Tag: ICC

ICC

  • India vs Pakistan: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    India vs Pakistan: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন হচ্ছে ভারতে। প্রশ্ন দেখা দিয়েছিল, ভারতে আয়োজিত বিশ্বকাপে পাকিস্তান খেলতে (India vs Pakistan) আসবে কি না! অবশেষে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ভারতে খেলতে আসছে বাবর আজমদের দল। জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ছাড়পত্র দিয়েছেন। রবিবার পাকিস্তানের (India vs Pakistan) বিদেশ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে একথা জানানো হয়েছে। বিবৃতিতে সাফ উল্লেখ করা হয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তানের ক্রিকেট দল।

    ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ

    প্রসঙ্গত, চলতি বছরের ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের আসর বসছে ভারতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ ইতিপূর্বে ঠিক ছিল ১৫ অক্টোবর হবে। কিন্তু এখন জানা গিয়েছে, সেই তারিখ একদিন এগিয়ে এসেছে। অর্থাৎ ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ হতে চলেছে ১৪ অক্টোবর। জানা গিয়েছে, পাক ক্রিকেটারদের (India vs Pakistan) নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সে দেশের বিদেশমন্ত্রক এবং এ বিষয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারতের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছে। ভারতের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তায় কোনও রকমের ফাঁক রাখা হবে না।

    প্রসঙ্গ এশিয়া কাপ

    প্রসঙ্গত ২০২৩ সালের এশিয়া কাপ নিয়েও সমস্যা তৈরি হয়। ইতিপূর্বে ভারত স্পষ্ট করে দিয়েছিল যে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না। এই পরিস্থিতিতে এশিয়া কাপের কয়েকটা ম্যাচ পাকিস্তানে খেলা (India vs Pakistan) হবে, বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলা হবে। এমনটাই জানিয়েছে আইসিসি। এরপর পাকিস্তানও দাবি করতে থাকে যে ভারত যদি তাদের দেশে না খেলতে আসে, তাহলে পাকিস্তানও যাবে না ভারতে খেলতে। তবে তাদের সেই দাবি শেষ পর্যন্ত টিকল না।

     

    আরও পড়ুন: তিরন্দাজিতে ভারতের ইতিহাস, ব্যক্তিগত ভাবে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন ১৭ বছরের অদিতি স্বামী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Team India: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত! তবে চিন্তায় রাখল ব্যাটিং

    Team India: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত! তবে চিন্তায় রাখল ব্যাটিং

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপে সুযোগ পায়নি। তাদের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত (Team India)।  প্রথমে বল করে ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে মুড়ে দেয় ভারতীয় টিম। একদিনের ম্যাচে ১১৫ রানের লক্ষ্য ছিল যথেষ্ঠ সহজ। কিন্তু ১১৫ রান তুলতে গিয়েও পাঁচ উইকেট খোয়াতে হয় ভারতকে (Team India)।

    টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত

    বৃহস্পতিবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক (Team India) রোহিত। টস জিতে তিনি  বলেন, ‘‘প্রথমে বল করব। কোনও বিশেষ কারণ নেই আগে বল করার। নিজেদের বিভিন্ন ভাবে পরখ করে নিতে চাই। দল হিসাবে আমরা কেমন সেটা দেখে নিতে চাই। বিশ্বকাপের আগে নিজেদের চিন্তাভাবনাগুলো পরিষ্কার রাখতে চাই আমরা। ফলাফলটাও গুরুত্বপূর্ণ। একাধিক ক্রিকেটারকে এই সময়ে দেখে নেওয়া হবে। তাই বলে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।’’ শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারত। মাত্র ৪৫ রানের মধ্যে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষমেষ ১১৪তেই থামতে হয় ক্যারিবিয়ানদের। কুলদীপ তিন ওভার বল করে চারটি উইকেট নেন। অন্যদিকে জাডেজা নেন তিনটি উইকেট। 

