Tag: India vs Pakistan

India vs Pakistan

  • India Vs Pakistan: সম্মুখসমরে ভারত-পাকিস্তান! বৃষ্টির সম্ভাবনা কতটা?

    India Vs Pakistan: সম্মুখসমরে ভারত-পাকিস্তান! বৃষ্টির সম্ভাবনা কতটা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই শুরু ভারত পাকিস্তান (India vs Pakistan) মহারণ। বাইশগজে এশিয়ার সেরা হওয়ার লড়াই। আজ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি যুযুধান দুই দল। এই ম্যাচ দেখার অপেক্ষায় সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা।  শনিবার এই ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে ভারতীয় দল।

    ভারত-পাকিস্তান মর্যাদার লড়াই

    ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। মর্যাদার লড়াই। যে লড়াইয়ে হারতে চায় না কোনও দলই। বুধবার নেপালের বিরুদ্ধে সতীর্থদের ফর্ম দেখে নিয়েছেন বাবর। ভারতের বিরুদ্ধে এই বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামবে আইসিসির এক দিনের ক্রমতালিকায় শীর্ষে থাকা পাকিস্তান। রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান শিবির। নেপালের বিরুদ্ধে খেলা প্রথম একাদশে কোনও পরিবর্তন করেননি বাবরেরা। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি তাঁরা।

    ভারত-পাকিস্তান কে এগিয়ে

    আইসিসির ক্রমতালিকা অনুযায়ী, এক দিনের ক্রিকেটে পাকিস্তান এখন এক নম্বর দল। ভারত রয়েছে তৃতীয় স্থানে। এই ম্যাচে আইসিসির র‌্যাঙ্কিংয়ের কোনও গুরুত্ব নেই। কোনও দিন ছিলও না। খাতায় কলমে দলগত শক্তির হিসাবও ভারত-পাকিস্তান ম্যাচে কার্যত অপ্রাসঙ্গিক। এগিয়ে থেকে মাঠে নামে না কেউ। ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে থাকবেন শুধু ব্যাট বলের লড়াইয়ের দিকে। এক দিকে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলদের সঙ্গে লড়াই হবে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফদের। আবার বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদদের চ্যালেঞ্জ জানাবেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজেরা।

    আরও পড়ুন: ভিলেন হতে পারে বৃষ্টি! শনিবার ভারত-পাক ব্লকবাস্টার ম্যাচ কখন, কোথায় দেখতে পাবেন

    ভারত-পাক ম্যাচে ভিলে‌ন বৃষ্টি

    মহারণে ভিলে‌ন হতে পারে বৃষ্টি, এমন আশঙ্কা বিগত কয়েকদিন ধরেই করা হচ্ছিল। তবে শনিবার সকালে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে শ্রীলঙ্কার হাওয়া অফিস। সকালের আকাশ আপাতত পরিষ্কার রয়েছে। শুক্রবার রাতে ক্যান্ডিতে বৃষ্টি হয়নি। তবে, বৃষ্টির প্রকোপ থেকে ম্যাচ পুরোপুরি পরিত্রাণ পাবে এমন আশা করা একটু কঠিন।

    আবহাওয়ার যা পূর্বাভাস তাতে টসের সময় বা ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে বৃষ্টি হতে পারে। সময় যত এগোবে ততই আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টিপাতের সম্ভব‌না কমবে।

    ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ শামি অথবা শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    ICC World Cup 2023: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘হাউসফুল’! এক ঘণ্টার মধ্যে শেষ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। মঙ্গলবার অনলাইনে প্রথম দফার টিকিট বিক্রি শুরু হওয়ার পর এক ঘণ্টায় শেষ হয়ে যায় সব টিকিট। এক দশক পর ভারতের মাটিতে আরও একবার ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচের আয়োজন করা হচ্ছে। ম্যাচের এখনও মাস দেড়েক সময় বাকি থাকলেও এখন থেকেই ক্রিকেট বিশ্বে উত্তেজনা চরমে। চলছে টিকিটের জন্য হাহাকার।

