Tag: Indian Cricket Team

Indian Cricket Team

  • Indian Cricket Team: জাতীয় দলে রিঙ্কু! এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল

    Indian Cricket Team: জাতীয় দলে রিঙ্কু! এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় দলে ডাক পেলেন রিঙ্কু সিং (Rinku Singh)। ১৯ তম এশিয়ান গেমসের জন্য পুরুষ ও মহিলা ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। একদিনের বিশ্ব কাপের ঠিক আগে এশিয়ান গেমস হওয়ায় কোনও সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। তবে মেয়েদের এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

    তরুণদের নিয়ে গড়া দল

    আলিগড়ের ছেলে, কলকাতা নাইট রাইডার্স টিমের পরিচিত মুখ রিঙ্কু ২০২৩ আইপিএলের অন্যতম সুপারস্টার। ব্যাটে ঝড় তুলেছিলেন তিনি। এবার জাতীয় দলে জায়গা পেতে চলেছেন রিঙ্কু। শুক্রবার রাতে বিসিসিআইয়ের তরফে এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে বোর্ড। যে দলে রয়েছে একাধিক চমক। এই টিমে রয়েছেন রিঙ্কু। প্রথম বার এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ১৫ সদস্যের এশিয়ান গেমস টিমে এমন কয়েকজন মুখ রয়েছে যাঁরা আইপিএলের দুর্দান্ত পারফর্ম করেছিলেন। রিঙ্কু ছাড়াও তিলক ভার্মা, প্রভসিমরন সিং এবং জীতেশ শর্মার মতো তরুণরাও ডাক পেয়েছেন এশিয়ান গেমসের জন্য। বাংলার দুই তারকা শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার জায়গা পেয়েছেন দলে। রয়েছেন যশস্বী জসওয়ালও। তরুণদের নিয়ে গড়া  দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ঋতুরাজ গায়কোয়াড়ের উপর ভরসা রেখেছে বোর্ড। 

    পূর্ণশক্তির মহিলা দল

    অপরদিকে, এশিয়ান গেমসে ভারতীয় মহিলাদের মূল দলই খেলতে যাচ্ছে। রিচা ঘোষ বাংলাদেশ সফরে দলের বাইরে থাকলেও এশিয়ান গেমসে দলে ফিরেছেন তিনি। এছাড়া বাংলা থেকে রিচা ঘোষ ছাড়া সুযোগ পেয়েছেন তিতাস সাধু। যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা।

    আরও পড়ুন: এক ডজন উইকেট অশ্বিনের! তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিল ভারত

    স্কোয়াড : ঋতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াংশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, আবেশ খান, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে এবং প্রভসিমরন সিং।

    ভারতীয় মহিলা দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বানি, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার), অনুষা বরেড্ডি। স্ট্যান্ড-বাই: হার্লিন দেওল, কাশভি গৌতম, স্নেহ রানা, সাইকা ইশাক ও পূজা বস্ত্রকার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Ajit Agarkar: প্রধান নির্বাচক! বিশ্বকাপের আগে পরীক্ষার সামনে অজিত আগরকর

    Ajit Agarkar: প্রধান নির্বাচক! বিশ্বকাপের আগে পরীক্ষার সামনে অজিত আগরকর

    মাধ্যম নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত অজিত আগরকারই (Ajit Agarkar) হলেন ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্রধান। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ দল নির্বাচনের মধ্য দিয়ে তাঁর কার্যকাল শুরু হবে। 

    নয়া দায়িত্ব আগরকরের

    স্টিং অপারেশন কাণ্ডে জড়িয়ে জাতীয় নির্বাচক মন্ডলীর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন চেতন শর্মা। তারপর অস্থায়ী ভাবে দায়িত্বে ছিলেন পূর্বাঞ্চলের প্রতিনিধি শিবসুন্দর দাস। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট এবং ওয়ান ডে দল নির্বাচন হয়েছিল। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর ভারতীয় দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ওঠে। তাই বিসিসিআই কর্তারা চাইছিলেন এমন একজনকে নির্বাচক প্রধান করতে, যার প্রোফাইল বেশ আকর্ষণীয়। এক্ষেত্রে বোর্ড কর্তারা চাইছিলেন প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেওয়াগ দায়িত্ব নিক। কিন্তু খেলা ছাড়ার পর বিভিন্ন উপায়ে মোটা অর্থ উপার্জন করেন বীরু। তাই তিনি রাজি হননি। বোর্ডকে নির্বাচকদের চুক্তির অর্থ বাড়ানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু রাতারাতি সেটা কার্যকর করা সম্ভব ছিল না। ফলে লড়াই থেকে সরে দাঁড়ান শেওয়াগ। তারপর প্রাক্তন পেসার অজিত  আগরকরকে (Ajit Agarkar) প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দেয় বিসিসিআই। তাঁকে বলা হয় সামনে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে, সেখান নির্বাচকদের চুক্তির অর্থ বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে। আপাতত উনি দায়িত্ব নিন। সেই মতো ভারতীয় দলের প্রধান নির্বাচক হলেন আগরকর।