    ব্যাটিং কিন্তু চিন্তায় রেখেছে ভারতীয় টিমকে (Team India)

    সহজ লক্ষ্য থাকায় রোহিত ওপেন করেননি। শুভমন গিল এবং ঈশান কিশন ভারতীয় ইনিংসের (Team India) শুরু করেন। ঈশান ৫২ রান করেন। কিন্তু শুভমন মাত্র সাত রানে আউট হন। তিন নম্বরে বিরাট কোহলি নামেননি। তাঁর জায়গায় নেমেছিলেন সূর্যকুমার। হতাশ করলেন তিনি। চার নম্বরে নামা হার্দিক পাণ্ড্যও আউট হন। শেষ পর্যন্ত নামতেই হয় রোহিতকে। রোহিত এবং জাডেজার জুড়ি ম্যাচ শেষ করেন।  ১১৫ রান তুলতে ২২.৫ ওভার লেগে যায় ভারতের। আইপিএল-এ ঝড় তোলা শুভমন, ঈশান, সূর্যকুমাররা এভাবে ব্যর্থ হবেন তা ভাবেননি কেউ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cricket World Cup 2023: বিশ্বকাপের ভিডিও প্রকাশ করল আইসিসি! প্রচারে শাহরুখ সমেত ক্রিকেট মহারথীরা

    Cricket World Cup 2023: বিশ্বকাপের ভিডিও প্রকাশ করল আইসিসি! প্রচারে শাহরুখ সমেত ক্রিকেট মহারথীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১১ সালের পর ফের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup 2023) ভারতে। বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ শুরু হতে বাকি আর মাত্র ৭৭ দিন। বৃহস্পতিবারই তার প্রচার শুরু হল। আইসিসির তরফে বিশ্বকাপের প্রচারে মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ ছাড়া প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদেরও দেখা যাচ্ছে বিশ্বকাপের প্রচারে। ২০১১ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপ এসেছিল ভারতের ড্রেসিং রুমে, এবার কি হবে? জানতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমী মানুষ। বৃহস্পতিবার আইসিসির পক্ষ থেকে ২ মিনিট ১৩ সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করা হয়েছে। 

    প্রচারের নাম ‘ইট টেক্‌স ওয়ান ডে’

    ২০২৩ বিশ্বকাপ (Cricket World Cup 2023) প্রচারের নাম ‘ইট টেক্‌স ওয়ান ডে’। জানা গিয়েছে, পৃথিবীজুড়ে ক্রিকেটপ্রেমীদের একটি সূত্রে গাঁথার কারণেই এমন নাম দেওয়া হয়েছে। শাহরুখ ছাড়াও বিশ্বকাপের প্রচারে দেখা যাচ্ছে প্রাক্তন ক্রিকেটার জেপি ডুমিনি, দীনেশ কার্তিক, শুভমন গিল, গত বারের বিশ্বজয়ী অধিনায়ক অইন মর্গ্যান, মুথাইয়া মুরলীধরন, জন্টি রোডস এবং জেমাইমা রদ্রিগেসের মতো মহারথীদের। গত বিশ্বকাপের বিভিন্ন মুহূর্তও দেখানো হয়েছে একটি ভিডিও-এর মাধ্যমে। আইসিসির দাবি, ক্রিকেট খেলা দেখার সময় সমর্থকদের মধ্যে যন্ত্রণা, সাহস, মহিমা, আনন্দ, আবেগ, শক্তি, গর্ব, সমীহ এবং বিস্ময়— এই নয় ধরনের অনুভূতি কাজ করে। পোশাকি নাম দেওয়া হয়েছে নবরস।

    কী বলছেন আইসিসির সিইও?