    সার্ভারে ট্রাফিক জ্যাম

    আগামী ১৪ অক্টোবর আমেদাবাদে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হবেন রোহিত শর্মা এবং বাবর আজমেরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আইসিসি টিকিটিং সহযোগী সংস্থার ওয়েব সাইটে প্রি-সেল উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীরা টিকিট কেনার চেষ্টা শুরু করে দেন। ঘড়িতে ৭টা বাজার আগেই বিক্রি হয়ে যায় সব টিকিট। একটা সময় তো যে পোর্টালে আইসিসি বিশ্বকাপের টিকিট বিক্রি করা হচ্ছিল, সেখানেই কার্যত ট্রাফিক জ্যামের পরিস্থিতি তৈরি হয়। পোর্টালে ক্লিক করলেও, ক্রিকেটপ্রেমীদের যে সার্ভারে লম্বা অপেক্ষা করতে হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের মাটিতে ২০১৩ সালের ৬ জুন শেষবার পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল। দিল্লিতে সেই ম্যাচে ১০ রানে জিতেছিল ভারত।

    ভারত-পাক ম্যাচের টিকিট এখনও পাবেন

    আশার কথা ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট অবশ্য বিক্রি হয়ে যায়নি। আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফার টিকিট বিক্রি হবে। সংশ্লিষ্ট সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘‘আইসিসি অন্যতম সহযোগী একটি সংস্থার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্ডিয়া কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যাঁদের রয়েছে, শুধু তাঁরাই প্রথম দিন টিকিট কেনার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ক্রেতার জন্য দু’টি করে টিকিট বরাদ্দ ছিল। এক ঘণ্টা মধ্যেই এ দিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।’’ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শকাসন রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। ৩ সেপ্টেম্বরের জন্য প্রচুর টিকিট রয়েছে।’’

    আরও পড়ুন: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই?

    এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বিজ্ঞাপন-মূল্য

    তবে বিশ্বকাপের আগে এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত দর উঠতে পারে বলে আশা ডিজনি স্টার-এর। এর থেকেই বোঝা যায়, ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ম্যাচের চাহিদা। এশিয়া কাপে কেবল বিজ্ঞাপন থেকেই টিভি ও ডিজিটাল মিলিয়ে স্টার প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা আয় করতে পারে। এর জন্য ইতিমধ্যেই ১৭টি স্পনসর এবং ১০০-র বেশি বিজ্ঞাপনদাতার সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই টুর্নামেন্টে কমপক্ষে একবার ও সর্বোচ্চ তিনবার ভারত পাকিস্তানের খেলা হতে চলেছে। মূলত সেটা ধরেই বিজ্ঞাপন বিক্রি হচ্ছে হট-কেকের মতো। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ind vs Pak Hockey: অপরাজিত থেকে সেমিফাইনালে! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

    Ind vs Pak Hockey: অপরাজিত থেকে সেমিফাইনালে! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দাপট দেখিয়ে জিতল ভারত।  ঘরের মাঠে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল মেন ইন ব্লু। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টিকে থাকতে হলে এই ম্যাচে অন্তত পক্ষে ড্র করতে হত পাকিস্তানকে। হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল তারা। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত।  সেমিফাইনালে তাদের সামনে জাপান। অন্য সেমিফাইনালে মুখোমুখি মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। পঞ্চম স্থানের জন্য চিনের সঙ্গে খেলবে পাকিস্তান। ট্যুইটারে হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, বিসিসিআই সচিব জয় শাহ।

    পাকিস্তানের বিরুদ্ধে দাপট 

    ভারতে পা রেখেই পাকিস্তান হকি দলের কোচ হুঙ্কার ছেড়েছিলেন, চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তারাই সুবিধাজনক জায়গায় থাকবেন। মনে করিয়ে দিয়েছিলেন, বড় টুর্নামেন্টে তাদের রেকর্ডও। ভারতীয় শিবির যদিও নীরবই ছিল। কেন তাঁরা পাকিস্তান শিবিরের হুঁশিয়ারিতে কান দেননি, বুধবার তা দেখিয়ে দিলেন হরমনপ্রীতরা। চেন্নাইতে এদিন ভারত-পাকিস্তান ম্যাচের আগে দু-দলের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, ভারতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে। দু-দেশের জাতীয় সঙ্গীতের পর।

