Tag: India vs England

India vs England

  • Ravichandran Ashwin: মা অসুস্থ, তৃতীয় টেস্টের মাঝপথে সরলেন অশ্বিন, সমস্যায় ভারত

    Ravichandran Ashwin: মা অসুস্থ, তৃতীয় টেস্টের মাঝপথে সরলেন অশ্বিন, সমস্যায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পারিবারিক সমস্যার কারণে রাজকোটে তৃতীয় টেস্টের মাঝপথেই সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। শুক্রবার রাতে বোর্ডের তরফে একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, অশ্বিন তৃতীয় টেস্ট থেকে নাম তুলে নিয়েছেন। পারিবারিক চিকিৎসাজনিত কারণে তাঁকে আর তৃতীয় টেস্টে পাওয়া যাবে না। ম্যাচের মাঝপথ থেকে অশ্বিন নাম তুলে নেওয়ায় ভারতকে এক জন বোলার কম নিয়েই খেলতে হবে। কী ধরনের পারিবারিক সঙ্কটের মুখোমুখি অশ্বিন, তা বিসিসিআইয়ের তরফে খোলসা না করা হলেও, রাজীব শুক্লা তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘অশ্বিনের মায়ের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

    বোর্ডের বিবৃতি

    রাজকোটে ম্যাচের দ্বিতীয় দিন মাইলফলকে পৌঁছেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি রচনা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তারপরই ছন্দপতন। আচমকাই তৃতীয় টেস্ট থেকে নাম তুলে নিলেন তিনি। বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, “অশ্বিনের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার এবং তাঁর পরিবারের পাশে রয়েছে বোর্ড। দলের ক্রিকেটার এবং তাঁদের পরিবারের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে বরাবরই অগ্রাধিকার দিয়েছে বোর্ড। এই কঠিন সময়ে যাতে অশ্বিন দ্রুত পেরতে পারেন সেই শুভকামনা করছে বোর্ড। ভবিষ্যতে যে কোনও দরকারে বোর্ডকে পাশে পাবে অশ্বিন। পাশাপাশি, বোর্ডের সঙ্গেও এই ক্রিকেটারের নিয়মিত যোগাযোগ থাকবে।”

    দুই স্পিনারেই খেলবে ভারত

    ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের মাঝপথে অশ্বিন সরে দাঁড়ানোয় তাঁর পরিবর্তে মাঠে ফিল্ডার নামানো গেলেও কেউ তাঁর জায়গায় বল করতে পারবেন না। ফলে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব, এই দুই স্পিনারই থাকছেন ভারতের হাতে। রাজকোটের স্পিন সহায়ক পিচে অশ্বিনের বোলিং কার্যকর হতে পারত। তা আপাতত হচ্ছে না। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেই বাবাকে সম্মান জানিয়েছিলেন অশ্বিন (Ravichandran Ashwin)। উইকেটটি বাবাকে উৎসর্গ করেন তিনি। অশ্বিন বলেন, ‘আমার খেলা দেখেই বাবা অসুস্থ হয়ে পড়েছে। আমার সবচেয়ে বড় সমর্থন। আমাকে খেলতে দেখলেই যেন হার্ট অ্যাটাক হয় বাবার, এতটাই চাপে থাকে।’ এই মন্তব্যগুলি স্রেফ রূপক হিসেবে ব্যবহার করেছিলেন অশ্বিন। কিন্তু হঠাতই তাঁর সরে দাঁড়ানোয় চিন্তা বাড়ছে ক্রীড়াপ্রেমীদের মনে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: অশ্বিনের ৫০০ উইকেট, ডাকেটের শতরানে ভারতকে চ্যালেঞ্জ ইংল্যান্ডের

    India vs England: অশ্বিনের ৫০০ উইকেট, ডাকেটের শতরানে ভারতকে চ্যালেঞ্জ ইংল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাজবল ক্রিকেটকে হাতিয়ার করেই ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভাল জায়গায় ইংল্যান্ড। মাত্র দুই উইকেট হারিয়ে ইংরেজদের সংগ্রহ ২০৭ রান। ভারতের চেয়ে আর ২৩৮ রানে পিছিয়ে রয়েছে তাঁরা। ১৩৩ করে অপরাজিত রয়েছেন বেন ডাকেট। সঙ্গে ৯ রানে ক্রিজে রয়েছেন জো রুট। শনিবার ম্যাচের তৃতীয় দিনেও দ্রুত রান তোলাই লক্ষ্য থাকবে ইংরেজদের।

