Tag: ICC

ICC

  • India vs Pakistan: নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের ব্যাটিং! জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৯২

    India vs Pakistan: নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের ব্যাটিং! জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৯২

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যালারিতে নীল ঢেউ ম্যাচের শুরু থেকেই। মাঠে নীল ঝড় উঠল ৩০ ওভারের পর। ২৯ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ২উইকেট হারিয়ে ১৫০। গ্যালারি তখন প্রায় চুপ। টিভির সামনে দর্শকদের চিন্তা স্কোর কত উঠবে। ৩০০-এর কাছাকাছি হলে!!! ক্রিজে তখন বাবর-রাজ। হঠাতই অর্ধশতরানের পর মনঃসংযোগ হারালেন পাক অধিনায়ক। সিরাজের বলে বাবর ফিরতেই পালা বদল। পাকিস্তান ১৫৫/৩ থেকে অল আউট ১৯১। শেষ ৮ উইকেট পড়ল ৩৬ রানে। ৫০ ওভার ব্যাট-ই করতে পারল না পাকিস্তান। ৪২.৫ ওভারে শেষ হল পাকিস্তানের ইনিংস। জিততে গেলে ভারতকে করতে হবে ১৯২ রান। রোহিত-কোহলিদের কাছে যা আশা করাই যায়। ম্যাচের মধ্যে বিরাটকে বিশেষ পরামর্শও দিলেন সচিন। 

    মাঠে এক লক্ষ দর্শক

    এদিন টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। মাঠে এক লক্ষ দর্শক। ভারতীয় পতাকা এবং নীল জার্সিতে ভর্তি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। পাকিস্তানের পতাকা খুঁজে পাওয়াই মুশকিল। সেই চাপ নিয়ে খেলতে নেমেই আট ওভারের মাথায় সিরাজের বলে আউট হন শাফিক।  দ্বিতীয় উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ইমাম উল হককে ফেরান তিনি। ৩৬ রান করে আউট হন তিনি। এরপর বাবর আজম ও মহম্মদ রিজওয়ান হাল ধরেন।

    দলের হাল ধরেন। এই জুটি ৫০ রানের পার্টনারশিপ তৈরি করে। একটা সময় মনে হয়েছিল এই জুটি পাকিস্তানকে বড় রানের দিকে নিয়ে যাবে। তবে সেটা সম্ভব হয়নি। বাবর আজম হাফসেঞ্চুরি করলেও তা কার্যকর করতে পারেননি। বাবর আজম হাফসেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে তাঁকে ক্লিন বোল্ড করেন মহম্মদ সিরাজ। এরপর এক এক করে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ১৫৫ রানে বাবর আজম ফেরার পর আউট হন সাউদ শাকিল, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান, শাদাব খানরা। এদের মধ্যে রিজওয়ান ৪৯ রানে আউট হন। রিজওয়ানকে অনবদ্য দক্ষতায় বোল্ড করেন বুমরাহ। যেই পিচে বল টার্ন করছিল না সেই পিচে বল টার্ন করিয়ে বুমরাহ দুটো উইকেট নিলেন। দুটো করে উইকেট নিলেন কুলদীপ, হার্দিক, জাদেজাও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cricket in Olympics: অপেক্ষার অবসান, অলিম্পিক্সে ক্রিকেট! সিলমোহর দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

    Cricket in Olympics: অপেক্ষার অবসান, অলিম্পিক্সে ক্রিকেট! সিলমোহর দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। ফের অলিম্পিক্সে ক্রিকেট। আসন্ন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স (LA28) দেখবে ব্যাট-বলের যুদ্ধ। ১৯০০ সালে শেষবার অলিম্পিক্সে ছিল ক্রিকেট। ইংল্যান্ড-ফ্রান্স খেলেছিল একটি ম্যাচ।  ১৪১ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সেশনে ক্রিকেটের প্রত্যাবর্তনে পড়ে গেল সিলমোহর। 