    আরও পড়ুন: সামনে বিশ্বকাপ! গভীর রাতে আগুনে পুড়ল ইডেনের ঐতিহ্যবাহী ড্রেসিং রুম

    শুরু থেকেই আক্রমণে ভারত

    ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায়, প্রথম কোয়ার্টারে প্রথম বিপক্ষের সার্কলে ঢুকে পড়ে ভারতই। হার্দিক সিংয়ের এরিয়ান বল পান শামসের সিং। কোনওমতে বিপদ এড়ায় পাকিস্তান। এরপরই পাকিস্তান একটি গোল করে। যদিও ভারত রিভিউ নেওয়ার পর সেই গোল বাতিল হয়। একটি পেনাল্টি কর্নার পায় পাক দল। ভারতের গোলকিপার কৃষ্ণণ বাহাদুর পাঠক গোল বাঁচিয়ে দেন। কিন্তু গোলের গন্ধ পেয়ে যেন তেড়েফুঁড়ে খেলতে শুরু করে পাক দল। বারবার ভারতের ডি-তে ঢুকে আক্রমণ শানাচ্ছিল পাকিস্তান। তবে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে গোল পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথম কোয়ার্টার শেষ হয় ভারতের পক্ষে ১-০ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু ২৩ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত। গোলদাতা, ফের অধিনায়ক হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকেই ফের গোল করেন তিনি। ভারত এগিয়ে যায় ২-০।

    তৃতীয় কোয়ার্টারে ৩৬ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্নার পায় ভারত। জোরাল শট থেকে গোল করেন যুগরাজ সিং। ভারত এগিয়ে যায় ৩-০। ৩৯ মিনিটের মাথায় চতুর্থ গোল করে ভারত। কিন্তু ভিডিও রেফারেল নিয়ে তা বাতিল করেন আম্পায়ার। ম্যাচ শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে, ৫৫ মিনিটের মাথায় চতুর্থ গোল ভারতের। গোল করেন আকাশদীপ সিং। ৪-০ গোলে ম্যাচ শেষ হয়। পাকিস্তান দু’এক বার আক্রমণ করলেও অমিত রুইদাসের নেতৃত্বে ভারতীয় রক্ষণ সজাগ ছিল। টুর্নামেন্টে ইতিমধ্যে ৭টি গোল করেছেন হরমনপ্রীত। সব কটিই করেছেন পেনাল্টি কর্নার থেকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: শুধু ভারত-পাকিস্তান নয়, বদলাতে পারে বিশ্বকাপের আরও ম্যাচের সূচি

    ODI World Cup 2023: শুধু ভারত-পাকিস্তান নয়, বদলাতে পারে বিশ্বকাপের আরও ম্যাচের সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের (ODI World Cup 2023) ক্রীড়া সূচিতে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিলেন বোর্ড সচিব (BCCI) জয় শাহ (Jay Shah)। আগামী ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা ভারত – পাকিস্তান মহারণ। যা নিয়ে ইতিমধ্যে ক্রিকেট প্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গিয়েছে। অনেকে আগে থেকে হোটেল বুকিং করে ফেলেছেন। কারণ হোটেলের ট্যারিফ ঊর্ধ্বমুখী। ফ্লাইটের দরও আকাশ ছুঁয়েছে।

    নিরাপত্তার সমস্যা

    এরই মধ্যে হঠাৎ করে গুজরাট পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে। কারণ, নবরাত্রির প্রথম দিনে পড়েছে ম্যাচটি। এমনিতেই নবরাত্রি উপলক্ষ্যে বহু মানুষের সমাগম ঘটে আমেদাবাদে। তার উপর ভারত – পাক বিশ্বকাপ ম্যাচ, লক্ষাধিক দর্শক থাকবে মাঠে। তার ফলে নিরাপত্তার ত্রুটি থেকে যেতে পারে বলে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে। এমনকী ম্যাচটি যাতে এগিয়ে দেওয়া যায় তার প্রস্তাব দেওয়া হয়েছে বিসিসিআইকে। সে কারণেই বৃহস্পতিবার বোর্ডের বিশ্বকাপ কমিটির বৈঠক ডাকা হয়েছিল। তবে মিটিংয়ে সূচি পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলেই খবর।

    আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত! তবে চিন্তায় রাখল ব্যাটিং

    বদল কোন কোন ম্যাচে

    বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোর্ড সচিব জয় শাহ বিশ্বকাপের ক্রীড়া সূচিতে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। যা হয়তো কয়েক দিনেই স্পষ্ট হয়ে যাবে। আসলে বেশ কিছু ক্রিকেট বোর্ড বিশ্বকাপের (ODI World Cup 2023) ক্রীড়া সূচি নিয়ে অসন্তুষ্ট। সেই দিকটাও মাথায় রাখতে হবে। তাছাড়া ভারত – পাকিস্তান ম্যাচ যদি একদিন এগিয়ে ১৪ অক্টোবর হয় তাহলে সমস্যা হবে বাবর আজমদের। কারণ তাঁদের ম্যাচ রয়েছে ১২ অক্টোবর হায়দ্রাবাদে। তার একদিন পর ম্যাচ হলে প্রস্তুতির সুযোগ পাবে না পাক দল। ফলে ওই ম্যাচটির দিন বদলের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে এক দফা বিশ্বকাপের ক্রীড়া সূচি বদল হয়েছে। তবে এবার সেটা হতে যাচ্ছে আরও বৃহৎ আকারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs Pakistan: ১৫ অক্টোবর নবরাত্রি, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল? 

    India vs Pakistan: ১৫ অক্টোবর নবরাত্রি, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল? 

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরশুমে ক্রিকেটের মহাযুদ্ধ। নিরাপত্তার কারণে বদলে যেতে পারে আসন্ন একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সময় সূচি। বিশ্বকাপে আগামী ১৫ অক্টোবর ভারত এবং পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা। টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা। ওই দিন নবরাত্রি শুরু হচ্ছে। ফলে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। 

    নিরাপত্তা নিয়ে সমস্যা

    গুজরাট জুড়ে বেশ ধুমধাম করেই পালিত হয় নবরাত্রি। গুজরাটের একটি গুরুত্বপূর্ণ উৎসব নবরাত্রি। অনেকটা পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতোই। টানা দশ দিন ধরে চলা এই উৎসবে স্থানীয় মানুষের মাতামাতি থাকেই। ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন। ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। ফলে ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা বোর্ডকে অনুরোধ করেছে অন্য কোনও দিন এই ম্যাচ আয়োজন করতে। আগামী বৃহস্পতিবার বোর্ডের একটি বৈঠক রয়েছে। সেখানেই এই ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে। বিসিসিআই সচিব জয় শাহ সমস্ত হোস্টিং ভেন্যুগুলির সদস্যদের ২৭ জুলাই (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে এই বৈঠকের জন্য ডেকেছেন। 

    আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি! দুই ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

    বোর্ডের এক কর্তার কথায়, “আমাদের কাছে যে বিকল্প রয়েছে তা আলোচনা করে দেখা হচ্ছে এবং দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা সংস্থার তরফে আমাদের জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের মতো হাইপ্রোফাইল ম্যাচে আমদাবাদে দেশ-বিদেশ থেকে হাজার হাজার সমর্থক আসবেন। নবরাত্রির কারণে ওই সময়ে সেই ম্যাচ আয়োজনে সমস্যা হতে পারে।” আইসিসি এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। যদি একান্তই এই ম্য়াচের সময়সূচি পরিবর্তিত হয়। তবে যারা ম্যাচ দেখতে আসছেন, তাঁদের জন্য সমস্যা হতে পারে। কারণ অনেকেই ট্রেন, বিমান, বাস বুক করে নিয়েছেন। হোটেল বুকিং চলছে। আমদাবাদে হোটেলর ভাড়াও বেড়েই চলেছে প্রতিনিয়ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • IND vs PAK: এমার্জিং এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান! কোন চ্যানেলে, কখন দেখবেন খেলা?