    ভারতের ইনিংস

    প্রথম দিন ভারত শেষ করেছিল ৩২৬ রানে ৫ উইকেট নিয়ে। দ্বিতীয় দিনের সকালেই সেটা হয় ৩৩১ রানে ৭ উইকেট। দ্বিতীয় দিনের শুরুতেই কুলদীপ যাদবের উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন। তার পর বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি রবীন্দ্র জাদেজাও। ১১২ রান করে আউট হয়ে যান তিনি। দ্বিতীয় দিনে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান রবিচন্দ্রন অশ্বিন এবং ধ্রুব জুরেল। তাঁদের ব্যাটে ভর করেই ৪৪৫ রান তোলে ভারত। সরফরাজ খানের মতোই অভিষেক ম্যাচ খেলতে নেমে এদিন ব্যাট হাতে সাবলীল ছিলেন ধ্রুব জুরেল। তিনি শুরু থেকেই দায়িত্ব নিয়ে খেলছিলেন। কিন্তু অর্ধশতরান থেকে মাত্র ৪ রান দূরে থেমে যেতে হয় জুরেলকে।  ১০৪ বলে ৪৬ রান করেন জুরেল। তাঁর সঙ্গী অশ্বিন ৮৯ বলে ৩৭ রান করেন। 

    পাঁচ রান পেনাল্টি

    খুচরো রান নেওয়ার জন্য রবিচন্দ্রন অশ্বিন পিচের মাঝখান দিয়ে দৌড়নোয় ইংল্যান্ডকে পেনাল্টি হিসাবে ৫ রান দেওয়া হয়। ইনিংস শুরুর আগেই পাঁচ রান পেয়ে যায় ইংল্যান্ড। আপাত ভাবে অশ্বিনের দোষ মনে হলেও এই শাস্তি দেওয়া হয়েছে ভারতীয় দলকে। দায় রয়েছে রবীন্দ্র জাদেজারও। ক্রিকেটের নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছেন ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের অন্যতম আম্পায়ার জোয়েল উইলসন। বৃহস্পতিবার জাদেজা এক বার পিচের মাঝের অংশ দিয়ে দৌড়ে সতর্কিত হয়েছিলেন। সতর্ক করা হয়েছিল আসলে ভারতীয় দলকে। দ্বিতীয় বার এমন হলে শাস্তি পেতে হবে, জানিয়ে দেওয়া হয়েছিল। অশ্বিন শুক্রবার একই ভুল করতেই ইংল্যান্ড পেনাল্টি হিসাবে পেয়ে গিয়েছে ৫ রান।

    দুরন্ত ডাকেট

    এদিন শুরু থেকেই বাজবল রণকৌশল অনুযায়ী ঝড় তুলল ইংল্যান্ড। ইনিংসের সিংহভাগ বেন স্টোকসের দলের রান রেট থাকল ছয়ের উপর। ৯.১ ওভারে ৫০, ১৮.১ ওভারে ১০০, ২৬.৪ ওভারে ১৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড। ওপেনারদের মধ্যে বেন ডাকেটই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন। ১১টি চারের সাহায্যে তিনি ৩৯ বলে ৫০ রান পূর্ণ করেন। ৮৮ বলে শতরানে পৌঁছলেন ১৯টি চার ও একটি ছয়ের সৌজন্যে। অবলীলায় খেললেন স্যুইপ শট। তাঁকে থামানোর রাস্তাই খুঁজে পেলেন না ভারতীয় বোলাররা।

    অশ্বিনের ৫০০ উইকেট

    ইংল্যান্ড রানের ফুলকি ছোটালেও শুক্রবার টেস্টে নতুন ইতিহাস রচনা করলেন রবিচন্দ্রন অশ্বিন। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৫০০ উইকেট নেওয়ার নজির সৃষ্টি করলেন ভারতীয় স্পিনার। শুক্রবার নিজের ৯৮তম টেস্টে ইংল্যান্ডের ওপেনার জাক ক্রলিকে আউট করে মাইলস্টোন ছুঁলেন অশ্বিন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই রেকর্ড করলেন তিনি। দেশের মাটিতে ৫৮ টেস্টে ৩৪৭ উইকেট পেয়েছেন অশ্বিন। তারমধ্যে ২৬ বার পাঁচ বা তারও বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে। ৬ বার টেস্টে দশ বা তারও বেশি উইকেট নিয়েছেন। ভারতের দ্বিতীয় হলেও বিশ্বের নবম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন ভারতীয় স্পিনার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England : জোড়া অভিষেক, রাজকোটে টস জিতে প্রথমে ব্যাটিং ভারতের