    আরও পড়ুন: সাফ কাপ জিতে নিজের রাজ্য মণিপুরের জন্য শান্তির প্রার্থনা জিকসনের

    আগরকরের সামনে নানা চ্যালেঞ্জ

    মুম্বাইয়ের প্রধান নির্বাচক ছিলেন তিনি। তখন বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তা দেখেই অনেকে বলছেন, আগরকর (Ajit Agarkar) জামানায় ভারতীয় দল নির্বাচন হয়তো গতানুগতিক হবে না। বিচার্য হবে পারফরম্যান্স। দেখা হবে না তারকা ইমেজ, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলে সুযোগ মিলতে পারে জাতীয় দলে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার সময় এসে গিয়েছে বলে কারও কারও মনে হচ্ছে। আগরকরকে চেয়ারম্যান করে আনার প্রধান উদ্দেশ্যই নাকি, সাহসী সিদ্ধান্ত যাতে কেউ নিতে পারেন। আগরকর অবশ্য দায়িত্ব পেয়েই বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন। এ বছরেই দেশের মাঠে বিশ্বকাপ। সব নজর থাকবে বিশ্বকাপের দল নির্বাচন এবং ভারতীয় দল কেমন ফল করে তার উপরে। যাই হোক এখন সময় বলবে ভারতীয় নির্বাচকরা কতটা সাবলম্বী হতে পারলেন!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup: বিশ্বকাপের সব ম্যাচ ভারতেই! দিল্লি বা চেন্নাইয়ে কি মুখোমুখি ভারত-পাকিস্তান?

    ICC World Cup: বিশ্বকাপের সব ম্যাচ ভারতেই! দিল্লি বা চেন্নাইয়ে কি মুখোমুখি ভারত-পাকিস্তান?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের সব ম্যাচ হবে ভারতেই। এখনই অন্য কোনও দেশে ম্যাচ আয়োজনের কোনও চিন্তাভাবনা নেই বলে জানাল আইসিসি। চলতি বছরের শেষেই রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। আগেই জানা গিয়েছিল প্রতিযোগিতা শুরু হতে পারে অক্টোবর থেকে।

    দিল্লি অথবা চেন্নাইয়ে ভারত-পাক ম্যাচ

    বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে আসবে কি না তা এখনও জানা যায়নি। কিন্তু যদি তারা রাজি হয়, তা হলে সেই মহারণ আয়োজন করার দৌড়ে এগিয়ে রয়েছে দিল্লি অথবা চেন্নাই। বোর্ড বা আইসিসি-র কর্তারা এখনও কোনও কিছুই নিশ্চিত ভাবে বলছেন না। কিন্তু বিভিন্ন সূত্রে পাওয়া খবরে এই দু’টি মাঠের নামই উঠে এসেছে। শেষ বার ভারতে বিশ্বকাপ হওয়ার সময় দুই দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে। মোহালিতে হয়েছিল সেই ম্যাচ। এ বার গ্রুপেই মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। সম্প্রতি জানা যায়, বিশ্বকাপ খেলতে ভারতে না-ও আসতে পারেন বাবর আজমরা। পাকিস্তানের ম্যাচগুলি হতে পারে বাংলাদেশে। পাক সংবাদমাধ্যমে এমনই দাবি করেছিলেন পিসিবির প্রাক্তন সিইও। যদিও তা ভিত্তিহীন বলেই দাবি করছে আইসিসি।

    আরও পড়ুন: ভারতীয় বোলারদের দিয়ে অতিরিক্ত বল করানো যাবে না! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ বোর্ডের