    আইসিসির সিইও জিওফ অ্যালার্ডাইস বলেন, “এক দিনের ক্রিকেটের (Cricket World Cup 2023) সাহায্যে সত্যিকারের আনন্দকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশেই এই প্রচার। সমর্থকই হোন বা ক্রিকেটার, প্রত্যেকেরই ম্যাচের সময় ন’রকমের অনুভূতি হয়। তাই নবরসকে তুলে ধরেছি আমরা। পাশাপাশি, ক্রিকেট এবং সিনেমার ভারতের মানুষের হৃদয়ে। তাই দু’টিকে মিলিয়ে দিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে চাই আমরা।”

    কী বলছেন বিসিসিআই সচিব জয় শাহ?

    বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেছেন, “এক দিনের ফরম্যাটের তাৎপর্য রয়েছে। দুর্দান্ত মুহূর্ত, হাড্ডাহাড্ডি লড়াই এবং অপ্রত্যাশিত ফলাফল উপহার দেওয়ার ক্ষমতা রয়েছে যা গোটা বিশ্বের সমর্থকেরা উপভোগ করে। বিশ্বমানের একটা প্রতিযোগিতা উপহার দিতে চাই আমরা, যেখান থেকে আগামী প্রজন্মের নায়কেরা উঠে আসবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Cricket Team: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারল ভারত

    Indian Cricket Team: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা দ্বিতীয় বার, ফাইনালে হার। টেস্ট ক্রিকেটেও সেরার শিরোপা পেল না ভারত। এনিয়ে টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত (Indian Cricket Team)। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইতিপূর্বে দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত তিনটি সিরিজই জিতেছে ভারত। দ্বিপাক্ষিক সিরিজ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এক হল না। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম দিন থেকেই ব্যাকফুটে ছিল ভারত। শেষ অবধি ২০৯ রানের বিশাল ব্যবধানে হার হল ভারতের।

    কেন এই হার?

    টি-টোয়েন্টি ফরম্যাটকেই এক্ষেত্রে দায়ী করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ আইপিএল ফাইনাল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মাঝে মাত্র এক সপ্তাহের মতো সময় পাওয়া গেছিল। ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই আইপিএল-এ ফোকাস রেখেছিলেন। অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটাররা এক্ষেত্রে আইপিএল নয়, এই ম্যাচকেই পাখির চোখ করেছিলেন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।ভারতের হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা, এ বিষয়ে সন্দেহ নেই। পিচ বুঝতে ভুল করা, টসে জিতে ফিল্ডিং নেওয়া এবং একাদশে অশ্বিনকে না রাখাও অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। ওভালে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন নাথান লিয়ঁ। প্রশ্ন আরও জোরালো হয়েছে, অশ্বিনকে এই ম্যাচে খেলানো উচিত ছিল না?

    শেষ ইনিংসে বিতর্ক শুভমনের আউট নিয়ে

    ভারতের শেষ ইনিংসে শুভমনের আউট নিয়ে দানা বাঁধে বিতর্ক। স্কট বোল্যান্ডের বল শুভমনের ব্যাট ছুঁয়ে স্লিপে যায়। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্রিন বাঁদিকে ঝাঁপিয়ে লুফে নেন বল। এই ক্যাচ নিয়েই উঠেছে প্রশ্ন। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পরে সেই বিতর্কে উস্কে দিয়েছেন শুভমন নিজেই। ওই ক্যাচের ছবি ট্যুইট করেছেন তিনি। শুভমন কোনও মন্তব্য করেননি। যদিও ছবি দেখে মনে হচ্ছে ক্যাচ নেওয়ার সময় বল মাটিতে ঠেকেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Champions Trophy : পাকিস্তান থেকে কি সরছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি?

    ICC Champions Trophy : পাকিস্তান থেকে কি সরছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজক দেশ বদলে যেতে পারে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানের মাঠে। কিন্তু এই দুই প্রতিযোগিতার জায়গা পরিবর্তন হতে পারে। এমনটাই জানা গিয়েছে এক সংবাদ মাধ্যম সূত্রে।

    পরিবর্তনের কারণ কী?