    ক্রিকেটের সঙ্গেই যুক্ত হল আরও চারটি খেলা

    গত বছর অগাস্ট থেকেই আইসিসি অলিম্পিক্সে ক্রিকেট ফেরানোর জন্য কোমর বেঁধে নেমেছিল। অবশেষে সফল হল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জানা যাচ্ছে আঠাশের অলিম্পিক্সে ত্রিকেট হবে টি-২০ ফরম্য়াটে। ২০৩২ অলিম্পিক্সেও থাকবে ক্রিকেট। আইওসি আঠাশের অলিম্পিক্সে ক্রিকেট সহ-পাঁচটি খেলা অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। যুব সমাজের আগ্রহের কথা মাথায় রেখে ক্রিকেটের সঙ্গেই বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশ রাখা হয়েছে। মুম্বইতে চলছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ বোর্ড মিটিং। সেখানেই লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়। অলিম্পিকে একশো বছরেরও বেশি সময় পর ফিরতে চলেছে ক্রিকেট।

    আরও পড়ুন: হায়দরাবাদ-আহমেদাবাদ বিমানে উঠে অবাক বাবরেরা! কেন জানেন?

    অলিম্পিক্স ওয়ার্কিং কমিটিতে জয় শাহ

    গত বছর জানা গিয়েছিল ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট জায়গা পাবে না। বদলে ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সে জায়গা পাবে ক্রিকেট। এরপর থেকেই আঠাশে ক্রিকেটের রাখার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করে আইসিসি। আইসিসি-র এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছিল বিসিসিআইও। বোর্ড সচিব জয় শাহ আইসিসি-র অলিম্পিক্স ওয়ার্কিং কমিটিতে জায়গা পেয়েছেন। আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, এলএ ২৮-এ ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য অলিম্পিক্স কমিটি প্রস্তাব দিয়েছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ল্যান্ডমার্ক যে প্রায় ১০০ বছর প্রথমবার অলিম্পিকে ক্রিকেট রাখা হচ্ছে।’ 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

    India vs Australia: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বুমরাহ, কুলদীপ, জাদেজার দুরন্ত বোলিং। স্কোরবোর্ডে অজিদের বিরুদ্ধে জয়ের জন্য দরকার মাত্র ২০০ রান। চিপকে চলছে আনন্দ উৎসব। হঠাতই স্তব্ধ চিপক। প্রথম ২ ওভারে ২ রানের বিনিময়ে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।  সেখান থেকেই শুরু বিরাট-রাজ। সঙ্গে ধীর স্থির লোকেশ রাহুল। ফের যেন গেল গেল রব। ব্যক্তিগত ১২ রানের মাথায় হ্যাজেলউডের বলে ক্যাচ তুলে দিলেন বিরাট। সহজ ক্যাচ মিস করেন মিচেল মার্শ। ম্যাচ শেষে অজি অধিনায়ক প্যাট কামিন্সও মেনে নিলেন যে বিরাটের ক্যাচ মিসই কাল হল অজিদের। সেখানে থেকে বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (K L Rahul) মিলে দলের স্কোরকে টেনে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। ৮৫ রানের ইনিংস খেলেন কোহলি। অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন কে এল রাহুল। 

    কী বলছেন কামিন্স

    কামিন্স বলছেন, ”আমি এই ক্যাচ মিসের বিষয়টা ইতিমধ্যেই ভুলে গিয়েছি। মার্শ যেমন প্লেয়ার, তাতে ওই ক্যাচটা নিলে হয়ত ম্যাচের ছবিটা অন্যরকম হত। হ্যাজেলউড বিশ্বমানের বোলার। ভারতীয় ব্যাটারদের সামনে অনেক কঠিন প্রশ্ন রেখেছে ও। ১০ রানের মধ্যে ৪ উইকেট যদি পড়ে যেত তবে খুবই ভাল হত। তবে তা হয়নি। ওদের বিশ্বমানের বোলিং অ্যাটাক। তিন স্পিনারই দুর্দান্ত বোলিং করেছে।” বোর্ডে পর্যাপ্ত রান ওঠেনি? কামিন্সের কথায়, “আমার মনে হয় যে ৫০ রান কম ছিল বোর্ডে। আর ৫০ রান বেশি হলে হয়ত আরও লড়াই করার পরিস্থিতি থাকত।”