    আইসিসি-র সূত্রের দাবি, ভারতে পাকিস্তানের ক্রিকেটারদের প্রবেশের ব্যাপারে ভিসার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিসিসিআই জানিয়েছেন, ভিসা পেতে কোনও অসুবিধা হবে না। সবরকম সহযোগিতাই প্রদান করা হবে। আয়োজক দেশের দায়িত্ব থাকে সব দেশ যেন সঠিক সময়ে ভিসা পায়। এমনকী ভারতের সঙ্গে একযোগে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করবে, এমন প্রসঙ্গ নিয়ে আলোচনা দূরে থাক, তা ভাবাই হয়নি। আইসিসি-বিসিসিআইয়ের মধ্যে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ দেশে আয়োজনের বিষয়ে কোনওরকম কথাবার্তাই হয়নি। আইসিসির ওই সূত্রের দাবি বরং বিসিসিআই দেশের ১২টি মাঠে মোট ৪৮টি ম্যাচ আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি মাঠেই চারটি করে ম্যাচ আয়োজিত হতে পারে বলে খবর। শোনা যাচ্ছে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হতে পারে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি সেমিফাইনাল আয়োজিত হওয়া কার্যত নিশ্চিত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chetan Sharma: বেফাঁস মন্তব্যের জের! মুখ্য নির্বাচক পদ থেকে সরে গেলেন চেতন শর্মা

    Chetan Sharma: বেফাঁস মন্তব্যের জের! মুখ্য নির্বাচক পদ থেকে সরে গেলেন চেতন শর্মা

    মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মুখ্য নির্বাচক চেতন শর্মা। রঞ্জি ফাইনালের প্রথম দিন ইডেনে উপস্থিত ছিলেন চেতন। কলকাতায় বসেই বিসিসিআই সচিব জয় শাহকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। সেটা গৃহীত হয়েছে। রঞ্জি ট্রফি ফাইনালের প্রথম দিনের খেলা পুরোটাই দেখেন সদ্য প্রাক্তন হওয়া বোর্ডের মুখ্য নির্বাচক। তারপরই পদত্যাগ করেন। শুক্রবার রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিন আর চেতনকে ইডেনে দেখা যায়নি। 

    বেফাঁস মন্তব্য

    সম্প্রতি স্টিং অপারেশেনে চেতন শর্মার বেফাঁস মন্তব্য নিয়ে বিতর্কে জড়িয়েছিল বিসিসিআই। এরপর তাঁর চাকরি যাওয়া ছিল সময়ের অপেক্ষা এমনই ধারণা ক্রিকেট মহলের। যদিও বিসিসিআইয়ের কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই জাতীয় নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন চেতন শর্মা। স্টিং অপারেশনে ভারতীয় ক্রিকেটের বিতর্কিত অধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির দ্বন্দ্ব নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন চেতন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াইয়ের কারণেই অধিনায়কত্ব হারিয়েছিলেন বিরাট বলে মন্তব্য করেছিলেন চেতন। এছাড়া জসপ্রীত বুমরাহকে ব্যাথা কমানোর ইঞ্জেকশন দিয়ে জোর করে খেলানো হয়েছিল বলে দাবি করেন চেতন শর্মা।

    শিবসুন্দরের হাতে দায়িত্ব!

    চেতন শর্মা ইস্তফা দেওয়ায় বোর্ডের নির্বাচন কমিটির সদস্য সংখ্যা নেমে এল চারে। সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা, এস শরথ এবং এসএস দাসকে গত জানুয়ারি মাসে বিসিসিআইয়ের নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর পুরো সিলেকশন কমিটিকেই বদলে ফেলার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে মুখ্য নির্বাচক পদে তেমন কাউকে না পাওয়ায় চেতন শর্মাকেই ফিরিয়ে নিয়ে আসা হয়। দ্বিতীয়বার তাঁর মেয়াদ রইল মাসখানেকের মতো।

    আরও পড়ুন: সৌরভের সঙ্গে ইগোর লড়াই, নেতৃত্ব ছাড়েন বিরাট! গোপন ক্যামেরায় আর কী কী বললেন চেতন শর্মা?