    সম্প্রতি বিসিসিআইয়ের চূড়ান্ত আপত্তির পর এশিয়া কাপ সরতে চলেছে পাকিস্তান থেকে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের কপাল পুড়ল আমেরিকার জন্য। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রয়েছে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। আইসিসির আধিকারিকদের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজন করতে প্রস্তুত নয়। আর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মাঠে।। এই জায়গা পূরণের জন্য পাকিস্তান থেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া হতে পারে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) আয়োজনের দায়িত্ব।

    এশিয়া কাপও সরছে পাকিস্তান থেকে? 

    এ বারের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত সেখানে খেলতে যেতে রাজি নয়, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিসিসিআই। তাই এশিয়া কাপ অন্য কোথাও হওয়ার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে তা শ্রীলঙ্কায় সরতে পারে। দুই দেশের রাজনীতির সম্পর্ক মোটেও ভাল নয়। সেই প্রভাব স্বাভাবিক ভাবেই পড়ছে ক্রিকেটে। দুই দেশের সিরিজও দীর্ঘদিন বন্ধ রয়েছে। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে দেওয়া হল কি না সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

    আরও পড়ুন: সুরাটে মিলল আইএস মডিউলের সন্ধান! ধৃত ১ মহিলা-সহ ৪

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mamata-Modi-Sourav:  আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    Mamata-Modi-Sourav: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভের হয়ে ব্যাট ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হয়ে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে সোমবার তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন,  “আইসিসিতে যাওয়ার জন্য সৌরভ যোগ্য। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সৌরভ যেন আইসিসি-র ভোটে লড়তে পারে তা দেখবেন। ও বঞ্চিত। সরকারের কাছে আর্জি এটা রাজনৈতিক বিষয় নয়, সৌরভ যোগ্য ওকে আইসিসিতে পাঠানো হোক।”

    আরও পড়ুন: নামিবিয়ার জয়ে ভারত কী গ্রুপ অফ ডেথ-এ! জানেন টি-টোয়েন্টি বিশ্বকাপের নয়া সমীকরণ?

     সম্প্রতি বিসিসিআই-এর সভাপতির পদ থেকে বাদ পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মমতা উত্তরবঙ্গ সফরের আগে সেই প্রসঙ্গ তুলেই বললেন, “আমি একটা কথা আপনাদের বলব৷ সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গর্ব৷ সৌরভ দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনেও কাজ করেছে৷ ও বিসিসিআই-এর সভাপতি ছিল৷” উল্লেখ্য, সৌরভের সঙ্গেই বিসিসিআইয়ে সচিব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, দুই জনেই আরও একটি টার্ম পদে থাকতে পারতেন। কিন্তু জয় শাহ থাকলেও সৌরভকে বাদ দেওয়া হয়। এ নিয়ে ক্রমাগত জলঘোলা হচ্ছে। 

    আরও পড়ুন: শেষ ওভারে শামি ম্যাজিক! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত 

    এই আবহে মুখ্যমন্ত্রী সৌরভের হয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন,”সৌরভকে যে ভাবে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা একমাত্র পূরণ হতে পারে,সৌরভ আইসিসির প্রেসিডেন্ট হল। বিসিসিআই তাঁকে আইসিসিতে মনোনীত করুক। জগমোহন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসি-তে গিয়েছিলেন, সে ভাবে দেখতে গেলে সৌরভও আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন৷” মমতার এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “বিজেপির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সখ্যতা ছিল, আছে এবং থাকবেও। এই বিতর্ক জুড়ে উনি সৌরভের প্রতিষ্ঠা, সম্মান ও মর্যাদাহানি করছেন।” তাঁর প্রশ্ন, সৌরভ যদি বাংলার গর্ব হন তাহলে শাখরুখ কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • U19 World Cup: সচিন, উদয়ের শতরানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে ভারত, শেষ চারে সামনে কে?

