Tag: Indian Cricket Team

Indian Cricket Team

  • BCCI Board Meeting:  বোর্ডের বৈঠকে প্রশ্নের মুখে রোহিত-গম্ভীর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ভারতের

    BCCI Board Meeting: বোর্ডের বৈঠকে প্রশ্নের মুখে রোহিত-গম্ভীর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা সহ্য করতে হয়েছে ভারতকে (BCCI Board Meeting)। নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজে বিধ্বস্ত হয়ে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা নিতান্ত কঠিন করে ফেলেছে। এই আবহে শুক্রবার দীর্ঘ ছয় ঘন্টার বৈঠকে বোর্ড কর্তাদের প্রশ্নের মুখে পড়লেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। বৈঠকে ছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর, বোর্ড সচিব জয় শাহ ও প্রেসিডেন্ট রজার বিনি। বৈঠকে নির্বাচক কমিটির চেয়ারম্যান, কোচ এবং অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, এই ব্যর্থতার ধাক্কা সামলে কীভাবে দল অস্ট্রেলিয়ার মাটিতে ঘুরে দাঁড়াতে পারে।

    বোর্ডের বৈঠকে আলোচনা

    সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের জনৈক আধিকারিক বলেছেন, ‘‘ছয় ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়েছে। অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় দলকে ত্রুটিমুক্ত করার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দল কী ভাবে আবার ছন্দে ফিরতে পারে, তা জানতে চাওয়া হয় কোচ এবং অধিনায়কের কাছে।’’ জানা গিয়েছে, মুম্বই টেস্টে বুমরা-কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট হতে পারেননি বোর্ডের (BCCI Board Meeting) কর্তারা। তা ছাড়়াও কেন পুণে টেস্টে স্পিন সহায়ক উইকেটে হারের পরেও মুম্বইয়ে সেই একই ধরনের পিচ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়েও বিরক্ত কর্তারা। এখন ভারতের টানা তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নির্ভর করছে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির পারফরম্যান্সের উপরে। গুরুত্বপূর্ণ অজি সফরে পা হড়কালেই এবারের মতো ডব্লিউটিসি ফাইনালের স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে রোহিত শর্মাদের।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়

    টেস্টে ঘরের মাঠে পরাজিত হলেও আইপিএল খেলে অভ্যস্ত ভারতীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি-তে নিজেদের দাপট বজায় রাখলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) হারিয়েছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একই প্রতিপক্ষকে হারাতে বেশি পরিশ্রমই করতে হল না ভারতকে। সঞ্জু স্যামসনের শতরান এবং বরুণ চক্রবর্তীর তিন উইকেটের সৌজন্যে ভারত জিতল ৬১ রানে। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই ভাল খেলেছে ভারত। গোটা ম্যাচই তারা নিয়ন্ত্রণ করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Champions Trophy: দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাবে না ভারত

    Champions Trophy: দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাবে না ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে আগামী বছর পাকিস্তানে যাবে না ভারত। বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় বোর্ডের (BCCI) তরফে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এবং টুর্নামেন্টের সমস্ত স্টেকহোল্ডারদের ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচ খেলতে পাকিস্তানে যাবে না।

    দুবাইতে হতে পারে ম্যাচ

    পরের বছরেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আসর বসার কথা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় দল (Indian Cricket Team) আদৌ পড়শি দেশে খেলতে যাবে কি না, সেই নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। বোর্ড সূত্রে খবর, বিসিসিআই (BCCI) দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং সেই কারণেই ভারত চায় কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে আয়োজিত হোক। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, ‘হ্যাঁ, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলা নিয়ে নিজেদের উদ্বেগের কথা বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ওরা নিরপেক্ষ কোনও স্থানে ম্যাচ আয়োজনের পক্ষে। এক্ষেত্রে দুবাই ভারতীয় দলের ম্যাচগুলি আয়োজনের জন্য জোরাল দাবিদার।’

    আরও পড়ুন: আইপিএলের মেগা অকশনে ১৫৭৪ ক্রিকেটার! কোন দেশের কত জন তালিকায়?