    বোর্ড সূত্রে খবর, চেতনের জায়গায় নির্বাচক প্রধানের দায়িত্ব সামলাতে চলেছেন শিবসুন্দর দাস। আগামী দিনে তাঁর হাতেই মুখ্য নির্বাচকের ব্যাটন তুলে দিতে পারে বিসিসিআই। ভারতের হয়ে ২৩টি টেস্ট খেলা শিবসুন্দর কিছু দিন আগেই নির্বাচক কমিটিতে সুযোগ পান। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন আন্তর্জাতিক ম্যাচে খেলেন শিব। ওড়িশার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতেন তিনি। ভারতের হয়ে চারটি এক দিনের ম্যাচও খেলেছিলেন শিবসুন্দর। টেস্টে দু’টি শতরান-সহ ১৩২৬ রান করেছিলেন তিনি। নির্বাচক কমিটিতে থাকা বাকি সদস্যদের থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা কিছুটা বেশি শিবসুন্দরের। সেই কারণেই তাঁর উপর দায়িত্ব দেওয়া হতে পারে, বলে অনুমান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Team India: লক্ষ্য বিশ্বকাপ ২০২৩! একনজরে এ বছরের ভারতীয় ক্রিকেটের সূচি

    Team India: লক্ষ্য বিশ্বকাপ ২০২৩! একনজরে এ বছরের ভারতীয় ক্রিকেটের সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালেও একাধিক ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Team India)। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। আর সেই আশা, স্বপ্নকে নিয়েই নতুন করে পথ চলতে শুরু করেছে টিম ইন্ডিয়া। এ বছরেই হতে চলেছে বিশ্বকাপ। ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর দীর্ঘ ১২ বছর কেটে গিয়েছে। ফের একবার এই বছরের অক্টোম্বর-নভেম্বর মাসে দেশের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। ফলে নতুন উদ্যম নিয়ে আগের সব হতাশা ভুলে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। যদিও বিশ্বকাপে দেরি রয়েছে, তবে তার আগেই একাধিক ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিম ইন্ডিয়ার কোন মাসে কোন কোন দেশের বিরুদ্ধে খেলবে (Team India)?

    টিম ইন্ডিয়ার সূচি

    নতুন বছরের শুরুতেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজ। এরপর জানুয়ারিতেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল (Team India)।

    জানুয়ারি,২০২৩ (ভারত বনাম শ্রীলঙ্কা)

    ১) প্রথম টি-২০: ৩ জানুয়ারি (মুম্বই)

    ২) দ্বিতীয় টি-২০: ৫ জানুয়ারি (পুণে)

    ৩) তৃতীয় টি-২০: ৭ জানুয়ারি (রাজকোট)

    ৪) প্রথম ওয়ান ডে: ১০ জানুয়ারি (গুয়াহাটি)

    ৫) দ্বিতীয় ওয়ান ডে: ১২ জানুয়ারি (কলকাতা)

    ৬) তৃতীয় ওয়ান ডে: ১৫ জানুয়ারি (তিরুবনন্তপুরম)

    জানুয়ারি/ফেব্রুয়ারি, ২০২৩ (ভারত বনাম নিউজিল্যান্ড)

    ১) প্রথম ওয়ান ডে: ১৮ জানুয়ারি (হায়দ্রাবাদ)

    ২) দ্বিতীয় ওয়ান ডে: ২১ জানুয়ারি (রায়পুর)

    ৩) তৃতীয় ওয়ান ডে: ২৪ জানুয়ারি (ইন্দোর)

    ৪) প্রথম টি-২০: ২৭ জানুয়ারি (রাঁচি)

    ৫) দ্বিতীয় টি-২০: ২৯ জানুয়ারি (লখনউ)

    ৬) তৃতীয় টি-২০: ১ ফেব্রুয়ারি (আমদাবাদ)

    ফেব্রুয়ারি/মার্চ (ভারত বনাম অস্ট্রেলিয়া)

    ১) প্রথম টেস্ট: ৯-১৩ ফেব্রুয়ারি (নাগপুর)

    ২) দ্বিতীয় টেস্ট: ১৭-২১ ফেব্রুয়ারি (ধরমশালা)

    ৩) তৃতীয় টেস্ট: ১-৫ মার্চ (ধর্মশালা)

    ৪) চতুর্থ টেস্ট:  ৯-১৩ মার্চ (আহমেদাবাদ)

    ৫) ১ম ওডিআই: ১৭ মার্চ (মুম্বই)

    ৬) ২য় ওডিআই: ১৯ মার্চ (বিশাখাপত্তনম)

    ৭) ৩য় ওডিআই: ২২ মার্চ (চেন্নাই)

    মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অনুষ্ঠিত হবে। বিস্তারিত সূচি এখনও ঘোষণা করেনি বিসিসিআই।

    জুন ২০২৩: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

    ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে জুলাইয়ে খেতাবি লড়াইয়ে সম্ভবত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

