Tag: Hinduphobia

Hinduphobia

  • Hinduphobia: ‘হিন্দু বিদ্বেষের কোনও স্থান নেই স্কটল্যান্ডে’, গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ সেদেশের পার্লামেন্টে

    Hinduphobia: ‘হিন্দু বিদ্বেষের কোনও স্থান নেই স্কটল্যান্ডে’, গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ সেদেশের পার্লামেন্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু বিদ্বেষের (Hinduphobia) কোনও স্থান নেই স্কটল্যান্ডে। এমন ঘোষণা করে স্কটিশ পার্লামেন্ট পাশ করল প্রস্তাব। সমর্থন করল সব রাজনৈতিক দল। মোশন- এস৬এম-১৭০৮৯ প্রস্তাবটি উত্থাপন করেন স্কটিশ সাংসদ অ্যাশ রেগান। তিনি হলেন আল্বা পার্টির সদস্য এবং তাঁর সংসদ ক্ষেত্র হল এডিনবরা পূর্ব। প্রস্তাব পাশ করার সময় ওই স্কটিশ সাংসদ বলেন, ‘‘পার্লামেন্টে এই প্রস্তাব প্রতীকী নয়। এটা একটা দাবি যে হিন্দু বিদ্বেষের ধারণাকে পরিবর্তন করতে হবে।’’ তিনি আরও অভিযোগ তোলেন, ‘‘এই দেশে (স্কটল্যান্ডে) যেভাবে হিন্দুদের ওপরে বৈষম্য করা হয়, তাঁদের উপর অবিচার করা হয় এবং তাঁদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়। এগুলি হওয়া উচিত নয়।’’

    হিন্দু বিদ্বেষের ওপর তৈরি রিপোর্টই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্রস্তাব পাশে

    প্রসঙ্গত, সম্প্রতি একটি রিপোর্ট (Hinduphobia) প্রকাশিত হয় যার শিরোনাম ছিল, ‘Hinduphobia in Scotland: Understanding, Addressing, and Overcoming Prejudice.’ এই রিপোর্টটি তৈরি করেন ভারতীয় বংশোদ্ভূত ধ্রুব কুমার, অনুরঞ্জন, অজিত ত্রিবেদী এবং নেয়ি লালরা। রিপোর্টটি তৈরি করতে সাহায্য করে গান্ধীবাদী পিস সোসাইটি নামের একটি সংগঠন। এর পাশাপাশি ব্রিটেন এবং স্কটল্যান্ডের ইন্ডিয়ান কাউন্সিলও এই রিপোর্ট তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাঁরা স্কটল্যান্ডে হিন্দু বিদ্বেষের ওপরে বিভিন্ন তথ্য জোগাড় করে। এই তথ্যের ভিত্তিতেই রিপোর্টে দেখানো হয় স্কটল্যান্ডে দিনের পর দিনটি কিভাবে বেড়েছে হিন্দু বিদ্বেষী কার্যকলাপ। হিন্দুদেরকে সেখানে কতটা সংঘর্ষ করতে হচ্ছে প্রতিমুহূর্তে তাও তুলে ধরা হয় ওই রিপোর্টে। একইসঙ্গে ওই রিপোর্টে দেখানো হয়েছে, স্কটল্যান্ডে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণার প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, হিন্দুদের তীর্থক্ষেত্র বিভিন্ন মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে (Scotland) তাও তথ্য ও পরিসংখ্যান সমেত তুলে ধরা হয়েছে রিপোর্টে। হিন্দু সংস্কৃতিকে মুছে ফেলার চক্রান্ত হচ্ছে স্কটল্যান্ডে এমন অভিযোগও আনা হয়েছে ওই রিপোর্টে (Hinduphobia)। এর পাশাপাশি প্রচুর পরিমাণে হিন্দু স্কটল্যান্ডে কাজ করেন। তাঁরা সেই সমস্ত জায়গা গুলিতে হেনস্থার শিকার হন বলেও অভিযোগ। রিপোর্টে বলা হয়েছে স্কটল্যান্ডে হিন্দু বিদ্বেষী পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে একাধিক জায়গাতে হিন্দুদেরকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে অভিযোগ।