    India vs England : জোড়া অভিষেক, রাজকোটে টস জিতে প্রথমে ব্যাটিং ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজকোটে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে তৃতীয় টেস্টে বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাট করছে ভারত। এদিন ভারতীয় টেস্ট দলে দুই ক্রিকেটারের অভিষেক ঘটল। সরফরাজ খান ও ধ্রুব জুড়েলের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন অনিল কুম্বলে ও দীনেশ কার্তিক ৷ এছাড়াও দলে এসেছেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ ৷ ভাইজ্যাগ টেস্টের দল থেকে বাদ পড়েছেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল ৷ এই ম্যাচে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোনের সামনে রবিচন্দ্রন অশ্বিন ৷

    রোহিতের দলে কারা

    চোটের কারণে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে পারছেন না লোকেশ রাহুল। বাদ পড়েছেন শ্রেয়স আয়ারও। সেই জায়গায় দলে অভিষেক হয়েছে সরফরাজ খানের। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক শ্রীকর ভরত। লাল বলের ক্রিকেটে অভিষেক হচ্ছে ধ্রুব জুড়েলের। বাদ পড়েছেন মুকেশ কুমারও। সেই জায়গায় প্রথম একাদশে ফিরেছেন মহম্মদ সিরাজ। ভারতীয় দলে আরও একটি বদল হয়েছে। অক্ষর প্যাটেলের বদলে প্রথম একাদশে জায়গা পেয়েছেন চোট সারিয়ে ফেরা রবীন্দ্র জাদেজা।

    সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য

    পাঁচ ম্যাচের সিরিজে ১-১ অবস্থায় আজ রাজকোটে তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড (India vs England) ৷ বেন স্টোকসের অভিজ্ঞ দলের বিরুদ্ধে লড়াই তরুণ রোহিত বিগ্রেডের ৷ এদিন টসে জিতে রোহিত বলেন, “আমরা প্রথমে ব্যাট করব। কয়েকটা বদল করতে হয়েছে। কয়েকটা চোটের কারণে। দু’জনের অভিষেক হচ্ছে। সিরাজ আর জাডেজা দলে ফিরেছে। অক্ষর আর মুকেশ বাদ পড়েছে। পিচ দেখে ভাল লাগছে। প্রথমে ব্যাট করে নেওয়া ভাল। তাই টস জিতে লাভ হয়েছে।”  এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য রোহিত শর্মার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু! রাজকোটেই অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের

    India vs England: তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু! রাজকোটেই অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার শুরু তৃতীয় টেস্ট। তারই প্রস্তুতি শুরু করে দিলেন ভারত ও ইংল্যান্ড ক্রিকেটাররা। সিরিজ এখন সমতায়। বাকি তিন ম্যাচের ফলের উপরই সিরিজের মীমাংসা হবে। তৃতীয় টেস্টে ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে। টেস্টে অভিষেক হতে পারে উইকেট কিপার, ব্যাটসম্যান ধ্রুব জুরেলের। রাজস্থান রয়্যালস থেকেই উত্থান ধ্রুবের। দেখা যেতে পারে কর্ণাটকের ব্যাটার দেবদত্ত পাড়িক্কলকেও।

    অনুশীলন ভারতের

    বিশাখাপত্তনমে জয়, মাঝে কয়েক দিনের বিশ্রাম। ভারতীয় শিবিরও খোশমেজাজে। মঙ্গলবার প্র্যাক্টিসে তাই মজায়ও মেতে উঠতে দেখা গেল তরুণ ক্রিকেটারদের। বুধবার চূড়ান্ত প্রস্তুতি সারবে দু-দল। এ দিন যতটা সম্ভব হালকা মেজাজেই দেখা গেল। দুই শিবিরেই চোট সমস্যা রয়েছে। হয়তো সে কারণেই অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। 

    মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনুশীলন। যদিও ভারতীয় দলের অনুশীলনে দেখা যায়নি চার জন ক্রিকেটারকে। অনুপস্থিত ক্রিকেটারদের মধ্যে ছিলেন শুভমন গিল এবং যশপ্রীত বুমরাও। চোট সারিয়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে এসেছেন রবীন্দ্র জাদেজাও।