    জুলাই/অগাস্ট ২০২৩: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

    জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। সূচি এখনও ঘোষিত হয়নি।

    সেপ্টেম্বর ২০২৩: এশিয়া কাপ ২০২৩

    সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। যদিও ভারতের চাপে শেষমেশ এশিয়া কাপের কেন্দ্র বদল হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান জয় শাহ বলেছেন যে সরকার অনুমতি না দিলে ভারত প্রতিবেশী দেশে তাঁরা যাবেন না।

    অক্টোবর ২০২৩: ভারত বনাম অস্ট্রেলিয়া (হোম)

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত।

    অক্টোবর/নভেম্বর ২০২৩: ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ

    ভারত এই বছর প্রথমবারের মত মেগা আইসিসি ইভেন্টের আয়োজক হবে। অক্টোবর-নভেম্বরে ভারতেই বসবে বিশ্বকাপের আসর। ১৯৮৩ এবং ২০১১ সালের জয়ের পর,  ভারত আর জেতেনি বিশ্বকাপ।

    নভেম্বর/ডিসেম্বর ২০২৩: অস্ট্রেলিয়া বনাম ভারত

    নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

    ডিসেম্বর ২০২৩: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

    ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বছর শেষ করবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজই এই বছরে সম্ভবত ভারতের শেষ সিরিজ।

  • FIFA World Cup Final: ফুটবলে মজে ভারতীয় ক্রিকেটাররা! মেসিদের জয়ে উচ্ছ্বসিত ক্রীড়াজগত

    FIFA World Cup Final: ফুটবলে মজে ভারতীয় ক্রিকেটাররা! মেসিদের জয়ে উচ্ছ্বসিত ক্রীড়াজগত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল জীবনের শেষ বিশ্বকাপে লিওনেল মেসির স্বপ্নপূরণ। এটিই ছিল মেসির শেষ বিশ্বকাপ। ফলে আর্জেন্টিনার সমর্থকরা চেয়েছিলেন মেসির হাত ধরেই আর্জেন্টিনা যেন বিশ্বকাপ জেতে। আর অবশেষে ঠিক সেটাই হয়েছে। খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। মেসির হাত ধরেই দিয়াগো মারাদোনার দেশ বিশ্বকাপ পেল। ফলে পুরো বিশ্বের মেসি ভক্তরা আনন্দে মেতে ওঠে। এর পাশাপাশি ক্রিকেট জগতের খেলোয়াড়রাও এদিন ফুটবলেই মজে ছিলেন। ভারতীয় ক্রিকেট টিম বর্তমানে রয়েছে বাংলাদেশে। ফলে সেখানেই সবাই বসে পড়েছিলেন ফ্রান্স-আর্জেন্টিনার হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে (FIFA World Cup Final)।

    ভারতীয় ক্রিকেট টিম বিশ্বকাপ ফাইনাল দেখতে ব্যস্ত

    বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে ভারতীয় দল এখন হালকা, ফুরফুরে মেজাজে। রবিবার, সকালে ৫০ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যায়। দ্বিতীয় ম্যাচ রয়েছে ২২ ডিসেম্বর। ফলে রাতে একসঙ্গে খেলা দেখতে বসে পড়লেন বিরাট কোহলি, লোকেশ, রাহুলরা। রবিবার ১৮৮ রানে বাংলাদেশকে হারায় ভারত। সহজেই ম্যাচ জিতে নেন রাহুলরা। আর সেদিনই ছিল বিশ্বকাপের ফাইনাল। ফলে বিরাট, রাহুলরা বসে পড়েছিলেন মেসি ও এমবাপেকে দেখতে। আর সেই ছবিই ট্যুইটারে শেয়ার করেছে বিসিসিআই (FIFA World Cup Final)।

    ক্রীড়াজগতের খেলোয়াড়দের ট্যুইট

    ম্যাচ চলাকালীন কুলদ্বীপ যাদবকে ট্যুইট করতে দেখা যায়। এরপর ম্যাচ শেষে মেসির ছবি শেয়ার করে ‘সর্বকালের সেরা’ লিখে পোস্ট করেছেন তিনি।

    মহম্মদ শামিও ভারতে বসে বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ও ম্যাচ শেষে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন।

    অন্যদিকে শেহবাগকে দেখা যায় ট্যুইটারে অন্য এক ব্যক্তির পোস্ট ট্যুইট করতে, যেই পোস্টে ইউজার ভবিষ্যতবাণী করে লিখেছিলেন, ২০২২ সালে মেসিই বিশ্বকাপ জিতবেন। এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও শেহবাগও এটি শেয়ার করেছেন।