    কবে থেকে শুরু

    ১১ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) সূচি ঘোষণা করতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ১০ থেকে ১২ নভেম্বর পাকিস্তানের লাহোরে যাওয়ার কথা আইসিসির একটি প্রতিনিধি দলের। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতার জন্য পাকিস্তান কতটা তৈরি তা খতিয়ে দেখতে যাবে প্রতিনিধি দল। সেই সফর চলাকালীন প্রতিযোগিতার সূচি ঘোষণা হওয়ার কথা। ইতিমধ্যেই নাকি সব দেশের ক্রিকেট বোর্ডকে খসড়া সূচি পাঠিয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। জানা গিয়েছে, গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ইতিপূর্বে পিসিবি-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে পাকিস্তান ছাড়া অন্য কোনও দেশে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করা হবে না। তবে উপায় না দেখে হয়ত বা নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে হতে পারে পাকিস্তানকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: আগামী বিশ্বকাপেও দলে রোহিত-কোহলি! বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট গম্ভীর

    Gautam Gambhir: আগামী বিশ্বকাপেও দলে রোহিত-কোহলি! বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় দলের কোচের পদে আসার পর থেকেই কোহলির সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে জল্পনা শুনতে হয়েছে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। ভারতের কোচ হিসেবে প্রথম প্রেস কনফারেন্সেও উড়ে এল একই প্রশ্ন। তবে সেই প্রশ্নকে সোজা বাউন্ডারির বাইরে পাঠালেন গুরু গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে মঙ্গলবার কলম্বো রওনা দিল ভারতীয় টিম। তার আগে মুম্বইয়ে প্রেস কনফারেন্স করেছেন গম্ভীর। সেখানে কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গৌতম বলেন, ‘এই বিষয় নিয়ে আলোচনা টিআরপির জন্য ভালো। কিন্তু আমাদের সম্পর্ক কেমন, সেটা আমরা ভালো জানি। বিরাট কোহলি ও আমার সমীকরণ কেমন, সেটাও আমাদের ব্যক্তিগত ব্যাপার।’ 

    গম্ভীর-কোহলি রসায়ন

    অতীতে বহুবার আইপিএলের সময় বিরাট ও গম্ভীরের উত্তপ্ত বাক্য বিনিময় দেখা গিয়েছে। তবে, এবারের আইপিএলে অবশ্য ছবিটা বদলে যায়। কেকেআরের মেন্টর গৌতম (Gautam Gambhir) হাসিমুখে কোহলির সঙ্গে কথা বলেন, আলিঙ্গন করেন। যা দেখে চমকে গিয়েছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। গম্ভীর-বিরাট সেই সময় জানিয়েছিলেন, অনেকের এটা পছন্দ হয়নি। কারণ, তাঁরা মশলা পেলেন না। গম্ভীর জানিয়েছেন, কোহলির সঙ্গে তাঁর কোনও ঝামেলা নেই। এখন তাঁদের উদ্দেশ্য একটাই। দলকে সাফল্য দেওয়া।

    জিতে ড্রেসিংরুমে ফেরাই আসল

    গম্ভীর (Gautam Gambhir) এই প্রসঙ্গে বলেন, ‘মাঠের মধ্যে যে কোনও টিমের যে কেউ নিজের সেরাটা দিয়ে লড়তে পারে। তবে জিতে ড্রেসিংরুমে ফেরাই আসল। আমরা এখন ভারতীয় টিমের হয়ে একসঙ্গে প্রতিনিধিত্ব করব। ১৪০ কোটি ভারতীয়র হয়ে আমরা প্রতিনিধিত্ব করব। ভারতকে গর্বিত করাই আমাদের লক্ষ্য। মাঠের বাইরে আমাদের সম্পর্ক বেশ ভালো। আর সেটাই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ওর সঙ্গে আমার চ্যাট হয়। আমরা একে অপরকে মেসেজও করি। অনেক সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, শিরোনাম পাওয়ার জন্য। আমার মনে হয়, সেটা গুরুত্বপূর্ণ নয়।’

    বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি

    রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন? এই প্রশ্নের জবাবে গম্ভীরের সোজাসাপ্টা জবাব, ‘খেলতেই পারেন। বড় মঞ্চে তাঁরা কীরকম খেলতে পারেন, তা তাঁরা ইতিমধ্যেই দেখিয়েছেন। দু’জনের মধ্যেই অনেক ক্রিকেট বাকি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা হোক। তাঁরা ফিটনেস ধরে রাখলে ২০২৭ বিশ্বকাপেও খেলতে পারেন। তাঁরা যেমন খেলেন তা দেখে আমার মনে হয়, তাঁরা এখনও বিশ্বমানের এবং যে কোনও দল তাঁদের দু’জনকেই রাখতে চাইবে।’ 

    ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

    ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং সিনিয়রদের সব সিরিজে খেলা নিয়ে গম্ভীর বলেন, ‘আমি আগেও বলেছি, বুমরার মতো ক্রিকেটারের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি ব্যাটার হন এবং ভালো ফর্মে থাকেন, তাহলে সব খেলাই খেলতে পারেন। অবশ্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট শুধু বুমরার জন্য নয়, বেশিরভাগ ফাস্ট বোলারদের জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ।’

    তিন ফর্ম্যাটে ভিন্ন দল

    ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দলের তিন ফর্ম্যাটে ভিন্ন দল হবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘ভবিষ্যতে এমনটা হলেও হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে তো তেমনটা বলা যায় না। তবে টি২০ দলে বড়সড় পরিবর্তন আসবে। রোহিত, কোহলি, জাদেজার মতো ক্রিকেটাররা অবসর নিয়েছেন। তবে যে ক্রিকেটাররা সব ফর্ম্যাটে খেলতে পারেন, তাঁদের দলে রাখাই ভালো।’

    গম্ভীরের সহযোগী নায়ার

    গম্ভীর এদিন নিজের সহকারীদের নামও জানান। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, শ্রীলঙ্কা সফরের পর প্রায় এক মাস সময় পাব সাপোর্ট স্টাফদের চূড়ান্ত করার জন্য়। আমি অভিষেক নায়ার,  রায়ান টেন ডসখাতের মতো লোকদের সঙ্গে আইপিএলে কাজ করেছি। ভীষণ পেশাদার ওরা। আশা করি রায়ান-অভিষেক শ্রীলঙ্কায় সফল হবে। আশা করি কোচ হিসেবে আমরা সাফল্য় পাব। বাকিদের সঙ্গেও কাজ করার জন্য় মুখিয়ে আছি। বাকিদের ব্য়াপারেও প্লেয়ারদের থেকে খুব ভালো ফিডব্য়াক পেয়েছি। আমি খুব সহজ-সরল ভাবে শিখি।’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jay Shah: রোহিত-বিরাটরা খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি!  নয়া কোচ নিয়োগ নিয়ে কী বললেন জয় শাহ?

    Jay Shah: রোহিত-বিরাটরা খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি! নয়া কোচ নিয়োগ নিয়ে কী বললেন জয় শাহ?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মঞ্চে দাঁড়িয়েই এই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দিতে চেয়েছেন তাঁরা। কিন্তু ভারতের ক্রিকেট অনুরাগীরা এই ঘোষণায় হতাশ। তাঁরা বিরাট-রোহিত জুটিকে একসঙ্গে বাইশ গজে দেখতেই পছন্দ করেন। এঁরাই তো এখন ভারতীয় ক্রিকেটের ইউএসপি। ভারতীয় সমর্থকদের আশ্বস্ত করে বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) জানিয়েছেন খুব শীঘ্রই ফের দুজনকে একসঙ্গে দেখা যাবে। তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিও (Champions Trophy) খেলবেন। দ্রাবিড় পরবর্তী যুগে ভারতের নয়া কোচ প্রসঙ্গেও জানিয়েছেন জয়।

    খেলবেন সিনিয়ররা 

    বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) টি-২০ বিশ্বকাপ জেতার পরই দেশের হয়ে আর টি-ক্রিকেটে খেলবেন না বলে জানিয়েছিলেন। রবিবার বিকেলে রবীন্দ্র জাডেজাও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে উঁকি দিয়েছে একটা প্রশ্ন, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) কি খেলবেন বিরাট-রোহিত? এ নিয়ে জয় শাহ (Jay Shah) বলেন,  ‘আমি চাই ভারত সব খেতাব জিতুক। আমাদের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। বিশ্বকাপ জয়ী টিমের মাত্র ৩ জন ক্রিকেটার জিম্বাবোয়ে যাচ্ছে। যদি প্রয়োজন হয় আমরা তিনটে দল তৈরি করতে পারি। আমাদের টার্গেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে একই রকম স্কোয়াড দেখা যেতে পারে। সিনিয়াররাও সেখানে থাকবে।’

    কবে কোচ নিয়োগ (Jay Shah) 

    ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীর এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। বিসিসিআইয়ের কোনও কর্তা অবশ্য এ ব্যাপারে মুখ খোলেননি। পরবর্তী কোচ নিয়ে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির (সিএসি) রিপোর্ট পেয়েছেন কর্তারা। বিসিসিআই সচিব বলেছেন, ‘‘নতুন কোচ এবং জাতীয় নির্বাচক নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে। সিএসি আগ্রহীদের সাক্ষাৎকার নিয়ে দু’জনের নাম কোচ হিসাবে সুপারিশ করেছে। মুম্বই ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা। আগামী জ়িম্বাবোয়ে সফরে কোচ হিসাবে দলের সঙ্গে যাবেন ভিভিএস লক্ষ্মণ। তার পরের শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ।’’বোর্ড সূত্রে খবর, সিএসি গম্ভীর ছাড়াও ডব্লিউভি রমনের নাম সুপারিশ করেছে।

    দ্রাবিড়ের প্রশংসা (Jay Shah) 

    জয় শাহ (Jay Shah) প্রশাসক এবং কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের অবদানের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বলেছেন, ‘রাহুল ভাই গত সাড়ে পাঁচ বছর ধরে ভারতীয় ক্রিকেটকে অন্য ভাবে সেবা করেছেন। তিনি তিন বছর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক ছিলেন এবং তার পরে গত আড়াই বছর ধরে তিনি টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আমাকে বলেছিলেন যে, পারিবারিক প্রতিশ্রুতির কারণে তিনি পদত্যাগ করতে চান এবং আমরা ওঁর সিদ্ধান্তকে সম্মান করি। আমি ওঁকে চুক্তি বাড়ানোর জন্য জোর করিনি।’ কোচ ছাড়াও একজন নির্বাচকের নিয়োগও শীঘ্রই করা হবে বলে জানিয়েছেন জয় শাহ।  

    আরও পড়ুন: বার্বাডোজে ‘বন্দি’ রোহিতরা! বন্ধ বিমানবন্দর,কী ভাবে ফিরবেন দেশে?

    টি-টোয়েন্টি অধিনায়ক  কে

    টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার অবসরের পর ভারতীয় দলের ব্যাটন কার হাতে থাকবে এ প্রসঙ্গেও নিজের অভিমত জানান শাহ (Jay Shah) । তিনি বলেন, ‘অধিনায়কত্ব ঠিক করবেন নির্বাচকরা, এবং আমরা তাঁদের সঙ্গে আলোচনার পর নাম ঘোষণা করব। আপনারা হার্দিকের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, ওর ফর্ম নিয়ে অনেক প্রশ্ন ছিল কিন্তু আমরা এবং নির্বাচকরা ওর উপর বিশ্বাস দেখিয়েছি এবং ও নিজেকে প্রমাণ করেছে।’টি২০-র অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। এক্ষেত্রে হার্দিকের পালেই হাওয়া বেশি, বলে মনে করছে ক্রিকেট মহল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

    T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে কার বিরুদ্ধে খেলবে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) সালে অনুষ্ঠিত হচ্ছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। এ নিয়ে উন্মাদনা ব্যাপক রয়েছে ক্রিকেট ফ্যানদের। গত বছরেই হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। টি-টোয়েন্টিতে কেমন পারফরম্যান্স করে ভারতের ক্রিকেটাররা, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। আমেরিকার সঙ্গে ভারতের সময়ের ব্যবধান প্রায় অনেকটাই। একথা মাথায় রেখে দুই আয়োজক দেশের সঙ্গে তাল মিলিয়েই সময়সূচি তৈরি করেছে বিসিসিআই। গ্রুপ পর্যায়ের প্রতিটি ম্যাচ সম্প্রচারিত হবে ভারতীয় সময় রাত্রি ৮টা থেকে।

    কবে কোথায় খেলা ভারতের

    জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম ম্যাচে প্রথমবার খেলতে নামবে ভারত। ৫ জুন ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। রোহিতরা প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে সেদিন। এরপরে ভারতের ম্যাচ রয়েছে ৯ জুন। সেদিন প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান। ৯ জুনের ম্যাচ বিশ্বকাপের ১৯তম ম্যাচ হবে। পরবর্তীকালে ১২ জুন আমেরিকার বিরুদ্ধে ভারত খেলতে নামবে। আর গ্রুপস্তরে শেষ ম্যাচ ভারতের হবে কানাডার বিরুদ্ধে। ম্যাচটি (T20 World Cup 2024) হবে ১৫ জুন।