    IND vs PAK: এমার্জিং এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান! কোন চ্যানেলে, কখন দেখবেন খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। অধিনায়ক সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। বেঙ্গালুরুতে ভারত-পাক ম্যাচ ঘিরে গ্যালারি হাউসফুল ছিল। দা ফুটবল থেকে এ বার ক্রিকেট। এমার্জিং এশিয়া কাপে আজ ভারত বনাম পাকিস্তান। আমিরশাহি ও নেপালকে হারিয়ে ইতিমধ্যেই এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। তবে খেলাটা নিয়মরক্ষার হলেও প্রতিপক্ষ ভারত-পাকিস্তান। বাইশ গজে যখন যেখানে ভারত-পাক লড়াই হয় তা নিয়ে উত্তেজনার পারদ চড়তেই থাকে।

    নজরে কারা

    ছেলেদের ক্রিকেটে এটিই বছরের প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। এর পরে সিনিয়র দলের এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপে দু’দল একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। ভারত-পাকিস্তান, যে দল আজ জিতবে, গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে যাবে তারা। ভারত প্রথম ম্যাচে আরব আমির শাহিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচে শতরান করেছিলেন অধিনায়ক যশ ধূল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে ভারত। পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকর, স্পিন বোলিং অলরাউন্ডার নিশান্ত সিন্ধু অনবদ্য পারফর্ম করেন। তেমনই ব্যাটিংয়ে নজর কাড়েন আইপিএলের ১৬তম সংস্করণে সাড়া ফেলে দেওয়া সাই সুদর্শন। অনবদ্য ইনিংস খেলেন আর এক উঠতি প্রতিভা অভিষেক শর্মা। ভারত-পাকিস্তানে ম্যাচের চাপ সামলে কে বা কারা নিজেদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারেন তারই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

    আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    কবে, কখন, কোথায় হবে ভারত-পাকিস্তান ম্যাচ

    ১৯ জুলাই, বুধবার অনুষ্ঠিত হবে এমার্জিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টোর সময় শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ১টা ৩০ মিনিটে। স্টার স্পোর্টস, ফ্যান কোডে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: এশিয়া কাপের সূচি চূড়ান্ত! শ্রীলঙ্কায় হবে ভারত-পাকিস্তানের ম্যাচ

    Asia Cup 2023: এশিয়া কাপের সূচি চূড়ান্ত! শ্রীলঙ্কায় হবে ভারত-পাকিস্তানের ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup 2023) শ্রীলঙ্কার মাটিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan) একে অপরের মুখোমুখি হবে। ভারত কোনওভাবেই এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না তা জানিয়ে দিল বিসিসিআই। সম্প্রতি জল্পনা চলছিল রোহিতরা এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে পাকিস্তানে যেতে পারে। কিন্তু বিসিসিআই কর্তা তথা আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানান, এশিয়া কাপের সূচি চূড়ান্ত এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।

    শ্রীলঙ্কায় ম্যাচ

    ধুমল বর্তমানে দক্ষিণ আফ্রিকার ডারবানে রয়েছেন। সেখানেই আইসিসির একটি আলোচনাসভায় জয় শাহের সঙ্গে থাকবেন তিনিও। তিনি জানান ভারতীয় বোর্ডের সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ পিসিবির প্রতিনিধি জাকা আশরফের সঙ্গে কথা বলেই এশিয়া কাপের সূচি নিশ্চিত করেছেন। ধুমল বলেছেন, “আমাদের সচিবের সঙ্গে পাক বোর্ডপ্রধানের দেখা হয়েছে। এশিয়া কাপের সূচি চূড়ান্ত, যেমনটা আগে আলোচনা হয়েছিল। পাকিস্তানে লিগ পর্যায়ের চারটি ম্যাচ হবে। শ্রীলঙ্কায় বাকি ন’টি ম্যাচ হবে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দুটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তৃতীয় ম্যাচের সম্ভাবনা তৈরি হলে সেটিও শ্রীলঙ্কায় হবে।” সব ঠিক থাকলে শ্রীলঙ্কার ডাম্বুলায় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত।