    আর্জেন্টিনার কাপ জয়ের পরে মাস্টার ব্লাস্টার ট্যুইট করে অভিনন্দন জানান ফুটবলের রাজপুত্রকে। অভিনন্দন জানান আর্জেন্টিনাকে। সচীন লেখেন, “মেসির জন্য কাপ জেতায় অনেক অভিনন্দন আর্জেন্টিনাকে। অভিযান শুরু করার পরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল ওরা। বিশেষ করে ধন্যবাদ জানাই মার্টিনেজকে। এক্সট্রা টাইমের প্রায় শেষের দিকে দুরন্ত সেভ করে দলকে বাঁচাল। মার্টিনেজের ওই দুরন্ত সেভটার পরই আমার মনে হয়েছিল আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।”

    ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ট্যুইট করে লিখেছেন, “আমার দেখা সেরা ফুটবল ম্যাচ। ১২০ মিনিট জুড়ে আবেগের বিস্ফোরণ দেখলাম। তার পরে সবটাই নির্ধারিত হল স্পট থেকে। হোয়াট আ শো। হোয়াট আ স্পোর্ট। লিওনেল মেসি।”

    ক্রিকেটার শুভমন গিলের ট্যুইট, ‘মেসিই সর্বকালের সেরা। কুর্নিশ’।

    মাঠে গিয়ে খেলা দেখেছেন রবি শাস্ত্রী। তিনি ট্যুইট করেন, ‘অবিশ্বাস্য। মেসি ও এমবাপের লড়াই অনবদ্য’।

  • BCCI: বিশ্বকাপে ব্যর্থ ভারত, চেতন শর্মা সহ গোটা নির্বাচক কমিটিকে ছাঁটল বোর্ড

    BCCI: বিশ্বকাপে ব্যর্থ ভারত, চেতন শর্মা সহ গোটা নির্বাচক কমিটিকে ছাঁটল বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: পেশাদারি দুনিয়ায় ব্যর্থ হলে তার দায় নিতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। তেমনি নিয়ম বোধহয় এবার চালু হয়ে গেল ভারতীয় ক্রিকেটেও! টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তার দায় নির্বাচকদের ঘাড়ে চাপিয়ে গোটা নির্বাচক কমিটিকে ছেঁটে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড, সংক্ষেপে বিসিসিআই (BCCI)। শুক্রবার বিকেলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরাসরি ছেঁটে ফেলার কথা বলা হয়নি। তবে বোর্ডের ওয়েবসাইটে নয়া নির্বাচক হওয়ার জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে।

    বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি…

    শুক্রবার বিকেলে বোর্ডের (BCCI) ওয়েবসাইটে জাতীয় নির্বাচক চেয়ে জারি করা হয় বিজ্ঞপ্তি। তাতে বলা হয়েছে, পুরুষ ক্রিকেট দলের জন্য পাঁচজন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতার মানদণ্ড ধার্য করা হয়েছে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি এক দিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন, এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনও ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এরকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধে ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। নয়া বিজ্ঞপ্তি জারি হওয়ার অর্থ নির্দিষ্ট সময় পূরণ করার আগেই চেতন শর্মাদের ছেঁটে ফেলল বোর্ড।

    আরও পড়ুন: রোহিতদের পারফরম্যান্সে খুশি নয় বিসিসিআই! দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা

    সিনিয়র নির্বাচক কমিটিতে চারজন সদস্য ছিলেন। এঁরা হলেন, চেতন শর্মা। তিনি উত্তরাঞ্চলের প্রতিনিধি। ছিলেন হরবিন্দর সিং। তিনি ছিলেন মধ্যাঞ্চলের প্রতিনিধি। দক্ষিণাঞ্চলের প্রতিনিধি ছিলেন সুনীল যোশী। আর পূর্বাঞ্চলের প্রতিনিধি ছিলেন দেবাশিস মোহান্তি। পশ্চিমাঞ্চলের কোনও প্রতিনিধি ছিলেন না। কারণ আবে কুরুভিল্লার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর কাউকেই ওই পদে বসানো হয়নি। প্রসঙ্গত, বিসিসিআই যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানেও পাঁচজনই চাওয়া হয়েছে। জানা গিয়েছে, নির্বাচকদের মেয়াদ চার বছরের। বোর্ড (BCCI) চাইলে তার পরেও মেয়াদ বাড়ানো যায়। এই সময়সীমা পূরণ হওয়ার আগেই সরে যেতে হচ্ছে চেতন শর্মাদের। সাম্প্রতিক অতীতে যা দেখা যায়নি বলেই মত ক্রীড়াবিদদের একাংশের।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • T-20 World Cup: দক্ষিণ আফ্রিকার হার বদলে দিল সমীকরণ! টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    T-20 World Cup: দক্ষিণ আফ্রিকার হার বদলে দিল সমীকরণ! টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) ফের অপ্রত্যাশিত হার। নেদারল্যান্ডসের কাছে সুপার ১২-এর শেষ ম্যাচ হেরে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এর ফলে সেমি-ফাইনালে উঠে এল ভারত। ডাচদের হারালেই শেষ চার নিশ্চিত হত টেম্বা বাভুমার দলের। ফলে প্রোটিয়াদের অপ্রত্যাশিত পরাজয়ে আজ জিম্বাবোয়ে ম্যাচ খেলতে নামার আগেই ভারত চলে গেল সেমি-ফাইনালে। এরপর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কে জিতে সেমিফাইনালে পৌঁছয় , সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।