    U19 World Cup: সচিন, উদয়ের শতরানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে ভারত, শেষ চারে সামনে কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত। গ্রুপ লিগের ৩টি ম্যাচেই জয় তুলে নিয়ে চলতি যুব বিশ্বকাপের সুপার সিক্স রাউন্ডে প্রবেশ করে ভারত। এবার সুপার সিক্সের ২টি ম্যাচেও জয়ের ধারা বজায় রাখে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। টানা ৫ ম্য়াচ জিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করলেন উদয় সাহারানরা।

    সেমি ফাইনালে সামনে কে

    শুক্রবার ব্লুমফন্টেনে নেপালকে ১৩২ রানে হারিয়ে দেয় ভারত। শতরান করেন সচিন ধাস এবং উদয় সাহারান। সুপার সিক্স রাউন্ডের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছিল। নেপালকে হারিয়ে শেষ চারের টিকিট পাকা হয়ে যায় ভারতীয় যুব দলের। সেমিফাইনালে আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে চলেছে তারা। সুপার সিক্স গ্রুপ ১-এ এক নম্বরে শেষ করেছে ভারত। গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানাধিকারী দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে তারা। ভারতের গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অর্জন করতে পারে পাকিস্তান। তারা শনিবার খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। অতএব সেমিতে ভারত-পাক দ্বৈরথ না হলেও ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    উদয়-সচিনের শতরান

    নেপালের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক উদয়। তবে প্রতিবেশী দেশের বিরুদ্ধে ভারতের শুরুটা ভাল হয়নি। ২৬ রানে প্রথম উইকেট হারায় তারা। ফিরে যান আদর্শ সিং (২১)। ১৪তম ওভারে পর পর দু’টি উইকেট হারায় ভারত। আকাশ চন্দ শেষ দুই বলে ফিরিয়ে দেন প্রিয়াংশু মোলিয়া (১৯) এবং আর্শিন কুলকার্নিকে (১৮)। ভারত শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৯৭ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। সৌজন্যে সচিন ধাস ও ক্যাপ্টেন উদয় সাহারানের জোড়া শতরান। সচিন ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৩ বলে শতরানের গণ্ডি টপকে যান। শেষমেশ ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০১ বলে ১১৬ রান করে মাঠ ছাড়েন সচিন। উদয় ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে শতরানের গণ্ডি টপকে যান। জবাবে নয় উইকেট খুইয়ে ৫০ ওভারে ১৬৫ রান তুলতে সক্ষম হয় নেপাল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC Team: অধিনায়ক রোহিত, এক দিনের ক্রিকেটে আইসিসি’র সেরা একাদশে ভারতের ৬

    ICC Team: অধিনায়ক রোহিত, এক দিনের ক্রিকেটে আইসিসি’র সেরা একাদশে ভারতের ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি টি ২০ ক্রিকেটের দলের মতোই ওয়ান ডে দলেও ভারতের ক্রিকেটারদের আধিপত্য। মঙ্গলবার বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা ২০২৩ সালের এক দিনের ক্রিকেটের সেরা একাদশ বেছে নিল। সেই দলে রয়েছেন ভারতের ৬জন ক্রিকেটার। নেতা বিবেচিত হয়েছেন রোহিত শর্মা। দলে এক দিনের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ক্রিকেটারের সংখ্যা দুই।

    ভারতের কারা কারা

    গত বছর, ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া ও ভারত। বিশ্বকাপে ভারত টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। কিন্তু ট্রফি জিততে পারেনি। ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয় দল হয়তো ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল, কিন্তু রোহিতের নেতৃত্ব নজর কেড়েছে। তিনি শুধু ভাল ফর্মই দেখাননি, বরং পাশাপাশি দলকে সুনিপুণভাবে পরিচালনা করেছেন। রোহিত গত মরশুমে রান করেছেন ১২৫৫, এমনকী ১৩১ রানের সেঞ্চুরি ইনিংসও খেলেছেন। রোহিত ছাড়াও আইসিসি দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও মহম্মদ শামি।

