Tag: Indian Women Cricket Team

Indian Women Cricket Team

  • BJP: বিশ্বকাপজয়ী ভারতের মহিলা দলকে অভিনন্দন মমতার, ‘‘ওঁরা ১২টা পর্যন্ত খেলছিলেন’’! মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপির

    BJP: বিশ্বকাপজয়ী ভারতের মহিলা দলকে অভিনন্দন মমতার, ‘‘ওঁরা ১২টা পর্যন্ত খেলছিলেন’’! মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাত সাড়ে ১২টায় কীভাবে বাইরে বেরলো?” দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়া ছাত্রী ধর্ষণকাণ্ডের পর এমনই মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহিলা এই মুখ্যমন্ত্রী মহিলাদের রাত ৮টার (BJP) মধ্যেই ঘরে ‘সেঁধিয়ে’ যাওয়ার পরামর্শও দিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন। সেই তিনিই এবার শুভেচ্ছা জানিয়েছেন মহিলাদের একদিনের ক্রিকেটে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলকে।

    মহিলা ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপ জয় ভারতের (BJP)

    রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপের ফাইনালে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। প্রথমে ব্যাট করে ২৯৮ রান তোলে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। পাল্টা ব্যাট করতে নেমে ২৪৬ রানে সব উইকেট হারিয়ে গোহারা হারে দক্ষিণ আফ্রিকা। রাত ১২টার কিছু পরে বিশ্বকাপ ওঠে ভারতের মহিলা ক্রিকেট দলের হাতে। তার পরেই দেশজুড়ে শুভেচ্ছার বন্যায় ভেসে যান ভারতীয় ক্রিকেট দলের মহিলা সদস্যরা। এই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ সমাজের বিভিন্ন জগতের মানুষ। এই তালিকায় রয়েছেন মমতাও। তার পরেই কার্যত তাঁকে ধুয়ে দিল বিজেপি। মুখ্যমন্ত্রীর বক্তব্য তুলে ধরেই তাঁর অভিনন্দন-বার্তাকে খোঁচা দিয়েছে পদ্মশিবির।

    মুখ্যমন্ত্রীর অভিনন্দন-বার্তায় খোঁচা বিজেপির

    ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে অভিনন্দন জানাতে গিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ, গোটা দেশ উইমেন ইন ব্লু-র বিশ্বকাপ ফাইনালের কৃতিত্বের জন্য গর্বিত। টুর্নামেন্টজুড়ে তাঁরা যে লড়াই এবং যে কর্তৃত্ব দেখিয়েছেন, তা তরুণীদের প্রজন্মে অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনারা প্রমাণ করেছন যে আপনারা শীর্ষ স্তরে একটি বিশ্বমানের দল এবং আপনারা আমাদের কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছেন। আপনারা আমাদের নায়ক। ভবিষ্যতে আপনাদের জন্য আরও বড় সাফল্য অপেক্ষা করে রয়েছে। আমরা (Mamata Banerjee) আপনাদের সঙ্গে রয়েছি।” রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর এহেন বক্তব্য তুলে ধরেই এক্স হ্যান্ডেলে তাঁকে খোঁচা দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি (BJP)। “ওএমজি (ও মাই গড) ওঁরা ১২টা পর্যন্ত খেলছিলেন! কিন্তু আপনি তো ৮টার মধ্যেই বাড়ি ঢুকে যেতে বলেছেন।”

    মুখ্যমন্ত্রীর প্রশ্ন

    প্রসঙ্গত, দুর্গাপুরকাণ্ডের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ওটি একটি প্রাইভেট কলেজ। মেয়েটির নিরাপত্তার দায়িত্ব তো সেই প্রাইভেট কলেজেরই। রাত সাড়ে ১২টা নাগাদ মেয়েটি কীভাবে ক্যাম্পাসের বাইরে গেল? জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। কী হয়েছে, জানি না। পুলিশ খতিয়ে দেখছে। প্রাইভেট মেডিক্যাল কলেজগুলির উচিত নিরাপত্তা আরও জোরদার করা। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করা উচিত। রাতে তাদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। পুলিশ কীভাবে জানবে রাতে কে কখন বেরোবে? বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েদের অনুরোধ করব রাতে তারা যেন না বেরোয়। প্রাইভেট মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব রয়েছে। কেউ যদি রাত সাড়ে ১২টায় কোথাও যায়, পুলিশ তো আর তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না (BJP)।”