    আজকের দক্ষিণ আফ্রিকার নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই পরাজয়ে আরও একবার চলতি টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠল। দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দল যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এটি একেবারেই অপ্রত্যাশিত ছিল। ২০২২ টি-২০ বিশ্বকাপে রবিবারের আগে খুব একটা খারাপ পারফরম্যান্স কিন্তু করেনি টেম্বা বাভুমার দল। শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে তাদের হারতে হয়েছিল। কিন্তু, নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রোটিয়াদের এই পরাজয় বিশ্বকাপের পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিল। আজ, রবিবার সকালের রুদ্ধশ্বাস ম্যাচে প্রোটিয়াদের ১৩ রানে হারিয়ে দেয় টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে যাওয়া ডাচরা (NED vs SA)। নিজেদের সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও নিয়ে গেল তারা।

    রবিবার বিশ্বকাপের ( T-20 World Cup)  ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস তোলে ৪ উইকেটে ১৫৮ রান। ডাচদের প্রথম চার ব্যাটারই ভাল পারফর্ম করেন। তবে অকারম্যানের পারফরমেন্স নজরে আসার মত ছিল। মাত্র ২৬ বলে ৪১ করেন তিনি। তবেএর উত্তর দিতে এসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৫ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকা। চাপের মুখে কোনও প্রোটিয়া ব্যাটারই তেমনভাবে নজর কাড়তে পারেননি। এর ফলে দক্ষিণ আফ্রিকা হারে ১৩ রানে।

    আজ যদি দক্ষিণ আফ্রিকা জিতে যেত তবে, সেমিফাইনালে নিশ্চিত চলে যেত। সেক্ষেত্রে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতকে জিততে হত। আবার পাকিস্তান (Pakistan) এবং বাংলাদেশ (Bangladesh) কার্যত ছিটকে যেত বিশ্বকাপ থেকে। কিন্তু নেদারল্যান্ডের কাছে হেরে পুরোটাই বদলে দিল প্রোটিয়ারা। এই একই স্টেডিয়ামে আপাতত শুরু হয়েছে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। তবে ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। 

  • T-20 World Cup 2022: বিশ্বকাপের আগে বোলিং চিন্তায় ফেলেছে ভারতকে! বুমরাহর পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া যেতে পারেন সামি

    T-20 World Cup 2022: বিশ্বকাপের আগে বোলিং চিন্তায় ফেলেছে ভারতকে! বুমরাহর পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া যেতে পারেন সামি

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) খেলতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। আইসিসি’র (ICC) এই মেগা ইভেন্টে ভারত অভিযান শুরু করবে ২৩ অক্টোবর। প্রথম ম্যাচেই ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই মহাম্যাচ ঘিরে পারদ ক্রমশ চড়ছে। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে বহুদিন দাপট অব্যাহত রেখেছিল টিম ইন্ডিয়া (Team India)। সম্প্রতি সেই গর্বের ইতিহাস কিছুটা ফিকে হয়েছে। গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে বশ মেনেছিল ভারত। এশিয়া কাপেও সুপার ফোরের লড়াইয়ে শেষ হাসি হেসেছিল পাকিস্তান। তাই ডনের দেশে টি-২০ বিশ্বকাপ অভিযানের আগে রোহিত শর্মারা কিছুটা চাপে। বোলিং সমস্যা কিছুটা ব্যাকফুটে রেখেছে ভারতকে।