    জয়ের পরও চিন্তা

    জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই তারা অস্ট্রেলিয়াকে হারাল। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা। বিশেষ করে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরাহরা। ভারতীয় বোলারদের দাপটের ফলে মাত্র ১৯৯ রানে গুটিয়ে যায় অজিরা। ডেভিড ওয়ার্নার ৪১ এবং স্টিভ স্মিথ ২৬ রান করেন। এছাড়া আর কেউই বড় রান করতে পারেননি। তবুও ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা ফের ধরা পড়ল। একটা সময় ম্যাচ হেরে যাওয়ার মতো পরিস্থিতির তৈরি হয়। কিন্তু তা হতে দেননি বিরাট এবং রাহুল। এই দুই ব্যাটার নিজেদের সেরাটা দিয়ে দলকে জেতান।

    ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ‘আমি বেশ নার্ভাস ছিলাম। কেউ চায় না এই ভাবে নিজের ইনিংসটা শুরু হোক। অজি বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত, কারণ তারা ভালো জায়গায় বল করেছে। তবে এটাও ঠিক এই স্কোরে কিছু ঢিলেঢালা শটও ব্যবহার করা হয়ছে। কারণ এটা মোটেই বড় টার্গেট ছিল না। তবে সেই সব শটগুলি পাওয়ারপ্লেতে সম্ভব। তবে বিরাট এবং রাহুলকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরা যে পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছে, তা এক কথায় অসাধারণ।’

    কীভাবে শেষ চারে

    প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সবার ম্য়াচ খেলা হলে পয়েন্টের দিক থেকে শীর্ষ স্থানে থাকা চারটে দল যাবে সেমিফাইনালে। প্রতিটা দল একটা করে তাদের ম্যাচ খেলে ফেলেছে। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এরপর রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এদের মধ্য়ে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারতের পয়েন্ট ২ করে। এই পাঁচটা দল ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটের জন্য নিউজিল্যান্ড শীর্ষে আর ভারত পঞ্চম স্থানে। নেট রান রেটের উপর নির্ভর করবে পরের রাউন্ডে যাওয়া।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া? পুরস্কারমূল্য জানাল আইসিসি

    ODI World Cup 2023: বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া? পুরস্কারমূল্য জানাল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র দু সপ্তাহ বাকি। অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হতে চলেছে এক দিনের বিশ্বকাপ (ODI World Cup 2023)।  তার আগে এই বিশ্বকাপে পুরস্কার মূল্য (Prize money) ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি (ICC)। বিশ্বকাপজয়ী দল পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকারও বেশি। আর রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৬ কোটি টাকারও বেশি।

    কোন দল পাবে কত টাকা

    সব মিলিয়ে ১ কোটি ডলার বা ৮২ কোটি টাকা মূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বারের প্রতিযোগিতায় ১০টি দল খেলবে। প্রতিযোগিতায় খেলা প্রতিটি ম্যাচের জন্যেই থাকছে আর্থিক পুরস্কার। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লক্ষ ডলার বা আনুমানিক ৬ কোটি টাকা করে। এ ছাড়া, যে ছ’টি দল নকআউটে উঠতে পারবে না, তারা প্রত্যেকে ১ লক্ষ ডলার বা ৮২ লক্ষ টাকা করে পাবে। পাশাপাশি গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচ জেতার জন্যে বিজয়ী দল ৪০ হাজার ডলার বা আনুমানিক ৩৩ লক্ষ টাকা করে পুরস্কারের ব্যবস্থা থাকবে।

    আরও পড়ুন: একদিনের ক্রিকেটে শীর্ষে ভারত, পিছনে পাকিস্তান! অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

    কোন কোন মাঠে খেলা

    একদিনের বিশ্বকাপ (ODI World Cup 2023) শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে এর এক বিশ্বযুদ্ধের প্রস্তুতি। আগামী বছর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে আমেরিকার তিনটি মাঠের কথা আগেই জানিয়েছিল আইসিসি। এবার ওয়েস্ট ইন্ডিজের কোন মাঠগুলিতে খেলা হবে সেটাও জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগামী বছর ৪-৩০ জুন প্রতিযোগিতা হবে। আইসিসি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের যে সাতটি এলাকার মাঠ বেছেছে সেগুলি হল: অ্যান্টিগা ও বারবুডা, বার্বাডোজ়, ডোমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ ও টোবাগো। এ ছাড়াও আমেরিকার ডালাস, ফ্লোরিডা এবং নিউ ইয়র্কে খেলা হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিগ বি-কে বিশ্বকাপের ‘সোনার টিকিট’! হাতে তুলে দিলেন জয় শাহ