    একজন মহিলা মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রীর এহেন মন্তব্যের জেরে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গবাসী। ওয়াকিবহাল মহলের মতে, এমন মন্তব্য করা মুখ্যমন্ত্রীই কিনা এখন রাত ১২টা পর্যন্ত খেলে চ্যাম্পিয়ন হওয়া মহিলা ক্রিকেট দলকে ‘শুভনন্দন’ (শুভ অভিনন্দন না বলে এই শব্দটি ব্যবহার (Mamata Banerjee) করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। যদিও শব্দটি কোনও অভিধানেই নেই।) জানাচ্ছেন (BJP)!

    ভূতের মুখে রাম নাম!

  • Saika Ishaque: জাতীয় দলে বাংলার আরেক মেয়ে! ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক পার্ক সার্কাসের সাইকার

    Saika Ishaque: জাতীয় দলে বাংলার আরেক মেয়ে! ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক পার্ক সার্কাসের সাইকার

    মাধ্যম নিউজ ডেস্ক: পার্ক সার্কাসের ছোট গলি থেকে জাতীয় মহিলা দলে বাংলার মেয়ে সাইকা ঈশাক (Saika Ishaque)। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হল বাংলার মেয়ের। এদিন বাংলার ক্রিকেটার সাইকার হাতে ভারতীয় দলের ক্যাপ তুলে দেন অধিনায়ক হরমনপ্রীত কউর। ইন্ডিয়ান উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন সাইকা। সেখানেও তাঁর নেতা ছিলেন হরমনপ্রীত।

    নীল জার্সিতে সাইকা

    ভারতীয় মহিলা ক্রিকেট দল টি২০ সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেখানেই জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললেন বাংলার আরেক মেয়ে সাইকা ইশাক। আইপিএলে দুরন্ত পারফর্ম করেছিলেন ২৮ বছরের সাইকা (Saika Ishaque)। বাঁ হাতি স্পিনার সাইকা কম ইকোনমি রেট রেখে বোলিং করার জন্য পরিচিত। মেয়েদের আইপিএলে ১০ ম্যাচে ১৫টি উইকেট নেন তিনি। মেয়েদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের খেতাব জয়ের পিছনে সাইকা গুরুত্বপূর্ণ অবদান রাখেন।  সাইকার উপর নজর পড়ে জাতীয় নির্বাচকদের। তারপর পিছন ফিরে তাকাতে হয়নি। মুম্বইয়ের মাঠেই অভিষেক হয়ে গেল বাংলার মেয়ের। বুধবার ভারতের হয়ে প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট নেন সাইকা। ৭৫ রান করা ড্যানি ওয়াটের উইকেট তুলে ইংল্যান্ডের ১৩৮ রানের জুটি ভাঙেন সাইকাই। তাঁর বলে স্টাম্প করেন বাংলার আর এক মেয়ে রিচা ঘোষ। 

    কী বললেন কোচ

    সাইকার (Saika Ishaque) উত্থানের পিছনে বড় ভূমিকা রয়েছে তাঁর কোচ শিবসাগর সিংয়ের। কোচ বললেন, “মঙ্গলবার আমার সঙ্গে কথা হয় সাইকার। ওর কথা বলার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। বলছিল খেলার সুযোগ পেলে আমি পারব ভাল বল করতে। সাইকা খুব বেশি দূরের লক্ষ্য মাথায় রাখে না। একটা করে বল নিয়ে ভাবে। পুরো মনোযোগ থাকে যে বলটা করছে সেটার দিকে। সেটাই ওর সব থেকে বড় অস্ত্র।” শিবসাগরের মতে সাইকার সব থেকে বড় অস্ত্র কঠিন মানসিকতা।

