Tag: ICSE 10th Result

ICSE 10th Result

  • ICSE: আইসিএসই ও আইএসসি বোর্ডের ফলাফল প্রকাশিত, এগিয়ে ছাত্রীরা, কীভাবে জানা যাচ্ছে রেজাল্ট?

    ICSE: আইসিএসই ও আইএসসি বোর্ডের ফলাফল প্রকাশিত, এগিয়ে ছাত্রীরা, কীভাবে জানা যাচ্ছে রেজাল্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালের আইসিএসই (ICSE) ও আইএসসি ফলাফল প্রকাশিত হল (ICSE 10th Result)। মঙ্গলবারই রেজাল্ট ঘোষণার দিন জানায় সিআইএসসিই বোর্ড। প্রসঙ্গত, পরীক্ষা শেষ হওয়ার ২৫ দিনের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। মেয়েদের পাশের হার ৯৯.৪৫ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৮.৬৪ শতাংশ। ফলাফল দেখা যাচ্ছে cisce.org ওয়েবসাইটে।

    চলতি বছরে দশম শ্রেণির (আইসিএসই) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫২ হাজার ৫৫৭ জন। তার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন ছাত্র ও ১ লক্ষ ১৮ হাজার ১১৬ জন ছাত্রী। সার্বিক পাশের হার ৯৯.০৯ শতাংশ। মেয়েদের পাশের হার – ৯৯.৩৭ শতাংশ, ছেলেদের – ৯৮.৮৪ শতাংশ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৫৫১ জন। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৯২ এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন। ৯৮ হাজার ৫৭৮ জন উত্তীর্ণ হয়েছেন। সার্বিক পাশের হার ৯৯.০২ শতাংশ। মেয়েদের পাশের হার – ৯৯.৪৫ শতাংশ, ছেলেদের – ৯৮.৬৪ শতাংশ।

    আইসিএসই বোর্ডের (ICSE) ফলাফল: অঞ্চল ভিত্তিক পাশের হার

    উত্তর ভারত: ৯৮.৭৮ শতাংশ
    পূর্ব ভারত: ৯৮.৭০ শতাংশ
    পশ্চিম ভারত: ৯৯.৮৩ শতাংশ
    দক্ষিণ ভারত: ৯৯.৭৩ শতাংশ
    বিদেশ: ৯৩.৩৯ শতাংশ

    কীভাবে দেখা যাচ্ছে ফলাফল

    ফলাফল দেখতে ক্লিক করুন: cisce.org।

    এরপর নিজের কোর্স নির্বাচন করুন।

    UID এবং Index নম্বর লিখুন।

    এরপর ক্যাপচা কোড দিতে হবে।

    ফলাফল দেখুন বোতামে ক্লিক করুন।

    একইসঙ্গে দশম শ্রেণীর পরীক্ষার্থীরা ICSE টাইপ করে unique ID code লিখে 09248082883 নম্বরে মেসেজ করলেও নিজেদের ফলাফল দেখতে পাবে।

    ডিজিলকার থেকেও রেজাল্ট দেখা যাচ্ছে

    এ ছাড়া ডিজিলকার থেকেও রেজাল্ট (ICSE) দেখা যাচ্ছে। তার জন্য প্রথমে ডিজিলকার পোর্টালে https://results.digilocker.gov.in ওয়েব অ্যাড্রেসে যেতে হবে পরীক্ষার্থীকে। সেখানেই সিআইএসসিই-র আলাদা বিভাগ রয়েছে। সেখানে গিয়ে রেজাল্ট জানতে আইসিএসই অথবা আইএসসি বোতামে ক্লিক করতে হবে। পরের পাতায় ইনডেক্স নম্বর এবং অ্যাডমিট কার্ডে লেখা জন্মতারিখ দিয়ে ‘সাবমিট’ করলে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে খুশি না হলে, উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য পাঠানো যায়। এর জন্য যেতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটের ‘Public Services’ সেকশনে। রেজিস্টার্ড ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ৩০ এপ্রিল এই পুনর্মূল্যায়নের উইন্ডো খুলবে বলে জানানো হয়েছে, এটি বন্ধ হবে ৪ মে।

  • ICSE 10th Result: আইসিএসই-র দশম শ্রেণীর ফল প্রকাশ, ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা

    ICSE 10th Result: আইসিএসই-র দশম শ্রেণীর ফল প্রকাশ, ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সিআইএসসিই (Council For The Indian School Certificate Examinations) অবশেষে আইসিএসই-র দশম শ্রেণীর ফল ঘোষণা করে। রবিবার ঠিক বিকেল ৫টার সময় বের হয় আইসিএসই-র ফল। সিআইএসসিই-র (CISCE) অফিসিয়াল ওয়েবসাইট cisce.org থেকে দেখা যাচ্ছে পরীক্ষার ফল। ওয়েবসাইটের পাশাপাশি ০৯২৪৮০৮২৮৮ নম্বরে মেসেজ করেও এসএমএসেও জানা যাচ্ছে ফল। আইসিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, এবারে পাশের হার ৯৯.৯৭ শতাংশ।

    বোর্ডের তরফে জানানো হয়েছে, যারা তাদের পরীক্ষার মার্কসে খুশী না, তারা রিচেক করানোর জন্য আবেদন করতে পারবে। এর জন্য তারিখও ঘোষণা করে দিয়েছে বোর্ড। ১৭ জুলাই অর্থাৎ আজ থেকে ২০২২-এর ২৩ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে আবেদন করার জন্য। প্রতিটি পেপার রিচেক করার জন্যে ১০০০ টাকা ধার্য করা হয়েছে।

    আরও পড়ুন: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত

    সারা দেশের মধ্যে মোট চার জন ছাত্র প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ। হরগুন কৌর মাথারু (Hargun Kaur Matharu), আনিকা গুপ্তা, পুষ্কর ত্রিপাঠী, কণিষ্কা মিত্তল এই চারজন প্রথম স্থানাধীকারি। এই চারজনের মধ্যে তিনজনই আবার উত্তর প্রদেশের বাসিন্দা। তালিকায় উত্তরপ্রদেশের কানপুরের শিলিং হাউস থেকে আনিকা গুপ্তা (Anika Gupta), যীশু অ্যান্ড মেরি স্কুল, বলরামপুরের পুষ্কর ত্রিপাঠী (Pushkar Tripathi) এবং লখনউ থেকে (Kanishka Mittal পেয়েছেন সর্বোচ্চ নম্বর। অন্যদিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ৩৪ জন পড়ুয়া। তাঁরা ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছেন। এবারে মোট ২৩১,০৬৩ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। মেধা তালিকায় প্রথমে দশে রয়েছেন ১১০ জন। তারমধ্যে ১৭ জন বাংলার পড়ুয়া।

    এবারে ছেলে পরীক্ষার্থীদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যাই বেশি। এমনকি মেয়েদের রেজাল্ট ছেলেদের রেজাল্টের তুনলায় অনেকগুণ ভালো। প্রসঙ্গত, এই প্রথম যে, আইসিএসই-র পরীক্ষা দুটি সেমেস্টারে ভাগ করে হয়। প্রথম সেমিস্টার হয়েছিল ২০২১ -এর নভেম্বর-ডিসেম্বর মাসে আর দ্বিতীয় সেমেস্টার হয়েছিল এপ্রিল-মে মাসে।

    আরও পড়ুন: মাধ্যমিকে টেনেটুনে পাশ, সেই ছেলেই এখন আইএএস অফিসার!

     

     

LinkedIn
Share