    ১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের খেলা

    প্রতিটা গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। আরও জানা গিয়েছে ভারতের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। শেষ ম্যাচটি আয়োজিত হবে ফ্লোরিডায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ স্তরের ম্যাচ শেষ হচ্ছে ১৭ জুন। তারপর ১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের খেলা। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই স্থানে শেষ করা দুটি দেশ সুপার এইটে উঠবে। ভারত ‘এ’ গ্রুপে রয়েছে (T20 World Cup 2024)। যদি প্রথম স্থানে ভারত শেষ করে সেক্ষেত্রে ভারতের সুপার এইটের ম্যাচ হবে ২০ জুন। আর যদি দ্বিতীয় স্থানে শেষ করে ভারত তাহলে ১৭ জুন হবে সুপার এইটের ম্যাচ।

    কোন গ্রুপে কোন কোন দেশ

    গ্রুপে ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড এবং আমেরিকা।

    গ্রুপ ‘বি’-তে রয়েছে ইংল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান।

    গ্রুপ ‘সি‘-তে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা।

    গ্রুপ ‘ডি’-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড ও নেপাল।

    ভারতীয় দলে কারা রয়েছেন

    ভারতীয় দলে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যশশ্রী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, রিসভ পন্থ (উইকেট কিপার), সঞ্জু সামসন (উইকেট কিপার), শিবম দুবে, রবীন্দ্র যাদেজা, আক্সর প্যাটেল, কুলদীপ যাদব, যোগেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। রিজার্ভ বেঞ্চে থাকবেন- শুভমন গিল, রিংকু সিং, খলিল আহমেদ, আবেশ খান। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Asia Cup: এশিয়া কাপের জন্য স্কোয়াড নির্বাচন সোমবার, জেনে নিন সম্ভাব্য ভারতীয় দল

    Asia Cup: এশিয়া কাপের জন্য স্কোয়াড নির্বাচন সোমবার, জেনে নিন সম্ভাব্য ভারতীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই এশিয়া কাপের (Asia Cup) জন্য দল ঘোষণা করতে পারে ভারত। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকাররা সোমবারে দিল্লিতে বৈঠকে বসছেন। এরপরেই এই ১৭ জনের দল ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি এখানেই আলোচনা হবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের দল গঠন নিয়ে। কোচ রাহুল দ্রাবিড় নির্বাচক কমিটির এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তবে বিশ্বকাপের মতো ১৫ নয় বরঞ্চ ১৭ জনের এই দল ঘোষণা হবে। এশিয়া কাপের (Asia Cup) জন্য ১৭ জনেরই দল গঠনের অনুমতি মিলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে (Asia Cup)। এবং বাংলাদেশ ও পাকিস্তানও একই পথে হেঁটে ১৭ জনের দল ঘোষণা করেছে। অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপের (Asia Cup) জন্য ১৫ জনের দল ঘোষণা করতে হবে বলে জানা গিয়েছে। এবং ৫ সেপ্টেম্বর এই দল ঘোষণা হতে পারে বলে খবর। ২৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণার কথা।

    ৩০ অগাস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ

    প্রসঙ্গত, এশিয়া কাপ (Asia Cup) শুরু হচ্ছে চলতি মাসের ৩০ তারিখে, প্রথম খেলা পাকিস্তানের মুলতানে। সেপ্টেম্বরের ২ তারিখে ভারত মুখোমুখি হবে তার প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে। ক্যান্ডিতে হবে ভারত-পাকিস্তানের ম্যাচ। 
    জানা গিয়েছে লোকেশ রাহুল এবং শ্রেয়স আয়ার এই দুজনেরই রিহ্যাব চলছে। এদের মধ্যে ম্যাচ খেলার মত ফিটনেস রাহুলের থাকলেও শ্রেয়সের সমস্যা রয়ে গেছে। তাই এশিয়া কাপের জন্য একদম সবদিক থেকে ফিট ক্রিকেটারই চাইছেন নির্বাচকরা। জানা গিয়েছে, বিসিসিআইয়ের মেডিক্যাল কমিটি সার্টিফিকেট দিয়েছে এই দুই ক্রিকেটারকে। এবং তারা বিশ্বকাপের ১৫ জনের চূড়ান্ত দলে স্থান পেতে চলেছেন। কিন্তু এশিয়া কাপে (Asia Cup) তাঁদের না খেলার সম্ভাবনাই প্রবল। যদিও ১৭ জনের দলে দুই ক্রিকেটারই থাকবেন। অন্যদিকে এশিয়া কাপে (Asia Cup) একবার ঝালিয়ে দেখা হতে পারে তিলক বর্মাকে।