    অভাবের সংসার থেকে ভারতীয় দলে 

    ছোটবেলায় বাবাকে হারিয়েছেন সাইকা। তিন ভাইবোন মানুষ হয়েছেন মায়ের কাছে। বাবার স্বপ্ন ছিল মেয়ে ক্রিকেটার হবে। অভাবের সংসার থেকে উঠে এসেই আজ আশার আলো দেখছে সাইকা। আড়াই বছর আগে, বাংলা দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন। কিন্তু কোচ শিবসাগরের নজরদারিতে এবং মনের জোরে ফের ফিরে আসেন সাইকা। মেয়েদের আইপিএল বদলে দেয় জীবন। এখন শুধু বাংলার নয়, ভারতের ক্রিকেটার সাইকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: এশিয়ান গেমসের শেষ চারে ভারতের মেয়েরা! প্রি-কোয়ার্টারের পথে সুনীলদের বাধা মায়ানমার

    Asian Games 2023: এশিয়ান গেমসের শেষ চারে ভারতের মেয়েরা! প্রি-কোয়ার্টারের পথে সুনীলদের বাধা মায়ানমার

    মাধ্যম নিউজ ডেস্ক: একটি ম্যাচ জিতলেই এশিয়ান গেমসে (Asian Games 2023) পদক নিশ্চিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের। অন্যদিকে সুনীলের গোলে গেমস ভিলেজে রয়ে গেলো ভারতীয় ফুটবল দল। এদিন খেলায় একেবারেই ছন্দে ছিলেন না সুনীলরা।। মাঝে মধ্যেই চাপে ফেলে দেয় বাংলাদেশ। একমাত্র গোল হয়েছে পেনাল্টি থেকে। একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে স্টিমাচের ছেলেরা। ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করলেন সুনীল ছেত্রী। সেই একমাত্র গোলেই জিতল ভারত।

    প্রি-কোয়ার্টার ফাইনালের সুযোগ 

    আগের ম্যাচে চিনের কাছে ১-৫ গোলে হারায় এদিন চাপ ছিল ভারতের। গেমস ভিলেজে (Asian Games 2023) থাকতে গেলে বাংলাদেশের বিপক্ষে এদিন জিততেই হতো সুনীলদের। ফিফা ক্রমতালিকায় ৮৭ ধাপ নীচে থাকা বাংলাদেশের বিরুদ্ধেও সংঘবদ্ধ আক্রমণ তুলে আনতে সমস্যা হচ্ছিল। গতিতে মাঝে মাঝে ভারতের ফুটবলারদের টেক্কা দিচ্ছিলেন বাংলাদেশের ফুটবলারেরা। প্রথমার্ধের শেষ দিকে সব থেকে ভাল সুযোগ পায় ভারত। ব্রাইস মিরান্ডার ক্রস থেকে বক্সের ভিতরে বল পান সুনীল। তাঁর ডান পায়ের শট বাঁচিয়ে দেন মিতুল। ফিরতি বলে শট মারেন রাহুল কেপি। সেই শটও বাঁচান মিতুল। ফিরতি বলে তৃতীয় বার সুযোগ পায় ভারত। এ বার মিরান্ডার হেডও ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক।  ৮৩ মিনিটের মাথায় বক্সের মধ্যে মিরান্ডাকে ফাউল করায় পেনাল্টি পায় ভারত। গোলরক্ষকের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন সুনীল। এর ফলে প্রি-কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বেঁচে থাকল ভারতের। গ্রুপের শেষ ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে খেলতে নামবেন সুনীলেরা।

    আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যোদয়! বিক্রম, প্রজ্ঞানকে কবে জাগানোর চেষ্টা করবে ইসরো?

    ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

    এশিয়ান গেমসের (Asian Games 2023) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। বৃহস্পতিবার ভারত ও মালয়েশিয়ার মধ্যে ক্রিকেট ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল। কিন্তু ক্রমতালিকায় এগিয়ে থাকার জন্য ভারত শেষ চারের ছাড়পত্র পেয়ে গেল।

    এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া। টসও দেরিতে হয়। কারণ সেই বৃষ্টি।ওভার সংখ্যা কাটা হয়। ২০ ওভারের ম্যাচ হয়ে যায় ১৫ ওভারের। ভারতের ইনিংসও বৃষ্টির জন্য বিঘ্নিত হয়। ১৫ ওভারে ভারতের মেয়েরা করে ২ উইকেটে ১৭৩ রান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jhulan Goswami: ‘‘ঝুলুদির জন্য এই সিরিজ জিততে চাই…’’, প্রথম ওডিআই জিতে বললেন মান্ধানা

    Jhulan Goswami: ‘‘ঝুলুদির জন্য এই সিরিজ জিততে চাই…’’, প্রথম ওডিআই জিতে বললেন মান্ধানা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবসর নিয়ে সরকারি কোনও ঘোষণা নেই। ঝুলন গোস্বামীও (Jhulan Goswami) কিছু বলেননি। চুপ বিসিসিআইও (BCCI)। তবে ভারতীয় ক্রিকেটের আনাচেকানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি একদিনের সিরিজই ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ মঞ্চ হতে চলেছে। এই সিরিজ শুধু বাংলার পেসারটির কাছে নয়, সতীর্থদের কাছেও স্পেশ্যাল। ঝুলনের বিদায়ী মঞ্চকে স্মরণীয় করে রাখতে চান ভারতীয় মহিলা দলের ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে মান্ধানা বলেছেন, ‘এই ওডিআই সিরিজ ঝুলুদির জন্য জিততে চাই। ওঁর অবদান কখনও ভোলার নয়। ওঁর লড়াই আমাদের কাছে অনুপ্রেরণা।’

    আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?

    জয়ের জন্য ভারতের সামনে ২২৮ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। যদিও সেই বাধা টপকাতে খুব বেশি বেগ পেতে হয়নি ভারতের মেয়েদের। শেফালি ভার্মা (১) দ্রুত ড্রেসিংরুমে ফিরলেও, ওপেনার স্মৃতি মান্ধানা ও যস্তিকা ভাটিয়ার অনবদ্য পার্টনারশিপ ভারতের জয়ের ভিত গড়ে দেয়। যস্তিকা ৪৭ বলে করেন ৫০ রান। তারপর ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলের জয় নিশিচত করেন মান্ধানা। ৪৪.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন স্মৃতি। ৯১ রানে আউট হন তিনি। হরমনপ্রীত ৭০ রানে অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা সর্বাধিক দু’টি উইকেট নিলেও বল হাতে কামাল দেখিয়েছেন ঝুলনও। ১০ ওভার হাত ঘুরিয়ে ২টি মেডেন সহ মাত্র ২০ রানের বিনিময়ে তিনি তুলে নেন একটি উইকেট। তাঁর এমন কৃপণ বোলিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বয়সের নিরিখে ঝুলনকে অবসর নিতে বাধ্য করা হচ্ছে। ও এখনও যেভাবে পারফর্ম করছে, তাতে আরও কয়েকটা বছর অনায়াসে খেলে দিতে পারে।

    আরও পড়ুন : তুমিই শিখিয়েছ কত ভালভাবে টেনিস খেলা যায়! ফেডেরারের অবসরে আবেগপ্রবণ আগাসি

    এসব মন্তব্যের অবশ্য আর কোনও মূল্য নেই। ঝুলনের অবসরের মঞ্চ ঠিক হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচেই তিনিই বুট জোড়া তুলে রাখবেন পাকাপাকিভাবে। যবনিকা পড়বে তাঁর দীর্ঘ দু’দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে। যার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু সুখ-দুঃখের কাহিনী।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Jhulan Goswami: বাইশ গজকে বাই বাই! লর্ডসেই কি শেষ ম্যাচ ঝুলনের?