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ইডেনে! বললেন সৌরভ

    প্রসঙ্গত, পাকিস্তান এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ পর্বের একটি ম্যাচই নিজেদের দেশে খেলবে। নেপালের বিরুদ্ধে সেই ম্যাচে মুখোমুখি হবেন বাবর আজমরা। তাছাড়া শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, আফগানিস্তান বনাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ পাকিস্তানেই খেলা হবে। এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ আয়োজিত হবে। সামনে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের আগে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে চায় দেশগুলি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Emerging Asia Cup 2023: জুলাইয়েই ভারত-পাকিস্তান ম্যাচ! দেখে নিন এমার্জিং এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

    Emerging Asia Cup 2023: জুলাইয়েই ভারত-পাকিস্তান ম্যাচ! দেখে নিন এমার্জিং এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। তা সে ফুটবল হোক বা ক্রিকেট কিংবা হকি। যখন যেখানেই ভারত বনাম পাকিস্তান খেলা হয় আম-জনতা লুটে নেয় সেই ম্যাচের মজা। আর বাইশ গজে দুই দল মুখোমুখি হলে তো কথাই নেই। সেই ম্যাচে নজর থাকে সব ক্রিকেটপ্রেমীদের৷ দুই চির প্রতিদ্বন্দ্বী দলের এই লড়াই সব সময়েই একইরকম উত্তেজনা ও উন্মাদনা তৈরি করে৷ এশিয়া কাপ ও একদিনের ক্রিকেটের বিশ্বকাপ এই বছরেই৷ কিন্তু এই দুই মেগা টুর্নামেন্টের আগেও ভারত বনাম পাকিস্তান হতে চলেছে৷  দুই দলই মুখোমুখি হতে যাচ্ছে এমার্জিং এশিয়া কাপে (Emerging Asia Cup 2023)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই সিরিজের সূচি প্রকাশ করেছে যেখানে ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বেই একে অপরের মুখোমুখি হবে।

    টুর্নামেন্টে কয়টি দল

    আগামী ১৩ থেকে ২৩ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে পুরুষদের এমার্জিং এশিয়া কাপের (Emerging Asia Cup 2023) পঞ্চম আসর। এশিয়ার আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে, যার মধ্যে সাতটি তাদের নিজ নিজ দেশের ‘এ’ দল পাঠাবে। ভারত এর আগে ২০১৩ সালে পুরুষদের এমার্জিং এশিয়া কাপ জিতেছে, শ্রীলঙ্কা দুইবার এবং পাকিস্তান একবার জিতেছে।

    কোন ফরম্যাটে খেলা

    আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ লিগে প্রতিটি দল নিজেদের মধ্যে ১টি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের প্রথম ২টি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। এ-গ্রুপের এক নম্বর দল সেমিফাইনালে মাঠে নামবে বি-গ্রুপের দুই নম্বর দলের বিরুদ্ধে। বি-গ্রুপে এক নম্বর দল দ্বিতীয় সেমিফাইনালে লড়াই চালাবে এ-গ্রুপের দুই নম্বর দলের বিরুদ্ধে। দুই সেমিফাইনালের জয়ী দল খেতাবি লড়াইয়ে সম্মুখসমরে নামবে।

    আরও পড়ুন: চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের

    কোন গ্রুপে কারা

    এ-গ্রুপ: শ্রীলঙ্কা-এ, বাংলাদেশ-এ, আফগানিস্তান-এ ও ওমান-এ

    বি-গ্রুপ: ভারত-এ, পাকিস্তান-এ, নেপাল-এ, আমিরশাহি-এ

    কবে কবে ভারতের ম্যাচ

    ১৪ জুলাই- ভারত ‘এ’ বনাম সংযুক্ত আরব এমিরেট ‘এ’ সকাল ১০টায়।

    ১৭ জুলাই- ভারত ‘এ’ বনাম নেপাল দুপুর ২টোয়।

    ১৯ জুলাই- ভারত ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’ দুপুর ২টোয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: সাফ কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে  ৪-০ গোলে হারাল ভারত 

    India vs Pakistan: সাফ কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে  ৪-০ গোলে হারাল ভারত 