    ICC World Cup 2023: বিগ বি-কে বিশ্বকাপের ‘সোনার টিকিট’! হাতে তুলে দিলেন জয় শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) আসন্ন বিশ্বকাপের (ICC World Cup 2023) ‘গোল্ডেন টিকিট’ দিলেন  বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। বিশ্বকাপের দল ঘোষণার দিনই বিগ বি-এর হাতে এই সোনার টিকিট (Golden ticket) তুলে দেওয়া হয়। বিসিসিআই ট্যুইট করে এ খবর জানিয়েছে।

    অমিতাভকে অ্যাক্রিডিটেশন কার্ড

    কিংবদন্তি অভিনেতা ক্রিকেটের অন্ধভক্ত। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একাধিক ক্রিকেটারের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। সব সময় ভারতীয় ক্রিকেট দলের পাশে থাকেন বিগ বি। দল হারলেও ক্রিকেটারদের উৎসাহিত করেন। অমিতাভের প্রতিদিন ট্যুইট দেখলেই বোঝা যায় যে, তিনি কীভাবে ফলো করেন এই খেলা। বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে, বিসিসিআই অমিতাভকে ভিভিআইপি ট্রিটমেন্টই করবে। তাই এই টিকিট দিয়েছে। টিকিটের সঙ্গেই অমিতাভকে দেওয়া হয়েছে অ্যাক্রিডিটেশন কার্ডও। বলাই বাহুল্য যে, খেলা দেখতে এসে যাবতীয় সুযোগ সুবিধাই পাবেন সোনার টিকিটের মালিক। এক দিনের বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন অমিতাভ।

    আরও পড়ুন: দেশের নাম বদলের জল্পনা, অমিতাভ বচ্চনের ট্যুইটে নয়া গুঞ্জন

    বিসিসিআই-এর ট্যুইট

    অমিতাভের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দেওয়ার ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে বিসিসিআই। সঙ্গে লেখা হয়েছে, ‘‘বিসিসিআই সচিব জয় শাহ বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’ তুলে দিয়েছেন সহস্রাব্দের মহাতারকা অমিতাভ বচ্চনের হাতে। তাঁর হাতে আমরা এই টিকিট তুলে দিতে পেরে গর্বিত।’’ বিসিসিআইয়ের কাছ থেকে এই বিশেষ আমন্ত্রণ পেয়ে খুশি অমিতাভও।

    কী এই গোল্ডেন টিকিট

    মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা হওয়ার পরেই অমিতাভের বাড়িতে পৌঁছে যান জয়। বিশ্বকাপ উপলক্ষ্যে এই বিশেষ টিকিটের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই টিকিট থাকলে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ। স্টেডিয়ামে প্রবেশ করা যাবে ভিআইপি গেট দিয়ে। সংশ্লিষ্ট ব্যক্তি স্টেডিয়ামে বিশেষ অতিথির সম্মান পাবেন। বিভিন্ন ক্ষেত্রে দেশের খ্যাতনামীদের এই ‘গোল্ডেন টিকিট’ দেওয়ার পরিকল্পনা করেছেন বিসিসিআই কর্তারা। বিগ বি-র হাতেই প্রথম তুলে দেওয়া হল এই বিশেষ টিকিট।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    ICC World Cup 2023: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘হাউসফুল’! এক ঘণ্টার মধ্যে শেষ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। মঙ্গলবার অনলাইনে প্রথম দফার টিকিট বিক্রি শুরু হওয়ার পর এক ঘণ্টায় শেষ হয়ে যায় সব টিকিট। এক দশক পর ভারতের মাটিতে আরও একবার ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচের আয়োজন করা হচ্ছে। ম্যাচের এখনও মাস দেড়েক সময় বাকি থাকলেও এখন থেকেই ক্রিকেট বিশ্বে উত্তেজনা চরমে। চলছে টিকিটের জন্য হাহাকার।