    আরও পড়ুুন: ‘‘মনে হয় যেন আমারই বাড়ি…’’, আরব আমিরশাহিতে নেমে উচ্ছ্বসিত মোদি

    কারা নেই অনুশীলনে

    মঙ্গলবার ক্রিকেটারদের প্রায় চার ঘণ্টা অনুশীলন করিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। অথচ সেই অনুশীলনে উপস্থিত ছিলেন না চার ক্রিকেটার। সহ-অধিনায়ক বুমরা, শুভমন ছাড়াও দেখা যায়নি কর্নাটকের ব্যাটার দেবদত্ত পাড়িক্কল এবং বাংলার জোরে বোলার আকাশ দীপকে। তবে ক্রিকেটাররা সবাই খেলার মধ্যে রয়েছে তাই সমস্যা হবে না। দেবদত্ত ও আকাশ দীপ রঞ্জি খেলছেন। মঙ্গলবার তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন। এদিন নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা যায় ধ্রুব জুরেলকে। রাজকোটে তাঁর অভিষেক প্রায় নিশ্চিত। অন্যদিকে এতদিন পর ভারতীয় দলে ডাক পেয়ে খুশি পাড়িক্কল। তিনি জানান, কঠিন প্রয়াসের ফল মিলল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: রোহিতদের জন্য রাজকোটে রাজকীয় আয়োজন! অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের

    India vs England: রোহিতদের জন্য রাজকোটে রাজকীয় আয়োজন! অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ এখন ১-১। রাজকোটে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতের। কোনওরকম ফাঁক রাখতে নারাজ রোহিতরা। ইতিমধ্যেই রাজকোটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তাঁদের জন্য রাজকোটে রাজকীয় ব্যবস্থা করেছে গুজরাট ক্রিকেট কর্তারা। রাজকোটে চোটের কারণে খেলবেন না লোকেশ রাহুল। অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের।

    রোহিতদের জন্য গুজরাটি খানা

    রাজকোটে যে হোটেলে রয়েছেন রোহিতরা সেখানে তাঁদের জন্য বিশেষ গুজরাটি খাবারের ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেটারদের পছন্দের খাবার পরিবেশনের পরিকল্পনা করেছেন হোটেল কর্তৃপক্ষ। ১৩ ফেব্রুয়ারি ভারতীয় দলের জন্য আয়োজন করা হচ্ছে গুজরাটি খাদ্য উৎসব। পরিবেশন করা হবে গুজরাটি এবং কাথিয়াওয়াড়ি খাবার। প্রাতরাশে থাকছে ফাফরা জিলিপি, খাখরা, গাঠিয়া, থেপলা, খমন। নৈশভোজে থাকছে কাথিয়াওয়াড়ির দই টিকারি, দই এবং রসুন দিয়ে ভাজা বাজরার রুটি, খিচুড়ি, চিংড়ি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটারেরা কাথিয়াওয়াড়ি খাবার খুব পছন্দ করেন। লোকেশ রাহুল, হার্দিক পাণ্ড্যদের প্রিয় খাবার খিচুড়ি। মহেন্দ্র সিং ধোনিও রাজকোটে এলে কাথিয়াওয়াড়ি খিচুড়ির খোঁজ করেন। ক্রিকেটারদের পছন্দের খাবারগুলোই রাখা হবে খাদ্যতালিকায়।

    দলে রদবদল

    হায়দ্রাবাদ টেস্টে পিঠে চোট লাগায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ভাইজাগে খেলতে পারেননি ভারতের তারকা ব্যাটার লোকেশ রাহুল (KL Rahul)। কিন্তু কেএল রাহুলকে সিরিজের বাকি তিনটি টেস্টের জন্য স্কোয়াডে রাখা হয়েছিল। তবে শুক্রবার থেকে রাজকোটে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে চোট না সারায় খেলতে পারবেন না কেএল রাহুল। তাঁর চোট সারতে আরও এক সপ্তাহ লাগবে। রাহুলের পরিবর্তে রাজকোটে স্কোয়াডে নেওয়া হচ্ছে কর্ণাটকের প্রতিশ্রুতিমান ব্যাটার দেবদূত পাদিকাল-কে। শ্রেয়স আইয়ার স্কোয়াডে না থাকায় রাজকোটে জাতীয় দলে অভিষেক হতে পারে সরফরাজ খানের। রাজকোট টেস্টে (Test Cricket) ডেবিউ ক্যাপ পেতে চলেছেন উত্তরপ্রদেশের ২৩ বছরের উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)। সূত্রের খবর, তিনি জায়গা নিতে চলেছেন কেএস ভরতের (KS Bharat)। দেশের হয়ে এখনও অবধি বিশাখাপত্তনমের উইকেটকিপার ব্যাটার খেলেছেন ৭টি টেস্ট। তাতে আহামরি পারফর্ম করতে পারেননি। ভরতে ভরসা রাখতে পারছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে কারণে তাঁর জায়গায় ধ্রুবকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। 

