২২ কিলোগ্রাম, বাজার দর ২.২২ কোটিরও বেশি টাকা। তাকে জেরা করে গ্রেফতার করা হয় আরও চারজনকে। এদের মধ্যে তিনজন জোখাওথার এবং একজন আইজলের বাসিন্দা।

    এই ঘটনাগুলি থেকেই স্পষ্ট, মায়ানমার এখন উত্তর-পূর্ব ভারতের মাদক পাচারের প্রধান প্রবেশদ্বারে পরিণত হয়েছে। মিজোরামের সঙ্গে মায়ানমারের প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ খোলা সীমান্ত রয়েছে। এই রুটেই পাচার হচ্ছে মাদক। রাষ্ট্রসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অ্যামফেটামিন-ধরনের উত্তেজক পদার্থ(ATS) বাজেয়াপ্ত হওয়ার পরিমাণ ২০১৮ সালে ছিল ৪৩১ কেজি (Drug)। তার পরের বছরই আটক করা হয় ২.২ টনেরও বেশি মাদক (Mizoram)।

  • Pakistani Drone: চোরাচালানের ছক! পাঞ্জাব সীমান্তে পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ, উদ্ধার প্রচুর মাদক

    Pakistani Drone: চোরাচালানের ছক! পাঞ্জাব সীমান্তে পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ, উদ্ধার প্রচুর মাদক

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঞ্জাব (Punjab) সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। সোমবার ভোরে সীমানা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে ড্রোনটি। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে সেটিকে নামিয়ে আনেন। ড্রোনটি থেকে প্রায় ১০ কিলোগ্রাম হেরোইন (Heroin) উদ্ধার হয়। 

    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন অমৃতসরের সীমান্তবর্তী ভারোপাল গ্রামে একটি পাকিস্তানি ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে সেটিকে নামিয়ে আনেন। ড্রোনটি থেকে প্রায় ১০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ওই মাদকের মূল্য ভারতীয় বাজারে প্রায় ৪৫ কোটি টাকা বলে মনে করা হচ্ছে। 

    বিএসএফের তরফে একটি ট্যুইটে জানানো হয়েছে, “পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে মাদক পাচার করার আরও একটি প্রচেষ্টা ভেস্তে দিয়েছে বিএসএফ। পাকিস্তান থেকে আসা ড্রোনটিকে গুলি করে নামিয়ে আনেন জওয়ানরা। সেই ড্রোন থেকে ন’টি প্যাকেটে মোড়া ১০ কেজি হেরোইন পাওয়া গিয়েছে।”    

    রবিবার পাঞ্জাবের তরন তারান থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি শক্তিশালী আইইডি উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী মনে করছে, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ওই বোমাটি ভারতে পাচার করা হয়েছিল।  

    মূলত অস্ত্রশস্ত্র ও মাদক দ্রব্য ছড়াতেই সীমান্তরেখা পেরিয়ে এই ড্রোনগুলিকে ভারতে পাঠায় পাকিস্তান। নাশকতার কোনও ছকও থাকতে পারে কিনা তাও খতিয়ে দেখা হয়। অতিমারীর সময় থেকেই সীমান্তে পাক হামলার ঘটনা বেড়েছে। কিন্তু ভারতীয় সেনার একের পর এক প্রত্যাঘাতে নাকাল হতে হচ্ছে পাকিস্তানকে। তাই এখন ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অস্ত্র পৌঁছে দেওয়ার ষড়যন্ত্র করছে পাকিস্তান।

     

LinkedIn
Share