    এশিয়া কাপের (Asia Cup) সম্ভাব্য দল

    এখনও পর্যন্ত ১৭ জনের যে সম্ভাব্য দল ঘোষণা হতে পারে তা হল ঠিক এইরকম, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক, ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হলে), শ্রেয়স আয়ার (ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হলে), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিশন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, যুজবেন্দ্র চহাল অথবা রবিচন্দ্রন অশ্বিন।
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Cricket Team: তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই

    Indian Cricket Team: তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই। একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) স্কোয়াড ঘোষণাও করা হল। রঞ্জি জয়ের পর সৌরাষ্ট্র অধিনায়ককে সুযোগ দেওয়া হল ভারতীয় স্কোয়াডে।

    উইনিং স্কোয়াড অপরিবর্তিত রাখা হচ্ছে

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। শুধু জয়দেব উনাদকাট দলে ফিরছেন। রঞ্জি ফাইনালের জন্য তাঁকে ভারতীয় দল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তিনি ফের ভারতীয় দলের (Indian Cricket Team) সঙ্গে যোগ দিচ্ছেন। এছাড়া ভারতের টেস্ট দল অপরিবর্তিত। জয়দেব উনাদকাট প্রথম দুটি টেস্টেও দলে ছিলেন। তাঁকে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ফাইনাল খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিসিআই।

    তবে রঞ্জি জয়ের উপহারস্বরূপ জয়দেব উনাদকাট জায়গা পেয়েছেন একদিনের দলেও। এর আগে তিনি সাতটি ওয়ানডে খেলেন। শেষ ওয়ানডে খেয়েছিলেন ২০১৩ সালে। সেই নিরিখে ১০ বছর পরে তাঁর ভারতীয় টিমে ‘ওয়াপসি’ হল। ২০১৩ সালে তিনি ওয়েস্টইন্ডিজের বিপক্ষে শেষবার খেলেছিলেন।

    জয়দেব উনাদকাট ছাড়াও হার্দিক পাণ্ডিয়ার জন্যও সুখবর রয়েছে ভারতীয় দলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে পাওয়া যাবে না অধিনায়ক রোহিত শর্মাকে। পারিবারিক কারণে তিনি থাকতে পারছেন না। ফলে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন হার্দিক পাণ্ডিয়া। কে এল রাহুলের অফ ফর্মের জন্য তাঁকে ব্যাটার হিসেবে রেখে দিলেও সহ অধিনায়ক রাখা হল না।

    প্রথম দুটি টেস্টে সহ অধিনায়ক ছিলেন কে এল রাহুল। কিন্তু তৃতীয় ও চতুর্থ টেস্টে কোনও সহ অধিনায়ক রাখা হল না। সহ অধিনায়ক ছাড়াই টিম ঘোষণা করা হল। টেস্ট স্কোয়ার অপরিবর্তিত থাকল। উল্লেখ্য. তৃতীয় টেস্ট ১ থেকে ৫ মার্চ ইন্দোরে হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চতুর্থ টেস্ট খেলা হবে ৯ থেকে ১৩ মার্চ আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে হবে ১৭, ১৯ ও ২২ মার্চ যথাক্রমে মুম্বই, বিশাখাপত্তনম ও চেন্নাইয়ে।

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এবং চতুর্থ টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াড

    রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল,মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Indian cricket Team: দিল্লি টেস্টেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে সহজ জয় পেল ভারত 

    Indian cricket Team: দিল্লি টেস্টেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে সহজ জয় পেল ভারত 

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও  ৬ উইকেটে  সহজ জয় পেল টিম ইন্ডিয়া (Indian cricket Team)। চতুর্থ ইনিংসে অজিদের দেওয়া ১১৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে বেশি সময় লাগল না টিম ইন্ডিয়ার।