    কারা কোন জায়গায়

    একদিনের দলে ভারতের দুই ওপেনারকেই রেখেছে আইসিসি। ফাইনালে শতরান করা অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে রাখা হয়েছে তিন নম্বরে। যদিও তিনি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ওপেনার হিসাবেই খেলেছিলেন। চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছিলেন তিনি। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল এবং দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। বিশ্বকাপে ধারাবাহিক ভাবে রান করতে দেখা গিয়েছিল তাঁদের। অলরাউন্ডার হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন।

    আরও পড়ুন: ব্যক্তিগত কারণ! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি

    দলে রয়েছেন চার জন বোলার। তার মধ্যে দু’জন স্পিনার এবং দু’জন পেসার। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ছাড়া তিনজনই ভারতীয় বোলার। স্পিনার কুলদীপ যাদব এবং দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। এ বারের বিশ্বকাপে শামি সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন।

    সেরা একাদশ (ICC Team): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ট্রেভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মহম্মদ সিরাজ, কুলদীপি যাদব এবং মহম্মদ শামি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rohit Sharma: দেড় দিনে ম্যাচ শেষ! কেপ টাউনে জিতেও আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক রোহিত

    Rohit Sharma: দেড় দিনে ম্যাচ শেষ! কেপ টাউনে জিতেও আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কেপ টাউনে টেস্ট জিতেও আইসিসি-র সমালোচনায় মুখর হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কেপ টাউনের পিচ নিয়ে ক্ষিপ্ত তিনি। রোহিতের দাবি, ভারতের পিচে বল প্রথম দিন থেকে স্পিন করলে অনেক কথা বলা হয়। কিন্তু অন্য দেশে বল প্রথম দিন থেকে গতির স্বর্গ হয়ে উঠলে তখন কথা ওঠে না কেন? 

    ভারতের পিচ নিয়ে কথা কেন

    ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘এই ম্যাচে কী হল সকলেই দেখেছে। পিচ কেমন আচরণ করেছে এটাও সকলের নজরে পড়েছে। সত্যি বলতে, এরকম পিচে খেলতে আমার কোনও অসুবিধা নেই। ভারত এবং ভারতের পিচ নিয়ে কেউ কোনও মন্তব্য না করা অবধি কোনও অসুবিধা নেই। কারণ, আমরা অন্য দেশে টেস্ট খেলতে এসেছি। চ্যালেঞ্জের মুখে পড়ব এটাই স্বাভাবিক। নিঃসন্দেহে এমন পিচে খেলা বিপজ্জনক। তবে ভারতে কেউ খেলতে গেলে সেখানকার পিচও চ্যালেঞ্জিং হবে এমনটাই প্রত্যাশিত।’

    পিচের রেটিং নিয়েও প্রশ্ন 

    রোহিতের সংযোজন, “দক্ষিণ আফ্রিকায় সবাই টেস্ট খেলতে আসে নিজের ক্ষমতা পরীক্ষা করার জন্য। এখানে খেলা ভয়ঙ্কর, কঠিন এমনই বলা হয়। তা হলে ভারতে গেলেও খেলা কঠিন হতে পারে। দেখুন, আমরা টেস্ট খেলতে গিয়ে শুধু খেলাটা নিয়েই কথা বলি। টেস্ট ফরম্যাট নাকি সবার উপরে, এমন কথাও শোনা যায়। তা হলে সেই কথার পাশে দাঁড়ানোটাও দরকার।” পিচের রেটিং নিয়ে আইসিসির দ্বিচারিতা প্রসঙ্গে ম্যাচ রেফারিদের উদ্দেশে রোহিতের সাফ উত্তর, ‘যেখানেই খেলা হোক, নিরপেক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, বিশ্বকাপ ফাইনালের পিচকে কী ভাবে বিলো অ্যাভরেজ রেটিং দেওয়া হল। ফাইনালের মঞ্চে একজন সেঞ্চুরি করল। সেটা কী করে খারাপ পিচ হয়? সুতরাং, ম্যাচ রেফারি নিজে যা দেখছেন সেই অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া উচিত। কোন দেশে খেলা হচ্ছে সেটা দেখে নয়। আশা করি, এখানকার ক্ষেত্রেও আইসিসি চোখ কান খোলা রাখবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC New Rule: ক্রিকেটের নিয়মে বদল! কারা পাবে সুবিধা, কী জানাল আইসিসি? 