    ইন্ডিয়ান কাউন্সিল অফ স্কটল্যান্ড অ্যান্ড ইউনাইটেড কিংডমের সভাপতি কী জানালেন

    স্কটল্যান্ডে হিন্দু বিদ্বেষ বিরোধী প্রস্তাব (Hinduphobia) পাশ করতে এই রিপোর্ট খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা যাচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ স্কটল্যান্ড এন্ড ইউনাইটেড কিংডমের সভাপতি নেয়ি লাল জানিয়েছেন, স্কটল্যান্ডে (Scotland) যখন মন্দির ধ্বংস হচ্ছে, স্কুলের বাচ্চাদেরকে তাদের ধর্মীয় রীতিনীতি মানার পথে বাধা দেওয়া হচ্ছে, এটাকে শুধুমাত্র হিন্দুদের ওপর আক্রমণ বললে ভুল করা হবে। এটা হচ্ছে স্কটল্যান্ডের বহুত্ববাদের ওপর আঘাত।

    রিপোর্টকে সমর্থন করে স্কটল্যান্ডের বিভিন্ন মহল

    নেয়ি লালদের তৈরি করা এই রিপোর্টে নড়ে চড়ে বসে স্কটল্যান্ডের বুদ্ধিজীবী মহলও। এই রিপোর্টের আলোচনা দেখা যায় একেবারে স্কটল্যান্ডের ভূমিস্তরেও। এ বিষয়ে প্রবাসী ভারতীয় ধ্রুব কুমার জানান যে তাঁদের তৈরি করা ওই রিপোর্ট অনেক রাজনৈতিক ব্যক্তিত্বও সমর্থন করেছেন। স্কটল্যান্ডের রাজনৈতিক নেতারা মনে করেন যে ধরনের প্রস্তাব পাশ হয়েছে স্কটিশ পার্লামেন্টে তা অত্যন্ত প্রয়োজন ছিল। স্কটিশ সাংসদ অ্যাশ রেগানের আনা এই প্রস্তাব পাশ হওয়ার ফলে নতুনভাবে সম্প্রীতির পরিবেশ তৈরি হবে।

    হিন্দু বিদ্বেষ বিরোধী স্কটল্যান্ড তৈরি করার প্রথম ধাপ

    স্কটিশ পার্লামেন্টে যে প্রস্তাব আনা হয় এখানে অনেক সংসদ সদস্য এর সমর্থনে আওয়াজ তোলেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কলিন বিটি, স্টেফানি ক্যালাহান, কেভিন স্টুয়ার্ট এবং আরও অনেকে। এঁরা প্রত্যেকেই এই প্রস্তাবকে দু’হাত তুলে সমর্থন জানান। একই সঙ্গে স্কটল্যান্ডে ভারতের সাংস্কৃতিক দূত, যাঁদের মধ্যে ছিলেন আচার্য ড অভিষেক জোশী, রশ্মি রায়, পুনম প্রজাপতি, তাঁরাও এই প্রস্তাবকে সমর্থন করেন। প্রত্যেকেরই একই অভিমত, এটা হল হিন্দু বিদ্বেষ বিরোধী স্কটল্যান্ড তৈরি করার প্রথম ধাপ এবং এর মাধ্যমে আইনি এবং শিক্ষাগত এবং সামাজিক পরিবর্তন হবে দেশের।

    গান্ধীবাদী পিস সোসাইটির দাবি

    গান্ধীবাদী পিস সোসাইটি তারা স্কটল্যান্ডে নানা রকমের সমস্যাগুলিকে চিহ্নিত করেছে। যেগুলি হিন্দু বিদ্বেষের কারণ। তারা এ নিয়ে একটি নতুন রূপরেখাও তৈরি করেছে। যেখানে তারা চারটি বিষয় বিন্দুতে আলোচনা চালিয়েছে। প্রথমটি হল আইন, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টা হচ্ছে কর্মক্ষেত্রের নীতি, চতুর্থ হচ্ছে হিন্দু গোষ্ঠীর সামাজিক কাজে অংশগ্রহণ। এক্ষেত্রে তাদের দাবি, আইনিভাবে বেশ কিছু পদক্ষেপ করতে হবে যাতে হিন্দু বিদ্বেষী ভাবনা দূর হয় স্কটল্যান্ড থেকে। শিক্ষা ক্ষেত্রে তাদের দাবি যে স্কুলের মধ্যে এমন কিছু আনা যাবে না যা হিন্দু বিদ্বেষী ভাবনা তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে হিন্দু বিদ্বেষী পরিবেশ যেন না থাকে, সে নিয়েও সরব তারা। সামাজিকভাবেও যেন কোনও ভাবে হিন্দু বিদ্বেষী মহল তৈরি না হয় সেটা নিয়েও তারা দাবি জানিয়েছে।