    ম্যাচের সারসংক্ষেপ

    স্পিন সহায়ক পিচে অজিদের ১১৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে টিম ইন্ডিয়ার (Indian cricket Team) লাগল মাত্র ২৬ ওভার। মাত্র ৪ উইকেট হারিয়েই এই লক্ষ্যে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমনাত্মক মেজাজে খেলে ভারতীয় দল। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক রোহিত শর্মা  ৩১ রান করেছেন। পুজারাও করেছেন ৩১ রান।

    তৃতীয় দিনের শুরু থেকেই বোঝা যায় ভারতীয় দল (Indian cricket Team) ফেভারিট এই ম্যাচে। অশ্বিন-জাদেজার যুগলবন্দিতে ম্যাচে ব্যাকফুটে যেতে থাকে অজিরা । অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১১৩ রানেই। মাত্র ৪২ রান দিয়ে ৭ উইকেট নেন জাড্ডু। যা এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্স। অন্যদিকে ৫৯ রান দিয়ে ৩ উইকেট পান অশ্বিন। আগের ইনিংসে অজিদের লিড ছিল ১ রানের। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে ভারতের লক্ষ্যমাত্রা ছিল ১১৫ রানের। 

    জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও কাছে চলে গেল টিম ইন্ডিয়া (Indian cricket Team)। এই মুহূর্তে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দু’নম্বরে রয়েছে। শেষ দু’ম্যাচের মধ্যে আর একটিতে জিতলেই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে রোহিত ব্রিগেড।

     

         IND বনাম AUS ২য় টেস্ট, ২০২৩
          অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
        
    অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়

    ম্যাচের শেষে ভারত ৬ উইকেটে জয়ী
         
    ম্যান অব দ্য ম্যাচ: রবীন্দ্র জাদেজা
         
    আম্পায়ার: নীতিন মেনন (ভারত), মাইকেল গফ (ইংল্যান্ড), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড, টিভি)
         
    রেফারি: অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে)

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

        

     

  • India vs England: তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু! রাজকোটেই অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের

    India vs England: তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু! রাজকোটেই অভিষেক হতে পারে ধ্রুব জুরেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার শুরু তৃতীয় টেস্ট। তারই প্রস্তুতি শুরু করে দিলেন ভারত ও ইংল্যান্ড ক্রিকেটাররা। সিরিজ এখন সমতায়। বাকি তিন ম্যাচের ফলের উপরই সিরিজের মীমাংসা হবে। তৃতীয় টেস্টে ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন হতে চলেছে। টেস্টে অভিষেক হতে পারে উইকেট কিপার, ব্যাটসম্যান ধ্রুব জুরেলের। রাজস্থান রয়্যালস থেকেই উত্থান ধ্রুবের। দেখা যেতে পারে কর্ণাটকের ব্যাটার দেবদত্ত পাড়িক্কলকেও।

    অনুশীলন ভারতের

    বিশাখাপত্তনমে জয়, মাঝে কয়েক দিনের বিশ্রাম। ভারতীয় শিবিরও খোশমেজাজে। মঙ্গলবার প্র্যাক্টিসে তাই মজায়ও মেতে উঠতে দেখা গেল তরুণ ক্রিকেটারদের। বুধবার চূড়ান্ত প্রস্তুতি সারবে দু-দল। এ দিন যতটা সম্ভব হালকা মেজাজেই দেখা গেল। দুই শিবিরেই চোট সমস্যা রয়েছে। হয়তো সে কারণেই অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। 

    মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনুশীলন। যদিও ভারতীয় দলের অনুশীলনে দেখা যায়নি চার জন ক্রিকেটারকে। অনুপস্থিত ক্রিকেটারদের মধ্যে ছিলেন শুভমন গিল এবং যশপ্রীত বুমরাও। চোট সারিয়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে এসেছেন রবীন্দ্র জাদেজাও।