    আরও পড়ুন: আর্জেন্টিনার কাছে হেরে প্যারিস অলিম্পিকে যেতে পারল না ব্রাজিল

    রাজকোট টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

    রিজার্ভ বেঞ্চ: কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, আকাশ দীপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: নেই কোহলি, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টে বাংলার আকাশ দীপ

    India vs England: নেই কোহলি, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টে বাংলার আকাশ দীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে ঢুকে পড়লেন বাংলার আরও এক পেসার। তিনি আকাশ দীপ। তাঁর আগে এই স্কোয়াডে ঠাঁই হয়েছিল মুকেশ কুমারের। ইংল্যান্ড সিরিজের (India vs England) শেষ তিনটি টেস্টের স্কোয়াডে বাংলার পেসারের ঠাঁই হলেও, জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। বাদ পড়েছেন আবেশ খানও। তাঁরই স্থলাভিষিক্ত হয়েছেন আকাশ।

    আকাশ দীপ

    ভারতীয়-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করেন আকাশ। সেই কারণেই তাঁর কপালে শিকে ছিঁড়েছে বলে ধারণা ক্রীড়া মহলের একাংশের। এই সিরিজে থাকছেন না বিরাট কোহলি। ব্যক্তিগত (India vs England) কারণেই বাকি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, প্রথম দুটি টেস্টের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ তিনটি টেস্ট ম্যাচেও মাঠে নামছেন না কোহলি। দ্বিতীয় টেস্টের পরেই পিঠ ও কুঁচকির সমস্যার কথা শ্রেয়স জানিয়েছিলেন ম্যানেজমেন্টকে। তাই বাদ দেওয়া হয়েছে তাঁকেও।

    এক নজরে টিম ইন্ডিয়া 

    চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। তবে সিরিজের শেষ তিনটি স্কোয়াডে ঠাঁই হয়েছে তাঁদের। অবশ্য শর্তও দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ফিট সার্টিফিকেট দিলে তবেই মাঠে নামতে পারবেন তাঁরা। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টের জন্য ঘোষিত দলে রয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমান গিল, লোকেশ রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।

    আরও পড়ুুন: দুয়ারে লোকসভা নির্বাচন, সমন্বয় বৈঠকে বসছে আরএসএস-বিজেপি

    বাংলার ছেলে আকাশ সুযোগ পাওয়ায় খুশি বাংলার ক্রীড়াপ্রেমীরা। ৯টি লাল বলের ম্যাচে আকাশ নিয়েছেন ১০৩টি উইকেট। ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা অন্যতম বড় নাম তিনি। আকাশ ভারতীয় দলের ভবিষ্যতের তারকা বলেও মনে করছেন সিংহভাগ ক্রীড়াপ্রেমী। এতদিন আবেশকে ব্যাকআপ পেসার হিসেবে রেখেছিলেন নির্বাচকরা। তাঁকে এবার ছেড়ে দিতে চান তাঁরা। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে আকাশকে। জানা গিয়েছে, আকাশের পেস ও বল মুভ করতে পারার ক্ষমতার জন্য দলে নেওয়া হয়েছে তাঁকে (India vs England)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দুই টেস্টেও নেই কোহলি! ফিরতে পারেন রাহুল ও জাদেজা