    সার্ভারে ট্রাফিক জ্যাম

    আগামী ১৪ অক্টোবর আমেদাবাদে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হবেন রোহিত শর্মা এবং বাবর আজমেরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আইসিসি টিকিটিং সহযোগী সংস্থার ওয়েব সাইটে প্রি-সেল উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীরা টিকিট কেনার চেষ্টা শুরু করে দেন। ঘড়িতে ৭টা বাজার আগেই বিক্রি হয়ে যায় সব টিকিট। একটা সময় তো যে পোর্টালে আইসিসি বিশ্বকাপের টিকিট বিক্রি করা হচ্ছিল, সেখানেই কার্যত ট্রাফিক জ্যামের পরিস্থিতি তৈরি হয়। পোর্টালে ক্লিক করলেও, ক্রিকেটপ্রেমীদের যে সার্ভারে লম্বা অপেক্ষা করতে হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের মাটিতে ২০১৩ সালের ৬ জুন শেষবার পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল। দিল্লিতে সেই ম্যাচে ১০ রানে জিতেছিল ভারত।

    ভারত-পাক ম্যাচের টিকিট এখনও পাবেন

    আশার কথা ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট অবশ্য বিক্রি হয়ে যায়নি। আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফার টিকিট বিক্রি হবে। সংশ্লিষ্ট সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘‘আইসিসি অন্যতম সহযোগী একটি সংস্থার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্ডিয়া কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যাঁদের রয়েছে, শুধু তাঁরাই প্রথম দিন টিকিট কেনার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ক্রেতার জন্য দু’টি করে টিকিট বরাদ্দ ছিল। এক ঘণ্টা মধ্যেই এ দিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।’’ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শকাসন রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। ৩ সেপ্টেম্বরের জন্য প্রচুর টিকিট রয়েছে।’’

    আরও পড়ুন: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই?

    এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বিজ্ঞাপন-মূল্য

    তবে বিশ্বকাপের আগে এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত দর উঠতে পারে বলে আশা ডিজনি স্টার-এর। এর থেকেই বোঝা যায়, ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ম্যাচের চাহিদা। এশিয়া কাপে কেবল বিজ্ঞাপন থেকেই টিভি ও ডিজিটাল মিলিয়ে স্টার প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা আয় করতে পারে। এর জন্য ইতিমধ্যেই ১৭টি স্পনসর এবং ১০০-র বেশি বিজ্ঞাপনদাতার সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই টুর্নামেন্টে কমপক্ষে একবার ও সর্বোচ্চ তিনবার ভারত পাকিস্তানের খেলা হতে চলেছে। মূলত সেটা ধরেই বিজ্ঞাপন বিক্রি হচ্ছে হট-কেকের মতো। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই?

    ODI World Cup 2023: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের দামাম বেজে গিয়েছে। টিকিট নিয়ে হাহাকার চারিদিকে। কিন্তু এখনও ক্রিকেটের এই মহাযুদ্ধে ভারতের সে‌নানী কারা হবে তা ঠিক করেনি বিসিসিআই। আয়োজক দেশ হিসাবে এবার বিশ্বকাপে অংশ গ্রহণ করতে চলেছে টিম ইন্ডিয়া। ফলে বিরাট-রোহিতদের নিয়ে আলাদা আর্কষণ রয়েছে। সূত্রের খবর, আগামী রবিবার, ৩ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে পারে বিসিসিআই। 

    ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা

    বিশ্বকাপে খেলা ১০টি দেশকেই  ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতেই হবে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। বাকি রয়েছে টিম ইন্ডিয়া। আইসিসির নিয়ম অনুযায়ী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। এক দিনের বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর থেকে। ভারতের মাটিতে আমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। সেই ম্যাচের সাত দিন আগে পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে। সেই দ্বিপাক্ষিক সিরিজ চলবে ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়া কাপ এবং সেই সিরিজে ক্রিকেটারদের দেখে নিয়ে বিশ্বকাপের দলে পরিবর্তন করতে পারবে ভারত।

    দুই রিজার্ভ ক্রিকেটার

    আগামী শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। তার পরের দিনই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে পারে অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি। বিসিসিআই সূত্রে খবর, ডেডলাইন পূর্ণ হওয়ার দু’দিন আগে সেরা ১৫ জন ক্রিকেটারের নাম জানিয়ে দিতে চলেছে বোর্ড। তারমধ্যে ২ জন প্লেয়ারকে রিজার্ভে রাখা হতে পারে। ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা ও স্পিনার অলরাউন্ডার তিলক ভার্মাকে রিজার্ভে রাখতে পারে বিসিসিআই। এশিয়া কাপের পর ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপের দলে যাঁদের রাখা হবে, তাঁরাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবেন। এশিয়া কাপের জন্য ১৭ দলের দল ঘোষণা করেছে বিসিসিআই। তবে বিশ্বকাপে ১৫ জনের দল ঘোষণা করতে হবে। অতিরিক্ত ঝুঁকি না নিয়ে দুই রিজার্ভ ক্রিকেটারকেও দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

    আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচে টিকিটের হাহাকার! একদিনেই কলকাতায় পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

    এশিয়া কাপের জন্য ১৭ জনের দল বেছে নিয়েছে ভারত। সেই দলে লোকেশ রাহুলকে রাখা হয়েছে। তিনি চোট সারিয়ে ফিরছেন। কিন্তু কতটা সুস্থ হয়েছেন সেটা এখনও পরিষ্কার নয়। সেই কারণে সঞ্জু স্যামসনকে রিজার্ভ ক্রিকেটার হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে। উইকেটরক্ষক হিসাবে দলে ঈশান কিশনকেও রেখেছেন নির্বাচকেরা। মনে করা হচ্ছে এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে থেকেই বিশ্বকাপের দল বেছে নেবে ভারত। যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরেছেন। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি! দল ঘোষণা করতে হবে কত তারিখের মধ্যে জানাল আইসিসি

    ODI World Cup 2023: পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি! দল ঘোষণা করতে হবে কত তারিখের মধ্যে জানাল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৫ অক্টোবর থেকে শুরু এক দিনের বিশ্বকাপ (ODI World Cup 2023)। তার আগে কত তারিখের মধ্যে ১০ দেশকে তাদের প্রাথমিক দল ঘোষণা করতে হবে তা জানিয়ে দিল আইসিসি। কত তারিখের পরে আর দলে কোনও বদল করা যাবে না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দেশকে ১৫ জনের প্রাথমিক দল জানিয়ে দিতে হবে। বিশ্বভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। ৯ অগাস্ট পর্যন্ত এই ট্রফি থাকবে ঢাকায়। বাংলাদেশে আসার পর ফটোসেশনের জন্য বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয় পদ্মা সেতুতে। 

    দল ঘোষণার নিয়ম

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ৫ সেপ্টেম্বরের পরেও দলে পরিবর্তন করা যাবে। কোনও ক্রিকেটার চোট পেলে বা নির্বাচকেরা পরে কোনও ক্রিকেটারকে সুযোগ দিতে চাইলে সেই বদল করতেই পারেন। তবে তা করতে হবে ২৭ সেপ্টেম্বরের মধ্যে। ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দলকে চূড়ান্ত তালিকা ঘোষণা করতে হবে। ২৭ সেপ্টেম্বরের পরেও অবশ্য দলে বদল করা যাবে। কিন্তু চাইলেই কোনও দলে বদল করা যাবে না। যদি কোনও ক্রিকেটার গুরুতর চোট পেয়ে ছিটকে যান তবেই তাঁর বিকল্প হিসাবে অন্য ক্রিকেটারকে নেওয়া যাবে। সেটাও করতে হবে আইসিসির (ODI World Cup 2023) অনুমতি নিয়ে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অনুমতি দিলে তবেই বদল করা যাবে।

    আরও পড়ুন: ডার্বি নিয়ে চিন্তিত নই! ফুটবলারদের ফিট রাখাটাই আসল, দাবি মোহন-কোচের

    ট্রফি নিয়ে পদ্মাপারে

    আইসিসির ঐতিহ্য অনুযায়ী বিশ্বকাপ ট্রফি (ODI World Cup 2023) যে দেশে নিয়ে যাওয়া হয়, সেই দেশের কোনো একটা বিশেষ স্থানে ফটোসেশন করা হয়। বিশ্বকাপের ট্রফি ঢাকার পৌঁছানোর পর নিয়ে যাওয়া হয় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে ১ নম্বর পিলারের পাশে।

    এরপর বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় থাকবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ থাকবে জনসাধারণের জন্যও। ৯ অগাস্ট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি উম্মুক্ত থাকবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: ১৫ অক্টোবর নবরাত্রি, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল? 

    India vs Pakistan: ১৫ অক্টোবর নবরাত্রি, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল? 