  • Hinduphobia: আমেরিকায় প্রথম কোনও প্রদেশ হিসেবে হিন্দু-বিদ্বেষ রুখতে বিল আনল জর্জিয়া

    Hinduphobia: আমেরিকায় প্রথম কোনও প্রদেশ হিসেবে হিন্দু-বিদ্বেষ রুখতে বিল আনল জর্জিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকায় হিন্দু-বিদ্বেষ (Hinduphobia) বৃদ্ধি পাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই। এই আবহে হিন্দু-বিদ্বেষ রোখার জন্য বিল আনল জর্জিয়া (Georgia)। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, আমেরিকায় প্রথম কোনও প্রদেশ এমন পদক্ষেপ করল। জানা যাচ্ছে, বিলটি আইনে পরিণত হলে হিন্দু বিদ্বেষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

    এসবি ৩৭৫ নামে ওই বিলটি জর্জিয়ার আইনসভায় পেশ করা হয়েছে

    সম্প্রতি, এসবি ৩৭৫ নামে ওই বিলটি জর্জিয়ার আইনসভায় পেশ করা হয়েছে বলে খবর। বিলটিকে সমর্থন করতে দেখা গিয়েছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলেরই জনপ্রতিনিধিদের। রিপাবলিকান দলের দুই সেনেট সদস্য শন স্টিল, ক্লিন্ট ডিক্সন এবং ডেমোক্র্যাট দলের দুই সেনেট সদস্য জেসন এস্টিভস, এমানুয়েল জন এই বিলটি উত্থাপন করেছেন বলে জানা যাচ্ছে। বিলটি উত্থাপনের পরে শন বলেন, ‘‘গত কয়েক বছর ধরে আমরা দেখছি, দেশে হিন্দুদের (Hinduphobia) বিরুদ্ধে হিংসা বৃদ্ধি পেয়েছে।’’ এই বিলটিতে হিন্দুদের বিরুদ্ধে হিংসার যে কোনও ঘটনাকে ‘বৈরিতামূলক, ধ্বংসাত্মক, অবমাননাকর’ বলে উল্লেখ করা হয়েছে।

    হিন্দু ধর্মের অকুণ্ঠ প্রশংসা করা হয়েছে বিলটিতে (Hinduphobia)

    জর্জিয়ার (Georgia) আইনসভার এমন সিদ্ধান্তে হিন্দুদের (Hinduphobia) একটি সংগঠন ‘কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা’ সেনেটরদের এবিষয়ে ধন্যবাদ জানিয়েছে। তারা আরও জানিয়েছে, এই বিলটির জন্য ওই সেনেটরদের সঙ্গে কাজ করতে পেরে তারা গর্বিত। বিলে সনাতন ধর্মের ভূয়সী প্রশংসা করে বলা হয়েছে, পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম হল হিন্দু। বৃহত্তর ধর্মও বটে। প্রায় ১০০টি দেশে ১২০ কোটি হিন্দু ধর্মাবলম্বী ছড়িয়ে রয়েছেন। বৈচিত্র্য, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিকে সমর্থন করে এই ধর্ম।

    আমেরিকায় হিন্দুদের ওপর হামলার সাম্প্রতিক পরিসংখ্যান

    আমেরিকায়ও হিন্দুর সংখ্যা অনেক। জর্জিয়ায় প্রায় ৪০ হাজার হিন্দুর বাস। সেখানে গত কয়েক বছরে আমেরিকায় হিন্দুদের (Hinduphobia) বিরুদ্ধে হিংসা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত, ‘গাভিষ্ঠি ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন হিন্দুদের ওপর হামলা নিয়ে সমীক্ষা চালিয়েছে। তাদের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে আমেরিকায় হিন্দুদের বিরুদ্ধে ১,৩১৪টি ‘ধর্মীয় হিংসা’-র ঘটনা ঘটেছে।

  • Hinduphobia: হিন্দুফোবিয়ার নিন্দা করে প্রস্তাব পাশ মার্কিন মুলুকে, কেন জানেন?