    আরও পড়ুন: বিসিসিআই সভাপতি থাকছেন না মহারাজ! পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন রজার বিনি

    বিশ্বকাপের আগে ভারতীয় শিবির খুব একটা স্বস্তিতে নেই। কোচ রাহুল দ্রাবিড়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বোলিং। কারণ, ১৫ জনের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। পুরানো চোটে তিনি কাবু। তাঁর মতো পেসারের অভাব পূরণ করা সহজ ব্যাপার নয়। তাই বুমরাহর পরিবর্ত খুঁজতে হিমশিম খাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। খুব সম্ভবত মহম্মদ সামিকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। যদিও সামি দীর্ঘদিন মাঠের বাইরে। করোনা থেকে সেরে উঠলেও ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাননি তিনি। তাই মনে করা হচ্ছিল, দীপক চাহারকে স্ট্যান্ডবাই থেকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হবে। কিন্তু চাহারও চোটের কবলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে দেখে নিতে চেয়েছিলেন জাতীয় নির্বাচকরা। আপাতত সেই সম্ভাবনা বিশ বাঁও জলে। সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন পেসারটি। তাই বিশ্বকাপ দলে ঢোকারও সম্ভাবনা নেই।

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পরেই অবসর নেবেন লিওনেল মেসি! কী বললেন তিনি?

    হাতে যাঁরা রয়েছেন, তাঁদেরকে দিয়েই কাজ চালাতে হবে কোচ দ্রাবিড়কে। তবে হার্শল প্যাটেল, ভুবনেশ্বর কুমাররা যদি দ্রুত ফর্মে ফেরেন, তাহলে চিন্তার কালো মেঘ ধীরে ধীরে কাটবে। অর্শদীপ সিংয়ের মতো বাঁহাতি তরুণ পেসার এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে হাদির্ক পান্ডিয়াকেও। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তিনি চমক দিতে পারেন। ২০০৭ সালের পর টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি ‘মেন ইন ব্লু’। রোহিত শর্মার নেতৃত্বে সেই আক্ষেপ মিটবে কিনা সময় বলবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India vs Pakistan: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

    India vs Pakistan: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে ফের টেস্ট সিরিজ খেলা হবে! সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পর থেকেই বিশ্ব জুড়ে এই দুই দেশের মধ্যে খেলা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

    ১৪ বছর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ টেস্ট সিরিজ খেলা হয়েছিল। ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ শেষবার খেলা হয়েছিল ২০০৮ সালে। যেই সিরিজটি ভারত জিতেছিল। ২০১৩ সালের পর থেকে কোনও ফরম্যাটেই এই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এরপর থেকেই প্রতিবেশি দেশ পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের কারণে, ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। আর এখনও পর্যন্ত এই সিদ্ধান্তেই অটল আছে ভারত। কিন্তু এরই মধ্যে ভারত বনাম পাকিস্তানের টেস্ট সিরিজ খেলার জন্য ইংল্যান্ড বোর্ড থেকে প্রস্তাব দেওয়া হলে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    সূত্রের খবর অনুযায়ী, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডেপুটি চেয়ারম্যান মার্টিন ডার্লো পাকিস্তানে চলতি টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে আলোচনা করেছেন এবং ভবিষ্যতে ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। গত বছর পাকিস্তান সফর শেষ মুহূর্তে বাতিল করেছিল ইসিবি। এবার ভারতের সঙ্গে পাকিস্তানের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়ে পিসিবির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চাইছে ইসিবি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    জানা গিয়েছে, পাকিস্তানও ভারতের সঙ্গে খেলতে চায় কিন্তু এই মুহূর্তে প্রস্তাব মেনে নিতে পারবে না। অন্যদিকে মনে করা হয়েছে, ভারতকে এর জন্য রাজি করানো কঠিন। বিসিসিআই এই প্রস্তাবে সম্মতি জানায়নি। এছাড়াও দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়টি নির্ভর করে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর। এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে, পাকিস্তানের বিরুদ্ধে শুধুমাত্র বহুদেশীয় টুর্নামেন্টে খেলবে ভারত।

    অন্যদিকে, ইংল্যান্ডের টি২০ দলের অধিনায়ক মঈন আলি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ যদি চালু হয় তা দুই দেশের পক্ষেই দারুণ ব্যাপার হবে। ফলে এই দুই দেশ টেস্টে মুখোমুখি হলে ক্রিকেটপ্রেমীরাও তাতে খুশি হবে।

LinkedIn
Share