    Jhulan Goswami: বাইশ গজকে বাই বাই! লর্ডসেই কি শেষ ম্যাচ ঝুলনের?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ড সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বাংলার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)।  বিসিসিআই (BCCI) সূত্রের খবর, ২৪ সেপ্টেম্বর লর্ডসের মাঠেই শেষবারের জন্য তাঁকে বল হাতে দেখা যাবে। শুক্রবার রাতেই ইংল্যান্ড সফরের জন্য নির্বাচকরা ঝুলনকে রেখে ওয়ানডে টিম ঘোষণা করেন। দীর্ঘদিন পর মাঠে ফিরছে ঝুলন। খবরটা পেয়েই খুশি হয়েছিলেন ঝুলন-ভক্তরা। কিন্তু শনিবারই ছন্দপতন। বিসিসিআইয়ের এক আধিকারিক জানান, আগামী ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন তিনি।

    আরও পড়ুন: লক্ষ্য দেশের হয়ে দুটো বিশ্বকাপ! জানেন কী বললেন কেকেআর তারকা আন্দ্রে রাসেল 

    চলতি বছর মার্চ মাসে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ঝুলন। নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের আসরে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশ্বকাপ চলাকালীনই ঝুলনকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু,চোটের কারণে ঝুলন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে খেলতে পারেননি। ২০১৮ সালে তিনি শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন। অন্যদিকে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটি তিনি গতবছর অক্টোবর মাসে খেলে ফেলেন।

    আরও পড়ুন: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে উঠতে পারে ফিফার নির্বাসন! জানুন কী বলল শীর্ষ আদালত

    চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মিতালি রাজ। এবার জাতীয় দলের জার্সিকে আলবিদা জানাতে চলেছেন কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী। ইংল্যান্ডে গিয়ে তিনটি ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। ওয়ানডে’তেও ক্যাপ্টেন্সির দায়িত্বে হরমনপ্রীত কৌর। স্মৃতি মন্ধানা সহ-অধিনায়ক। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলা হবে লর্ডসে। সেখানেই আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ খেলবেন ৩৯ বছর বয়সি বাংলার এই ক্রিকেটার। ভারতীয় মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির আছে তাঁর ঝুলিতে। এখনও পর্যন্ত তিনি তাঁর কেরিয়ারে ৩৫২টি উইকেট নিয়েছেন। এখন দেখার চাকদহ এক্সপ্রেসের, উইকেট মেশিন কোথায় গিয়ে থামে।

  • Commonwealth Games: কমনওয়েলথে রুপো সিন্ধুদের! ক্রিকেটে সেমিফাইনালে যেতে আজ বার্বাডোজের বিপক্ষে জয়ই লক্ষ্য ভারতের

    Commonwealth Games: কমনওয়েলথে রুপো সিন্ধুদের! ক্রিকেটে সেমিফাইনালে যেতে আজ বার্বাডোজের বিপক্ষে জয়ই লক্ষ্য ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: লন বলের সঙ্গে টেবিল টেনিসের টিম গেমে সোনা তুলে নিয়েছে ভারত। তাই দেশবাসী ধরেই নিয়েছিলেন মালয়েশিয়াকে হারিয়ে ব্যাডমিন্টনে সোনা জিতে নেবেন সিন্ধুরাও। কিন্তু যাবতীয় হিসেবকে ভুল প্রমাণ করে সোনা জিতে নিল মালয়েশিয়া। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। তবে সিন্ধুদের এই সাফল্যকেও খাটো করে দেখছে না দেশবাসী। ভারতীয় মিক্সড টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ট্যুইটারে  মোদি লেখেন, “কমনওয়েলথে (CWG 2022) ভারতের এই সাফল্যই ব্যাডমিন্টনকে আগামীদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলবে।” ট্যুইটারে শ্রীকান্তদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। দলের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তিনি। এদিকে আজ সেমিফাইনালে পৌঁছতে বার্বাডোজের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আবার এদিনই পুল বি-এর ম্যাচে মনপ্রীত সিংয়ের হকি দলের মুখোমুখি হবে কানাডা। 