    মাধ্যম নিউজ ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ভারত। হ্যাটট্রিক করলেন সুনীল ছেত্রী। অপর গোল উদান্তা সিংয়ের দুরন্ত ছন্দে সুনীলের ভারত। যে খেলাই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। কানায় কানায় পূর্ণ গ্যালারি। ম্যাচ জিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুললেন ভারত অধিনায়ক। তবে তাল কাটল বিরতির আগে কোচ ইগর স্টিমাচ লাল কার্ড দেখায়। বিপক্ষের ফুটবলারের সঙ্গে অশোভন আচরণের জন্যে ডাগআউট থেকে সরিয়ে দেওয়া হয় ভারতের কোচকে। এ ছাড়া, পাকিস্তানের বিরুদ্ধে নিখুঁত ফুটবল খেলে ব্লু টাইগাররা।

    Score Line:  ভারত ৪ (সুনীল-হ্যাটট্রিক, উদান্তা), পাকিস্তান ০

    পুরো ম্যাচে দাপট ভারতের

    কয়েক দিন আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেখান থেকেই এদিন খেলা শুরু করেন সুনীলরা। ম্যাচের আগাগোড়া দাপুটে ফুটবল খেলেছে ভারত। ম্যাচের ১০ মিনিটে অধিনায়কের গোলেই এগিয়ে যায় ভারত। ছ’মিনিট পরে সুনীল নিজের দ্বিতীয় গোল করেন পেনাল্টি থেকে। বক্সের বাইরে থেকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। বক্সের মধ্যে সেটি পাকিস্তানের এক ডিফেন্ডারের হাতে লাগে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সুনীল গোলকিপারের ডান দিকে শট মারেন। হানিফ ঠিক দিকে ঝাঁপালেও বলের নাগাল পাননি। সুনীলের গোলের সঙ্গেই উত্তাল হয়ে ওঠে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারি। 

    দ্বিতীয়ার্ধে বৃষ্টি হওয়ায় দু’দল খেলতে নামার সময় মাঠ কাদা হয়ে যায়। এতে ভারতের পাসিং ফুটবল খেলতে অসুবিধা হতে থাকে। পাকিস্তানও ভাল খেলতে পারছিল না। তবু দ্বিতীয়ার্ধে গোল হওয়া আটকায়নি। ৭২ মিনিটের মাথায় বক্সের ভিতরে আক্রমণরত সুনীলকে পিছন থেকে ঠেলে ফেলে দেন মহম্মদ সুফিয়ান। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সুনীল। চতুর্থ গোল উদান্তার। নিজেদের অর্ধ থেকে লম্বা পাস বাড়িয়েছিলেন আনোয়ার আলি। উদান্তা বল ধরে পাকিস্তানের গোলকিপারকে পরাস্ত করেন।

    উন্মাদনা গ্যালারিতে

    বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচে গ্যালারি হতাশ করেনি। পুরো সময় দলকে তাতিয়ে গিয়েছে। গ্যালারি থেকে ওঠে ইন্ডিয়া…ইন্ডিয়া…ধ্বনি। এদিন ম্যাচে দর্শক সংখ্যা ছিল প্রায় ২৩ হাজার। দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে ম্যাচ শেষে সুনীল বলেন, ‘আরও একটা ম্যাচে গোল না খাওয়া আমাদের জন্য ইতিবাচক দিক। যে কোনও টুর্নামেন্টের শুরুতে এমন বড় জয়, খুবই ভালো লাগছে। আলাদা করে বলতে হয় গ্যালারির কথা। পুরো ম্যাচেই আমাদের জন্য গলা ফাটিয়েছে। এর জন্যই তো খেলতে নামি। এরকম কানায় কানায় পূর্ণ গ্যালারি দেখে খুবই ভালো লাগছে।’

    আরও পড়ুন: “যোগের কোনও কপিরাইট নেই, নেই পেটেন্ট, রয়্যাল্টিও”, যোগ দিবসে বললেন মোদি