    India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে পরের দুই টেস্টেও নেই কোহলি! ফিরতে পারেন রাহুল ও জাদেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও টিমে থাকছেন না বিরাট কোহলি। রাজকোট তো বটেই রাঁচিতেও হয়তো ফিরবেন না কিং কোহলি। সিরিজের শেষ ম্যাচে  ধর্মশালায় পঞ্চম টেস্টের জন্য ফিরতে পারেন বিরাট। তবে কোহলি না ফিরলেও দলের সঙ্গে যোগ দিতে পারেন লোকেশ রাহুল ও রবীন্দ্র  জাদেজা। ভাইজ্যাগ টেস্টে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে রাজকোট টেস্টে তাঁর ফিরে আসা কার্যত নিশ্চিত। বিসিসিআই সূত্রে খবর, নির্বাচকেরা শেষ তিন টেস্টের জন্য ভারতীয় দল সম্ভবত এই সপ্তাহেই বাছাই করবেন।

    অনিশ্চিত কোহলি

    ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর তিন দিন আগে, বিসিসিআই ঘোষণা করেছিল যে, কোহলি ‘ব্যক্তিগত কারণে’ প্রথম দু’টি টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।  দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট। যে কারণে জাতীয় টিম থেকে ছুটি নিয়েছেন, এমনই শোনা যাচ্ছে। তৃতীয় টেস্টে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে, আরও দুই টেস্টে সম্ভবত কোহলিকে পাওয়া যাবে না। ভারতের সিনিয়র তারকা ব্যাটসম্যান রাজকোট এবং রাঁচিতে অনুষ্ঠিত যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্ট মিস করতে পারেন। ৬ মার্চ ধর্মশালায় শেষ টেস্টে দলে ফিরতে পারেন কোহলি। তাই আপাতত তাঁকে বাইরে রেখেই রাজকোটে সিরিজ ২-১ করার পরিকল্পনা শুরু করেছেন অধিনায়ক রোহিত। হায়দ্রাবাদ টেস্ট হারের পর ভারতীয় টিমকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়েও উঠে গিয়েছিল প্রশ্ন। সে সব মিটিয়ে বিশাখাপত্তনমে ভারত দুরন্ত প্রত্যাবর্তন করেছে। সিরিজ ১-১ করেছে রোহিত ব্রিগেড। খুশি অধিনায়ক রোহিত শর্মা। এখন সিরিজে এগিয়ে যাওয়ার চিন্তা তাঁর মাথায়।

    ফিরছেন সিরাজ, জাদেজা, রাহুল

    চোটের কারমে দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। কেএল রাহুল, যিনি কোয়াড স্ট্রেনের জন্য ছিটকে গিয়েছিলেন। এবং জাদেজা প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তিনি এখন বেঙ্গালুরুর এনসিএ-তে পর্যবেক্ষণে রয়েছেন। এনসিএ-র ফিজিয়োর কাছ থেকে চূড়ান্ত রিপোর্টের জন্য এখনও অপেক্ষা করা হচ্ছে। তবে রাহুল এবং জাদেজা-দুই খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। তৃতীয় টেস্টের আগে আরও এক সপ্তাহ বাকি। জাদেজা তৃতীয় টেস্টে ফিরতে না পারলেও, রাহুলের প্রত্যাবর্তনের আশা প্রবল। ফিরছেন মহম্মদ সিরাজও। সিরাজের প্রত্যাবর্তন বোলিং লাইন-আপের শক্তি বাড়াবে।

  • India vs England: বিশেষ প্রস্তুতির জন্য ভারত ছাড়ল ইংল্যান্ড দল! তৃতীয় টেস্টে কি ফিরছেন কোহলি?

    India vs England: বিশেষ প্রস্তুতির জন্য ভারত ছাড়ল ইংল্যান্ড দল! তৃতীয় টেস্টে কি ফিরছেন কোহলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১। প্রথম টেস্টে জয়ের দোড়গোড়া থেকে হার মানতে হয়েছিল রোহিতদের। দ্বিতীয় টেস্টে যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের সেঞ্চুরি। জসপ্রীত বুমরার অনবদ্য বোলিং। চার দিনেই বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। বিশাখাপত্তনম টেস্টের পরই ভারত ছেড়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। তাঁরা এখন আবুধাবিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত।

    আবু ধাবিতে ইংল্যান্ড

    ভারতে আসার আগে আবু ধাবিতে শিবির করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। উপমহাদেশের পিচ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই সেখানে শিবির ছিল বেন স্টোকসদের। তাদের স্পিনাররা যে দুর্দান্ত প্রস্তুতি সেরেছেন, তা দুই টেস্টেই দেখা গিয়েছে। ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে তৃতীয় টেস্ট। মাঝে দীর্ঘ বিরতি। সে কারণেই ফের আবু ধাবি পাড়ি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। একদিকে যেমন সিরিজের বাকি তিন টেস্টের প্রস্তুতিতে লক্ষ্য, তেমনই মানসিক ভাবে নিজেদের তরতাজা রাখতে চাইছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। তাই পরিবারের সঙ্গে হালকা মেজাজে সময় কাটানোর জন্য আবু ধাবি পাড়ি দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। 