    হকি

    মহিলাদের হকিতে ভারত বনাম কানাডা, দুপুর ৩.৩০

    পুরুষদের হকিতে ভারত বনাম কানাডা, সন্ধ্যা ৬.৩০

    ভারোত্তোলন

    পুরুষদের ১০৯ কেজি বিভাগে নামবেন লভপ্রীত সিংহ, দুপুর ২

    মহিলাদের ৮৭ কেজি বিভাগে নামবেন পূর্ণিমা পাণ্ডে, সন্ধ্যা ৬.৩০

    পুরুষদের ১০৯ কেজি প্লাস বিভাগে নামবেন গুরদীপ সিংহ, রাত ১১

    আরও পড়ুন: চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াডে যোগ দিয়ে তালিবান পতাকা হাতে ছবি পোস্ট আফগান প্রতিযোগীর

    টেবিল টেনিস

    মহিলা সিঙ্গলসে সাহানা রবি বনাম ফেইথ ওবাজুবায়ে, দুপুর ৩.১০

    মহিলা সিঙ্গলসে সোনালবেন পটেল বনাম সুই বেইলি, দুপুর ৩.১০

    মহিলা সিঙ্গলসে ভাবিনা পটেল বনাম ড্যানিয়েলা দি তোরো, দুপুর ৩.১০

    পুরুষ সিঙ্গলসে রাজ আলাগর বনাম জর্জ উইনধাম, বিকেল ৪.৫৫

    মহিলা সিঙ্গলসে সাহানা রবি বনাম গ্লোরিয়া গার্সিয়া ওং, রাত ৯.৪০

    মহিলা সিঙ্গলসে সোনালবেন পটেল বনাম আমান্দা শারকে, রাত ১০.১৫

    মহিলা সিঙ্গলসে ভাবিনা পটেল বনাম ফেচুকুদে কেউয়ি, রাত ১০.১৫

    পুরুষ সিঙ্গলসে রাজ আলাগর বনাম ইসায়ু ওগুনকুলে, রাত ১২.০০

    বক্সিং

    মহিলাদের ৪৫-৪৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নীতু বনাম নিকোল ক্লাইড, বিকেল ৪.৪৫

    পুরুষদের ৫৪-৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হুসামুদ্দিন মহম্মদ বনাম ট্রাইয়েগেন মর্নিং, বিকেল ৫.৪৫

    মহিলাদের ৪৮-৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিখাত জরিন বনাম হেলেন জোন, রাত ১১.১৫

    মহিলাদের ৬৬-৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে লভলিনা বরগোহাঁই বনাম রসি একেলস, রাত ১২.৪৫

    পুরুষদের ৭৫-৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে আশিস কুমার বনাম অ্যারন বাওয়েন, দুপুর ২.০০

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে জোড়া সোনা ভারতীয় পুরুষ টিটি, মহিলা লন বল দলের

    স্কোয়াশ

    মিক্সড ডাবলসের রাউন্ড অফ ৩২-এ জ্যোৎস্না চিনাপ্পা-হরিন্দর পাল সিংহ সাধু বনাম ইয়েহেনি কুরুপ্পু-রবিন্দু লাকসিরি, দুপুর ৩.৩০

    মহিলাদের সিঙ্গলসে সুকন্যা সারা কুরুভিল্লা বনাম মেরি ফাঙ্গ আ ফাট, সময় চূড়ান্ত হয়নি

    পুরুদের ব্রোঞ্জের ম্যাচে নামবেন সৌরভ ঘোষাল, রাত ৯.৩০

    অ্যাথলেটিক্স

    মহিলাদের শটপুট ফাইনালে নামবেন ভারতের মনপ্রীত কৌর, রাত ১২.৩৫

    ক্রিকেট

    মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচে ভারত বনাম বার্বাডোজ, রাত ১০.৩০

    জুডো

    মহিলাদের ৭৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নামবেন তুলিকা মান, সময় চূড়ান্ত হয়নি