    Hinduphobia: হিন্দুফোবিয়ার নিন্দা করে প্রস্তাব পাশ মার্কিন মুলুকে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুফোবিয়ার (Hinduphobia) নিন্দা করে প্রস্তাব পাশ হল মার্কিন মুলুকের জর্জিয়া প্রদেশের অ্যাসেম্বলিতে (Georgia Assembly)। এর সঙ্গে সঙ্গে তৈরি হল ইতিহাস। এই প্রথম কোনও মার্কিন প্রদেশে হিন্দুফোবিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করা হল। অ্যাসেম্বলিতে প্রস্তাবটি পেশ করেছিলেন আটলান্টার ফোর্সিথ কাউন্টির প্রতিনিধি লরেন ম্যাকডোনাল্ড ও টড জোন্স। হিন্দুফোবিয়ার নিন্দা করে প্রস্তাব পাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে মার্কিন-হিন্দু সম্প্রদায়।

    হিন্দুফোবিয়ার (Hinduphobia) নিন্দা…

    হিন্দুফোবিয়া ও হিন্দু-বিরোধী গোঁড়ামির বিরুদ্ধাচরণ করে প্রস্তাবে বলা হয়েছে, হিন্দু ধর্ম বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম ধর্ম। বিশ্বের ১০০টিরও বেশি দেশে ১.২ বিলিয়নেরও বেশি মানুষের ধর্ম হিন্দুধর্ম। বৈচিত্রের ঐতিহ্য রয়েছে এই ধর্মের। রয়েছে মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিও। জানা গিয়েছে, আটলান্টার (Hinduphobia) ফোর্সিথ কাউন্টি অঞ্চলটি হিন্দু অধ্যুষিত। মার্কিন-হিন্দু সম্প্রদায়ের প্রচুর মানুষও বাস করেন এই অঞ্চলে। প্রস্তাবে এও বলা হয়েছে, মার্কিন-হিন্দু সম্প্রদায়ের একটা বিরাট অবদান রয়েছে আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে। অবদান রয়েছে চিকিৎসা বিজ্ঞান, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ইনফর্মেশন টেকনোলজি, হসপিটালিটি, ফিনান্স, অ্যাকাডেমিয়া, ম্যানুফ্যাকচারিং, এনার্জি এবং খুচরো ব্যবসায়। আরও অনেক ক্ষেত্রেই অবদান রয়েছে তাদের।

    প্রস্তাবে আরও বলা হয়েছে, এই সম্প্রদায়ের অন্যতম অবদান হল যোগা, আয়ুর্বেদ, ধ্যান, খাবার, সঙ্গীত এবং শিল্প। আমেরিকান সমাজের একটা বড় অংশ হিন্দু সংস্কৃতিকে গ্রহণ করেছে। লক্ষ লক্ষ আমেরিকাবাসীর জীবনকে সমৃদ্ধ করেছেন তাঁরা। প্রস্তাবে বলা হয়েছে, গত কয়েক দশকে আমেরিকার নানা প্রান্তে মার্কিন-হিন্দুদের (Hinduphobia) ওপর ঘৃণা-অপরাধের প্রবণতা বেড়েছে। সেই সংক্রান্ত লিখিত বিবরণ রয়েছে বলেও বলা হয়েছে প্রস্তাবে। বলা হয়েছে, কিছু শিক্ষাবিদ হিন্দু ধর্মের অবমাননাকে সমর্থন করেন এবং হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলির বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ এনেছেন।

    আরও পড়ুুন: রামনবমীর শোভাযাত্রায় হামলা, সুকান্তকে ফোন করে খোঁজ নিলেন অমিত শাহ

    হিন্দুদের ওপর হিংসার ঘটনার জেরে আটলান্টায় কোয়ালিশন অফ হিন্দুজ অফ নর্থ আমেরিকার তরফে পালন করা হয় হিন্দু অ্যাডভোকেসি ডে। ২২ মার্চ জর্জিয়া স্টেট ক্যাপিটলে আয়োজন করা হয় ওই অনুষ্ঠানের। জানা গিয়েছে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলেরই প্রায় ২৫ জন আইন প্রণয়নকারী উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। কোয়ালিশন অফ হিন্দুজ অফ নর্থ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট রাজীব মেনন বলেন, আমাদের সম্মানীয় প্রতিনিধি লরেন ম্যাকডোনাল্ড ও টড জোন্স এবং আরও আইন প্রণয়নকারীরা আমাদের এই প্রস্তাব পাশ করতে যাবতীয় সাহায্য করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share