    আজ দল ঘোষণা

    বিসিসিআই সূত্রে খবর, আজ বুধবার শেষ তিনটি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা হতে পারে। দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতার পর ভাইজাগে রোহিত শর্মা এবং মুখ্য সিলেক্টর অজিত আগারকারের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। বিশ্লেকদের ধারণা, টিম ইন্ডিয়া বাকি টেস্ট ম্যাচগুলিতে বড়সড় কোনও পরিবর্তন করতে পারে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং অজিত আগরকারের কথোপকথন থেকে অনুমান ক্রিকেট মহলের। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টে নিজেই নামেননি বিরাট কোহলি। তৃতীয় টেস্টে ফিরতে পারেন কিং কোহলি।

    নাম বদল স্টেডিয়ামের

    ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের আগেই বদলে গেল রাজকোট স্টেডিয়ামের নাম।  এত দিন এই মাঠের নাম ছিল সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা (এসসিএ) স্টেডিয়াম। এখন থেকে সেটি ‘নিরঞ্জন শাহ স্টেডিয়াম’ নামে পরিচিত হবে। লর্ডসের মতো প্রেস বক্স থাকার কারণে এই স্টেডিয়ামকে ‘ভারতের লর্ডস’ও বলা হয়। প্রথম শ্রেণিতে খেলা প্রাক্তন ক্রিকেটার তথা বর্ষীয়ান প্রশাসক নিরঞ্জন শাহের নামে এই স্টেডিয়ামের নাম রাখা হচ্ছে। এসসিএ-র তরফে একটি বিবৃতে এ কথা জানানো হচ্ছে। ১৪ ফেব্রুয়ারি নতুন নামের এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন বোর্ডের সভাপতি জয় শাহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • India vs England: মধুর প্রতিশোধ রোহিতদের, ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল  ভারত

    India vs England: মধুর প্রতিশোধ রোহিতদের, ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আক্রমণাত্মক ক্রিকেট খেলতেই  গিয়েই এবার ডুবল ইংল্যান্ড।  প্রথম টেস্টের বদলা দ্বিতীয় টেস্টে সহজেই নিয়ে নিল ভারত। একদিন বাকি থাকতেই ১০৬ রানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরালেন রোহিতরা। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের জন্য রোহিতদের শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    ব্যাটে বলে দুরন্ত ভারত

    বিশাখাপত্তনমে ভারতের ৩৯৯ রান তাড়া করতে নেমে ২৯২ রানেই দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় স্টোকসদের। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin) তিনটি করে উইকেট নেন। ম্যাচে বুমরার ১০ উইকেটের পাশাপাশি যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দ্বিশতরান ও শুভমন গিলের সেঞ্চুরি দলের জয়ের ভিত গড়ে দেয়। এক উইকেটের বিনিময়ে ৬৭ রানে দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ক্রিজে উপস্থিত ছিলেন জ্যাক ক্রলি ও  রেহান আহমেদ।  ইংল্যান্ডকে দিনের প্রথম ধাক্কা দেন অক্ষর। ২৩ রান করে আউট হন রেহান। অক্ষরকে সঙ্গ দেয় ভাগ্য। রেহানের বলটি নিচু হয়ে যাওয়ায় ব্যাটে লাগাতে পারেননি তিনি। 

    অনবদ্য অশ্বিন

    গত ম্যাচের নায়ক ওলি পোপ ব্যাট করতে নেমে শুরু থেকেই সুইপ, রিভার্স সুইপ খেলতে শুরু করেন। তাঁকে আটকান অশ্বিন। ২১ বলে ২৩ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন পোপ। স্লিপে ভাল ক্যাচ ধরেন অধিনায়ক রোহিত। শুরুটা ভাল করলেও অশ্বিনের বলেই বড় শট খেলতে গিয়ে আউট হন রুট। এই ম্যাচে অনবদ্য এক ব্যক্তিগত নজর গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এক্ষেত্রে তিনি টপকে যান ভাগবত চন্দ্রশেখরকে। কিংবদন্তি স্পিনারকে পিছনে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় বোলারে পরিণত হন অশ্বিন। চন্দ্রশেখর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৯৫টি উইকেট সংগ্রহ করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনের টেস্ট উইকেট দাঁড়ায় ৯৭টি। 