    পুরুষদের ১০০ কেজি বিভাগের এলিমিনেশনে নামবেন দীপক দেশওয়াল, সময় চূড়ান্ত হয়নি

    লন বোলিং

    পুরুষদের সিঙ্গলস সেকশনালে মৃদুল বরগোহাঁই বনাম ক্রিস লক, দুপুর ১

    মহিলাদের পেয়ার্সে ভারত বনাম নিস, দুপুর ১

    পুরুষদের সিঙ্গলস সেকশনালে মৃদুল বরগোহাঁই বনাম লেন ম্যাকলিন, বিকেল ৪

    মহিলাদের পেয়ার্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, বিকেল ৪

    পুরুষদের ফোর্সে ভারত বনাম কুক আইল্যান্ড, সন্ধ্যা ৭.৩০

    মহিলাদের ট্রিপলসে ভারত বনাম নিউয়ে, সন্ধ্যা ৭.৩০

    পুরুষদের ফোর্সে ভারত বনাম ইংল্যান্ড, রাত ১০.৩০

  • Commonwealth Games: ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের পরাজয়! কমনওয়েলথ ক্রিকেটের ফাইনালে ভারতের মেয়েরা

    Commonwealth Games: ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের পরাজয়! কমনওয়েলথ ক্রিকেটের ফাইনালে ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মেয়েদের স্বপ্নের দৌড় অব্যাহত। ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশদের গুঁড়িয়ে দিল ভারতের মহিলা দল। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারতের মেয়েরা (Indian Women’s Cricket Team)। কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে ভারত।  প্রথম বার কমনওয়েলথ গেমসে খেলতে নেমেই ফাইনালে উঠলেন হরমনপ্রীত কৌররা। এই জয়ের ফলে কমনওয়েলথ গেমস ক্রিকেটে রূপো জয় নিশ্চিত হয়ে গেল ভারতের মেয়েদের। ফাইনালে জিতলে সোনা জিতবে ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করা আছে ভারতের মেয়েদের জন্য।

    টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্মৃতি। প্রথম পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলে নেয় ৫১ রান। স্মৃতির সঙ্গে ওপেন করতে নামা শেফালি বর্মা মাত্র ১৫ রান করে আউট হন। তাঁরা ফিরলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান হরমনপ্রীত কৌর এবং জেমাইমা। ২০ বলে ২০ রান করেন অধিনায়ক হরমনপ্রীত। শেষবেলায় ভারতের হয়ে রান তোলেন দীপ্তি শর্মাও। তিনি ২০ বলে ২২ রান করেন। জেমাইমা অপরাজিত থাকেন ৪৪ রানে।

    ব্যাট করতে নেমে প্রথম থেকেই দ্রুত রান তুলছিল ইংল্যান্ড। ভারতীয় বোলাররা শুরুতে উইকেট তুলতে ব্যর্থ হন। সোফিয়া ডাঙ্কলে ১০ বলে ১৯ রান করেন। তাঁকে ফেরান দীপ্তি শর্মা। অন্য ওপেনার ড্যানি ওয়াট করেন ৩৫ রান। স্নেহ রানা তুলে নেন তাঁর উইকেট। এলিস ক্যাপসে ১৩ রান করে রান আউট হয়ে যান। ৮১ রানের মধ্যে তিন উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক ন্যাট সিভার এবং অ্যামি জোনস। শেষ মুহূর্ত দ্রুত রান নিতে গিয়ে আউট হন জোনস। ৩১ রান করার পর রান আউট হন তিনি। এর পর একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু রানা আটকে দেন ইংল্যান্ডকে। কার্যত ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিয়ে চার রানে ম্যাচ জিতে যায় ভারত।

    আরও পড়ুন: আদালতের হস্তক্ষেপে বার্মিংহাম যাত্রা! বাকিটা ইতিহাস, কমনওয়েলথে হাই জাম্পে প্রথম পদক, ব্রোঞ্জ তেজস্বীনের

    এদিকে ক্রিকেটের পাশাপাশি এদিন ১০ হাজার মিটার হাঁটায় রূপোর পদক পেয়েছেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ছেলেদের স্টিপলচেজেও রুপো জিতেছেন ভারতের অবিনাশ সাবলে। এদিকে লন বোলে রুপো জিতে চমকে দিলেন ভারতের পুরুষ দলও। পুরুষদের ফোর দল ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে। অন্যদিকে কুস্তিতে একাধিক পদক নিশ্চিত করে ফেলছেন ভারতীয় কুস্তিগিররা। ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। টেবিল টেনিসেরও ফাইনালে উঠেছে ভারতের মিক্সড ডাবলস টিম। 

LinkedIn
Share