    ICC New Rule: ক্রিকেটের নিয়মে বদল! কারা পাবে সুবিধা, কী জানাল আইসিসি? 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নিয়ম সংশোধন বিশ্ব ক্রিকেটে। নিয়মের সংশোধন করে আরও কড়া হওয়ার ইঙ্গিত দিল আইসিসি (ICC New Rule)। নিজেদেরই তিনটি নিয়মে বদল করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই সিদ্ধান্তের ফলে এ বার থেকে আর নিয়মের ফাঁক গলে অতিরিক্ত সুবিধা পাবে না বোলিং দল। ডিআরএস প্রযুক্তি এবং কনকাশন পরিবর্তের নিয়মে বদল করা হয়েছে। বদল করা হয়েছে মাঠে চোট পরীক্ষার সময়ের নিয়মেও।

    নয়া নিয়ম কী কী

    আইসিসি (ICC New Rule) জানিয়েছে, গত ১২ ডিসেম্বর থেকে এই সংশোধন কার্যকর হয়েছে। স্টাম্পের ক্ষেত্রে ডিআরএসের বদল হয়েছে। এই ব্যাপারে আবেদন করলে এবার থেকে সাইডভিউ ক্যামেরা থেকেই সিদ্ধান্ত নিতে হবে তৃতীয় আম্পায়রকে। বোলার আহত হলে পরিবর্তন হিসাবে মাঠে নেমেই বল করতে পারবেন না কোনও বোলার। দেখতে হবে, আহত হওয়ার সময় বোলার বল করছিলেন কী না। পরিবর্ত বোলার তখনই বল করতে পারবেন যদি আগের বোলার বল করার সময় চোট পান। যদি অন্য কোনও সময় তিনি চোট পান তা হলে পরিবর্ত হিসাবে বোলার নামলেও তিনি বল করতে পারবেন না। কেপ টাউনে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের মধ্যেই এই নিয়ম সংশোধনের কথা জানিয়েছে আইসিসি।

    আরও পড়ুন: দেড় দিনে শেষ পাঁচ দিনের টেস্ট! কেপ টাউনে জিতে সিরিজ ড্র করল ভারত

    স্টাম্পিং আর কট বিহাইন্ডের ক্ষেত্রে এত দিন অতিরিক্ত সুবিধা পাচ্ছিল ফিল্ডিং সাইড। উইকেটকিপার স্টাম্পিংয়ের আবেদন করলে, টেলিভিশন আম্পায়ার কট-বিহাইন্ড পরীক্ষা করে তবেই ব্যাটসম্যান স্টাম্পড হয়েছে কিনা দেখে সিদ্ধান্ত জানাতেন। নতুন নিয়মের ফলে শুধু সাইড-অন রিপ্লে খতিয়ে দেখবেন টেলিভিশন আম্পায়ার। খতিয়ে দেখা হবে না কট বিহাইন্ড। যে দল ফিল্ডিং করছে, সেই দলকে কট-বিহাইন্ডের আবেদনের জন্য আলাদা রিভিউ নিতে হবে। অর্থাৎ, এক আবেদনে একাধিক আউটের রিভিউ আর নেওয়া যাবে না। এখন থেকে কোনও ক্রিকেটার চোট পেলে মাঠে ৪ মিনিটের বেশি চিকিৎসা করাতে পারবেন না। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share