    আরও পড়ুুন: ‘‘মনে হয় যেন আমারই বাড়ি…’’, আরব আমিরশাহিতে নেমে উচ্ছ্বসিত মোদি

    কারা নেই অনুশীলনে

    মঙ্গলবার ক্রিকেটারদের প্রায় চার ঘণ্টা অনুশীলন করিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। অথচ সেই অনুশীলনে উপস্থিত ছিলেন না চার ক্রিকেটার। সহ-অধিনায়ক বুমরা, শুভমন ছাড়াও দেখা যায়নি কর্নাটকের ব্যাটার দেবদত্ত পাড়িক্কল এবং বাংলার জোরে বোলার আকাশ দীপকে। তবে ক্রিকেটাররা সবাই খেলার মধ্যে রয়েছে তাই সমস্যা হবে না। দেবদত্ত ও আকাশ দীপ রঞ্জি খেলছেন। মঙ্গলবার তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন। এদিন নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা যায় ধ্রুব জুরেলকে। রাজকোটে তাঁর অভিষেক প্রায় নিশ্চিত। অন্যদিকে এতদিন পর ভারতীয় দলে ডাক পেয়ে খুশি পাড়িক্কল। তিনি জানান, কঠিন প্রয়াসের ফল মিলল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs England: শুরু প্র্যাক্টিস, বিশাখাপত্তনমে পা রেখেই পিচ দেখতে গেলেন দ্রাবিড়

    India vs England: শুরু প্র্যাক্টিস, বিশাখাপত্তনমে পা রেখেই পিচ দেখতে গেলেন দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: দলে রয়েছে চোট সমস্যা। ব্যক্তিগত কারণে নেই বিরাট কোহলি। হায়দ্রাবাদে প্রথম টেস্টে হার। ঘরের মাঠে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত পিছিয়ে ১-০। বিশাখাপত্তনমে শুক্রবার শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ, বুধবার থেকে তাই কঠোর অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। সবার আগে পিচ পরিদর্শনে গিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। নিজেদের গড়া ফাঁদে নিজেরাই পড়তে আর রাজি নন তিনি।

    কেমন হবে বাইশ গজ

    বিশাখাপত্তনমের বাইশ গজে শুধুমাত্র ঘূর্ণিই থাকছে না। থাকবে বাউন্সও। অর্থাৎ হায়দরাবাদের মতো মন্থর-টার্নার নয়। এই পিচে বল পড়ে আরও দ্রুত ঘুরবে। ২০২১-২২ সফরে ঘূর্ণি ও বাউন্সের জোড়া ফলায় ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছিলেন অক্ষর। বিশাখাপত্তনমে থাকছে তাঁরই পছন্দের পিচ। এমন বাইশ গজে রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি সাহায্য পেতে পারেন কুলদীপ যাদবও। ভারত এসপার-ওসপার লড়াইয়ের জন্যই ঝাঁপাচ্ছে। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই মনে করছেন, ঘূর্ণি পিচ তৈরি করে নিজেদের ফাঁদ গড়ার প্রয়োজন নেই। কিন্তু একটি ম্যাচ (India vs England) হারলেও এই ভারতীয় দল নেতিবাচক মানসিকতা দেখাতে চায় না। নিজেদের শক্তির সদ্ব্যবহার করার জন্য আবারও ঘূর্ণিমঞ্চ চাওয়া হয়েছে।

    কেমন হবে প্রথম একাদশ

    বিরাট না থাকায় ভারতের মিডল অর্ডার এমনিতেই দুর্বল। তার ওপর লোকেশ রাহুলের চোট সমস্যা আরও বাড়িয়েছে। তবে ভারতীয় শিবিরে সবচেয়ে বড় সমস্য়া রবীন্দ্র জাদেজার না থাকা। বাঁ হাতি স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল রয়েছেন। তৃতীয় স্পিনার নিয়ে ভাবনা বেড়েছে ভারতীয় শিবিরে। অশ্বিন ও কুলদীপ দুজনকে রেখেই প্রথম একাদশ গড়া হতে পারে। আবার অভিষেক ঘটতে পারে ঘরোয় ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা সৌরভ কুমারেরও। ব্যাটিংয়ে টপ থ্রি অপরিবর্তিত থাকলে প্রথম টেস্টে চারে ব্যাট করেছিলেন লোকেশ রাহুল। এই ম্যাচে তিনি নেই। চারে প্রোমোশন দেওয়া হতে পারে শ্রেয়স আইয়ারকে। পাঁচে কে! রজত পাতিদার আগে টেস্ট টিমে ডাক পেয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধারাবাহিক নজর কাড়ছেন সরফরাজ খান। সরফরাজ যে ছন্দে রয়েছেন তাঁকে বাইরে রাখা কঠিন। তবে অনুশীলনে কোচ ও অধিনায়কের আস্থা অর্জন করতে হবে সরফরাজকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share