    লাল কার্ড স্টিমাচের

    বিরতির কিছুক্ষণ আগে বিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ভারতের কোচ ইগর স্টিমাচ। ভারতের ডাগআউটের সামনে পাকিস্তানের ডিফেন্ডারের সঙ্গে লড়াইতে বলের নিয়ন্ত্রণ হারান প্রীতম কোটাল। পাকিস্তান থ্রো-ইন পায়। কিন্তু স্টিমাচ আবেদন করতে থাকেন ফাউলের। রেফারি তাতে কর্ণপাত না করায় পাকিস্তানের আবদুল্লাহ ইকবাল থ্রো করতে যাওয়ার ঠিক আগেই ভারতের কোচ পিছন থেকে তাঁর হাত থেকে বল কেড়ে নেন। পাক ফুটবলাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। কয়েক জন ফুটবলার ধাক্কা মারেন স্টিমাচকে। ভারতের ফুটবলার এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। রেফারি, লাইন্সম্যান এবং দু’দলের কিছু ফুটবলারের মধ্যস্থতায় ঝামেলা থামে। এরপরেই স্টিমাচকে লাল কার্ড দেখান রেফারি। পাকিস্তানের কোচকেও হলুদ কার্ড দেখানো হয়। এ ছাড়া হলুদ কার্ড দেখানো হয় ভারতের সন্দেশ জিঙ্ঘন এবং পাকিস্তানের নবিকে।

    সুনীলের ৯০টি গোল

    আন্তর্জাতিক ফুটবলে গোলদাতাদের তালিকায় চার নম্বরে উঠে এলেন সুনীল ছেত্রী। লিয়োনেল মেসির ঠিক পরেই রয়েছেন তিনি। বুধবার হ্যাটট্রিকের পর সুনীলের ৯০টি গোল হল। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনি ২০০টি ম্যাচে ১২৩টি গোল করেছেন। এর পর ইরানের আলি দায়ি ১৪৮টি ম্যাচে ১০৯টি গোল করেছেন। তিনে মেসি। ১৭৫ ম্যাচে তাঁর গোল ১০৩। চারে সুনীল। তিনি ১৩৮তম ম্যাচে ৯০টি গোল করলেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

  • SAFF Cup: সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসছে পাকিস্তান! ভারত-পাক ম্যাচ ২১ জুন

    SAFF Cup: সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসছে পাকিস্তান! ভারত-পাক ম্যাচ ২১ জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: সাফ (SAFF Cup) চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে আসছে পাক ফুটবল দল। অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। আগামী ২১ জুন পাকিস্তানের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত মহিলাদের এমার্জিং কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল।

    সাফ চ্যাম্পিয়নশিপ

    সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Cup) অংশগ্রহণের জন্য বেশ কিছু দিন আগে পাকিস্তান ফুটবল ফেডারেশন অনুমতি চেয়েছিল সে দেশের বিদেশ এবং ক্রীড়া মন্ত্রকের কাছে। কিন্তু দুই মন্ত্রকই এত দিন অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বৃহস্পতিবার প্রয়োজনীয় সরকারি অনুমতি পাওয়ার পর পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্তারা সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। কর্নাটক ফুটবল সংস্থার সচিব এম সত্যনারায়ণ বলেছেন, ‘‘পাকিস্তান ফুটবল দল ১৮ জুন মরিশাস থেকে মুম্বই আসবে। সে দিন রাতের বিমানেই বেঙ্গালুরু আসবে। প্রতিযোগিতার অন্য দু’দল বাংলাদেশ এবং নেপাল আগামী শুক্রবার বেঙ্গালুরু আসবে।’’ পাকিস্তানের ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে বেঙ্গালুরু পুলিশ।

    আরও পড়ুন: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    এশিয়ান কাপ ক্রিকেট

    এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত মহিলাদের এমার্জিং কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ শনিবার বৃষ্টির কারণে একটি বলও খেলা সম্ভব হল না। নেপালের বিরুদ্ধে ভারতের আগের ম্যাচটিও ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। তবে প্রথম ম্যাচে হংকংকে হারানোয় ভারত উঠে গিয়েছে সেমিফাইনালে। পাকিস্তান একটি ম্যাচ জেতায় তারাও সেমিফাইনালে উঠেছে। পাকিস্তানেরও দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সেমিফাইনালের খেলাগুলি হবে সোমবার। ভারত কার বিরুদ্ধে খেলবে তা এখনও জানা যায়নি। ফাইনাল হবে ২১ জুন, বুধবার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share