    ইংল্যান্ডের ইনিংস এক দিকে ধরেছিলেন ক্রলি। অর্ধশতরান করেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে দু’টি বড় ধাক্কা খায় ইংল্যান্ড। প্রথমে ৭৩ রানে ব্যাট করা ক্রলিকে ফেরান কুলদীপ যাদব। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হন রোহিত। তার পরে বুমরার ভিতরে ঢুকে আসা বল বুঝতে না পেরে ২৬ রানের মাথায় এলবিডব্লিউ হন জনি বেয়ারস্টো। শ্রেয়স আয়ারের থ্রো সরাসরি উইকেটে লেগে রান আউট হন স্টোকস। আর দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। শেষে আবারও বিধ্বংসী হয়ে ওঠেন বুমরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: বুমরার ৬ উইকেট, যশস্বীর দ্বিশতরান, দ্বিতীয় ম্যাচে চালকের আসনে ভারত

    India vs England: বুমরার ৬ উইকেট, যশস্বীর দ্বিশতরান, দ্বিতীয় ম্যাচে চালকের আসনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুটা যশস্বীর, শেষটা বুমরার। ব্যাটে-বলে দুই যশ-এর দাপটে দ্বিতীয় টেস্টে এখনও চালকের আসনে রোহিতরা। প্রথমজনের দুশো রান, দ্বিতীয় জনের ৬ উইকেট। দু”জনের দাপটে দ্বিতীয় টেস্টে বেকায়দায় ইংল্যান্ড। বিশাখাপত্তনামে টেস্ট সিরিজে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ ভারতের সামনে। দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। ২৫৩ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৮ রান সংগ্রহ করেছে। ১৭ বলে ১৫ রান করেছেন যশস্বী। মেরেছেন ৩টি চার। ১৩ বলে ১৩ রান করেছেন রোহিত। তিনিও ৩টি চার মেরেছেন। ভারত আপাতত ১৭১ রানে এগিয়ে রয়েছে।

    ঘুরে দাঁড়ানোর লড়াই 

    হায়দ্রাবাদ টেস্টে পরাজিত হওয়ার পরে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারতের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পরিণত হয়েছে। ভাইজ্যাগের হাই-ভোল্টেজ ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দেয় রোহিত শর্মার। ভারত শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই বড় রানের ভিত গড়ে ফেলে। সৌজন্যে যশস্বী জসওয়ালের দুর্দান্ত ব্যাটিং। যদিও যশস্বী কার্যত একা লড়াই চালান বলে মনে হওয়া স্বাভাবিক। কেননা তরুণ ওপেনার প্রথম দিনে অনায়াসে দেড়শো রানের গণ্ডি টপকালেও ভারতের আর কোনও ব্যাটার ব্যক্তিগত ৪০ রানেও পৌঁছতে পারেননি।

    পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড আড়াইশো টপকে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। একাই ৬টি উইকেট নেন জসপ্রীত বুমরা। মাত্র ৫৫.৫ ওভার টেকে ইংল্যান্ডের ব্যাটাররা।‌ সর্বোচ্চ রান জাক ক্রলির। ২টি ছয়, ১১টি চারের সাহায্যে ৭৮ বলে ৭৬ রান করেন। প্রথম উইকেটে ৫৯ রান যোগ করে ইংল্যান্ডের ওপেনিং জুটি। কিন্তু ক্রলি ফিরতেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। ব্যাট হাতে যশস্বীর পর, বলে বিধ্বংসী বুমরা।‌ একাই বিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। ছয় উইকেট নেন বুমরা। তাঁর শিকার অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলে এবং জেমস অ্যান্ডারসন। গত ম্যাচে শতরান করা অলি পোপ এবং ক্রলি মিলে এদিন ফের জুটি গড়তে শুরু করেছিলেন। তাঁদের জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ৭৮ বলে ৭৬ রান করে আউট হয়ে যান ক্রলি। এর পরেই ইংল্যান্ডের মিডল অর্ডারকে ভেঙে দেন বুমরা। গত ম্যাচের নায়ক পোপকেও ফেরান তিনি। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share