Tag: India vs Pakistan Controversy

  • Surya Kumar Yadav: ‘রাজনৈতিক মন্তব্য করবেন না’, সূর্যকুমারকে বলল আইসিসি, কী হবে ফারহান-রউফের?

    Surya Kumar Yadav: ‘রাজনৈতিক মন্তব্য করবেন না’, সূর্যকুমারকে বলল আইসিসি, কী হবে ফারহান-রউফের?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসির শুনানিতে হাজির ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দুবাইতেই এই শুনানি অনুষ্ঠিত হয়। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সেই শুনানির দায়িত্বে ছিলেন। রিপোর্ট অনুযায়ী, সূর্যকুমার যাদবকে কোনও রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন রিচি রিচার্ডসন। টুর্নামেন্টের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর ভারত অধিনায়ক জানান, এই জয় পহেলগাঁওয়ে নিহতদের উৎসর্গ করছেন। সেই সঙ্গে ভারতের সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করেন। কিন্তু এহেন মন্তব্য করা থেকে সূর্যকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে আইসিসি।

    সূর্যকে সতর্ক থাকতে বলল আইসিসি

    পহেলগাঁও হামলার প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে সূর্য বলেছিলেন, “আমরা পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে আছি। তাঁদের জন্য আমাদের সমবেদনা রইল। আর আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই আমাদের অনুপ্রাণিত করুক।” এই মন্তব্যেই রাজনীতির গন্ধ পেয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল পিসিবি। সূত্রের খবর, পাক ক্রিকেট বোর্ডের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শুনানি ধার্য করেছিল আইসিসি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দেন ভারত অধিনায়ক। সেখানে পিসিবির আনা কোনও অভিযোগ স্বীকার করেননি সূর্য। তারপর আপাতত ভারত অধিনায়ককে সতর্ক করা হয়েছে, তিনি যেন রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে, ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলার দায়ে সূর্যকুমারের থেকে জরিমানা বাবদ ম্যাচ ফি কেটে নেওয়া হতে পারে। অথবা কেবলমাত্র ওয়ার্নিং দিয়েই ছেড়ে দেওয়া হবে ভারতীয় অধিনায়ককে। আনুষ্ঠানিক রায়ের অপেক্ষায় রয়েছে ক্রিকেটমহল।

    রউফ আর ফারহান-এর হাজিরা শুক্রবার

    বাইশ গজে ভারত-পাকিস্তান বৈরিতা পৌঁছে গিয়েছে অন্য স্তরে। নিছক খেলার দ্বৈরথ পেরিয়ে দু’দেশের ক্রিকেট প্রশাসকরা একে অপরের বিরুদ্ধে নালিশ জানাচ্ছে। দুই পাকিস্তানি ক্রিকেটার শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের আচরণের বিরুদ্ধে আইসিসি-র কাছে কড়া অভিযোগ দায়ের করে ভারতীয় বোর্ড। শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের শুনানি শুক্রবার। যা হবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে। তারপর তাঁদের ভাগ্য জানা যাবে। আসলে সুপার ফোরের ম্যাচে ‘গান সেলিব্রেশন’ করা শাহিবজাদা ফারহান এবং হাতের মুদ্রায় ‘জেট ক্র্যাশ’ -এর ইঙ্গিত করে মহাবিতর্কে জড়িয়েছেন হ্যারিস রউফ। যা এশিয়া কাপ ফাইনালের আগে চিন্তায় রাখবে পাকিস্তানকে।

LinkedIn
Share