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরশুমে ক্রিকেটের মহাযুদ্ধ। নিরাপত্তার কারণে বদলে যেতে পারে আসন্ন একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সময় সূচি। বিশ্বকাপে আগামী ১৫ অক্টোবর ভারত এবং পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা। টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা। ওই দিন নবরাত্রি শুরু হচ্ছে। ফলে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। 

    নিরাপত্তা নিয়ে সমস্যা

    গুজরাট জুড়ে বেশ ধুমধাম করেই পালিত হয় নবরাত্রি। গুজরাটের একটি গুরুত্বপূর্ণ উৎসব নবরাত্রি। অনেকটা পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতোই। টানা দশ দিন ধরে চলা এই উৎসবে স্থানীয় মানুষের মাতামাতি থাকেই। ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন। ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। ফলে ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা বোর্ডকে অনুরোধ করেছে অন্য কোনও দিন এই ম্যাচ আয়োজন করতে। আগামী বৃহস্পতিবার বোর্ডের একটি বৈঠক রয়েছে। সেখানেই এই ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে। বিসিসিআই সচিব জয় শাহ সমস্ত হোস্টিং ভেন্যুগুলির সদস্যদের ২৭ জুলাই (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে এই বৈঠকের জন্য ডেকেছেন। 

    আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি! দুই ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

    বোর্ডের এক কর্তার কথায়, “আমাদের কাছে যে বিকল্প রয়েছে তা আলোচনা করে দেখা হচ্ছে এবং দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা সংস্থার তরফে আমাদের জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের মতো হাইপ্রোফাইল ম্যাচে আমদাবাদে দেশ-বিদেশ থেকে হাজার হাজার সমর্থক আসবেন। নবরাত্রির কারণে ওই সময়ে সেই ম্যাচ আয়োজনে সমস্যা হতে পারে।” আইসিসি এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। যদি একান্তই এই ম্য়াচের সময়সূচি পরিবর্তিত হয়। তবে যারা ম্যাচ দেখতে আসছেন, তাঁদের জন্য সমস্যা হতে পারে। কারণ অনেকেই ট্রেন, বিমান, বাস বুক করে নিয়েছেন। হোটেল বুকিং চলছে। আমদাবাদে হোটেলর ভাড়াও বেড়েই চলেছে প্রতিনিয়ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Harmanpreet Kaur: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি! দুই ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

    Harmanpreet Kaur: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি! দুই ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসির (ICC) আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হল ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। মঙ্গলবার, ২৫ জুলাই আইসিসির তরফে হরমনপ্রীতকে নির্বাসিত করার সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। দু’ম্যাচ নির্বাসনের ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলা হবে না হরমনপ্রীতের। ভারত ফাইনালে উঠলে খেলতে পারবেন তিনি। 

    কী ঘটেছিল

    বাংলাদেশের বিরুদ্ধে শনিবারের ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে উইকেট ভেঙে দিয়েছিলেন হরমনপ্রীত। সেটার জন্য তাঁকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং ম্যাচ ফি কেটে নেওয়া হয়। আইসিসির লেভেল ২ ধারায় এই দোষের জন্য হরমনপ্রীতের ম্যাচ থেকে প্রাপ্ত ৫০ শতাংশ বেতন কাটা যায়। আইসিসির আচরণবিধির ২.৮ অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের জন্য এই শাস্তি পান হরমনপ্রীত। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করেন হরমনপ্রীত। সেই কারণে তাঁর ম্যাচ ফি-র আরও ২৫ শতাংশ কেটে নেওয়া হল। অর্থাৎ ম্যাচ ফি-র মোট ৭৫ শতাংশ কেটে নেওয়া হল হরমনপ্রীতের। সেই সঙ্গে দু’টি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। এর ফলে একটি টেস্ট অথবা দু’টি এক দিনের ম্যাচ বা টি-টোয়েন্টি থেকে নির্বাসিত হরমনপ্রীত।

    আরও পড়ুন: ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার, কলকাতায় অভিনব উদ্বোধন ডুরান্ড কাপের 

    এশিয়ান গেমস শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর থেকে। আইসিসি ক্রমতালিকা অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। অর্থাৎ, তার আগে হরমনপ্রীতকে শাস্তি দেওয়ায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। দল যদি ফাইনালে ওঠে তা হলে সরাসরি তিনি ফাইনালে খেলতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share